আলহামদুলিল্লাহ,, কিবরিয়া ভাই এর মিলন মেলা লক্ষ লক্ষ মানুষের কান্না,, এর চেয়ে ভালো কোন প্লাটফর্ম আছে কিনা জানিনা,,, আল্লাহ তুমি কিবরিয়া ভাই ও তার পুরো টিমকে হেপাজত করুন।
এমন একটা বড় বোন কয়জনের ভাগ্যে জোটে । মায়েরমত বড় বোনেকে স্যালুট জানাই । পরিবারকে দেখেশুনে ধরে রাখার মানসিকতা কতজনের থাকে । রেহেনার জন্য অনেক দোয়া । অনেক ইচ্ছে হচ্ছে এই বড় বোনের সাথে একটু কথা বলার ।
আহারে বাবা মা না থাকাটা যে কত টা কষ্টকর,যাদের বাবা মা নেই তারা বুঝে,আল্লাহ পাক সমস্ত বাবা মা কে সুস্থ রাখুন,ও যাদের বাবা মা জিবিত নেই তাদের জান্নাতুল ফেরদৌস নাসিব করুন, আমীন।
পরিবারের জন্য বড় বোনের সারাজীবনের যে বির্সজন তা অসাধারণ এবং বাংলাদেশের উদ্ভট বদ্ সামাজিকতা পদধলিত করে বড় বোন - ছোট ভাই,বোন ও বোনের স্বামীকে গ্রহন করা এটি একটি অসাধারণ দৃষ্টান্ত। ধন্যবাদ।
ছোট্ট একটু অভিমান, হালকা একটু রাগ, জীবনে অনেক কিছুই হারিয়ে দেয়। আজ মা বাবাকে দেখতে চাইলেও দেখতে পারবেন না এই বোন। তবুও আলহামদুলিল্লাহ মায়ের মত বড় বোন পেয়েছেন উনি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপন ঠিকানা নিঃসন্দেহে বর্তমান সময়ের সেরা অনুষ্ঠান প্রতিটি পর্ব আমাদের অনবরত কান্না করতে বাধ্য করে এই অনুষ্ঠানের সংঙ্গে সম্পৃক্ত সকলের দোয়া ও শুভকামনা রইলো।
বড় বোনটা মানুষের মত মানুষ, এটাই প্রকৃত মানুষ। বিশাল মনের অধিকারী রহিমা বোন ❤ এই ছোট ভাই বোন গুলারে গার্মেন্টসে চাকরি করে মায়ের অভাব পূরণ করছে এই বোন রহিমা তাকে স্যালুট
আলহামদুলিল্লাহ। রেহানা পরিবার ফিরে পেয়েছে। অনেক অনেক খুশী আপন ঠিকানার সকল দর্শক।বড় বোন রহিমা চাকুরীজীবি এবং ম্যাচুয়েড ও দায়িত্ববান মানুষ। তাঁর বলা কথা " আমিই মা আমিই বাবা" পুরো অনুষ্ঠানটিই অনেক প্রানবন্তু হয়েছিলো। ধন্যবাদ কিবরিয়া ভাইকে। আল্লাহ যেন কিবরিয়া ভাইয়কে পরিপূর্ণ সুস্থ ও নেক হায়াৎ দান করেন।
আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত আপন ঠিকানা দেখে আসছি। কিবরিয়া ভাই আসলে আপনি যেটা করছেন সেটা অত্যন্ত একটা কঠিন বিষয়। প্রত্যেকটা ভিডিও দেখে চিন্তা করে গবেষণা করার জন্য চেষ্টা করি আসলে, তবে আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য আল্লাহ যাতে করে আপনাকে হায়াতে ত্বয়্যিবা দান করুন। আমি মনে করি এটা এই বিষয়ে একটা সাব্জেক্ট ভার্সিটিতে হওয়া দরকার ছিল। যাতে পড়াশুনা করে এখান থেকে অনেক বড় বড় শিক্ষাগুলি নেওয়া যায়। রাগের জন্য কি হয় নিজের জীবনে- এগুলো নিয়ে আসলে পুরো জাতির শিক্ষা নেওয়া দরকার।
জানিনা আর কত চোখের পানি চলে যাবে তাঁর পরও বলব সব হারিয়ে যাওয়া মানুষগুলো নিজ আপন ঠিকানায় ফিরুক। কিবরিয়া ভাই সহ সব টিম মেম্বার দের প্রতি আন্তরিক সালাম ও অপুরানত দোয়া।
আলহামদুলিল্লাহ। মিষ্টির মতো অটুট থাকুক ভাই বোনের মেল বন্ধনের দোয়া রইল। অনেক ভালো লেগেছে। পরিবার যে কি জিনিস যারা হারিয়ে গেছে তাঁরাই বুঝতে পেরেছে। ধন্যবাদ কিবরিয়া ভাই সহ পুরো অফিস টিম কে ধন্যবাদ যারা এখানে কাজ করেছেন সবাই কে আল্লাহ পাক হেফাজত করুন।
আলহামদুলিল্লাহ রেহেনা ফিরে গেলো তার নিজ পরিবারে। রেহেনার ভিডিও টা অনেক মানুষের মনে দাক কেটেছে । দোয়া করি রেহানার জন্য বাকিটা জীবন পরিবারের সবাই কে নিয়ে ভালো থাকে
ধন্যবাদ জনাব কিবরিয়া সাহেব। অনেকদিন হয়ে গেল আপনার আপন ঠিকানা অনুষ্টানের একজন ভক্ত। ভাই কিবরিয়া আর কত কাদাবেন আমাকে? যাক, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ভাল মনের মানুষ গুলোকে কাদাচ্ছেন।এমন ভাল উদ্যোগের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা রইল।
আলহামদুলিল্লাহ....... রেহানা আপার জন্য অনেক অনেক দোয়া। সামনের দিন গুলো ভাল থাকবেন ভাইবোনদের কে নিয়ে। ভাইয়া অনুষ্ঠান গুলো দেখে আর কান্না করতে পারছি না। এত কষ্ট লাগে যা বলার মত না।
আলহামদুলিল্লাহ রেহেনা আপার ভাই বোন কে আল্লাহ তায়ালা নেকহায়াত দান করুন আর কিবরিয়া ভাই ও আপন ঠিকানার সবাইকে সুস্থ রাখুন আর সবাইকে নেক হায়াত দান করুন আমিন
কিবরিয়া ভাই আপনাকে সালাম জানাই।ভাই আপনার প্রতিটি এপিসোড নিয়মিত পুরোপুরি দেখে থাকি।অন্য কে ও অনুরোধ করি দেখার জন্য আমি বলে থাকি সিনেমা নাটকেও হার মানায় এক একটি কাহীনি শিখার ও অনেক কিছু আছে। আমাদের দেখা শেয়ার ও কমেন্ট এর কারণে যদি হারিয়ে যাওয়া কোন মানূষ তার আপন ঠিকানা খোঁজে পায় আমাদের ও সোওয়াব হবে। আলহামদুলিল্লাহ রেহানের জন্য দোয়া রহিল।সব ঘটনাই ইমোশনাল ।আমি সবগুলি আপডেইট এপিসোডে ইমোশনাল হয়ে যাই।কখন ও কখন নিজেই Out of control.
আলহামদুলিল্লাহ বোনটি ফিরে পেল তার আপন ঠিকানা প্রতিটি হারানো ভাই বোন যেন এরকমই তারা তাদের আপন ঠিকানা খুঁজে পায়। ধন্যবাদ আর'জে কিবরিয়া ভাইকে এবং তার টিমের সকল সদস্যদের কে
আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ এগিয়ে জান প্রাণ ভরে দোয়া ও শুভ কামনা রইলো মনথেকে কিবরিয়া ভাই আপনার জন্য আপন ঠিকানা এপিসোড দেখে কেঁদে কেঁদে হই সারা ❤❤❤❤🌹🌹🌹🌹😭😭😭
... "...মাঝে মাঝে আমি থমকে যাই...!" আজ আপনার এই কথাটার মধ্যে দিয়ে আমার নচিকেতা চক্রবর্তী -র একটা গান খুব মনে পড়ে গেল "...যখন সময় থমকে দাঁড়ায়/ নীড়হারা পাখি দুহাত বাড়ায়...!" আজকের এই আপডেট এপিসোড -এর শেষে আপনার বলা কথাটা খুবই প্রাসঙ্গিক হয়ে উঠলো...! ... love you Bangladesh from KOLKATA WEST-BENGAL INDIA ❤️❤️❤️
ভাই আপনি কি করে এত শক্ত করেন মন এত ধৈর্য্য আপনার আমি তো সব গুলা ভিডিও দেখে কান্না করি।আশা করি নেক্সট ভিডিও তে উত্তর দিবেন কমেন্ট এর। আপনাকে এবং আপনার টিম কে অনেক ভালোবাসি ❤️👈
আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ শিহাব ভাই আব্দুল করিম ভাই ও আমির হোসেন বাবু-আপনাদের চিরুনী অভিযান সফল হয়েছে। সেই সাথে চূড়ান্ত সফলতার পাল্লা ভারী হয়ে ২২৭ তম সফলতায় পৌঁছলো। কিবরিয়া ভাইকে সশ্রদ্ধ সালাম। রেহানা ও তার পরিবারের জন্য দোয়া এবং আপন ঠিকানার সকল সহযোদ্ধা ভাই বোনদের জন্য শুভকামনা।🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️
আসসালামু আলাইকুম, ভাই আমি আপনার প্রতিবেদন দেখি, ৫৭বছর বয়সী মানুষ, ১২ বছর বয়সে বাবা মারা যায়, মা মারা ৫বছর হতে চললো।আপনার প্রতিটি পর্ব হৃদয়স্পর্শ করে, হারানো বেদনা ও পাওয়ার আনন্দ চোখের পানি ধরে রাখা যায় না।সত্যিই আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য আপনার এই কর্মযজ্ঞ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক,আমিন।
আপন ঠিকানার ভিডিও দেখলে বুকের ভিতরে খুব চোট পাই চোখের পানি ধরে রাখতে পারিনা কেন জানিনা এরা তো আপন কেওনা তোবু পানি ধরে রাখতে পারিন (আপন কে অনেক অনেক ধন্যবাদ জানাই )
দোয়া করি আল্লাহ যেন কলিজার টুকরো ভাই রীয়েল হিরো কিবরিয়া ভাই কে সব সময় সুস্থ ও সুন্দর রেখে এ রকম আরও জনকল্যাণ মূলক কাজ করার জন্য তৌফিক দান করুন আমীন
ওসাধারন। ওসাধারন। বর বেন কে আমার লাখ সালাম। এমন বর বোন কে সেলুট জানাই।আর কিব্রিয়া ভাই কে কি বলব ভাসা খুজে পাচ্ছিনা। পুর টিমের জন্য দো য়া জানাই।আসসালামু আলাইকুম।
আপন ঠিকানার প্রতিটি এপিসোড আমি দেখেছি আর সব সময় দেখি। আমার শ্বশুর বাড়ির সবাই বলে তুমি এই অনুষ্ঠানটা এত কেন দেখো তোমার কি কেউ হারিয়ে গেছে তাই? হাজবেন্ড তো মজা করে বলে তোমাকেও তো কুড়িয়ে পেয়েছে একদিন দেখবা তোমার বাবা-মা ও তোমার খোঁজে আসবে,,, অনেক বছর পর হারিয়ে যাওয়া যখন সন্তান যখন তার আপন ঠিকানায় সন্ধান পায় সে মুহূর্তগুলো আমায় অনেক কাঁদায়। মন থেকে দোয়া করি এই পর্বগুলো দিন দিন কমে আসুক। যেন বাংলাদেশের একটি ও হারানো সন্তান না থাকে। সম্পর্ক বিশাল বড় বন্ধন। সবাই এই বন্ধনে ছোট্ট জীবন অতিবাহিত করুক এটাই প্রত্যাশা
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, জনাব কিবরিয়া ভাই, রেহেনা ফরলো ঘরে আলহামদুলিল্লাহ। হাজার চাপা কস্ট নিয়ে খোজে ফেল সবাইকে। এরা কান্না করে আমি ও কান্না করি। রেহেনাকে যে ২০ বছর ঘরে বন্ধি করে রেখেছিল ঐ দম্পতিদের বিচার দাবি করছি। রেহেনাকে যে স্বামী জায়গা দিয়াছে বিয়ে করেছে আল্লাহ উনাকে সুস্হতা ও হায়াত দান করুক। রেহেনা সবাকে নিয়েই সূখে থাকুক।আপন টিকাকার প্রত্যাক সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমিই বাপ আমিই মা.....
বড় বোনের এই উক্তিটা অসাধারণ ভাল্লাগছে...
পৃথিবীতে ভাই বোন এর সম্পর্কের চেয়ে মধুর সম্পর্ক আর কিছুই হতে পারে না।
#¢_zvxxx$z_ salam htg bir çox
আলহামদুলিল্লাহ,, কিবরিয়া ভাই এর মিলন মেলা লক্ষ লক্ষ মানুষের কান্না,, এর চেয়ে ভালো কোন প্লাটফর্ম আছে কিনা জানিনা,,, আল্লাহ তুমি কিবরিয়া ভাই ও তার পুরো টিমকে হেপাজত করুন।
এমন একটা বড় বোন কয়জনের ভাগ্যে জোটে । মায়েরমত বড় বোনেকে স্যালুট জানাই । পরিবারকে দেখেশুনে ধরে রাখার মানসিকতা কতজনের থাকে । রেহেনার জন্য অনেক দোয়া । অনেক ইচ্ছে হচ্ছে এই বড় বোনের সাথে একটু কথা বলার ।
টঙ্গী মিল গেট,, কবরস্থানের পাশে ওদের বাসা গেলেই পাবেন
কবিরাজ এর দিন শেষ।।।।
কিবরিয়া ভাই এর বাংলাদেশ।। ইনশাআল্লাহ ❤️❤️
আল্লাহ আপনাকে এবং আপনার টিম মেম্বার দের কে সফলতায় পরিপূর্ণ করে দিবেন।।।
পর্দা করার জন্যে বাংলাদেশী বোন দের কে অসংখ্য ধন্যবাদ জানায়
আহারে বাবা মা না থাকাটা যে কত টা কষ্টকর,যাদের বাবা মা নেই তারা বুঝে,আল্লাহ পাক সমস্ত বাবা মা কে সুস্থ রাখুন,ও যাদের বাবা মা জিবিত নেই তাদের জান্নাতুল ফেরদৌস নাসিব করুন, আমীন।
আমিন
আমিন
সত্যি কথা বলছেন আপু
Amin
আমিন
আলহামদুলিল্লাহ, পরিবারহারা মানুষগুলোর পরিবার খুঁজে পাওয়া, এটা দেখা কত যে আনন্দের তা ভাষায় প্রকাশ করা যায় না।
Allahuakbar
Hairie.ma.baba.nai.kee.duk.jar.nai.see.bujee
একজন গার্ডিয়ান পেয়েছে রুমা, যে সবাইকে কোলে - পিঠে লালন - পালন করে বড় করেছেন , বড় বোন , তিনি মায়ের মতনই। বড় আপুকে আল্লাহ নেক হায়াত দিন, আমিন।
Right
আলহামদুলিল্লাহ্ । জীবনটা এমনি । বাবা মা চিরকাল কারো থাকে না। দোয়া করি ভালো থাক।
আলহামদুলিল্লাহ বড় বোনের দায়িত্ব দেখে হতবাক হয়ে গেলাম। আপন ঠিকানা দীর্ঘায়ু হোক এই দোয়া করি🤲🤲🤲🤲
আহা কত কষ্টের আহাজারি এতটা বছর বুকের ভিতরে চেপে রেখেছিল আপুটা!! আল্লাহ্ আপুটাকে এবার যেন শান্তি দেন ভালোবাসায় ভরিয়ে রাখুন বাকি জীবনটা আমীন
বড় বোনের কথাগুলো অসাধারণ লেগেছে। স্যালুট এই বড় বোনকে।
ঘরে ঘরে এরকমই বড় বোন যেন জন্মায়।
পরিবারের জন্য বড় বোনের সারাজীবনের যে বির্সজন তা অসাধারণ এবং বাংলাদেশের উদ্ভট বদ্ সামাজিকতা পদধলিত করে বড় বোন - ছোট ভাই,বোন ও বোনের স্বামীকে গ্রহন করা এটি একটি অসাধারণ দৃষ্টান্ত। ধন্যবাদ।
পৃথিবীর সবচেয়ে বড় মায়ার মানুষ হচ্ছে মা।
ছোট্ট একটু অভিমান, হালকা একটু রাগ, জীবনে অনেক কিছুই হারিয়ে দেয়। আজ মা বাবাকে দেখতে চাইলেও দেখতে পারবেন না এই বোন। তবুও আলহামদুলিল্লাহ মায়ের মত বড় বোন পেয়েছেন উনি।
আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ 💜💚❤️ রেহানা ফিরে পেল তার আপন জনের সন্ধান আলহামদুলিল্লাহ 🤲
আলহামদুলিল্লাহ রেহানা নিজ পরিবার ফিরে পেল। কিন্তু ভাই আমি প্রতিটি পর্ব দেখে কাঁদতে কাঁদতে চলেছিল।
এই গল্পের সাক্ষী হয়ে থাকলাম ধন্যবাদ আর যে কিবরিয়া ভাইকে,মহান আল্লাহর কাছে দোয়া করি মানুষের প্রার্থনা নিয়ে বেঁচে থাকুন সবার মাঝে।
বড় বোন মানে অন্য আরেক পৃথিবী,
বড় বোনের কথা অনেক ভালো লেগেছে, বাবা হলেও আমি মা হলেও আমি, চোখে জল চলে এসেছে এই কথাটা শোনার পর।
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর। খুবই হৃদয় বিদারক।
হৃদয়বিদারক। রক্তের বন্ধন না যায় খন্ডন। আল্লাহু আকবার
ভাই বোনের সাথে অনেক অনেক মিল। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ
বড় বোনের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। এরকম বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন, আমিন।
আলহামদুলিল্লাহ। অসাধারণ কাজ করেছেন। সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।
আলহামদুলিল্লাহ্ ভাই বোনদের চেহারার সাথে অনেক মিল আছে
আলহামদুলিল্লাহ শুভকামনা রইলো এই বোনটির জন্য।
ভাই বোনের চেহারায় হুবহু মিল আছে
আলহামদুলিল্লাহ।
রেহানার ভাই বোন অনেক ভালো আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক, তার সঙ্গে তারা মিলে মিশে থাক এই দোয়া রহিলো।
এই পর্যন্ত যতটা আপডেট পর্ব দেখেছি, ততবারেই কান্না করেছি।🥺
মাশা-আল্লাহ,,,, ভাই,বোনের সাথে,,,চেহারার সাথে অনেক মিল। আল্লাহ সবাইকে শান্তি দান করুন। সত্য অশিকার করে কি লাভ???
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আপন ঠিকানা নিঃসন্দেহে বর্তমান সময়ের সেরা অনুষ্ঠান প্রতিটি পর্ব আমাদের অনবরত কান্না করতে বাধ্য করে এই অনুষ্ঠানের সংঙ্গে সম্পৃক্ত সকলের দোয়া ও শুভকামনা রইলো।
শেষের রিসিভ টা খুবই ভালো লাগছে। উনারা আসলেই খুব ভালো মনের মানুষ ❤❤
আলহামদুলিল্লাহ রেহানা ফিরে পেল তার আপন পরিবার খুঁজে পেলো যাদের মাধ্যমে এই সফল ভিডিও আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন আমিন।
আলহামদুলিল্লাহ অবশেষে রেহানা। আফা তার পরিবারকে পাইলেও ধন্যবাদ প্রিয় ভাই ধন্যবাদ যারা সহযোগিতা করছেন
আমিন
বড় ভাই বোন ছোটদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে। বড় বোনটি অনেক ভালো। যে পরিবারে রেহানা আপু বিশটি বছর কাটিয়েছেন তাদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।
আলহামদুলিল্লাহ,চেহারায় বোনের সাথে হুবহু মিল রয়েছে মহান আল্লাহর রহমতে রেহানা ফিরে গেল তাঁর আপন ঠিকানায়।
বড় বোনটা মানুষের মত মানুষ, এটাই প্রকৃত মানুষ। বিশাল মনের অধিকারী রহিমা বোন ❤ এই ছোট ভাই বোন গুলারে গার্মেন্টসে চাকরি করে মায়ের অভাব পূরণ করছে এই বোন রহিমা
তাকে স্যালুট
আলহামদুলিল্লাহ।
আল্লাহ তায়ালা চাইলে সবই সম্ভব।
আল্লাহ তাআলা এভাবেই পরিবারহারা সকলকে আপন ঠিকানায় ফিরিয়ে দিক। আমিন।
আলহামদুলিল্লাহ।
রেহানা পরিবার ফিরে পেয়েছে।
অনেক অনেক খুশী আপন ঠিকানার সকল দর্শক।বড় বোন রহিমা চাকুরীজীবি এবং ম্যাচুয়েড ও দায়িত্ববান
মানুষ। তাঁর বলা কথা " আমিই মা আমিই বাবা"
পুরো অনুষ্ঠানটিই অনেক প্রানবন্তু হয়েছিলো।
ধন্যবাদ কিবরিয়া ভাইকে। আল্লাহ যেন কিবরিয়া ভাইয়কে পরিপূর্ণ সুস্থ ও নেক হায়াৎ দান করেন।
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@masudmorshed
আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত আপন ঠিকানা দেখে আসছি। কিবরিয়া ভাই আসলে আপনি যেটা করছেন সেটা অত্যন্ত একটা কঠিন বিষয়। প্রত্যেকটা ভিডিও দেখে চিন্তা করে গবেষণা করার জন্য চেষ্টা করি আসলে, তবে আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য আল্লাহ যাতে করে আপনাকে হায়াতে ত্বয়্যিবা দান করুন। আমি মনে করি এটা এই বিষয়ে একটা সাব্জেক্ট ভার্সিটিতে হওয়া দরকার ছিল। যাতে পড়াশুনা করে এখান থেকে অনেক বড় বড় শিক্ষাগুলি নেওয়া যায়। রাগের জন্য কি হয় নিজের জীবনে- এগুলো নিয়ে আসলে পুরো জাতির শিক্ষা নেওয়া দরকার।
নিড় হারা মানুষগুলো একদিন তাদের হারানো নীড় ফিরে যাবে এটাই আমাদের প্রতিপালকের নিকট কামনা।
জানিনা আর কত চোখের পানি চলে যাবে তাঁর পরও বলব সব হারিয়ে যাওয়া মানুষগুলো নিজ আপন ঠিকানায় ফিরুক। কিবরিয়া ভাই সহ সব টিম মেম্বার দের প্রতি আন্তরিক সালাম ও অপুরানত দোয়া।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রসংশার মালিক একমাত্র আল্লাহ। বোনটির জন্য দোয়া ও শুভকামনা রইলো।
আলহামদুলিল্লাহ। এরকম বোন হাজারওথাকা দরকার।
মেয়েরা বাবাকে অনেক বেশি ভালোবাসে 🥰🥰🥰
Ei Episode er kendrobindu hochhe "Boro bon". Uni ekjon "real Boro bon".....salute to you. Every family should have a Boro bon like you.
দিন শেষে পরিবারের জন্য কাঁন্না করা দুঃখ কষ্ট পাওয়া এইটাই হলো আসক কষ্ট,,, আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে খুব খুশি হতো
আলহামদুলিল্লাহ। মিষ্টির মতো অটুট থাকুক ভাই বোনের মেল বন্ধনের দোয়া রইল। অনেক ভালো লেগেছে। পরিবার যে কি জিনিস যারা হারিয়ে গেছে তাঁরাই বুঝতে পেরেছে। ধন্যবাদ কিবরিয়া ভাই সহ পুরো অফিস টিম কে ধন্যবাদ যারা এখানে কাজ করেছেন সবাই কে আল্লাহ পাক হেফাজত করুন।
কিবরিয়া ভাই আমি কোলকাতা থেকে প্রতিদিন আপনার এই ভিডিও গুলো দেখি। আজকের এই ভিডিও টা খুব ভাল লাগছে দিদি র বোনের প্রতি ভালবাসা সত্যি অমায়িক।
আপাটাকে অনেক ধন্যবাদ ও উনার সুস্থতা কামনা করছি।
আমি ।আপা জন্য মঙ্গল কামনা করি পতি ঘরে ঘরে এমন বড়।বোন ।জন্ম যেন হয় পতি টি।ছুট।ভাই ।বোন কে।এভাবেই ।আলগিয়ে।রাকতে।পারে
আলহামদুলিল্লাহ রেহেনা ফিরে গেলো তার নিজ পরিবারে। রেহেনার ভিডিও টা অনেক মানুষের মনে দাক কেটেছে । দোয়া করি রেহানার জন্য বাকিটা জীবন পরিবারের সবাই কে নিয়ে ভালো থাকে
ধন্যবাদ জনাব কিবরিয়া সাহেব। অনেকদিন হয়ে গেল আপনার আপন ঠিকানা অনুষ্টানের একজন ভক্ত। ভাই কিবরিয়া আর কত কাদাবেন আমাকে? যাক, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ভাল মনের মানুষ গুলোকে কাদাচ্ছেন।এমন ভাল উদ্যোগের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা রইল।
আলহামদুলিল্লাহ বোনটি ফিরে গেলো তার পরিবারে আমিন
অনেক মানুষের সাথে আপনার কাজ। একজাকলি মানুষের নাম মনে রাখা কোন মানুষের ই মনে রাখা সম্ভব না।
আলহামদুলিল্লাহ.......
রেহানা আপার জন্য অনেক অনেক দোয়া। সামনের দিন গুলো ভাল থাকবেন ভাইবোনদের কে নিয়ে। ভাইয়া অনুষ্ঠান গুলো দেখে আর কান্না করতে পারছি না। এত কষ্ট লাগে যা বলার মত না।
আপুটা খুবই অভিমানী আর জেদী ও। এটা ই হয়ত তার জীবনে বড় প্রভাব ফেলেছে। জানি না। দোয়া করি এনার জন্য।
আলহামদুলিল্লাহ্
এভাবেই সব পরিবার হারা সন্তান গুলা ফিরে যাবে আপন ঠিকানায় ইনশাআল্লাহ্
এই ভিডিও থেকে অনেকের অনেক কিছু শিখার আছে। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ রেহেনা আপার ভাই বোন কে আল্লাহ তায়ালা নেকহায়াত দান করুন আর কিবরিয়া ভাই ও আপন ঠিকানার সবাইকে সুস্থ রাখুন আর সবাইকে নেক হায়াত দান করুন আমিন
ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবো। আপনার অনুরোধে কাজ করবে, কেননা আপনাকে আমরা পছন্দ করি। খোকন ভাই একজন চমৎকার মনের ভাই।
আলহামদুলিল্লাহ, আমার আব্বা কই আমার আব্বা কই এই আহাজারি টা বুকে লাগলো।
কিবরিয়া ভাই আপনাকে সালাম জানাই।ভাই আপনার প্রতিটি এপিসোড নিয়মিত পুরোপুরি দেখে থাকি।অন্য কে ও অনুরোধ করি দেখার জন্য আমি বলে থাকি সিনেমা নাটকেও হার মানায় এক একটি কাহীনি শিখার ও অনেক কিছু আছে। আমাদের দেখা শেয়ার ও কমেন্ট এর কারণে যদি হারিয়ে যাওয়া কোন মানূষ তার আপন ঠিকানা খোঁজে পায় আমাদের ও সোওয়াব হবে। আলহামদুলিল্লাহ রেহানের জন্য দোয়া রহিল।সব ঘটনাই ইমোশনাল ।আমি সবগুলি আপডেইট এপিসোডে ইমোশনাল হয়ে যাই।কখন ও কখন নিজেই Out of control.
সকল প্রশংসা শ্রষ্টার,,সকল অবদান কিবরিয়া স্যার এর।
আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে দিয়েছে মহান আল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাবে প্রত্যেক টি হারিয়ে যাওয়া মানুষ গুলো আপন ঠিকানার মাধ্যমে নিজ পরিবারের কাছে ফিরে যাক এই দোয়া করি।
সুন্দর মুহুর্ত।আল্লাহু সবাইকে হেফাজত করুন।
আলহামদুলিল্লাহ বোনটি ফিরে পেল তার আপন ঠিকানা
প্রতিটি হারানো ভাই বোন যেন এরকমই তারা তাদের আপন ঠিকানা খুঁজে পায়।
ধন্যবাদ আর'জে কিবরিয়া ভাইকে এবং তার টিমের সকল সদস্যদের কে
আলহামদুলিল্লাহ
রেহেনা আপা ও ফিরে গেলো তার পরিবারে।
আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ এগিয়ে জান প্রাণ ভরে দোয়া ও শুভ কামনা রইলো মনথেকে কিবরিয়া ভাই আপনার জন্য আপন ঠিকানা এপিসোড দেখে কেঁদে কেঁদে হই সারা ❤❤❤❤🌹🌹🌹🌹😭😭😭
বোনদের চেহারায় অসাধারণ মিল মাশাল্লাহ ।
সবাই চইলা গেলো,আমারে নিয়ে গেলো না কেন 🥺😭
আহারে কি হৃদয়বিদারক আহাজারি 🥺🥺
ভাই বোনের ভালবাসা অতুলনীয়।
Alhamdulillah rahena apu khub shorol shoja onek valo laglo vai bon der valo basha dekhe onek onek doa Kori Allah apnader shobai ke sushtho valo rakhuk
আলহামদুলিল্লাহ
ছুম্মা আলহামদুলিল্লাহ
শুকরিয়া আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লেল্লাহু
আল্লাহু আকবার
... "...মাঝে মাঝে আমি থমকে যাই...!" আজ আপনার এই কথাটার মধ্যে দিয়ে আমার নচিকেতা চক্রবর্তী -র একটা গান খুব মনে পড়ে গেল "...যখন সময় থমকে দাঁড়ায়/ নীড়হারা পাখি দুহাত বাড়ায়...!" আজকের এই আপডেট এপিসোড -এর শেষে আপনার বলা কথাটা খুবই প্রাসঙ্গিক হয়ে উঠলো...!
... love you Bangladesh from KOLKATA WEST-BENGAL INDIA ❤️❤️❤️
আলহামদুলিল্লাহ্ অনিতার পরিবারের কাছেপিরেজায়া অনক অনেক সুবকামনাকরি আমিন
ভাই আপনি কি করে এত শক্ত করেন মন
এত ধৈর্য্য আপনার আমি তো সব গুলা ভিডিও দেখে কান্না করি।আশা করি নেক্সট ভিডিও তে উত্তর দিবেন কমেন্ট এর। আপনাকে এবং আপনার টিম কে অনেক ভালোবাসি ❤️👈
আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
অসংখ্য ধন্যবাদ শিহাব ভাই আব্দুল করিম ভাই ও আমির হোসেন বাবু-আপনাদের চিরুনী অভিযান সফল হয়েছে। সেই সাথে চূড়ান্ত সফলতার পাল্লা ভারী হয়ে ২২৭ তম সফলতায় পৌঁছলো।
কিবরিয়া ভাইকে সশ্রদ্ধ সালাম। রেহানা ও তার পরিবারের জন্য দোয়া এবং আপন ঠিকানার সকল সহযোদ্ধা ভাই বোনদের জন্য শুভকামনা।🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️
কিবরিয়া ভাই আপনার অনেক গুলো এপিসোড দেখছি চোখের পানি ধরে রাখতে পারি না লাখোলাখো মানুষের অঝরে কান্না য় অছরু পরে।
আসসালামু আলাইকুম, ভাই আমি আপনার প্রতিবেদন দেখি, ৫৭বছর বয়সী মানুষ, ১২ বছর বয়সে বাবা মারা যায়, মা মারা ৫বছর হতে চললো।আপনার প্রতিটি পর্ব হৃদয়স্পর্শ করে, হারানো বেদনা ও পাওয়ার আনন্দ চোখের পানি ধরে রাখা যায় না।সত্যিই আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য আপনার এই কর্মযজ্ঞ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক,আমিন।
আপন ঠিকানার ভিডিও দেখলে বুকের ভিতরে খুব চোট পাই চোখের পানি ধরে রাখতে পারিনা কেন জানিনা এরা তো আপন কেওনা তোবু পানি ধরে রাখতে পারিন (আপন কে অনেক অনেক ধন্যবাদ জানাই )
দোয়া করি আল্লাহ যেন কলিজার টুকরো ভাই রীয়েল হিরো কিবরিয়া ভাই কে সব সময় সুস্থ ও সুন্দর রেখে এ রকম আরও জনকল্যাণ মূলক কাজ করার জন্য তৌফিক দান করুন আমীন
আপনার শেষের কথা গুলা একেবারে ১০০% রাইট। সময় খুব কম মনে হয়।
সাব্বাশ বড় বোন, সালাম আপনাকে। মা নেই তো কি হয়েছে আমি তো আছি, মন ভরে গেছে।
দুচোখের পাতা দিয়ে এলো পানি আর পানি টপকে টপকে বিজে গেল চোখের পলকে ছুটে আসছে জল
আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনাদের ভাই-বোনদের সম্পর্ক সবসময় মজবুত রাখুক।
ওসাধারন। ওসাধারন। বর বেন কে আমার লাখ সালাম। এমন বর বোন কে সেলুট জানাই।আর কিব্রিয়া ভাই কে কি বলব ভাসা খুজে পাচ্ছিনা। পুর টিমের জন্য দো য়া জানাই।আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, ভিডিও টি দেখে অনেক কেঁদেছি, দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুখে শান্তিতে ও হেফাজতে রাখুক আমিন।।
কিবরিয়া ভাই আপনি কিভাবে সহ্য করেন এমন পরিবেশ পরিস্থিতি। পরিশেষে খোকন ভাইয়ের আন্তরিকতায় আমি মুগ্ধ 💖💖💖✌🏼✌🏼✌🏼
বড় বোন অসাধারণ আলহামদুলিল্লাহ ❤
আমি বাপ, আমি মা সেরা ডায়ালগ ❤❤
বড় বোনের বুক ফেটে কান্না আসতেছে,
কিন্তু কোনমতে লুকিয়ে রাখছে।
❤❤আলহামদুলিল্লাহ❤❤
পান খাস আহা এই কথাটা কলিজাতে লাগে বোনের কি ভালোবাসা
আলহামদুলিল্লাহ খুব অপেক্ষায় ছিলাম এদের মিলনটা দেখার জন্য আমার পাসের গ্রামের এরা
আলহামদুলিল্লাহ বোনটি তার পরিবারের কাছে ফিরে যাওয়াতে,আপন ঠিকানা আগের মত দেখতে পারতেছি না অনেক গুলো ঈসূর দেখার কারনে।
অনেক ভালো লাগে আপন ঠিকানা।বিশেষ কোনো কারন ছারা দেখা হয়।গত এক সপ্তাহ হঠাৎ ভাই মারা যাওয়ায় দেখিনি
আপন ঠিকানার প্রতিটি এপিসোড আমি দেখেছি আর সব সময় দেখি। আমার শ্বশুর বাড়ির সবাই বলে তুমি এই অনুষ্ঠানটা এত কেন দেখো তোমার কি কেউ হারিয়ে গেছে তাই?
হাজবেন্ড তো মজা করে বলে তোমাকেও তো কুড়িয়ে পেয়েছে একদিন দেখবা তোমার বাবা-মা ও তোমার খোঁজে আসবে,,, অনেক বছর পর হারিয়ে যাওয়া যখন সন্তান যখন তার আপন ঠিকানায় সন্ধান পায় সে মুহূর্তগুলো আমায় অনেক কাঁদায়। মন থেকে দোয়া করি এই পর্বগুলো দিন দিন কমে আসুক। যেন বাংলাদেশের একটি ও হারানো সন্তান না থাকে। সম্পর্ক বিশাল বড় বন্ধন। সবাই এই বন্ধনে ছোট্ট জীবন অতিবাহিত করুক এটাই প্রত্যাশা
মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই মানবিকতা, সব মানুষের এমন মহৎ হলে দুনিয়াতে কারো কষ্ট থাকে না।
কিবরিয়া ভাই আপনাকে বলার কিছু নেই,স্যালুট আপনাকে,,,,,,,,?
দোয়া করি অটুট থাকুক এ রকমের ভাই বোনের ভালোবাসা
Khokan darun bhabe bhaiyer parichay diyechen. DIDI o darun bhalo manus.
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, জনাব কিবরিয়া ভাই, রেহেনা ফরলো ঘরে আলহামদুলিল্লাহ। হাজার চাপা কস্ট নিয়ে খোজে ফেল সবাইকে। এরা কান্না করে আমি ও কান্না করি। রেহেনাকে যে ২০ বছর ঘরে বন্ধি করে রেখেছিল ঐ দম্পতিদের বিচার দাবি করছি। রেহেনাকে যে স্বামী জায়গা দিয়াছে বিয়ে করেছে আল্লাহ উনাকে সুস্হতা ও হায়াত দান করুক। রেহেনা সবাকে নিয়েই সূখে থাকুক।আপন টিকাকার প্রত্যাক সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ