If 12 years occupy, that property becomes the ocupayer ?| Supreme Court Verdict adverse possession.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 798

  • @monotoshmodak8062
    @monotoshmodak8062 ปีที่แล้ว +63

    দাদা, ভীষন মূল্যবান একটি সমস্যার সমাধানের কথা আপনি বলেছেন। তাতে অনেক জমির মালিকরা উপকৃত হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

    • @ajoychowdhury1885
      @ajoychowdhury1885 ปีที่แล้ว

      1¹¹

    • @nilimadeysarkar5468
      @nilimadeysarkar5468 ปีที่แล้ว +1

      12 বছর কেন 48 বছরেও যদি কোন জমির মালিক কোন স্টেডিয়ামে আইনী পদক্ষেপ না নেয় তাহলে সেই যে জমিতে বসবাস করছে দীর্ঘদিন ধরে সেই জমির সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ সেই বসবাসকারী করে সেই বসবাসকারী যদি অবস্থা ভালো না হয় তাহলে কি আইনি সাহায্য পাবে কিভাবে

    • @dipakkumarmanna1626
      @dipakkumarmanna1626 ปีที่แล้ว

      6.

    • @bb20231
      @bb20231 ปีที่แล้ว +2

      তাহলে তো ফুটপাতে থাকা মানুষগুলোর দখলে যাওয়া উচিৎ। ট্রেনের জায়গায় চাষবাশ করেছেন থাকছেন, তাদেরও তোলার আইন নেই।

    • @rajbharadwaz6916
      @rajbharadwaz6916 ปีที่แล้ว

      দখলকারী অর্থবান প্রভাবশালী হলে জমির মালিক মামলা করলে তার নিরাপত্তার দায়িত্ব কে নেবে?? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশাসনিক সাপোর্ট ক্ষমতাশালী ব্যক্তি পেয়ে থাকেন

  • @bikramchatterjee4504
    @bikramchatterjee4504 ปีที่แล้ว +396

    এর অর্থ হলো, জোর যার, মুলুক তার । এরকম রায় দান সঠিক হাল না । তাহলে দলিলের কোনো মূল্য নেই বলে মনে হচ্ছে । কোনো কারণে জমির মালিক যদি, বাইরে থাকে ও সেই সময় কোনো লোক জমি দখল করে বসে থাকলে সেই জমি তার হয়ে যাবে । এরকম বিচার কোনো সঠিক বিচার নয় বলেই মনে হয় ।

    • @surajitsingh9045
      @surajitsingh9045 ปีที่แล้ว

      বিষয় টা অনেক বড়ো, আগে জমিদার রা প্রজা দের কে বসিয়ে টাকা আদায় করতো এখন সেই জমিদারের বংশধর রা তাদের কে তুলে দিতে চাইছে তো তাদের কে তুলে দেওয়া টা কি ঠিক ? জমিদারেরা টাকা দিয়ে জমি জায়গা কেনে নি । আমি একটা দিক বললাম

    • @CmNateRasul3702
      @CmNateRasul3702 ปีที่แล้ว +7

      Ha

    • @sujoysaren1263
      @sujoysaren1263 ปีที่แล้ว +10

      Akdom thik bole6an

    • @mithunmia599
      @mithunmia599 ปีที่แล้ว +6

      Ekdm

    • @sumanghosh9147
      @sumanghosh9147 ปีที่แล้ว +9

      Akdom vul bichar

  • @sanjuktadas6639
    @sanjuktadas6639 ปีที่แล้ว +26

    শেষের কথা গুলো একদম খাঁটি
    অসংখ্য ধন্যবাদ দাদা🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mdmanirul1441
    @mdmanirul1441 ปีที่แล้ว +91

    তাহলে যেসব গরীব ভূমিহীন মানুষ সরকারী সম্পত্তিতে দীর্ঘ ২০-৩০ বছর বস্তির মতো বসবাস করে আসছে তাদের ও ঐ একই আইন বলে অধিকার দিতে হবে ৷ তাতে সেটা রেলের সম্পত্তি হোক. বা অন্য কোনো সরকারি সম্পতি হোক ৷

  • @trueknowledge4176
    @trueknowledge4176 ปีที่แล้ว +29

    এই আইন পরিবর্তন প্রয়োজন, জমির মালিক কে লাঠি নিয়ে সবসময় জমি পাহারা দিতে হবে 😂

  • @soumenbhattacharyya5951
    @soumenbhattacharyya5951 ปีที่แล้ว +21

    এই রায় সমাজের অন্যায়ভাবে দখলকারীদের উৎসাহিত করবে।

  • @zilankazi1308
    @zilankazi1308 ปีที่แล้ว +122

    স্যার আমি মনে করি জমি ক্রয় করার পর সরকারকে টাকা দিয়ে রেজিস্ট্রি করাটাই হল বোকামি দখল করতে পারলে যেহেতু জমির মালিক হওয়া যায় তাহলে রেজিস্ট্রি করে সরকারকে টাকা দিব কেন

    • @goutamkumarpaul840
      @goutamkumarpaul840 ปีที่แล้ว +4

      ঠিক বলেছেন

    • @goutamkumarpaul840
      @goutamkumarpaul840 ปีที่แล้ว

      কারা জমি দখল করে ??ভূমাফিয়া,গুনডা,বদমাশ ,চোর ডাকু লুঠেরা ডাকাত ,চিটিংবাজ ,এরাই করে ।?

    • @guidernazmul2920
      @guidernazmul2920 ปีที่แล้ว

      Nah sotik kotha holo aapni registry korben seta o joruri..eikane supreme court bolechen j jodi 12 botsor kew jomi dokole theke tahake r jomir mailk kuno aaini podokkep na koren 12 botsorer vitore tahole jomi jini dokol korben unar hobe

    • @guidernazmul2920
      @guidernazmul2920 ปีที่แล้ว +2

      ​@@goutamkumarpaul840r jodi 12 botsorer por jomi dokol firiye newar jonno apply koren tahole jomi na o pete paren

    • @khaledchy4325
      @khaledchy4325 ปีที่แล้ว +1

      Thanks brother 4r ur comment.......

  • @somchatterjee7102
    @somchatterjee7102 ปีที่แล้ว +103

    তাহলে সরকারি জমির ক্ষেত্রে এই রায় নয় কেন। রেল, পি ডব্লিউ ডির জমি খালি করানো হয় কেন।

    • @comeon465
      @comeon465 ปีที่แล้ว +7

      Karon seta government er

    • @kallolsasmal5002
      @kallolsasmal5002 ปีที่แล้ว

      🙄🤔😂😂

    • @subhendudas8507
      @subhendudas8507 ปีที่แล้ว +2

      @@comeon465
      R
      Jonogon naora

    • @saderulamin6832
      @saderulamin6832 ปีที่แล้ว +4

      আপনি সঠিক বলেছেন। সরকারী জমির ক্ষেত্রে ও এটি হওয়া উচিত।

    • @JoJoOfficial10
      @JoJoOfficial10 ปีที่แล้ว

      For Government land limitations is 30 years. So possessor may avail benefit against government.

  • @rebeccasampath1990
    @rebeccasampath1990 ปีที่แล้ว +1

    Video is explained very nicely. Thank u for this great information. Many people are shedding tears and blood for their own property. Today my father's property also gulfed by our neighbor who always having eyes on our properties and on members of our family. By the grace of God we r surviving but that evil man is paralized. Any way , God sees everything. Now people should follow this instructions to save their own property. Thank u sir Banerjee for ur kindness. ❤

  • @Manikruidas-l2h
    @Manikruidas-l2h 7 หลายเดือนก่อน +3

    স্যার আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @tufanchandradas1060
    @tufanchandradas1060 ปีที่แล้ว +22

    বার বৎসরের বেশী কেউ ভাড়ায থাকলে বাড়ি তার হয়ে যাবে,এইটা আন্ধা কানুন। এই জিনিষ টি যদি কোন বিচারপতির হত তাহলে টের পেত।

  • @sudipghosh1847
    @sudipghosh1847 ปีที่แล้ว +35

    দখল করা মানুষ টা তো খুব শয়তান ।জমির মালিক তো ভালো মনে থাকতে দিয়েছিল

    • @PD-jt1le
      @PD-jt1le ปีที่แล้ว +2

      Vai amio ekmot

  • @pranabesbhunia5042
    @pranabesbhunia5042 ปีที่แล้ว +41

    কাগজ যার জমি তার হওয়া উচিত, নাহলে জোর যার মুলুক তার হয়ে যাবে।

    • @CmNateRasul3702
      @CmNateRasul3702 ปีที่แล้ว +4

      Ha

    • @bengalbossgaming
      @bengalbossgaming ปีที่แล้ว +2

      Ha

    • @mahidulalam3323
      @mahidulalam3323 ปีที่แล้ว +6

      সঠিকভাবে দলিল যার,জমির মালিক হবে তিনি। দখলদারী কোনো সত্য হতে পারে না। এটা অন্যায় রায়।সকলের প্রতিবাদ করা উচিত।

    • @CmNateRasul3702
      @CmNateRasul3702 ปีที่แล้ว

      @@mahidulalam3323 ha

    • @userkol
      @userkol ปีที่แล้ว +2

      ঠিক বলেছেন

  • @SikhaBhattacharjee-v1k
    @SikhaBhattacharjee-v1k ปีที่แล้ว +2

    No require money for purchase land , only require muscle power , this judgment proved it .

  • @sukumarmajumder9015
    @sukumarmajumder9015 ปีที่แล้ว +8

    অশেষ ধন্যবাদ দাদা ।

  • @manush393
    @manush393 ปีที่แล้ว +58

    আইন গুলো মোটেই সুখকর নয়

    • @userkol
      @userkol ปีที่แล้ว

      হ্যাঁ। জমি প্রত্যেকেই কষ্ট করে পয়সা জমিয়ে কেনে। আর সরকারি অনেক প্রকল্প আছে গরীবদের কল্যানে। বহু বছর ধরেই আছে। সেখান‌ থেকে গরীবরা অনেক সুবিধা পায়। আর কি চায়। একটা সময় পর অবস্থার উন্নতি হলে নিজেদের ব্যবস্থা করে নেওয়া উচিৎ। আর অন্যের জায়গায় থাকা এক অশান্তি, এতে পরিবারের অমঙ্গল হয়। তাই যার জমি (সরকার হোক বা ব্যক্তি) তাকে ফিরিয়ে দেওয়ায় ভালো।

  • @shambhumondal6405
    @shambhumondal6405 ปีที่แล้ว +1

    আনেক ধন্যবাদ অনেক কিছু জানলাম

  • @anantamandal9743
    @anantamandal9743 ปีที่แล้ว +1

    Khub bhalo ekhti bpr Jana holo...

  • @swastikadassanko
    @swastikadassanko ปีที่แล้ว +44

    তাহলে দাদা যেসব সরকারি জমি জলা 50বা100বছর ধরে দখল করে বাস বা ব্যবসা করছেন তাদের এখন সরকারি কাজে ব্যবহার করার জন্য উঠিয়ে দেওয়া হচ্ছে কেন। তখন আইন সরকারি পক্ষে হয় কি করে। এরকম অনেক পরিবার এখন রাস্তা য়।

    • @userkol
      @userkol ปีที่แล้ว

      সরকারি অনেক প্রকল্প আছে গরীবদের কল্যানে। বহু বছর ধরেই আছে। সেখান‌ থেকে গরীবরা অনেক সুবিধা পায়। আর কি চায়। একটা সময় পর অবস্থার উন্নতি হলে নিজেদের ব্যবস্থা করে নেওয়া উচিৎ। আর অন্যের জায়গায় থাকা এক অশান্তি, এতে পরিবারের অমঙ্গল হয়। তাই যার জমি (সরকার হোক বা ব্যক্তি) তাকে ফিরিয়ে দেওয়ায় ভালো।

    • @saifulislam-hl3il
      @saifulislam-hl3il ปีที่แล้ว +1

      এ রায় শান্তির পরিপন্থী, মানব সভ্যতার উন্নয়নের সাথে সাংঘর্ষিক।

  • @souravkumarpal7677
    @souravkumarpal7677 ปีที่แล้ว +1

    Kaka darun kaj korcho tumi

  • @tapanmandal4561
    @tapanmandal4561 ปีที่แล้ว +1

    Good News
    Thanks 🙏🙏🙏

  • @bharatroy4854
    @bharatroy4854 ปีที่แล้ว +31

    প্রকৃত জমির মালিক দুর্বল ও অর্থহীন হলে জোর করে জমি দখল করে নিলে তার ই জমি দখল হয়ে যাবে ।

    • @userkol
      @userkol ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন

    • @rofikulmd5051
      @rofikulmd5051 ปีที่แล้ว +1

      তার জন্য মামলা আছে

    • @julekha5048
      @julekha5048 ปีที่แล้ว

      আমাদের জমি অন্যজন দখল করে নিচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে ওদের ক্ষমতা থাকায় আমরা কিছুই করতে পারছি না।

    • @santudas839
      @santudas839 5 หลายเดือนก่อน

      Sobai to maramari, kimba mamla korte parena.

  • @jmondal1921
    @jmondal1921 ปีที่แล้ว

    Absolutely right judgment.

  • @sabitachakraborty4202
    @sabitachakraborty4202 ปีที่แล้ว +6

    Thank you for helpful information

  • @patrickgomes2757
    @patrickgomes2757 ปีที่แล้ว +1

    Very fruitful discussion.
    Thank you a lot.

  • @buddhadebmajumder8398
    @buddhadebmajumder8398 ปีที่แล้ว +21

    ফালতু বিচার ব‍্যাবস্থা রেখে কি লাভ ।

    • @userkol
      @userkol ปีที่แล้ว +1

      যা বলেছেন

  • @DURGESHPAL-fl4zi
    @DURGESHPAL-fl4zi ปีที่แล้ว +1

    🌿🌿🌹🌹🌹🍀🍀🌸🌸🌸আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

  • @dipadas909
    @dipadas909 ปีที่แล้ว +1

    khub valo video

  • @jxjhdsjhhdhgshd3402
    @jxjhdsjhhdhgshd3402 ปีที่แล้ว +6

    ধন্যবাদ দাদা ‌।

  • @pradipdey7128
    @pradipdey7128 ปีที่แล้ว

    ধন্যীবাদ আপনাজে

  • @nirenbhattacharjee1968
    @nirenbhattacharjee1968 ปีที่แล้ว +35

    আমাদের দেশে কোন সঠিক আইন
    আছে?.......সবই তো ভুলে ভরা,
    আর বৃটিশের লেজ ধরা, এক্ষেত্রে
    আমরা এখনো পরাধীন, এই কারণেই কোন কেস শুরু হলে
    আর শেষ হতে চায় না, আর
    যেখানে ন্যায় বিচারের জন্য
    যাব(কোর্টে) সেখানেই অন্যায়
    বেশি হয়।.......এ আমাদের লজ্জা।
    ছিঃ ছিঃ।

    • @userkol
      @userkol ปีที่แล้ว +3

      ঠিক

    • @suman24karm
      @suman24karm ปีที่แล้ว

      Thik bolechen

    • @ckkhan6617
      @ckkhan6617 ปีที่แล้ว

      এখানে বিচার হয়না ,, এখানে বিচারে নামে লোককে শাস্তি দেওয়া হয় ,,, তারিরিখের পর তারিখ নেবেন উকিলের পকেট ভরাবেন,,, আর চলে আসবেন ,,

  • @mdsulmanahmed6857
    @mdsulmanahmed6857 ปีที่แล้ว +2

    চার আপনাকে অনেক ধন্যাবাদ

  • @hobbitspot6998
    @hobbitspot6998 ปีที่แล้ว +4

    অত্যন্ত প্রাসঙ্গিক উপকারী প্রতিবেদন।

  • @subhashchaudhuri9001
    @subhashchaudhuri9001 17 วันที่ผ่านมา

    Khub sundor anek gorib maniser Ghar bari nijer hobe

  • @mlmmarketingchenalajoydas9434
    @mlmmarketingchenalajoydas9434 ปีที่แล้ว +2

    Many thanks sir 🙏

  • @crazy_guy..
    @crazy_guy.. 6 หลายเดือนก่อน +1

    Sir thanks a lot

  • @dipakmishra1419
    @dipakmishra1419 ปีที่แล้ว +11

    ৪৫০ বছর অতিক্রান্ত হওয়ার পর ও তাহলে কি করে আমরা রামজন্মভূমি ফেরত পেলাম?
    দয়াকরে উত্তর দেবেন।
    নমস্কার।

    • @aksashimran1969
      @aksashimran1969 ปีที่แล้ว +2

      একদম

    • @dipakdey4177
      @dipakdey4177 ปีที่แล้ว

      ওরে বাবা! সাধারণ মানুষের পক্ষে‌ কি সম্ভব এতভড় ঘটনা ঘটানো ? গোবিন্দ বল্লভ পন্থ থেকে রাজীব গান্ধী, মূর্তি থেকে চাবি, লক্ষ লক্ষ শানতরাস, কল্যাণ সিং, নরসিমহা রাও ........ আরো কত কিছু যোগাড় করতে হবে বলুন তো ?

    • @tapupramanik6249
      @tapupramanik6249 ปีที่แล้ว +2

      Really

  • @pradipkar4575
    @pradipkar4575 ปีที่แล้ว

    Sir pranam niben 50basar arpito sampati jadi dakhale thake seta ki dakhal dar pabe anurod railo ektu balben anurod railo ,

  • @sudiptaroy7241
    @sudiptaroy7241 ปีที่แล้ว +2

    নমস্কার ভিডিওটা খুব ভালো লাগলো আপনি মানুষজনদের যেটা জানিয়েছেন এটাই যথেষ্ট এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু একটা অনুরোধ নেট থেকে ডাউনলোড করা যাচ্ছে দয়া করে বাদী-বিবাদীর নাম এবং কেস নাম্বারটা দিলে তবে ভালো ভাবে ডাউনলোড করা যাবে নমস্কার

  • @santanughorai6226
    @santanughorai6226 ปีที่แล้ว +15

    কোন কোটের রায় সঠিক বোঝা কঠিন। তারমানে যেমন বোঝাবেন তেমন রায় দিয়েছেন

    • @userkol
      @userkol ปีที่แล้ว +1

      একদম ঠিক বলেছেন

  • @tapanmajumdar5324
    @tapanmajumdar5324 ปีที่แล้ว +6

    খুব ভালো এবং মূল্যবান ভিডিও।একজন মাননীয় বিচারপতির নাম দীপঙ্কর দত্ত, অন্যজনের নাম ঠিক আছে।

  • @manoranjaghosh3092
    @manoranjaghosh3092 ปีที่แล้ว +2

    ধন্যবাদ স্যার ❤

  • @ARUNKUMAR902
    @ARUNKUMAR902 ปีที่แล้ว +8

    সুপ্রিম কোর্টের এই রায় BT Act থাকা পর্যন্ত বলবৎ ছিল, BT Act repeal হয়ে গেছে,পরে EA Act ও LR Act এ এই ধরনের দখলকে Title দেওয়া হয়না। অমর্ত্য সেনকে এখানে টানবেন না। ওখানে ,100 বছরের lease দেওয়া আছে।

    • @tanmoynagblogs9043
      @tanmoynagblogs9043 ปีที่แล้ว +1

      2000 সাল থেকে কেউ যদি দখল করে থাকে সে কি মালিকানা পাবে?

    • @suvankarpradhan4842
      @suvankarpradhan4842 ปีที่แล้ว +1

      ফোন no kindly diben sir

  • @mazumderfahim5808
    @mazumderfahim5808 ปีที่แล้ว +2

    জমির মালিক যদি আমাকে দীর্ঘদিন থাকতে দেয় তাহলে মালিক উপকার করেছে।
    মালিকের জমি যখন চাইবে তখনই ফেরত দেওয়া উচিত।
    যদি অন্যের জমিতে থেকে মালিক হয়ে যাওয়া যায় তাহলে মালিকের সংজ্ঞাটি কি??
    আমাদের পার্শ্ববর্তী দেশে 1845 ইংরেজির ব্রিটিশ ভূমি আইন কে পরিবর্তন করে নতুন আইন হয়েছে দলিল যার সেই ভূমির মালিক। অর্থাৎ দলিল যার ভূমি তাহার।
    এখানে দখল বলে কোন প্রাধান্য দেওয়া হবে না। অর্থাৎ দখল থাকলে জমিনের মালিক হতে পারবে না।
    এই আইনের দ্বারা ভূ-মাফিয়া জমির দালাল এবং জমি কব্জা দল দের দৌরাত্ম্য শেষ হয়ে যাবে।
    প্রকৃত মালিক মালিক থাকবেন তাতে জমি সংক্রান্ত মামলা কমবে, জমি জন্য খুন মারামারি ইত্যাদি বন্ধ হবে।
    এই আইনটা উপমহাদেশের প্রতিটি দেশে করা উচিত।।

  • @sr-ng5se
    @sr-ng5se ปีที่แล้ว +11

    সুপ্রিমকোর্টের রায়টা দারুন, তাহলে মাছের তেলে মাছ ভাজা যা আর পরের ধনে পদ্দারি করা তাই এটাই দেশের সংবিধান

    • @userkol
      @userkol ปีที่แล้ว +1

      যা বলেছেন

  • @mr.palash2029
    @mr.palash2029 ปีที่แล้ว +6

    তাহলে যেসব গরীব ভূমিহীন মানুষ সরকারী সম্পত্তিতে দীর্ঘ ২০-৩০ বছর বস্তির মতো বসবাস করে আসছে তাদের ও ঐ একই আইন বলে অধিকার দিতে হবে ৷ তাতে সেটা রেলের সম্পত্তি হোক. বা অন্য কোনো সরকারি সম্পতি হোক ৷ good সুপ্রিম কোর্ট এই প্রশ্নের উত্তর দিক

  • @RoseBlue-oi8nv
    @RoseBlue-oi8nv 10 หลายเดือนก่อน

    Respectable sir jodi ai rokm vita piter hoy abng baki vai ra dure thake veg korche na baas korchena tahole sai viter malik hote pari ki?janaben .ami 60+ old achi jonmo theke pita matar pore akla

  • @js8996
    @js8996 ปีที่แล้ว +4

    মহাশয় আমার বাবা একজনের কাছ থেকে টাকা দিয়ে একটা জমি কিনেছেন 2008সালে কিন্তু রেষটারী করতে পারেন নি টাকার জন্য, কিন্তু এখন আর রেষটারী করে দিচ্ছে না তাহলে কী করব , দয়া করে যদি জানাতেন খুবই উপকূত হইত

  • @JagadishBiswas-wv2yh
    @JagadishBiswas-wv2yh ปีที่แล้ว

    Je kono patter jami je konobhabe registri karlam but jadi handover Kara Jay na Aman jami patta registri karlam abng 12bachar thaklam tahale malikana pabo kina janaben

  • @mdalamgirmuslim7442
    @mdalamgirmuslim7442 7 หลายเดือนก่อน +1

    দাদা হোমস্টেট সম্পর্কে একটি ভিডিও বানান।

  • @bongobarta1908
    @bongobarta1908 ปีที่แล้ว +1

    eta otyonto ojouktik ekti niom, karor jgai keu bas korle 12 bchr por seta tar hoyejbe.. amar jaiga amr kache kagoj ache, proman ache er thk boro kotha ar ki? se ami 12 keno 50 bchr poreo ami seta amar bole dabi korte pari.. amar jgai jodi keu bosobas kore seta tar fault.. seta amar dai noi tar pchone giye pore thaka je otho eta amar jga.. amar kche jgar kagoj ache mne amr jga.. 12 bchr hok ba 50 bchor kono smy ei jaigar malikana poriborton hote parena.. ovilombe ei niom bndho kora uchit court er.

  • @Biswanath-p7u
    @Biswanath-p7u 7 หลายเดือนก่อน +1

    উপকারের প্রতিদান ব্যবহার করতেদিলে তার হয়ে গেলো তাহলে আর কাজ করার দরকার নেই খাবার টা জোগাড় করলেই হবে আর চুপ করে অন্যের জমিতে ঘর বানিয়ে বসে থাকো ১২বছর পর জমির মালিক জানতে পারবে তার জমি দখল হয়ে গেছে হাইকোর্ট বলবে এই জমি এখন তোমার নেই তুমি এখন বাটি নিয়ে বসো আর একটা জমি কেনার জন্য ততো দিনে তুমি উপ -----তোমার কেউ না থাকলে ভালো আর যদি থাকে তাহলে দাঁড়িয়ে দেখবে কি দারুন ------এই রকম একটা ব্যবসা সবার করা দরকার বিনা পুঁজিতে পুরো লাভ -_--দারুন 🙏

  • @nilmadhabagasti4209
    @nilmadhabagasti4209 ปีที่แล้ว +3

    This is might is right judgement where the main owner was not in a position to fight against the mighty holder. This law must be abolished.

  • @PrasantaBhai-s6l
    @PrasantaBhai-s6l 6 หลายเดือนก่อน +1

    Thanks dada

  • @DipankarDas-bq2qf
    @DipankarDas-bq2qf ปีที่แล้ว +7

    বা বা বা আসল জমিদার ভালো তার পিছনটা ঠেসে মেজে দাও এটা আমাদের দেশের আইন ,এই আইনের দোষ নয় এটা আইন প্রনেতার দোষ

  • @abdurrajjak-r1m
    @abdurrajjak-r1m 4 หลายเดือนก่อน

    Dada ami jomi kinechi 20 bochor holo kintu jomir Malik restri dite chichen na . Jomir dokhol ache amar. Kivabe ami coming restri korbo. Aini poramorso din plz.

  • @rahamatalimondal4796
    @rahamatalimondal4796 ปีที่แล้ว +6

    Homestead land এর রেকর্ডভূক্ত বসবাস কারীর রেকর্ড কি ক্যানসেল করে দলিল মূলের মালিককে ফিরিয়ে দেয়া যায়? প্রায় ৪০ বছর পর কেস্ করেছে দলিল মূলে ঐ মালিক ,ঐ জায়গাতে হোমএস্টেড এ রেকর্ডভূক্ত বসবাস কারীর বিরূদ্ধে--।
    মোকদ্দমা কারী কি ঐ জায়গা ফেরত পাবে (কেসে জিততে পারবে)?

  • @ad1969t
    @ad1969t ปีที่แล้ว +12

    আমরা অনেক দিন ধরে যেখানে থাকছি সেটা 50 বছরের ওপর অতিক্রান্ত। যিনি মালিক ছিলেন তিনি মারা গেছেন। তার ছেলেরা এই জমি বিক্রি করে দিয়েছে। এই অবস্থায় নতুন মালিক কি আমাদের তুলে দিতে পারে? আমাদের বাড়ি শ্যামবাজার এ

    • @attitudeera8542
      @attitudeera8542 ปีที่แล้ว +2

      Parbe na

    • @avi5778
      @avi5778 ปีที่แล้ว

      Apnader nijeder lojja korena onner kosto kore jomi kena, r apnara prithibir sreshto nirlojjer moto harame dokhol kore neben... Chhi

    • @anupammukherjee478
      @anupammukherjee478 ปีที่แล้ว

      Onnyo bhabe tule dite pare 😂

    • @tapupramanik6249
      @tapupramanik6249 ปีที่แล้ว

      Ha

    • @userkol
      @userkol ปีที่แล้ว

      হ্যাঁ।।

  • @tushartiksn8349
    @tushartiksn8349 ปีที่แล้ว +1

    দাদা সঠিক রায় দিয়েছেন জজ সাহেব এমনও কিছু মালিক আছে ৫০ বছর আসে না হঠাৎ কইরা নিজের জায়গা

    • @MoniruzzamanChowdhury-rp9wk
      @MoniruzzamanChowdhury-rp9wk ปีที่แล้ว

      ৫০ বছর কেন একশো বছর পরে আসুক। তোমার পরের জমির উপর এত লোভ কেন একজনের জমি ১০০ বছর খালি থাক তুমি সেখানে যাইয়া বাড়ি ঘর করো কিসের জন্য?

    • @supremereligion2817
      @supremereligion2817 7 หลายเดือนก่อน

      ​@@MoniruzzamanChowdhury-rp9wko akjon dokholder. Sai jonnyo ai kotha bolche.

  • @kalyanichakraborty1798
    @kalyanichakraborty1798 7 หลายเดือนก่อน

    Amaar boyes70.. amar vaasurpo, jor kore du bachat holo baari tairi koreche... Ami ekhon ki korte paari?

  • @babulbanerjee5680
    @babulbanerjee5680 ปีที่แล้ว +2

    Thanks for advise

    • @ourprogress4752
      @ourprogress4752  ปีที่แล้ว

      Welcome

    • @satyasen5051
      @satyasen5051 ปีที่แล้ว +3

      সম্পূর্ণ রায টি ভুলে ভরা ।

    • @userkol
      @userkol ปีที่แล้ว +1

      @@satyasen5051 হ্যাঁ। ঠিক বলেছেন।

  • @mdmomtazuddin6518
    @mdmomtazuddin6518 ปีที่แล้ว +14

    ১২ বছর দখলে রাখলেই যদি দখল প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আর সরকার বা আইনের কি প্রয়োজন? তাই যদি হয় তাহলে সরকার কিভাবে ১০০ বছর ভোগদখলকারী খাস জমি থেকে উচ্ছেদ করে?

  • @bdfreedom2024
    @bdfreedom2024 ปีที่แล้ว

    Amar jaygay tin er ghor uthiye rekheche..tai kichu bolchina...dalan korle boltam...pore ki kono problem hote pare??

  • @Sudipkhanra-i5n
    @Sudipkhanra-i5n 6 หลายเดือนก่อน

    Sir ami 30yers dhokol Kore6e ok jaga je dholn Amar dadur name record onn loker name amake mar dhor Kore Bari theke bar Kore dhe6e ami Akon ki korbo cote kas chol6e ok

  • @susamachakraborty940
    @susamachakraborty940 5 หลายเดือนก่อน

    Warish k na dia 2 Jan record kria nay takhan ak warish age 7year, ta Hale akhan e ki kar be,?

  • @mdjamaluddin1011
    @mdjamaluddin1011 9 หลายเดือนก่อน +1

    Thanks.

  • @bapansheuly6046
    @bapansheuly6046 ปีที่แล้ว +1

    Dada amader akti land kana hoy 2005 sale. Kintu jomir no vul lakha hoyache jamon 7725/7589ar jaigay 7725/7586daj lakha hoyache ata thik kora jabe

  • @chayankumarganguly9232
    @chayankumarganguly9232 ปีที่แล้ว +3

    একদম ঠিক কথা।এই দেশে দলিল করেও দলিল এর দাম নেই। এ কেমন দেশ?

  • @drmdabedali9769
    @drmdabedali9769 ปีที่แล้ว +8

    জোর জার লাঠী জার তাহলে তার হয়ে যাবে? দলিল এর কোন মূল্য থাকবে না ।মালিকানা উচ্ছেদ হয়ে যাবে ।তাহলে জমি কিনে লাভ কি।

  • @samareshbagchi5300
    @samareshbagchi5300 ปีที่แล้ว +2

    Might is right established...

  • @tapanacharyya61
    @tapanacharyya61 ปีที่แล้ว

    Amra 3 bhai. 2 bhai bire thaki r borda babar kache thake. Borda amader sob jomi chash abad korchr je hetu babar bayosh hoyeche ekhon r kichu korte parena. Borda ki pore niget bole dabi korte pare ?

  • @manoranjanmahata8333
    @manoranjanmahata8333 ปีที่แล้ว +1

    দাদা কেসনাম্বার টা বললে খুব উপকৃত হতাম।

  • @saptarshimandal3786
    @saptarshimandal3786 ปีที่แล้ว

    Porcha তে জমির পরিমাণ, অংশ কিভাবে হিসাব করবো যদি একটা ভিডিও তে আলোচনা করেন ভালো হয়.

  • @somnathbhattacharya6725
    @somnathbhattacharya6725 ปีที่แล้ว

    আমি অন্ধ্রপ্রদেশে একটি বাড়িতে ২০০৬ সাল থেকে বাস করছি,বাড়ির মালিকের সঙ্গে কোন এগ্ৰিমেন্ট হয়নি এমনকি ২০০৬ সাল থেকে বাস করছি তারও কোন কাগজপত্র নেই। আবার বাড়ির মালিকও আমাকে কখন কোন নোটিশ অথবা মৌখিক ভাবে ঘর খালি করার কথাও বলেননি।এখন চাইলেই কি বাড়ির মালিক আমাকে উঠিয়ে দিতে পারে?

  • @kasmirakhatunbabu9812
    @kasmirakhatunbabu9812 5 หลายเดือนก่อน

    chasi jomi teio ki eki rai hobe ?

  • @nandinichowdhury4010
    @nandinichowdhury4010 ปีที่แล้ว

    Dada amr ma mara jaoar por baba abr biye kore.oi 2nd wife ke barir ground floor er 50%er besi tar name gift deed kore dey.ei khetre ki baba oi portion tukur mutation krte parbe . Karon deed e kono ullekh nei j samne ba pechone kon portion ta gift kora hoyeche.and ami eta 6 years por jante pari.tar mutation ta ki cancle kora jabe

  • @minatipatra1710
    @minatipatra1710 ปีที่แล้ว +2

    ধন্যবাদ দাদা

  • @aniruddhabanerjee5380
    @aniruddhabanerjee5380 ปีที่แล้ว +1

    Different channel. Thanks

  • @sanjaybkm2993
    @sanjaybkm2993 ปีที่แล้ว

    Sir 28 bocchor dhore onno ekjoner patta jumi vog dokhol kore aschi tahole jumita kar

  • @surajitdas2065
    @surajitdas2065 ปีที่แล้ว +3

    দেশের এটি অদ্ভুত বিচার

    • @userkol
      @userkol ปีที่แล้ว +1

      যা বলেছেন

  • @sangi710
    @sangi710 ปีที่แล้ว

    Dhorun Jar name dolil sei dolil ekhon nei..se o mara gachen..tar name tax dawa hoy ekhono tar chalerao mara gache..sei jomite bosobas tao 50 bochor ki tar besi but ekhono dolil hoyni tara bosobas korche...sei dolil bar korte para jabe???ba dolil bar korte ki ki paper lagbe???ba dolil bar korte kemon ki khoroch porbe???

  • @manosijmukherjee9555
    @manosijmukherjee9555 ปีที่แล้ว

    The house in which I am staying now was taken on rent by my Great Grandfather-in-law in 1960. Afterward he had decided to purchase the house and given advance in my Great Grandmother -in-law. But on the date of registration of the house in 1980 the landlord denied and ask Great Grandfather-in-law to evacuate the house. The case was filed and it runs in various courts till 2005. Afterward in 2005 landlord died and no movement was there on the case. The opposite party i.e. my Great Grandmother -in-law also died in 2017. It means both the parties in the case are dead. Till date we are living in the said house. Can my Mother in law get the legal ownership of the house now? If yes how and what would be appx.costing?

  • @subhasghorai771
    @subhasghorai771 ปีที่แล้ว +1

    Khas jomi 20 yr dakhla achi sir complain korcha ki hoba please helpme?

    • @ourprogress4752
      @ourprogress4752  ปีที่แล้ว

      আপনি পাট্টার আবেদন করুন।

  • @dibyendukarmakar6190
    @dibyendukarmakar6190 9 หลายเดือนก่อน

    Tahole Bank ba onno chakuri 10 bochorer beshi korley oi Bank ba company ta chakuri jibir hoye jabe to

  • @sushantsaren8114
    @sushantsaren8114 ปีที่แล้ว

    Sarkari sangsta pukur theke krisikajer jonno joltula niyam ache ki na please bolben

  • @rajabhattacharya4599
    @rajabhattacharya4599 ปีที่แล้ว +2

    Akdom sothik judgemen hoyni,tahole owner hoye lav ki holo?jor kore keu bose theke 12 years par korlei tar?chomotkar law to.tahole dokhol darkei besi jaiga deya hocche

  • @srkumarpur8764
    @srkumarpur8764 ปีที่แล้ว

    Sir ki ki document projon adverse possession prof korar jonno

  • @muktiprasadsarkar4462
    @muktiprasadsarkar4462 ปีที่แล้ว +3

    আমার ফ্ল্যাটে লিজে আছে এগারো মাস পর ছaরার কথা ছিলো, কিন্তু পাঁচ বছোr আছেই, দুবার whatsup এ vacant notice msg দিয়েছি, ছাড়ছে না, জামাই ador কোরে খাওয়াই, একটা portion এ আমার সব আছে, মাঝে মাঝে গিয়ে থাকি, লক কোরে আসি, আবার কিছুদিন পর গিয়ে থাকি, chole asi লক কোরেki করবো?

    • @muktiprasadsarkar4462
      @muktiprasadsarkar4462 ปีที่แล้ว

      আসি, আবার kichu মাস পর jai

    • @bapansaudagar
      @bapansaudagar ปีที่แล้ว

      advocate er songe jogajog korun, tenant k legal notice korun.

  • @pranabgoswami8250
    @pranabgoswami8250 7 หลายเดือนก่อน

    Bichar byabosthar daittay thekay jara oporadhay help koray tader panishment hoi na kyano?

  • @jahangirmondal
    @jahangirmondal ปีที่แล้ว +2

    কারণবশত ভূমি সংক্রান্ত কোন আইন ডিসটিক ম্যাজিস্ট্রেট(D.M) পরিবর্তন করতে পারে কি?

  • @susantabarman1570
    @susantabarman1570 ปีที่แล้ว +2

    ধন্যবাদ🙏

  • @KiranMurmu-r5i
    @KiranMurmu-r5i ปีที่แล้ว

    Amar jodi record thake tahole ki hobe. Jara dokhol koreche ki tara pabe ?

  • @wbsedcl2824
    @wbsedcl2824 9 หลายเดือนก่อน +1

    Mutation Case u/s 54 of WBLR Act,55 EY TA AKTU BUJHEY BOLBEN

  • @bzn1481
    @bzn1481 ปีที่แล้ว

    Ta ho- le blro tax ke debe and porcha record e kar name thakbe ?

  • @sahanatshaikh4183
    @sahanatshaikh4183 ปีที่แล้ว

    দাদা আমার জমা জমি সামনি খাস জমি অন্যের জর করে দখল আছে অমি কী আর সেটা ক্যাসে করে পাবো বলুন eakta ভাঙ্গা korgate ঘর আছে জমির ওপর

  • @mrittikajanaroll-327
    @mrittikajanaroll-327 ปีที่แล้ว

    Amar barir two rooms dakhol kore ache seta ki same rule sir bolben

  • @bapannaskar6161
    @bapannaskar6161 ปีที่แล้ว

    Amra 30 bochor possession e achi but recent record kete diyeche land owner ,tahole ki korbo sir , please ektu bolun

  • @swadeshranjanpanja5745
    @swadeshranjanpanja5745 ปีที่แล้ว +2

    Asol malik expire hoya gala malik ni santan holay tenant ki hobay ektu bolben sir

  • @ramakrishnasharanam__5743
    @ramakrishnasharanam__5743 ปีที่แล้ว

    Keu Government er jomi 12 bochor dokhol korle take Government r konodin tulbe na? Jodi kono development project korte hoy tahole tar jonno project atke jabe?

  • @baidyanathbhattacharya3153
    @baidyanathbhattacharya3153 ปีที่แล้ว +11

    যে কোনো লোক অন্য লোকের জায়গায় ঘর করে বা থাকে কি করে,,,,তাহলে রেলের জায়গায় বা সরকারি জায়গায় বহু লোক বহুদিন ধরে থাকার পর আজ সরকার পুলিশ ফোর্স দিয়ে উচ্ছেদ করছে কেনো😡😡 উচিত কথা হোলো,,,অন্য কারো জায়গা আপনার হতে পারে না,তাতে আপনি যত দিন ই থাকুন না কেন, সরকারি জায়গা হলে উচ্ছেদ করে দেবে আর পাবলিকের জায়গা হলে মালিকানা অন্য লোককে দিতে হবে ,,,,দুটো ক্ষেত্রে দুরকম আইন কেন☹️☹️

    • @sitalbarman6236
      @sitalbarman6236 ปีที่แล้ว +2

      ঠিক

    • @userkol
      @userkol ปีที่แล้ว

      হ্যাঁ। জমি প্রত্যেকেই কষ্ট করে পয়সা জমিয়ে কেনে। আর সরকারি অনেক প্রকল্প আছে গরীবদের কল্যানে। বহু বছর ধরেই আছে। সেখান‌ থেকে গরীবরা অনেক সুবিধা পায়। আর কি চায়। একটা সময় পর অবস্থার উন্নতি হলে নিজেদের ব্যবস্থা করে নেওয়া উচিৎ। আর অন্যের জায়গায় থাকা এক অশান্তি, এতে পরিবারের অমঙ্গল হয়। তাই যার জমি (সরকার হোক বা ব্যক্তি) তাকে ফিরিয়ে দেওয়ায় ভালো।