ঝরা পাতা ঝড় কে ডাকে, বলে তুমি নাও আমাকে, আমায় কেনো একটি বার ও ডাকলে না. লতা যেমন ফুল শাখাকে ভালোবেসে জড়িয়ে থাকে, আমার হয়ে তেমনি কেনো থাকলে না. সাগর দেখার ইচ্ছে নিয়ে, তোমার নদী উতল হলো, হায় রে তবু যদি বৃষ্টি পেতো, ফল্গু হয়ে বয়ে যেতো, আমায় কেনো তোমার কাছে রাখলে না. চাপা কলি যেমন ডাকে, চৈইতি রাতের ওই হাওয়া কে, আমায় কেনো একটি বার ও ডাকলে না. রাতের আঁধার ঘিরল তোমার, সঙ্গী হারা আকাশ টাকে, লক্ষ তারা যতই জলুক, দুঃখ তবু তার কী ঢাকে, চাঁদ কে যদি পেত বুকে, তবেই সে রাত জাগত সুখে, কেনো আমার সোহাগ রেণু মাখলে না, ঝিনুক যেমন মুক্ত টাকে, বুকে করে ধরে রাখে, আমায় কেনো তোমার করে রাখলে না. Lyrics: Shyamal Gupta Singer-Sandha Mukhopadhyay
Legendary Great Singer Shandhya Mukhopadhyay is no more with us. She has passed away from us. I am really deeply saddened for her unexpected Death. I am expressing my deepest condolences for her family and friends. Shandhya Mukhopadhyay will never come back again to us but she will be always alive with us and she will alive her uncountable Millions of song lover hearts. we shall never forget you.
ঝরা পাতা ঝড়কে ডাকে বলে তুমি নাও আমাকে আমায় কেন একটি বারও ডাকলে না লতা যেমন ফুল শাখাতে ভালোবেসে জড়িয়ে থাকে আমার হয়ে তেমনি কেন থাকলে অপূর্ব একটি গান
অসাধারান গান, যেমন কথা তেমন সুর । এসব গান আর হবেনা । শিল্পিকে জানাই কোটি কোটি প্রনাম ।
নির্জন রাতে একাকি শুনে দেখবেন মনে হবে আপনি নিজেই গানের সাথে মিশে গেছেন।অপুর্ব।সুরের সাথে কথার সমন্বয় দারুন।
I think ur beloved left u & u didn't manage to get other
@@tapanmazumder9493 না দাদা এটা ঠিক নয়।বড় প্রেম কাছেই টানে না দুরেও ঠেলে দেয়।
@@shahidiqbal-bk3ks এক মত 👍
@@sabinasyeda7266আপনাকে ধন্যবাদ।
আজ 15th February, 22.....উনি চলে গেলেন..... যা রেখে গেলেন, আমার বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট.......প্রণাম.....
এরকম অসম্ভব সুন্দর কথা গুলো যখন গুণী শিল্পীর কন্ঠে সুর পায় তখন তা শুনতেও অসম্ভব ভালো লাগে।
বুকে মচোর
হৃদয়ের সমস্ত সুর উজাড় করে দিয়েছে _অসম্ভব সুন্দর
বাংলা গানের রাজ কন্যা যার কন্ঠ বাঙালীদের আপ্লূত করে,জীবন্ত কিংবদন্তী বেচে থাকুন হাজার বছর।
ঝরা পাতা ঝড় কে ডাকে, বলে তুমি
নাও আমাকে,
আমায় কেনো একটি বার ও ডাকলে না.
লতা যেমন ফুল শাখাকে ভালোবেসে
জড়িয়ে থাকে,
আমার হয়ে তেমনি কেনো থাকলে না.
সাগর দেখার ইচ্ছে নিয়ে, তোমার নদী
উতল হলো,
হায় রে তবু যদি বৃষ্টি পেতো, ফল্গু হয়ে
বয়ে যেতো,
আমায় কেনো তোমার কাছে রাখলে
না.
চাপা কলি যেমন ডাকে, চৈইতি
রাতের ওই হাওয়া কে,
আমায় কেনো একটি বার ও ডাকলে না.
রাতের আঁধার ঘিরল তোমার, সঙ্গী
হারা আকাশ টাকে,
লক্ষ তারা যতই জলুক, দুঃখ তবু তার কী
ঢাকে,
চাঁদ কে যদি পেত বুকে, তবেই সে রাত
জাগত সুখে,
কেনো আমার সোহাগ রেণু মাখলে না,
ঝিনুক যেমন মুক্ত টাকে, বুকে করে ধরে
রাখে,
আমায় কেনো তোমার করে রাখলে
না.
Lyrics: Shyamal Gupta
Singer-Sandha Mukhopadhyay
মাটির সরস্বতী পূজো করি,এনার গান শুনলে জীবন্ত সরস্বতীকে অনুভব করি।
অপূর্ব সুন্দর গানের কথা আর শিল্পীর মধুমাখা কন্ঠ..... দুইয়ে মিলে অসাধারণ!
মা স্বরসতি কে দেখিনি চোখে। দেখি মাটির প্রতিমা। এনাদের গান শুনেই মা স্বরসতিকে অনুভব করা যায়।
Akdom satti kotha bolacho
Asadharon kotha bolechen❤❤❤
সরস্বতী
Bap re banan
আমিও এক মত ।
অসাধারণ কন্ঠ। এ গানে কথা, সুর রোমাঞ্চ সব কিছু উজাড় করে কন্ঠ দিয়েছেন। সন্ধ্যা দি কে সহস্র শ্রদ্ধা জানাই।❤
এখন রাত প্রায় দুইটা - শুনতে এতো ভালো লাগছে - ভাষায় বলার ক্ষমতা নাই।
Golden voice of Sandhya Di. and golden song.This song never will be old.
Oshadharon.... Sandhya Mukhopadhyay er nijer composition.... Raag : Shivranjani.... Sawayam Ma Saraswati.🙏🙏🙏 Koti koti pronam Ma tomaake.
Lyrics kar ek2 janaben please...
Onar husband shyamal gupta r
আধুনিক বাংলা গান মানেই সন্ধ্যা দিদির এরকম অসাধারণ সুন্দর হাাজারো গান। সন্ধ্যা দিদির তুলনা তিনি নিজেই।
দারুন কন্ঠ। দারুন গান। চিরদিন অমর থাকবে।
Legendary Great Singer Shandhya Mukhopadhyay is no more with us. She has passed away from us. I am really deeply saddened for her unexpected Death. I am expressing my deepest condolences for her family and friends. Shandhya Mukhopadhyay will never come back again to us but she will be always alive with us and she will alive her uncountable Millions of song lover hearts. we shall never forget you.
রাতের আঁধার ঘিরিলো তোমার সঙ্গীহারা আকাশটাকে লক্ষ তারা যতই জলে দুঃখ তবুও তার কি ঢাকে অপূর্ব একটি গান
গীতশ্রীর জন্মের সময় কন্ঠে মধু ঢেলে দিয়েছেন তাই এতো মধুময় কন্ঠ ❤❤❤❤
জীবন উজাড় করা এ গান ভোলার নয় ।
What a song...Heart melting ....
হারানো দিনের গান শুনতে আমার খুব ভাল লাগে। যত শুনি তত মন মোগ্ধ হই তাই আরো বেশি বেশি হাড়ানো দিনের গান প্রশ্তুত করুন। ধন্যবাদ।
"শুভরাএি,,
onek deen por shondha mukharjeer 'jhora pata jhorke dake' ganta shunlam khub valo laglo.
ঝড়াপাতা~ঝড় কে ডাকে
বলে তুমি~নাও আমাকেে
আমায় কেনো~একটি বারও ডাকলে না~~
চাপা কলি যেমন ডাকে চৈতি রাতের ওই হাওয়াকে আমায় কেন একটিবারও ডাকলে না অপূর্ব একটি গান
মুল শিল্পী - সন্ধ্যা মুখার্জি।
সুরকার - সন্ধ্যা মুখার্জি।
গীতিকার - শ্যামল গুপ্ত
1978 yaer e first gan shuni.. truly speak unar konthey manay surukar ta bujhen... God blessed..atmar santi hok... from- Bangladesh...
ঝরা পাতা ঝড়কে ডাকে বলে তুমি নাও আমাকে আমায় কেন একটি বারও ডাকলে না লতা যেমন ফুল শাখাতে ভালোবেসে জড়িয়ে থাকে আমার হয়ে তেমনি কেন থাকলে অপূর্ব একটি গান
গানগুলি শুনিয়া মন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে
চাঁদকে যদি পেত বুকে তবে সে রাত জাগো তো সুখে আমার কেন সোহাগ রেনু অসাধারণ একটি গান
হৃদয় ছোঁয়া গান
কখনো ভোলা যায় না
বারবার শুনতে ইচ্ছে করে
So sweet,so mild,so melodious,so velvety voice..oh!
ঝরা পাতা ঝড়কে ডাকে বলে তুমি নাও আমাকে আমায় কেন একটি বারও ডাকলে না অপূর্ব একটি মিষ্টি গান
Darun........ Kono tulona nei
The great Sandhya Mukherjee 🙏🙏❤️❤️👍👍
Darun🌈😍♥️❤️
অপূর্ব দারুন খুব ভালো একটা গান বলে বোঝাতে পারবো না
সাগর দেখার ইচ্ছা নিয়ে তোমার নদী উত্তাল হলো হায়রে তবুও ভুল ঠিকানায় বালুর চরে মুখ লোকাল সেতো যদি বৃষ্টিপাত ফুলকা হয়ে বয়ে যেত অপূর্ব একটি গান
অসাধারণ এক কথায় চমৎকার
Best song in my life
চিরদিনের অমর গান,😐💕💕💕💕
হাজার বার গানটি শুনিয়ে ও আবারো শোনার আগ্রহ থাকে
গানটির সুরকার ছিল শিল্পী সয়ং
Thank you for this information
Thank you for your information
Ganer kotha sur koto bhalo,roj ai gan sunleo mon bhore na.
স্বর্ণ যুগের বিখ্যাত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখার্জির মধুর কন্ঠে গাওয়া অপূর্ব একটি গান
সারা জীবন গানটি শুনে গেলেও কিছুতেই আশা মিটবে না
এই গানটি বার বার শুনলেও এতোটুকু সোনার আগ্রহ কমে না
অসাধারণ অপূর্ব অসম্ভব সুন্দর গান
অসাধারণ অপূর্ব অসম্ভব সুন্দর একটি গান
Geetasree r sure duti gaan-jhara pata aar chandana palonke shuye-anabadyo!!!!!!
সন্ধ্যা মুখোপাধ্যায় গান শুনতে এত ভালো লাগে বলার নেই
You are incomparable in this world
Apurbo, Apurbo, 🌹🙏🙏🙏🙏 ki sundar. Asadron. 🙏🙏
এই গানটি আমার খুব খুব প্রিয় একটি গান বারবার শুনেও আশা মেটে না
এই গানগুলি জনপ্রিয়তা কোনদিনই হারাবে না
অসাধারণ খুব সুন্দর একটা গান, 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Maybe thousand times its touched my feelings
এক কথায় নিখুত।
Evergreen Golden voice Shandha Didi Still alive of our mind
গীতশ্রী সন্ধ্যা মুখার্জীর গাওয়া কালজয়ী অপূর্ব একটি গান
One of favourite song...RIP!😭
অসাধারণ😄😄
বহুবছর ধরে গানটি শুনছি তবুও কিছুতেই মন ভরছে না
One of my best singer ❤❤
মন প্রাণ ভরিয়া শুনিতেছি গান ❤❤
সুন্দর উপস্থাপনা। 🙏
melodious,heart touching and everlasting song.
অসাধারণ একটি গান শুনি মন প্রাণ জুড়িয়ে যায়
Vai khub sundar
অসাধারণ কন্ঠে গাওয়া অসাধারণ একটি গান বারবার শুনতে খুবই ভালো লাগে
অসাধারণ 🙏
অসাধারন,সন্ধা সুর সমাজ্ঞী৷
Song of golden voice 🙏🏻🙏🏻🌹🌹
হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারন গান
এত সুন্দর মিষ্টি একটা গান শুনি মন প্রাণ ভরে যায়
অবিশ্মরণীয় একটা গান।
অপূর্ব ভেরি ভেরি সুইট সং
হাজার বার গানটি শুনলে ও আশা মেটে না
সর্বকালের সেরা শিল্পীর গাওয়া সেরা একটি মিষ্টি মধুর গান
Asdharan gan darun geyechen
A valuable song can be saved some life at the special time.
Mr. Basu thanks a lot..Esob gan er kono tulona nei...
She is my favourite singer 🙏🙏
অসাধারণ মন ছুঁয়ে যাওয়া একটি গান
Song of golden time ❤❤
অামার খুব প্রিয় গান।
I am maharashtriyan but I love this song
She sang so well but her name doesn't figure in the list of ten best Indian women singers. What a strange country is India!
Gan gulo sunle mon anek udar hoye jay.
অসাধারণ কন্ঠে গাওয়া অসাধারণ একটি গান
Na Nei.Tabe Ar Ektu Details Dile Khuje Dekhte Pari.Dhanyabaad.
খুব সুন্দর একটি গান ।
Just very very nice 👍👍
খুব ভালো হয়েছে মিস
Sondhaya maa tumi jekhanai thako valo thako tmi jodi abar jedin fire asbe bidhatar ka6e ei sur niye amar kole eso. Tomar atmar shanti hok
Om shanti.
Apurbo sundor laglo gan khani thanks
খুব সুন্দর গান
Amaro.Dhanyabaad.
Just very very nice song❤❤
Old is gold so nice song ❤❤
Soulful old is gold song 🎵🎵🎵🎵