নড়াইল জেলা নামকরণের ইতিহাস।Norail district naming history.৬৪ জেলার নামকরণের ইতিহাস পর্ব-২৪।।নড়াইল।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • নড়াইল একটি প্রাচীন জনপদ। জেলাটির নামকরণ নিয়ে ইতিহাসবিদরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন।
    কথিত আছে, বাংলার সুবাদার আলিবর্দি খানের শাসন আমলে, দেশের বিভিন্ন অংশে বর্গি ও পাঠান বিদ্রোহীরা, নানা ধরনের উৎপীড়ন শুরু করে। আলিবর্দির মুঘল বাহিনী ,বর্গি ও পাঠানদের সম্পূর্ণ শায়েস্তা করতে ব্যর্থ হন। এরপর বর্গি ও পাঠান দস্যুরা, তাদের অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয়। সুবা বাংলার পশ্চিম ও উত্তর অঞ্চলের অধিবাসীরা, প্রাণভয়ে আরো নিরাপদ এলাকায় পালাতে থাকে। সেই সময় মদনগোপাল দত্ত নামে সুবাদারের এক কর্মচারী, কিসমাত কুড়িগ্রামে সপরিবারে নৌকা যোগে উপস্থিত হন। সেখানে তিনি কচুড়ির শক্ত ধাপের উপর, একজন ফকিরকে ধ্যানরত অবস্থায় দেখতে পান। সেই ফকিরের নাম নড়িয়াল ফকির। মোদনগোপাল দত্ত নত হয়ে, তার কাছে আর্শিবাদ পার্থনা করেন। নড়িয়াল ফকির মদনগোপাল দত্তকে ভালবেসে, তার হাতের নড়ি বা লাঠি উপহার দেন, এবং এই অঞ্চল আবাদ করার পরার্মশ দেন। মদনগোপাল দত্ত নড়িয়াল সাধক এর নড়ি বা লাঠি পেয়ে, ধীরে ধীরে প্রতিপত্তি অর্জন করতে শুরু করেন। এই ভাবে কিসমাত কুড়িগ্রাম অঞ্চলের ঐ স্থানটি, নড়িয়াল ফকিরের নড়ি থেকে পরিচিতি লাভ করে। মদনগোপাল দত্ত ও তার উত্তরাধিকারীরা, নড়িয়াল ফকিরের প্রতি অতি শ্রদ্ধাবশত, নড়াল নামটি স্থায়ী করেন। এবং তারা এই নামের কোনো প্রকার পরিবর্তন আনেন নি। নড়িয়াল ফকিরের ওই নড়ি থেকে নড়িয়াল নামের উৎপত্তি। যা পরবর্তী সময়ে লোকমুখে নড়াইল রুপ ধারণ করে।
     গবেষক এসএম রইস উদ্দীন আহমদের মতে, লড়ে ও আইল থেকে নড়াইল নামের উৎপত্তি হয়েছে। যারা শক্রর বিরুদ্ধে লড়াই করে, স্থানীয় ভাষায় তাদের ‘লড়ে’ বলা হয়। হযরত খান জাহান আলীর সময়ে, রাজ্যে সীমান্ত প্রহরী নিয়োজিত ছিল। খাল কেটে রাজ্যের সীমান্তে পরীখা তৈরি করা হতো। খাল বা পরীখার পাশে চওড়া উঁচু আইলের ওপর দাঁড়িয়ে, লড়ে বা রক্ষী সেনারা পাহারা দিতো। এভাবে লড়ে-আইল থেকে ‘লড়াল’ ও পরে ‘নড়াইল’ নামের উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি আছে।
     আরেকটি প্রচলিত মত হলো, একটি বড় পাথর নড়ানোকে কেন্দ্র করে নড়াল বা নড়াইল নামের উৎপত্তি হয়েছে বলে, কেউ কেউ মনে করেন। নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে, নড়াল নামে উচ্চারিত হয়। এরকমভাবে বাংলাদেশের অনেক স্থানের নামের সাথে, ইল প্রত্যয় যুক্ত আছে। যেমন-টাঙ্গাইল, ঘাটাইল, বাসাইল ও নান্দাইল ইত্যাদি।
     ১৮৬১ সালে যশোর জেলার অধীন নড়াইল মহাকুমা প্রতিষ্ঠিত হয়। এবং পরবর্তীতে ১৯৮৪ সালের ১লা মার্চ নড়াইল মহাকুমাকে জেলায় রুপান্তরিত করা হয় ।
    #History & Traditions#History#Traditions#Norail district# Naming history of Norail district# প্রিয় নড়াইল#নড়াইল নামের ইতিহাস#

ความคิดเห็น • 3