Shillong | শিলং এ প্রথম দিন ঘুরে দেখুন এই জায়গা গুলি | Shillong first day experience

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.พ. 2023
  • Cab for day tour - INR 3500.00 / day (Easily available around Police Bazar)
    Police Bazar is the most happening place in Shillong, hotels, cab, eateries, market all are around Police Bazar, hence, best place to stay is around Police Bazar, plenty of hotels (all budgets) available at Police Bazar, no need to book, instantly available.
    Another place is Laitumkhrah, 3 km away from Police Bazar, although Laitumkhrah is peaceful but traffic jam may cause huge delay travelling between Laitumkhrah and Police Bazar.
    #shillong #sightseeing #meghalaya #explorershibaji
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    If you like my work, you may consider donating, your donation will be used to upgrade my gadgets and also to meet the travel expenses. Thank you so much!
    UPI ID : shibaji.paul@oksbi
    Buy me a Coffee
    www.buymeacoffee.com/explorer...
    PayPal: paypal.me/explorershibaji
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explorer_shibaji (Preferable)
    Facebook: bit.ly/explorershibajiFB
    Facebook group: bit.ly/bhromon_helpline
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicsound.com/referra...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    My Action Camera1: amzn.to/3q34S8R
    My Action Camera2: amzn.to/37KUDiK
    My DSLR: amzn.to/2J6lV8V
    My lens: amzn.to/2G20XHf
    Gorilla Pod: amzn.to/35FjH7Y
    Tripod: amzn.to/31LkTpz
    amzn.to/3kx3LuJ
    Mic 1: amzn.to/34vNrVG
    Mic 2: amzn.to/2TtBg5m
    Mic 3: amzn.to/35Ab3b3
    Mic 4: amzn.to/3osoB0R
    External drive SSD: amzn.to/3ml4Oyo
    Memory Card for GoPro: amzn.to/3e0sYLL
    Memory Card for DSLR: amzn.to/34wIgVG
    My Laptop for editing: amzn.to/2G1egYm
    Ring Light: amzn.to/2J6mi3j
    My backpack 1: amzn.to/3muLuz3
    My backpack 2: amzn.to/2Tuu5do
    My sunglass: amzn.to/3os3vj7
    Earbuds: amzn.to/3mnTtxK
    Coffee I always prefer: amzn.to/3mjOQoi

ความคิดเห็น • 514

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta ปีที่แล้ว +54

    তিমিরময় নিবিড় নিশা নাহি রে নাহি দিশা--
    একেলা ঘনঘোর পথে, পান্থ, কোথা যাও॥
    বিপদ দুখ নাহি জানো, বাধা কিছু না মানো,
    অন্ধকার হতেছ পার-- কাহার সাড়া পাও॥
    নিশা না হলেও দিনের বেলা কুয়াশা ও মেঘ ভরা দিনে অসাধারণ ভ্রমণ হল শিবাজীবাবু ও প্রিথ্বী বাবুর সাথে।
    অমিত রায় আর লাবণ্য। শিলং পাহাড়ে ওদের প্রথম দেখা। তার পরে প্রণয়, মান-অভিমান, বিচ্ছেদ। ঠিক যেন ক্ষণে ক্ষণে প্রকৃতির রূপ বদলানোর মতো। শিলংয়ে না গেলে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ত ‘শেষের কবিতা’ লিখতেন না।
    প্রিথ্বী বাবু ও শিবাজী বাবু আর একটি সঠিক তথ্য দিলেম আবার। অনেকেই মনে করেন যে এটি নাকি রবীন্দ্রনাথ শিলংয়ে বসেই লিখেছিলেন, তাই শিলং এত প্রাণবন্ত - কিন্তু , এই উপন্যাসের এক পাতাও তিনি শিলংয়ে লেখেননি। রবীন্দ্রনাথ ঠাকুর এটি লেখেন ১৯২৮ সালে ব্যাঙ্গালোরে, স্বাস্থ্য উদ্ধারের প্রয়াসে সেখানে থাকবার সময়ে।
    কর্মসূত্রে ২০০০ ও ২০০১ সাল মিলিয়ে প্রায় মাস তিনেক আমার কেটেছে এই শহরে ।
    আজ শিবাজী বাবু ও পৃথ্বী বাবুদেরও পা পড়ল শিলং নগরীতে । এক অসম্ভব স্মরণবেদনার সামিল হলাম আজকের প্রতিবেদন দেখে ।
    এর আগে শিলং এ বড়দিনের আগের সন্ধ্যা, সুসজ্জিত সাজে জনতার ভীড় আমরা সবাই দেখেছি । আজ শিলং ও তার পাশের অঞ্চল কে প্রতক্ষ্য করার সুযোগ হলো শিৱাজীবাবু ও পৃথ্বী বাবুর দৌলতে । নিরঝরিনী দেখে অসাধারণ লাগলো ।
    দেবমাল্য বাবু ও স্বাতী দেবীর সাথে পরিচয় হয়েও অসাধারণ লাগলো।
    আজকের ভ্রমণের প্রতিটি অংশ ছিল প্রাণবন্ত - তাই প্রত্যেকেই মুহূর্তই অসম্ভব ভালো লাগলো ।
    তবে আশা করেছিলাম মেঘালয় পৌঁছে শিবাজীবাবু তার উদাত্ত গলায় আবৃত্তি করে উঠবেন "এখানে বৃষ্টি পড়ে বারো মাস। ... " সাথে পৃথিবী বাবুর গান।... "অবনী বাড়ি আছো? " - এখন আর শিলং এ বারো মাস বৃষ্টি হয় না - হয়তো চেরাপুঞ্জি বা মৌসিনরাম গেলে এই গান শোনার সৌভাগ্য হয়ে যেত ।
    সব শেষে আজকের পর্বে আমরা অসামান্য কিছু খাবারের স্বাদ আস্বাদন করলাম ভার্চুয়ালভাবে। শিলং এ এত ভালো খাবার পাওয়া যায় তা সম্পর্কে আমার ধারণা ছিল - তবে শুধু খাবার পাওয়া গেলেই তো হল না - তা যথাযথ ভাবে শিবাজী বাবু ও পৃথ্বী বাবু আদর্শ ভোজন রসিক দের মতন গ্রহণ করে আমাদের নির্মল আনন্দ দিলেন । ভোজন কে শিল্পের পর্যায় নিয়ে যাওয়া ওনাদের মতন শিল্পী মানুষদের পক্ষেই সম্ভব।

    • @subhasishbhatta4323
      @subhasishbhatta4323 ปีที่แล้ว +8

      তথাগতবাবু, ছোট্ট পরিসরে (short treatise) আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা সমৃদ্ধ লেখার হাত, এক কথায় দুর্দান্ত। অনন্য সাধারণ এই ভ্লগের সাথে.. আপনার মন্তব্য, আমাদের কাছে এক উপরি পাওনা। এইভাবেই লিখতে থাকুন। ভালো থাকবেন।

    • @sudeshnaroy6512
      @sudeshnaroy6512 ปีที่แล้ว +1

      Apurbo Barnona.....👌🙏❤

    • @BhramanKahini
      @BhramanKahini ปีที่แล้ว

      অসাধারণ লেখা 👌

    • @indranilmuk
      @indranilmuk ปีที่แล้ว

      দুর্দান্ত

    • @diva921
      @diva921 11 หลายเดือนก่อน

      Wahhh🎉🎉

  • @sutapamukherjee474
    @sutapamukherjee474 ปีที่แล้ว +7

    আজকের ব্লগ টা এক কথায় অসাধারণ ।
    পৃথীজিত দার কৌতুক রস বোধ , অসাধারণ ছিল। 👌👍

  • @sdebnath7859
    @sdebnath7859 ปีที่แล้ว +2

    ট্রেন এ বাড়ি ফিরছি, ভিডিওর নোটিফিকেশন আশা মাত্র দেখতে শুরু করলাম। দেখতে দেখতে মন টা ভালো হয়ে গেলো।

  • @Nirmal874
    @Nirmal874 ปีที่แล้ว +5

    আপনার প্রতিটি ভ্রমনবৃত্তান্তই মনে দোলা লাগায় ! এটিতেও সেই ধারা অব্যাহত ❤🙏 ! সত্যিই অভূতপূর্ব !!

  • @gaurabchakraborty3323
    @gaurabchakraborty3323 ปีที่แล้ว +3

    আপনার ক্যামেরার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখে নিচ্ছি। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবার জন্য ।

  • @ganeshchakravorty8194
    @ganeshchakravorty8194 ปีที่แล้ว +3

    🌹👍🏻🎉এক একটা ব্লগ মনে হচ্ছে একটা সিনেমা🌹
    গুনগত মান এতোটাই উঁচু...
    অফিসের কাছে বেশ কয়েক বার শিলং আর মেঘালয় দেখা।
    তবুও বড়দিনের শিলং অভূতপূর্ব...
    বিদেশে ঘোরা জায়গা গুলো কে টক্কর দিতে পারে......
    এক কথায়: অপূর্ব।
    এই সুন্দর পরিবেশনার মাঝে -
    "দেবমাল্য ও স্বাতী" আপনাদের অবদানকে শ্যলুট করি 🌹🌹🎉

  • @sujishnu
    @sujishnu ปีที่แล้ว +2

    সত্যিই এত উৎকৃষ্ট মানের ভ্লগ আগে কখনো দেখিনি!! এত পরিমার্জিত এবং তথ্য সমৃদ্ধ। খুব ভালো লাগল ।

  • @sriparnabanerjee3140
    @sriparnabanerjee3140 ปีที่แล้ว +1

    একবার যেতেই হবে।তুমি আরো যাবার ইচ্ছেটাকে বাড়িয়ে দিলে।অপূর্ব জায়গা।

  • @suparnachatterjeesuparna360
    @suparnachatterjeesuparna360 ปีที่แล้ว +1

    Khub sundor laglo Rabi Thakur er Bari ta ke sundor sajey rekhechey Preethi dar hair cating ta bhalo lag.chy

  • @syedmosharof7685
    @syedmosharof7685 ปีที่แล้ว +1

    মেঘালয়ে যাবার ইচ্ছে প্রবল হয় যখন সিলেটের জাফলং এ যাই কিন্তু হয়তো দূঃখ তেমন একটা থাকবে না তোমাদের ভিউ গুলি দেখে ,তোমাদের সাথেইতো ঘুরছি
    (দুধের সাধ ঘোলেও মিটানো তবুও মিটলোতো,) দীর্ঘ জীবন লাভ করো এই আমার প্রার্থনা,হাসি ...খুসি থেকে আমাদের ভালো ভালো দর্শনীয় ভিউ দেখাও।ধন্যবাদ দাদাদয়...

  • @jayasreedas952
    @jayasreedas952 ปีที่แล้ว +1

    শিলঙ গিয়েছিলাম কিছু জায়গা ঘোরা হয়নি এই ভিডিও র মাধ্যমে ঘোরা এবং দেখা হয়ে গেল।খুব ভালো লাগলো ।ধন্যবাদ ।

  • @s4somnath
    @s4somnath ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগলো এরোম ভাবে ভিডিও বানিয়ে যান আমরা দেখতে থাকি চেটেপুটে ।👍👍👍❤️❤️❤️

  • @siddharthabose4668
    @siddharthabose4668 ปีที่แล้ว +1

    শিবাজীদা এবং পৃথ্বীজিতদার অনবদ্য উপস্থাপনা মন ভরিয়ে দেয়। তার উপর বারতি পাওনা শিবদজীদার গলায় আবৃত্তি আর পৃথ্বীজিতদার গলায় গান। এক কথায় দারুন🙏🙏

  • @kiranmoymandal9678
    @kiranmoymandal9678 ปีที่แล้ว +1

    শিবাজী দাদা খুব সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ, পুনে মহারাষ্ট্র

  • @sadiabashar6791
    @sadiabashar6791 ปีที่แล้ว +1

    সালাম দাদা
    আপনার ভিডিও দেখার পরে Dooars ঘুরে এলাম। এবার ভাবছি next destination মেঘালয়। আপনি পথপ্রদর্শক।
    ভালো থাকবেন।

  • @suvx2z381
    @suvx2z381 ปีที่แล้ว +1

    শিবাজী আর পৃথ্বীজিত এর জুটি মনে করিয়ে দেয় গুপী বাঘার সেই কিংবদন্তিতুল্য জুটি কে, যেখানে নতুন দেখা নতুন শোনার পাশাপাশি হাসি কৌতুক, প্রাণবন্ত উচ্ছ্বাস আর দু চার ছত্র গান আমাদের মননে মিলে মিশে আমাদের করে তোলে যেনো একই পথের সঙ্গী। এই ভাবেই চলুন দাদা, পাশে আছি সর্বদা। ভালো থাকবেন, অনেক ভালোবাসা রইলো from Baranagar❤️

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে☺️

  • @jayantaguchait546
    @jayantaguchait546 ปีที่แล้ว +2

    বাও দারুন ঝর্না অসাধারণ রবীন্দ্রনাথ ঠাকুরের আসা মানে ইতিহাস মনে করীয়ে দিলেন দাদা ধন্যবাদ আপনাকে উৎসাহিত আমরা আপনার ভিডিও দেখে।

  • @tanaykarmakar
    @tanaykarmakar ปีที่แล้ว +4

    এত দুরে বসে তোমার vlog দেখে মনে হচ্ছে যেন India তে বসে আছি॥ দারুন দারুন॥ এগিয়ে চলো॥

  • @kalyandas8086
    @kalyandas8086 ปีที่แล้ว +1

    Wow awesome dàarun laglo khub sundor ghurlam 😊👌👌👌

  • @riteshnayak5527
    @riteshnayak5527 ปีที่แล้ว +1

    দাদা রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আর আপনাদের উপস্থাপনা vlog অতুলনীয় 💞💞🙏👍

  • @chinmoyghoshal1772
    @chinmoyghoshal1772 ปีที่แล้ว +1

    video surur samay tei like ta diye di, karon jani explorer shibaji r video amake niras korbe na........nice place, nice presentation , nice video......

  • @arnabdatta125
    @arnabdatta125 ปีที่แล้ว

    এই ভিডিওটা অসাধারণ লাগলো। আমি নিজে বিশ্বভারতী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তাই এইটা আমার কাছে অনবদ্য।

  • @sabybasu
    @sabybasu ปีที่แล้ว

    শিবাজী বাঃ-বাঃ (দা-দা) khublei shibun👏👏 prithwijitএর “KA KSHAID LAI PATENG hairstyle” বাহ্ বাহ্ 👏👏

  • @nazimuddin9582
    @nazimuddin9582 ปีที่แล้ว +4

    🇧🇩 আপনার প্রতিটা ভিডিও অনেক সুন্দর কিছু জানা যায় না দেখাটাও দেখা যায় ভালো থাকবেন ধন্যবাদ

    • @joysurjapaulsagar2207
      @joysurjapaulsagar2207 ปีที่แล้ว

      @@theseeker7938 বাংলাদেশী আসা যাবেনা এমন নিয়ম আছে কি কোনো??

  • @swarupghosh1570
    @swarupghosh1570 ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগলো মেঘালয় সিরিজ। এক কথায় অনবদ্য।

  • @SreekumarBaur
    @SreekumarBaur 5 หลายเดือนก่อน

    শিবাজী ও পৃথ্বীজীৎ দুই জনের একজন ছাড়া আরেক জন সম্পুর্ন নয়। দুই জন কে খুব ভাল লাগে।

  • @anuskadan8369
    @anuskadan8369 ปีที่แล้ว +2

    আহা
    এই city hut dhaba র ওপরের হোটেল টায় আমরা ছিলাম
    আর city hut dhaba তে খেতেও গিয়েছিলাম ❤️❤️❤️
    কত কিছু মনে পড়ে গেল

  • @sayantathakur999
    @sayantathakur999 ปีที่แล้ว +1

    Prithwijit dar new hair style ta kintu bes laglo 😀

  • @ayanmaity1021
    @ayanmaity1021 ปีที่แล้ว +2

    Durdanto laglo Robi Thakur er place gulo puro goosebumps hochilo 🤩

  • @infoplayz257
    @infoplayz257 ปีที่แล้ว +1

    Meghalaya r shob kata video dekhe jabar ichhe bere gelo. Khub sundor bhabe tule dhorechen. Arunachal Pradesh dekhanor anurodh roilo.

  • @deepjayee
    @deepjayee ปีที่แล้ว +1

    Age comment kore nei tarpor dekhbo. Ami oi samay mussoorie chilam r abossai apner video dekhe e gachilam r apner dekhano jaygate e ghurchilam takhon

  • @supradipmahali6767
    @supradipmahali6767 ปีที่แล้ว +1

    শিলংএ আছি ,আর এই ভিডিও দেখতে দেখতো প্লান করছি আগামি 3 দিন কীভাবে কভার করবো,, আজ অবশ্য চেরাপুঞ্জী ঘুরে এলাম !

  • @pamelibasu6769
    @pamelibasu6769 ปีที่แล้ว +1

    Darun laglo. Bhison jete icche korche

  • @papiasamaddar6689
    @papiasamaddar6689 ปีที่แล้ว +1

    আপনার ভিড়িও দেখার অপেক্ষায় থাকি। খুব ভালো লাগলো।

  • @subratadutta1799
    @subratadutta1799 6 หลายเดือนก่อน

    খুব খুব ভালো লাগলো দারুণ সুন্দর দেখলাম আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালো থাকবেন।

  • @user-lf6xw9qf7h
    @user-lf6xw9qf7h 13 วันที่ผ่านมา

    Swati aar Devmalya r moto kauke songe dekhe khoob valo laglo !!

  • @tapojyotibhattacharjee4694
    @tapojyotibhattacharjee4694 ปีที่แล้ว +13

    আপনি তো আমার জন্মস্থানে (শিলং) ঘুরে এলেন। মেঘালয় সিরিজের সব ভিডিও দেখে খুব ভালো লেগেছে। যে পাড়ায় (রিলবং) আপনি জিতভূমি ও ব্রুকসাইড দেখতে গিয়েছিলেন, সেখানে আমাদের পৈতৃক বাড়ি, জিতভুমি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে। ২৫শে ডিসেম্বর আমরা ওই বাড়িতেই ছিলাম। আপনার আসার প্রোগ্রাম জানলে, দেখা হয়ে যেত। আমাদের দুর্ভাগ্য, সেটা হলনা।

    • @talhakhaled3030
      @talhakhaled3030 11 หลายเดือนก่อน

      শিংলয়ে কি রিলায়েন্সের SMART BAZAR আছে?

  • @wmosihurrahman6605
    @wmosihurrahman6605 ปีที่แล้ว +1

    পাহাড় ও ফলস্ ব‍্যতিত বেশি কিছু
    দেখার মেঘালয়ে নাই
    আপনাকে অনেক ধন্যবাদ

  • @harudutta9140
    @harudutta9140 ปีที่แล้ว +1

    Darun laglo kabiguru ke .tui amader bharamon guru.

  • @tsamanta7063
    @tsamanta7063 ปีที่แล้ว +2

    অপূর্ব শিলং ,দারুন দেখলাম👍👍🤗

  • @jayitabhattacharyya6753
    @jayitabhattacharyya6753 ปีที่แล้ว +1

    Khubbb Shundar laglo 👍🏽👍🏽

  • @sabitadutta3177
    @sabitadutta3177 ปีที่แล้ว +1

    Khub valo laglo tomader sathe si long ghurte

  • @Explore032
    @Explore032 10 หลายเดือนก่อน

    পৃথ্বীদা কে দারুন লাগে সাথে শিবাজীদা তো আছেই 👌😊

  • @arindamnandi7346
    @arindamnandi7346 ปีที่แล้ว +2

    দারুণ, অসাধারণ রবীন্দ্র অনুভূতি ।

  • @withrajarshi.1130
    @withrajarshi.1130 ปีที่แล้ว +3

    পৃথ্বীজিৎ দার বয়স তো কমে গেলো। 👌

  • @journeywithanindya
    @journeywithanindya ปีที่แล้ว +1

    Fatafati khasa hoya6ha.. video ta

  • @romelm.rahman8942
    @romelm.rahman8942 ปีที่แล้ว +1

    ❤ শিলং- মানেই 'শেষের কবিতা', যা কিনা রবি ঠাকুরের পরিণত বয়সের এক অসাধারণ মনস্তাত্ত্বিক অভিব্যক্তি। মন বার বার ছুটে যেতে চায়...

  • @FrontlineandChai
    @FrontlineandChai 4 หลายเดือนก่อน

    এই শিলং শহরেই ৩০ বছর আগে আমার চাকরি জীবন শুরু হওয়ার কথা ছিল ৷ Shillong Times এ সাব এডিটর হিসেবে ৷ হয়নি ... নাকের বদলে নরুল্ পেলাম ... এখন কানাডায়... আপনাদের vlog দারুন enjoy করি ৷ 😊

  • @itssomenath1979.
    @itssomenath1979. ปีที่แล้ว

    আপনার একটা খুব ভালোগুন হলো বর্ণনা ও ইতিহাস বর্ণনা দারুন। ♥️♥️♥️♥️♥️

  • @acsen3838
    @acsen3838 2 หลายเดือนก่อน

    জীত ভুমি বাংলো যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৩ সালে প্রথম শিলং দর্শনে ওঠেন, সেটা দেখে মনটা গভীর আনন্দে ভরে গেল, রক্তকরবী এখানে লেখা এটা স্মরন করে। আবার নির্ঋরীনি ঋর্ণা দেখে মনটা আরো কবিগুরুর শ্রধ্যায় মাথা নত হয়ে এলো।
    শাবাশ শিবাজী, শাবাশ পৃথ্বীজীত।

  • @nuronuroalam6405
    @nuronuroalam6405 ปีที่แล้ว +1

    জিদ দাদার কথা গুলো খুব ভালো লাগলো। ভিডিও দেখে আরও ভালো লাগলো।

  • @SikhaChakraborty-py9ub
    @SikhaChakraborty-py9ub 5 หลายเดือนก่อน

    রিলবং,দেখে,খুবভালোলাগল, আমি,শিলং এর ,এখন,বাইরে,থাকি।

  • @artislife8103
    @artislife8103 หลายเดือนก่อน

    Vison valo laglo uposthapona nie notun kore r ki bolbo darun laglo

  • @suanbera9056
    @suanbera9056 ปีที่แล้ว +2

    এখন ভিডিও দেখে কবে যাবো।এতোদিন পরে এই ভিডিও ছাড়ছেন তাহল কবে যাবে ।গরম পরে যাছে।দাদা আমাদের গরিবের পুরী ভালো ।

  • @mixkart8108
    @mixkart8108 ปีที่แล้ว +1

    দারুন দৃশ্য। আপনি famous দাদা। ❤️আমি first comments দিলাম। First ভিউ টাও আমার 😀।

  • @VRFOOD7
    @VRFOOD7 ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগলো দাদা আরগানটাও খুব খুব সুন্দর লাগলো

  • @sougatabose7481
    @sougatabose7481 ปีที่แล้ว +1

    Durdanto vlog,ek kothay onoboddhyo.

  • @mohuabhattacharya3942
    @mohuabhattacharya3942 ปีที่แล้ว +1

    Khub sundor laglo ei series ta .....purono onek smriti bhese asche

  • @subhadeepbiswas252
    @subhadeepbiswas252 ปีที่แล้ว +1

    video ta khub bhalo lagche

  • @Dipayan710
    @Dipayan710 ปีที่แล้ว

    রবীন্দ্রনাথ ঠাকুরের থাকা দ্বিতীয় বাড়ির statue টা খুবই জীবন্ত বলে মনে হল, সাথে কবিতা উচ্চারণ ফাটাফাটি

  • @ambalikamukhopadhyay7618
    @ambalikamukhopadhyay7618 ปีที่แล้ว +1

    দারুণ,, সঙ্গে আপনাদের কথোপকথন,,just অসাধারণ

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 ปีที่แล้ว

    apurbo jalapropat, Rabindranather smriti dhonyo bari, darun alokojjol christmas er sondhya ,darun susojjito hotel o sundar khabar , darun sajiyeche salad

  • @kusaldas4931
    @kusaldas4931 ปีที่แล้ว +1

    darun mon bhore gelo

  • @travelwithsuhasini
    @travelwithsuhasini ปีที่แล้ว +1

    Khub e darun laglo video.. Just awesome ❤❤❤❤❤

  • @nilanjanaadhikari8149
    @nilanjanaadhikari8149 ปีที่แล้ว +1

    এই সিরিজে মন ভালো করা সব এপিসোড।

  • @simachakraborti8985
    @simachakraborti8985 ปีที่แล้ว +1

    খুব সুন্দর ভিডিও, দেখে দারুণ লাগল।

  • @sohojpatherranna4386
    @sohojpatherranna4386 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগছে মেঘালয় ভ্রমণ সিরিজ👌👍

  • @tapanmukhopadhyay354
    @tapanmukhopadhyay354 ปีที่แล้ว

    Rabi Thakurer smriti bijarita Shilong apaner vlog madhyame dekhe charmed holam,khub valo laglo.apaner anek vlog dekhei khub anada pai.valo thakun,many many thanks to you and prithhijit.

  • @g.m.nazrulislam6559
    @g.m.nazrulislam6559 6 หลายเดือนก่อน

    its a Different & wonderful quantities a great awesome video

  • @sarmisthapal7558
    @sarmisthapal7558 ปีที่แล้ว +1

    Osadharon osadharon osadharon sundor
    Osadharon apnara♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @indranibasunandi1544
    @indranibasunandi1544 ปีที่แล้ว +1

    khub valo laglo.......👌👌

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 ปีที่แล้ว

    ভালো লাগলো তো বটেই,সব থেকে ভালো লাগলো আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কিছু দিনের আবাস ভূমি।

  • @swarnaskitchen9172
    @swarnaskitchen9172 ปีที่แล้ว +2

    খুবই সুন্দর লাগছে মেঘালয় ভ্রমণ

  • @Abhijit99Gillette
    @Abhijit99Gillette ปีที่แล้ว +1

    ২০১৯ এর পুজোর ছুটিতে গেছিলাম প্রথমবার সোলো ট্রাভেলে মেঘালয় । লাইতলুম থেকে আসতে ইচ্ছে করছিল না। আনন্দে চোখ দিয়ে জল এসেছিল। এখানে ছবি পোস্ট করা গেলে করতাম। কি অপূর্ব সুন্দর এই লাইতলুম। অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু লাইতলুম আলাদাই ❤️👌

  • @purabichatterjee7988
    @purabichatterjee7988 ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগল ভিডিও টি

  • @shreyasarkar9726
    @shreyasarkar9726 ปีที่แล้ว +1

    Khub sundor lagche

  • @biplabchakraborty1205
    @biplabchakraborty1205 ปีที่แล้ว +1

    Osadharon video👍👍👍

  • @arijitkundu6273
    @arijitkundu6273 ปีที่แล้ว +1

    দারুন এপিসোড।

  • @anjanasarkar7239
    @anjanasarkar7239 ปีที่แล้ว +1

    পৃথবী ভাই এর hair style awesome👍

  • @munmunchakraborty9683
    @munmunchakraborty9683 ปีที่แล้ว +1

    নিজের স্মৃতিকে তরতাজা করলো আপনার ভিডিও। ধন্যবাদ

    • @alpanadutta9364
      @alpanadutta9364 ปีที่แล้ว

      ্ আপনার ভি ডি ও ❤খুব ভালো লাগে

  • @rajkumarkarfa1142
    @rajkumarkarfa1142 7 หลายเดือนก่อน

    Beautiful footage & adorable & Pritiwsh da, ekta gan pele khub bhalo lagto, khasi badam gulo, besh sundor r ketho bhalo legeche. Thank u Shibaji da.

  • @JoyofTravel2
    @JoyofTravel2 ปีที่แล้ว +1

    Darun laglo...

  • @explorerishan
    @explorerishan ปีที่แล้ว

    megh er aloy...meghalaya...thank u for the knowledge Prithwijit Da...

  • @debojyotibhattacharya3675
    @debojyotibhattacharya3675 ปีที่แล้ว +1

    Sooperb Shivajida & Prithwida

  • @itssomenath1979.
    @itssomenath1979. ปีที่แล้ว +1

    শিবাজী দা আমি ২০১১ এ গিয়েছিলাম। কিন্তু এই জায়গায় সময়ের অভাব ছিল বলে যেতে পারিনি। এইজায়গাটা অনেকটা চাইনিজ অবতার kingdom এর মতো। দারুন লাগছে।

  • @MrERAMMax1542
    @MrERAMMax1542 18 วันที่ผ่านมา

    alhamdulilya......oshadharon.....

  • @gopalkundu9900
    @gopalkundu9900 ปีที่แล้ว +2

    শিলং ও রবীন্দ্রনাথ এক ঐতিহাসিক মিলনস্থল। শিলং অনন্য সুন্দর জায়গা। শিবাজীদা ও পৃথ্বীজিৎদার এই ভিডিও অনবদ্য। মানুষকে কি যে আনন্দ দেন তার তুলনা হয় না! দারুণ।

  • @subhadipmuk
    @subhadipmuk ปีที่แล้ว

    আপনার আর পৃথ্বী দা র duet, লা-জবাব। অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করছি। Presentation - ওঃ অসাধারণ।

  • @NoOne-gj3ir
    @NoOne-gj3ir ปีที่แล้ว +4

    You are like David Attenborough of bengal.. good job 👍

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 2 หลายเดือนก่อน

    Khub bhalo laglo.Akta notun desh dekhlum .Amader Kolkata r songe bes khichu similarity royeche. Iconic Swadagon Pagoda r kotha sunechilum.Aj dekha hoye galo.Bhalo thakben.

  • @youthgroupify
    @youthgroupify ปีที่แล้ว

    Nachi dar gaan er bapar ta kintu fatafati...

  • @achenapothe
    @achenapothe ปีที่แล้ว

    Khup sundor akta view nice place

  • @rajatkumarsarkar9039
    @rajatkumarsarkar9039 ปีที่แล้ว

    শিলং সফর দেখলাম খুব ভাল লাগলো।

  • @samirsaradar6755
    @samirsaradar6755 ปีที่แล้ว +2

    আমার ২০১৭ সালের স্মৃতিগুলো আপনার হাত ধরে আবার জীবন্ত হয়ে উঠলো।💝💝

  • @achintyabanerjee9283
    @achintyabanerjee9283 ปีที่แล้ว +1

    দারুন লাগছে দাদা আপনাদের ভালোবাসা নেবেন

  • @shreyan8664
    @shreyan8664 ปีที่แล้ว +1

    Darun laglo 👍

  • @soumenbanerjee4460
    @soumenbanerjee4460 ปีที่แล้ว +1

    Prithwijit dar গান দারুণ লাগলো

  • @anjansinha2814
    @anjansinha2814 ปีที่แล้ว +2

    We just love going to Shillong. It's one our favorite holiday destinations. The pine trees and ferns are a delight for sore eyes. Also CITY HUT DHABA is our go to place for dinner whenever we visit.

  • @vsanyal
    @vsanyal ปีที่แล้ว +1

    Durdanto laglo ei episode ta. Full of information aar prithijit dar gaan ta osadharon chilo. Thank you sibaji da.

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 ปีที่แล้ว

    👍❤️😊 দারুণ দারুণ ভিডিও ফুটেজ