কাঠগোলাপ এর ডাল কাটলে ফুল আসতে দেরি হয় ! কারণ ফুল সবসময় পুরনো ডালে আসে। একটা ডালে ইনফ্ল আসলে নিজে থেকে নতুন করে দুটো তিনটে ডাল বার হয় সুতরাং ডাল কাটার কোনো প্রয়োজন নেই!
আমার গাছের ডাল একদম নরম হয়ে গিয়েছে। মাটি ভিজা। ৩ টা ফুল এসেছিল। একটা আধা ফোটা হয়ে ঝরে যায়। বাকি ২ টাতে ৪ পাপড়ি ছিল। এখন আমি কি করব যাতে গাছটি না মারা যায়???
এই অবস্থায় একটু কম রোদ্দুরে রাখতে হবে যেখানে তিন থেকে চার ঘন্টা সকালে রোদ্দুর আসে, ফাঙ্গীসাইড পাউডার জলে ঘুলে গাছের গোড়ায় দিতে হবে, ৭ দিন পর যেকোনো জৈব তরল সার খাবার হিসেবে দিতে হবে টবের মাটিতে ।
@@chadbagan অনেক অনেক ধন্যবাদ । আরও একটা কথা জানার ছিল । আমার ছাদে দশ ইঞ্চি টবে একটা কাঠগোলাপ আছে বটে কিন্তু তবে সেটা দু আড়াই ফুট লম্বা হয়ে তাতে তিনটে ডালে অনেক পাতা হয়েছে । একটু হাওয়াতে ই হেলে যায় বলে পিলারের সাথে বেঁধে রাখি । এখন প্রশ্ন গাছটা নীচ থেকে এক ফুট পর্যন্ত রেখে কি কেটে ফেলা যায় ? তাতে গাছটা বাঁচবে না মরে যাবে । সরি অনেক টা বড় হয়ে গেল কথাটা , প্লিজ কিছু মনে কোরো ন । উত্তর দিও কিন্তু ।
Hare Krishna so beautiful garden
ভাল লাগছে
Good Advice. Thanks.
আপু ডাল কি কচি বা পুরানো হলেউ হবে
অনেক সুন্দর
আপু, কাঠ গোলাপ গাছে কি সার ব্যবহার করবো?
Allahu akbar,Allahuakbar,Allahuakbar
cutting theke chara korar koto din por ful ashbe?
Koto inch cutter diye ketechn?
আমার গাছের মোট পাতা ঝরে গেছে। এখন কি করব??
আমার একটা ডাল থেক অন্য শাখা হয় না। কেন?আমার গাছ ফুল ও আসে না কেন? সমাধান দিবেন িপ্লজ
কতদিন অপেক্ষা করতে হয়?
Ami cothai paba bolben.
nice
দিদি গোলাপ গাছের কাটিঙ্ থেকে কীভাবে চারা করা যায়, তার ভিডিও দিবেন প্লিজ।
কাঠগোলাপ এর ডাল কাটলে ফুল আসতে দেরি হয় !
কারণ ফুল সবসময় পুরনো ডালে আসে।
একটা ডালে ইনফ্ল আসলে নিজে থেকে নতুন করে দুটো তিনটে ডাল বার হয়
সুতরাং ডাল কাটার কোনো প্রয়োজন নেই!
Ami er age cutting niye ese bosiye diye chilam seta poche nosto hoye gache
এটা তো দেশি জাত।
দেশিটা কতো মাস ফুল দেয় মোটামুটি?
আমার গাছের ডাল একদম নরম হয়ে গিয়েছে। মাটি ভিজা। ৩ টা ফুল এসেছিল। একটা আধা ফোটা হয়ে ঝরে যায়। বাকি ২ টাতে ৪ পাপড়ি ছিল। এখন আমি কি করব যাতে গাছটি না মারা যায়???
এই অবস্থায় একটু কম রোদ্দুরে রাখতে হবে যেখানে তিন থেকে চার ঘন্টা সকালে রোদ্দুর আসে, ফাঙ্গীসাইড পাউডার জলে ঘুলে গাছের গোড়ায় দিতে হবে, ৭ দিন পর যেকোনো জৈব তরল সার খাবার হিসেবে দিতে হবে টবের মাটিতে ।
আমার কাঠগোলাপ গাছে ফুল আসছে না কি করনীয় জানাবেন।
আমারও সেম প্রব্লেম
গরমে চারা হবে তো
১০০%
কোন সময়ে কাটিং করা যায় এইগাছ ।
শীতকাল বাদ দিয়ে যেকোনো সময় কাটিং বসাতে পারবেন
@@chadbagan অনেক অনেক ধন্যবাদ । আরও একটা কথা জানার ছিল । আমার ছাদে দশ ইঞ্চি টবে একটা কাঠগোলাপ আছে বটে কিন্তু তবে সেটা দু আড়াই ফুট লম্বা হয়ে তাতে তিনটে ডালে অনেক পাতা হয়েছে । একটু হাওয়াতে ই হেলে যায় বলে পিলারের সাথে বেঁধে রাখি । এখন প্রশ্ন গাছটা নীচ থেকে এক ফুট পর্যন্ত রেখে কি কেটে ফেলা যায় ? তাতে গাছটা বাঁচবে না মরে যাবে । সরি অনেক টা বড় হয়ে গেল কথাটা , প্লিজ কিছু মনে কোরো ন । উত্তর দিও কিন্তু ।
কত দিন পর গাছ টা হয়ে যাবে একটু বলবেন
1.5 months
ধন্যবাদ
amake ekta kat golap er gach deben🥺? plzzzz amr khub favourite
আমারও 🥺🥺🥺
আমার গাছে ফুল আসছে না
winter seasone, jol ekdom deben na, winter gele jol deben
দিদি আমি এই গাছটা কোথায় পাবো
নার্সারিতে পেয়ে যাবেন ।
ছোট কচি বাল দিয়ে হবে