বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী পোড়ামাটির হাট রাড় বাংলার সেরা উদযাপন। Bishnupur Bankura

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2024
  • হাট বসছে শুক্রবারে বকশীগঞ্জ এ পদ্মা পাড়ে …. রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠের বিখ্যাত লাইন, বাংলার গ্রামীণ বাজারের অগণিত রঙের উদযাপন। এই জাতীয় হাটগুলিতে রাজ্যের সাধারণ গ্রামের লোকদের দেহাতি আকর্ষণ রয়েছে, কারণ তারা এই সাপ্তাহিক হাটগুলিতে খাদ্যশস্য, শাকসবজি, গবাদি পশু এবং এমনকি তাদের নিজের হাতে তৈরি জিনিসপত্র কেনা-বেচা করেন। বাংলার হাট গুলি ব্যবসায়ী, কুমোর, কৃষক, সাধারণ গ্রামের মহিলা এমনকি কারিগরদের মিলনস্থল। আমরা সকলেই শান্তিনিকেতনের শনিবারের হাটের সাথে পরিচিত , যেটি প্রতি সপ্তাহান্তে শহর থেকে প্রচুর পর্যটকদের আকর্ষণ করে। এর সাফল্যের কথা মাথায় রেখে 8th Oct 2018 থেকে বিষ্ণুপুরে হাটের একটি নতুন রূপ চালু করা হয়েছে। তার পর থেকে প্রতি শনিবারই নিয়ম করে এই পোড়ামাটির হাট বসছে বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরের কাছে জোড় শ্রেণি মন্দির প্রাঙ্গণে। সপ্তাহান্তে শনি ও রবিবার মন্দির প্রাঙ্গণে শুরু হওয়া এই পোড়ামাটির হাটে শুধু হস্তশিল্পীরা পসরা সাজিয়ে বসতেন এমন নয়, বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের লোকশিল্পীরা তাঁদের সংস্কৃতি তুলে ধরছেন হাটে। হাটে বিষ্ণুপুর শহরের মানুষের পাশাপাশি সপ্তাহান্তে ভিড় জমাতেন দেশ-বিদেশের পর্যটকেরাও। ফলে খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই হাট। পোড়ামাটির হাট শুধু হাট নয়, বিষ্ণুপুর শহরের মানুষের কাছে আবেগের জায়গা। বৈষ্ণব ধর্মের জোয়ার এলে প্রাচীন মল্ল রাজধানী একসময় কৃষ্ণ প্রেমে এতটাই মাতোয়ারা হয়ে উঠেছিল যে গুপ্ত বৃন্দাবন (Secret Vrindavan) হিসাবে তা পরিচিতি পেয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর সেই গরিমা হারিয়েছে। পোড়ামাটির হাট বা পোড়া কাদামাটি এবং ইটের নিদর্শন, পুতুল, মূর্তি এবং আরও অনেক কিছুর জন্য বিষ্ণুপুর বিখ্যাত বলে এটির নামকরণ করা হয়েছে পোড়ামাটির হাট । এই হাটের মূল উদ্দেশ্য হল বিষ্ণুপুরের পোড়ামাটির শিল্প এবং সমগ্র বাঁকুড়া জেলার সংস্কৃতির প্রচার ও বাজারজাত করা।প্রতি শনিবার বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরের ওপারে জোড়া মন্দিরের সামনে খোলা মাঠে পোড়ামাটির হাট হল ইন্দ্রিয়গুলির জন্য একটি ট্রিট৷ দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। হাটে শৈল্পিক যে কোনো কিছু পাওয়া যাবে । কেবল বিষ্ণুপুরের শিল্পীরাই নয়, বাঁকুড়া জেলার সমস্ত হস্তশিল্পীরাই এই হাটে তাঁদের পসরা সাজিয়ে বসতে পারবেন। বিক্রি করতে পারবেন তাঁদের হাতের তৈরি নানা সামগ্রী। ফলে প্রকৃতির কোলে নয়নাভিরাম পরিবেশে নতুন এই হাটে যেমন বিষ্ণুপুরের বালুচরী কিংবা সিল্কের দেখা মিলবে, তেমনই নজরে পড়বে সেখানকার দশাবতার তাস থেকে শুরু করে লন্ঠন, শঙ্খ, কাঁসা পিতল, নারকেল খোলা, বেলমালা আর পোড়ামাটির শিল্প সামগ্রীর সম্ভারও। বাঁকুড়ার বিকনা গ্রামের ডোকরা কিংবা পাঁচমুড়ার পোড়ামাটির শিল্প সামগ্রীও নজর কাড়বে এই হাটে।
    পোড়ামাটির এই হাটে থাকছে আরও নানা চমক। জেলার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কিংবা আগ্রহী কেউ কেউ এখানে খাদ্য সামগ্রীও বিক্রি করছেন। ফলে রসনা তৃপ্তিরও সুযোগ মিলছে। তবে হাটে প্লাস্টিক দ্রব্য ব্যবহার করা সম্পুর্ণ নিষিদ্ধ। আর তাই চা বিক্রেতাকে বিক্রী করছেন হবে মাটির কাপ কিংবা ভাঁড়ে। যিনি ঘুগনি বিক্রি করছেন, তিনি ব্যবহার করছেন হবে কাঁচা শালপাতা আর চামচ তালপাতার। পোড়ামাটির দোকান, পোড়া মাটির গহনা , সুসুনিয়া পাহাড়ের পাথরের দোকান, কাগজের পুতুলের দোকান, কাঠের তৈরি জিনিসপত্রের দোকান, এবং লণ্ঠনের দোকান -- সবই এই অঞ্চলের আদিবাসী শিল্প ও কারুশিল্পের কথা বলে।শুধু শহুরে পর্যটকদের জন্যই নয়, যারা হাট থেকে নিজেদের এবং তাদের বাড়িগুলিকে সাজাতে পছন্দ করেন এই হাট তাদের জন্যও। এই জায়গাটি সারাজীবনের অভিজ্ঞতাও দেয় কারণ আপনি বাউল গান এবং টুসু গানের তালে উপভোগ করতে পারেন। পরিবেশকদের ছায়াযুক্ত গাছের নিচে গান গাইতে দেখা যায়। শুধু পাশে দাঁড়ান এবং প্রাণবন্ত ছন্দ উপভোগ করুন। মাঠের ওপারে, আপনি কীর্তন গায়কদের দলকে দেখতে পাবেন, যারা রামায়ণের গল্প গাইছেন এবং তাদের নিজস্ব স্টাইলে উপজাতীয় নর্তকীদের সাথে তাদের ধামসা মাদল বাজছেন। হঠাৎ আপনি তার রণ-পা তে একটি বিশাল আকৃতির মুখোমুখি হতে পারেন , সেই কাঠের পা যা হারিয়ে যাওয়া যুগে গ্রাম বাংলার ডাকাতরা ব্যবহার করত। আর ভোজনরসিকদের জন্য রয়েছে বাংলার নিজস্ব তেলেভাজা সহ চপ, সাবুর পাপড়। ডাবল ডেকার সাইকেল নিয়ে মেলায় যেতে চাইলে ভাড়ায় গাড়ি পাবেন। পোড়ামাটির হাটের আরও একটি চমক হল, হারিয়ে যেতে বসা লুপ্তপ্রায় ও ঘরোয়া খেলাধুলার চর্চাও যেমন,কানামাছি, কিতকিত, রুমালচুরি কিংবা কুমিরডাঙা প্রভৃতি। পুরোনো দিনকে ফিরে পেতে এই খেলাগুলি হাট প্রাঙ্গণে অভ্যাস করতেও উৎসাহিত করবে।কিন্তু আপনি অবশ্যই বিষ্ণুপুরের পোড়া মাটির হাটকে মিস করবেন না, যেটি 'রড়-বেঙ্গল'-এর উজ্জ্বল রঙগুলিকে সেরাভাবে তুলে ধরে।
    bishnupur bankura

ความคิดเห็น • 2

  • @TanushriRoy-yn8bj
    @TanushriRoy-yn8bj 5 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো ভিডিওটি 👌👌