সঞ্চয়পত্র ক্রয়ে বেশি লাভ পাওয়ার কৌশল-২০২২। A to Z Shanchaypatra Kroy Rules 2021 2022 BD Bank Para

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • সঞ্চয়পত্র ক্রয়ের সহজ নিয়ম ২০২১-২০২২? A to Z Shanchaypatra Rules 2021-2022 BD । Bank Para The government has cut the rate of interest on savings certificates and wage-earner bonds by 1 to 3 percentage points; a move that may help the authorities save but hurt the middle-income group dependent on the returns to make a living.
    The new rates will not affect the present investment and will only be applicable for fresh investments.The new interest rates will be applicable for investments over Tk 15 lakh for both individual and institutional investors.
    সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার। যার যত বেশি বিনিয়োগ, তার মুনাফার হার হবে তত কম। তবে ১৫ লাখ টাকার কম বিনিয়োগের মুনাফা একই থাকছে। রজ্ঞাপনে বলা হয়েছে, যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন, শুধু তাদের জন্য পরিবর্তিত এই হার কার্যকর হবে। আগের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর সেটি পুনঃবিনিয়োগ করলে তখন নতুন মুনাফার হার কার্যকর হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয়ের জন্য নতুন এই মুনাফার হার প্রযোজ্য হবে। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বর্তমানে মেয়াদ শেষে ১১ দশমিক ২৮ শতাংশ মুনাফা পাওয়া যায়। নতুন নিয়মে যাদের এই সঞ্চয়পত্রে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগ রয়েছে তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন ১০ দশমিক ৩০ শতাংশ হারে। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফার হার হবে সাড়ে ৯ শতাংশ।
    তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রে বর্তমানে মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক শূন্য ৪ শতাংশ। সেটি এখন ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে কমিয়ে করা হয়েছে ১০ শতাংশ। আর এই সঞ্চয়পত্রে যাদের বিনিয়োগ ৩০ লাখ টাকার বেশি তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন ৯ শতাংশ হারে।
    অবসরভোগীদের জন্য নির্ধারিত পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে মেয়াদ শেষে এত দিন ১১ দশমিক ৭৬ শতাংশ হারে মুনাফা পাওয়া যেত। এখন এই সঞ্চয়পত্রে যাদের বিনিয়োগ ১৫ লাখ টাকার বেশি তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন ১০ দশমিক ৭৫ শতাংশ হারে। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে এই হার হবে ৯ দশমিক ৭৫ শতাংশ। দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় পরিবার সঞ্চয়পত্র। পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক ৫২ শতাংশ। এখন এই সঞ্চয়পত্রে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে করা হয়েছে সাড়ে ১০ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার সাড়ে ৯ শতাংশ।
    ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবে বর্তমানে মুনাফার সাড়ে ৭ শতাংশ, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। ডাকঘর সঞ্চয় ব্যাংকে তিন বছর মেয়াদি হিসাবে বর্তমানে মুনাফার হার ১১ দশমিক ২৮ শতাংশ। এখন ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার হবে ১০ দশমিক ৩০ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগে হবে ৯ দশমিক ৩০ শতাংশ। সঞ্চয়পত্র ক্রয়ের সহজ নিয়ম ২০২১-২০২২? A to Z Shanchaypatra Rules 2021-2022 BD । Bank Para অনলাইন আয়কর রিটার্নে ইনকাম সোর্স কি দেখাবেন? Online Income Tax Return Submit 2021-2022 BD । Income Source। Bank Para ২০২১-২০২২ অর্থ বছরে অনেকেই Zero Income Tax Return জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হন তা হলো আপনার আয়কর রিটার্নের সাথে কি কি কাগজপত্র প্রয়োজন? আয়ের উৎস কি? আমরা অনেকেই নতুন নিয়মে সঞ্চয়পত্র ক্রয় (Sonchoy potro Purchase)/National Savings Certificate Purchase) বা ডাকঘর সঞ্চয়পত্র (Post Office Sonchoy potro) বা ডাকঘর মেয়াদী আমানত বা ওয়েজ আর্নার্স বন্ড (Wage Earners Bond) বা প্রবাসী বন্ড বা ক্রেডিট কার্ড (credit card) গ্রহণ বা বিভিন্ন কাজের জন্য ই টিন সার্টিফিকেট (eTIN Certificate) গ্রহণ করে থাকি। আমাদের অনেকেই এটা জানিনা যে, ই টিন সার্টিফিকেট (eTIN Certificate) গ্রহণ করলে বাধ্যতামূলকভাবেই প্রতি বছরে ০১ জুলই হতে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন (Income Tax Return) বা আয়কর বিবরণী জমা দিতে হয়। যদিও আপনার বার্ষিক করযোগ্য আয় (Annual Taxable Income) করের আওতার বাহিরে থাকে। আর এই আয়কর রিটার্ন (Income Tax Return) বা আয়কর বিবরণী জমা না দেওয়ার কারণে আপনার জেল বা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
    আপনার বার্ষিক আয় যদি করের আওতায় না পড়ে তাহলে আপনাকে Zero Income Tax Return জিরো ইনকাম ট্যাক্স রিটার্ন বা শুন্য আয়কর বিবরণী দাখিল করতে হবে। আর এজন্য আপনাকে সোনালী ব্যাংক (Sonali Bank) বা অন্যে কোন ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবেনা। আই মিন কোন টাকা পয়সা জমা দেওয়া লাগবেনা। আর এই কমন প্রশ্নের একটা সহজ উত্তর এই ভিডিওতে দেওয়া হয়েছে। যা আপনাদের অনেক উপকারে আসবে আশা করি। আর মনের মধ্যে যত প্রশ্ন আছে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন গুলো লিখে রাখবেন, উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেবো ইনশাল্লাহ।
    আর আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য যেসকল কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়ে আমার ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
    ধন্যবাদ সাথে থাকার জন্য।
    #OnlineTaxReturn
    #অনলাইনেট্যাক্সরিটার্ন
    #BankPara

ความคิดเห็น • 201

  • @nurulalamshaheen4718
    @nurulalamshaheen4718 2 ปีที่แล้ว +15

    ভাই, প্রত্যেকের আলাদা আলাদা ব্যাংক হিসাব খুলতে গেলে ব্যাংক যে চার্জ প্রতিমাসে কেটে নিবে তাতে লাভের ধন পিপড়ায় খাবে তাছাড়া আজকাল কাউকে বিশ্বাস নাই। আমার টাকা পরিবারের যার নামেই রাখবো সেই হবে তখন ঐ টাকার মালিক। রাস্তার মানুষের থেকে ঘরের মানুষও কোন অংশে কম নয় সততার বিষয়ে অযত্নে।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +1

      কথা নির্মম সত্য ভাইয়া

    • @turzokhan2701
      @turzokhan2701 ปีที่แล้ว

      আপনার ঘরে আপনার পিঠে ছুড়ি মারার লোক থাকলেও সবার ঘরে নেই এটা মনে রেখে কমেন্ট করবেন

  • @MdHridoy-xb2km
    @MdHridoy-xb2km 2 ปีที่แล้ว +16

    ভাইয়া আমাদের সঞ্চয়পত্রের রিটার্ন কিভাবে করবো আমাদের সঞ্চয় পত্র ছাড়া আর কোন আয় নেই আপনাকে আগেও বলেছি এটা নিয়ে একটা ভিডিও বানান প্লিজ কষ্ট করে

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +3

      এই বছরে পাবেন ইনশাআল্লাহ

    • @seamsunny6154
      @seamsunny6154 2 ปีที่แล้ว

      ‌ভি‌ডিও চাই

  • @hafizmohammed1866
    @hafizmohammed1866 2 ปีที่แล้ว +4

    নিজের পরিবারের বাহিরে সঞ্চয়পত্র কিনতে গেলে ম্যাক্সিমাম রিস্ক হয়ে যায়ে তাই একটু লাভের জন্য ম্যাক্সিমাম রিস্ক না নেওয়াই ভালো বলে আমার ধারণা । এখন যে সিস্টেম করেছে সেটাতে সম্পূর্ণ নিজের কন্ট্রোলের বাহিরে চলে যায়ে যদি কেও নিজের পরিবারের বাহিরে এই ভাবে সঞ্চপত্র কিনতে যায় ।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      সঠিক বলেছেন প্রিয় ভাই।

  • @mozammelhoque641
    @mozammelhoque641 2 ปีที่แล้ว +1

    সঠিক পরামর্শ, ধন্যবাদ

  • @Md.IbrahimHossain01
    @Md.IbrahimHossain01 2 ปีที่แล้ว +4

    শুধুমাত্র পরিবার সঞ্চয়পত্র অনলাইনে কিভাবে দেওয়া যায় তার উপর একটি ভিডিও দেন, প্লিজ।

  • @sujitfanindrachowdhury1405
    @sujitfanindrachowdhury1405 2 ปีที่แล้ว +3

    ১/ ভাইয়া অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের নামে সঞয়পএ ক্রয় করা যাবে কি? জানাবেন।
    ২/পরিবারের বিভিন্ন নামে সঞয় পএ ক্রয় করলে, পরিবারের একজনের নামে TIN CERTIFICATE জমা দিলে হবে? নাকি বিভিন্ন নামে TIN Certificate করতে হবে? জানালে উপকৃত হইবো।

  • @hafizmohammed1866
    @hafizmohammed1866 2 ปีที่แล้ว +4

    আর ঢাকা শহরে থাকলে জন প্রতি ৫ হাজার টাকা টেক্স রিটার্নিং দিতেই হবে প্রতিজনকে তাহ হলে কি দাঁড়াবে ?

  • @abdulmalek-sh6wk
    @abdulmalek-sh6wk 11 หลายเดือนก่อน +1

    নিজের টাকা নিজে ছাড়া কারো কাছে নিরাপদ নয়।

  • @azimuddin2100
    @azimuddin2100 2 ปีที่แล้ว +2

    আমাদের ইউনিয়ন সোনালী ব্যাংকের শাখা আছে আমি সেই শাখায় কিনতে পারবো

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      আপনি শাখায় যোগাযোগ করে জেনে নিতে পারেন। ইউনিয়ন লেভেলের অনেক শাখাই সঞ্চয় পত্র বিক্রি করে না।

  • @bishalsarkar2245
    @bishalsarkar2245 2 ปีที่แล้ว +2

    So helpful video thanks bro

  • @user-pj4jj8xd6l
    @user-pj4jj8xd6l ปีที่แล้ว +1

    ভাই আমার NID স্মার্ট কার্ড দিয়ে সোনালী ব্যাংকে থেকে সন্চয় পত্র কিনেছি,·এবং ৩ টি ব্যাংকে একাউন্ট আছে,, এখন আমার NID কার্ডের সাথে পাসপোর্টের মিল নেই, তাই NID সংশোধন করবো,
    nid card সংশোধন হলে , সন্চয় পত্র বা ব্যাংক একাউন্টের টাকার কি কোন দরনের সমস্যা হবে, দয়া যানাবেন

    • @ezitax
      @ezitax  ปีที่แล้ว

      কোন সমস্যা হবে না

  • @hafizahmad1
    @hafizahmad1 2 ปีที่แล้ว +2

    Dear sir, thank you so much for all of your useful topics on সন্চয়পত্র and the associated income taxes. We live in the US. We visit Bangladesh only during the winter months (Jan - March) every year. How do we submit tax return? Can the tax return be submitted on-line? Please advise.

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      th-cam.com/video/yLdISBw5y1k/w-d-xo.html
      ভাইয়া আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর বিস্তারিত জানার জন্য আমাকে ফোন দিয়েন ফ্রি সময়ে। 01722628475

  • @rockyislam5593
    @rockyislam5593 2 ปีที่แล้ว +2

    আয়ের মাধ্যম যদি শুধু সঞ্চয় পত্র হয় এবং সেটা থেকে যেই আয় হয় সেটা করযোগ্য আয়ের নিচে। তাহলে কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন দিতে হবে। সেটার ভিডিও বানান

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      Ji vaiya dibo insha Allah. Server er updating er kaz somponno holei diye dite parbo insha Allah

  • @shahedullah2586
    @shahedullah2586 2 ปีที่แล้ว +5

    অন্যজনের নামে কিনতে তো তাঁর নামে আবার TIN certificate বানাতে হবে?? যেহেতু দুই লাখ টাকার বেশি হলেই TIN certificate লাগে। একটু বুঝিয়ে বলবেন

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      টিন বানায়ে নিবেন। কোন সমস্যা নেই। রিটার্ন জমা দিতে হবে চারজনেরই তবে কারোই কোন কর জমা দিতে হবে না।

    • @mamunrashid6783
      @mamunrashid6783 2 ปีที่แล้ว +1

      @@ezitax ঐ ৪ জনের নামে তো ব্যাংক একাউন্টও খুলতে হবে ???? জানালে উপকৃত হবো।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      @@mamunrashid6783 জি ভাইয়া খুলতে হবে সবার নামেই আলাদা আলাদা

  • @sagorbd2001
    @sagorbd2001 2 ปีที่แล้ว +3

    সুন্দর হয়েছে

  • @shibrampurbranch4985
    @shibrampurbranch4985 2 ปีที่แล้ว +1

    sundor system

  • @atikovi7969
    @atikovi7969 ปีที่แล้ว +1

    হাই ভাইয়া "আমি একজন প্রবাসী জেলা সন্ঞয় অফিস থেকেই প্রবাসী বন্ড কিনতে পারব? "আমার জেলা নারায়ণগঞ্জ "তাই নারায়ণগঞ্জ জেলা সন্ঞয় অফিসের পাওয়া যাবে? আশার করি কমেন্ট উওর দিবেন "

    • @ezitax
      @ezitax  ปีที่แล้ว

      যোগাযোগ করে দেখতে পারেন ভাইয়া

  • @eshratjahan9571
    @eshratjahan9571 5 หลายเดือนก่อน +1

    ভাই আমার নামে ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কেনা আছে, আমার মায়ের নামেও ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কেনা আছে, এখন যদি আমি এবং আমার মা যৌথ নামে আরো ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে চাই তাহলে কি টিন সার্টিফিকেট লাগবে?

    • @ezitax
      @ezitax  5 หลายเดือนก่อน

      অবশ্যই লাগবে রিটার্ন জমার স্লিপ

  • @khokondevnath5813
    @khokondevnath5813 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ এর থেকেও বেশি পাবার যজ্ঞ আপনি । সুস্থ্য থাকেন । ধন্যবাদ ।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা

  • @rubayethossainrobin6943
    @rubayethossainrobin6943 ปีที่แล้ว +1

    Vhi 5 lac takar সঞ্চয়পত্র ক্রয়ের jonno ki ETIN Lagba?

    • @ezitax
      @ezitax  ปีที่แล้ว

      জি না

  • @Student-nt1ct
    @Student-nt1ct ปีที่แล้ว +1

    চার জনের নামে সঞ্চয়পত্র কিনলে- আসলও যাবে, মুনাফাও যাবে। তো সংসার চালানোর টাকা দেবে কে??????

    • @ezitax
      @ezitax  ปีที่แล้ว

      মুনাফা আসবে তো ভাইয়া

  • @md.manzuralam5169
    @md.manzuralam5169 2 ปีที่แล้ว +1

    যারা সঞ্চয়পত্র ক্রয় করেছে তারা কিভাবে অনলাইনে রিটার্ন পুরন করবে এরকমের একটা ভিডিও দিন।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +2

      Dibo vaiay insha Allah. Server er update er kaz coloman thakay deri hocche vaiya dite

  • @umakantoroy6037
    @umakantoroy6037 10 หลายเดือนก่อน

    ভাই আদাব নিবেন। আশা করি ভাল আছেন। আমার পরিবারের নামে একই এন আই ডির আওতায় 5,00000 টাকার পরিবার সঞ্চয়পত্র, 5,00000 টাকার ৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, 5,00000 টাকা ডাকঘর সঞ্চয়ব্যাংকে এফ ডি, এবং পরবর্তীতে একই নামে 5,00000 টাকার ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র করা আছে। আমার প্রশ্ন হল শেষ 5,00000 টাকার মুনাফার রেট কত হবে। ইতিমধ্যেই শেষের 500000 লক্ষ টাকার মুনাফার রেট 1500001 টাকার উপরের স্লাবে নির্ধারন করেছে । এমতাবস্থায় আমার করনীয় কি ? জানালে বিশেষ উপকৃত হব।

  • @arefin6341
    @arefin6341 2 ปีที่แล้ว +1

    ভাই, একটা প্রশ্ন ছিল, উত্তর দিয়ে সহায়তা করবেন।
    ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করার পর ব্যাংক থেকে একটা ডকুমেন্টস দেই এবং বলে ১ অথবা ২দিনের মধ্যে মোবাইলে একটা ম্যাসেজ আসবে।ম্যাসেজ আসলে সঞ্চয়পত্র ক্রয়ের ডকুমেন্টসটা নিয়ে ব্যাংকে যেতে বলছে, তখন উনারা নাকি একটা সার্টিফিকেট দিবে।
    এখন প্রশ্ন হলো, যে ম্যাসেজ আসার কথা বলা হয়েছে এইটা কি ধরনের ম্যাসেজ পাঠানো হয়?আর সার্টিফিকেট টা কি?

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      মেসেজটি হলো Activation এর কনফার্মেশন, আর Certificate টাই হলো আপনার আসল সঞ্চয়পত্র।

    • @arefin6341
      @arefin6341 2 ปีที่แล้ว

      @@ezitax activation ম্যাসেজটা কি যে ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছি ঐ ব্যাংক থেকে পাঠানো হবে নাকি বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো হবে?
      কারন গতকাল আমি যে ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছি ঐ ব্যাংক থেকে (Your account has been debited from **** bank for BDT 2,00,000 on 16-Aug-2022) এই ম্যাসেজটা পাঠানো হয়েছে।এইটায় কি সেই activation ম্যাসেজ?

    • @virtualbattlepool3383
      @virtualbattlepool3383 ปีที่แล้ว

      adr to sms asar por 1 ta kagoj dice,age to kicu e deini,,,

  • @abdulkalek2186
    @abdulkalek2186 4 หลายเดือนก่อน

    ভাইয়া সঞ্চয়পত্রের হিসাব নং। ভুল হয়ে গেছে এখন কি করো নিও

  • @mahbubalamkushtia1091
    @mahbubalamkushtia1091 2 ปีที่แล้ว +5

    লাভ যতই হোক না কেন। নিজের টাকা কি কেহ অন্যের নামে রাখে?

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      এটাও বড় কথা।

  • @tar2295
    @tar2295 2 ปีที่แล้ว +2

    ভাই আস্সালামুআলাইকুম. আমার ৩ বছরের ১ লাক টাকা সঞ্চয়পত্র আছে. এখন ৫ বছরের ১৫ লাক এর সঞ্চয়পত্র করতে চাই. এ ক্ষেত্রে ইন্টারেস্ট রাতে কত হবে ?

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      প্রিয় ভাই, ভিডিওতে বিস্তারিত দেখানো আছে, অনুগ্রহ করে নিজেই হিসাব করে নিন।

  • @akrony2658
    @akrony2658 2 ปีที่แล้ว +1

    একাধিক নামে ক্রয় করলেও কি নিজের ব‍্যাংক একাউন্ট দিয়ে পরিচালনা করতে পারব নাকি যৌথ একাউন্ট করতে হবে। মানে টাকার সিকিউরিটি থাকবে কিনা জানতে চাই।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      Nijer account theke korte parben na vaiya

  • @tutulsaha531
    @tutulsaha531 2 ปีที่แล้ว +2

    ভাই আমি আপনার কথার সাথে মিল পেলাম না ৮লাখ টাকা বিনিয়োগ এ,পেতাম ৯১২*৫=৪৫৬০ এবং ৩*৮৬৪=২৫৯২ (৪৫৬০+২৫৯২=৭১৫২) কিন্তু আমি ৮৬৪*৮=৬৯১২ টাকা। কেন পেলাম?

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      5 lakh cross korar karone vaiya

  • @hilfulfuzul0076
    @hilfulfuzul0076 2 ปีที่แล้ว +1

    thanks

  • @suruvystory100
    @suruvystory100 ปีที่แล้ว

    Bai (1) 20 lakh taka Jodi 5 bosor namy shonchoy potro Kori taholy 5 bosor por koto taka munafa diby ar koto parsant hary ??
    (2) ar tax koto Kory kyty rakhby ??
    (3) shonshoy potro korly ki ata mash mash tulty parbo ??
    Opykha korbo bai apnar reply ar jonno ☺️🤗

  • @jamilabegum2045
    @jamilabegum2045 2 ปีที่แล้ว +2

    Online E-return er forms e calculation korle ki auto submit hoye jay? Ar submit hoye gele ki pore abar delete kora jay?

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      Auto submit hoyna apu. Submit korte hoy. R ekbar submit korle r delete ba ferano jayna.

  • @MdTarikul-rh3zx
    @MdTarikul-rh3zx ปีที่แล้ว +1

    ভাই আমি দুইটা সমিতিতে টাকা রেখেছিলাম এখন আমার দরকার তারা দিচ্ছে না এখন আমার করনিও কি

  • @write2tapu
    @write2tapu ปีที่แล้ว

    ভাই নীচের ব্যাপারটি কারো জানা থাকলে একটু শেয়ার করবেন।
    আমি গত ২০২০ সালের জানুয়ারি মাসে জিপিওতে ২৫ লক্ষ টাকার ৩ বছর মেয়াদী ডিপোজিট করেছিলাম। বর্তমান মাসে এসে ৩ বছর পুর্ন হল। আমি যখন ডিপোজিট করি তখান বলা ছিল যে এটি ১ টার্মের জন্য অটো রিনিউ হবে। এখন বর্তমান আইনে কি আমার এই টাকা + লাভ সহ আরও একবার অটো রিনিউ হবে,নাকি হবেনা?

  • @probirkumerkermoker4146
    @probirkumerkermoker4146 2 ปีที่แล้ว +2

    আমি সঞ্চয়পত্রের ২০২২-২৩ এর নতুন নিয়ুম জানতে চাই ।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ভিডিও দিব ইনশাআল্লাহ ভাইয়া

  • @faridayasmin6517
    @faridayasmin6517 2 ปีที่แล้ว +1

    vaiya...sonchoy pattro jodi...2 ta bank er cheak diey kena hoy...tahole ki 2 ta return joma dite hbe...plz ans

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      জি না ভাইয়া

  • @md.saifurrohoman2438
    @md.saifurrohoman2438 ปีที่แล้ว +1

    ভাই আপনি বলছেন ভিন্ন ভিন্ন নামে কিনতে কী আলাদা একাউন্ট খুলতে হবে না একটা একাউন্ড থেকে পরিবার এর বাকি সদস্য দের নামে কিনতে পারবো প্লিজ জানাবেন

    • @ezitax
      @ezitax  ปีที่แล้ว

      সবই আলাদা হবে

  • @mariyaaktarliza4908
    @mariyaaktarliza4908 2 ปีที่แล้ว +1

    Baiya apnar video dekhe khub balo laglo. Asole ami bank bisoy kicui temon bujina. Ar ami 10 lokkho taka dipocit korte chay kibabe korle valo hobe. Ar sonchky etn ki babe korte hoy janaven ar amar kono incame ney ay takata jomi bikrir taka

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +1

      আপু সঞ্চয়পত্রের আয় টা অধিকাংশ আলেমের মতে হারাম। এক্ষেত্রে আপনি ইসলামী ব্যাংক এ রাখতে পারেন। আর etin এর বেপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ০১৭২২৬২৮৪৭৫ নাম্বার আমার।

    • @mariyaaktarliza4908
      @mariyaaktarliza4908 2 ปีที่แล้ว +1

      Baiya taka gulo rupali bank ase ar oi khaney rakhte cahysi. Onarara sonchoyi etn khulte bolse. Ar ami to bujtesi sunchoyi etn ki ar ata khulleki amake bet dete hobe kina amake aktu janan

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      @@mariyaaktarliza4908 আপু আপনি যদি ওখানেই রাখেন, তার চেয়ে ভালো হবে সঞ্চয়পত্র কিনে রাখা। তাহলে প্রায় ডাবল মুনাফা পাবেন। আর টিন খুললে রিটার্ন জমা দিতে হবে প্রতি বছর।

  • @shahmohiuddinahmed3928
    @shahmohiuddinahmed3928 2 ปีที่แล้ว +1

    লাভ বুঝলাম। তবে ৪ জনের টিন সার্টিফিকেট ও রিটার্ন জমা লাগবে। ১৩ হাজাড় লাভ করে ইনকাম ট্যাক্স এর ঝামেলা ঘারে নেয়া কী লাভের বিষয়? আমার মনেহয় বিষয়টা আরেকটু খোলা ব্যাখ্যা করা উচিৎ।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      সঠিক বলেছেন ভাইয়া

  • @tamjidahmedshuvo6871
    @tamjidahmedshuvo6871 ปีที่แล้ว

    অসাধারণ

  • @sajebbhuyian6020
    @sajebbhuyian6020 2 ปีที่แล้ว +1

    স্যা সন্চয়পত্র ক্রয় করার পর কয়টা কাগজ ডকুমেন্ট হিসাবে দেয়া হয় এই ব্যাপারে একটা ব্লগ বানান।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ভিডিও দেয়াই আছে দেখুন ভাইয়া আমার চ্যানেলেই।

  • @nazmulahmad3203
    @nazmulahmad3203 2 ปีที่แล้ว +1

    ভাই আমি 20 lac টাকার সঞ্চয় পত্র কিনবো ۔ যেহেতু আমি পুরুষ তাই পারিবারিক কিনতে পারব না ۔ আপনি বলেছিলেন 5 লক্ষ করে কিনতে ۔ এখন কি ভাবে কিনবো ? মুনাফা বেশি পেতে ?

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      মুনাফা বেশি পেতে হলে আপনাকে আপনার পরিবারের বিশ্বস্ত কোন সদস্য এর নামে ক্রয় করুন ভাইয়া।

  • @uddinmain4838
    @uddinmain4838 2 ปีที่แล้ว

    Thankyou for your informazioni

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      So nice of you

  • @litonhussain6443
    @litonhussain6443 2 ปีที่แล้ว +1

    Nice work

  • @alamgir4262
    @alamgir4262 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম স্যার, একটা বিষয় জানার ছিল, আমি একজন প্রবাসী আমি আমার ওয়াইফ এর নামে ২ লক্ষ টাকা সঞ্চয় পএ কিনেছি ২বছর আগে, এখন আমার কাছে ১লাখ টাকা আছে আবার তার নামে রাখতে চাচ্ছি, আবার কিছু মাস পড়ে আরও ২লাখ রাখবো মোট ৫ হবে, SMS কি তারা আগের যে নাম্বার দেওয়া আছে,একি নাম্বার পাঠাবে না আলাদা নাম্বার দিতে হবে,একই নামে এভাবে ভেঙ্গে ভেঙ্গে রাখা যায়, লেখাটা বড় হয়ে গেল আশাকরি উওর দিবেন স্যার, ধন্যবাদ

  • @NazrulIslam-py3ml
    @NazrulIslam-py3ml 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম স্যার
    আমি একজন কুয়েত প্রবাসী ফ্যামিলিগত নানা চাপের কারণে আমি কিছুসংখ্যক টাকা ব্যাংকে রাখতে চাই
    আমি জানতে চাই সঞ্চয় পত্র একেবারে রিক্স মুক্ত কি?
    আরও যদি কোন অপশন থাকে বাংলাদেশ প্লিজ আমাকে হেল্প করুন

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +1

      আগামীকাল রাত 8 টায় ভিডিও পাবেন ইনশাল্লাহ

  • @shiekmaya8110
    @shiekmaya8110 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাইয়া ছেলে বা মেয়ের নামে করিলে তাদের কতো বৎসর হলে করা যাবে জানাবেন প্লিজ পরিবার সঞ্চয় পত্র কিনার ব্যাপারে জানাবেন

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ১৮ বছর হলেই হবে।

  • @md.nafiulhasanchondon3041
    @md.nafiulhasanchondon3041 2 ปีที่แล้ว +1

    আমার একক নামে ভিন্ন ভিন্ন সময়ে আলাদা আলাদা টাকার পরিমানে ২০ লক্ষ টাকার বেশি পারিবারিক সঞ্চয় পত্র ক্রয় করা আছে। এত্রে কি হবে?

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      আপনি উৎসে কর কর্তনের সার্টিফিকেট নিয়ে রিটার্ন দাখিল করে দিবেন ভাইয়া। ❣️❣️❣️❣️

  • @shahedullah2586
    @shahedullah2586 2 ปีที่แล้ว +2

    আমার TIN certificate দিয়ে আমার নামে ৫ লাখ এবং অন্য ৩ জনের নামে কি আমার TIN certificate আরোও ১৫ লাখ কিনা যাবে???!! প্লিজ এই বিষয়টি ক্লিয়ার করবেন।

  • @hasibaakhi8360
    @hasibaakhi8360 2 ปีที่แล้ว +1

    Good....

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      Thank you

  • @maniksarker2196
    @maniksarker2196 2 ปีที่แล้ว +2

    চার জনের নামে ক্রয় করলে চারটি টিন নাম্বার লাগবে তাহলে কি উপায় হবে চারজনের নাম এইতো রিটার্ন জমা দিতে হবে।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      জিরো রিটার্ন দাখিল করে দিবেন ভাইয়া।

    • @qaiumsheikh559
      @qaiumsheikh559 2 ปีที่แล้ว +1

      এ ছাড়াও টাকার মালিক কিন্তু আইনত তারা হয়ে রইল।

  • @royjoye9588
    @royjoye9588 ปีที่แล้ว

    viea 10 lac tk te 49 kistir profit tola hoyece amar..mne 4 years 1 month, 5 years a.
    11 month baki ache.. but ami jode akhn 10 lac tk othate chy thole amr batta ta koto tk katbe?

  • @cryingclown2299
    @cryingclown2299 2 ปีที่แล้ว +1

    Do U have any idea about NBR? Even Hasina try to avoid them trickking. Now a days it's getting very hard to buy sonchoy potro with proper DOCUMENTS in various names for big amounts. Even worse, things will go more hard in short coming time for buying s.potro cause of NBR. Mark my words. 😬🏋🏻‍♀️🏋🏻😬

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ❣️❣️❣️❣️

  • @abdullahmahir5855
    @abdullahmahir5855 2 ปีที่แล้ว +1

    মেয়ের বয়স কত হতে হবে। ১০ বা ১৪ হলে কি কেনা যাবে। জানাবেন। ধন্যবাদ

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ১৮ বছর

  • @RanaAhmed-hk4wl
    @RanaAhmed-hk4wl ปีที่แล้ว

    একক নামে কি পারিবারিক সঞ্চয় পত্র এবং ৩ মাস অন্তর অন্তর সঞ্চয় পত্র করা যাবে?

  • @delipsikder6487
    @delipsikder6487 ปีที่แล้ว

    আয়কর, অনেকই দিবে না। কারন নূন্যতম আয়কর ৩০০০৳ দিতে যদি অফিসে খরচ চায় তার চেয়ে বেশী চায়। তবে কেন আয়কর দিতে যাবে। খুব সহজেই যাতে আয়কর দিতে পারে।সরকার সেই ব্যবস্থা করতে পারে।

  • @mohasinsikder3956
    @mohasinsikder3956 2 ปีที่แล้ว +1

    স্যার, একজনের সঞ্চয় পত্র আছে ৫৫০০০০টাকা।মুনাফা হতে আয়কর কেটে নেয় ঠিক আছে।কিন্তু সঞ্চয় পত্রের মূল টাকা ৫৫০০০০ টাকার আয়কর দিতে হবে কিবা।সঞ্চয় পত্র এ্যাড করলে আয়কর আসে।এটা কি ঠিক আছে নাকি এন্ট্রিতে কেন সমস্যা হয়েছে।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      আলাদা ভিডিও দেয়া আছে ভাইয়া দেখেন

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/GT4_gnxj-ck/w-d-xo.html

  • @anupamdas9857
    @anupamdas9857 2 ปีที่แล้ว +1

    আজ ৩ লক্ষ্য টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করার ২ মাস পর আমি চাইলে আবার ঐ একই নাম এবং একাউন্ট ব্যবহার করে আরও ৪ লক্ষ্য টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবো কি?

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +1

      ji vaiya obosshoi parben

  • @noyonsen2881
    @noyonsen2881 2 ปีที่แล้ว +1

    ভাই এক ব্যক্তি কতটি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে???

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      যত গুলো খুশি ঠিক যতগুলো দাদা। তবে সেটা একজন ব্যক্তির যে লিমিট আছে সেটার মধ্যে।

    • @noyonsen2881
      @noyonsen2881 2 ปีที่แล้ว +1

      তবে আমি শুলাম ১ টার বেশি নয়!

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      @@noyonsen2881 ভূল তথ্য দিয়েছেন উনি আপনাকে।

    • @noyonsen2881
      @noyonsen2881 2 ปีที่แล้ว

      ধন্যবাদ ব্রো

  • @Barisaillacomedytv
    @Barisaillacomedytv 2 ปีที่แล้ว +1

    স্যার আমার পঞ্চপাত্র এর মেয়দ সেস হইনি আমি যদি সঞ্চয় পত্র কোলোজ করে দেই তাহলে কি এনবি আর কোনো জামেলা করবে জানাবেন প্লিজ

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      নাহ কোন ঝামেলা করবেনা। তবে আপনার রিটার্ন দাখিল করতে হবেই।

    • @Barisaillacomedytv
      @Barisaillacomedytv 2 ปีที่แล้ว +1

      স্যার তখন রিটার্ন দিতে গেলে কিকি কাগজ পত্র লাগবে

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      @@Barisaillacomedytv আপনি রাত ৮ টার পরে একটু ফোন দিয়েন। আমি অফিসে আছি। ০১৭২২৬২৮৪৭৫

  • @fatemamitu3058
    @fatemamitu3058 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আমার কর অঞ্চল কিভাবে পরিবর্তন করতে পারবো আগে ছিলো ভেরামারা এখন ঢাকা???

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +1

      কর অঞ্চল পরিবর্তন করা খুব ঝামেলার একটা বিষয় আপু। আপনাকে ঘুরাঘুরি করতে হবে অনেক।

  • @farminanaziakhan8042
    @farminanaziakhan8042 2 ปีที่แล้ว

    Vaia Ami Bangladesh theke poribar shonchoy pottro kinesi.amar Kono rojidar nai.babar petion there kinesilam.ma ,baba ,shami shontan nai.ai laver taka dia cholse.akhon kivabe retarn joma dite Hobe.

  • @abdullahalmahfuz1204
    @abdullahalmahfuz1204 2 ปีที่แล้ว +3

    সনচয় পত্র করবেন না। লাভ খুব সীমিত। এবং এটা সুদ।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      খুবই সুন্দর উপদেশ। আল্লাহ তায়া’লা আমাদের সঠিক বুঝ দান করুন। হালাল উপায়ই জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।

    • @kowshikkhan9931
      @kowshikkhan9931 2 ปีที่แล้ว

      আমিন

    • @virtualbattlepool3383
      @virtualbattlepool3383 ปีที่แล้ว

      amin,,,
      kintu system ar kace manus osohay

  • @farminanaziakhan8042
    @farminanaziakhan8042 2 ปีที่แล้ว

    Are kothay joma dibo.ami 1lokkhe 860 taka Pai.kivabe Valo hoy bozay Dan .chintay pore gelam .Ami hearter rogi.

  • @hafizahmad1
    @hafizahmad1 2 ปีที่แล้ว +3

    My wife and I have just opened a total of sixty lac Taka 3-yr term. We started the account at end of April this year (2022). In addition, we have annual net income
    Of 2,00,000 Tk from rental property. We both are over 70 year old. How much will be assessed for our income and when will we have to pay this tax?

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +1

      dear brother, you have not to pay any extra income tax, just you have to submit return. For more details you can contact us @01722628475

    • @hafizahmad1
      @hafizahmad1 2 ปีที่แล้ว +1

      Many thanks for your kind reply. We are out of the country now. We will definitely contact you for income tax advice and we will be glad to pay you consulting fee.

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      @@hafizahmad1So kind of you.

  • @polashpolash5879
    @polashpolash5879 ปีที่แล้ว

    পোস্ট অফিসে সুদের হার কেমন ১ লক্ষে ২০২৩ নতুন কি নিওম ভাই

  • @kayesrahman7623
    @kayesrahman7623 2 ปีที่แล้ว +1

    যুক্তিতে সম্পূর্ণ ভুল। চারজনের নামে ৫ লক্ষ টাকা ইনভেস্ট করা হয় তাহলে এই চারজন কে টিন করতে হবে এবং এই চারজনকে আবার রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে বলেন লাভ কোথায়। আশাকরি উত্তর দিবেন।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      রিটার্ন দাখিল করা লাগলেও কর জমা দিতে হবে না ভাইয়া।

  • @MdrashidaliAli
    @MdrashidaliAli 2 ปีที่แล้ว +1

    ২ নামে কিনলে কি ২জনের রিটান দাখিল করতে হবে।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      দুই নামে টিন নিলে ২ নামেই রিটার্ন দাখিল করতে হবে। ধন্যবাদ।

  • @mahiamitu4714
    @mahiamitu4714 2 ปีที่แล้ว +1

    চাকরি চলাকালিন সময়ে কি করা জাবে

  • @anisurrahman6161
    @anisurrahman6161 2 ปีที่แล้ว +1

    তাহলে চারজন কে সোনালী ব্যাংকে একাউন্ট খুলতে হবে, প্রতি একাউন্টে ব্যাংকের একটা নির্দিষ্ট খরচ সব সময় দিতে হবে, তাছাড়া 1000 টাকা তো উঠান যাবি না কোনদিন

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ji vaiya

    • @afsananira1423
      @afsananira1423 2 ปีที่แล้ว

      ঠিক বলেছেন

    • @afsananira1423
      @afsananira1423 2 ปีที่แล้ว

      যেই লাউ সেই কদু

  • @kalamazad6013
    @kalamazad6013 2 ปีที่แล้ว +1

    5 লাখ করে 4 নামে ক্রয় করলে কি 4টা টিন সার্টিফিকেট লাগবে,?

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +1

      Ji vaiya. Kintu alada kore kor dewa lagbe na

    • @kalamazad6013
      @kalamazad6013 2 ปีที่แล้ว +1

      @@ezitax ভাইজান, কোন সময় কোন মাসে সঞ্চয় পত্র কেনা যাবে জানাবেন প্লিজ🙏

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +2

      @@kalamazad6013 jekono Somoy ekena jay vaiya

  • @sharifislam4052
    @sharifislam4052 2 ปีที่แล้ว +1

    ভাই পূর্বে ৫ লক্ষ টাকার সুদ ধরলেন ৮.৬৬% পরবর্তীতে ৫ লক্ষ টাকার মুনাফা ধরলেন ৯.৫% মানুষকে বোকা বানান ৷ আপনি ১৫ লক্ষ টাকার ক্ষেত্রে মুনাফা ধরেছেন ৯.৫০%

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ভাইয়া আপনি বুঝতে ভুল করেছেন। ভিডিওটা মনোযোগ দিয়ে আবার দেখেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।

  • @nasimsultanaseasiestphysic1419
    @nasimsultanaseasiestphysic1419 2 ปีที่แล้ว +1

    সঞ্চয় পত্র ম্যাক্সিমাম কত পর্যন্ত কেনা যায়,

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      আপু বিস্তারিত ভিডিও ১৯/০৫/২০২২ তারিখে পাবেন ইনশাআল্লাহ। চ্যানেলে এক্টিভ থাকবেন আশা করি আপু। ফেইসবুকে লাইক দিয়ে রাখতে পারেন।

  • @mohonkanu4539
    @mohonkanu4539 ปีที่แล้ว

    অফলাইন, অনলাইন সঞ্চয়পত্র কি বুঝায়

  • @mohammadamin841
    @mohammadamin841 2 ปีที่แล้ว +1

    আপনার বক্তব্য সঠিক নয়। কয়েকজনের নামে যদি সঞ্চয় পত্র ক্রয় করি সে খেত্রে প্রত্যেকের নামে TIN খুলতে হবে, সে খেত্রে তাদের আয়ের উত্স কি দেখাবো??

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ৪/৫ লাখ টাকার আয়ের উৎস দেখানো খুব কঠিন কিছু নয় ভাইয়া

  • @anamhoque1440
    @anamhoque1440 2 ปีที่แล้ว +1

    এককের জন্য ৫ লাখে ইন্টারেস্ট ধরলেন ৮.৬৬% এবং একাধিকদের জন্য ৫ লাখে ৯.০৫% কেন?

    • @anamhoque1440
      @anamhoque1440 2 ปีที่แล้ว +1

      ৯.৫%

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হলে প্রথম ১৫ লাখ এর ৯.৫% এবং পরের ৫ লাখে ৮.৬৬% হবে।

  • @samratahmed2488
    @samratahmed2488 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আপনার কাছে আমার একটা তথ্য জানার ছিল। আমার বাবা ১৯৯৪ সালে বিশ হাজার টাকা দরে ৩ বিঘা নাল ধানী জমি ক্রয় করে। বর্তমানে সে সম্পত্তির বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এখন আয়কর রিটার্নে সেই সম্পত্তির ক্রয় মূল্য দেখাতে হবে না বর্তমান বাজার মূল্য দেখাতে হবে? প্লিজ ভাই দয়া করে উত্তরটা দিন

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      Vaiya already ei somporke ekta vdo diyesi aj ratei. Dekhe nin vaiya

  • @tajimahmed3392
    @tajimahmed3392 2 ปีที่แล้ว

    ৫ লক্ষ টাকা পরিবার সঞ্চয়পত্রের জন্য অন লাইনে জিরো রিটার্ন কিভাবে ধাপে ধাপে দিতে হবে সেই প্রসেস টা দেখান। ৫ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ছাড়া আর কোন আয় নেই।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      জুলাই মাসে ভিডিও পাবেন ইনশাআল্লাহ ভাইয়া।

  • @AnasA1221
    @AnasA1221 2 ปีที่แล้ว +2

    Brother, you have kept a beard. But you are advising or encouriging to buy savings certificate. Oh what funny matter!

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      Thank you dear bro for your good advice

    • @fashionfueltex4204
      @fashionfueltex4204 2 ปีที่แล้ว

      MasAllah. Thanks. Era shob bolod. Nijer taka dibe bank ke. Business korbe ne. Shud Khabe boshe pap kamabe. Aloshota korbe... Sagol

  • @roicesikder9574
    @roicesikder9574 2 ปีที่แล้ว +1

    camera man ar video vlo na

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      জি ভাইয়া। ভিডিওর কোয়ালিটি তেমন ভালো হয়নি।

  • @Tapasanu
    @Tapasanu 2 ปีที่แล้ว

    ভাইয়া আমার পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র আছে এটার কি ট্যাক্স দিতে হবে আর এক লক্ষ টাকা কত টাকা ট্যাক্স কাটে গভমেন্ট

    • @Funny7050-su8jj
      @Funny7050-su8jj หลายเดือนก่อน

      @@Tapasanu tax dite hobena

  • @tanvirhasan5436
    @tanvirhasan5436 2 ปีที่แล้ว +1

    ভাইজান ২লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনলে ইটিন দেওয়া লাগবে নাকি?

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      Nah

  • @zaidurrahman4950
    @zaidurrahman4950 2 ปีที่แล้ว +3

    ভাই সাহেব আপনার প্রচুর বুদ্ধি যা বিশ্ববিদ্যালয়ের গণিত শিক্ষকদের নেই!

    • @fahmidaafrose2525
      @fahmidaafrose2525 2 ปีที่แล้ว

      😁😁😁😁🤣🤣😂😂

    • @mdmashud1846
      @mdmashud1846 2 ปีที่แล้ว

      Vai,eigulu vul.4 joner name 20 lac kinle to 4 Jon thekei 5% kore tax Kata hobe.oni to hisab korlen 5% ek bar!!

  • @sachinchandra4946
    @sachinchandra4946 2 ปีที่แล้ว +1

    টিন ছাড়া কত % কেটে নেবে

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ১৫%

  • @mdmonirshorkar6182
    @mdmonirshorkar6182 ปีที่แล้ว

    Vai appunar noumber ta aktu dan na vai

  • @jantusarkarjantusarkar
    @jantusarkarjantusarkar ปีที่แล้ว

    মোবল নাম্বাটা দেন

  • @akhiljodder459
    @akhiljodder459 2 ปีที่แล้ว

    সঞ্চয়পত্র যদি হ্যাক হয়ে যায় তবে করণীয় কি

  • @romansyedabadi449
    @romansyedabadi449 ปีที่แล้ว

    নাবালক ছেলে মেয়ের নামে কি কেনা যায় ?

  • @akkharmultimedia
    @akkharmultimedia 2 ปีที่แล้ว +1

    ২৩ আপডেট দেন

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      আপডেট-১ আজ দিয়েছি ভাইয়া।

  • @tokresali
    @tokresali 2 ปีที่แล้ว +1

    সঞ্চয় পত্র না কিনলে আলেম হয়ে যান।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ধন্যবাদ প্রিয় ভাই

  • @gdgdhhhhehhehh155
    @gdgdhhhhehhehh155 2 ปีที่แล้ว +1

    আপনি বিজ্ঞাাপনাতা।

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাইয়া

  • @akkharmultimedia
    @akkharmultimedia 2 ปีที่แล้ว +1

    ২২ ২৩ আপডেট দেন

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      জি ভাইয়া আপডেট পাবেন ইনশাআল্লাহ

  • @sharifuddin7144
    @sharifuddin7144 2 ปีที่แล้ว +1

    Ki likhlen? Buztei osubidha. .....

  • @harunstudycenter.6311
    @harunstudycenter.6311 2 ปีที่แล้ว

    পুরষরা কিনতে পারবে কিনা

  • @Fitalphaa
    @Fitalphaa ปีที่แล้ว

    এই লাভ হারাম

  • @baharuddin-zu7ct
    @baharuddin-zu7ct ปีที่แล้ว

    ভাই। আপনার মোবাইল নাম্বার কি পেতে পারি

  • @kakonfitbodi9242
    @kakonfitbodi9242 2 ปีที่แล้ว +1

    Tu ki musul man darita kat Valo lage deVai

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว +1

      I am a Muslim

  • @abdullahalmahfuz1204
    @abdullahalmahfuz1204 2 ปีที่แล้ว +1

    সুদ খাওয়া হারাম।

  • @sachinchandra4946
    @sachinchandra4946 2 ปีที่แล้ว

    আপনার মোবাইল নাম্বার হবে

  • @RiasadAzimOfficial007
    @RiasadAzimOfficial007 2 ปีที่แล้ว

    Apnar imo number din

    • @ezitax
      @ezitax  2 ปีที่แล้ว

      01722628475