আমি তো রবিবার তোমার আশায় থাকি। আজ দেখছি একি! একদিন আগেই। তোমার মন মোহক করা ক্যামেরার দৃশ্য। তোমার প্রত্যেকটা দৃশ্যের বর্ণনা। তোমার গলার এক অদ্ভুত স্বর। সত্যিই যেনো পাহাড়ের কোলে চলে যায়। সম্বিত ফিরে পায় ভ্লগের শেষে। অদ্ভুত তুমি। ভালো থেকো সুস্থ থেকো ভাই আমার ।আরোও উন্নতি কর তুমি। অনেক বড় মাপের মানুষ হও।
মন জুড়িয়ে গেল এই ভিডিওটি দেখে। শুধু প্রকৃতি নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ও এই স্থান। বরাবরের মতো এবারও জরুরি তথ্য দিয়ে ভরা এই ভিডিওটি। মানুষের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়- এবিষয়ে ও আপনার মূল্যবান মতামত জানতে পারি। ভবিষ্যতে সহায়তা করবে এই তথ্য গুলি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরবর্তী ভিডিও র অপেক্ষায় রইলাম। সঙ্গে অনেক শুভকামনা
Beautiful,stupendous views of Kanchenjunga and other mountains..we feel we are travelling with you watching the towering prayer flags flapping in the wind..the monastery.Perfect union of ancient structures and nature..mystical beauty .photography excellent ..thank you 🙏
শান্তনু দা সুপ্রভাত। তুমি শেষ সিকিমের ভিডিওতে বলেছিলে রিংচেনপং আসছে। তখন ভেবেছিলাম ভাস্কর গুরুং এর হোম স্টে "অর্কিড ভিলা" তে উঠবে।। তোমার আগের রিনছেঙ্গপং ভিডিও দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওখানে যাব। তুমি অবশ্য মনাস্ত্রি র সামনের হোটেল টায় ছিল এ প্রথম বার। আমরা অর্কিড ভিলা তে ছিলাম।। উফফফ অসাধারণ ঋণছেঙ্গপং। সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। হোম স্টে থেকে নিচে নামলেই কমলা বাগান, এলাচ বাগান, আরো একটু গেলেই বন। পাখির স্বর্গ রাজ্য। ২ দিন থাকার পরেও এখনো আফসোস কেন আরো একদিন থাকলাম না।। আমি সিকিমের খাবার খেতেই এখানে আবার রাজি আছি যেতে, এক ধরনের বিশেষ আদা ব্যাবহার করে এই অঞ্চলে উফফ কি গন্ধ। ওদের বাগানের রাই শাক দিয়ে চাউমিন, pork চিলি অসাধারণ।। আমরা হেঁটেই দুই দিন ঘুরি, বিষাক্ত লেক, রিনছেনপং মনাষ্ট্রি, এবং আরো একটা পুরনো মনাসট্রি যাই। যদি কখনো আবার যান থাকতে পারেন এখানে। আর গতবার রবীন্দ্র স্মৃতি বন যাওয়া হয় নি। এবার গেলে অবশ্যই যাব। Orchid villa, Bhaskar Gurung =8436105158
জোৎস্না মাখা কাঞ্চনজঙ্ঘা আর তার নিচে আলোকস্নাত পাহাড়ী ছায়াপথ. এই ছবি মুখোমুখি দেখার অভিজ্ঞতা বোধ হয় আপার্থিব. ছোট্ট লামার হাতে কালচক্র ঘুরে চলে. রবি ঠাকুর এর বাড়ির ডাক বাক্সে গত শতাব্দীর চিঠি. তাতে লেখা কোথাও আমার হারিয়ে যাওয়ার.......... 👍👍 যথারীতি মনোমুগ্ধকর উপস্থাপনা.
বিশেষ কারণে দেরীতে দেখা হল,তবে যা দেখলাম অনেক কিছু একাত্ব করে দিল পুরনো স্মৃতির সাথে,শুরুতেই ঐ বসার স্থানে বেশ কয়েক ছবি আছে,তবে আজাং জীর ব্যাবহার আপনাকে আশাহত করেছে এটা আমাকে খুব আশাহত করল,সবই বোধহয় সময় জানেন।আমার অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো ছিলো। রাতের কাঞ্চনজঙ্ঘা কিন্তু অসাধারণ লাগল
You gave dramatic start with the spectacular view of kanchenjunga... beautifully captured... The bliss staying in the close vicinity of Monastery is beyond imagination... Rabindranath thakur always searched such peaceful places for his creativity to flourish...
2012 তে যখন রিনচেনপং গেছিলাম তখন ভালো ক্যামেরাযুক্ত মোবাইল ফোনে ছিল না আর দামি ক্যামেরা ও ছিল না। ফলে কোজাগরী পূর্ণিমা ঠিক আগে এই যে নৈসর্গিক সৌন্দর্য ধরে রাখার কোনো উপায় আমার ছিলনা। শুধু মনের ভিতর সেই দৃশ্য এখনো বেঁচে আছে। আপনার ভিডিওটা সেই স্মৃতি কে আবার উসকে দিল। নতুন ট্রাভেল চ্যানেল খুললাম। আশাকরি পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ছুটে যাব রিনচেনপং। সেই স্মৃতিকে আবার উস্কে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।
আপনার সব ভিডিওই প্রায় দেখি।এটাও দেখলাম, তবে সেগুলোর প্রশংসা করার ভাষা বা জ্ঞান আমার নেই।আপনার মতন আমিও ২০১৮ সালে rinchenpong হয় এ দার্জিলিং এসেছিলাম via jorthang শেয়ার জীপ এ।ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পরিবেশন করুন।👍❤️🙏🏻
Someone told me about this place yesterday and I found this scenic video. What a great co-incidence. The white-gold mountain top floating in the blue sky was something I cd never forget. And loved that British bungalow, the blue forests around it, the silver and gold tops of Kanchenjunga. What a lovely tapestry of nature you have captured. 🙂🙏👍
প্রথমত: দাদা, আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার গ্রহন করবেন। . দ্বিতীয়ত: সত্যি কথা বলতে, আমি লাদাখ যাইনি, আমি কাশ্মীর যাইনি, কিন্তু সিকিম ভ্রমণ করেছি। স্বর্গ আমরা কেউ দেখিনি, কিন্তু আমার চোখে দেখা স্বর্গ হলো, এই সিকিম। . তৃতীয়ত: অসাধারণ একটা ভিডিও উপহার পেলাম দাদা, মন ভরিয়ে দিলেন। একটু বাড়িয়ে বললাম না কিন্তু। একদম মন থেকে বললাম কথাটা। . অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই। . নমস্কারান্তে, বাসব ভট্টাচার্য্য
Santanu Da, You gave a dramatic start with the spectacular view of Kanchenjunga... What a lovely tapestry of nature you have beautifully captured. The bliss of staying in the close vicinity of the Monastery is beyond imagination... Rabindranath Thakur always searched such peaceful places for his creativity to flourish... কোনো বিশেষণই যথেষ্ট নয় এই ভিডিওর জন্য । পূর্ণিমায় রাতের কাঞ্চনজঙ্ঘা, আর একদম শেষে কুয়াশা ঘেরা রাস্তা.... অসাধারণ লেগেছে আমার 👌👌♥️♥️ সর্বোপরি খুব সুন্দর।
I have not yet visit Rinchenpong, but now eur this video have attracted me for this place. Next time in my sikkim program I will visit Rinchenpong. Thanx.
We have stayed in that bungalow back in 2015. We booking booking through Sikkim tourism which has its office at Middleton Row. Its seeped in heritage and beautiful.
Unexpected....Sunday er bodole Saturday,khub valo laglo.amra hee burmiok e chilam r rinchenpong e sightseeing korechilam,ei prachin monastery chara r akta monastery tey giyechilam praye 400ta matir siri venge Rishum monastery tey,okhan theke Kanchenjunga osadharon dekha jaye, monastery char paser poribes o sundor tobe monastery ta poritoktto,r je sightseeing gulo kora hoyeni seguli apnar video dekhe ghure nilam... 👍
@@Viral_Scope dada thanks bole lojja deben na,ami apnar viral scope channel ke khub bhalo basi,1 noe apni 2 noe natureworm,3 noe explorar sibaji, ami ekjon businessman,amar nesa berate jaoya o boro tv te apnader program dekha. Sondha 7 pm to 11pm ami tvte thaki.
There is a tale of Rasom Monestry from there monks went missing under mysterious circumstances. It's a trek deep into the woods from Rinchenpong we tried but failed to reach becoz of locals saying wild bear attacked few people few few days back.
From the Homestay in which you stayed(Rani's Kitchen Homestay), is Mt.Kanchenjunga visible from the homestay itself or we have to travel somewhere to see Kanchenjunga.
Apnr sob video pray chetepute dekhi.lungchok gechilm kichu din age apnr video dekhei.ebr vabchi pelling hoye rechenpong e mayal homestay te thakbo.pelling theke richenpong kivabe jabo jodi janan.ami pellng r rechnpng 3 to 4 days r rakhte chai.
আপনি এত সুন্দর সুন্দর জায়গার ভিডিও তুলে ভ্রমণ পিয়াসী মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কিন্তু আপনার চ্যানেলের সদস্য সংখ্যা কেন এত কম এটা বুঝে উঠতে পারছিনা।
Sohomot.....onno onek nami chanel er theke onek valo video banan santanu da.......ebong sorbopori Sob proshner uttar dewar o chesta koren......amk ekbar uni "chitrey" r root map porjonto bole diyechilen sudhu matro coment a..... Dada k anek anek thanks eisob osadharon jayga amader dekhte sahajyo korar jonno Valo thakben Sustha thakben!!!!!HATS OF VIRAL SCOPE
@@poulomichakraborty5810 নামী চ্যানেল বলে কিছু নেই। সদস্য সংখ্যা বেশি এই যা।শান্তনুর মতন করে কয়জন ব্লগার যেকোন জায়গার সমস্ত কিছু খুঁটিনাটি তাদের ভিডিও তে তুলে ধরে।ভালো থাকুন,সুস্থ থাকুন।
প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর ভিডিও র জন্য।সঙ্গে তথ্য সমৃদ্ধ।রবীন্দ্রনাথের কথাটির জন্য।আপনার ভিডিও থেকে অনেক তথ্য পাওয়া যায়।হয়তো ছবিকে সাজাতে গিয়ে সেকথা স্বীকার করা হয় না।আজ ,এবং আগামী ও অতীতের সমস্ত ভিডিও র জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।আমি এখানে মাত্র কয়েক জনের ভিডিও দেখি।তার মধ্যে কোনটিকে বেশি পছন্দ করি,তা বলবে আমার কলম।আপনি যথেষ্ট সুন্দর বর্ণনা দেন ভাষায়।তবে এই দৃশ্যের সঙ্গে দর্শকের সখ্যতা তৈরি হলে,আপনার আপত্তি হবে কি?এতক্ষণ আমি ছিলাম একজন সাবস্ক্রাইবার হয়ে।ফিরবো উক্ত স্থানের মুগ্ধ দর্শক হয়ে ।👍👍
Dada, ami apnar besh boro follower bolte paren... Apnar sob koti videos amar dakha.. aktai karon apanar recommendations amar budget e thake ebong bhaloo hoy... Akta kotha information dorkar chilo.. jodi answer kore khub subidhe hoy.. ei pujoe that is Oct,21 e Sikkim e ki travel card lagche, RTPCR ki lagche? Amader sobbar double vaccination hoye gache.. hotel e phone korate te bollo se kono travel card ba Rtpcr lagche na jotokhon double vaccination ache... Ei niye apnar kache ki kono khobor ache?? Travel card ki lagbe October, 21 e??
আমি তো রবিবার তোমার আশায় থাকি।
আজ দেখছি একি! একদিন আগেই।
তোমার মন মোহক করা ক্যামেরার দৃশ্য। তোমার প্রত্যেকটা দৃশ্যের বর্ণনা। তোমার গলার এক অদ্ভুত স্বর। সত্যিই যেনো পাহাড়ের কোলে চলে যায়। সম্বিত ফিরে পায় ভ্লগের শেষে। অদ্ভুত তুমি। ভালো থেকো সুস্থ থেকো ভাই আমার ।আরোও উন্নতি কর তুমি। অনেক বড় মাপের মানুষ হও।
♥️♥️♥️
💝💝🙏🙏🙏
😊😊
Apurbo , ashadharon sundor akta valo Lagar kobita sunlam 🙏🏼🙏🏼
অনেক অনেক ধন্যবাদ। 💐💜
Khub bhalo jayga...4 years aage aamra gechilaam.. osadharon location....
Haa
আপনার ভিডিওগুলো দেখলে মন বড়ো শান্ত হয়ে যায়!
Asadhran , mon valo hoya galo.
অশেষ ধন্যবাদ 🙏💐
Asadharan disso dekhalen. Dhonnobad
🙏🙏🙏অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
Ei video ta je ami kotobar dekhbo tai thikana nei. Khub bhalo lage jaega ta.
😊😊❤️❤️
মন জুড়িয়ে গেল এই ভিডিওটি দেখে। শুধু প্রকৃতি নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ও এই স্থান। বরাবরের মতো এবারও জরুরি তথ্য দিয়ে ভরা এই ভিডিওটি। মানুষের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়- এবিষয়ে ও আপনার মূল্যবান মতামত জানতে পারি। ভবিষ্যতে সহায়তা করবে এই তথ্য গুলি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরবর্তী ভিডিও র অপেক্ষায় রইলাম। সঙ্গে অনেক শুভকামনা
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
আগের ভিডিওর মত এটাও দেখে ফেললাম প্রতিটা মিনিট।
খুব ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ। 💐💜
TH-cam e Rinchenpong nie sobcheye sundor r helpful video aj dekhlm.
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
Photography r editing jathariti khub valo
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
খুবই সুন্দর লাগলো ভিডিও টি.
Wonderful place. Nice creation.
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
অসাধারণ । পূর্ণিমার চাঁদের আলোয় " কাঞ্চনজঙ্ঘা " র ভিডিও দেখে মন ভরে গেল ।
🙏🙏💐💐💐
রবিবারের আগেই উপহার পেয়ে গেলাম।ধন্যবাদ।
🙂🙂অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
khub bhalo hoyechee vlog ta...
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
Osadharon Photography.. khoob bhalo laglo !!
Thanks a million 😊
darun, ami barbar apnar video guli dekhi, ar monye hoye apnar bornonar guney, ami saikhaney pouchey gachi, ar khub stress relief korey
😊😊😊
আমি আমার আর কয়েকজন বন্ধু ও পরিবার সহ 2016 সালে গিয়েছিলাম, আপনি যা দেখালেন সবগুলো দেখেছি, এছাড়াও উওরে এই জায়গাটা দেখেছি, এক কথায় অসাধারন।
বাহঃ। উত্তরে আলাদা জায়গা। সেখানকার ভিডিওউ আমাদের চ্যানেলে আছে।
দারুন উপস্থাপনার সাথে বিস্তারিত তথ্য সমেত ভিডিও 👌 খুব উপভোগ করলাম ভিডিওটি 👍
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
অসাধারন। এই রকম ভিত্তি মন ভালো করে
অশেষ ধন্যবাদ 🙏💐
Beautiful,stupendous views of Kanchenjunga and other mountains..we feel we are travelling with you watching the towering prayer flags flapping in the wind..the monastery.Perfect union of ancient structures and nature..mystical beauty .photography excellent ..thank you 🙏
Thanks a bunch ma'am 🙏🙏😊
Darun laglo..osadharon..
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
Darun darun lajobob dada👍👍👍👍👍👍👍👍👍👍💝
Thanks a bunch 🙏🙏😊
ki r bolbo...apran sob Sikkim tour video ami dekhechi.....ek kothae awesome
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
খুবই সুন্দর!!
আমি কিন্তু রবিবারের জন্য জমিয়ে রেখে দিয়েছিলাম ভিডিওটা। রিনচএনপং এ গিয়ে homestay তে থাকার ভিডিও বোধকরি আগে কখনো দেখিনি। ধন্যবাদ ।
অশেষ ধন্যবাদ আপনাকে 🙏💐
অনবদ্য উপস্থাপনা। খুব ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
এই কঠিন সময়ে, মহামারীর আতঙ্কের মাঝে আপনার ভিডিও গুলো মনকে যেন শান্ত করে।।
🙏🙏🙂
শান্তনু দা সুপ্রভাত। তুমি শেষ সিকিমের ভিডিওতে বলেছিলে রিংচেনপং আসছে। তখন ভেবেছিলাম ভাস্কর গুরুং এর হোম স্টে "অর্কিড ভিলা" তে উঠবে।। তোমার আগের রিনছেঙ্গপং ভিডিও দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওখানে যাব। তুমি অবশ্য মনাস্ত্রি র সামনের হোটেল টায় ছিল এ প্রথম বার। আমরা অর্কিড ভিলা তে ছিলাম।। উফফফ অসাধারণ ঋণছেঙ্গপং। সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। হোম স্টে থেকে নিচে নামলেই কমলা বাগান, এলাচ বাগান, আরো একটু গেলেই বন। পাখির স্বর্গ রাজ্য। ২ দিন থাকার পরেও এখনো আফসোস কেন আরো একদিন থাকলাম না।। আমি সিকিমের খাবার খেতেই এখানে আবার রাজি আছি যেতে, এক ধরনের বিশেষ আদা ব্যাবহার করে এই অঞ্চলে উফফ কি গন্ধ। ওদের বাগানের রাই শাক দিয়ে চাউমিন, pork চিলি অসাধারণ।। আমরা হেঁটেই দুই দিন ঘুরি, বিষাক্ত লেক, রিনছেনপং মনাষ্ট্রি, এবং আরো একটা পুরনো মনাসট্রি যাই। যদি কখনো আবার যান থাকতে পারেন এখানে। আর গতবার রবীন্দ্র স্মৃতি বন যাওয়া হয় নি। এবার গেলে অবশ্যই যাব।
Orchid villa, Bhaskar Gurung =8436105158
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
আপনি আগেও বলেছিলেন কিন্তু আমি একদমই ভুলে গিয়েছিলাম।
আবারও একটা অসাধারণ গল্প. রিনচেপংয়ের গল্প. আমার মনে হয় আপনি আগের বারে এসেও এই হোম স্টে তেই ছিলেন. এইভাবেই গল্প শুনতে শুনতে আমরা হারিয়ে যেতে থাকি হিমালয়ের বুকে. ভালো থাকবেন 🙏🏻
অশেষ ধন্যবাদ 🙏💐
না, আগেরবার হোটেলে ছিলাম
খুব ভালো হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
Hii,Santanu,kyamon achen,ashakori valoi achen,ar apnar ei videota asusual onno video r matoi darun,ei Rinchenpong jaegata khub sundar,dekhe monta jyano vore gyalo,ekhane dyakhar jaegae o anek ache,bisesh more monastry gulo,echara British heritage bungalow,etc.ar tar sathe apnar sundar presentation,sabmilie darun👌👍,however,apnar jonnoi atosundar jaegagulo dekhte pachchi,er jonno thanks,god bless you,valothakben,aro erakom sundar video dyakhar ashae roilam👌👍🤔🙂🙏🤲❤💐🇮🇳
Thanks a bunch 🙏🙏😊
Apnio valo thakben.
জোৎস্না মাখা কাঞ্চনজঙ্ঘা আর তার নিচে আলোকস্নাত পাহাড়ী ছায়াপথ. এই ছবি মুখোমুখি দেখার অভিজ্ঞতা বোধ হয় আপার্থিব. ছোট্ট লামার হাতে কালচক্র ঘুরে চলে. রবি ঠাকুর এর বাড়ির ডাক বাক্সে গত শতাব্দীর চিঠি. তাতে লেখা কোথাও আমার হারিয়ে যাওয়ার.......... 👍👍 যথারীতি মনোমুগ্ধকর উপস্থাপনা.
🙏🙏💝💝💝 অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
বিশেষ কারণে দেরীতে দেখা হল,তবে যা দেখলাম অনেক কিছু একাত্ব করে দিল পুরনো স্মৃতির সাথে,শুরুতেই ঐ বসার স্থানে বেশ কয়েক ছবি আছে,তবে আজাং জীর ব্যাবহার আপনাকে আশাহত করেছে এটা আমাকে খুব আশাহত করল,সবই বোধহয় সময় জানেন।আমার অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো ছিলো। রাতের কাঞ্চনজঙ্ঘা কিন্তু অসাধারণ লাগল
পাহাড়ের মানুষদের ব্যবহারের ক্ষেত্রে সেটা আমিও কিছুটা মানি।
ভালো থাকবেন। 🙏
Apnar beranor video mon valo kore dilo dada...khub sundor...👍👍💕
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
You gave dramatic start with the spectacular view of kanchenjunga... beautifully captured... The bliss staying in the close vicinity of Monastery is beyond imagination... Rabindranath thakur always searched such peaceful places for his creativity to flourish...
👍👍👍💐
Very informative and helpful video Thanks 👍
Mon bhore gelo❤️
অশেষ ধন্যবাদ 🙏💐
অসাধারণ প্রকৃতির রূপ। 💕
সীমাহীন বলা যায়।
বাহ্ চমৎকার ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
Rinchenpong
আমার সারাজীবন মনে থাকবে।
কারন আমরা ওখানে college excursion এ গেছিলাম। দারুন।।।।
👍👍
2012 তে যখন রিনচেনপং গেছিলাম তখন ভালো ক্যামেরাযুক্ত মোবাইল ফোনে ছিল না আর দামি ক্যামেরা ও ছিল না। ফলে কোজাগরী পূর্ণিমা ঠিক আগে এই যে নৈসর্গিক সৌন্দর্য ধরে রাখার কোনো উপায় আমার ছিলনা। শুধু মনের ভিতর সেই দৃশ্য এখনো বেঁচে আছে। আপনার ভিডিওটা সেই স্মৃতি কে আবার উসকে দিল। নতুন ট্রাভেল চ্যানেল খুললাম। আশাকরি পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ছুটে যাব রিনচেনপং। সেই স্মৃতিকে আবার উস্কে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।
Many many thanks 💐😊
খুব ভালো লাগলো 👍👍👍👍
অশেষ ধন্যবাদ 🙏💐
Good place for visiting. Nice presentation. Thank you.
Thanks a bunch 🙏🙏😊
আপনার সব ভিডিওই প্রায় দেখি।এটাও দেখলাম, তবে সেগুলোর প্রশংসা করার ভাষা বা জ্ঞান আমার নেই।আপনার মতন আমিও ২০১৮ সালে rinchenpong হয় এ দার্জিলিং এসেছিলাম via jorthang শেয়ার জীপ এ।ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পরিবেশন করুন।👍❤️🙏🏻
অশেষ ধন্যবাদ 🙏💐
পাহাড়ের সৌন্দর্যই অন্যরকম
রিনচেনপং মনাস্ট্রির সামনের মাঠ থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি..
👍👍👍
ধন্যবাদ দাদা তোমাকে।
আমি কালুক ঘুরে এসেছি, কিন্তু সময়ের অভাবে রিনচেনপং এ যাওয়া হয় নি। তোমার এই ভিডিওটি সেই না যাওয়ার আক্ষেপ অনেকটাই পূরণ করল।
🙏🙏🙏
আবার যাবেন পরে।
Bahhh...darun darun...kotodin por abar mone holo ghure elam...thnx dada..ei poristhitite apnar vdo gulor madhyaome amar pahar prem k asttepisthe dhore rekhe6i.💐❤️🙏🏻
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
খুব সুন্দর লাগল,, সহজ সরল ভাষায় আপনার বর্ননা আরো উপভোগ্য করে তুলেছে,,আগের সব vlog গুলোর মতই,,,,
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
♥️♥️🌷♥️♥️
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
সকাল সকাল আপনার ভিডিওয় কাঞ্চনজঙ্ঘা দেখে মনটা ভালো হয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
Besh bhalo laglo
Thanks a million 😊
ওঃ দারুণ, অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
সত্যিই পূর্ণিমার রাতে kanchanjunga কে দেখতে দারুণ লাগে 👌👍
হ্যাঁ...
Vairal Scope is the BEST...
Thank you... 😊😊
ভালো লাগলো
অশেষ ধন্যবাদ 🙏💐
Khub bhalo laglo
Thanks a bunch, ma'am 🙏🙏😊
Apakhai chilam.. Bes Valo laglo.. 👍👍👌👌
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
Someone told me about this place yesterday and I found this scenic video. What a great co-incidence. The white-gold mountain top floating in the blue sky was something I cd never forget. And loved that British bungalow, the blue forests around it, the silver and gold tops of Kanchenjunga. What a lovely tapestry of nature you have captured. 🙂🙏👍
🙏🙏🙏😊😊
প্রথমত: দাদা, আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার গ্রহন করবেন।
.
দ্বিতীয়ত: সত্যি কথা বলতে, আমি লাদাখ যাইনি, আমি কাশ্মীর যাইনি, কিন্তু সিকিম ভ্রমণ করেছি। স্বর্গ আমরা কেউ দেখিনি, কিন্তু আমার চোখে দেখা স্বর্গ হলো, এই সিকিম।
.
তৃতীয়ত: অসাধারণ একটা ভিডিও উপহার পেলাম দাদা, মন ভরিয়ে দিলেন। একটু বাড়িয়ে বললাম না কিন্তু। একদম মন থেকে বললাম কথাটা।
.
অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই।
.
নমস্কারান্তে,
বাসব ভট্টাচার্য্য
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
খুবই উৎসাহিত হলাম আপনার মন্তব্য পড়ে। ভালো থাকবেন।
Santanu Da, You gave a dramatic start with the spectacular view of Kanchenjunga... What a lovely tapestry of nature you have beautifully captured. The bliss of staying in the close vicinity of the Monastery is beyond imagination... Rabindranath Thakur always searched such peaceful places for his creativity to flourish...
কোনো বিশেষণই যথেষ্ট নয় এই ভিডিওর জন্য । পূর্ণিমায় রাতের কাঞ্চনজঙ্ঘা, আর একদম শেষে কুয়াশা ঘেরা রাস্তা.... অসাধারণ লেগেছে আমার 👌👌♥️♥️ সর্বোপরি খুব সুন্দর।
অশেষ ধন্যবাদ 🙏💐
I love skm nice memories❤
Osadharon sundor
👍👍
very informative video... without stupid showoffs . keep it up
Thanks a bunch 🙏🙏😊
Wow beautiful village
👍👍
Snt bus stand থেকে ওখরে যাবার শেয়ার গাড়ি পাওয়া যায় কি? কেউ জানাবেন?
অসাধারণ সিন 💖👌
অশেষ ধন্যবাদ 🙏💐
I have not yet visit Rinchenpong, but now eur this video have attracted me for this place.
Next time in my sikkim program I will visit Rinchenpong.
Thanx.
👍👍👍
@@Viral_Scope thanx
Thank u
Osadharon sundor ❤️❤️❤️❤️
অশেষ ধন্যবাদ 🙏💐
শুভ সকাল দাদা...
পূর্ণিমায় রাতের কাঞ্চনজঙ্ঘা, আর একদম শেষে কুয়াশা ঘেরা রাস্তা.... অসাধারণ লেগেছে আমার 👌👌♥️♥️ সর্বোপরি খুব সুন্দর 🙏
সুপ্রভাত। খুব আনন্দ পেলাম।
Wow.. What a wonderful place 👍
👍👍
We have stayed in that bungalow back in 2015. We booking booking through Sikkim tourism which has its office at Middleton Row. Its seeped in heritage and beautiful.
Nice...
Unic, speechless
darun
🙏🙏
Unexpected....Sunday er bodole Saturday,khub valo laglo.amra hee burmiok e chilam r rinchenpong e sightseeing korechilam,ei prachin monastery chara r akta monastery tey giyechilam praye 400ta matir siri venge Rishum monastery tey,okhan theke Kanchenjunga osadharon dekha jaye, monastery char paser poribes o sundor tobe monastery ta poritoktto,r je sightseeing gulo kora hoyeni seguli apnar video dekhe ghure nilam... 👍
Bah khub valo
my kind of place❤soo blissful..te nite views are just breath taking beautiful 👍keep up✌
Thanks a lot
Is there any colour editing some of your video..
Darun
Thanks a bunch 🙏🙏😊
Darun 👍
Many many thanks 💐😊
@@Viral_Scope dada thanks bole lojja deben na,ami apnar viral scope channel ke khub bhalo basi,1 noe apni 2 noe natureworm,3 noe explorar sibaji, ami ekjon businessman,amar nesa berate jaoya o boro tv te apnader program dekha. Sondha 7 pm to 11pm ami tvte thaki.
Wow... So nice 🙏🙏🙏💐
There is a tale of Rasom Monestry from there monks went missing under mysterious circumstances. It's a trek deep into the woods from Rinchenpong we tried but failed to reach becoz of locals saying wild bear attacked few people few few days back.
Pleasant watching.
Thanks a million 😊
What happened to the hotel where you stayed the last time? It was near to the old monetary right?
Great
Thanks a bunch, sir 🙏🙏😊
From the Homestay in which you stayed(Rani's Kitchen Homestay), is Mt.Kanchenjunga visible from the homestay itself or we have to travel somewhere to see Kanchenjunga.
Apnr sob video pray chetepute dekhi.lungchok gechilm kichu din age apnr video dekhei.ebr vabchi pelling hoye rechenpong e mayal homestay te thakbo.pelling theke richenpong kivabe jabo jodi janan.ami pellng r rechnpng 3 to 4 days r rakhte chai.
Pelling to rinchen reserve gari te.
Thank you
Wonderful
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
আপনি এত সুন্দর সুন্দর জায়গার ভিডিও তুলে ভ্রমণ পিয়াসী মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কিন্তু আপনার চ্যানেলের সদস্য সংখ্যা কেন এত কম এটা বুঝে উঠতে পারছিনা।
Sohomot.....onno onek nami chanel er theke onek valo video banan santanu da.......ebong sorbopori Sob proshner uttar dewar o chesta koren......amk ekbar uni "chitrey" r root map porjonto bole diyechilen sudhu matro coment a.....
Dada k anek anek thanks eisob osadharon jayga amader dekhte sahajyo korar jonno
Valo thakben
Sustha thakben!!!!!HATS OF VIRAL SCOPE
@@poulomichakraborty5810 নামী চ্যানেল বলে কিছু নেই। সদস্য সংখ্যা বেশি এই যা।শান্তনুর মতন করে কয়জন ব্লগার যেকোন জায়গার সমস্ত কিছু খুঁটিনাটি তাদের ভিডিও তে তুলে ধরে।ভালো থাকুন,সুস্থ থাকুন।
Apnader moto manusder kachh theke eirakam vabe utsaha r kon channel paay? Atai to amar prapti. Anek anek dhonyobad 🙏🙏
Excellent
অশেষ ধন্যবাদ 🙏💐
প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর ভিডিও র জন্য।সঙ্গে তথ্য সমৃদ্ধ।রবীন্দ্রনাথের কথাটির জন্য।আপনার ভিডিও থেকে অনেক তথ্য পাওয়া যায়।হয়তো ছবিকে সাজাতে গিয়ে সেকথা স্বীকার করা হয় না।আজ ,এবং আগামী ও অতীতের সমস্ত ভিডিও র জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।আমি এখানে মাত্র কয়েক জনের ভিডিও দেখি।তার মধ্যে কোনটিকে বেশি পছন্দ করি,তা বলবে আমার কলম।আপনি যথেষ্ট সুন্দর বর্ণনা দেন ভাষায়।তবে এই দৃশ্যের সঙ্গে দর্শকের সখ্যতা তৈরি হলে,আপনার আপত্তি হবে কি?এতক্ষণ আমি ছিলাম একজন সাবস্ক্রাইবার হয়ে।ফিরবো উক্ত স্থানের মুগ্ধ দর্শক হয়ে ।👍👍
আপনার মতো একজন দর্শক পাওয়া যেকোনো ভ্লগারের গর্ব।
@@Viral_Scope মাথা নত করে গ্রহণ করলাম।আমার এইটুকু পেলেই হবে।🙏🙏🙏
@@Viral_Scope সমস্যার সমাধান করে ফেলেছি। জিও ফাইবারের সমস্যা ছিল।
AWESOME 💗💕👌
Thanks a bunch 🙏🙏😊
Ahaaaa ....❤️
💐💐
Rinchenpong er Raate dekha Kanchenjunga 👌👌👌😍😍😍
Outstanding...
Besh valo laglo .... Dada apni ki camera use koren bolle valo hoi....best wishes
Many many thanks 💐😊
Awesome 👌👌
Thanks a million 😊
Wahh
Thanks a bunch, sir 🙏🙏😊
অনেক সিঁড়ি ভেঙে একটা মনাস্ট্রী পৌছেছিলাম। সেটা কি এখনও একই আছে না আধুনিকতার ছোঁয়া লেগেছে
Apni mone hoye Rishum monastery er kotha bolchen ,2018e monastery ta aki ache,bondho poritoktto
Dada satti atuloniyo
🙂🙂🙂🙏
Viral scope র সাথে বেরিয়ে পড়লাম ইতিহাসের খোজে।কবিকে একান্তে পাওয়া। শান্ত সৌম্য প্রকৃতি তে বসে পরাধীন ভারতবাসীর জন্য কবি সৃষ্টি করেছেন মন্ত্র 'চিত্ত যেথা ভয় শূন্য..'।সেই স্মৃতিকে সম্মানের সঙ্গে রক্ষা করছেন এখানের নির্মল মানুষেরা।চোখে পড়ে রিসুম রক্তিম মনেস্ট্রি।সামনে অনন্ত প্রকৃতি।সিড়ি বেয়ে নিচে নামতেই পাথরের বুকে সবুজ প্রাণ ফার্ম।সবুজের সমারোহ ।দূর থেকে মুগ্ধ করলো বিষাক্ত লেককে ঘিরে থাকা মাথা তোলা গাছেদের দল।মনেহয়,ওরা হাত ধরে আছে।তবু ওরা স্বতন্ত্র সৌন্দর্যে প্রকাশিত।ওই আলোছায়া ফেলে আসি কবির এক সময়ের বাড়ির কাছে।পথে ঘন পাতার মধ্যে কচি পাতার অদ্ভুত দোল নজরে আসে।কখনো সবুজ,কখনো পাতাঝরা পাহাড়ি পথ বেয়ে মগ্নতার মনাস্ট্রি রিনচেনপঙের সামনে।পরিবেশ,মিউজিকে তার আবেদন,আকর্ষণ তীব্র।প্রকৃতির অঢেল আয়োজন,বৌদ্ধ ভক্তদের নীরব উপস্থিতি কিছু যেন বলে।বলে ধ্যানমগ্ন হতে।অন্ধকার নামতেই শুভ্র কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব।প্রথম সূর্য্যের প্রকাশ,মন খারাপের কুয়াসার পর্দা সরিয়ে ফিরে যাওয়া।মন তো আবদ্ধ হয় মায়ায়।কেবল কায়া ছুটে চলে শূন্য হৃদয়ে।কানে কানে বলে 'তুই ফেলে এসেছিস কারে.....'!👍👍👌
❤️❤️such a lovely vdo and the comments by you are just amazing,wonderful and it appears musical to me
🙏🙏🙏💝💝💐💐💐😊😊
@@Viral_Scope এটা তো আমার বান্ধবী র!তো আমাকে কিছুই বলবেন না!নিদেন পক্ষে ফুল!😊💐
💝💝💝❤️❤️❤️💐💐💐😎😎😎
Dada, ami apnar besh boro follower bolte paren... Apnar sob koti videos amar dakha.. aktai karon apanar recommendations amar budget e thake ebong bhaloo hoy... Akta kotha information dorkar chilo.. jodi answer kore khub subidhe hoy.. ei pujoe that is Oct,21 e Sikkim e ki travel card lagche, RTPCR ki lagche? Amader sobbar double vaccination hoye gache.. hotel e phone korate te bollo se kono travel card ba Rtpcr lagche na jotokhon double vaccination ache... Ei niye apnar kache ki kono khobor ache?? Travel card ki lagbe October, 21 e??
রিনচেনপং থেকে একদিন গাড়ি ভাড়া করে সাইড সিন দেখলে কত খরচ হবে?
Ektu taratari sesh kore dilen ei video ta
Next time boro habe
Santanu da I really like your channel. I describe the history of travel places in my channel . Your channel is really inspiring.
Thanks a bunch 🙏🙏😊
দাদা আপনি কবে গিয়েছিলেন সেটা প্লিজ জানাবেন।
মার্চ মাসে