পাহাড়ে অশান্তি পরিকল্পিত, বলছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা | Bangladesh Pratidin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 577

  • @hassanmahedi4505
    @hassanmahedi4505 หลายเดือนก่อน +154

    জেনারেল তুষার কান্তি চাকমা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক শ্রদ্ধা আপনার প্রতি সত্য কথাগুলো বলার জন্য ❤❤❤❤

    • @akaidikra
      @akaidikra หลายเดือนก่อน

      ওনি কি বলেছেন পুরো বক্তৃতা শুনেছেন ? ফিলিস্তিন ও ইসরায়েলের সাথে তো এর তুলনা হয় না । তুষার কান্তি চাকমা পাহড়ে জমি কেনাকে ফিলিস্তিনে ইসরালের জমি কেন বা দখলের সাথে তুলনা করেছেন । পাহাড়ে বাঙালিরা যদি জমি কিনে পাহাড়িরাও তো সমতলে জমি কিনতে পারে ? তাহলে বাঙালিদের সাথে বৈষম্য হবে কেন? পাহাড় বাংলাদেশের অংশ নয় ? পাহাড়ে বাংলাদেশের সব নাগরিক জমি কেনার অধিকার পেলে সেটা ফিলিস্তিন ও ইসরাইলের সাথে সাদৃশ্য হয় কোন যুক্তিতে

  • @harriskhan2126
    @harriskhan2126 หลายเดือนก่อน +97

    ইনি একজন সত্যিকারের দেশপ্রেমিক

  • @jobayerhossain1991
    @jobayerhossain1991 หลายเดือนก่อน +189

    দিনশেষে সবাই বাংলাদেশী. জাতীয়তা বাংলাদেশী.

    • @sudipchakma6280
      @sudipchakma6280 หลายเดือนก่อน

      amra sobai bangladeshi kintu adibashi dile amader je alada songskriti ache , vasha ache , sei guloke songorokkon kora jabe .. bujhlen

    • @user-dt7qf1me1v
      @user-dt7qf1me1v หลายเดือนก่อน +6

      ​@@sudipchakma6280 Adibasi na, Chakma, Marma, Tripura, etc.

    • @fivedive
      @fivedive หลายเดือนก่อน

      আদিবাসী নয়, উপজাতি ​@@sudipchakma6280

    • @thebdltdshow732
      @thebdltdshow732 หลายเดือนก่อน

      ​@@sudipchakma6280আপনারা আদিবাসী না। বিভিন্ন জাত থেকে উঠে আসা উপজাতি।

    • @unknownSmallphilosopher
      @unknownSmallphilosopher หลายเดือนก่อน +10

      ​@@sudipchakma6280 পাহাড়ীরা নিজস্ব ধর্ম পরিচয়ে থাকলে সমস্যা কী,,, কীশের আদিবাসী? প্রথম পরিচয় বাংলাদেশি দ্বিতীয়টি হবে ধর্মের এর বাইরে চিন্তা করলে বিপদে পড়তে হবে।

  • @KamrulPirojpur
    @KamrulPirojpur หลายเดือนก่อน +69

    আমি একজন বাঙালী, কিন্তু আমি চাকমা, মার্রমা,সাঁওতাল, আরো যারা আছেন সকলকে ভালোবাসি।কারন দিনশেষে আমরা সবাইতো মানুষ। আমরা সবাই তো বাংলাদেশের নাগরিক। আমরা যে কথায় কথায় বলি, বাংলাদেশ বিশ্বের সামনে মাথা উঁচু করে চলবে। সেটাতো সকলকে নিয়েই করতে হবে। তাই আমাদের সকলকে মিলেমিশে সম্প্রীতি রক্ষা করে চলতে হবে।
    সবজায়গাতে কিছু তৃতীয় পক্ষের লোক থাকে, যারা একে অন্যের ভিতরে সম্পর্ক হউক সেটা চায় না।😢 তাই আমাদের সকলকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
    বি.দ্র. আমার লেখায় যদি কেউ অখুশি বা কস্ট পেয়ে থাকেন, তাহলে নিজ গুনে মাফ করবেন। ❤️❤️❤️

    • @mdmokhles5278
      @mdmokhles5278 หลายเดือนก่อน +1

      আমাদের সকলকেই হেফাজত করুন আমিন ইয়া রাব্বুল আলামিন

    • @MdJahid-uy5hm
      @MdJahid-uy5hm หลายเดือนก่อน

      ধন্যবাদ বন্ধু সত্য কথাবলার জন্য

    • @RomeoBonowary
      @RomeoBonowary หลายเดือนก่อน

    • @mehedihssan4175
      @mehedihssan4175 หลายเดือนก่อน

      ভাই বাঙালি না, আমরা হলাম বাংলাদেশী! আর হোক চাকমা,মারমা,হিন্দু,মুসলিম..... বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনা যার আছে সেই বাংলাদেশী।

    • @info.myofficial
      @info.myofficial 2 วันที่ผ่านมา

      right

  • @asifnewajsiddique5119
    @asifnewajsiddique5119 หลายเดือนก่อน +171

    যেহেতু অবসরপ্রাপ্ত জেনারেল স্বীকার করলেন পাহাড়ে প্রতিটি ক্ষেত্রে চাঁদাবাজি হয় সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা এবং সামরিক বাহিনী আরো বেশি নিয়োগ দেয়া হোক।

    • @mushroomandfun3212
      @mushroomandfun3212 หลายเดือนก่อน

      এত উপস্থিতি সত্বেও চাদাবাজি হয় মানে আরমিরা সেগুলো করাচ্ছে।

    • @riganchakma2594
      @riganchakma2594 หลายเดือนก่อน +12

      আপনার মতে পাহাড়ে চাঁদাবাজি হয়, চাদাবাজি তো সমতলেও হয়, ক্ষেতে ২০ টাকার বেগুন, ঢাকায় ১০০ টাকায় কিনে খান। পাহাড়ে যেমন সেনাশাসন চলছে, সমতলেও চলুক। বৈষম্য না থাকুক তাইলে। সবাই বাংলাদেশী।

    • @ForsakenBD
      @ForsakenBD หลายเดือนก่อน +19

      @@riganchakma2594 আপনারা সবাই সভ্য নন, বাঙালীরা সভ্য তাই পাহাড় নিয়ন্ত্রণের জন্য আমাদের সেনাবাহিনী দরকার।

    • @didarulalam7334
      @didarulalam7334 หลายเดือนก่อน

      Right

    • @cartoonfunnyvideo825
      @cartoonfunnyvideo825 หลายเดือนก่อน +6

      ​@@ForsakenBD সভ্য কাকে বলে তা আপনারাদেন কাছ থেকে শিখতে হবে। নিজেরাই অসভ্য হয়ে গেছেন।

  • @mohammeali3705
    @mohammeali3705 หลายเดือนก่อน +168

    পাহাড়ি, বাংগালী বলতে কিছু নেই, এখানে সবাই বাংলাদেশি ।

    • @djmamun1324
      @djmamun1324 หลายเดือนก่อน +2

      রাইট কথা

    • @tiqbal2874
      @tiqbal2874 หลายเดือนก่อน +4

      তাহলে ভূমি আইন পাহাড় আর সমতলে আলাদা কেন?

    • @emtiaznabil4044
      @emtiaznabil4044 หลายเดือนก่อน +2

      ওরা এইটা মানছে ওরা বাংলাদেশি
      শুধু ওরা মানে না ওরা বাঙালি

    • @shirajulislam2703
      @shirajulislam2703 หลายเดือนก่อน

      @@mohammeali3705 এটা আবেগী কথা । প্রকৃত সত্য নয়। তাহলে তারা জুমল্যান্ডের কথা বলতো না। তারা কখনোই নিজেদেরকে বাংলাদেশী মনে করে না। ধরে বেঁধে হয়না পীরিত গুনীজনে কয়, সোজা আঙ্গুলে না উঠলে ঘি বাঁকা করতে হয়।

    • @uksing1229
      @uksing1229 หลายเดือนก่อน

      ​@@emtiaznabil4044Pahari manusher Ekta nijossho shangskritk Ase , nijhssho dhormo Ase taile Pahari keno bangali Hobe ????

  • @mdedrishali1120
    @mdedrishali1120 หลายเดือนก่อน +16

    পাহাড়ে আরো অতিরিক্ত সেনাবাহিনী মোতায়ন করা হোক

  • @MRafiqul-d9m
    @MRafiqul-d9m หลายเดือนก่อน +10

    স্যারকে অনেক অনেক ধন্যবাদ ।উনি একজন সত্যিকারের দেশপ্রেমিক।উনার মধ্যে কোন অহংকার নেই। আমার কাছে উনার কথাগুলো সত্যিকারের দেশপ্রেমিকের কথা বলে মনে হয়েছে।

  • @Shakibkhanmedia2461
    @Shakibkhanmedia2461 หลายเดือนก่อน +1

    সঠিক তথ্য সংগ্রহ ও ইতিহাস বলার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

  • @rakibulhasan1572
    @rakibulhasan1572 หลายเดือนก่อน +6

    সত্য কথা বলার মতো সাহস দেখাইছেন
    অনেক অনেক ধন্যবাদ

  • @hayatkhizir702
    @hayatkhizir702 หลายเดือนก่อน +39

    চাকমা সম্প্রদায়ের একজন ব্রি জে হয়েছেন, বেশ তো! এর আগে পাহাড়িদের কেউ একজন মে.জেনারেলও হয়েছিলেন, যতটুকু মনে পড়ে।
    দেশের প্রশাসন ও পুলিশ ক্যাডারেও এখন অনেকেই আছেন পাহাড়িদের মধ্য থেকে। পাহাড়িদের মধ্য থেকে অতিরিক্ত আইজিপিও একজন ছিলেন। আবার বেসামরিক প্রশাসনের সর্বোচ্চ পদ সচিবও হয়েছেন অনেকে।
    রাষ্ট্রদূত হয়ে দেশের স্বার্থে কাজ করেছেন পাহাড়ি সম্প্রদায়ের এমন লোকও আছেন।
    চাকমা সম্প্রদায়ের কোন একজনতো পশ্চিমা কোন এক ইউনিভার্সিটির উপাচার্যও আছেন।

    • @চেগুয়েভার-গ২ঠ
      @চেগুয়েভার-গ২ঠ หลายเดือนก่อน

      কিন্তু কিছু বাঙ্গালী গার্মেন্টসে চাকরি করা চাকমাকে চিনে, ভাবে সবাই এমন। 😂😂

  • @SuhelAhmed-hy6ny
    @SuhelAhmed-hy6ny หลายเดือนก่อน +105

    পাহাড়ের যে সীমানা আছে। সেখানে নিরাপত্তা সব সময় জোরদার রাখতে হবে এবং পাহাড়ীদেরকে আপন করে নিতে হবে তাদেরকে বুঝাতে হবে এবং বাঙালি পাড়িদের অধিকার সমানভাবে প্রয়োগ করতে হবে জমিজমার বিরুদ গুলো স্থায়ীভাবে মিটাতে হবে

    • @faisalazmi8792
      @faisalazmi8792 หลายเดือนก่อน

      আমি সেখানে দুইবছর কাজ করেছি।
      নিজ চোখে দেখেছি, উপজাতিরা বাংগালী দেরকে দেখতে পারে না।
      তারা বাঙ্গালী মুক্ত পাহাড়ি অঞ্চল চায়।
      সেখানে কোন সেনাক্যাম্প তারা চায় না, তার মানে কি?

    • @ANIMO-HARE
      @ANIMO-HARE หลายเดือนก่อน +1

      ❤❤

    • @mseeds1
      @mseeds1 หลายเดือนก่อน

      পাহাড়িদের বুকে টেনে নেওয়ার চেষ্টা সব সরকারের আমলেই করা হয়েছে কিন্তু তারা বাঙালিদের কখনোই আপন করে নিতে পারেনি। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশে পাহাড়ের বিশাল অঞ্চলে উদ্বাস্তু বাঙালিদের একটা অংশকে সেখানে পুনর্বাসিত করাটা পাহাড়িরা কখনও মেনে নিতে পারে নাই। এই মানসিকতা থেকে তারা কখনও বের হবে বলে মনে হয় না। সুতরাং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাহাড়িদের সবসময় কড়া নজরদারিতে রাখতে হবে।

    • @RanelChakma-n6k
      @RanelChakma-n6k หลายเดือนก่อน +1

      স্যারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের পাহাড়ের হয়ে সত্যি কথা তুলে ধরার জন্য।

    • @ZahidHasan-jg3yy
      @ZahidHasan-jg3yy หลายเดือนก่อน

      ​​@@RanelChakma-n6kউনি নিজেকে বাংলাদেশী ভাবেন।
      আপনাদের সমস্যা আপনার নিজেদের বাংলাদেশী ভাবেন না। থাকেন এদেশে খান এ দেশে চাকরী করেন এদেশে কিন্তু কার্যক্রম দেশের বিরুদ্ধে

  • @hossaintv7992
    @hossaintv7992 หลายเดือนก่อน +5

    এতদিন পর মনে হচ্ছে একজন বাস্তববাদী মানুষের মুখ থেকে পাহাড়ের সমস্যাগুলো আসলে কি তা শুনলাম। ধন্যবাদ ব্রিগেডিয়ার স্যার আপনি একজন পাহাড়ি হয়েও আমাদেরকে আসলে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য কি করতে হবে তার একটা পথঘাট বাতলে দেয়ার জন্য। আশা করব আপনার সবাই মিলে আমাদের পার্বত্য চট্টগ্রাম কে আবার পাহাড়ী বাঙালি শান্তি প্রতিষ্ঠা করবেন।

  • @mohammadnasiruddin2870
    @mohammadnasiruddin2870 หลายเดือนก่อน +3

    A very good and pragmatic speech to establish peace in Chittagong Hill Tracts. This is Mohammad Nasiruddin your classmate in Rangamati government college. Now I am a retired Joint Secretary.

  • @aabiporrasel8005
    @aabiporrasel8005 หลายเดือนก่อน +17

    সমান অধিকার সমগ্র বাংলাদেশে দেখতে চাই। আইনের প্রয়োগ ও শাসনের মাধ্যমে🎉।

  • @aktherjamil2662
    @aktherjamil2662 หลายเดือนก่อน +4

    স্যার একজন বাংলাদেশী হিসেবে আপনার চমৎকার বিশ্লেষণকে স্যালুট জানাই।

  • @shimaaktar974
    @shimaaktar974 หลายเดือนก่อน +9

    স্যার আপনাকে স্যালুট সত্য কথা গুলো বলার জন্য

  • @TaslimaAkter-oo7mq
    @TaslimaAkter-oo7mq หลายเดือนก่อน +5

    স্যারের কথাগুলো খুবই যুক্তি যুক্ত।

  • @mdsohelaknan3997
    @mdsohelaknan3997 หลายเดือนก่อน +31

    নিজ দেশে যা আমার দেশে এর মানচিত্রের অংশ ঐখানে কিসের চুক্তি?

    • @MdSaghar-vk5fr
      @MdSaghar-vk5fr หลายเดือนก่อน

    • @uksing1229
      @uksing1229 หลายเดือนก่อน

      Obuj bangali re 😂😂😂 history Jene bolis ageh

    • @AdarDewan
      @AdarDewan หลายเดือนก่อน

      History jene I age

  • @MostaMega
    @MostaMega หลายเดือนก่อน +3

    ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা স্যার।

  • @ShamimAkhand-ps3yd
    @ShamimAkhand-ps3yd หลายเดือนก่อน +1

    আপনাকে ধন্যবাদ সত্য বলার জন্য।

  • @SuhelAhmed-hy6ny
    @SuhelAhmed-hy6ny หลายเดือนก่อน +23

    উনি আর্মিতে ছিল আগামীতে সংসদ নির্বাচনে থাকলে পাহাড়ি জনপদের প্রতিনিধিত্ব করতে পারবে

  • @WajihaIslam-y8r
    @WajihaIslam-y8r หลายเดือนก่อน +1

    পাহাড়ীদের সমতলে স্বাগতম

  • @syedshahriar763
    @syedshahriar763 หลายเดือนก่อน +3

    আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়

  • @JahangirAlam-zq6nh
    @JahangirAlam-zq6nh หลายเดือนก่อน +21

    ভদ্রলোকের কথা গুলা মূল্যায়ন করা উচিত আমি মনে করি সরকারের যারা দায়িত্বশীল আছে তারাও একটু ভেবেচিন্তে দেখে কিভাবে চট্টগ্রামের নিরাপত্তা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত

  • @niloymredwan1681
    @niloymredwan1681 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ আপনাকে।আপনি সত্যি তুলে ধরেছেন

  • @ZebunNessaChowdhury
    @ZebunNessaChowdhury หลายเดือนก่อน +4

    ধন্যবাদ। খুব সুন্দর, ভালো এবং আশাবাদী কথা গুলো। এই সমস্যা গুলো সমাধানের পরামর্শ তো আপনারাও দিতে পারেন।

  • @javed585
    @javed585 หลายเดือนก่อน +32

    একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে । আরো সেনা ক্যাম্প স্থাপন করা
    হউক । সেনা বাহিনী কে পূর্ণ ক্ষমতা দেওয়া হোক শান্তি ফেরানোর জন্য এবং অস্ত্রধারীদের খতম করার জন্য। ।

    • @trunonme
      @trunonme หลายเดือนก่อน

      টিক আছে সামরিক বাহিনী আরো বেশি নিয়োগ দেয়া হোক কোন সমস্যা নাই কিন্তু পাহাড়ে যেমন চেক পোস্টে চেক করা হয় সেখানে পাহাড়ি বাঙ্গালি উভয়কে সমান ভাবে চেক করতে হবে আইডি কার্ড ব্যাগ ইত্যাদি কে কোথায় কবে, কেন গেছে সব কিছুর প্রশ্ন এবং উত্তর দিতে হবে বাঙ্গালি পাহাড়ি উভয়কে এবং বাজারে গেলে পাহাড়ি বাঙ্গালি সবাইকে অনুমতি নিতে হবে সেনাবাহিনী থেকে কে কি কিনতে পারবে কত গ্রাম কিনতে পারবে তাহলে কোন সমস্যা নাই শুধু এক পাক্ষিক হলে চলবেনা । যদি সম্ভব হয় যারা এইখানে কমেন্ট করতেছেন তাদের নিয়ে এই সব কাজ করতে হবে ।

    • @SushantaKar
      @SushantaKar หลายเดือนก่อน

      তারপরে ফিলিস্তিন হোক, খুব জমবে।

    • @EventDewan
      @EventDewan หลายเดือนก่อน

      হা আপনি ভাল মতামত দিয়েছেন। তবুও এটি সামরিকভাবে আদ্দ্রেস না করে শান্তিপুরন ভাবে আলচনা করার মাধ্যমে সমাধানের দিকে বেশি এগিয়ে যেতে পারে।

    • @MdRubel-dj1ed
      @MdRubel-dj1ed หลายเดือนก่อน +2

      ​@@SushantaKarতবুও হনুমানের ভারত যেন না হয়।

    • @Priyotamchakma064
      @Priyotamchakma064 หลายเดือนก่อน

      সেনা ক্যাম্প করতে পারবে না

  • @MollaMdHasan
    @MollaMdHasan หลายเดือนก่อน +2

    ভদ্রলোক চমৎকার বলেছেন, আমি ওনার সাথে একমত।

  • @ShahareyarH
    @ShahareyarH หลายเดือนก่อน

    পাহাড়ে সেনা বাহিনীর ক্যাম্প বাড়ানো হোক

  • @monoarabegum3350
    @monoarabegum3350 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ কিছু বাস্তব সত্যকথা উপস্থাপন করেছেন। বাংলাদেশের সকল জনগণের জন্য সকল স্থান শান্তি ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা হোক।

  • @MDEbrahim-go3jv
    @MDEbrahim-go3jv หลายเดือนก่อน +3

    পাহাড় নিয়ে আমার কত কত সুখ আনন্দ, সমুদ্রের চেয়ে পাহাড় আমার প্রিয়। অথচ এখন পাহাড়িদের নিয়ে যে হট্টগোল চলছে এটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। তার কারণ যদি বলি প্রথমত পাহাড়ি জনগুষ্টিরা তারা নিজেদের বাঙালী দাবি করেনা, এরা আমাদের বাঙালী মনে করে! অথচ এদের মুদ্রা আমাদের টাকাই, আমাদের পা পড়াতেই এদের জীবনের মান উন্নত হয়েছে! মজার ব্যাপার হচ্ছে আমরা যখন পাহাড়ে যাই তখন তারা আমাদের দেখে ভাবে আমরা বৈদাশী! এদের মধ্যে যারা ২৫-৩০ এর মধ্যে এসব ছেলেপুলেদের দেখলে একটু ভয়ংকর লাগে, এদের কথাবার্তার ধরন আপনি কখনোই আমাদের মত নরমাল বন্ধুসূলভ মনে হবেনা।
    এরপর আসেন পাহাড় অঞ্চলে আমরা যারা ভ্রমণে যাই, তখন সেনাবাহিনীর প্রোটোকল লাগে! কেন লাগে জানেন? ওই যে ওরা আমাদের থেকে ভয়ংকর জাতি। এবার ভাবুন এরা নিজেদের কেন বাঙালী দাবি করেনা এবং আমাদের ভাবে বাঙালী ওরা হলো পাহাড়ের বাঘ। যারা সাজেক গেছে তারা বলতে পারবে দীঘিনালায় গিয়ে রোদের মধ্যে দাড়িয়ে থাকতে হয়, কেন জানেন? খাগড়াছড়ি থেকে যত গাড়ি সাজেকের উদ্দেশ্য যায়, তখন মাঝে পড়ে দীঘিনা, সেখানে বড় একটা মাঠ আছে সেখানে গিয়ে সব গাড়ি গিয়ে থামে এরপর দশটা বা এগারোটা নাগাদ সেনাবাহিনীর ট্রহল দিয়ে সেসব গাড়িকে সাজেকের উদ্দেশ্য ছাড়ে!
    যারা রুমা উপজেলার বগালেক এবং কেওক্রাডং গিয়েছে তারা বলতে পারবে কতবার এন্ট্রির জন্য সেনাবাহিনীর চেকপোস্টে নিজের ছবি এন আইডি জমা দিতে হয়। তাহলে ভাবুন এরা আমাদের জন্য কতটা ঝুকিপূর্ণ তবুও এসব নিয়ে কখনো বাঙালীরা প্রতিবাদ করেনি।।।
    আজ যখন ওদের সাথে বাঙালীদের ঝামেলা হলো তখন অনেকেই না বুঝে মায়া কান্না আবেগ দেখাচ্ছে, বাস্তবতা পুরোটাই ভিন্ন। তাই এসব থেকে নিজেদের বাহিরে এনে পাহাড় প্রকৃতি আমাদের রক্ষা করতে হবে, নইতো আগামীতে আমাদের জন্য হারাম হবে প্রিয় পাহাড়ের অপার সৌন্দর্য।

  • @dr.dmnurulaminutpal9120
    @dr.dmnurulaminutpal9120 หลายเดือนก่อน

    স্যারের কথাগুলো মন দিয়ে শুনলাম। বাংলাদেশ সরকারকে বিষয়টি প্রজ্ঞা দিয়ে সমাধান করতে হবে যাতে সকলের মৌলিক অধিকার অক্ষুণ্ণ থাকে।

  • @durontosarothi1361
    @durontosarothi1361 หลายเดือนก่อน

    পাহাড়ে এরকম অনেক সুন্দর মানুষ আরো আছে৷ সুরো কৃষ্ণ চাকমার মত দূর্দান্ত ট্যালেন্ট আরো আছে৷ আমরা চাই তাদের সঠিক অধিকার প্রতিষ্ঠা করা হোক। তাদেরকে আমরা ভাই হিশেবে বুকে টেনে নিতে চাই৷ তারা তাদের সংস্কৃতি, তাদের ভাষা নিয়ে থাকবে৷ কিন্তু বাংলাদেশি হিশেবে আমরা ভাই ভাই থাকবো৷

  • @SyedZakirUddinAhmed
    @SyedZakirUddinAhmed หลายเดือนก่อน +1

    স্যার আপনি যুগোপযোগী বাস্তবধর্মী বিবেকবান একজন নাগরিক হিসাবে ব্রিফ করছেন। আমরা মনে করি এই পাহাড়ের শান্তির জন্য আপনি এগিয়ে আসুন। সরকারের সাথে যোগাযোগ করে পাহাড়ের শান্তি যাতে ধন নষ্ট হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমরা পাহারে শান্তি চাই।

  • @MdArif-zh2nm
    @MdArif-zh2nm หลายเดือนก่อน +23

    পাহাড়ের সেনাবাহিনীর কেমপ বাড়ানোর প্রস্তাব পেশ করছি

  • @jamshedhossen4755
    @jamshedhossen4755 หลายเดือนก่อน +2

    খুবই যুক্তিযুক্ত এবং সত্যকথা বলেছেন স্যার ৷

  • @paritoshchakma8192
    @paritoshchakma8192 หลายเดือนก่อน

    Sir many many thanks, To speak the truth.

  • @anantakumarmurasingh6736
    @anantakumarmurasingh6736 หลายเดือนก่อน

    Tusar Babu, your comments are very very appreciate able nd will help helpless trible people of Bangladesh.

  • @SocialistReport
    @SocialistReport หลายเดือนก่อน +4

    চমৎকার বলেছেন | উপদেশগুলো শোনা উচিত |

  • @siddiqurrahman8892
    @siddiqurrahman8892 หลายเดือนก่อน

    একজন সত্যিকারের দেশপ্রেমিক ❤️🤍🖤
    স্যালুট স্যার আপনাকে।

  • @suhelahmed5609
    @suhelahmed5609 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাই সত্য কথা বলার জন্য

  • @ziaurhossain5504
    @ziaurhossain5504 หลายเดือนก่อน

    উনি একজন দেশপ্রেমিক ধন্যবাদ স্যার ❤️

  • @krishnachakma1942
    @krishnachakma1942 หลายเดือนก่อน

    সঠিক সময়ে সঠিক বক্তব্য প্রদানের জন্য স্যালুট ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা স্যার।

  • @john-ny7cg
    @john-ny7cg หลายเดือนก่อน

    এই চুক্তি বাতিল করতে হবে

  • @silbiasultana9109
    @silbiasultana9109 หลายเดือนก่อน

    Apnak thanx sotti bolar jonno

  • @m.aprinting3090
    @m.aprinting3090 หลายเดือนก่อน

    আপনাকে ধন্যবাদ সঠিক কথা বলেছেন।

  • @kingvoice127
    @kingvoice127 หลายเดือนก่อน +38

    পার্বত্য চট্টগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প বাড়ানো হোক 🌷
    খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক ❤

    • @trunonme
      @trunonme หลายเดือนก่อน

      টিক আছে সামরিক বাহিনী আরো বেশি নিয়োগ দেয়া হোক কোন সমস্যা নাই কিন্তু পাহাড়ে যেমন চেক পোস্টে চেক করা হয় সেখানে পাহাড়ি বাঙ্গালি উভয়কে সমান ভাবে চেক করতে হবে আইডি কার্ড ব্যাগ ইত্যাদি কে কোথায় কবে, কেন গেছে সব কিছুর প্রশ্ন এবং উত্তর দিতে হবে বাঙ্গালি পাহাড়ি উভয়কে এবং বাজারে গেলে পাহাড়ি বাঙ্গালি সবাইকে অনুমতি নিতে হবে সেনাবাহিনী থেকে কে কি কিনতে পারবে কত গ্রাম কিনতে পারবে তাহলে কোন সমস্যা নাই শুধু এক পাক্ষিক হলে চলবেনা । যদি সম্ভব হয় যারা এইখানে কমেন্ট করতেছেন তাদের নিয়ে এই সব কাজ করতে হবে ।

    • @MdSaghar-vk5fr
      @MdSaghar-vk5fr หลายเดือนก่อน

      ❤❤❤❤

    • @MdSaghar-vk5fr
      @MdSaghar-vk5fr หลายเดือนก่อน

      ❤❤❤❤

    • @KhineLink
      @KhineLink หลายเดือนก่อน

      ,😂😂😂😂

  • @md.golammustafa9973
    @md.golammustafa9973 หลายเดือนก่อน +1

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যা বলেছেন সব সত্য বলেছেন

  • @ImteazBabu
    @ImteazBabu หลายเดือนก่อน +2

    বাংলাদেশের সবাই বাংলাদেশের যেকোনো জায়গায় বসবাস করার অধিকার রাখে। পাহাড়িদের উচিত সমতলেও বাস করা।

    • @mdibadul6913
      @mdibadul6913 หลายเดือนก่อน

      সমস্যা কি

  • @sharafuddinfarhad9474
    @sharafuddinfarhad9474 หลายเดือนก่อน

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ ❤️❤️❤️ স্যার আমার মনে হয় আপনি আর একটু সামনে এসে কাজ করা দরকার অনুরোধ রইলো, আমরা সবাই বাংলাদেশের কিছু মানুষ হিংসা ছড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।

  • @obaidurrahman6249
    @obaidurrahman6249 หลายเดือนก่อน +3

    Tushar is logical from his point of view, let's have dialogue and find a way for win- win situation, I believe It's Possible, not to allow India to take over the control.. Thanks Tushar

  • @shahrinjahan3700
    @shahrinjahan3700 หลายเดือนก่อน

    সুন্দর আলোচনা 😢😢😢

  • @Rashedzaman-rp8fg
    @Rashedzaman-rp8fg หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার সত্য কথা গুলো সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

  • @thebdltdshow732
    @thebdltdshow732 หลายเดือนก่อน +1

    স্যার আপনাকে ধন্যবাদ। আপনার কথা শুনার পর বুজতে পারলাম কেন পাহাড়ে সেনাবাহিনী বাড়ানো দরকার।

  • @nanabhai8583
    @nanabhai8583 หลายเดือนก่อน

    অনেক দিন পরে দেখলাম স্যার , কথা গুলো একদম সত্য
    আমিও রাঙ্গামাটি কাউখালীর সন্তান,

  • @md.shofiqulislamshofi5188
    @md.shofiqulislamshofi5188 หลายเดือนก่อน

    সঠিক তথ্য সুন্দর বিশ্লেষণ করে বুঝিয়ে বলেছেন ধন্যবাদ

  • @KutubUddin-gn6qc
    @KutubUddin-gn6qc หลายเดือนก่อน

    তুষার কান্তি স্যার যে সত্য কথা গুলো বললেন তার জন্য স্যার কে আন্তরিক ধন্যবাদ,

  • @MilonChatterjee-xi3bj
    @MilonChatterjee-xi3bj หลายเดือนก่อน

    বাস্তব কথা বলায় ধন্যবাদ।

  • @MuradSarker-v7c
    @MuradSarker-v7c หลายเดือนก่อน

    স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার সত্যনিষ্ঠ বিশ্লেষণ অনেক জায়গায় কাজে আসবে ।❤❤❤

  • @RobiulHasan-vs7pc
    @RobiulHasan-vs7pc หลายเดือนก่อน

    তুষার স্যার অত্যন্ত ভাল মানুষ,,,,, পাহাড়ে শান্তি একমাত্র সেনাবাহিনী আনতে পারে,,,তাই বেশি বেশি ক্যাম্প করার দাবি জানাচ্ছি

  • @-nabikjibon7399
    @-nabikjibon7399 หลายเดือนก่อน

    Love you sir❤

  • @shafiquechowdhury3001
    @shafiquechowdhury3001 หลายเดือนก่อน

    স্যার আপনাকে আন্তরিক মোবারকবাদ পাহাড়িদের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুক্তিসংগত আলোচনা করার জন্য।

  • @সিনেমারগান-ফ২র
    @সিনেমারগান-ফ২র หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার
    আমরা সবাই বাংলাদেশী

  • @MasumHabib-b3w
    @MasumHabib-b3w หลายเดือนก่อน +11

    এই শান্তি চুক্তি সরকার করেছে আওয়ামী লীগ সরকার সাথে করে ভারতে নিয়ে গেছে এখন আর কোন শান্তি চুক্তি নেই। এই শান্তি চুক্তি দ্রুত বাতিল করে পাহাড়ের শান্তি ফিরানো হোক। যত দ্রুত সম্ভব অধিক সংকট সেনা ক্যাম্প করা হোক। আজ শ্রদ্ধারসঙ্গে স্মরণ করছি ওই বীর মহান মেজর জিয়াউর রহমানকে।

    • @shouvic1992
      @shouvic1992 หลายเดือนก่อน +1

      পুরো ১লক্ষ ৩০হাজারকে নিয়োগ দাও ঐখানে, তবুও নিয়ন্ত্রণ করতে পারবে না।

    • @trunonme
      @trunonme หลายเดือนก่อน

      টিক আছে সামরিক বাহিনী আরো বেশি নিয়োগ দেয়া হোক কোন সমস্যা নাই কিন্তু পাহাড়ে যেমন চেক পোস্টে চেক করা হয় সেখানে পাহাড়ি বাঙ্গালি উভয়কে সমান ভাবে চেক করতে হবে আইডি কার্ড ব্যাগ ইত্যাদি কে কোথায় কবে, কেন গেছে সব কিছুর প্রশ্ন এবং উত্তর দিতে হবে বাঙ্গালি পাহাড়ি উভয়কে এবং বাজারে গেলে পাহাড়ি বাঙ্গালি সবাইকে অনুমতি নিতে হবে সেনাবাহিনী থেকে কে কি কিনতে পারবে কত গ্রাম কিনতে পারবে তাহলে কোন সমস্যা নাই শুধু এক পাক্ষিক হলে চলবেনা । যদি সম্ভব হয় যারা এইখানে কমেন্ট করতেছেন তাদের নিয়ে এই সব কাজ করতে হবে ।

  • @kawsarmahmud4800
    @kawsarmahmud4800 หลายเดือนก่อน

    অসাধারণ বলছেন স্যার❤

  • @burhanuddinrabbaniblog362
    @burhanuddinrabbaniblog362 หลายเดือนก่อน

    আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @MdYeasin-bq5po
    @MdYeasin-bq5po หลายเดือนก่อน

    স্যারের কথাগুলো ভালো লেগেছে।

  • @shamimaakabir5519
    @shamimaakabir5519 หลายเดือนก่อน

    আপনার আলোচনা অনেক ভালো লাগলো

  • @MdSwapon-hv7rm
    @MdSwapon-hv7rm หลายเดือนก่อน

    জনাব তুষার কান্তি
    আপনার কথার সাথে আমি একমত।সরকার পাহাড়িদের বিষয়ে আপনার পর্যবেক্ষণ গুলো বিবেচনায় নিলে ভালো করবেন ।
    বগুড়া থেকে শাহজাহান ।

  • @MdSogir-yu2fw
    @MdSogir-yu2fw หลายเดือนก่อน +1

    সাগতম সার আপনাকে

  • @saifurrahman3395
    @saifurrahman3395 หลายเดือนก่อน

    ঐতিহাসিক ভাবে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অঙ্গ তাই এদেরকে আমাদের ভাই প্রতিবেশী আপনজন মনে করে এগিয়ে যেতে হবে। আলাদা হওয়ার চিন্তা ঝেড়ে ফেলে ঐক্যবদ্ধ সফলতা অর্জন করতে হবে।

  • @salimahmed5217
    @salimahmed5217 หลายเดือนก่อน

    ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তুষার কান্তি চাকমা স্যার, সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার,তার তুলনা হয় না,তার বক্তব্য সঠিক।আমার মতে জাতীর ক্রান্তিলগ্নে তাকে পাহাড়ি সমস্যা সমাধানে স্যারকে দায়িত্বে রেখে সমাধানে পথে আসা উচিত আমি মনে করি।

  • @SayedSohel-ce4cu
    @SayedSohel-ce4cu หลายเดือนก่อน

    স্যার আমি আটমাট করে সৈনিক ৩০ বছর পর আপনাকে কথা বলতে দেখলাম অসংখ্য ধন্যবাদ স্যার

  • @eyeball1080
    @eyeball1080 หลายเดือนก่อน +1

    একজন চাকমা হয়ে উনি বিগ্রেডিয়ার৷ এটা দেখে আমার গর্ব হচ্ছে আমাদের উপজাতি ভাইয়েরাও গর্ব করা উচিত,,,আমরা সবাই একই ছাতার নিচে

    • @chakmakmilon3541
      @chakmakmilon3541 หลายเดือนก่อน

      what upojati?
      Ahdibasi bolte kostw hole ontoto Pahari boilen tarporeo upojati bolben upojati bolte kono sobdw nai

  • @AlamgirHossen-f5b
    @AlamgirHossen-f5b หลายเดือนก่อน

    Thanks you sir,,I respect you army officer, because you honest,

  • @AbdullahalMamun-lk3bb
    @AbdullahalMamun-lk3bb หลายเดือนก่อน

    এই স্যার এক সময় আমার মাতৃ ইউনিটের সিও ছিলেন !! সালাম রইলো স্যার

  • @BurhanUddin-u5u
    @BurhanUddin-u5u หลายเดือนก่อน

    আপনাকে ধন্যবাদ

  • @apolochakma7394
    @apolochakma7394 หลายเดือนก่อน

    100%সহমত।

  • @kartikalam4737
    @kartikalam4737 หลายเดือนก่อน

    He is a patriot Bangladeshi !!!

  • @amjadhossain7665
    @amjadhossain7665 หลายเดือนก่อน

    আমরা সবাই মিলে মিশে চলি এটাই ভালো

  • @rashedislam3033
    @rashedislam3033 หลายเดือนก่อน

    It is very opened and real discussion. We all are Bangladeshi, no settler.

  • @mylifebd6187
    @mylifebd6187 หลายเดือนก่อน +2

    স্যার কে আমি মিরপুর সেনানিবাসে পেয়েছি স্যার এবং মেডাম খুব ভালো মনের মানুষ ❤

  • @shamsulwares6971
    @shamsulwares6971 หลายเดือนก่อน

    সব কিছুই পাহাড়িদের সঙ্গে আলোচনাকরে পাহাড়িদেরকে গুরুত্ব দিয়ে সত্ ও মানবিক পদ্ধতিতে করতে হবে । এ সব কর্মকাণ্ডে ও জমির মালিকানায় পাহাড়িরা অগ্রাধিকার পাবে । 🌹

  • @mdbalal8835
    @mdbalal8835 หลายเดือนก่อน

    ধন্যবাদ স‍্যার

  • @md.sarfulislam7321
    @md.sarfulislam7321 หลายเดือนก่อน

    আরো সেনাবাহিনী নিয়োগ দেয়া হোক, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক

  • @azizhosen132
    @azizhosen132 หลายเดือนก่อน

    Ashoka dhonnobad sir

  • @shahidbappy7449
    @shahidbappy7449 หลายเดือนก่อน

    Very well spoken.

  • @MdEliyas-dx2pj
    @MdEliyas-dx2pj หลายเดือนก่อน

    ❤❤❤ Thanks sir ❤❤❤

  • @NoorNoor-hw7qs
    @NoorNoor-hw7qs หลายเดือนก่อน

    A Patriot person. Allah bless you sir

  • @asad08106007
    @asad08106007 หลายเดือนก่อน +1

    আমরা সবাই বাংলাদেশী

  • @sukantchakma5492
    @sukantchakma5492 หลายเดือนก่อน

    স্যার চাঁদামুক্ত বাংলাদেশ চাই

  • @MDmukulMolla-n3p
    @MDmukulMolla-n3p หลายเดือนก่อน +1

    পাহাড়ের পোরিবেশ ফিরাতে সেনাবাহিনীর থাকা দরকার

  • @lovgadgets8626
    @lovgadgets8626 หลายเดือนก่อน

    Yes, we all are Bangladeshi ❤❤❤

  • @Imran-fr7vq
    @Imran-fr7vq หลายเดือนก่อน

    পাহাড়ী সবাই খুবি সহজ সরল মানুষ।
    পলিটিক্স কম বোঝে।
    তাদেরকে যেটা বোঝানো হয় সেটাই বোঝে।
    তাঁরা শান্তি প্রেমী

  • @chinesevirus-vsindianvirus7983
    @chinesevirus-vsindianvirus7983 หลายเดือนก่อน

    Thank you sir talking the truth!

  • @azadmustafa3477
    @azadmustafa3477 หลายเดือนก่อน

    আমরা সবাই মিলে মিশে পাহাড়েবাসকরিএয়দেশসবা

  • @VillageLife24
    @VillageLife24 หลายเดือนก่อน

    পাহাড় কারো বাপ থৈরি করেনি। এটা দেশের সম্পদ সবার অধিকার আছে

  • @SheikhShafiuddin
    @SheikhShafiuddin หลายเดือนก่อน

    আমরা সবাই বাংলাদেশী সবাই মিলেমিশে থাকতে চাই

  • @siddiqparvez6627
    @siddiqparvez6627 หลายเดือนก่อน

    Rightly Said Sir.