কলকাতা থেকে আপনার একজন শ্রোতা বলছি। আমাদের এখানেও মাইলস, LRB, James অনেক বড় বড় শো করে গেছেন। জেমস ভাই তো এখনো আসেন। কিন্ত এখনকার কনসার্টগুলোয় সেই জেমসভাইকে পাওয়া যায়না। যাবেই বা কি করে? এখন গানের প্রোগ্রাম (কনসার্ট না) হয় ছাদ ঢাকা দেওয়া অডিটোরিয়ামে। এসি হলে। খোলা মাঠের উন্মাদনা তাতে থাকেনা। তাই যে সময়ের গল্প আপনি বলেন সেগুলো হাঁ করে গিলি। মনে মনে কল্পনা করি নব্বই দশকের ঢাকার কোন মাঠ কনসার্টে সাদা পাঞ্জাবির জেমস বা কালো টুপি পরা বাচ্চু ভাইকে দেখছি। তানভীর ভাই এরম আরো অনেক গল্প বলে যান- আমরা এপাড় থেকে দুধের স্বাদ ঘোলে মেটাই।
আমার বয়স এখন ৪৫। বুঝতেই পারছেন, ৯০ এর শুরুতে বয়স ছিলো ১৫, শেষে ২৫। জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছি ৯০এ। সাল ১৯৯৩, একই বছরে রেনেসার "হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়", এল আর বি এর "সেই তুমি কেনো এতো অচেনা হলে" আর মাইলসের "ফিরিয়ে দাও"। একই বছরে বড় ৩টি তিনটি ব্যান্ডের এতো বড় ৩টি হিট গান আর কখনও পাইনি। খুব মিস করি স্বরনালী সেই দিনগুলো।
অসাধারণ লাগলো তানভীর ভাই। ৯০ এর কনসার্ট দেখিনি, কিন্তু ৯০ এর ব্যান্ড গানের ভীষণ রকম ভক্ত আমি। এরকম আরো আরো অনেক ঘটনা শুনতে চাই। বিশেষ করে জেমস ভাই, বাচ্চু ভাই আর হাসান ভাইকে নিয়ে শুনতে চাই। শুভকামনা আর ভালবাসা রইলো।
খুব কাছ থেকেই গুরুর গান উপভোগ করতে পেরেছি। যখন জেমস ভাইকে প্রথম দেখেছিলাম তখন শুধু ভালোবাসা টা আরো বেড়ে গেছে.....যা আজও অব্যাক্ত। কোনদিন যদি সুযোগ হয় প্রিয় গুরুর গিটারের তার একবার ছুয়ে দেখবো....এইটা খুব আকাঙ্ক্ষার। ধন্যবাদ প্রিয় তানভীর ভাই...খুব সাবলীল ভাষায় উপস্থাপন করার জন্য।
Good content, proud to be 90s listeners, Yap, tons of memories.. how we enjoyed the Open Air Concert..how crazy the people were and how's the craze actually worked for those Rock Legends, how eagerly we were just waiting to get a new album, new cassette.... still makes me nostalgic whenever I move back to those days... Never will we get back those days..never.😥😢
অসাধারণ বলেছেন তারেক ভাই 1990 সালের সেই ব্যান্ডের উন্মাদনা বসেই ব্র্যান্ড সেই গানগুলো আসলে আজ অবাক করে আপনি সেগুলো নিয়ে গবেষণা করেন অনেক কিছু তথ্য দেন আমাদেরকে সেজন্য আপনাকে অনেক পছন্দ। তো আপনি আমাদের কমেন্টগুলো পড়েন কিনা সেটা জানিনা চালিয়ে যাবেন আপনি।আর জানতে চাই ৯০ দশক নিয়ে
Yes! I was there on that very night when James was rude & abuse the Sound Engineer. The sound was very poor during James' performance. I was standing next to the Bamboo pile at the very back wall. Thanks for sharing. rip aB. Joy James. Thanks.Tanvir Bhai.
Sir aami aapnar sab episode dekhi.aami Boss ayub bachchu sir er best fan, guru James ke aami valobasi, guru James jindabad.aami gurur sathe meet korte chai.
ভাই আপনার ছবিটা খুব ভাল লাগছে এরকম একটা অভিজ্ঞতা আছে উনাদের কনসার্ট আমি দেখেছি 90 ম্যাক্সিমাম জেমসের কনসার্ট কনসার্ট মনে হয় আমি মিস করিনি তবে এরকম ঘটনা আপনি যেটা বলেছেন সেটা নিজের চোখে দেখেছি।
তানভির তারেক ভাই আপনিও আমার একজন খুব ভালোবাসার মানুষ যেমন ভালোবাসার মানুষ বাচ্চুভাই,জেমস্ ভাই,হাসান ভাই। আপনার লেখা "দুঃখিনী রাত" এ্যালবামটির বাচ্চু ভাই এর গান ২টা জটিল। 😘😘
LRB ব্যান্ড সব সময় বেষ্ট ছিলো- আইয়ুব বাচ্চু বস মানেই ছিলো রক গান এবং ব্যান্ড গানের রাজা - তার মতো একজন মিউজিসিয়ান আমরা বাংলাদেশে পেয়েছিলাম এটা আমাদের সৌভাগ্য - এমন শিল্পী ১০০বছরে আর আসবে নাকি সন্দেহ আছে- আমি খুব মিস করি এখনো আইয়ুব বাচ্চু বস কে 🥺আল্লাহ ভালো রাখুক
আমি মোটামুটি ঢাকাতে হওয়া কোন কনসার্ট মিস দিতাম না। এবি বস ছিলেন অল ইন ওয়ান। একের মধ্যে সব। উনার মত ভ্যারিয়েশন আর কারও লাইভ এ পাইনি। বাংলাদেশে কনসার্ট থেকে লাইভ একমাত্র এলবাম তো সেই LRB ই। যাই হোক, সবাই প্রিয় 90'S এর। কিন্তু একটা কথা না বললেই নয়, এক এলআরবি ছাড়া সবাই একই কম্পোজিশন, গৎবাঁধা বাজাতো। যা ক্যাসেটে তাই কনসার্ট এ। কনসার্ট দেখতে দেখতে এমন হইল, এক জন বিখ্যাত, আমার প্রিয় ভোকাল বলতে হয়, তিনি কখন মাইক্রোফোন এ চুমো দিবেন সেটা মুটামুটি ফিক্সড। এইসব ফিক্সড জিনিস আমি 2/৩ বার কেন দেখব? যেখানে এলআরবি র কনসার্ট একদিন 3 টা দেখেছি ( ১ টা টিভি লাইভ) যেখানে এক হাসতে দেখ তিন কম্পোজিশন এ বাজাইছেন। আমি সেই দিন থেকে বসের ব্যাপারে কোন তুলনা শুনতে রাজি না। মিস ইউ বস। বাই দ্যা ওয়ে, 90's এর সবাই অসাম। সবার প্রতি শ্রদ্ধা❤️❤️
নাইন্টিজ এর সময়ে আমরা ব্যান্ডের সোনালী সময় পার করে আসছি।আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই ঘটনার চাক্ষুষ সাক্ষী আমি এবং আমার সমসাময়িকরা। আহারে!!! খুব মিস করি।
৯০ তে আমরা নতুন গানের ক্যসেট কে আগে কিনে কত জোরে সাউন্ডে বাজাতে পারবে সেটা সবসময় চেষ্টা করতাম। সাউন্ড ভালো হয় সে জন্য ক্যাসেট প্লেয়ার স্পিকার মোডিফাই করতাম। জোরে সাউন্ডে গান শোনার জন্য মায়ের কাছে কত বকুনি শুনেছি। আহা! ৯০ দশক এন্টারটেইনিং রেভুলেশনের বছর বলা যায়। গান সিনেমা নাটিক সব দিক দিয়েই ৯০ দশক সেরা।
ভাইয়া নিলয় দা কে নিয়ে যদি কোন একটা কিছু বলতে পারতেন বা ওনাকে নিয়ে যদি কোনো স্মৃতি আপনার সাথে থেকে থাকে তাহলে উনাকে নিয়ে আপনি একটা এপিসোড বানান thanks again
Late 80's and 90's there were two sound Sound Engineers in Dhaka that use to cover most of the concerts. One was MOBIN (R.I.P.) who also played bass for WINNING and the other was Masud Of Obscure who was also a bassist. Mobin was a great sound engineer for live concerts and also for studios. Masud was good too. I think I can guess who you are talking about.
আগের দুটি পর্বের লিংক : EP 1 : রাত ৩ টায় জেমস ভাই নিয়ে গেলেন শাহবাগের পরোটা খাওয়াতে ! th-cam.com/video/5we6g7-NYPw/w-d-xo.html EP 2 : হঠাৎ করেই জীপের ভেতরে বসতে বললেন। জেমস ভাই নিয়ে গেলেন পতেঙ্গা বীচে। অথচ আরেকটু পর তার কনসার্ট! th-cam.com/video/vipFWRLuuv0/w-d-xo.html
ভাই, ঘটনা বললে পুরাই বলবেন। কারো নাম বলবেন না। ওই ঘটনা উল্লেখ্য করা যাবে না? এট ঠিক নয়। মনে রাখবেন, যখন গল্প বলেন, সেটা চায়ের আড্ডা, টং দোকান, বন্ধুবান্ধব আড্ডা সবই একই এইভাবে আপনি বলছেন আমরা শুনছি।
একটা গল্প শুনেছিলাম। মাইলস নাকি প্রবাহ এলবাম বের করার সময় নীরবতা এলবাম বের হল যেটা বাচূ, জেমস এবং হাসান এর মিক্সড এলবাম। সেখানে আবার ৩ টা গানের সুর করেছে প্রিন্স মাহমুদ। তখন নাকি মাইলস বলেছিল একজনকে ঠেকাতে ৩ জন। এই ধরনের গল্পগুলোও শুনতে চাই।
@@Fahimkhan-yv7gg আপনি মনে হয় জীবনে কনসার্ট দেখেনা। তরুন যুবকর উন্মাদনা জেমস গুরুর কনসার্টে হয় কনসার্ট দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি কনসার্ট জেমসের হয় এবং মানুষ ইনজয় করে।
@@borhanuddin8900 আপনি আমার চাইতে বেশি কন্সার্ট দেখেন নাই- মাসে ৫টা কন্সার্ট দেখি আমি- সব শিল্পীদের ____ আইয়ুব বাচ্চু স্যার এর কন্সার্ট এ মানুষের ঢল দেখেছি-
লিংকন ভাই আমাদের দেশের শিল্পী উনাকে নিয়ে এভাবে পাবলিক প্লেসে এসব বলা আপনার ঠিক নয়- আপনার কমেন্ট অনেক দেশের মানুষ দেখে হাসবে ভাই- নিজেদের দেশের শিল্পী হোক আর যাই হোক নিজেদের কেই ভালোবাসতে হবে
কলকাতা থেকে আপনার একজন শ্রোতা বলছি। আমাদের এখানেও মাইলস, LRB, James অনেক বড় বড় শো করে গেছেন। জেমস ভাই তো এখনো আসেন। কিন্ত এখনকার কনসার্টগুলোয় সেই জেমসভাইকে পাওয়া যায়না। যাবেই বা কি করে? এখন গানের প্রোগ্রাম (কনসার্ট না) হয় ছাদ ঢাকা দেওয়া অডিটোরিয়ামে। এসি হলে। খোলা মাঠের উন্মাদনা তাতে থাকেনা। তাই যে সময়ের গল্প আপনি বলেন সেগুলো হাঁ করে গিলি। মনে মনে কল্পনা করি নব্বই দশকের ঢাকার কোন মাঠ কনসার্টে সাদা পাঞ্জাবির জেমস বা কালো টুপি পরা বাচ্চু ভাইকে দেখছি। তানভীর ভাই এরম আরো অনেক গল্প বলে যান- আমরা এপাড় থেকে দুধের স্বাদ ঘোলে মেটাই।
আমার বয়স এখন ৪৫। বুঝতেই পারছেন, ৯০ এর শুরুতে বয়স ছিলো ১৫, শেষে ২৫। জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছি ৯০এ। সাল ১৯৯৩, একই বছরে রেনেসার "হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়", এল আর বি এর "সেই তুমি কেনো এতো অচেনা হলে" আর মাইলসের "ফিরিয়ে দাও"। একই বছরে বড় ৩টি তিনটি ব্যান্ডের এতো বড় ৩টি হিট গান আর কখনও পাইনি। খুব মিস করি স্বরনালী সেই দিনগুলো।
অসাধারণ লাগলো তানভীর ভাই।
৯০ এর কনসার্ট দেখিনি, কিন্তু ৯০ এর ব্যান্ড গানের ভীষণ রকম ভক্ত আমি।
এরকম আরো আরো অনেক ঘটনা শুনতে চাই। বিশেষ করে জেমস ভাই, বাচ্চু ভাই আর হাসান ভাইকে নিয়ে শুনতে চাই।
শুভকামনা আর ভালবাসা রইলো।
ধন্যবাদ । নিয়মিত এই সৃতিগল্প চলবে । ভাল থাকবেন ..
James Bhaike niye aro Golpo shunte chai. Thanks
তানভীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।। গুরুকে নিয়ে কনটেন্ট বানানোর জন্য।।। জয় গুরু।।।
আপনাকেও ধন্যবাদ ..
@@tanvirtareqofficial জয় গুরু।।।
সেই একটা সময় ছিল , তীব্র প্রতিযোগিতা ছিল কে কত ভালো গান রিলিজ করবে , আয়োজকদের প্রতিযোগিতা ছিল কার কনসার্ট কত ভালো হবে !
ঠিক বলেছেন ..
খুব কাছ থেকেই গুরুর গান উপভোগ করতে পেরেছি।
যখন জেমস ভাইকে প্রথম দেখেছিলাম তখন শুধু ভালোবাসা টা আরো বেড়ে গেছে.....যা আজও অব্যাক্ত।
কোনদিন যদি সুযোগ হয় প্রিয় গুরুর গিটারের তার একবার ছুয়ে দেখবো....এইটা খুব আকাঙ্ক্ষার।
ধন্যবাদ প্রিয় তানভীর ভাই...খুব সাবলীল ভাষায় উপস্থাপন করার জন্য।
Ayub Bacchu ❤❤❤
Good content, proud to be 90s listeners, Yap, tons of memories.. how we enjoyed the Open Air Concert..how crazy the people were and how's the craze actually worked for those Rock Legends, how eagerly we were just waiting to get a new album, new cassette.... still makes me nostalgic whenever I move back to those days... Never will we get back those days..never.😥😢
yes.. agreed.. thnk u ..
Crazy time man, totally agree with you. Thanks Tanvir bhai for the initiative. Love and respect for you ❤️❤️
অসাধারণ লাগলো আপনাকে অনেক ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম।। ভালোবাসা অবিরাম গুরু ❤️🥰
thnx to you also..
অসাধারণ বলেছেন তারেক ভাই 1990 সালের সেই ব্যান্ডের উন্মাদনা বসেই ব্র্যান্ড সেই গানগুলো আসলে আজ অবাক করে আপনি সেগুলো নিয়ে গবেষণা করেন অনেক কিছু তথ্য দেন আমাদেরকে সেজন্য আপনাকে অনেক পছন্দ। তো আপনি আমাদের কমেন্টগুলো পড়েন কিনা সেটা জানিনা চালিয়ে যাবেন আপনি।আর জানতে চাই ৯০ দশক নিয়ে
অবশ্যই্ আপনাদের কমেন্টগুলো পড়ি। এবং সেগুলো নিয়ে আলাদা একটি ভিডিও তৈরিরও প্ল্যান আছে ..ধন্যবাদ দারুন এই মতামতের জন্য। ভাল থাকবেন ।
অনেক ভালো লাগলো। আরো শুনতে চাই।
thnk u ..brother .. next episode coming soon ..
James bhai aro golpo sunte cai tanvir bhai
ভালো লাগলো।
THNK U..
আর্কের সেই সোনালী সময় নিয়ে আপনার অভিজ্ঞতার গল্প শুনতে চাই।
প্রিন্স মাহমুদ কে নিয়েও গল্প শুনতে চাই।
সাউন্ড ইঞ্জিনিয়ার সামিম ছিল সেটা।
গুরুর ব্যক্তিত্ত্ব আমার খুবিই পছন্দ!!!
❤❤❤
গুরু জেমস
প্লিজ গুরু বানানটি ঠিক করে লিখুন .. ধন্যবাদ
Jems vai er golpo aro sunte chai
যদি নব্বই এর দশকে থাকতাম 😢😢🥀🥀
আহারে!!! কি সময় ছিলো, ৯০ দশক ❤️❤️❤️❤️❤️
Guru....❤️❤️❤️❤️
ধন্যবাদ
আমাদের বাংলা গানের রাজা গায়করাজ আইয়ুব বাচ্চু ছিল আধুনিক ব্যান্ড এর জনক
faltu kotha
অাপনিতো অার্কের কথা বললেন না। এলঅারবি, ফিলিংস এর সাথে অার্ক ব্যান্ড সমানতালে পারফর্ম করেছিল। অনেক জনপ্রিয় ছিল।
খুব ভাল লাগলো। ভাল থাকবেন তানভির তারেক ভাই ❤️❤️❤️
মনিটর ব্যান্ড নিয়ে আপনার ভিডিও দেখতে চাই💖💖
Love all 90 Brand. Love you 90 all brand.
অনেক ভালো লাগলো।
গুরু জেমসের সঙ্গে কারো তুলনা হয় না 🇧🇩🇧🇩
গুরু বাংলা ব্যান্ডের রাজা❤️
Yes! I was there on that very night when James was rude & abuse the Sound Engineer. The sound was very poor during James' performance. I was standing next to the Bamboo pile at the very back wall. Thanks for sharing. rip aB. Joy James. Thanks.Tanvir Bhai.
WHAT A MEMORY BROTHER.. memory recalls.. thnx for sharing ..
Which year exactly ?
Thank you for varry good information
Sir aami aapnar sab episode dekhi.aami Boss ayub bachchu sir er best fan, guru James ke aami valobasi, guru James jindabad.aami gurur sathe meet korte chai.
Aro ea rokom golpo shonta chai
ভাই আপনার ছবিটা খুব ভাল লাগছে এরকম একটা অভিজ্ঞতা আছে উনাদের কনসার্ট আমি দেখেছি 90 ম্যাক্সিমাম জেমসের কনসার্ট কনসার্ট মনে হয় আমি মিস করিনি তবে এরকম ঘটনা আপনি যেটা বলেছেন সেটা নিজের চোখে দেখেছি।
keep it up
ওকে
তানভির তারেক ভাই আপনিও আমার একজন খুব ভালোবাসার মানুষ যেমন ভালোবাসার মানুষ বাচ্চুভাই,জেমস্ ভাই,হাসান ভাই।
আপনার লেখা "দুঃখিনী রাত" এ্যালবামটির বাচ্চু ভাই এর গান ২টা জটিল। 😘😘
অসাধারণ
এরকম আরও পেছনের গল্প জানতে চাই
গুরু তোমায় সালাম - গুরু জেমস
LRB ব্যান্ড সব সময় বেষ্ট ছিলো- আইয়ুব বাচ্চু বস মানেই ছিলো রক গান এবং ব্যান্ড গানের রাজা - তার মতো একজন মিউজিসিয়ান আমরা বাংলাদেশে পেয়েছিলাম এটা আমাদের সৌভাগ্য - এমন শিল্পী ১০০বছরে আর আসবে নাকি সন্দেহ আছে- আমি খুব মিস করি এখনো আইয়ুব বাচ্চু বস কে 🥺আল্লাহ ভালো রাখুক
আমি মোটামুটি ঢাকাতে হওয়া কোন কনসার্ট মিস দিতাম না। এবি বস ছিলেন অল ইন ওয়ান। একের মধ্যে সব। উনার মত ভ্যারিয়েশন আর কারও লাইভ এ পাইনি। বাংলাদেশে কনসার্ট থেকে লাইভ একমাত্র এলবাম তো সেই LRB ই। যাই হোক, সবাই প্রিয় 90'S এর। কিন্তু একটা কথা না বললেই নয়, এক এলআরবি ছাড়া সবাই একই কম্পোজিশন, গৎবাঁধা বাজাতো। যা ক্যাসেটে তাই কনসার্ট এ। কনসার্ট দেখতে দেখতে এমন হইল, এক জন বিখ্যাত, আমার প্রিয় ভোকাল বলতে হয়, তিনি কখন মাইক্রোফোন এ চুমো দিবেন সেটা মুটামুটি ফিক্সড। এইসব ফিক্সড জিনিস আমি 2/৩ বার কেন দেখব? যেখানে এলআরবি র কনসার্ট একদিন 3 টা দেখেছি ( ১ টা টিভি লাইভ) যেখানে এক হাসতে দেখ তিন কম্পোজিশন এ বাজাইছেন। আমি সেই দিন থেকে বসের ব্যাপারে কোন তুলনা শুনতে রাজি না। মিস ইউ বস। বাই দ্যা ওয়ে, 90's এর সবাই অসাম। সবার প্রতি শ্রদ্ধা❤️❤️
@@CarefullyCareless সুন্দর বলসেন ভাই😆আমি চুমুর ব্যাপার টা প্রথমে বুঝিনি- এর পরে বুঝতে পেরেছি যেই কয়টা কন্সার্ট দেখলাম সব কয়টিতেই উম্মাহ আবার দেখা হবে😆
@@CarefullyCareless আপনি কার কথা বলছেন বুজতে পারছি তিনি জে,,,,, তবে বাচ্চু একজন অতুলনীয়
james vai somporke aro jante cayyu
Great job bro
গুরুর গল্প আরো শুনতে চাই
আমি সময় পেলে লাউড সাউন্ডে গান শুনি। এটার ফিলিংস অন্যরকম।
That’s good
নাইন্টিজ এর সময়ে আমরা ব্যান্ডের সোনালী সময় পার করে আসছি।আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই ঘটনার চাক্ষুষ সাক্ষী আমি এবং আমার সমসাময়িকরা। আহারে!!! খুব মিস করি।
ঐ কনসার্টে আমিও ছিলাম। মাইলসের শাফিন ভাইরা ও গিয়েছিল ওয়ারফেইজের জন্য।
Right , ami chelam oi Concert a
ARK best.
দারুন কন্টেন্ট মিতা। ধারাবাহিকভাবে চাই ☝️
ধারাবাহিক চলবে .. ধন্যবাদ । আগের ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন ..
৯০ তে আমরা নতুন গানের ক্যসেট কে আগে কিনে কত জোরে সাউন্ডে বাজাতে পারবে সেটা সবসময় চেষ্টা করতাম। সাউন্ড ভালো হয় সে জন্য ক্যাসেট প্লেয়ার স্পিকার মোডিফাই করতাম। জোরে সাউন্ডে গান শোনার জন্য মায়ের কাছে কত বকুনি শুনেছি। আহা! ৯০ দশক এন্টারটেইনিং রেভুলেশনের বছর বলা যায়। গান সিনেমা নাটিক সব দিক দিয়েই ৯০ দশক সেরা।
ধন্যবাদ এটা প্রকাশ করার জন্য।
thnx to you also..
ভাইয়া নিলয় দা কে নিয়ে যদি কোন একটা কিছু বলতে পারতেন বা ওনাকে নিয়ে যদি কোনো স্মৃতি আপনার সাথে থেকে থাকে তাহলে উনাকে নিয়ে আপনি একটা এপিসোড বানান thanks again
Vlo laglo
Thnk u
Late 80's and 90's there were two sound Sound Engineers in Dhaka that use to cover most of the concerts. One was MOBIN (R.I.P.) who also played bass for WINNING and the other was Masud Of Obscure who was also a bassist. Mobin was a great sound engineer for live concerts and also for studios. Masud was good too. I think I can guess who you are talking about.
👍❤❤❤
Guru James is the Best of the Best
i paid taka 1000 for a concert ticket in Sonargaon Hotel in 1996 .. it was fantastic .. can not forget such experience ..
Feeling nostalgic! But ghotonagulo bastob..nishchoi. Oi shomoe kal ar aro content asha kori.
yes.. true history..
@@tanvirtareqofficial brother.....want more stories of 90's music & concert. Please.
জয় তরুনের জয়
আহা 🥀
গুরুকে নিয়ে আরও গল্প শুনতে চাই 💙
Yes I was there
এখনো মনে আছে বিভিন্ন কনসার্টে সাউন্ড নিয়ে কনস্প্রেসি হতো, দর্শক হিসেবে আমরাও বুঝতে পারতাম।
I was in that concert .............!!
really..plz share your thoughts..
সেটা ছিল সামিম ভাই মনে হয়।
আহা কি সোনায় মোড়ানো দিন ছিলো
মবিন, রাশেদ, চারু এই তিন জনের একজন হবে মনে হচ্ছে
Tanvir Tareq vai Sudhu james vai ke niya PART 3Ta chai 4mash ar besi hoye gelo😑
আগের দুটি পর্বের লিংক :
EP 1 : রাত ৩ টায় জেমস ভাই নিয়ে গেলেন শাহবাগের পরোটা খাওয়াতে !
th-cam.com/video/5we6g7-NYPw/w-d-xo.html
EP 2 : হঠাৎ করেই জীপের ভেতরে বসতে বললেন। জেমস ভাই নিয়ে গেলেন পতেঙ্গা বীচে। অথচ আরেকটু পর তার কনসার্ট! th-cam.com/video/vipFWRLuuv0/w-d-xo.html
Agula amar dekha sesh Tanvir Tareq vai episode 3chai khub sigre😊
ফিতার কেসেটে জেমসকে শুনেছি আমরা। এখনকার বাচ্চারা বুঝবেনা।
Bachu bhai er por theke e shamim bhai k lrb er jonno personally sound engineer appointment kore chilen
Miles ব্যান্ড এরা গান ভালো করলেও এদের মতো হিংসুক আর কোনটা নেই এদের জন্য ব্যান্ড ark ফাটল ধরে ভেংগে যায় যার পিছনে miles এর রাজনিতি ছিলো
Details... plz
🆒🆒🆒🆒👍👍👍👍™™💛💛💙💙💜💜💗💗🙌🙌💯💯🅱🅱🅱🅱🅱🅱💚💚💚💚❤❤❤❤❤❤❤❤
ভাই, ঘটনা বললে পুরাই বলবেন। কারো নাম বলবেন না। ওই ঘটনা উল্লেখ্য করা যাবে না? এট ঠিক নয়। মনে রাখবেন, যখন গল্প বলেন, সেটা চায়ের আড্ডা, টং দোকান, বন্ধুবান্ধব আড্ডা সবই একই এইভাবে আপনি বলছেন আমরা শুনছি।
তানভীর ভাই, জেমস ভাই রে নিয়া একটা ইন্টারভিউ করেন প্লিজ ব্রাদার......
কথা সত্য যে আমরা তখন গান শুধু শুনতাম না....
খেতাম! গিলতাম!!
লেইস ফিতা লেইস.....
জেল থেকে বলছি…...
I was in that concert.
What's the name of these sound engineer?
nam ki chilo oi loker ?
সনাম ধন্য সাউণ্ড ইঞ্জিনিয়ার মনে হয় মরহুম মবিন ভাই ছিলেন।
একটা গল্প শুনেছিলাম। মাইলস নাকি প্রবাহ এলবাম বের করার সময় নীরবতা এলবাম বের হল যেটা বাচূ, জেমস এবং হাসান এর মিক্সড এলবাম। সেখানে আবার ৩ টা গানের সুর করেছে প্রিন্স মাহমুদ। তখন নাকি মাইলস বলেছিল একজনকে ঠেকাতে ৩ জন। এই ধরনের গল্পগুলোও শুনতে চাই।
মাইলসের সবার মনে হিংসায় ভরা -
এটা আমার কথা না মুরুব্বিদের মুখেই শুনেছি
তবে মাইলস (এল আর বি) আর্ক সব ব্যান্ড আমার প্রিয়
@@Fahimkhan-yv7gg আমার কাছে গুরু জেমস সবসময় সেরা কনসার্ট কাপায়।
@@borhanuddin8900 গুরু একজন উনি হলো গুরু আজম খান
@@Fahimkhan-yv7gg আপনি মনে হয় জীবনে কনসার্ট দেখেনা।
তরুন যুবকর উন্মাদনা জেমস গুরুর কনসার্টে হয় কনসার্ট দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি কনসার্ট জেমসের হয় এবং মানুষ ইনজয় করে।
@@borhanuddin8900 আপনি আমার চাইতে বেশি কন্সার্ট দেখেন নাই- মাসে ৫টা কন্সার্ট দেখি আমি- সব শিল্পীদের ____ আইয়ুব বাচ্চু স্যার এর কন্সার্ট এ মানুষের ঢল দেখেছি-
sound engineer এর নাম জানান, তাহলে আমরা মানুষ চিনতে পারবো।
Mobin
K Mobin chilo na ki bhai
সেই সময় মাইলস, এলআরবি, আর্ক এবং ফিলিংস/নগরবাউল কত টাকা করে নিতো?
James Er pa chaitta boro hoisos bda tui
মবিন ভাই? রাশেদ ভাই?
গান খেত😁
তানভির ভাই লিংক ভাইয়ের কনসার্টের বয়েজ শুনলা।নিজেরে নিয়ে হাসি আসে,,আমি একজন আর্টসেল ফ্যান!!বাংলাদেশ কনসার্টে সবচাইতে ফালতু কন্ঠ ওনার!আর্টসেলের একটা বাড়তি ভোকাল বড্ড প্রয়োজন!
লিংকন ভাই আমাদের দেশের শিল্পী উনাকে নিয়ে এভাবে পাবলিক প্লেসে এসব বলা আপনার ঠিক নয়- আপনার কমেন্ট অনেক দেশের মানুষ দেখে হাসবে ভাই- নিজেদের দেশের শিল্পী হোক আর যাই হোক নিজেদের কেই ভালোবাসতে হবে
নিজের পরিচয় এভাবে পাবলকি না দিলে হতো না। তোমার চিকিৎসা দরকার।
গুরু জেমস