Aj ker menu gulo khub sundor r challenge tao khub sundor hoyeche... Sob sash e boli didi Dada kemon ache ekhon... .. Abar tomader hasi mukh dhake khub valo lagche.... Tomra ai rokom ei thako sarajibon.
সুকাল দি কেমন আছো তুমি খুব ভালো লাগলো তোমার কমেন্ট দেখে আর আজকের খাবার এবং খেলা দুটোই অন্যদিনের তুলনায় একটু অন্যরকম ছিল সবকিছুই দেখে তোমার ভালো লেগেছে এত আনন্দ পেয়েছ তাই ভীষণ খুশি হচ্ছি আমরা আগের মত করে আবার ভিডিও করতে পারছি দেখে তোমরা ভালোবাসা জানাচ্ছ তাই খুবই আপ্লুত আমরা তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাই। খুব ভালো থেকো তোমরাও সকলে ভালোথেকো এই কামনা করি ভগবানের কাছে👍😍💖💞💝
Delicious food items Apu. Rainy season e ei type er food items khoob moja lage but kacha morich jodi ami khai to choto Apu r moton bishom must lagbei. Second challenge ta darun chilo hard but Apu sundor kore complete korechen. Vaiya kemon acchen. Eid to chole gieychy....apnader Eid ul Azha r shuveccha. Dui ta challenge er jonno dui Apu ke congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
আরিয়া আমি আগে মাঝে মধ্যে কলকাতা যেতাম তখন এই খাবারটা একদিন খেয়ে আমার খুব ভালো লেগে গিয়েছিল তখন থেকেই আমার টার্গেট ছিল এরকম এগ রাইস বাড়িতে বানিয়ে খাবো। অনেকদিন আগে একবার বানিয়েছিলাম তারপর আজকে আবার বানালাম খুব ভালো লাগলো ঠিক বলেছ বর্ষার সময় বেশ ভালো লাগে এরকম খাবার খেতে। আর কাঁচা লঙ্কা খেয়ে ছোট বোনের বিষম লেগে গেল অবশ্য সামলে নিয়েছে অনেকদিন আগেকার সেই সব পুরনো খেলার আইটেম নিয়ে আজকে আমরা সেকেন্ড চ্যালেঞ্জ করলাম। সেটাও বেশ উপভোগ করেছ তোমার ভালো লেগেছে ভীষণ খুশি হলাম। তোমাদের ভাইয়া এখন না আগের থেকে অনেকটাই ভালো আছে। ঈদের শুভেচ্ছা জানিয়েছো খুব খুশি হলাম। আরিয়া তোমাকেও আমরা অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানালাম সব সময় উপরওয়ালা তোমাকে ভালো রাখুন এই প্রার্থনা জানাই👍🥰💝💘💗
হ্যাঁ অনিকেত এগ রাইসটা খুবই লোভনীয় আমারও খুব ভালো লাগে আগে কলকাতা গেলেই খেতাম। আচ্ছা ঠিক আছে রেসিপিটা একদিন দেখিয়ে দেবো যেদিন আবার এগ রাইস ভিডিও করবো তবে খুবই সিম্পল রেসিপি আর সেকেন্ড চ্যালেঞ্জটা ঠিকই বলেছ খুব কঠিন ছিল তবে বেশ মজাদার👍😁💗💞💖
স্মৃতি দি আজকের ভিডিওটার মধ্যে সবকিছু দেখে ভালো লেগেছে এত এনজয় করেছ মনে হচ্ছে তোমার কমেন্ট দেখেই তাই আমরাও খুব খুশি, খুব ভালো লাগলো আমাদের অনেক ধন্যবাদ জানাই তোমাকে।👍😁💝💞💖
দারুন খাবার ... আমারো একি এরকম egg rice hola sudhui khate khub valo lage.. একে Challenge হচ্ছে তার ওপর চামচে খাওয়া আরেক challenge sa.. আহা কি যে ভালো লাগলো একরকম মধুর কোকিলের আওয়াজ শুনে এখানে তো কোনোদিন শুনতেই পাইনা।
হ্যাঁ, মনা কিছু কিছু জিনিস খাবারের সাথে অন্যান্য আইটেম থাকলেও শুধু শুধু খেতে ইচ্ছা করে যেমন ফ্রাইড রাইস আমার এমনি ভালো লাগে এগ রাইসটাও তাই আর চামচ দিয়ে খাওয়াটা আজকে অসুবিধা ছিল কিন্তু এটা চ্যালেঞ্জের মধ্যেই ছিল তাই অসুবিধা হওয়া সত্বেও চামচ দিয়েই খেতে হল ঠিক ধরেছো তুমি। আর আমাদের এখানে অনেক গাছপালা আছে অনেক পাখি ডাকে শুনে তুমি এত খুশি হয়েছো ভীষণ ভালো লাগছে গো ঠিকই বলেছ তোমাদের ওখানে পাখির আওয়াজ শুনতে পাওয়াই মুশকিল👍😁💝💞💖
2nd challenge ta hebbi ...sotti ajkal kar bachaa ra guli keo khelte Jane na 😊khb valo laglo vedio ta ...valo thakben sustho thakben...asa kori Dada r sorir valo achy ?
মিতালী দি আজকে ভিডিওর মধ্যে অনেকদিন আগেকার সেই পুরনো খেলার কিছু সরঞ্জাম আনতে পেরেছি দেখে আপনারও হয়তো মনে পড়ে গেছে ভালো লেগেছে সেই জন্য খুব খুশি হলাম। হ্যাঁ দিদি আগের থেকে এখন ওনার শরীর ভালো আছে।👍😁💖💞💗
রেনুকা দি বেশ ভালো লাগছে আপনার কমেন্ট দেখে অবশ্য সব সময়ই ভালো লাগে। আপনি এত দূর থেকে কমেন্ট করে আমাদের ভালোবাসা জানান তাই আমরা খুবই খুশি আপনার কমেন্ট দেখে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানালাম আপনাকে প্রতিবারের মতোই খুব ভালো থাকবেন শুভেচ্ছা রইল আপনার জন্য👍🥰💖🧡💝
জেঠিমা প্রথমেই ক্ষমাপ্রার্থী দেরি করে কমেন্ট করার জন্য কমেন্ট করতে অনেক দেরি হয়ে গেল কিছু মনে করবেন না 🙏 রেসিপি গুলো তো অতি লোভনীয় কম্বিনেশন দারুণ 😊 আসলে জেঠিমা আমাদের আজকে মন্দির প্রতিষ্ঠান হয়েছে তো সে জন্য সব আয়োজন করতে কাল ব্যস্ত ছিলাম ভিডিও কালকে দেখা হল না 🙏🏻 ভালো থাকবেন😊😊😊😊
এমা ঋষু এইভাবে বলো না দেরি হতেই পারে সকলেরই কাজ থাকে। আমরাও দেখো অসুবিধায় পড়েছিলাম এক মাসের উপর ভিডিও করতে পারিনি। কিন্তু তোমরা আবার সকলেই ভালোবাসা জানিয়েছ আমাদের সাথে রয়েছো তাই এই ভাবেই ম্যানেজ করে আমাদের চলতে হবে। তোমাদের ওখানে নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে শুনে খুব ভালো লাগলো খুব ভালো কাজ তাতে তুমি ব্যস্ত ছিলে শুনে আরো ভালো লাগলো ভালো থেকো রিশু, খুব খুশি হলাম তোমার কমেন্ট দেখে👍😁💖💘🧡
প্রথমেই বলি মেনুটা কিন্তু দারুন আর তার পর বলি গুলি কিন্তু আমিও খেলেছি আর গুলি অনেক দিন পরে দেখে সেই ছোট্ট বেলার কথা মনে পরে গেল আর চেলেঞ সেটা তো সব সময়ই মজার করো খুব মজা লাগলো
হ্যাঁ মঞ্জু দি তোমরা আমাদের সমসাময়িক তাই এরকম খেলা তোমাদের মনে পড়তে পারে। বিশেষ করে গ্রামগঞ্জে এরকম খেলা আগে দেখা যেত। এখন তো আর দেখাই যায় না তাই অনেকদিন পর সেই পুরনো জিনিস দেখে মনে পড়ে গেছে তোমাদের। তাই আমাদের সকলের ভীষণ ভালো লাগছে।👍😁💖💞💝
দিদিভাই কয়েকদিন পরে আবার ভিডিও দিলাম আজকের খাওয়া দাওয়া এবং সেই পুরনো দিনের খেলা সবই তোমার ভালো লাগলো তাই আমরাও খুব আনন্দ পাচ্ছি তোমার কমেন্ট দেখে তোমাকে আমাদের শুভকামনা এবং অনেক ভালোবাসা জানাই🙏🏻🙏🏻🥰💖💗💝
কাবেরী দি হ্যাঁ ঠিক বলেছ আজকে ডিমের কারীর সাথে ফ্রাইড রাইসটা জমে গেছে। আর এটা তো ঠিকই বলেছ তুমি আমরা অনেক খুঁজে তবে এই কাচের গুলি দোকান থেকে কিনতে পারলাম এখন তো পাওয়াই যায়না আর কাউকে খেলতেও দেখি না তাই কারো থেকে চেয়ে নিয়ে ভিডিওতে দেখাবো সেরকম কোন সুযোগই ছিল না অনেক চেষ্টা করে একটা দোকানে পেলাম দেখে খুশি হয়েছো তোমারও সেই আগেকার কথা মনে পড়ে গেছে ভীষণ ভালো লাগছে তুমি তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করেছো বেশ মজা পেলাম তোমার ছোটবেলার গল্প আমাদেরও বেশ ভালো লেগেছে ধন্যবাদ কাবেরী দি অনেক ভালোবাসা জানাই তোমাকে খুব ভালো থেকো👍😁💗💘💖
শিউলি এই খাবারটা আমাদের এখানে কলকাতায় খুব ভালো চলে, স্ট্রীটফুড হিসেবে অনেকেই খায় আমিও খেয়েছিলাম আমারও ভালো লেগেছিল তাই আজকে ভিডিওতে আনলাম দেখে খুশি হয়েছো ভীষণ ভালো লাগলো।👍😁💗💞💖
Tomader vidio dekle sotti valo na bese pari na my most febrit menu simpil kabar ajker blog ta darun laglo khub valo theko sustho theko amar onek asirbad o valobasa dilam ❤️❤️
হ্যাঁ অনিতা দি ঠিক বলেছেন খাবারটা খুব সিম্পল কিন্তু বেশ মুখরচক মুখে লেগে থাকে ভালো লাগে তাই আপনিও আজকে এই খাবারটিকে ভালোবেসেছেন ভীষণ ভালো লাগলো আপনি আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন আমরা খুব খুশি আপনার কমেন্ট দেখে।👍😁💝💞💗
homemade egg fried rice টা দারুণ লোভনীয় ছিল দেখতে 🤤 তবে একটুর জন্য বড়দি হেরে গেলে ছোটদিদির কাছে।চামচ প্লেটের টুংটাং শব্দ আর বাইরে কোকিলের ডাক দুটোই খুব ভালো লাগলো শুনে.... second challenge টা খুব বেশি কঠিন ছিল না কিন্তু সুন্দর ভাবে শেষ করেছো এটাও ভালো লাগলো 👍 বড়দি আশা করি জামাই বাবু আগের থেকে ভালো আছেন ❤
অ্যানি আজকে আমাদের এই এগ ফ্রাইড রাইসের ভিডিওটা দেখে তোমার ভালো লেগেছে তাই খুব খুশি হলাম তার সাথে বাইরের বিভিন্ন শব্দ তোমাকে আনন্দ দিয়েছে তাই আরো খুশি হলাম। ঠিকই বলেছ। সেকেন্ড চ্যালেঞ্জটা ততটা কঠিন ছিল না আর তোমাদের জামাইবাবু আগের থেকে অনেকটাই ভালো আছেন বাইরেই যাতায়াত করতে পারছেন আগের মত সাবধানে থেকো এনি আর নিজের খেয়াল রেখো👍🥰💝💕💖
@@FoodPlaza2016 শুনে ভালো লাগলো দিদি জামাই বাবু আগের থেকে ভালো আছেন।জীবনের প্রয়োজনে বাইরে তো যেতে হয়ই এটাই স্বাভাবিক কিন্তু খেয়াল করে সাবধানে চলাচল করতে বলিও দিদি জামাই বাবু কে এবং তার ও নিজের দিকে খেয়াল রেখো।আল্লাহ্ তোমাদের সহায় হোক 🤲
হ্যাঁ এনি ঠিকই বলেছ তুমি এবং সেই সব দিনের কথা মনে রেখে ওনাকে খুবই সাবধানে আমরা রাখার চেষ্টা করছি তুমি এর মধ্যেও আমাদের সকলের কথা খেয়াল রেখেছো আসলে এটা তোমার মত মেয়ে বলেই সম্ভব আশা করি আগের থেকে ভালো আছো এনি কিন্তু তা হলেও সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো ভালো থেকো👍🥰💗💝💖
@@FoodPlaza2016 দিদি চেষ্টা করি সবসময় সবার মন রক্ষা করে চলে খুশি করতে কিন্তু মানুষ হচ্ছে এক আজব প্রানী.... সহজে খুশি হয় না তাই মন পাওয়াও কষ্ট হয়ে যায় তারপরও আমরা ঘড়ির কাঁটার মতো ঘূর্ণয়মান হয়ে চেষ্টা করেই চলি।সূদুর দূর থেকে তোমার কাছ থেকে যে স্নেহ মাখা আন্তরিকতার ভালোবাসা পাই সেটা অনেক আপন মানুষের কাছ থেকেও পাই না।কলকাতা আসার কথা আমার কিন্তু সাহেবের ব্যস্ততার জন্য আসতে পারছি না কিন্তু যদি আসি তাহলে যেভাবেই হোক তোমার সাথে দেখা করবই করবো ইনশাহআল্লাহ্ ❤️
পাপিয়া এই ভিডিওতে কমেন্ট করেছো খুব খুশি হলাম এই খাবারটা আমাদের এখানে কলকাতায় খুব বিক্রি হয়। টিফিনের সময় প্রচুর মানুষ খায়। আমি আগে যখন কলকাতায় যেতাম তখন দুই একবার রাস্তায় খেয়েছিলাম ভালো লেগেছিল তাই বাড়ি এসে বানানো শিখে নিয়েছিলাম অনেকদিন পরে আবার আজকে বানালাম। ভালোই লাগলো তুমিও ভিডিওটা দেখে খুশি হয়েছো তাই খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম খুব ভালো থেকো👍😍💗💞💖
খুব সুন্দর কিন্তুু আমি যানি না আমার সাথে কে কে এক মত যখন কাকলী দির যখন বিসম লাগলো তখন আপনার একটু থেমে যাওয়া উচিত ছিলো কারণ আমি জানি ওই সময় কতটা কষ্ট হয় ভিডিও টা না হয় একটু কেটে দিলে উনি নিজে সামলে নিয়েছেন যাই বা হোক রান্নার ভিডিও দেখার আশায় রইলাম আমার সবাই ভালো আছি দাদা কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন
মৌসুমি দি ভিডিওটা দেখে তোমার ভালো লেগেছে তাই খুব খুশি হলাম কিন্তু কাকলির ওই বিষম খাওয়াটা তোমার হয়তো ভয় লেগেছে তাই তোমার একটা আশঙ্কা জেগেছে তবে তোমাকে আশ্বস্ত করছি আমরা এরকম পরিস্থিতিতে আগেও পড়েছিলাম কিন্তু এবারে যখন দেখলাম ততটা তেমন কোন বিপজ্জনক নয় তাই ও যখন সামলে নিয়েছে আর আমরা ভিডিও বন্ধ করিনি যাইহোক তোমার মতামত জানিয়েছো আন্তরিকতার সাথে তাই খুবই ভালো লাগলো আর এইসব ক্ষমা, ভুল, ইত্যাদি বলেছ কেন 😃এসব বলোনা কেমন খুব সুন্দর কমেন্ট লিখেছো তুমি। খুব ভালো লাগলো ধন্যবাদ জানাই তোমাকে।👍🥰💖💗💝
হ্যাঁ অনিতা দি অনেক কষ্টে আমরা এই গুলি গুলো একটা দোকান থেকে পেয়েছি তাই সেই পুরনো দিনে ফিরে যেতে পারলাম এবং আপনাদেরও মনে করিয়ে দিলাম দেখে ভালোবেসেছেন তাই ভীষণ ভালো লাগছে।👍🥰💖💘💝
সত্যি গো মিতালী দি গুলি দেখে আমার ও মনটা ভালো লাগলো, কত সৃতি জড়িয়ে আছে এই গুলির সাথে, তখন তো সমাজ এরকম ছিলো না, পাড়াতে ছেলেদের সাথে কত খেলেছি, আর কি বলবো, ভিডিও খুব ভালো হয়েছে, তোমরা ভালো থেকো❤❤
হ্যাঁ নন্দিতা দি এখন এইসব খেলার আর প্রচলন নেই তাই সেইসব পুরনো দিনের খেলার কোন অস্তিত্ব নেই খেলার সরঞ্জাম গুলিও পাওয়া যায় না। অনেক কষ্টে আমরা এইগুলি যোগাড় করতে পেরেছি তাই ভিডিওতে দেখাতে পারলাম। দেখে তোমার আগেকার স্মৃতি মনে পড়ে গেছে খুশি হয়েছো ভীষণ ভালো লাগছে। ঠিকই বলেছ তখন পরিবেশ আলাদা ছিল একসাথে আমরা ছোটবেলায় কিরকম হই হই করে খেলাধুলা করতাম সেই পরিবেশ আর কোথাও দেখতে পাই না এখন তাই এখন চেষ্টা করলাম একটু পুরোনো জিনিসগুলো দেখাবার অনেক ধন্যবাদ জানালাম। খুব ভালো থেকো নন্দিতা দি অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।👍😍💝💗💖
সুস্মিতা আজকে আমাদের আইটেম গুলো দেখে ভালো লেগেছে তোমার তাই খুব খুশি হলাম ও বাবা তুমিও রান্না করতে ভালোবাসো তাহলে রান্নার চ্যানেল খুললে তোমার ভালই লাগবে। আরো খুশি হলাম গো।👍😁💖💗💝
Wow delicious aj menu darun rice ta dekhte khub colourful lag6e challenge ta khub sundar hoyeche ar 2nd challenge ta darun chilo kaku kmn a6en sabdhane thakbe sobai love you all 😘😘😘😘😘
হ্যা পিয়ালী আজকের মেনু খুব ডেলিশিয়াস টেস্টি মেনু ছিল আগে মাঝে মধ্যে যখনই কলকাতা যেতাম কলকাতা রাস্তায় বিক্রি হয় কিনে খেতাম। তখন থেকেই তৈরি করার চেষ্টা করেছিলাম অনেকদিন পর আজকে আবার খেলাম খুব ভালো লাগছে। তোমারও এই খাবারটা ভালো লাগে তাই আরো খুশি হলাম আর ছোটবেলার সেই পুরনো জিনিসপত্র দিয়ে সেকেন্ড চ্যালেঞ্জ করলাম দেখে এত ভালো লেগেছে তোমার তাই আমরা অত্যন্ত আনন্দিত ভীষণ খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ জানালাম তোমাকে এবং অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো তোমরা সকলে👍😍💖💝💗🥰
হ্যাঁ মিতালী খুবই ইচ্ছা রয়েছে একটা রানার চ্যানেল খোলার দেখেছি যত তাড়াতাড়ি খোলা যায় মিতা দি উনি আগের থেকে অনেকটাই ভালো আছেন আর খুব ভালো লাগলো যে আপনি আমাদের আজকের ভিডিও দেখে খুশি হয়েছেন অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানালাম অনেক ভালো থাকবেন আপনি এবং আপনারা সকলে👍🥰💖🧡💝
মাধবী দি আজকের ভিডিওতে আজকের রেসিপি এবং সেই পুরনো দিনের খেলা তোমার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগছে খুব খুশি হলাম উনি আগের থেকে অনেক ভালো আছেন খুব ভালো লাগলো তোমার কমেন্ট দেখে তোমরা সকলে খুব ভালো থেকো👍😍💖💘💖
দাদাভাই এত সুন্দর করে কমেন্টটা করেছেন দেখে খুব ভালো লাগলো বুঝতে পারলাম ভিডিওটার সবকিছু দেখে খুব উপভোগ করেছেন। হ্যাঁ ঠিকই বলেছেন আমরা বন্ধুদের সকলকে খুব গুরুত্ব দিই মর্যাদা দেবার চেষ্টা করি তাতে আপনি খুশি তাই আমরা খুব আনন্দিত ঠিকই বলেছেন ঝোল কম নিয়েছি কারণ আমার এমনি খেতেই বেশ ভালো লাগছিল আর সেকেন্ড চ্যালেঞ্জটা সত্যি ছোটবেলার সেই দিনগুলোর দিকেই নিয়ে যায় কারণ আমরা ছোটবেলায় এই কাচের গুলি নিয়ে খুব খেলেছি👍😁🙏🏻🙏🏻
কনিকা দি আজকের ভিডিওটা দেখে তোমার ভালো লেগেছে তাই খুবই খুশি হলাম। ঠিকই বলেছ। এরকম খেলা সরঞ্জাম দেখলে ছোটবেলাটা মনে পড়ে যায়। হ্যাঁ দিদি তোমার ভাই ভালো আছে👍😃💗💞💝
আচ্ছা শর্মিষ্ঠা আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কুকিং চ্যানেল খোলবার এবং তাতে কুকিং ভিডিও নিয়ে আসার আর আজকের ভিডিও দেখে খুশি হয়েছো তাই খুব খুশি হলাম অনেক ধন্যবাদ জানাই তোমাকে খুব ভালো থেকো👍😍💝🧡💘
O didi...hat die kheyo...bashi valo lage tate...❤❤❤❤notun channel r jonno agam shubo kamona roilo....eivbe aro egie jao...bhagaban r kache ei prarthonai kori...valo theko tomra sakole...
হ্যাঁ শ্রেয়া, ঠিকই বলেছ পাঁচ আঙুলের চামচ দিয়ে খাওয়ায় বেশি সুবিধে ছিল আসলে এইভাবে ছোট চামচ দিয়ে খাওয়াটা আজকের চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। নতুন চ্যালেঞ্জ চ্যানেলের জন্য শুভেচ্ছা জানিয়েছো। খুব খুশি হলাম আশা করছি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসব ওখানে। খুব খুশি হলাম শ্রেয়া তোমার জন্য এবং তোমাদের সকলের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা রইল খুব ভালো থেকো তোমরা সকলে👍😁💖💘💖
আজকের মেনুটাও খুব সুন্দর।ফ্যাডরাইসের সাথে ডিমের কারি ভালোই জমে গেছে তার সাথে যদি মিতালিদির একটু চাটনি থাকতো আরোই ভালো হতো ঠিক বোললাম তো?আমার মেয়ে নিজের নাম শুনতে পেয়ে খুব আনন্দ যাই হোক আমরা হাওড়া শিবপুর থেকে তোমাদের চ্যালেঞ্জ দেখি খুব ভালো লাগে আর সেকেন্ড চ্যালেঞ্জটা আরও ভালো লাগে।তোমাদের রান্নার ভিডিও দেখার আসায় থাকলাম।
আচ্ছা আবার চেষ্টা করব পিয়ালী এর পরের দিন হয়তো জিততে পারবো তবে এর আগের ভিডিওতে কিন্তু আমি জিতেছিলাম তাই নিশ্চই ভালো লেগেছিল তোমার খুব খুশি হলাম তোমার কমেন্ট দেখে অনেক ভালোবাসা জানাই তোমাকে খুব ভালো থেকো👍🥰💕💞💝
ঈপ্সিতা ভিডিওটা দেখে তোমার ভালো লেগেছে খুব খুশি হলাম আর খেতে খেতে ছোট বোনের বিষম লেগেছে ঠিকই বলেছ অসুবিধা হলে থেমে যেতেই হতো কোনরকম সামলে নিয়েছে তাই ভিডিওটা আনকাট তৈরি করতে পারলাম। আর তোমাদের দাদার শরীর এখন আগে থেকে অনেকটাই ভালো আছে গো। 👍😍💖💞💗
আমাদের এখানে যেসব দাদারা কমেন্ট করেন তাদের আমরা দাদাভাই বলে সম্মান দিই যদি আপনার কোন আপত্তি থাকে তো কিছু মনে করবেন না আমরা অজান্তে এটা লিখে ফেলেছি যেহেতু অন্য অনেককেই এরকম সম্মান দিয়ে থাকি👍😊🙏🏻🙏🏻
Good to see you back to the channel.. 🎉❤ apnar husband ekhon kemon achhen? Ekdom normal? Apnake anek ta sabhabik lagchhe..😊praise God for the healing..
সুদেষ্ণা দি অনেকদিন পর আপনাকেও কমেন্টে দেখে খুব ভালো লাগলো আমার হাজব্যান্ড এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন বাইরে যাওয়া আসা করতে পারছেন তবে খুবই সাবধানে ঠিকই বলেছেন পরিস্থিতি অনেকটাই আবার আগের মত ফিরে আসছে তাই 😁আমিও হয়তো আবার স্বাভাবিক হয়ে উঠছি মনে হচ্ছে ......অনেক ধন্যবাদ জানালাম সুদেষ্ণা দি খুব ভালো লাগলো আপনার কমেন্ট দেখে👍🥰💖💞💝
thank you Sudeshna di thank you so much I also wishing for yourself that May God keep you and your entire family's happiness for always. And keep well 👍🥰💖🧡💗
@@FoodPlaza2016 হয়তো ভাবছো ডিমের অমলেট এর ভিডিও চাইছি ..... এ আবার কেমন? কিন্তু তুমি জানো না আমি বাড়ি চেষ্টা করেছি....... কিন্তু ঠিক তোমার মতো হয় না । তোমার টা একদম স্পেশাল।
অদিতি দি এগ রাইসটা দেখে তুমি খুব খুশি হয়েছো মনে হচ্ছে দেখে তোমার ভালো লেগেছে তাই আমারও খুব ভালো লাগলো তোমার প্রশংসা অনেক অনেক ধন্যবাদ জানালাম তোমাকে।👍🥰💖💗💝
Didi darun vidioo❤
ধন্যবাদ সুস্মিতা দি খুব খুশি হলাম 👍😍💝💖💘
খুব সুন্দর
ধন্যবাদ খুব খুশি হলাম👍😁🙏🏻🙏🏻
Chalenge ta khub sundor hoyeche...choto belai ei khelata kheltam.....👌
প্রিয়াংশি দি তুমিও আমাদের মত এই খেলার সাক্ষী আছো শুনে বেশ ভালো লাগছে কারণ এখন তো এরকম খেলা কেউ জানে না আর দেখতেও পাই না সেই ধরনের খেলা।👍😍💗💞💝
Haa thik bolecho etao ekta unique khela je kothao aaj kal dekha jai na
Ei khelata dekhanor jonno tomader ke onek dhonyobad 🙏🙏
হ্যাঁ একদমই ঠিকই বলেছ প্রিয়াংশি দি এ খেলা আর রাস্তাঘাটে গ্রামেগঞ্জেও কোথাও দেখতে পাই না চোখে পড়ে না।👍😁💗💖💗
🙏🏻🙏🏻🥰💗💘💖
Aj ker menu gulo khub sundor r challenge tao khub sundor hoyeche... Sob sash e boli didi Dada kemon ache ekhon... .. Abar tomader hasi mukh dhake khub valo lagche.... Tomra ai rokom ei thako sarajibon.
সুকাল দি কেমন আছো তুমি খুব ভালো লাগলো তোমার কমেন্ট দেখে আর আজকের খাবার এবং খেলা দুটোই অন্যদিনের তুলনায় একটু অন্যরকম ছিল সবকিছুই দেখে তোমার ভালো লেগেছে এত আনন্দ পেয়েছ তাই ভীষণ খুশি হচ্ছি আমরা আগের মত করে আবার ভিডিও করতে পারছি দেখে তোমরা ভালোবাসা জানাচ্ছ তাই খুবই আপ্লুত আমরা তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাই। খুব ভালো থেকো তোমরাও সকলে ভালোথেকো এই কামনা করি ভগবানের কাছে👍😍💖💞💝
Delicious food items Apu. Rainy season e ei type er food items khoob moja lage but kacha morich jodi ami khai to choto Apu r moton bishom must lagbei. Second challenge ta darun chilo hard but Apu sundor kore complete korechen. Vaiya kemon acchen. Eid to chole gieychy....apnader Eid ul Azha r shuveccha. Dui ta challenge er jonno dui Apu ke congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
আরিয়া আমি আগে মাঝে মধ্যে কলকাতা যেতাম তখন এই খাবারটা একদিন খেয়ে আমার খুব ভালো লেগে গিয়েছিল তখন থেকেই আমার টার্গেট ছিল এরকম এগ রাইস বাড়িতে বানিয়ে খাবো। অনেকদিন আগে একবার বানিয়েছিলাম তারপর আজকে আবার বানালাম খুব ভালো লাগলো ঠিক বলেছ বর্ষার সময় বেশ ভালো লাগে এরকম খাবার খেতে। আর কাঁচা লঙ্কা খেয়ে ছোট বোনের বিষম লেগে গেল অবশ্য সামলে নিয়েছে অনেকদিন আগেকার সেই সব পুরনো খেলার আইটেম নিয়ে আজকে আমরা সেকেন্ড চ্যালেঞ্জ করলাম। সেটাও বেশ উপভোগ করেছ তোমার ভালো লেগেছে ভীষণ খুশি হলাম। তোমাদের ভাইয়া এখন না আগের থেকে অনেকটাই ভালো আছে। ঈদের শুভেচ্ছা জানিয়েছো খুব খুশি হলাম। আরিয়া তোমাকেও আমরা অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানালাম সব সময় উপরওয়ালা তোমাকে ভালো রাখুন এই প্রার্থনা জানাই👍🥰💝💘💗
Khub sundor. Egg carry mona hoi bhout tasty hoisha
হ্যাঁ অনুরুপা দি ঠিকই বলেছেন আপনি ডিমের কারিটা খুবই টেস্টি হয়েছিল👍😋💖💘💗
Egg rice ta dekhte khub lovonio recipe ta bolbe aunty pls. Second challenge khub tough kintu besh majadar.khub valo legeche.
হ্যাঁ অনিকেত এগ রাইসটা খুবই লোভনীয় আমারও খুব ভালো লাগে আগে কলকাতা গেলেই খেতাম। আচ্ছা ঠিক আছে রেসিপিটা একদিন দেখিয়ে দেবো যেদিন আবার এগ রাইস ভিডিও করবো তবে খুবই সিম্পল রেসিপি আর সেকেন্ড চ্যালেঞ্জটা ঠিকই বলেছ খুব কঠিন ছিল তবে বেশ মজাদার👍😁💗💞💖
Video ta khub e sundor lagache ❤❤❤ dekhe khub e kushi holam 😊 r 2nd challenge tau darun lageche 💝💝 r khabar guloi khub e valo chilo😊😊
স্মৃতি দি আজকের ভিডিওটার মধ্যে সবকিছু দেখে ভালো লেগেছে এত এনজয় করেছ মনে হচ্ছে তোমার কমেন্ট দেখেই তাই আমরাও খুব খুশি, খুব ভালো লাগলো আমাদের অনেক ধন্যবাদ জানাই তোমাকে।👍😁💝💞💖
Khub darun ekta recipe dekhe mone hocchilo je tomader age Ami kheni 😋😋
প্রিয়াংশি দি তোমার কমেন্ট দেখে খুব মজা পেলাম খুব ভালো লাগলো দারুন মজা করতে পারো তুমি।👍😁💝💕💗
Na go sotti aaj ker recipe ta khub bhalo dekhache Tai khete o bhalo hobe. ...are etao Amar khub pochonder khawa Tai jive jol chole elo ....😊
তোমার কমেন্ট দেখেই বুঝতে পারছি প্রিয়াংসী দি তোমার খুব পছন্দ হয়েছে আজকে রেসিপিটাতাই খুবই ভালো লাগছে আর খুব খুশি হলাম👍😁💝💘💗
খুব সুন্দর লাগছে তোমাদের খাওয়া। খুব ভালো থেকো। সবাই তোমাদের পাশে থাকুক। ভগবান মঙ্গল করুন।
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে
🙏🏻😃বাবলি দিদি খুব খুশি হলাম তোমার কমেন্ট দেখে তোমাকে অনেক অনেক শুভকামনা এবং 👍🥰💖💕💝ভালোবাসা জানালাম রাধে রাধে😃🙏🏻
দারুন খাবার ... আমারো একি এরকম egg rice hola sudhui khate khub valo lage.. একে Challenge হচ্ছে তার ওপর চামচে খাওয়া আরেক challenge sa.. আহা কি যে ভালো লাগলো একরকম মধুর কোকিলের আওয়াজ শুনে এখানে তো কোনোদিন শুনতেই পাইনা।
হ্যাঁ, মনা কিছু কিছু জিনিস খাবারের সাথে অন্যান্য আইটেম থাকলেও শুধু শুধু খেতে ইচ্ছা করে যেমন ফ্রাইড রাইস আমার এমনি ভালো লাগে এগ রাইসটাও তাই আর চামচ দিয়ে খাওয়াটা আজকে অসুবিধা ছিল কিন্তু এটা চ্যালেঞ্জের মধ্যেই ছিল তাই অসুবিধা হওয়া সত্বেও চামচ দিয়েই খেতে হল ঠিক ধরেছো তুমি। আর আমাদের এখানে অনেক গাছপালা আছে অনেক পাখি ডাকে শুনে তুমি এত খুশি হয়েছো ভীষণ ভালো লাগছে গো ঠিকই বলেছ তোমাদের ওখানে পাখির আওয়াজ শুনতে পাওয়াই মুশকিল👍😁💝💞💖
2nd challenge ta hebbi ...sotti ajkal kar bachaa ra guli keo khelte Jane na 😊khb valo laglo vedio ta ...valo thakben sustho thakben...asa kori Dada r sorir valo achy ?
মিতালী দি আজকে ভিডিওর মধ্যে অনেকদিন আগেকার সেই পুরনো খেলার কিছু সরঞ্জাম আনতে পেরেছি দেখে আপনারও হয়তো মনে পড়ে গেছে ভালো লেগেছে সেই জন্য খুব খুশি হলাম। হ্যাঁ দিদি আগের থেকে এখন ওনার শরীর ভালো আছে।👍😁💖💞💗
Dekhe toh amar mukhe jol 🤤🤤🤤chole elo 😊
হ্যাঁ সুস্মিতা এগ রাইস দারুন খেতে👍😋💖💗💝
আমার ও খুব প্রিয় 😘😘😘😘😘😘😘😘😘😘দারুণ 👌👌👌👌👌👌কোকিল ডাক ছিল 🥰🥰🥰🥰🥰🥰
রাখি তুমি আমাদের আজকের এই ভিডিওতে আজকের খাবার-দাবার থেকে শুরু করে কোকিলের ডাক সবকিছুই উপভোগ করেছ বেশ ভালো লাগলো শুনে👍😁💖💞💝
Food plaza ke subacha. Asadaran sundor egg rice recipe Do de de ka khub sundor lagche. Khub valo theko sustho theko do jonay
রেনুকা দি বেশ ভালো লাগছে আপনার কমেন্ট দেখে অবশ্য সব সময়ই ভালো লাগে। আপনি এত দূর থেকে কমেন্ট করে আমাদের ভালোবাসা জানান তাই আমরা খুবই খুশি আপনার কমেন্ট দেখে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানালাম আপনাকে প্রতিবারের মতোই খুব ভালো থাকবেন শুভেচ্ছা রইল আপনার জন্য👍🥰💖🧡💝
Puro lovoniyo.
Sunday ta puro jome galo aunty..❤
ধন্যবাদ দেবাঞ্জলি তোমার কমেন্ট দেখে খুব খুব খুশি হলাম।👍😁💘💝💗
জেঠিমা প্রথমেই ক্ষমাপ্রার্থী দেরি করে কমেন্ট করার জন্য কমেন্ট করতে অনেক দেরি হয়ে গেল কিছু মনে করবেন না 🙏 রেসিপি গুলো তো অতি লোভনীয় কম্বিনেশন দারুণ 😊 আসলে জেঠিমা আমাদের আজকে মন্দির প্রতিষ্ঠান হয়েছে তো সে জন্য সব আয়োজন করতে কাল ব্যস্ত ছিলাম ভিডিও কালকে দেখা হল না 🙏🏻 ভালো থাকবেন😊😊😊😊
এমা ঋষু এইভাবে বলো না দেরি হতেই পারে সকলেরই কাজ থাকে। আমরাও দেখো অসুবিধায় পড়েছিলাম এক মাসের উপর ভিডিও করতে পারিনি। কিন্তু তোমরা আবার সকলেই ভালোবাসা জানিয়েছ আমাদের সাথে রয়েছো তাই এই ভাবেই ম্যানেজ করে আমাদের চলতে হবে। তোমাদের ওখানে নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে শুনে খুব ভালো লাগলো খুব ভালো কাজ তাতে তুমি ব্যস্ত ছিলে শুনে আরো ভালো লাগলো ভালো থেকো রিশু, খুব খুশি হলাম তোমার কমেন্ট দেখে👍😁💖💘🧡
2 din ektu byasto chilam tai apnader video dekhte parini..aj dekhlam..Khub ananda pelam..sobai bhalo thakben..❤❤
সুদেষ্ণা দি আমাদের এই আগের ভিডিও দেখে আপনার ভালো লেগেছে তাই খুব খুশি হলাম। আজকেও আমরা একটি খিচুড়ির ভিডিও ভিডিও নিয়ে এসেছি👍😁💝💕🧡
প্রথমেই বলি মেনুটা কিন্তু দারুন আর তার পর বলি গুলি কিন্তু আমিও খেলেছি আর গুলি অনেক দিন পরে দেখে সেই ছোট্ট বেলার কথা মনে পরে গেল আর চেলেঞ সেটা তো সব সময়ই মজার করো খুব মজা লাগলো
হ্যাঁ মঞ্জু দি তোমরা আমাদের সমসাময়িক তাই এরকম খেলা তোমাদের মনে পড়তে পারে। বিশেষ করে গ্রামগঞ্জে এরকম খেলা আগে দেখা যেত। এখন তো আর দেখাই যায় না তাই অনেকদিন পর সেই পুরনো জিনিস দেখে মনে পড়ে গেছে তোমাদের। তাই আমাদের সকলের ভীষণ ভালো লাগছে।👍😁💖💞💝
Khub sundor
ধন্যবাদ মান্ত ভালো লাগলো👍😍💝💗💖
খুব সুন্দর হয়েছে 👌
ধন্যবাদ আগমনী তোমার কমেন্ট দেখেও আমরা খুব খুশি👍😍💝💕💖
Khub valo laglo. Khabar Khub lovoniyo😊,guli dekhe purono diner katha mony porlo, God bless you both ❤❤❤
দিদিভাই কয়েকদিন পরে আবার ভিডিও দিলাম আজকের খাওয়া দাওয়া এবং সেই পুরনো দিনের খেলা সবই তোমার ভালো লাগলো তাই আমরাও খুব আনন্দ পাচ্ছি তোমার কমেন্ট দেখে তোমাকে আমাদের শুভকামনা এবং অনেক ভালোবাসা জানাই🙏🏻🙏🏻🥰💖💗💝
Khub valo hoyeche tomeder Video ta
অনেক ধন্যবাদ দাদা ভাই খুব ভালো লাগলো আপনার প্রশংসা🙏🏻🙏🏻😁
Ajke fried rice r dim er curry bhalo jomeche.Dim er curry sabar prio.Marbel onek din pore dekhlam.Choto balai amar Bhai khub khelto.Amader dhorte dito na.O jakhan ghumato thakan guli gulo bar kore khele nitam abar thik jaigai rekhe ditam jantei parto na.Eirakam bhave chotobela keteche.Tomder thanku chotobela mone karanor janna
কাবেরী দি হ্যাঁ ঠিক বলেছ আজকে ডিমের কারীর সাথে ফ্রাইড রাইসটা জমে গেছে। আর এটা তো ঠিকই বলেছ তুমি আমরা অনেক খুঁজে তবে এই কাচের গুলি দোকান থেকে কিনতে পারলাম এখন তো পাওয়াই যায়না আর কাউকে খেলতেও দেখি না তাই কারো থেকে চেয়ে নিয়ে ভিডিওতে দেখাবো সেরকম কোন সুযোগই ছিল না অনেক চেষ্টা করে একটা দোকানে পেলাম দেখে খুশি হয়েছো তোমারও সেই আগেকার কথা মনে পড়ে গেছে ভীষণ ভালো লাগছে তুমি তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করেছো বেশ মজা পেলাম তোমার ছোটবেলার গল্প আমাদেরও বেশ ভালো লেগেছে ধন্যবাদ কাবেরী দি অনেক ভালোবাসা জানাই তোমাকে খুব ভালো থেকো👍😁💗💘💖
আজকে খাওয়ার চ্যালেঞ্জ টা বেশ ভালো হয়েছে চামচে করে হালকা হালকা করে ধীরেসুস্থে খাওয়া ❤️❤️
হ্যাঁ তনুশ্রী দি ঠিকই বলেছ চামচে করে আজকে খাওয়ার চ্যালেঞ্জ হলো তাই অগত্যা ধীরে ধীরেই খেতে হল👍😁💗💞💝
খুব সুন্দর মেনু, দারুণ second challenge! খুব ভালো লাগলো মিতালি কাকলি তোমাদের ভিডিও!
আমার আন্তরিক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা রইলো!
মনিমালা দি খুব খুশি হলাম অশেষ ধন্যবাদ জানাই আপনাকে, আপনার জন্যও আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো, খুব ভালো থাকুন আপনারা সকলে👍🥰💝💕💗
Amar cute anti ajke video ta onno rokom laglo 😊😊 darun
শিউলি এই খাবারটা আমাদের এখানে কলকাতায় খুব ভালো চলে, স্ট্রীটফুড হিসেবে অনেকেই খায় আমিও খেয়েছিলাম আমারও ভালো লেগেছিল তাই আজকে ভিডিওতে আনলাম দেখে খুশি হয়েছো ভীষণ ভালো লাগলো।👍😁💗💞💖
Tomader vidio dekle sotti valo na bese pari na my most febrit menu simpil kabar ajker blog ta darun laglo khub valo theko sustho theko amar onek asirbad o valobasa dilam ❤️❤️
হ্যাঁ অনিতা দি ঠিক বলেছেন খাবারটা খুব সিম্পল কিন্তু বেশ মুখরচক মুখে লেগে থাকে ভালো লাগে তাই আপনিও আজকে এই খাবারটিকে ভালোবেসেছেন ভীষণ ভালো লাগলো আপনি আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন আমরা খুব খুশি আপনার কমেন্ট দেখে।👍😁💝💞💗
Khub Sundar hoyeche ranna gulo. Amar khete ecche hocche aro video dio ami dekhbo
হ্যাঁ অবশ্যই সুপর্ণা দি। আরো অনেক ভিডিও নিয়ে আসব আমরা👍😁💝💘💗
homemade egg fried rice টা দারুণ লোভনীয় ছিল দেখতে 🤤 তবে একটুর জন্য বড়দি হেরে গেলে ছোটদিদির কাছে।চামচ প্লেটের টুংটাং শব্দ আর বাইরে কোকিলের ডাক দুটোই খুব ভালো লাগলো শুনে.... second challenge টা খুব বেশি কঠিন ছিল না কিন্তু সুন্দর ভাবে শেষ করেছো এটাও ভালো লাগলো 👍 বড়দি আশা করি জামাই বাবু আগের থেকে ভালো আছেন ❤
অ্যানি আজকে আমাদের এই এগ ফ্রাইড রাইসের ভিডিওটা দেখে তোমার ভালো লেগেছে তাই খুব খুশি হলাম তার সাথে বাইরের বিভিন্ন শব্দ তোমাকে আনন্দ দিয়েছে তাই আরো খুশি হলাম। ঠিকই বলেছ। সেকেন্ড চ্যালেঞ্জটা ততটা কঠিন ছিল না আর তোমাদের জামাইবাবু আগের থেকে অনেকটাই ভালো আছেন বাইরেই যাতায়াত করতে পারছেন আগের মত সাবধানে থেকো এনি আর নিজের খেয়াল রেখো👍🥰💝💕💖
@@FoodPlaza2016 শুনে ভালো লাগলো দিদি জামাই বাবু আগের থেকে ভালো আছেন।জীবনের প্রয়োজনে বাইরে তো যেতে হয়ই এটাই স্বাভাবিক কিন্তু খেয়াল করে সাবধানে চলাচল করতে বলিও দিদি জামাই বাবু কে এবং তার ও নিজের দিকে খেয়াল রেখো।আল্লাহ্ তোমাদের সহায় হোক 🤲
হ্যাঁ এনি ঠিকই বলেছ তুমি এবং সেই সব দিনের কথা মনে রেখে ওনাকে খুবই সাবধানে আমরা রাখার চেষ্টা করছি তুমি এর মধ্যেও আমাদের সকলের কথা খেয়াল রেখেছো আসলে এটা তোমার মত মেয়ে বলেই সম্ভব আশা করি আগের থেকে ভালো আছো এনি কিন্তু তা হলেও সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো ভালো থেকো👍🥰💗💝💖
@@FoodPlaza2016 দিদি চেষ্টা করি সবসময় সবার মন রক্ষা করে চলে খুশি করতে কিন্তু মানুষ হচ্ছে এক আজব প্রানী.... সহজে খুশি হয় না তাই মন পাওয়াও কষ্ট হয়ে যায় তারপরও আমরা ঘড়ির কাঁটার মতো ঘূর্ণয়মান হয়ে চেষ্টা করেই চলি।সূদুর দূর থেকে তোমার কাছ থেকে যে স্নেহ মাখা আন্তরিকতার ভালোবাসা পাই সেটা অনেক আপন মানুষের কাছ থেকেও পাই না।কলকাতা আসার কথা আমার কিন্তু সাহেবের ব্যস্ততার জন্য আসতে পারছি না কিন্তু যদি আসি তাহলে যেভাবেই হোক তোমার সাথে দেখা করবই করবো ইনশাহআল্লাহ্ ❤️
অ্যানি সকলের মন রাখার চেষ্টা করো না কারণ পারবে না যারা তোমাকে ভালোবাসে একমাত্র তাদেরই মন পাবে আর কলকাতায় আসলে তোমার সাথে দেখা হবে .......👍😃💝💖🧡
Bha darun laglo. Kakimoni ekta request vedio roilo ekdin fried rice are panir kheyo.....😊
ফ্রাইড রাইস আর পনির আচ্ছা ঠিক আছে সিনিতা, নিশ্চয়ই করব তবে মাঝে আমাকে আরেকবার মনে করিয়ে দিও কেমন👍😁💖💞💝
Bes lovonio khabar❤❤
হ্যাঁ দিদি সেটা ঠিক বলেছেন আপনি👍😁💘💞💝
Khub valo laglo vdo ta r khawar tao darun chilo r punishment tao oshadharon valobasha r pronam neben ❤❤❤❤
পাপিয়া এই ভিডিওতে কমেন্ট করেছো খুব খুশি হলাম এই খাবারটা আমাদের এখানে কলকাতায় খুব বিক্রি হয়। টিফিনের সময় প্রচুর মানুষ খায়। আমি আগে যখন কলকাতায় যেতাম তখন দুই একবার রাস্তায় খেয়েছিলাম ভালো লেগেছিল তাই বাড়ি এসে বানানো শিখে নিয়েছিলাম অনেকদিন পরে আবার আজকে বানালাম। ভালোই লাগলো তুমিও ভিডিওটা দেখে খুশি হয়েছো তাই খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম খুব ভালো থেকো👍😍💗💞💖
@@FoodPlaza2016 😇🤗💖🥺🙏
👍🥰💗💋💝😍
খুব সুন্দর কিন্তুু আমি যানি না আমার সাথে কে কে এক মত যখন কাকলী দির যখন বিসম লাগলো তখন আপনার একটু থেমে যাওয়া উচিত ছিলো কারণ আমি জানি ওই সময় কতটা কষ্ট হয় ভিডিও টা না হয় একটু কেটে দিলে উনি নিজে সামলে নিয়েছেন যাই বা হোক রান্নার ভিডিও দেখার আশায় রইলাম আমার সবাই ভালো আছি দাদা কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন
মৌসুমি দি ভিডিওটা দেখে তোমার ভালো লেগেছে তাই খুব খুশি হলাম কিন্তু কাকলির ওই বিষম খাওয়াটা তোমার হয়তো ভয় লেগেছে তাই তোমার একটা আশঙ্কা জেগেছে তবে তোমাকে আশ্বস্ত করছি আমরা এরকম পরিস্থিতিতে আগেও পড়েছিলাম কিন্তু এবারে যখন দেখলাম ততটা তেমন কোন বিপজ্জনক নয় তাই ও যখন সামলে নিয়েছে আর আমরা ভিডিও বন্ধ করিনি যাইহোক তোমার মতামত জানিয়েছো আন্তরিকতার সাথে তাই খুবই ভালো লাগলো আর এইসব ক্ষমা, ভুল, ইত্যাদি বলেছ কেন 😃এসব বলোনা কেমন খুব সুন্দর কমেন্ট লিখেছো তুমি। খুব ভালো লাগলো ধন্যবাদ জানাই তোমাকে।👍🥰💖💗💝
Ekdom fatafat hoeche❤
ধন্যবাদ রাইরি খুব খুশি হলাম👍😍💖💘💗
Khub valo ❤❤❤
তনুশ্রী দি ফাস্ট কমেন্ট কনগ্রাচুলেশন👍🥰💗💝💗
Ajker lunch cher menu ta khub tastyyy
হ্যাঁ সায়নী সেটা তুমি ঠিক বলেছ খুব টেস্টি মেনু ছিল আজকে, তুমিও খুব ভালোবাসো মনে হচ্ছে এগ রাইস👍😁💖💘💝
2challeng asadaron tar upor gulir khala onek por deklam thank you
হ্যাঁ অনিতা দি অনেক কষ্টে আমরা এই গুলি গুলো একটা দোকান থেকে পেয়েছি তাই সেই পুরনো দিনে ফিরে যেতে পারলাম এবং আপনাদেরও মনে করিয়ে দিলাম দেখে ভালোবেসেছেন তাই ভীষণ ভালো লাগছে।👍🥰💖💘💝
খুব ভালো লাগলো, কাকু kamon আছে
উনি আগের থেকে ভালো আছেন কৃষ্ণ প্রিয়া তুমি ভালো আছো তো👍😁💝💖💝
❤Yummy
Thank you Rebeka 👍😍💝💗💖
গুলি গুলো দেখে সত্যিই মন ভালো হয়ে গেল। উপরি পাওনা কোকিলের ডাক শুনতে পাওয়া। দাদা কেমন আছেন?
সংহিতা দি উনি আগের থেকে ভালো আছেন গো আর আজকে ভিডিওতে পাখির আওয়াজ আর সেই পুরনো দিনের খেলা সরঞ্জাম গুলি দেখে তোমার ভালো লেগেছে খুব খুশি হলাম তাই।👍🥰💗💘💖
সত্যি গো মিতালী দি গুলি দেখে আমার ও মনটা ভালো লাগলো, কত সৃতি জড়িয়ে আছে এই গুলির সাথে, তখন তো সমাজ এরকম ছিলো না, পাড়াতে ছেলেদের সাথে কত খেলেছি, আর কি বলবো, ভিডিও খুব ভালো হয়েছে, তোমরা ভালো থেকো❤❤
হ্যাঁ নন্দিতা দি এখন এইসব খেলার আর প্রচলন নেই তাই সেইসব পুরনো দিনের খেলার কোন অস্তিত্ব নেই খেলার সরঞ্জাম গুলিও পাওয়া যায় না। অনেক কষ্টে আমরা এইগুলি যোগাড় করতে পেরেছি তাই ভিডিওতে দেখাতে পারলাম। দেখে তোমার আগেকার স্মৃতি মনে পড়ে গেছে খুশি হয়েছো ভীষণ ভালো লাগছে। ঠিকই বলেছ তখন পরিবেশ আলাদা ছিল একসাথে আমরা ছোটবেলায় কিরকম হই হই করে খেলাধুলা করতাম সেই পরিবেশ আর কোথাও দেখতে পাই না এখন তাই এখন চেষ্টা করলাম একটু পুরোনো জিনিসগুলো দেখাবার
অনেক ধন্যবাদ জানালাম। খুব ভালো থেকো নন্দিতা দি অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।👍😍💝💗💖
Heavvy hoyeche, delicious menu 😋💖
ধন্যবাদ সুস্মিতা দি খুব ভালো লাগলো তোমার প্রশংসা দেখে 👍😁💖🧡💝
Khub sundor 😍😍
ধন্যবাদ দাদা ভাই খুব খুশি হলাম👍😁🙏🏻🙏🏻
Kub sundor hoyeche ❤❤❤❤❤
ধন্যবাদ বিপাশা খুব খুশি হলাম 👍🥰💗💞💖
Khub valo laglo video ta ❤️😋💕 darun hoyeche ranna gulo dhekei mone hocche ❤ khub Valo holo ami raana korte bhalobashi abar theke tomader ranna dekhe try korbo❤❤❤❤
সুস্মিতা আজকে আমাদের আইটেম গুলো দেখে ভালো লেগেছে তোমার তাই খুব খুশি হলাম ও বাবা তুমিও রান্না করতে ভালোবাসো তাহলে রান্নার চ্যানেল খুললে তোমার ভালই লাগবে। আরো খুশি হলাম গো।👍😁💖💗💝
Darun laglo vdota. 2nd chalaange ta fatafati chilo. Amr name ta bolo please.
বাহ ভিডিওটা দেখে তোমার ভালো লেগেছে তাই খুব খুশি হলাম। আচ্ছা ঠিক আছে ঝুম্পা দি তোমার নাম বলে দেব কেমন👍😍💗💝💗
Ami Delhi theke Rog deakhi.nice vedieo.
হ্যাঁ বন্দনা দি আপনার কমেন্ট আমরা দেখতে পাই ভিডিওতে খুব ভালো লাগে। খুব খুশি আমরা। অনেক ধন্যবাদ জানাই আপনাকে।👍😍💖🧡💗
Wow delicious aj menu darun rice ta dekhte khub colourful lag6e challenge ta khub sundar hoyeche ar 2nd challenge ta darun chilo kaku kmn a6en sabdhane thakbe sobai love you all 😘😘😘😘😘
হ্যা পিয়ালী আজকের মেনু খুব ডেলিশিয়াস টেস্টি মেনু ছিল আগে মাঝে মধ্যে যখনই কলকাতা যেতাম কলকাতা রাস্তায় বিক্রি হয় কিনে খেতাম। তখন থেকেই তৈরি করার চেষ্টা করেছিলাম অনেকদিন পর আজকে আবার খেলাম খুব ভালো লাগছে। তোমারও এই খাবারটা ভালো লাগে তাই আরো খুশি হলাম আর ছোটবেলার সেই পুরনো জিনিসপত্র দিয়ে সেকেন্ড চ্যালেঞ্জ করলাম দেখে এত ভালো লেগেছে তোমার তাই আমরা অত্যন্ত আনন্দিত ভীষণ খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ জানালাম তোমাকে এবং অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো তোমরা সকলে👍😍💖💝💗🥰
Jeta amr khub favorite dimer curryy
ও আচ্ছা এবার বুঝতে পেরেছি ডিমের কারি তোমার খুব ফেভারিট আমারও খুব ভালো লাগে গো👍😋💖💕💝
darun ....briyani chellenge dekte chai abr .
আচ্ছা পূর্ণিমা দি 👍😍💝💘💖
খুব সাধারণ কিন্তু খুব সুন্দর খাবার ❤️❤️❤️ দেখলেও তৃপ্তি আসে। এরকম ধরনের খাবার আবার নিয়ে এসো ❤️❤️❤️❤️
ঝুমা দি তোমার প্রশংসা খুবই ভালো লাগলো, আচ্ছা ঠিক আছে চেষ্টা করব আবার এই ধরনের খাবার ভিডিও নিয়ে আসার👍😁💝💘💖
আজকের মেনুটাও খুব সুন্দর
ধন্যবাদ রোজিনা খুব ভালো লাগলো তোমার কমেন্ট দেখে👍😍💝💘💗
Rannar channel khulte shune khub bhalo laglo, challenge video ta bhalo হয়েছে, Mitali tomar husband kemon achen? Bhalo theko tomra.
হ্যাঁ মিতালী খুবই ইচ্ছা রয়েছে একটা রানার চ্যানেল খোলার দেখেছি যত তাড়াতাড়ি খোলা যায় মিতা দি উনি আগের থেকে অনেকটাই ভালো আছেন আর খুব ভালো লাগলো যে আপনি আমাদের আজকের ভিডিও দেখে খুশি হয়েছেন
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানালাম অনেক ভালো থাকবেন আপনি এবং আপনারা সকলে👍🥰💖🧡💝
Rannar channelta niye Joldi chole aeso aamar sona kaakimaara💖💖💖💖💖💖💖💖
আচ্ছা ইন্দ্রানী খুব তাড়াতাড়ি চেষ্টা করছি👍😍💝💕💖
Khub bhalo laglo tomader presentation
Keep it up 👍👍
With lots of love ❤️😘
বিদিশা আজকে তুমি দ্বিতীয় কমেন্ট করলে কনগ্রাচুলেশন জানালাম👍🥰💝💘💖
Thank u so much for d "Cooking Channel" . Khub dorkar chhilo. Didi apnar tomato chatnir n mutton err ami fan.❤❤❤
😃ওমা তাই নাকি? আচ্ছা ঠিক আছে শ্রাবণীদি আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কুকিং চ্যানেল তৈরি করার👍😁🧡💕💝
Great content and Fantastic
Thank you Yassar 👍😊💖💗🧡
Khub bhalo laglo ❤️
ধন্যবাদ অলকানন্দা দি👍😍💖💕💗
দারুন সুন্দর। 😊
ধন্যবাদ মাসীমণি👍😍💗🧡💖
2nd challenge tao asadharon chilo eta hochche chotobelay school-e sports-e anekbar khelechi
হ্যাঁ শ্রাবণী দি ঠিক বলেছো স্কুলের স্পোর্টসে এরকম গুলি চামচ খেলা হত।👍😁💝🧡💗
আজকের রেসিপি টা খুব দারুন লাগছিল আর গুলি খেলাটা খুব ভালো লাগলো দাদা ভালো আছেন তো তোমরা ভালো থেকো
মাধবী দি আজকের ভিডিওতে আজকের রেসিপি এবং সেই পুরনো দিনের খেলা তোমার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগছে খুব খুশি হলাম উনি আগের থেকে অনেক ভালো আছেন খুব ভালো লাগলো তোমার কমেন্ট দেখে তোমরা সকলে খুব ভালো থেকো👍😍💖💘💖
Wow di itna maza aya
धन्यवाद दादा आप खुश हुआ है इसीलिए हमें भी अच्छा लगा 👍🥰💝💘💝
খুব ভালো লাগলো। খাবার টা ও খুব সুন্দর ছিল। ভালো থেকো।
ধন্যবাদ ঝরনা দি ভিডিওটা দেখে আনন্দ পেয়েছ তাই খুব খুশি হলাম👍😁💝💗💖
Menu ta darun....
ধন্যবাদ পিয়ালী দি👍😍💖💞💝
Eto sundar kore sobta tairi koren khub bhalo lage.Apnader moddhe bondhuder proti ekta alada bhalobasa ache seta boja jay.Mitalidi dimer jol ektuo nilo na kintu jol tule anekbar dekhalen.2nd chelenge darun ekebare chotobelay niye gelen.Arup Chatterjee Shyamnagar
দাদাভাই এত সুন্দর করে কমেন্টটা করেছেন দেখে খুব ভালো লাগলো বুঝতে পারলাম ভিডিওটার সবকিছু দেখে খুব উপভোগ করেছেন। হ্যাঁ ঠিকই বলেছেন আমরা বন্ধুদের সকলকে খুব গুরুত্ব দিই মর্যাদা দেবার চেষ্টা করি তাতে আপনি খুশি তাই আমরা খুব আনন্দিত ঠিকই বলেছেন ঝোল কম নিয়েছি কারণ আমার এমনি খেতেই বেশ ভালো লাগছিল আর সেকেন্ড চ্যালেঞ্জটা সত্যি ছোটবেলার সেই দিনগুলোর দিকেই নিয়ে যায় কারণ আমরা ছোটবেলায় এই কাচের গুলি নিয়ে খুব খেলেছি👍😁🙏🏻🙏🏻
Sob somoy hasi khushi thakbe kakima
হ্যাঁ সায়নি চেষ্টা করি হাসি খুশি থাকার তুমিও হাসি খুশি থাকবে আনন্দে থাকবে কেমন👍😍💝💞💝
খুব ভালো লাগলো তোমাদের পানিমেন গুলো খুব ভালো লাগে
অনেক ধন্যবাদ মনি দি খুব খুশি হলাম👍😁💖💘💖
খুব ভাল লাগল তোমাদের ভিডিও। সেকেন্ড চেলেঞ্জ টাতো ছোট বেলাতে ফিরিয়ে নিয়ে গেছে। ভাই ভাল আছে তো।
কনিকা দি আজকের ভিডিওটা দেখে তোমার ভালো লেগেছে তাই খুবই খুশি হলাম। ঠিকই বলেছ। এরকম খেলা সরঞ্জাম দেখলে ছোটবেলাটা মনে পড়ে যায়। হ্যাঁ দিদি তোমার ভাই ভালো আছে👍😃💗💞💝
দারুণ দিভাই
অনেক ধন্যবাদ দোলা দি 👍😍💝💘💗
Yummy food
Thank you Supti 👍😁💗💖💝
Thank you awesome ❤❤❤
thank you Bina di 👍🥰💘💝💗
Really eye catching challenge❤❤❤
thank you nice to see your appreciation👍😃💝💕💖
মাসিমা আপনাদের ভিডিওটা দুর্দান্ত ছিল
ধন্যবাদ খুব খুশি হলাম আপনার কমেন্ট দেখে👍🥰💝💞💖
Khub sundor laglo today video, Mitali unty akdin cooking video koro please, amar name Sharmistha, ami Delhi te thaki
আচ্ছা শর্মিষ্ঠা আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কুকিং চ্যানেল খোলবার এবং তাতে কুকিং ভিডিও নিয়ে আসার আর আজকের ভিডিও দেখে খুশি হয়েছো তাই খুব খুশি হলাম অনেক ধন্যবাদ জানাই তোমাকে খুব ভালো থেকো👍😍💝🧡💘
❤❤
Love youuuuu
লাভ ইউ সায়নি অনেক ভালোবাসা জানাই তোমাকে 👍🥰💝💋💖
O didi...hat die kheyo...bashi valo lage tate...❤❤❤❤notun channel r jonno agam shubo kamona roilo....eivbe aro egie jao...bhagaban r kache ei prarthonai kori...valo theko tomra sakole...
হ্যাঁ শ্রেয়া, ঠিকই বলেছ পাঁচ আঙুলের চামচ দিয়ে খাওয়ায় বেশি সুবিধে ছিল আসলে এইভাবে ছোট চামচ দিয়ে খাওয়াটা আজকের চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। নতুন চ্যালেঞ্জ চ্যানেলের জন্য শুভেচ্ছা জানিয়েছো। খুব খুশি হলাম আশা করছি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসব ওখানে। খুব খুশি হলাম শ্রেয়া তোমার জন্য এবং তোমাদের সকলের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা রইল খুব ভালো থেকো তোমরা সকলে👍😁💖💘💖
❤️❤️❤️💜💜💜💜
👌🏻👍❤️😍
👍😁💝💘💝
❤❤❤❤❤
👍🥰💗🧡💖
আজকের মেনুটাও খুব সুন্দর।ফ্যাডরাইসের সাথে ডিমের কারি ভালোই জমে গেছে তার সাথে যদি মিতালিদির একটু চাটনি থাকতো আরোই ভালো হতো ঠিক বোললাম তো?আমার মেয়ে নিজের নাম শুনতে পেয়ে খুব আনন্দ যাই হোক আমরা হাওড়া শিবপুর থেকে তোমাদের চ্যালেঞ্জ দেখি খুব ভালো লাগে আর সেকেন্ড চ্যালেঞ্জটা আরও ভালো লাগে।তোমাদের রান্নার ভিডিও দেখার আসায় থাকলাম।
মানসী দি আপনি এবং মেয়ে দুইজনেই ভিডিওতে আমরা নাম বলায় খুশি হয়েছেন সেজন্য আমাদেরও ভীষণ ভালো লাগছে। 😋ঠিকই বলেছেন একটু চাটনি থাকলে বেশ হতো সেকেন্ড চ্যালেঞ্জটা দেখেও আপনারা মজা পেয়েছেন তাই আমরাও খুব খুশি অনুভব করছি ধন্যবাদ দিদি খুব ভালো লাগলো আপনার কমেন্ট দেখে আপনারা সকলে ভালো থাকবেন।👍😍💗💞💖
খুব খুব ভালো হয়েছে আজকের ভিডিও টা ।
ধন্যবাদ মিতা দি 👍💖💝💖💗
Darun
ধন্যবাদ শুক্লা দি 👍😍💗🧡💖
Are sob chaite bhalo laglo abar tomader dekhlam 🙏
হ্যাঁ প্রিয়াংশি দি একটু লেট হচ্ছে বটে কিন্তু আমরা আবার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করছি তোমাদের কমেন্ট দেখেও আমাদের খুবই ভালো লাগছে।🙏🏻🙏🏻😁💝💞💗
দারুন হয়েছে দিদি ভাই তুমি হেরে কেন যাও বারবার তোমাকেও জিততে দেখতে চাই best of luck ❤️👍 ভালো থেকো দিদিভাই
আচ্ছা আবার চেষ্টা করব পিয়ালী এর পরের দিন হয়তো জিততে পারবো তবে এর আগের ভিডিওতে কিন্তু আমি জিতেছিলাম তাই নিশ্চই ভালো লেগেছিল তোমার খুব খুশি হলাম তোমার কমেন্ট দেখে অনেক ভালোবাসা জানাই তোমাকে খুব ভালো থেকো👍🥰💕💞💝
❤❤❤
👍😍💝💕💗
Lovely
thank you Shibani di 👍😁💖💕💝
Darun didi
ধন্যবাদ মাধু দি আপনার প্রথম কমেন্ট দেখলাম খুব ভালো লাগলো👍😍💝💘💗
মিতালি দি কাকুলি দি কে আগে যেমন দেখতাম সেই রকমই দেকে খুবই ভালো লাগলো ❤️❤️
ধন্যবাদ ডলি দি, আবার আগের মত আমাদেরকে দেখতে পেয়ে তেমনই খুশি হয়েছো তাই ভীষণ ভালো লাগছে👍😍💗💕💖
আজকের মেনু খুব সুন্দর হয়েছে আনটি দেখে খুব ভালো লাগলো❤❤❤❤❤😋😊
ধন্যবাদ মনীষা, আমরাও খুব খুশি হলাম। আজকের মেনু দেখে তোমার ভালো লেগেছে বলে।👍😍💖💕💝
Khoob Bhalo video
শর্মিষ্ঠা দি আজকে তুমি তৃতীয় কমেন্ট করেছো কনগ্রাচুলেশন জানাই👍😍💖💞💝
Khub bhalo laglo videota. Ar bishom lagle ektu jol kheye nebe. Ektu theme tarpor khabe.Tate jodi hereo jao tao ami bolbo bhalo. Dadar shoreer akhon kamon ache?
ঈপ্সিতা ভিডিওটা দেখে তোমার ভালো লেগেছে খুব খুশি হলাম আর খেতে খেতে ছোট বোনের বিষম লেগেছে ঠিকই বলেছ অসুবিধা হলে থেমে যেতেই হতো কোনরকম সামলে নিয়েছে তাই ভিডিওটা আনকাট তৈরি করতে পারলাম। আর তোমাদের দাদার শরীর এখন আগে থেকে অনেকটাই ভালো আছে গো। 👍😍💖💞💗
@@FoodPlaza2016 shune khub anondo pelam. Bhalo theko tomra shobai. ❤❤❤❤❤👍👍👍👍👍
👍🥰💗🧡💗
Just wow😁😘 mouth watering 😇🥰
Thanks a lot 👍😁dadavai 😁🙏🏻
@@FoodPlaza2016 dadavaita k? 😕
আমাদের এখানে যেসব দাদারা কমেন্ট করেন তাদের আমরা দাদাভাই বলে সম্মান দিই যদি আপনার কোন আপত্তি থাকে তো কিছু মনে করবেন না আমরা অজান্তে এটা লিখে ফেলেছি যেহেতু অন্য অনেককেই এরকম সম্মান দিয়ে থাকি👍😊🙏🏻🙏🏻
@@FoodPlaza2016 dekhun amar kono prblm nei okk dekhlm tai bollam that's it!
Accha 👍😁🙏🏻🙏🏻
Good to see you back to the channel.. 🎉❤ apnar husband ekhon kemon achhen? Ekdom normal? Apnake anek ta sabhabik lagchhe..😊praise God for the healing..
সুদেষ্ণা দি অনেকদিন পর আপনাকেও কমেন্টে দেখে খুব ভালো লাগলো আমার হাজব্যান্ড এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন বাইরে যাওয়া আসা করতে পারছেন তবে খুবই সাবধানে ঠিকই বলেছেন পরিস্থিতি অনেকটাই আবার আগের মত ফিরে আসছে তাই 😁আমিও হয়তো আবার স্বাভাবিক হয়ে উঠছি মনে হচ্ছে ......অনেক ধন্যবাদ জানালাম সুদেষ্ণা দি খুব ভালো লাগলো আপনার কমেন্ট দেখে👍🥰💖💞💝
God bless you and God will cover you with his grace 😊 much love❤️
thank you Sudeshna di thank you so much I also wishing for yourself that May God keep you and your entire family's happiness for always. And keep well 👍🥰💖🧡💗
আহা ......আজ প্রথমেই সুখবর । আমার রিকোয়েস্ট থাকলো মিতালী দির যে ডিমের অমলেট সেটার পুরো ভিডিও চাই চাই।
😃ও আচ্ছা বুঝতে পেরেছি সুমনা নতুন চ্যানেলে ডিমের অমলেট এর ভিডিও চাইছো। আচ্ছা তোমার জন্য অবশ্যই ডিমের অমলেট এর ভিডিও দেখাবো ওই চ্যানেলে👍😁💖💕💝
@@FoodPlaza2016 হয়তো ভাবছো ডিমের অমলেট এর ভিডিও চাইছি ..... এ আবার কেমন? কিন্তু তুমি জানো না আমি বাড়ি চেষ্টা করেছি....... কিন্তু ঠিক তোমার মতো হয় না । তোমার টা একদম স্পেশাল।
😁আরে না না সুমনা আমি সেসব ভাবছি না আমি বুঝতে পেরেছি আমিতো জানি গো তুমি ওমলেট বানাও কিন্তু আসলে আমি কি রকম ভাবে বানাই সেটা দেখতে চাইছো স্টাইলটা👍😁💖💗💖
@@FoodPlaza2016 💓💓
👍🥰💗💕💝
Owessam
ধন্যবাদ স্বাগতা দি 👍🥰💖💘💗
Misti hasi ta jano ami sobsomoy dekte pai mokhe
Accha go accha 👍😁💝💕💖
Aj k khabr gulo khub vhalo chilo
অনেক ধন্যবাদ শিবানী দি খুব ভালো লাগলো আপনার কমেন্ট দেখে👍😍💗💘💖
কাকুলী দি শেষে যেভাবে তাড়াহুড়ো করে খায়, আগে থেকে এভাবে খেলে কিন্তু ভালো হয় কারণ মিতালী দি শুরু থেকে জোরদার করে খেতে থাকে।
আচ্ছা দিদি চেষ্টা করব👍😁💝💞💖
Amar priyo khabar😊😊 ki
ও বিপাশা, এটা তাহলে তোমার খুব প্রিয় খাবার ?👍😃💗💕💖
Congrats Mitali!
Thank you Jayanthi Di 👍😍💝💖💘
Ranna ta khub yammi lagche tumi akdom dokaner moto baniyecho dekhe mone hochhe
অদিতি দি এগ রাইসটা দেখে তুমি খুব খুশি হয়েছো মনে হচ্ছে
দেখে তোমার ভালো লেগেছে তাই আমারও খুব ভালো লাগলো তোমার প্রশংসা অনেক অনেক ধন্যবাদ জানালাম তোমাকে।👍🥰💖💗💝