কল একদম ফ্রি ছিলো না। ২.৮৮ টাকা দিয়ে কল করতে হতো তারপর ফ্রি। কিন্তু ঘন্টাখানেক কথা বলার পর লাইন কেটে যেতো। যেদিন এই অফার দিয়েছিলো তারপরের দিন আমরা বন্ধুরা মিলে বসুন্ধরা সিটির নিচ তলায় থাকা গ্রামীনফোন সেন্টার থেকে একই সিরিয়ালের সিম কিনেছিলাম। সিম কিনার লাইন মার্কেটের বাইরে পর্যন্ত চলে আসছিলো। ডিজুসের কনসার্ট, মেলা মোটামুটি সবগুলাই আমরা এটেন্ড করতাম। একবার আমাদের ভার্সিটির সামনে ডিজুসের সিডি এলবাম ফ্রি-তে বিলি করেছিলো। মার্কেটিং, প্রমোশন কত প্রকার ও কি কি তা ওই সময় ডিজুস করে দেখাইছে। আহ গুড ওল্ড ডেজ। 😊
আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট এর একটা গলির নাম ই দেওয়া হয়েছিলো djuice গলি। কারন এই এলাকার ওই গলিতে djuice এর একটা নেটওয়ার্ক টাওয়ার বানানো হয়েছিলো। আর এর পর থেকে ওই গলির নাম djuice গল্লি।🌺❤️ আহ সেই কি দিন।🥹❤️🌺❤️🔥
আমার দুটো ডিজুস সিম ছিলো, ইউনিক নাম্বার হওয়ায় এখনো একটা চালু রেখেছি স্মৃতি হিসেবে। কতো স্মৃতি কতো মজার ঘটনা জড়িয়ে আছে ডিজুস দুনিয়ার সাথে কোনটা রেখে কোনটা বলি। আর ডিজুস কার্ড ইউজ করে একটার সাথে আরেকটা ফ্রী টিকেটের কতোইনা মুভি ও কনসার্ট দেখেছি।
ডিজুজ প্যাকেজটা এখনো আছে গ্রামীণফোনে...তখন এই প্যাকেজটাক আলাদা করে ব্রান্ড হিসেবে প্রচার করা হতো...আলাদা করে ডিজুস নামে সিম বিক্রি করা হতো...আসলে এটি মূলত গ্রামীণফোনের একটি প্যাকেজ...এখনো গ্রামীণফোনে ডিজুজ প্যাকেজটা আছে...
তখন ডিজুইস কে গ্রামীণফোনই মনে করতাম অনেক পরে বুঝতে পারি যে দুইটা আলাদা। এর আরো কয়েকবছর পর জিপি তে ডিজুইস প্যাকেজ হিসেবে পাওয়া যেত ৫ টা fnf সুবিধা সহ। এর পর থেকে সেইটা ব্যাবহার কমে গেলো
কল একদম ফ্রি ছিলো না। ২.৮৮ টাকা দিয়ে কল করতে হতো তারপর ফ্রি। কিন্তু ঘন্টাখানেক কথা বলার পর লাইন কেটে যেতো। যেদিন এই অফার দিয়েছিলো তারপরের দিন আমরা বন্ধুরা মিলে বসুন্ধরা সিটির নিচ তলায় থাকা গ্রামীনফোন সেন্টার থেকে একই সিরিয়ালের সিম কিনেছিলাম। সিম কিনার লাইন মার্কেটের বাইরে পর্যন্ত চলে আসছিলো। ডিজুসের কনসার্ট, মেলা মোটামুটি সবগুলাই আমরা এটেন্ড করতাম। একবার আমাদের ভার্সিটির সামনে ডিজুসের সিডি এলবাম ফ্রি-তে বিলি করেছিলো। মার্কেটিং, প্রমোশন কত প্রকার ও কি কি তা ওই সময় ডিজুস করে দেখাইছে। আহ গুড ওল্ড ডেজ। 😊
Shune kemon feel hocche sei din gulo
আমার এখনো আছে
59:59 te phone call kete jeto tokhon ami class 8 a portam
@@galaxy-hd7ng ডিজুস সিরিজের ফোন নাম্বার কোনটা ছিলো?
কতো সালের কথা ভাইয়া?
6:12 সেকেন্ডের ভাইয়ের পরা জার্সিটা আমার ডিজাইন করা।
My first sim was Djuice, still using..
Its a nostalgic fillings..
*feelings
Same
আমি ভাই এখনকার যুগের পোলাপান।
আমারে এক্ট দেখান এই ডিজুসের নাম্বার টা দেখতে কেমম😅
আমি ছিলাম সেই ডিজুস জেনারেশনে, নস্টালজিক হয়ে গেলাম, কি সুন্দর সময় ছিল তখন, আর ডিজুস দিয়ে আড্ডা ❤
same
অনেক রাত ঘুম নষ্ট করেছি প্রিয়জনের সাথে কথা বলে 😂,
djuice হারিয়ে গেল - সাথে প্রিয় মানুষটিও হারিয়ে গেলো
💔🙃
আহারে ব্যাচারা পেলেও তালাক হয়ে যেতো। দিল্লির লাড্ডু।
😊😊😊😊r
সিমটি এখনো আছে, আমিও আছি, শুধু নেই সেই সময়, আর তখনকার কিছু প্রিয় মানুষের সাথে যোগাযোগ আগের মতো করে 😢
আমি নিজেও একজন ডিজুস গ্রাহক ছিলাম এবং এখনো ডিজুস প্যাকেজ ব্যবহার করি।
অনেক স্মৃতিময় দিন ছিলো সেগুলো
Same Here....
Djuice মানেই তরুণের উন্মাদনা, সেই দিন কোথায় হারিয়ে গেল!!
❤❤
আহা ডিজুস। আমি গ্রামে থেকেও ২০০৮ এ এর সেবা নিয়েছিলাম,অসাধারণ স্মৃতি।💚💚💚
জিজুয়েস সিম কেনার জন্য ৩০ থেকে ৪০ জন লাইনে দাঁড়িয়ে সিরিয়াল ধরেছিলাম। মনে হলেই অবাক লাগে আমার ডিজুয়েস সিমটা এখনো আছে.এই সিমটি আমার প্রিয় সিম।
আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট এর একটা গলির নাম ই দেওয়া হয়েছিলো djuice গলি। কারন এই এলাকার ওই গলিতে djuice এর একটা নেটওয়ার্ক টাওয়ার বানানো হয়েছিলো। আর এর পর থেকে ওই গলির নাম djuice গল্লি।🌺❤️
আহ সেই কি দিন।🥹❤️🌺❤️🔥
I lived in Djuice Goli for 13 years. It was quite a happening zone of that area.
Manikdi Dighirpar area te naki?
@@piyashchowdhury6669 jii heaa..
সেই প্রথমdjuice সিম কিনছিলাম ১৮ বছর আগে এখনও ঐ সিমটাই ইউজ করি
A well researched quality content. Best of luck Business Inspection.
ভাইয়া রবি সার্কেল নিয়ে ভিডিও চাই
ak somoy chalaytam 😐
সবার আবেগ
8880
এটা নিয়ে ভিডিও বানানোর যথেষ্ট বিষয় নেই হয়তো😔
sediner kotha guli mone pore Robi circle😭
২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ডিজুস সিম ব্যাবহার করছি। যদিও এখন এটা গ্রামীণফোনের সিম হয়ে গেছে 😢
ডিজুস তো তখন ও গ্রামিনফোনের একটা প্যাকেজ ছিল। নাকি আমার কোনো ভুল হচ্ছে জানি না।
আপনার ভিডিও দেখে পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে গেল। রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত লং টাইম কথা বলা।
এই বসন্তে djuice দুনিয়ায় হবে sms borsha
আমি একজন Djuice user generation ❤❤
0177-
ওয়ারিদ,এবং একটেল নিয়েও ভিডিও চাই। যা পরবর্তিতে এয়ারটেল এবং রবিতে পরিনত হয়েছিলো।
Grameenphone suffered from their own success!
আসসালামুয়ালাইকুম। djuice'র সেই দিন। djuice মানেই তারুণ্যের উন্মাদনা, কে দিন যেন হারিয়ে গেল 🥺
Most informative research channel in Bangla. Each & every project was excellently done. Great job ❤❤
Many many thanks.
তখন আমি স্কুলের স্টুডেন্ট। বড়দের যেই আমেজ ছিলো দেখে মনে হতো বড় হলে কত সুখ 😴
এখন কি করেন ভাই?
90's কিড হিসাবে কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম সোনালী সময়ে।
সে সময়ো মানুষ প্রেম করত আর আমি এখনো সিঙ্গেল 😅
তথ্যবহুল প্রতিবেদনের জন্য ধন্যবাদ
Djuice to Djuice ফ্রি ছিল না। প্রথম মিনিট ২.৫ টাকা তারপর ফ্রি। ঘন্টা খানেক পর কেটে যেত। ❤ কত প্রেম করছি তখন।😄😄😄
Make a case analysis on British American Tobacco Bangladesh.🧡
আমার দুটো ডিজুস সিম ছিলো, ইউনিক নাম্বার হওয়ায় এখনো একটা চালু রেখেছি স্মৃতি হিসেবে। কতো স্মৃতি কতো মজার ঘটনা জড়িয়ে আছে ডিজুস দুনিয়ার সাথে কোনটা রেখে কোনটা বলি। আর ডিজুস কার্ড ইউজ করে একটার সাথে আরেকটা ফ্রী টিকেটের কতোইনা মুভি ও কনসার্ট দেখেছি।
বন্ধু, আড্ডা, গান - এখানেই। হারিয়ে যাও। একটা জেনারেশন এর পৌনে ১২ টা বাজিয়ে দিছিলো
Warid o chole ashe 2007 e tokon ami djuice teke warid e shift kori r ekon airtel. But still miss dJuice ❤️
Amar Prothom sim o Djuice chilo
মিলা আর ডিজুস ২ টাই হারিয়ে গেছে
Shathe old Black band tao...
😢😢😢
amar akhn o ache Djuice er best number ta !!! just nostalgia akhn 😥😥😥😥😥😥😥😥
আহারে আমার ডিজুস...01717...❤
এখনো ডিজুস চালাই। ২০০৭ থেকে শুরু।
Amr sim or upre akono Djuice leka ase 😍
ডিজুজ প্যাকেজটা এখনো আছে গ্রামীণফোনে...তখন এই প্যাকেজটাক আলাদা করে ব্রান্ড হিসেবে প্রচার করা হতো...আলাদা করে ডিজুস নামে সিম বিক্রি করা হতো...আসলে এটি মূলত গ্রামীণফোনের একটি প্যাকেজ...এখনো গ্রামীণফোনে ডিজুজ প্যাকেজটা আছে...
কথাটা ঠিক বুঝলাম না। মানে ডিজুজ আলাদা কোন কোম্পানি না? গ্রামীণফোনই জাস্ট আলাদা কিছু প্যাকেজ ছিলো বলে ওইটাকে ডিজুজ বলা হইতো?
জ্বি
ফালতু একটি পেকেজ মানুষের পকেট খালি করা
I am still not clear why djuice stopped out of the blue.
Grameenphone came up with skitto for the same tg after all these years.
২০০৬ সালে নিয়েছিলাম, এখনো আছে,, welcome to djuice duniya.
২০০৬ সাল থেকে Djuice থেকে সিম ব্যবহার করি এখন গ্রামীন অন্য নামে
সেই ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত আছি থাকবো ডিজুসের সাথে
Amr nijer kena first SIM djuice❤
হায়রে তখন আমরা ইউনিভার্সিটিতে 😊😊সে কত বলে রে,,কত আড্ডা, কত কনসার্ট ডিজুসের,,,আমার সিম টা এখনো আছে😊
vai sim ki chole ekhn o??
Well researched!
2011 সাল থেকে ব্যবহার করছি🎉
ডিজুস এর দিন গুলো নেই,তাই আজ তুমিও নেই😢😢
এই ভাই আপনাদের ভিডিওর সাউন্ড বারান
২০০৫ থেকে এখনো আছি 🥲
sundor video .. wi dhoroner video besi valo lage
ভাই ডিজুস এর হারানো নিয়ে কোনো ভিডিওর দরকার ছিল না , কারণ ডিজুস
এর subtitle এ লেখাই ছিল "হারিয়ে যাও" 🤣🤣
ছোট বেলায় গানটা প্রচুর শুনতাম তাও আবার মিলার ভার্সন
আমিও
মিলার ভার্সন কি সাউথ আফ্রিকার ড্যাভিড মিলারের কথা বলছেন?
Thanks For New Information video 💖
Welcome
এখনো ব্যবহার করছি...
বন্ধু আড্ডা গান এখানেই। খুব নস্টালজিক হয়ে যাই সেই দিন গুলির কথা মনে হলে।
ভাইয়া তাড়াতাড়ি আপনারা ভিডিও দিলে ভালো হয়
Djuice er old logo ta miss kore gesen.. btw djuice er voice chat service diyei 1st prem korsilam 😅
D duniya 💕
আমরাই ছিলাম ডিজুস প্রজন্ম।
Onek Kichu Sikhte Parlam…..
আমার সিম তাতে ডিজুস লোগো যাতে না হারায়, তাই সিমটা ৪জি পর্যন্ত করিনি। একদিন অটোম্যাটিক সিমটা নষ্ট করে দিল। কিন্তু আজও ডিজুস এর সাথে আছি
আমার 1st sim ta chilo ....onek miss Kori sei din gulo
আলহামদুলিল্লাহ এখনো ,djuice সিম ইউজার।
আমার প্রথম সিম ডিজুস এখনো ডিজুস ই আছে
Akhon o sei 01717 sim tai use kori. 😮
I still use Djuice 😮😮😮
its nice one
very informative...keep going
Thanks a lot
Thanks for the nostalgic video
ডিজুস দিয়ে এখনো এই ভিডিও দেখছি😊
২০০৯ থেকে আছি ডিজুজের সাথে।
Still using since 2007.
Djuice was the 1st sim in my life.That’s why I didn’t convert it to 4G.Grammenphone suffered from their own success.
টেকনিক্যালি ডিজুস সবসময়ই গ্রামীণফোনের প্যাকেজ ছিলো 🙂
এখনো সেটাই 🙂
যে যাই বলুক, আমি এখনও Djuice ব্যবহার করি।
আমার মত কার কার জীবনের প্রথম সিম ডিজুস??
My first SIM card is Djuice and i am using till now.
Still using my djuice ❤
ডিজুস এ রাত ১২ টা থেকে ৬ টা পর্যন্ত ফ্রি কথা বলা যেত।
সেই ২০০৫ থ্রকে এখন পর্যন্ত ডিজুস এর সিম ই ব্যবহার করছি!!
00:00:06 nafees salim
তখন ডিজুইস কে গ্রামীণফোনই মনে করতাম অনেক পরে বুঝতে পারি যে দুইটা আলাদা। এর আরো কয়েকবছর পর জিপি তে ডিজুইস প্যাকেজ হিসেবে পাওয়া যেত ৫ টা fnf সুবিধা সহ। এর পর থেকে সেইটা ব্যাবহার কমে গেলো
vai rankstel niye ekta video banan
warid নিয়ে ভিডিও চাই
আমার একটা ছিলো ডিজুস
আমার ছোট চাচাকে একটা ডিজুস সিম গিফট করেছিলাম ২০০৬ সালে। এখনো তিনি এটি ব্যবহার করে!
আমার গ্রামীণফোন প্রিপেইড সিমটি ডিজুস প্যাকেজে কনভার্ট করেছি। যা এখনও চলছে। ওয়ারিদ টেলিকম কেন বন্ধ হলো সেটা নিয়ে ১টি প্রতিবেদন তৈরি করুন?
Very good channel
Thank you very much!
এখন ডিজুস প্যাকেজ ব্যবহার করি।। 😊
আমি ২০০৬ সালে আমার প্রথম ডিজুস সিম কার্ড কিনেছিলাম এরপরে ২০০৮ সালে আর একটি কিনি যেই নম্বর ২ টি আমি এখনো ব্যবহার করছি
এখনো ডি'জুস কার্ড টা আমার কাছে ❤❤
2005 theke djuice use kortechi ekhono.
ভাই ; Bengal meat নিয়ে একটা ভিডিও চাই।
Still using my Djuice sim from 2007.
Amr first sim djuice cilo. Choto belar sriti golo abr mone pore gelo.
All time djuice user❤️❤️❤️
কনসার্টের বিষয় টা ঠিক বলছেন
সম্ভবত ২০০৭ কি ২০০৮ সালের কথা ০১৭১৭ সিরিজের সিম কার্ড ছিলো আমার সেই দিন গুলা অনেক মজার দিন ছিলো...
I am still using my djuice number ❤
Shout out to Djuice Generation!
Felling nostalgic 😂😂😂
Watching this docu using djuice sim.