কোথাও কেউ নেই নাটক টা দেখে অনেক কেঁদেছি খুব কেঁদেছি তার পর বাকের ভাইয়ের এই অনুষ্ঠান টা দেখতেছি দেখে একটু হাসলাম আবার একটু কাঁদলাম। আমার জানা ছিলো এই মানুষ গুলো এতো সুন্দর অভিনয় করতে পারে
অত্যন্ত জনপ্রিয় হওয়া " অয়োময়" নামক ধারাবাহিকটির কথা এখনও মানুষের মনে গেঁথে আছে প্রবল ভালবাসা নিয়ে। আমি অয়োময় নাটকটার সুটিং স্পট ময়মনসিংহ এর কোন এক জমিদার বাড়ী দেখার সৌভাগ্য হয়েছিল আমার।
বাংলাদেশের প্রথম নাটক যে নাটকের কাহিনী পরিবর্তনের জন্য আন্দোলন হয়েছিল, বাংলাদেশ বললে ভুল হবে বিশ্বের কোন জায়গায় এরকম নজির নাই। স্যালুট প্রিয় বাকের কাকু
খুবই ভাল লেগেছে এই অসাধারণ একজন অভিনেতার এই informal (বা অনানুষ্ঠানিক) একটা সাক্ষাতকার দেখতে পেয়ে! এত সাবলীল ব্যাবহার এবং একই সাথে এত Charming একজন মানুষ আমার মনে হয় এই বাংলাদেশে আর একজন আসবে কিনা সন্দেহ। We are really lucky to have him around us. May the Almighty Allah blesses him with a long and healthy life.
আসাদুজ্জামান নূর অত্যন্ত দুর্দান্ত একজন মানুষ। কী সুন্দর, সাবলীল বাচনভঙ্গি ও অভিনয়। তার sense of humour ও অসাধারণ। আমি Gen z হওয়ার পরেও তাকে অসম্ভব রকম পছন্দ করি। চোখের সামনে সবসময় তার মাচো, স্টাইলিশ লুকটা ভাসতে থাকে।
নক্ষত্রের রাত সিরিয়ালে প্রথম দেখি নুর সাহেবকে। প্রচন্ড প্রেমে পড়ে গেছিলাম এবং পরে শুধু ওনার জন্যই আরেকবার দেখেছিলাম। নিখুঁত শুদ্ধ বাংলা উচ্চারন (কলকাতার বাংলা ধরনের), ততোধিক সুন্দর ইংরাজী উচ্চারন -- simply mesmerised... I'm still in love with Asadujjaman Noor 💕💕
গত শতাব্দীর নব্বই দশকে বি টিভি তে বাকের ভাই কে দেখি। ঐ ম্যাচো, রাফ এন্ড টাফ যুবক আমার মনের মণি কোঠায় এখনও গেঁথে আছে। যথা সম্ভব দুটি কি চারটি এপিসোড দেখেছিলাম।
1993 সালের নাটক আমাদের জন্মের বহু আগে এই যুগের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তবে এই নাটকটিতে সত্যের জয় সেটা দেখানো হয়নি বাকের ভাই কে মিথ্যা ভাবে ফাঁসি দিয়েছে বাকের ভাইয়ের ফাঁসির আদেশ সত্তিকারের সাক্ষী হাজির করে সত্যের জয় দেখানো উচিত ছিল তবে অসাধারণ নাটক এখন আর এসব নাটক দেখা যায়না অশ্লীলতায় ভরপুর থাকে এখনকার নাটক আহা কি দিনটাই না ছিল সেই সময় কলিজাটা ছিড়ে যায় আবার যদি সেই সময়গুলোতে ফিরে যেতে পারতাম সত্যিই অসাধারণ নাটক হৃদয় কেড়ে নিয়েছে ।
Naveed bhai, Please talk slow and listen more than you talk. You are educated in USA. And the concept of the show is from US. Agree, you are the first one (to my knowledge) to do a show like this. But need to work on the 'kutkuti' less, please maintain USA standard which you are trying to establish.
ঠিক বলেছেন ভাই। আমার কাছেও নাভিদ ভাইয়ের উপস্থাপনায় কোথায় যেন বেশ তাড়াহুড়ো ভাব লক্ষ্য করছিলাম। হয়তো অনুস্ঠানের সময় স্বল্পতা এর কারন। আমি একটা কথা বলব, এ ধরনের অনুস্ঠানে এত বড় কিংবদন্তি সম অভিনেতাদের উপস্হিতির সময় আরেকটু প্রলম্বিত করার ব্যবস্হা করুন এবং এতটা হাস্যরস না থাকলেও চলবে। কিছুটা সিরিয়াস উপদেশমূলক কথাও অতিথীদের মুখ থেকে শুনতে চাই। এমনভাবেই নির্মান করুন।
একটা সময়ে ( যখন এত চ্যানেল ছিলনা ) আমি বা আমাদের বাড়ির কিছু উৎসাহী লোকজন বুসটার এনটেনা র মাধ্যমে ( আমি পশ্চিমবঙ্গের অধিবাসী ) কেবল বাংলাদেশ টিভির নানা ধারাবাহিক নাটক বা সংক্ষিপ্ত নাটক বলতে গেলে নিয়মিত দেখতাম। এমনই একটা নাটক কোথাও কেউ নেই এর চরিত্র ছিল এই "বাকের ভাই" বা আসাদুজ্জামান নূর। নাটকটা এমনই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গের আনন্দ বাজার পত্রিকাতে বাকের ভাইয়ের শেষ পর্যন্ত ফাঁসি হবে কিনা তাই নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। এটা সত্যিই ভাবনার অতীত। আজ উনি অন্য পেশায় নিযুক্ত, আপনাদের দেশের অন্যতম সাংসদ তা সত্যিই ভাবা যায়না। পরিস্কার বাংলা ভাষাতে যেমন উনি সাবলীল ঠিক তেমনই নাট্য জীবনে মেঠো ভাষাতেও ততটাই সাবলীল ও বাংলাদেশের নাটক প্রেমী জনতার কাছেও উনি সমান জনপ্রিয়। উনি আপনাদের দেশের নানান বরেন্য ব্যাক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন ( আমাদের এপার বাংলারও কিছু অভিনয় জগতের ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছেন ) তা এই ইউ টিউব ব চ্যানেলে দেখেছি। আসাদ ভাই আগামী দিনেও আরও ভালো ভালো নাটক উপহার দিয়ে দর্শকদের অভিনন্দন নিয়ে যাবেন এই কামনাই করি।ধন্যবাদ নাভেদ মাহবুবকে ওনার এই সাক্ষাৎকার পরিবেশনের জন্য।
আসাদুজ্জামান নুরকে দেখলে আমার বুকটা থরথর করে কাপে . আমার চোখে পানি চলে আসে . দেখতে হুবহু আমার বাবার মতো . বয়সও সেইম সমান সমামন হবে . আমার বাবা ও যুদ্ধকরেছে . আমার বাবা উনার মতোই ইসমাট ছিলেন . বাবা গেয়ানি বুদদিমান সাহসি ছিলেন . আমাদের ইউনিয়নের সবাই বাবাকে অনেক ভালোবাসতেন . এখোনো বাসে . বাবাকে সবাই সন্মান করতেন . এখনো করে . বাবা মারা যান ১৯৯৩ সালে ১৬ ই আগস্টে .
অয়োময় নাটক . বাকের ভাই এই নাটক গুলি খুব মনে পরে . দেয়ালে লিখা থাকতো বাকের ভাইয়ের মুক্তিচাই . আমার বাবাকে বলতাম বাবা তুমিকে বাকের ভাই . বাবা হাসতো আর বলতো পাগল ছেলে মেয়ে কিবলে দেখো . আসাদুজ্জান নুরকে দেখলেই আমার দু চোখ বেয়ে পানি অঝোরে পানি পরে .
আসলে আমাদের দেশের কোন কিছুই উন্নত হলো না। একজন উপস্থাপক হিসেবে এই ব্যক্তির উপস্থাপনা কোন ভাবেই গ্রহণযোগ্য না। আমরা আমাদের পাশের দেশ ভারতীয়দের দেখেও শিখতে পারি। জনতার আদালত অনুস্ঠান টার উপস্থাপনা দেখলে মন ভরে যায়।
সরকারি দলের হয়ে বিরোধীদলীয় কেউ নেই বলে মন্তব্য করাটা একজন সুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্বের পক্ষেই সম্ভব।
এটা সুস্থ নয় অসুস্থ ভোটচোর সরকারের দালালের পক্ষেই সম্ভব
আসাদুজ্জামান নূর ভাইয়ের পাগল ভক্তের অভাব নাই এখনও। তিনি ভাল আর সুস্হ থাকুন চিরদিন এই কামনা আমাদের।
Ami pagol er motou vhoktou…!!❤
প্রিয় আসাদুজ্জামান নূর, একজন জীবন্ত কিংবদন্তি। আফসোস, একমাত্র হুমায়ূন আহমেদ ছাড়া আর কেউ এই শক্তিমান অভিনেতার সদব্যবহার করতে পারেনি।
বলেছেন ঠিক।
রাইট। আমাদের হুমায়ুন স্যারও অকালে চলে গেলেন আর বাংলাদেশের টিভির নাট্য জগতটাও শুন্য হয়ে গেল!
,
B.
নেএকোনা
Humayun Ahmed wrote the play. BTV producers casted Noor Bhai and used him properly.
উপস্হাপক এবং অতিথি দুজনের কথা-ই খুব রুচিশীল, মার্জিত এবং মজার ছিলো। ধন্যবাদ এমন একটি ইন্টারভিউ নেওয়ার জন্য।
যার কণ্ঠ শুনলেই , আবৃত্তি শুনলেই আমি উদাসীন হয়ে যাই। প্রিয় আসাদুজ্জামান নুর , ভালোবাসা রইলো।
কোথাও কেউ নেই ( বাকের ভাই) এই নাটকের জন্য চির অমর হয়ে থাকবে আসাদুজ্জামান নূর ভাই।
সত্য
না,,, আসাদুজ্জামান নূর অমর হয়ে থাকবে না ! অমর হয়ে থাকবে বাকের ভাই,,,,♥️♥️♥️
দেশনেত্রী ও তাই
❤❤❤❤❤❤❤
শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যার এবং শাঈখ সিরাজ স্যারের পরেই যে মিডিয়া ব্যক্তিকে সবচে বেশি শ্রদ্ধা করি তিনি আমাদের প্রিয় "বাকের ভাই" আসাদুজ্জামান নূর...❤❤❤
বদি ভায়ের মৃত্যুর খবর শোনার পর দেখতে আসলাম। অনবদ্য অভিনয়। হুমায়ূন আহমেদ আমার খুব প্রিয় কথাসাহিত্যিক। আল্লাহ্ সবাইকে ভাল রাখুক।
কোথাও কেউ নেই নাটক টা দেখে অনেক কেঁদেছি খুব কেঁদেছি তার পর বাকের ভাইয়ের এই অনুষ্ঠান টা দেখতেছি দেখে একটু হাসলাম আবার একটু কাঁদলাম। আমার জানা ছিলো এই মানুষ গুলো এতো সুন্দর অভিনয় করতে পারে
Same obostha
হিরোদের হিরো সুপার হিরো আসাদুজ্জামান নুর।কোথাও কেউ নেই,বহুব্রীহি, নক্ষত্রের রাত,সবুজছায়া,নাটকে আপনার অভিনয় আপনাকে সারাজীবন অমর করে রাখবে।
You missed Aguner parashmoni
Bhai sob gula natok pai na bhaiiiij
@@abdullahbintaher72 এখানে সব পাবেন...
th-cam.com/play/PLpIGNaw0O-Q3H2y6eFBs4Tow_d8dsu7F4.html
@@kingkorsd9567 আগুনের পরশমণি তো চলচ্চিত্র। উনি সবগুলো নাটকের নাম লিখেছেন। তবে আগুনের পরশমণিও কোনো অংশে কম জনপ্রিয় না...
অত্যন্ত জনপ্রিয় হওয়া " অয়োময়" নামক ধারাবাহিকটির কথা এখনও মানুষের মনে গেঁথে আছে প্রবল ভালবাসা নিয়ে। আমি অয়োময় নাটকটার সুটিং স্পট ময়মনসিংহ এর কোন এক জমিদার বাড়ী দেখার সৌভাগ্য হয়েছিল আমার।
Asaduzzaman Noor- a man with versatile qualities. The way he holds his personality is undoubtedly beautiful and worth following.
সব জ্ঞানীরাই ননমেট্রিক থাকে। যেমন নজরুল, রবিন্দ্রনাথ, এমনকি আমিও ননমেট্রিক: বাকের ভাই
thanks mone kori e dewer jonno
আগে ত ভাইবা দেখি নাই,
Hmm....Einstein,Pascal,Hawkins,Bill gates,Steve jobs era sobai to non matric....Sala bolod....😏😏😏
Thanks mone koraia dawer jonno
@@mstshiulikhatun9438 aaaaaaaaaaaqaaaaaaa
বাংলাদেশের প্রথম নাটক যে নাটকের কাহিনী পরিবর্তনের জন্য আন্দোলন হয়েছিল, বাংলাদেশ বললে ভুল হবে বিশ্বের কোন জায়গায় এরকম নজির নাই।
স্যালুট প্রিয় বাকের কাকু
খুবই ভাল লেগেছে এই অসাধারণ একজন অভিনেতার এই informal (বা অনানুষ্ঠানিক) একটা সাক্ষাতকার দেখতে পেয়ে! এত সাবলীল ব্যাবহার এবং একই সাথে এত Charming একজন মানুষ আমার মনে হয় এই বাংলাদেশে আর একজন আসবে কিনা সন্দেহ। We are really lucky to have him around us. May the Almighty Allah blesses him with a long and healthy life.
আপনার স্পিচ আমার ভাল লাগছে,ধন্যবাদ।
বাকের ভাই
চমৎকার বলেছেন...👍
একজন হুমায়ুনের অভাবে এখন আর নুর জ্বলে ওঠে না।
Naved Mahbub ….Onek bochor pore holeo sundor akta interview deakhechi..!!Amar preio manuser..Dhonnobad 🙌
A lot of love for this man . His acting was 1st class .❤️
Great personality . I haveenjoyed it so much .
আসাদুজ্জামান নূর অত্যন্ত দুর্দান্ত একজন মানুষ। কী সুন্দর, সাবলীল বাচনভঙ্গি ও অভিনয়। তার sense of humour ও অসাধারণ। আমি Gen z হওয়ার পরেও তাকে অসম্ভব রকম পছন্দ করি। চোখের সামনে সবসময় তার মাচো, স্টাইলিশ লুকটা ভাসতে থাকে।
হায়রে নূর ভাই এসময় আপনার নাটক নাই
এখন টিভি দেখতে তেমন ইচ্ছে নাই।
হুমায়ূন স্যারের নাটক আপনার অভিনয় নাটকের মাঝে হারিয়ে যাওয়া আহ্!!!
Would like to see more of it... please...
Just love this amazing Personality
Asaduzzaman Nur is one of the greatest actors Bangladesh has ever seen. His movies and ‘natoks’ are absolute classics.
Absolutely right...👍
নক্ষত্রের রাত সিরিয়ালে প্রথম দেখি নুর সাহেবকে। প্রচন্ড প্রেমে পড়ে গেছিলাম এবং পরে শুধু ওনার জন্যই আরেকবার দেখেছিলাম। নিখুঁত শুদ্ধ বাংলা উচ্চারন (কলকাতার বাংলা ধরনের), ততোধিক সুন্দর ইংরাজী উচ্চারন -- simply mesmerised... I'm still in love with Asadujjaman Noor 💕💕
অসাধারণ একটা সাক্ষাৎকার, উপস্থাপক এবং অতিথ দুজনেই একেরে
আমি কোন আসাদুজ্জামান নূর বা এমপি স্যারকে নয় , আমি ভালো বাসি বাকের ভাই কে আমার মতো আর কে কে আছো
আমি 🙋🙋
what a classic interview.
Asaduzzaman Noor sir is a legend.
অসাধারণ নুর ভাই অনেক দিন পর দেখলাম ভীষণ ভালো লাগলো ধন্যবাদ কত যে মনে পড়ে লাল টু পাট্টা মুল মুল হে দি হে দি
গত শতাব্দীর নব্বই দশকে বি টিভি তে বাকের ভাই কে দেখি। ঐ ম্যাচো, রাফ এন্ড টাফ যুবক আমার মনের মণি কোঠায় এখনও গেঁথে আছে। যথা সম্ভব দুটি কি চারটি এপিসোড দেখেছিলাম।
আসাদুজ্জামান নুর সত্যি খুব ভাল মানুষ।।
প্রিয় একটি ব্যক্তিত্ব, "বাকের ভাই"।
নাটক দেখে কান্না করছিলাম।
আমি আবার ও চাই স্যার কে এই শোতে দেখতে ❤❤
আমার বাকের ভাই।বাস্তবে কি এরকম বাকের ভাই আছে যারা মুনাকে সম্মান করে? সত্যিই, এটি হুমায়ন আহমেদের অমর সৃষ্টি।
হুম, আছে
এই নাটক সারাজীবন মনে থাকবে,অনেক সৃতি জরিয়ে আছে,, এই নাটকের সাথে
জোশ,, আসাদুজ্জামান স্যার 🥰🥰❤️❤️❤️🥰😍
ভীষণ ভালো লাগলো। চমৎকার, সাবলীল কতপোকথন।
আসাদুজ্জামান নূর
রাইসুল ইসলাম আসাদ
সে সময়ের উন্নত এবং স্মার্ট দুজন অভিনেতা।
কোথাও কেউ নেই বাঁকের ভাই এর ফাঁসি, সুবরনা মন্থাফার কান্নায়,, আমি অনেক কেদেছিলাম।
আমার ভীষণ শ্রদ্ধেয় এবং প্রিয় এক ব্যাক্তিত্ব। উনার দীর্ঘ জীবন কামনা করি।
Nur Bhai Forever. I don't think it matters if he supports AL or BNP, people will vote for him anyway.
আসাদুজ্জামান নূর স্যার,,, বাঁকের ভাই নাটকটি দেখে আপনার ফ্যান হয়ে গেছি অনেক কৌতূহল ছিল এই নাটকটি দেখার জন্য,,, বাকের ভাই অসাধারণ মানুষ 🖤🖤🖤
বাকের ভাই ২ দেখতে চাই। স্যার কে আবার দেখতে চাই😍😍😍😍
আমার প্রিয় বাকের ভাই ❤️
আপনি সত্যি অসাধারন বাকের ভাই ❤️😍
পুরো শোটাই ইউটিউবে দেখতে চাই। @Naveed vai
1993 সালের নাটক আমাদের জন্মের বহু আগে এই যুগের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তবে এই নাটকটিতে সত্যের জয় সেটা দেখানো হয়নি বাকের ভাই কে মিথ্যা ভাবে ফাঁসি দিয়েছে বাকের ভাইয়ের ফাঁসির আদেশ সত্তিকারের সাক্ষী হাজির করে সত্যের জয় দেখানো উচিত ছিল তবে অসাধারণ নাটক এখন আর এসব নাটক দেখা যায়না অশ্লীলতায় ভরপুর থাকে এখনকার নাটক আহা কি দিনটাই না ছিল সেই সময় কলিজাটা ছিড়ে যায় আবার যদি সেই সময়গুলোতে ফিরে যেতে পারতাম সত্যিই অসাধারণ নাটক হৃদয় কেড়ে নিয়েছে ।
কোনটা বড় পরিচয়, মেম্বার অব পার্লামেন্ট নাকি অভিনেতা?
আমার কাছে বাকের ভাই চিরদিনই বাকের ভাই! 😍
Actor life is like main course and pm life is like dessert
উনার সব চরিত্রই সাবলিল অনেক ভালো লাগে অভিনয় 💜 আজ রবিবার কোথাও কেউ নেই। অসাধারণ অভিনয়
কোথায়ও কেউ নাই নাটকের বাকের ভাই চরিত্রে অভিনয় বাংলাদেশের ইতিহাসের সেরা অভিনয়
অনুষ্ঠান দেখে মন ভালো হয়ে গেল। আপনারা এতো সুন্দর করে কথা কি করে বলেন?
কতো সুন্দর শো।
সত্যিই অসাধারণ
আমার খুব শ্রদ্ধার মানুষ আসাদ্দুজামান নূর l🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 from West Bengal
আপনার প্রত্যেকটা অভিনয় অসাধারণ।।
My most favorite actor in Bangladesh. Hats off to him.
He is a living legend.. 💖💖
Asaduzzaman Noor- the ultimate decent and humble personality
পার্লামেন্টে যখন বসিঃ নাহ🤣
best part of this episode
খুব ভালো initiative, বুক পকেটে ওটা বড্ড বেমানান !!!
স্যালুট স্যার..... আপনাকে আমার অনেক ভালো লাগে..... রাজপথের নেতা আপনি..... দোয়া রইলো স্যার
Guest is better than host...But love you sir...Such a big inspiration... 🤘Naved Mahbub....
That is the whole intention :-)
What a great show!
আসাদুজ্জামান নূর - বাকের ভাই খ্যাত তার অভিনয় অসাধারণ অতলনীয় ছিলো, কোথাও কেউ নেই😢আজ শেষ করলাম দেখে নাটকটি
and the guest is funnier than the host !!
That's the intent.
আমার এক জন প্রিয় অভিনেতা।
Naveed bhai,
Please talk slow and listen more than you talk. You are educated in USA. And the concept of the show is from US.
Agree, you are the first one (to my knowledge) to do a show like this. But need to work on the 'kutkuti' less, please maintain USA standard which you are trying to establish.
Agree. Need to talk slower and listen more. Thank you.
Really gadhar Moto lafalafi Kore. Kicchu incompetent manush life a juggota theke beshi pay.
ঠিক বলেছেন ভাই। আমার কাছেও নাভিদ ভাইয়ের উপস্থাপনায় কোথায় যেন বেশ তাড়াহুড়ো ভাব লক্ষ্য করছিলাম। হয়তো অনুস্ঠানের সময় স্বল্পতা এর কারন। আমি একটা কথা বলব, এ ধরনের অনুস্ঠানে এত বড় কিংবদন্তি সম অভিনেতাদের উপস্হিতির সময় আরেকটু প্রলম্বিত করার ব্যবস্হা করুন এবং এতটা হাস্যরস না থাকলেও চলবে। কিছুটা সিরিয়াস উপদেশমূলক কথাও অতিথীদের মুখ থেকে শুনতে চাই। এমনভাবেই নির্মান করুন।
@@diptychondona9391 y 7. Asaduzzamaner abhinoy khub bhalo lage
কমেন্টটা করে রাখলাম❤ পরবর্তী প্রজন্মের জন্য❤❤
Show ta continue hoy akhno?
আসাজাদ্দুর জামান নুর, ওরফে বাকের ভাই অভিনয় অসাধারণ হইছে , ♥️♥️♥️♥️♥️
Asdujjaman Nur,what a person!We are proud of you sir.
আসাদুজ্জামান নূর স্যার অসাধারণ অভিনয় করেছিলেন বাকের ভাই নাটকে। আমরা নতুন প্রজন্ম স্যারকে স্যালুট জানাই সবসময়।
উপস্থাপনা ভালো হয়নি।উনি একজন মুক্তিযোদ্ধা, অথচ এই পরিচয়টা যথাযথভাবে দেওয়া হয়নি।
উনার উপস্থাপনা খুবই বাজে।
আসসালামু আলাইকুম স্বাগতম শুভেচ্ছা গ্রহণ করুন 🇧🇩🇧🇩🇧🇩
উনি সরকারের একজন মন্ত্রী ছিলেন সেটা তো অবশ্যই বড় কিছু কিন্তু তার চেয়েও তার বড় পরিচয় তিনি জীবন্ত কিংবদন্তি অভিনেতা।খুবই সাবলীল ও জীবন্ত অভিনয়।
একজন প্রিয় মানুষ, সবার প্রিয় মানুষ।
একটা সময়ে ( যখন এত চ্যানেল ছিলনা ) আমি বা আমাদের বাড়ির কিছু উৎসাহী লোকজন বুসটার এনটেনা র মাধ্যমে ( আমি পশ্চিমবঙ্গের অধিবাসী ) কেবল বাংলাদেশ টিভির নানা ধারাবাহিক নাটক বা সংক্ষিপ্ত নাটক বলতে গেলে নিয়মিত দেখতাম। এমনই একটা নাটক কোথাও কেউ নেই এর চরিত্র ছিল এই "বাকের ভাই" বা আসাদুজ্জামান নূর। নাটকটা এমনই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গের আনন্দ বাজার পত্রিকাতে বাকের ভাইয়ের শেষ পর্যন্ত ফাঁসি হবে কিনা তাই নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। এটা সত্যিই ভাবনার অতীত। আজ উনি অন্য পেশায় নিযুক্ত, আপনাদের দেশের অন্যতম সাংসদ তা সত্যিই ভাবা যায়না। পরিস্কার বাংলা ভাষাতে যেমন উনি সাবলীল ঠিক তেমনই নাট্য জীবনে মেঠো ভাষাতেও ততটাই সাবলীল ও বাংলাদেশের নাটক প্রেমী জনতার কাছেও উনি সমান জনপ্রিয়। উনি আপনাদের দেশের নানান বরেন্য ব্যাক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন ( আমাদের এপার বাংলারও কিছু অভিনয় জগতের ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছেন ) তা এই ইউ টিউব ব
চ্যানেলে দেখেছি। আসাদ ভাই আগামী দিনেও আরও ভালো ভালো নাটক উপহার দিয়ে দর্শকদের অভিনন্দন নিয়ে যাবেন এই কামনাই করি।ধন্যবাদ নাভেদ মাহবুবকে ওনার এই সাক্ষাৎকার পরিবেশনের জন্য।
Iconic🖤
Assaduzzaman Noor is a living legend❤❤❤
Such a wonderful personality.
অসাধারণ চরিত্র হয়েছে , নাটকে,,,,,♥️♥️♥️
he is my favourite ❤
নীলফামারির জেলার গর্ব। কিংবদন্তী অভিনেতা।
সব সময় সবার ভাই-
তিনি আমাদের বাকের ভাই!
❤❤❤❤❤❤❤❤
কোথাও কেউ নেই নাটক থেকে এই শো দেখা
Aktu agey baker vai natok dekhe aslam.baker vai er fan hoye geco ❤️
অসাধারন নুর স্যার!❤️
I ❤ and respect Noor sir, his personality and voice 😊
আসাদুজ্জামান নুরকে দেখলে আমার বুকটা থরথর করে কাপে . আমার চোখে পানি চলে আসে . দেখতে হুবহু আমার বাবার মতো . বয়সও সেইম সমান সমামন হবে . আমার বাবা ও যুদ্ধকরেছে . আমার বাবা উনার মতোই ইসমাট ছিলেন . বাবা গেয়ানি বুদদিমান সাহসি ছিলেন . আমাদের ইউনিয়নের সবাই বাবাকে অনেক ভালোবাসতেন . এখোনো বাসে . বাবাকে সবাই সন্মান করতেন . এখনো করে . বাবা মারা যান ১৯৯৩ সালে ১৬ ই আগস্টে .
😢
বাকের ভাই 💚
অয়োময় নাটক . বাকের ভাই এই নাটক গুলি খুব মনে পরে . দেয়ালে লিখা থাকতো বাকের ভাইয়ের মুক্তিচাই . আমার বাবাকে বলতাম বাবা তুমিকে বাকের ভাই . বাবা হাসতো আর বলতো পাগল ছেলে মেয়ে কিবলে দেখো . আসাদুজ্জান নুরকে দেখলেই আমার দু চোখ বেয়ে পানি অঝোরে পানি পরে .
আমাদের প্রিয় বাকের ভাই ❤❤
আমার সবচেয়ে ফেবারিট আসাদুজ্জামান নূর ❤️❤️❤️❤️❤️
It’s just a great show ❤
উনাকে আমার কি যে ভাল্লাগে🥺🥺🥺🥺🥺🥺
"বাকের ভাই ২" যারা দেখতে চান সারা দেন এখানে🥀
ভীষণ ভালো লাগলো।
৭০ বছরেও তিনি চিরতরুণ!
আসলে আমাদের দেশের কোন কিছুই উন্নত হলো না। একজন উপস্থাপক হিসেবে এই ব্যক্তির উপস্থাপনা কোন ভাবেই গ্রহণযোগ্য না। আমরা আমাদের পাশের দেশ ভারতীয়দের দেখেও শিখতে পারি। জনতার আদালত অনুস্ঠান টার উপস্থাপনা দেখলে মন ভরে যায়।
এই কমেন্টটি ই খুঁজছিলাম, যাক একজনের হলেও ব্যাপারটি নজরে এসেছে। এত ম্রিয়মান ব্যক্তিত্তের মানুষ উপস্থাপক হয় কিভাবে?
Smartest actor 😍😍😍😍
Ticket kivave pabo
হুমায়ুন আহমেদ স্যার এর শ্রেষ্ঠ আবিস্কার আসাদুজ্জামান নূর
ইশ! আমার ভীষণ প্রিয় একজন মানুষ!