অর্কর ঠেক - সৌম্যদীপ কীভাবে হয়ে উঠলেন 'মুর্শিদাবাদী' | Arkar Thek - Ep 5 ft. Soumyadeep Murshidabadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.พ. 2023
  • নামের পাশে বড় শহরের ট্যাগ থাকলে কি সফল হওয়াটা অনেক সহজ হয়ে যায়? মফস্বলের ছেলে-মেয়েদের লড়াই, সাফল্য, ওঠাপড়া, আর গান নিয়ে আড্ডায় সৌম্যদীপ মুর্শিদাবাদী।
    অডিও - স্বর্নাভ
    ভিডিও - প্লাবন প্রতিম
    পোস্টার - দীপ
    অর্কর ঠেক-এর বাকি আড্ডা▶️ bit.ly/ArkarThek
    #ArkarThek #Murshidabadi #bengaliculture
    লেটেস্ট আপডেট জানার ও নানা রকম বিহাইন্ড দা সিনস দেখার জন্য আমাদের সাথে নীচের সোশাল মিডিয়া প্লাটফর্মস গুলোতে জুড়ে যান:
    Facebook: / officialshonona
    Instagram: / officialshonona
    Spotify: spoti.fi/3sN6eqF
    Amazon Music: amzn.to/3zqUVIy
    Google Podcasts: bit.ly/3DhGTu1
    Buzzsprout: shonona.buzzsprout.com/
    Twitter: / shonona_app
    Email: hello@shonona.com
    আর আমাদের সঙ্গে যোগ দিতে চাইলে বা কোনও সাজেশন, আবদার জানাতে আমাদের মেইল বা মেসেজ করুন :)
    #banglapodcast #bengalisong
    Keywords (please ignore):
    bengali podcast, bangla podcast, bangla audio story, bangla adda, bengali adda, bengali pocdcast media, বাংলা পডকাস্ট, বাংলা আড্ডা , বাঙালি ঐতিহ্য,

ความคิดเห็น • 54

  • @susmitadas1159

    "বুঝছো".. কি মিষ্টি লোক টা.. অনেক ভালোবাসা ♥️

  • @MrApdream
    @MrApdream ปีที่แล้ว +13

    অসাধারণ আড্ডা হয়েছে। বহুকাল ধরে সৌম্যদীপের সঙ্গীত ফলো করে আসছি। একটা আক্ষেপ ছিল যে আরও কেন বেশি বেশি ওর গান শুনতে পাইনা। অনেক উত্তর পাওয়া হলো। ভরপুর ভালোবাসা, শুভেচ্ছা মুর্শিদাবাদীর জন্য। ওর মতো মানুষেরা আছে বলেই মানুষের পৃথিবীটা এখনও সুন্দর। এই কাজটির জন্য, এই সুগ্রন্থনার জন্য অর্ককে ধন্যবাদ।

  • @pragyaparamitamaiti6658
    @pragyaparamitamaiti6658 ปีที่แล้ว +8

    মাঝে চোখ জল এসে গ্যালো, ওই জায়গাটায় যে নিজামুদ্দিন আউলিয়ার প্রসঙ্গটা এলো। সৌম্যদীপ মুর্শিদাবাদীর গান আমি 2016 থেকে শুনছি, বহু রাতে ওঁর গান শুনতে শুনতে ঘোর লেগেছে, চোখে জল এসেছে। ওঁর জীবনবোধ, জীবনদর্শনই ওঁর সঙ্গীতে প্রতিফলিত হয়। ধন্যবাদ এই পডকাস্টের জন্য।

  • @tridipphotography1405
    @tridipphotography1405 ปีที่แล้ว +6

    মুর্শিদাবাদ বাসী হিসেবে গর্ব হয় বই কি!❤️❤️

  • @user-hh1qw3hn4v
    @user-hh1qw3hn4v ปีที่แล้ว +5

    বাংলাদেশ তোমাকে অনেক চায় ❤ দয়া করে তুমি আবার এসো সিজন টু তে 😊ধন্যবাদ অর্ক দাদাকে এরকম সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ার জন্য। মুর্শিদাবাদীর প্রথম গান শোনা হয় সিজন ওয়ানে কোক স্টুডিও বাংলায়। তারপর আজকে হঠাৎ ওর গান শুনলাম তাই সেখান থেকেই ইউটিউবে খুঁজাখুঁজি মুর্শিদাবাদীকে❤ তুমি না বললে হয়তো ওর আসল নামটা জানতে পারতাম না। অর্ণবের সাথে ওর সংযোগটা আমাকে আসলেই বিমোহিত করেছে। আর যে যাই বলুক মুর্শিদাবাদী একটা মাল -জানো অর্ক দাদা ওর জীবনের ঘটনাগুলো আমাকে আসলেই অনেক ভালোভাবে স্পর্শ করেছে। আমিও আর চার পাঁচটা কলেজ পড়ুয়া ছেলেদের মত, আমি না চার-পাঁচটা ছেলেদের মত হতে চাই না। হতে চাই নিজের মত 😊আবারো ধন্যবাদ অর্কদা ❤❤❤❤❤আর সাম্যের জন্য অবিরাম ভালোবাসা।

  • @যমদূত

    বুঝছো না?!! 🤣

  • @anirudhyam1

    বহরমপুর, মুর্শিদাবাদী হয়ে গর্বিত আমিও তথা খাবা দেবা নেবা বলতেও খুব গর্ব বোধ করি সাথে তোমাদের মতো শিল্পীদের জন্য বুক আনন্দে ভরে ওঠে।।।❤❤

  • @bapanmondal173

    আমি কবীর বলতে বুঝতাম , ইতিহাস বইয়ে ২ কি ৩ বাক্যে লেখা কিন্তু প্রায় অনেক বছর আগে রবীন্দ্রসরোবরে সৌম্য দা কে শোনা ও কবীর কে জানা আসল কবীর কে ।

  • @PiyanikaMitraSinghaRoy
    @PiyanikaMitraSinghaRoy 21 วันที่ผ่านมา +1

    প্রকৃত শিল্পী এমনি হয় বুঝছো... অনেক শুভেচ্ছা রইলো

  • @raupama

    I am sorry Arko bhaiya but jotokkhon tumi Soumyadeep ke interrupt korecho totokkhoni mone hoye loss. Ajob sundor kore golpo bole Soumya da. I want more podcasts of him talking.

  • @sujoymukherjee1311
    @sujoymukherjee1311 21 วันที่ผ่านมา +1

    Osadharon priyo shilpir kotha

  • @monojdas-gupta5918

    This Murshidabadi Sikdar is a kind of musical maverick. I like to think to some degree he has the same emancipating effect on Indian classics as Jazz has on Western.

  • @kaushikchakraborty9115

    অনেক সাক্ষাৎকার শুনেছি, কিন্তু এটা একদম অন্যরকম। অসাধারণ লাগলো। সৌম্যভাই এর কথার মধ্যে সহজ ভাবটা রয়ে গেছে - যেটা নাম হলে থাকে না। এটাই খুব আকর্ষন করল।

  • @srabaneeghosh534

    সৌম্যর ভক্ত আমি বরাবর... বার তিনেক podcast টা শোনার পর থেকে আমি আরও বড়ো fan হয়ে গেলাম... অনেক ভালবাসা আর শুভেচ্ছা রইলো...অনেক এগিয়ে যাও ভাই ❤

  • @bapanmondal173

    অর্ক দা একদম ঠিক বলেছো ওরা বর্তমানে কলকাতার থেকে ঢাকা অনেক আংশে এগিয়ে গেছে পুরো শিল্পভাবনাই গান, সিনেমা,সাহিত্য সব দিক দিয়ে এগিয়ে গেছে এবং এর একটি কারণ হলো বাংলা ও বাঙালীর জাতীয়তাবোধ ।

  • @ehsanshahin930

    His limit is the sky. Wishing you the best.--From Melbourne

  • @anupamadatta4848

    কি সরলতা কথায়, খাঁটি মানুষ, ❤

  • @itzmesoham4981

    Murshidabad er duto talent-

  • @azbablu1118

    খুব ভালো লাগলো।সৌম্য আর তালেব এই দূজন আমার পছন্দের।

  • @avishekhbanerjee2729

    I was always fascinated by his name and the great work he is doing, thanks for bringing him to this podcast