বাজরিগার পাখি পালন | পাখিকে কি কি খাওয়াবেন না | What Not To Feed Budgies | Poisonous Foods For Bird

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024
  • বাজরিগার পাখি পালন | পাখিকে কি কি খাওয়াবেন না | What Not To Feed Budgies | Poisonous Foods For Bird
    যারা বাজরিগার পাখি পালন করেন কিংবা যেকোন পাখি পালতে চাচ্ছেন তারা কোনোভাবেই এই কন্টেন্ট টি মিস করবেন না। কারণ সামান্য কয়েক মিনিটের ভিডিওটি আপনার পাখিকে অনেক বড় বিপদ ও মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। গ্ৰোলাইফের এবারের কন্টেন্ট এ আপনি জানবেন বাজরিগার পাখিকে কি কি খাওয়ানো যাবে না। আর কোন উপকরণ গুলো পাখির খাঁচায় ব্যাবহার করলে সেগুলো পাখির মৃত্যুর কারণ হতে পারে। তাই পাখি পালনের অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন‌।
    ১, বিভিন্ন ফলের বীজ
    বাজিগার বিভিন্ন রকমের ফল পছন্দ করে খায় উদাহরণস্বরূপ এরা আপেল পেঁপে পেয়ারা স্ট্রবেরি সহ আরো নানা রকমের ফল খেয়ে থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পাখির জন্য ফলের বীজ বিষাক্ত হতে পারে। বিষাক্ত ফলের বীজ এর মধ্যে রয়েছে
    Apples
    Pears
    Cherries
    Apricots
    Peaches
    Plums
    Nectarines
    আপনি পাখিকে আপেল খাওয়াতে চাইলে আপনাদের চুচা এবং বীজ ছাড়িয়ে তারপর খাওয়াবেন পাখি যদি বিষ খেয়ে ফেলে তবে কিন্তু এটা বিষক্রিয়ার সৃষ্টি করবে। আবার স্ট্রবেরী ও পেয়ারার বীজ পাখির জন্য সেফ। এগুলোতে কোন সমস্যা নেই। আবার চেরি ফলের বীজ বাজিগার এবং অন্যান্য সব পোষা পাখির জন্য বিষাক্ত তাই চেরি ফল খাওয়াতে গেলেও বীজ ফেলে দিয়ে তারপর পাখিকে খেতে দিবেন।
    ২, চকলেট
    আপনি হাতে হাতে নিয়ে একটা চকলেট খাচ্ছেন চিন্তা করলেন পাখিকে এক কামড় দেয়া যাক। কিন্তু ভুলেও এই কাজটা করতে যাবেন না। প্রায় সব রকমের পাখির জন্য চকলেট একটা বিষাক্ত খাবার । আসলে চকলেটের মধ্যে Theobromine and caffeine নামক দুটি উপকরণ থাকে যেগুলো বড় প্রাণী দের জন্য ক্ষতিকর না। কিন্তু আকৃতিতে ছোট যে কোন পাখি যদি চকলেট খেয়ে ফেলে তবে এটা সরাসরি তাদের জন্য বীষ হিসেবে কাজ করবে।
    ৩, পাতাবাহার গাছের পাতা
    পাতাবাহার গাছের পাতা দেখতে যত সুন্দর এগুলো ঠিক ততটাই বিষাক্ত। এটা মানুষ পাখি কুকুর বিড়াল বা খরগোশ প্রত্যেকের জন্য সমানভাবে বিষাক্ত। আপনি যদি ঘরের মধ্যে ছেরে টেম করা পাখি পালন করেন তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন ওরা কোন ইনডোর গাছ বা পাতাবাহারের পাতা খেয়ে না ফেলে। পাখি যদি পাতাবাহারের পাতা খেয়ে ফেলে তবে নিশ্চিত ভাবে এরা অসুস্থ হয়ে পড়বে। ডায়রিয়া দেখা দিবে এবং অতিরিক্ত খাওয়ার ফলে মারাও যেতে পারে।
    ৪ , Allium Vegetables পেঁয়াজ রসুন ও আদা জাতীয় গাছ,
    এলুম ভেজিটেবল বলতে বোঝায় পেঁয়াজ ও রসুন জাতীয় গাছ।
    পেঁয়াজ বা রসুন গাছ গুলার পাতা ছালবাকল সবকিছু সব রকমের পাখির জন্য ক্ষতিকর। উপকরণ গুলো যদি পাখি খেয়ে ফেলে তবে এগুলো সরাসরি এদের লোহিত রক্তকণিকা কে ভেঙে ফেলে। বিজ্ঞানের ভাষায় এই সমস্যাটি কে বলা হয় hemolytic anemia এর ফলে পাখি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এবং এই খাদ্যগুলো গ্রহণের মাত্রা যদি অতিরিক্ত হয় তবে সঠিক চিকিৎসা না পেলে পাখি মারা যায়। তাই সব সময় চেষ্টা করবেন পাখি যেন এই জিনিসগুলো কখনো খেতে না পারে।
    ৪, আইসবার্গ লেটুস পাতা
    সাধারণত পাখি সবুজ শাকসবজির মধ্যে লেটুসপাতা খেয়ে থাকে । কিন্তু লেটুসের মধ্যে আইসবার্গ লেটুস নামে এক প্রকারের লেটুস রয়েছে সেটার পাতাতে lactucarium নামের ক্ষতিকর কেমিক্যাল রয়েছে। বাজারিগার যদি এই আইসবার্গ লেটুস পাতাগুলোকে খেয়ে ফেলে তবে তারা ডায়রিয়াতে আক্রান্ত হবে এবং শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়বে।
    5, বেকারির পন্য কুকি কেক বা ড্রাইকেক
    নরমালি ময়দা দিয়ে তৈরি বিস্কিট বা সাধারণ টোস্ট পাখির জন্য তেমন ক্ষতিকর নয় । কিন্তু অতিরিক্ত সুগার ও কার্বোহাইড্রেট জাতীয় কেক কুকিজ বা ড্রাইকেক জাতীয় মজাদার খাবার পাখির বদহজম জাতীয় সমস্যা বা ডায়রিয়া সৃষ্টি করতে পারে ‌‌। বারবার এগুলো খেলে শরীরে Enterotoxemia নামক একরকম রোগের সৃষ্টি করে। এ রোগটা হচ্ছে এক ধরনের ডায়রিয়ার মতই অসুখ । যা আপনার পাখিকে ধীরে ধীরে দুর্বল করে তুলবে। তাই আদর করে আপনার কোন পাখিকেই এসব মজাদার বেকারির তৈরি খাবার খাওয়াতে জাবেন না।
    এসব ছাড়াও বাজারিগার পাখির খাবারের মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যেগুলো অতিরিক্ত খাওয়ালে সমস্যা হয়। এদের মধ্যে রয়েছে পাউরুটি। অনেকে সফট ফুট তৈরীর সময় পাউরুটি ব্যবহার করেন। কিন্তু এটা পাখির জন্য তেমন ক্ষতিকারক না হলেও সাইন্টিফিক ভাবে পারুটির ব্যবহার ঠিক নয় যদি আমাদের দেশে প্রায় সবাই এটা সফট ফুড তৈরিতে ব্যবহার করে থাকে। তাই চেষ্টা করবেন পারুটি ব্যবহার না করে অন্যান্য উপকরণ দিয়ে সফটফুড তৈরি করার।
    বাজিগার লাভ বার্ড ককাটেল কিংবা অন্যান্য পাখির খাঁচায় মানুষ বিভিন্ন রকমের খেলনা ব্যবহার করে। এ সমস্ত খেলনাগুলো পাখির খাঁচা সৌন্দর্য বৃদ্ধিতে পাখিকে আনন্দ দিতে সহায়তা করে। কিন্তু অনেক ক্ষেত্রেই খেলনাগুলো অ্যালুমিনিয়াম অথবা লেড দিয়ে তৈরি হয়। আবার কিছু কিছু খেলনা বা হ্যাংগার সস্তা কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এসমস্ত প্লাস্টিকে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকতে পারে যেটা পাখির জন্য ক্ষতিকর। আবার অ্যালুমিনিয়াম ও লেড থেকে স্লো পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে। যেটা দীর্ঘ সময় পর পাখিকে রোগাক্রান্ত করে তুলতে পারে ‌। । এজন্য পাখির খাঁচায় আপনি যদি কোন খেলনা ব্যবহার করতে চান তবে চেষ্টা করবেন সেগুলো যেন কাঠ বাঁশ এই ধরনের প্রাকৃতিক উপাদানে তৈরি হয়। এ ছাড়া অধিকাংশ প্যারাকিট জাতীয় পাখি অ্যালুমিনিয়ামের বাষ্প সহ্য করতে পারেনা। অনেকে তার পোষা পাখি কি কাঁধে করে নিয়ে রান্নাঘরে রান্না বান্না করতে চায় বা রান্নাঘরের পাশে পাখির খাঁচা রাখে। যেগুলো খুবই রিস্কি

ความคิดเห็น • 136

  • @apurbasarkar8964
    @apurbasarkar8964 3 ปีที่แล้ว +17

    আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার ভিডিওটা দেখে অনেক সতর্ক হয়ে গেলাম।

  • @Futuhathshirinvlogs
    @Futuhathshirinvlogs 2 ปีที่แล้ว +1

    thanks upokar korlan.👍

  • @dulalyaktershila7858
    @dulalyaktershila7858 3 ปีที่แล้ว +1

    ভিডিও টা অনেক ভালো লাগছে

  • @birdloverdebjit7970
    @birdloverdebjit7970 3 ปีที่แล้ว +4

    Valo video 👍

  • @hafijurrahman7570
    @hafijurrahman7570 3 ปีที่แล้ว +7

    ভিডিওতে দেখানো পাখিগুলো অনেক সুন্দর এবং স্বাস্থ্যবান।।।

  • @bappamondal4101
    @bappamondal4101 3 ปีที่แล้ว +2

    I am a fast view

  • @Labiba9020
    @Labiba9020 ปีที่แล้ว +1

    ভাই বাজিগর পাখিদের ধনিয়াপাতা খাওআনো যাবে?

  • @Muslimuddinchy
    @Muslimuddinchy 3 ปีที่แล้ว

    ভালো ভিডিও হইছে

  • @frankensteintahmid923
    @frankensteintahmid923 2 ปีที่แล้ว +1

    ভাইয়া বাধা কপি কি খাওয়ানো যাবে আর বাধা কপি কি বাজিরিকা পাখি কি খায় একটু জানাবেন ভাইয়া🖤🖤

  • @RobloxianGamer48
    @RobloxianGamer48 3 ปีที่แล้ว +1

    I like how you talk about birds from Bangladesh its my favorite creature birds

  • @queenofthenightrose63
    @queenofthenightrose63 3 ปีที่แล้ว +1

    দোয়া করবেন সবাই কারণ আজ আমার একটা বাজিগার পাখি মারা গিয়েছে। 😭আসলে মানুষ ঠিকই বলে যার যায় সেই বুঝে এটা মানুষের ক্ষেত্রেও যা পাখির ক্ষেত্রেও তা বেশিরভাগ মানুষ মনে করে আর এই পৃথিবীতে সব প্রাণিজগতের প্রাণীরা কিছুই না।

  • @ariyanahmad492
    @ariyanahmad492 3 ปีที่แล้ว

    Thx vaia

  • @birdloverdebjit7970
    @birdloverdebjit7970 3 ปีที่แล้ว +2

    Nice video 👍👌

  • @tasnimataskintanisha6040
    @tasnimataskintanisha6040 3 ปีที่แล้ว +11

    কেনো ভাইয়া পাখি কে তো সুনলাম লেবু দিলে কিছু হয়না চর্বি কাটে।আমার পাখি ডিম দিচ্ছিলো না লেবু খাওয়ানোর সাত দিন পর ডিম দিছে।

  • @azhar5390
    @azhar5390 2 ปีที่แล้ว

    Thank you so much dear. You inform us

  • @jayedhasan2313
    @jayedhasan2313 3 ปีที่แล้ว +1

    Thank you so much vaiya.☺️☺️☺️🐮

  • @taskia415
    @taskia415 3 ปีที่แล้ว

    Onek upokari video vai. Thank you vai.

  • @RafiqulIslam-fc3wu
    @RafiqulIslam-fc3wu 3 ปีที่แล้ว

    Thanks bhiya.

  • @Hobi_hapi
    @Hobi_hapi 2 ปีที่แล้ว

    Thanks ✨

  • @eseucoups
    @eseucoups 3 ปีที่แล้ว +2

    its so good to see someone from bangladesh finally talking about these, thank you so much!

  • @debasisghorai5170
    @debasisghorai5170 3 ปีที่แล้ว

    Thank you bhai

  • @MdSohelRana-mk7ds
    @MdSohelRana-mk7ds 3 ปีที่แล้ว

    thanks vai

  • @waheedbirdsacademy9646
    @waheedbirdsacademy9646 3 ปีที่แล้ว +1

    Mashallah

  • @raiyan.7981
    @raiyan.7981 3 ปีที่แล้ว

    Thank you so much brother

  • @shamashaluvlogs5093
    @shamashaluvlogs5093 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @razibulzabed574
    @razibulzabed574 3 ปีที่แล้ว

    Thanks

  • @pujapaul531
    @pujapaul531 2 ปีที่แล้ว

    পাখি কে কী কী vagetable খাওয়াব

  • @faridhussain1182
    @faridhussain1182 3 ปีที่แล้ว +1

    ভাই কলমি শাক খাইতে পারবে

  • @dulalyaktershila7858
    @dulalyaktershila7858 3 ปีที่แล้ว

    বাজরিগার পাখি কে কিভাবে পোষ মানাবো তা নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ 😊😊

  • @AdventureWithAlomgirVlog
    @AdventureWithAlomgirVlog 3 ปีที่แล้ว +2

    Joss

  • @MNNiloy-qt2tq
    @MNNiloy-qt2tq 3 ปีที่แล้ว +2

    🦢🦢 ভাইয়া প্লিজ রাজ হাঁস নিয়ে কথা ভিডিও বানান প্লিজ । রাজ হাঁস পালন , খাবার , নতুন সেটাপ , কয়টা ডিম দেয় , ডিম থেকে কি ভেবে বাচ্চা ফাটানো সম্ভব এই সকল বিষয়ে কথা ভিডিও দেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ
    💘💘💘💘

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว +2

      ওকে

    • @MNNiloy-qt2tq
      @MNNiloy-qt2tq 3 ปีที่แล้ว +1

      @@growlife ধন্যবাদ আপনাকে 💘💘💘

  • @mdjunaid-lu4kl
    @mdjunaid-lu4kl 3 ปีที่แล้ว +4

    ভাই বাজরিগার পাখিকে কি লেবু খাওয়ানো যাবে

  • @mithunmithun1789
    @mithunmithun1789 2 ปีที่แล้ว

    বাজরিগার পাখিকে কিকি খাবারতে হয় এর একটি ভিডিও দিন

  • @sujitchakraborty4811
    @sujitchakraborty4811 3 ปีที่แล้ว

    Cocktail er kichu bolar jonno ami bollam

  • @Lkppkl14
    @Lkppkl14 3 ปีที่แล้ว +2

    ভাই আমি একটা কাখের সিড়ি আর কাখের লাঠি দিয়েছি ঠিক আছে তো

  • @Ilovestrawberry12
    @Ilovestrawberry12 3 ปีที่แล้ว

    Ohh thank you soo much for your video

  • @liyaislam9130
    @liyaislam9130 2 ปีที่แล้ว

    ভাইয়া পাখির seed mix কি ধুয়ে শুকিয়ে দিতে হবে নাকি সরাসরি seed mix দিতে পারব???

  • @mollamilon1478
    @mollamilon1478 3 ปีที่แล้ว

    Lku

  • @abdun7540
    @abdun7540 2 ปีที่แล้ว +1

    কলা কি খাওনও যাবে

  • @Nx_Birds
    @Nx_Birds ปีที่แล้ว

    আমি আজকে পাখির পানির পাএে ২ফোটা লেবু রস দিয়েছি🥰 সমস্যা হবে??

  • @SamirhossainSiyam
    @SamirhossainSiyam ปีที่แล้ว

    ভাই পাখিকে হলুদ মিশ্রণ পানি খাওয়ানো যাবে কী না ..?

  • @imamhossain4280
    @imamhossain4280 3 ปีที่แล้ว

    valo❤️❤️

  • @পথেরদিশারি-জ৪ঢ
    @পথেরদিশারি-জ৪ঢ ปีที่แล้ว

    ভাই পাখিকে কলা খাওয়ানু যাবে।?

  • @shamimanasrin4523
    @shamimanasrin4523 2 ปีที่แล้ว

    কমলা খাওয়ানো যাবে?

  • @TahaminaWajbi
    @TahaminaWajbi ปีที่แล้ว

    Pata kofi khete parbe😊

  • @sahariyasiam3660
    @sahariyasiam3660 2 ปีที่แล้ว

    ভাই বাজরিগার পাখি কী আঙুর ফল খায়

  • @mdkamrul5592
    @mdkamrul5592 2 ปีที่แล้ว

    👍👍💝

  • @Ilovestrawberry12
    @Ilovestrawberry12 3 ปีที่แล้ว +1

    Actually ami two bajorika pushi

  • @Brocanihavesomepeace
    @Brocanihavesomepeace 3 ปีที่แล้ว

    Amr salik chocolate kheye nise...ki korbo ekhon?

  • @zannatulfardushe9025
    @zannatulfardushe9025 3 ปีที่แล้ว

    Budgiar onek cuteeeeeeeee

  • @thoiedafridi4357
    @thoiedafridi4357 3 ปีที่แล้ว

    Nice

  • @sudiptamondal6599
    @sudiptamondal6599 3 ปีที่แล้ว

    Bhai tomaka aonek dhonno bad amar katc 6a plam haded atcha to tai

  • @movieshub6110
    @movieshub6110 2 ปีที่แล้ว

    বাধাকপির পাতা খাওয়ানো যাবে কি?

  • @ohinaoni7797
    @ohinaoni7797 2 ปีที่แล้ว

    Kumra khawano jbe?

  • @rafsanmallik-pl7hh
    @rafsanmallik-pl7hh ปีที่แล้ว

    ভাই আম গাছ এর পাতা খাওয়ানো যাবে কি?

  • @rushsattalukder3406
    @rushsattalukder3406 3 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও দেখের আগে আমার দুই বা তিন টি পাখি মারা গিয়েছে😭😭😭😭😭😭😭

  • @smarafatrohamansifatmedia2811
    @smarafatrohamansifatmedia2811 3 ปีที่แล้ว +1

    nc

  • @gwjihadff5736
    @gwjihadff5736 3 ปีที่แล้ว +2

    কলসির ভিতরে কি ঘাস জাতীয় কিছু দিতে হবে নাকি খালি রাখলেই ভালো??

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว +1

      খালি থাকবে

  • @mdabusufian3633
    @mdabusufian3633 3 ปีที่แล้ว

    আস্সালামু আলাকুম আসাকরি আল্লাহর রহমতে ভালো আছেন আমার একটা প্রশ্ন ছিল যে: বাজরিগার পাখিকে ডালিম খাওয়ানো যাবে কি না ??

  • @RAYHAN実
    @RAYHAN実 3 ปีที่แล้ว

    Kola khaowale ki Kono problem hobe??

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว

      সপ্তাহে একটা বা সর্বোচ্চ দুই টা খাওয়ালে কোন সমস্যা নেই

  • @কিসেরচ্যানেল
    @কিসেরচ্যানেল 3 ปีที่แล้ว

    ভাই আজকে এক জোরা পাখি আনলাম বাজরিগার ৬ টা ডিম ছিল সাথে কিন্তুু এখন ডিম এ তা দিতাছে না কি করবো জানালে উপকৃত হবো

  • @arafkhan4088
    @arafkhan4088 3 ปีที่แล้ว

    ভাইয়া কলা কি খাওয়ানো যাবে????

  • @diptadattaroll1405
    @diptadattaroll1405 3 ปีที่แล้ว

    ভাইয়া বাজিগার পাখিকে কি আলু সিদ্ধ খাওয়া নো যাবে?Plzz tell me.

  • @nasugi_ot7453
    @nasugi_ot7453 3 ปีที่แล้ว

    ভাই পাখিকে কলা খাওয়ানো যাবে কি

  • @B.W202
    @B.W202 ปีที่แล้ว

    আমার পাখি কচুপাতা খেয়ে ফেলেছে এখন আমি কি করব?

  • @trishita1364
    @trishita1364 3 ปีที่แล้ว

    Amar Pakhi ta Chotpoti Khete Khub Khub Khub Like kore.....
    But Chotpoti te Ki Kono Problem?

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว +1

      মনে হয় সমস্যা নেই। তবে কম পরিমাণে দিবেন। বেশি খেলে সমস্যা হতে পারে।

    • @trishita1364
      @trishita1364 3 ปีที่แล้ว

      Thanks Vaiya

  • @mdrobiul3389
    @mdrobiul3389 3 ปีที่แล้ว

    চর্বি কমানোর জন্য লেবূর পানি খাওয়ানো যাবে????
    একটা ভিডিও তে দেখলাম লেবুর পানি দিলো..
    দিতে পারবো কিনা একটু জানাবেন আর চর্বি কমবে কিনা একটু বলবেন

  • @ragibmajid2912
    @ragibmajid2912 3 ปีที่แล้ว

    Chorbi kivhabe komate hoi keo bolben pls

    • @tasnimataskintanisha6040
      @tasnimataskintanisha6040 3 ปีที่แล้ว

      লেবু ওদের জন্য খতিকর না লেবুর পানি দেন চর্বি কেটে যাবে। আমি সফল হয়েছি।

  • @raykaa3137
    @raykaa3137 3 ปีที่แล้ว

    আমার পাখির পসম পরে কি করবো

  • @tajmirakhatun2887
    @tajmirakhatun2887 3 ปีที่แล้ว

    ভাই আমার একটা তোতা টিয়া পাখি আছে কিন্তু কিছু খায় না, এখন এমন কোন ঔষধ আছে কি

  • @samiharijwana7322
    @samiharijwana7322 3 ปีที่แล้ว

    তুলসী পাতা পাখিদের জন্য কী ক্ষতিকর??

  • @mdthamid1816
    @mdthamid1816 3 ปีที่แล้ว

    পাখিকে আখ / কুসার খাওয়া যায়না। কমেন্ট করে অবশ্যই বলেন please 🙏

  • @sanzidarami1629
    @sanzidarami1629 3 ปีที่แล้ว

    পাখি

  • @apubhadury9684
    @apubhadury9684 3 ปีที่แล้ว

    ভাই যে কোন শাখ-সবজি খাওয়ানো যাবে কী।

  • @sankarsenapati6651
    @sankarsenapati6651 3 ปีที่แล้ว

    12ft/6ft ঘরে কতগুলো বাজরীগর পাখি রাখতে পারবো? উচ্চতা ১০ ফুট আছে।

  • @sakibhasanrafi639
    @sakibhasanrafi639 3 ปีที่แล้ว

    ভাইয়া আমি নতুন একটা ছোট ফারম ডিতে চাই কয় জোরা ডিয়া সুরু করবো

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว

      পাঁচ জোড়া পেলে দেখেন যদি ভালো রেজাল্ট পান তখন বাড়াবেন

    • @tawsifhossen7038
      @tawsifhossen7038 3 ปีที่แล้ว

      @@growlife আদা খেতে পারবে।

  • @imranhosan1856
    @imranhosan1856 2 ปีที่แล้ว

    অতিরিক্ত পাখার বাতাসে কি পাখির কোন ক্ষতি হবে?

  • @shafayatshimul4984
    @shafayatshimul4984 2 ปีที่แล้ว

    Make The video 1.25x . Thanks me later.

  • @YTHASAN.14
    @YTHASAN.14 11 หลายเดือนก่อน

    ভুল কথা ❤❤

  • @siamtv3945
    @siamtv3945 3 ปีที่แล้ว

    বাজরিকা পাখি ডিম পাড়ার পর এক মাস পর তার দাম কত দুই মাসের মধ্যে জানান

  • @legendrapsanboy5528
    @legendrapsanboy5528 3 ปีที่แล้ว

    Bhai ameo to phaki ra choklate dese

  • @samimalaily7278
    @samimalaily7278 3 ปีที่แล้ว +1

    ভাই আমি চিন্তা করতাছি বাজরিগার পাখি পালব বাণিজ্যিক আকারে বাসায় কয়টা বাজরিগার পারলে ঠিক হবে ভাই প্লিজ রিপ্লাই দাও

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว

      ৩/৪ জোড়া দিয়ে শুরু করে শেখেন। পরে শিখে গেলে বাড়াবেন।

  • @mohedebn6840
    @mohedebn6840 3 ปีที่แล้ว

    ভাইয়া আমি এক জরা বাজিগার আনছে তারপরে ৪টা ডিম দিছে এখন দুই দিন ধরে বাসার ভিতরে জায় না কেনো

  • @twosisterskitchen2204
    @twosisterskitchen2204 3 ปีที่แล้ว

    amra ki bagigar k ki pui shak khayate parbo

  • @Nihamofficial
    @Nihamofficial 3 ปีที่แล้ว

    ভাই পুই সাক খাওনো যাবে

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว +1

      Yes

    • @Nihamofficial
      @Nihamofficial 3 ปีที่แล้ว

      ভাই ধনে পাতা খাওায়ানো যাবে

  • @gulenurjannat3543
    @gulenurjannat3543 3 ปีที่แล้ว

    পাখিকে চিড়া ভিজিয়ে কি খাওয়ানো যাবে??

  • @mrsnasrin1262
    @mrsnasrin1262 3 ปีที่แล้ว +1

    Doina para kaano ja ba

  • @AnnaAna-u6m
    @AnnaAna-u6m ปีที่แล้ว

    ❤😢😅

  • @khaledalopa9610
    @khaledalopa9610 3 ปีที่แล้ว

    Amar Prince bird ogular ki khabar

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว

      ফিন্স কেউ খাবারগুলো খাওয়ানো যাবে না

  • @masudgazi9218
    @masudgazi9218 3 ปีที่แล้ว

    আমার কিন্তু পাহাড়ি চন্দনা আছে সে কিন্তু সব খায় .চকলেট খায় অল্প পরিমাণে মাংস ও খায়

  • @mrnob7254
    @mrnob7254 3 ปีที่แล้ว

    Baazigar Pakhi কলা খায়

  • @younusleon8079
    @younusleon8079 3 ปีที่แล้ว

    ভাই টিয়া কয় মাসে রানিং হয়?

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว

      দুই বছর প্রায়

  • @borsharahman2928
    @borsharahman2928 3 ปีที่แล้ว

    আমি ৪ দিন এই পাখি কিনেছি যার কাছ থেকে কিনেছি সে ড্রাই কেক খাওয়াতে বলছে তো

  • @liaquathossain7411
    @liaquathossain7411 ปีที่แล้ว

    🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @afrozaislam4770
    @afrozaislam4770 3 ปีที่แล้ว

    ভাই পাখির গান পরে দেবেন আগে কথা কস শিখে আসুন

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว +1

      জি ধন্যবাদ আপনাকে ভুল ধরে দেবার জন্য। কিন্তু মাসে ২০ লক্ষ লোক আমার ভিডিও দেখে আর কেও তো একথা বললো না !

  • @sirazulislam2717
    @sirazulislam2717 3 ปีที่แล้ว

    Thanks

  • @PolyzKitchen
    @PolyzKitchen 2 ปีที่แล้ว

    Thank you

  • @shamimreza3158
    @shamimreza3158 2 ปีที่แล้ว +1

    ভাই পাখিকে কি ঘাস খাওয়ানো যাবে,

  • @bardsagebd5083
    @bardsagebd5083 2 ปีที่แล้ว

    ভাই চাল বা ভুট্টা খাওয়ানো যাবে কি না

  • @ffmahingaming117
    @ffmahingaming117 3 หลายเดือนก่อน

    ভাই বাজরিগার কে কি কাঁচা পেপে খাওয়ানো যাবে