Bor Porong-2 (বড় পরঙ-২), The Great Exodus of the Chakmas in 1964

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • ১৯৬৪ সালের কাপ্তাই বাঁধ পার্বত্য চট্টগ্রামের ১,০০,০০০ আদিবাসী জনগণকে উচ্ছেদ করেছে । কাপ্তাই বা রাঙ্গামাটি হ্রদ নামের যে চোখের পানির জলাশয় সৃষ্টি হয়েছে তা ২১,০০০ হেক্টরের বেশি সবচেয়ে উর্বর ভূমি ডুবিয়েছে যা টোকিও মেট্রোপলিটন এলাকার চেয়েও বড় এবং ১৮,০০০ পরিবারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে । ক্ষতিপূরণ তো তেমন কিছুই দেয়নি বরঞ্চ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের পরামর্শ দিয়েছেন পাহাড়ে উঠো, জঙ্গলে যাও । ফলে ২৭,০০০ চাকমা ভারতে পাড়ি জমিয়েছে এবং তাদের ভারত সরকার তৎকালীন নেফা (বর্তমানে অরুনাচল) এ পূর্ণবাসন দিয়েছে । এই বড় পরঙের ঘটনা চাকমা জাতির কাছে সবচেয়ে দুর্বিসহ অতীত ।
  • บันเทิง

ความคิดเห็น • 38