বেহুলা || Behula Song || Shunno Band || বেহুলা গান || Behula song Lyric | Bangla new song 2021.BADES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025
  • মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয়। তার পাঠানো একটি সাপ লখিন্দরকে হত্যা করে। প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হত তাদের শতকতা প্রচলিত পদ্ধতিতে না করে তাদের মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়া হত ।
    Love Story of Behula and Her Husband Lakhindar, Behula Is Regarded As The Epitome Of A Loving and Loyal Wife In The Bengali.
    সম্পন্ন অনুষ্ঠান উপস্থাপন করাই আমাদের লক্ষ্য,সুধী দর্শক আপনাদের নিকট আমাদের প্রত্যাশা,আমাদের সকল ভিডিও গুলো আপনারা দেখবেন,আশা করি আপনাদের ভালো লাগবে,আর ভালো না লাগলে গঠন মূলক সমালোচনাকরবেন,আমরা সাদরে গ্রহন করবো ।
    সবাইকে জানাই অন্তরিক্ষ অভিনন্দন,, আমাদের ভিডিও গুলা শুধু মাত্র আপনাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্য বানানো হয়,,সুতরাং আপনাদের আমাদের পাশে থাকাটা কিন্তু খুবই জরুরি আর আমাদের এই চ্যানেলে নিয়মিত এরকম ভিডিও আপলোড করা হয়,,তাই দেরি না করে নতুন নতুন ভিডিও পেতে এখনি চ্যানেল টি সাবক্রইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ।.....
    সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, বাংলাদেশের নওগাঁ জেলার এবং বিয়ে বাড়ীর নাছ, গান, কৌতুক সহ বেহুলা ও মাদার গান যে কোন সামাজিক অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাথে থাকুন ।
    আমাদের কোন ভিডিও কপিরাইট করবেন না, করলে কোন জটিলতায় বা, মামলা মোকোড় দমায় পড়লে আমরা দায়ী নয়, আপনার কোন অভিযোগ থাকলে আমাদের কে, জানানোর অনুরোধ রইল নতুন নতুন ভিডিও বানান এবং অন্য কে, বানাতে সহযোগিতা করুন ধন্যবাদে।
    একসময় ভেলাটি মনসার পালক মাতা নিতার কাছে আসে। তিনি নদীতীরে ধোপার কাজ করার সময় ভেলাটি ভূমি স্পর্শ করে। তিনি মনসার কাছে বেহুলার নিরবচ্ছিন্ন প্রার্থনা দেখে বেহুলাকে তার কাছে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। তিনি তার ঐশ্বরিক ক্ষমতাবলে চোখের পলকে বেহুলা ও মৃত লখিন্দরকে স্বর্গে পৌছে দেন। মনসা বলেন, তুমি তাকে (লখিন্দর) ফিরে পাবার যোগ্য, কিন্তু এটি কেবলি সম্ভব হবে যদি তুমি তোমার শ্বশুড়কে আবার আমার পূজারী করতে পার। [১]
    “আমি পারব,” বেহুলা জবাব দেয় এবং সেই সাথেই তার স্বামীর মৃতদেহে জীবন ফিরে আসতে শুরু করে। তার ক্ষয়ে যাওয়া মাংস ফিরে আসে এবং লখিন্দর তার চোখ মেলে তাকায়। এরপর লখিন্দর বেহুলার দিকে তাকিয়ে হাসে। [১]
    তাদের পথপ্রদর্শক নিতাকে নিয়ে তারা পৃথিবীতে ফিরে আসে। বেহুলা তার শ্বাশুড়ির সহযোগীতায় চাঁদ সওদাগরকে মনসার উপাসনা করতে সম্মত করেন।
    বেহুলার বাসর ঘর
    বেহুলার বাসর ঘর বগুড়া সদরের [২] গোকুল নামক স্থানে অবস্থিত। বগুড়া শহর হতে প্রায় ১১ কিঃ মিঃ উত্তরে এর অবস্থান।
    @ • বেহুলা || Behula Song ...
    ভিডিও টি, দেখার জন্য আপনাকে ধন্যবাদ।

ความคิดเห็น • 14