জয় দয়াময় 🙏🙏🙏 বেলা গেল সন্ধ্যা হলো, আমায় ডেকে নে মা কোলে, এমন সময় বল দেখি মা কে কার ছেলে থাকে ভুলে। খেলতে দিলে হলো খেলা, খেলার নেশায় গেল বেলা, হাত বাড়ায়ে আছি বসে কোলে যাবার সময় বলে। সারাদিন পথে পথে, খেলেছি তাদের সাথে, ধুলা রাশি লেগেছে গায় ঝেড়ে নে মা আঁচলে। খেলত যারা সঙ্গে জুটে, যে যার মায়ের কোলে উঠে, গেল তারা পথ হারা আমি কাঁন্দি মা মা বলে 🙏গানের রচয়িতা সাধক মহর্ষি মনমোহন 🙏
জয় দয়াময় জয় গুরু দয়াময়,,,
বাংলাদেশের সাধক মহর্ষি মনমোহনের গান, জয় দয়াময়,, 🙏🙏🙏
বা অপূর্ব
জয় দয়াময় 🙏🙏🙏
বেলা গেল সন্ধ্যা হলো,
আমায় ডেকে নে মা কোলে,
এমন সময় বল দেখি মা
কে কার ছেলে থাকে ভুলে।
খেলতে দিলে হলো খেলা,
খেলার নেশায় গেল বেলা,
হাত বাড়ায়ে আছি বসে কোলে যাবার সময় বলে।
সারাদিন পথে পথে,
খেলেছি তাদের সাথে,
ধুলা রাশি লেগেছে গায় ঝেড়ে নে মা আঁচলে।
খেলত যারা সঙ্গে জুটে,
যে যার মায়ের কোলে উঠে,
গেল তারা পথ হারা আমি কাঁন্দি মা মা বলে
🙏গানের রচয়িতা সাধক মহর্ষি মনমোহন 🙏
তুমি ভবার ভরা বলে, নেমা কোলে, কেন বললে না, ভবা কে অপমান করলে। আমি ঠিক বললাম কি