জামালপুরের বিখ্যাত মসজিদ || মালঞ্চ জামে মসজিদ || Maloncho Mosque || Next With Zakaria

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • জামালপুরের বিখ্যাত মসজিদ || মালঞ্চ জামে মসজিদ || Maloncho Mosque || Next With Zakaria
    মালঞ্চ মসজিদ জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ৫নং নয়ানগর ইউনিয়নের মাল ঞ্চ গ্রামে অবস্থিত। জামালপুর জেলা সদর হতে ১০ কিঃ মিঃ উত্তর পশ্চিম দিকে মালঞ্চ বাজার সংলগ্ন কুতুবে জামান হযরত হাফেজ মাওলানা মোঃ জমির উদ্দিন খাঁন চিশতী (রঃ) মাজারের দক্ষিন পাশে মালঞ্চ জামে মসজিদ অবস্থিত। শান বাধাঁনো পুকুর ঘাটে এমন দৃষ্টি নন্দন সাত তলা মসজিদ বাংলাদেশের গ্রামীণ ইতিহাসে সত্যিই বিরল। মালঞ্চ মসজিদের ইতিহাস থেকে জানা যায়, আলহাজ্ব এম এ গফুর সাহেব ১৮৯৭ সালে এই মালঞ্চ গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৪১ সালে ঢাকায় বেড়াতে যান। ঢাকা থেকে ফেরার পথে টাঙ্গাইলে করোটিয়া বাজার জামে মসজিদে আসর এর নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি করোটিয়া বাজার জামে মসজিদটি ঘুরে ঘুরে দেখেন এবং তিনি মনোস্থির করেন তাঁর নিজ এলাকায় এমন একটি মসজিদ নির্মান করবেন। ইচ্ছাকে বাস্তব রুপ দিতে ১৯৪৩ সালে সেই করোটিয়া জামে মসজিদের অনুরুপ একটি মসজিদ তাঁর নিজ বাড়ী মালঞ্চতে প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। পরবর্তিতে মালঞ্চ মসজিদের মূল অংশটি অক্ষুন্ন রেখে আলহাজ্ব এম এ গফুর সাহেবের সুযোগ্য পুত্র সাবেক সচিব আলহাজ্ব এম এ রশিদ সাহেব মসজিদের সংস্কার সাধন করেন। সবশেষে এই মসজিদের আধুনিকায়ন পূর্বক সাত তলা মালঞ্চ জামে মসজিদের বর্তমান রুপদান করেন আলহাজ্ব এম এ রশিদ সাহেবের সুযোগ্য পুত্র বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব হাসান মাহমুদ রাজা।
    মসজিদের মূল অংশটি সত্যিই মনোরম। বর্তমানে মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত। সেই সাথে মসজিদটিতে ব্যবহৃত হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম। ঝুলন্ত বাতিগুলোর আলোর বিচ্ছুরণ মসজিদের সৌন্দর্য্য এ যোগ করেছে ভিন্ন মাত্রা। সব মিলিয়ে আভিযাত্যর এক নতুন মাত্রা যোগ হয়েছে এই মালঞ্চ জামে মসজিদে।
    ভিডিওগুলো ভালো লাগলে Subscribe করে পাশে থাকুন।
    এবং Bell Button টি Click করে রাখুন তাহলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন।
    * আর হ্যা -অবশ্যই
    *Comment করে আপনার মন্তব্য জানাবেন। এবং ভালো লাগলে
    *Share করে দিবেন। যাতে করে আপনার পরিচিত সবাই ভিডিও টা দেখতে পারে।
    *LIKE দিয়ে পরবর্তি ভিডিও বানাতে অনুপ্রেরনা দিবেন।
    *সবাইকে ধন্যবাদ♥♥♥
    Follow Me on:
    Facebook: www.facebook.c....
    Instagram: ....
    ..............................................................
    For any Contact
    Md Zakaria
    Owner :- Next With Zakaria
    Contact :- 01752344141
    Email :- muhammadjakaria783@gmail.com
    ..........................................................

ความคิดเห็น • 10