এই বাইকের এক্সিডেন্ট বেশি কেন হয় | TVS Apache 4V Accident Problem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • In this video, I am sharing some reason why TVS Apache 4v has accident issues. Plus, I have shared some tips how you can make your Apache 4V more safer and comfortable.
    If you have enjoyed the video, Please like share and subscribe.
    Thanks for watching.
    #tvs4v #apache4v #chattogramvlog #chattogramlife

ความคิดเห็น • 46

  • @Kingbobita123
    @Kingbobita123 5 หลายเดือนก่อน

    Which bike is best under 2.5 lakh taka

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  5 หลายเดือนก่อน

      Gixxer Fi Dual Disc/Gixxer Monotone/Yamaha Fzs V2 / 4V Dual Dic Abs Carb

  • @nahidhasan4928
    @nahidhasan4928 5 หลายเดือนก่อน

    ভাই আপনার অনেক বড় ফ্যান আমি।চ্যানেল গ্রো করলে ভুলে যাইয়েন না।টিকটক থেকে ইউটিউব এ আসছি।
    প্রশ্ন হইল ৩৭৫ সিসির মধ্যে অনেক বাইক ঢুকবে।তাহলে কি ১৫০ সিসির দাম কমবে??

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  5 หลายเดือนก่อน

      Lots of love brother. Bhule jabo na! Daam kombe na bhaiya onek deri achhe daam komte. Ekhono market king holo 150cc and 160cc

  • @AnamulIslam-z8t
    @AnamulIslam-z8t 6 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাই আমি একজন ইশটুডেন ক্লাস 10 পড়াশোনা করি আমার বয়স ১৮। এতে আমার জন্য কোন বাইক টা ভালো হবে।
    সুজুকি x কন্কেটট ।
    নাকি ns পালসার।
    নাকি 4v।
    কোন টা নিলে ভালো হবে
    বলবেন প্লিজ

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน

      আগে এইচএসসি দিয়ে নিন তারপর বাইক নিয়েন। এই কম বয়সে বাইক নেওয়া মানে মরন ছাড়া আর কিছুই না।

    • @AnamulIslam-z8t
      @AnamulIslam-z8t 6 หลายเดือนก่อน

      @@thisisrahmannayan ভাই বাড়ি থেকে ইস্কুলে বাইসাইকেলে জাইতে ৪০ মিনিটের মতো লাগে যা খুব কষ্ট দায়ক হয়ে যায় আমার জন্য অনেক দুরে ইস্কুল

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน

      @user-pm8oy4sl1u স্কুলে যাওয়ার জন্যে বাইক লাগে নাকি? 🤣 আমরা ও ১০ কিলো লোকাল বাসে করে স্কুলে যেতাম। সাইকেল চালাই স্কুলে যাও ভাই, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমি বাইক তোমাকে সাজেস্ট করতে পারবো না ক্ষমা করবে আমাকে।

    • @AnamulIslam-z8t
      @AnamulIslam-z8t 5 หลายเดือนก่อน

      @@thisisrahmannayan ওকে ভাই টিক আছে কথা টা মন্দ বলেন নাই দেকি চিন্তা করে কি করা যায়

  • @ashiksheikh8107
    @ashiksheikh8107 5 หลายเดือนก่อน

    ভাই hero xterm 125c কি বাংলাদেশে আসবে??

  • @razvekhantanmoy3389
    @razvekhantanmoy3389 6 หลายเดือนก่อน +3

    ভাই, আপনি নিজে কি 4v Ride করেন।
    গত ৪ বছর যাবৎ use করতেছি।
    ২৫০০০ এ চাকা পরিবর্তন করছি।
    ইন্টারনেট থেকে কথা মুখস্ত করে বলাটা ঠিক হলো না।
    আর 4v এর চাকার Skidding এর প্রধান কারন হাওয়া ঠিকমতো না দেওয়া । Bike er জন্য recommended হলো ৩২ ( Rear tyre) , সেখানে আপনি বেশি হলে ৩৫ দিতে পারেন। কিন্তু আমাদের দেশে হাওয়া দেয় কমপক্ষে ৪৫ । Tyre compound hard হওয়ায় চাকা Skidding করবেই।
    ( হাওয়া বেশি দেয় তার প্রমান দরকার হলে বাইক নিয়ে এলাকার যেকোন গ্যারেজ এ যেয়ে শুধু বলবেন হাওয়া দিতে। কত প্রেশার দিবে তা বলবেন না। হাওয়া দেওয়া শেষ হলে মেপে দেইখেন কত দিছে!)

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน +1

      আপনিও ভাই আমার আগের ভিডিও না দেখে মুখস্থ কমেন্ট করে ফেললেন। আমার ফার্স্ট বাইক ছিল 4v Dual Disc X Connect. প্রতিনিয়ত আমি টায়ার প্রেশার চেক দিতাম এবং সার্ভিস সেন্টার থেকেই ৩২ দিতাম। কিন্তু, বৃষ্টি বা যেকোনো প্যানিক সিচুয়েশনে বাইকের চাকা স্কিড করতই। তাই আমি টিমসান এর টায়ার লাগাইছিলাম, ডুয়েল পার্পোস। এবং এর ফলে, স্কিডিং ইস্যু অনেকটাই কম গিয়েছিলো। ১১০০০ হাজার কিলো চালানোর পরে আমি বিক্রি করেছি।

  • @monirhasanhasan1431
    @monirhasanhasan1431 5 หลายเดือนก่อน

    4v I love you🥰 4v লাভার গুলা কই থাকলে আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে অনেক ভালোবাসি 4v তোমার সম্পর্কে যে যাই উল্টাপাল্টা বলুক না কেন আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব

  • @mrshakib244
    @mrshakib244 5 หลายเดือนก่อน +1

    আমাদের গ্রামে 4v বাইকে এক্সিডেন্ট করে মারা গেছে আর একটার পা নাই!🙂

    • @nahidhasan4928
      @nahidhasan4928 5 หลายเดือนก่อน

      কিছুদিন আগেই আমার এক ছোট ভাই স্পটডেথ হইছে ভাই 4v নিয়া।😢😢😢

  • @MashoneAlex7315
    @MashoneAlex7315 6 หลายเดือนก่อน

    স্মুথনেস এর ক্ষেত্রে কোন বাইকটা সব থেকে বেশী ভালো হবে ভাই? প্লিজ জানাবেন।

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน

      বাজেট?

    • @towsiftsf2102
      @towsiftsf2102 6 หลายเดือนก่อน

      FZS FI V2. তবে তেল খুবই ভালো হতে হবে নাহলে এফ আই মারা যাবে।
      নরমালি বাইকের অ্যাক্সেলারেশান খুবই সাটল। আপনি খ্যাঁচ করে টান দিয়ে আগায়ে যাইতে পারবেন না। অনেক সময় দেখবেন অটোরিকশার অ্যাক্সেলারেশানের সাথেও পারতেসেন না। তবে যদি স্মুথনেসের কথা বলেন তাহলে এর ওপর কোন বাইক নাই দেশে।
      গতি উঠবে। উঠবে না এমন না। তবে খুব বেশি আশা রাখবেন না। বাইকটা কম্ফোর্টের কথা ভেবেই বানানো শুধু।
      তবে যদি কম্ফোর্টের জায়গা একটু কম্প্রোমাইজ করে গতি আর অ্যাক্সেলারেশান এর কথা ভাবেন, জিক্সার নিয়ে নেন

    • @MashoneAlex7315
      @MashoneAlex7315 6 หลายเดือนก่อน

      @@towsiftsf2102 সব বাইক-ই আমার চালানো হয়েছে ভাই। তবে সব-ই ৩ লাখের ভিতরে। ফোর ভি ও চালানো হয়েছে, মানে আমার নিজের ছিলোনা, বন্ধুবান্ধবের আছে আরকি। তবে পালসার ১৫০ এর মতো স্মুথনেস আমি কোনটাতে পায়নি। আমি টি ভি এস রেইডার ইউজার, নিজের বাইক থেকে আমার মন উঠে গেছে শুধু এই স্মুথনেস কম হবার কারণে।

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน

      যেহেতু আপনি টিভিএস রেইডার ১২৫ চালাচ্ছেন তাই FZS v2 আপনার কাছে কম পাওয়ারের বাইক মনে হবে না শিউর থাকেন। স্মুথনেস এই বাইকের খুব ই ভালো। যেহেতু ইয়ামাহার ইঞ্জিন, তাই রিলায়বিলিটির পাশাপাশি ইঞ্জিন স্মুথনেস ও রয়েছে। উপরের কমেন্ট সেকশনে, তৌসিফ ভাই মুখস্থ কথা বলেছেন নাকি এক্সপেরিয়েন্স থেকে বলেছেন তা জানি না। তবে আমি বলতে চাই, কিছু কথা উনি একটু বেশি বাড়িয়ে বা exaggerate করে বলছেন, যেমন- তেল খুব ভালো হতে হবে নাহলে এফআই নাকি মারা যাবে🤣 অনর্থক আর মুখস্থ কথা বললে এমন কথা বলাই স্বাভাবিক। প্রথমে বলি, এই বাইকে মধ্যে মিরসরাইয়ের নাম না জানা পাম্প থেকে তেল নিছি দুই বার, যেসব তেলে পানি মেশানো থাকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। কোম্পানিরা কখনো বেকুবের মত এফআই বানায় নাই, খারাপ তেল পড়লেই মারা যাবে। ভালো তেল নেওয়ায় রেকমেন্ডেড তবে, একেবারেই যে খারাপ তেল নিতে পারবেন না তা না। দ্বিতীয় কথা উনি বললেন, অনেকসময় নাকি অটোরিকশার সাথে পারবেন না এক্সিলেরশনে। আরেকটা ডাহা মুখস্থ বিদ্যার কথা🤣 তার মানে, অটোরিকশার টর্ক fzs v2 থেকে বেশি? 🤣 কাইন্ডলি আমার ট্যুরের ভিডিও গুলো দেখলে বুঝবেন এই বাইকের এক্সিলেরশন এনাফ ফর আ ডিসেন্ট রাইডার। এই বাইক দিয়ে দেশের কত মানুষ ৬৪ জেলা ট্যুর দিছে তার অভাব নাই। আমি পাওয়ার ল্যাকিংস ফিল করি না তেমন। তবে, আপনার টর্ক আর ইনিশিয়াল রেস্পন্স আরো বেটার চাইলে অবশ্যই জিক্সার নিবেন যেটা তৌসিফ ভাই বললেন।
      স্মুথনেস আর কম্ফোর্ট আপনি fzs v2/v3 তেই পাবেন। খুব ই রিলায়েবল বাইক আর রিসেল ভ্যালু ও দারুন। জিক্সার নিলে অবশ্যই Gixxer Fi Dual Disc / Fi ABS সাজেস্ট করবো।
      - ধন্যবাদ।

  • @obaidurbaig6412
    @obaidurbaig6412 6 หลายเดือนก่อน

    I never experienced skidding issue face kori nai but eita true rimora tire r hard compound r jonno skid r probonota thake but engine brake korle ei prb hobe na. ami 3 years use korsi ager 4v ekn 4v FI use kori the best bike in this price segment.

  • @YoutuberFab
    @YoutuberFab 3 หลายเดือนก่อน

    sell je gari beshi hobe accaccident beshi hoba

  • @smshohagbd24
    @smshohagbd24 6 หลายเดือนก่อน

    Monotone 50-70 speed a regular ride korle kemon mileage pawya jbe?

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน

      পাবেন ভাই ৩৫-৩৮

    • @smshohagbd24
      @smshohagbd24 6 หลายเดือนก่อน

      @@thisisrahmannayan vai 45+ na paile to hbe na

  • @mdrimaan2642
    @mdrimaan2642 6 หลายเดือนก่อน

    Monotone ta nite chacchi...!
    Per months 25 liter fuel use hobe...now,,,service soho,,,totally koto taka cost porbe amar...? Per month
    #low_salary_Fact 😢

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน +1

      Monotone khub easy to maintain and low cost. Fuel er pechone 25 litre gele 3500 taka jabe. E chhara temon ekta cost nai. Engine oil and oil filter chhara. New niben obosshoi.

    • @mdrimaan2642
      @mdrimaan2642 6 หลายเดือนก่อน

      @@thisisrahmannayan Only Gear shifter 3k or 5k K.M after smooth hobe...? Naki Road er moddhei mejaj gorom korbe...?
      Amar Mejaj controlling kom...😑😡
      Olso,,,R kono complain nai...monotone niye 🥰
      Ami Agrabad thaki...

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน +1

      @@mdrimaan2642 প্রথম দিকে সব বাইকের নানান সমস্যা থাকে। আমার fzs ৫০০০ কিলো চলার পরেও গিয়ার শিফটিং হার্ড থাকে। এগুলা কোনো সমস্যা নাই। আগ্রাবাদ থেকে নিতে পারে অথবা, আকবরশাহ এর ওয়াফাসা মোটরস। বেস্ট আফটার সেলস সার্ভিস পাবেন।

  • @asjadahmed3165
    @asjadahmed3165 6 หลายเดือนก่อน

    4V Carburetor per liter kmn mileage dei 50-70 speed ey 5-6k rpm ey?

  • @mdrezaulkarim941
    @mdrezaulkarim941 6 หลายเดือนก่อน +1

    টায়ার বদলে দিলে কি মাইলেজ কমে যাবে???

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน

      ১৪০ সেকশন লাগালে কমতে পারে।

  • @hrhridoy4345
    @hrhridoy4345 6 หลายเดือนก่อน

    ভাই আমি ১৪০-৭০-১৭টায়ার লাগিয়েছি,,এখন কি আমার গাড়ীর মাইলেজ কমে জাবে নাকি ভাই

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน

      হালকা কমবে, বেশি না।

  • @MdakashAhomed-oy3mv
    @MdakashAhomed-oy3mv 6 หลายเดือนก่อน

    Tvs রাইডার বাইক কাদের জন্য জানাবেন ভাই

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน

      যাদের প্রয়োজন লুক আর ভালো পাওয়ার কম বাজেটে তাদের জন্যে বেস্ট।

  • @ADJjoy-7up
    @ADJjoy-7up 6 หลายเดือนก่อน

    ভাই ২ লক্ষ টাকার মধ্যে বর্তমানে কোন বাইক নিব 👍🏻

  • @Dreamer-z6q
    @Dreamer-z6q 6 หลายเดือนก่อน

    First view

  • @badboy1984
    @badboy1984 6 หลายเดือนก่อน

    vai fi ta theka kemon millage powa jabe?

    • @thisisrahmannayan
      @thisisrahmannayan  6 หลายเดือนก่อน

      ৪০-৪৫

    • @badboy1984
      @badboy1984 6 หลายเดือนก่อน

      @@thisisrahmannayan fi abs এর চাকা স্কিট করে?