সুন্দর আলোচনা।তারাবির রাকাত নিয়ে ডাঃ জাকির নায়েকের অসাধারণ একটা আলোচনা শুনেছিলাম পিস টিভিতে কয়েক বছর আগে। সম্ভবত সেই আলোচনাটি ইউটিউবে আছে।আল্লাহ যেন এইসব আলোচনা থেকে উপকৃত হবার তৌফিক দেন।
@@mdrohan12312আপনার কথা অনুযায়ী রসুল (স:) রমজান মাসে তাহাজ্জুদ পড়েছেন কিন্তু তারাবি পড়েন নি. তা আপনি তারাবির নামাজ পেলেন কোথায় থেকে? উত্তর হলো - ওমর (রা ) থেকে. মানে যিনি নবী তিনি জানতেন না, ওমর ফারুক (রা )জানতেন। ব্যাপারটা খুবই হাস্যকর.
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِرَمَضَانَ " مَنْ قَامَهُ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ". আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে রমযান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমযানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমযান অর্থাৎ তারাবী র সালাত আদায় করবে তার পূর্ববর্তী গোনাহসমূহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী, হাদিস নং ২০০৮ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
রমজান ও রমজান ছাড়া অন্য মাসে তো তারাবী হয় না , তাহাজ্জুদের নামাজ হয় ।তাছাড়া ইমাম বুখারী তো হাদিসটা তাহাজ্জুদের অধ্যায়ে নিয়ে এসেছেন , এর দ্বারাও স্পষ্ট হয়ে যায় যে হাদিসটা তাহাজ্জুদ সম্পর্কিত ।
আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এ বক্তব্য টা।কিন্তু মহিলাদের কথাও কিছু বলুন শেখ।মক্কা ও মদিনা তে পাঁচ ওয়াক্ত ও তাহাজ্জুদ নামাজের জামাতে মহিলারাও তো দলে দলে আসলো।নারীরা কমবয়সী পোলাপান নিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।
জনাব বিখ্যাত সায়খ সুর বাকিরা ১৮৪ নম্বর আয়াতে উল্লেখ আছে যদি কেউ খুশীতে অতিরিক্ত সতকাজ করে তবে উহা অধিক কল্যাণকর এই ৮ বা ২০ রাকাতের সমাধান রয়েছে তারপরেও ফাঁকি বাজ নাম ধারী মুসলমানরা ৮ রাকাতের সাফাই গান তখন সত্যি ই তাদের জন্য দুখ্যহয়
নবী রাসুল দের জীবনী ক্কুরাণ এর বাইরে আলোচনা করা যায় না,,,, মরিয়ম-৪১, ৫১,৫৪,৫৬। হাদীছ ইহুদী খ্রীস্টান দের তৈরি যেমনঃ মায়েদা ও সাবা-৩ আরাফ ও ফুরকান-৫২ আনকাবুত-৪৮ রুম-৫৮ জুখরুফ-৪৪ হাক্কা,,, ৪৪-৪৬, ইউনুস-৬১। সুন্নতে রাসুল বলা শিরক; হবে সুন্নত আল্লাহ,, আহজাব -৩৮,৬২,,ফাতাহ-২৩। নবী রাসুল এর নামে উম্মত হয় না , সকল নবী গণ ই ছিলেন শ্রেস্ঠ উম্মত ইমরান-১১০ প্রতি টি মানুষ ও পশু পখ্খীও উম্মত নেসা-৪১,বাক্কাঃ২১৩,১২৮,আনাম-৩৮। ইব্রাহিম ছিলেন এক উম্মত ,,,নাহল-১২০ । মধ্যবর্তি উম্মতও ক্কুরাণে আছে, ,,বাক্কাঃ -১৪৩ । নবী রাসুল দের মধ্যে যে পার্থক্য নির্নয় করবে না, আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন,,,নেসা-১৫২,বাক্কা -২৮৫ । আল্লাহ পাক কোনো কোনো নবীর উপর কোনো কোনো নবীর শ্রেস্ঠত্ব দান করেছেন ,,বাক্কাঃ-২৫৩, বনি ইসঃ-৫৫ নামাজ তিন ওয়াক্ত,,, হুদ-১১৪; ফজর উস্তা ও এশা ;বাক্কাঃ -২৩৮, বনি ইসঃ-৭৮ নুর-৫৮। সকল সালাত এক রুকু ও এক সিজদা সহ মোট দুই রাকআত,,নেসা- ১০২।,পুরো সালাত ই স্বাভাবিক উচ্চ স্বরে পাঠ করতে হবে ,,,বনি ইস-১১০ । সালাতের মাধ্যমেই মুনাজাত ,,, বাক্কাঃ ৪৫,১৫৩ । রোজা খুলতে হবে রাত্রে ,,বাক্কাঃ-১৮৭ । দুনিয়াটাই জাহাণ্ণাম ,,মরিয়ম-৭১ পুনর্জন্ম যেমনঃ মায়েদা-৬০, হজ-৫ ,নাহল-৭০, সাফ্ফাত,,,,, ৫৮-৬০,বনি ইসঃ-৪৯, ৫০, হিজর -৬০,৭৯, দুখান -১৫,৩৫,৫৬,৫৭ , ফুরকান -১৪ । মৃত্যুর পরেই জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায় আরাফ-৩৭, ৩৮ । বুখারি লান্নত উল্লাহ ইহুদী ছিলেন ,তার কবরটা সরকারি ইহুদী কবর খানায় । মুসলিম, তিরমিজি সহ সব কাল্পনিক নাম । স্বপ্নে পাওয়া ইলিয়াসী তাবলীগ আর হাদীছ সমান কথা । ইলিয়াসী তাবলীগ, গণতণ্ত্র ( মায়েদা -±৪৪)ও হাদীছ শাস্ত্র____ ঈমান বিধ্বংসী খেপনাস্ত্র
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাথে চার রাকাত পড়েছেন। আহলে হাদিস রা কেন দুই রাকাত করে পড়ে !????? রাসূল তো তিন দিন জমাতে পড়ছেন । আপনারা কেন সারা রমজান জমাতে পড়েন !??? !!
বর্তমানে যারা আছে হয় ফেরকায় দেহবন্দী না হলে বেরলোভী | ১৮৬৭ সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠিত হয় ৷ আর এর আগে কেউ নিজেকে দেওবন্দী বলে পরিচয় দিত না ৷ দেওবন্দী ফেরকা ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত হয় ৷ আর বেরলবি ফেরকা ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত হয় ৷এর আগে কেউ নিজেকে বেরলবি বলে পরিচয় দিত না ৷ফুরফুরা ফেরকা ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয় ৷ এর আগে কেউ নিজেকে ফুরফুরা বলে পরিচয় দিত না ৷ আর এই সময়টা ইংরেজদের সময় ছিল ৷ তাহলে দেওবন্দী , বেরলবি ও ফুরফুরা গুলোই হল ইংরেজদের দালাল ৷
শায়খ মতিউর রহমান মাদানি সাহেব কে আল্লাহর জন্য ভালবাসি
সুন্দর আলোচনা।তারাবির রাকাত নিয়ে ডাঃ জাকির নায়েকের অসাধারণ একটা আলোচনা শুনেছিলাম পিস টিভিতে কয়েক বছর আগে। সম্ভবত সেই আলোচনাটি ইউটিউবে আছে।আল্লাহ যেন এইসব আলোচনা থেকে উপকৃত হবার তৌফিক দেন।
আলহামদুলিল্লাহ মারশাললা যাযাকাললা খয়রান আল্লাহ আমাদের সকলকে সঠিক ইসলাম বুঝে মানার তৌফিক দান করুন আমিন
where do you live brother?
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান শায়েখ কে
আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করো আমীন
where do you live?
যাযাকাললা খয়রান
মাশাআল্লাহ সুন্দর আলোচনা করে ছেন
Alhamdulillah mohan allah amader ke souhi buj dan koren aamiin allahumma aamiin yaah rabbal alamiin thanks for you
Jajakallah khair allahumma ameen
ما شاء الله
জাযাকাল্লাহ খায়রান
Massa allah,kub sundor alucona
Mashalla
আমি ১৩ বছর আগে অডিও লেকচার শুনছি, অনেক খোজাখুজি করে ওনাকে চিনতে পারলাম পরে...
هذا فتان عظيم في هذا الزمان
الله يحفظ أمة محمد صلي الله عليه وسلم من هذا
মাশাহ আল্লাহ আলহামদুলিল্লাহ 🎉
ماشاء الله ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
এই বড় চারটি মসজিদে 20 রাকাত নামাজ হয় কোন দলিলের ভিত্তিতে জানাবেন কি?
রসুলুল্লাহ (স.)রমজানের বাহিরে আট রাকাত তারাবীহ পরতেন আর তিন রাকাত বেতর পরতেন তাহলে আমরা তিন রাকাত বেতরের দলিল পেলাম
Romjane tarabi ase,kintu romjaner bahire tarabi nei.tahole budhlam oita tarabir hadis nah,oita tahajjuter hadis.
@@mdrohan12312আপনার কথা অনুযায়ী রসুল (স:) রমজান মাসে তাহাজ্জুদ পড়েছেন কিন্তু তারাবি পড়েন নি.
তা আপনি তারাবির নামাজ পেলেন কোথায় থেকে? উত্তর হলো - ওমর (রা ) থেকে.
মানে যিনি নবী তিনি জানতেন না, ওমর ফারুক (রা )জানতেন।
ব্যাপারটা খুবই হাস্যকর.
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِرَمَضَانَ " مَنْ قَامَهُ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ".
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে রমযান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমযানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমযান অর্থাৎ তারাবী র সালাত আদায় করবে তার পূর্ববর্তী গোনাহসমূহ মাফ করে দেয়া হবে।
সহিহ বুখারী, হাদিস নং ২০০৮
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
আপনাদের আলবানী সাহেব তো এখানে তারাবি অনুবাদ করেছেন।
এই উম্মত কে বিভক্ত করতে আপনারা সফল হয়েছেন
Mashallah,,,,, Indian,,30_3_2023
তারাবি কি রমজানের বাহিরে হয়নাকি?তাহাজজুদের হাদিস তারাবিতে কেন?কোনটা তারাবি কোনটা তাহাজজুদ এটাই জানেনা
আমরা সাধারণ মানুষ এখন কোন দিকে যাব ? সব মৌলভী সাহেবই হাদিস দলিল দেখায় ।
সবাই হাদিসের দলিল দেন না । সবাই জাল,জঈফ হাদিসের দলিল দেন সেগুলো সবার সাথে মিলিয়ে দেখুন কে সহীহ বলছে
20 rakat
রমজান ও রমজান ছাড়া অন্য মাসে তো তারাবী হয় না , তাহাজ্জুদের নামাজ হয় ।তাছাড়া ইমাম বুখারী তো হাদিসটা তাহাজ্জুদের অধ্যায়ে নিয়ে এসেছেন , এর দ্বারাও স্পষ্ট হয়ে যায় যে হাদিসটা তাহাজ্জুদ সম্পর্কিত ।
একই হাদিস আবার তারাবি অধ্যায়তেও নিয়ে এসেছেন,, চেক করে দেখতে পারেন
মূর্খ যখন শায়খ এর সূরত ধরে এ কথাবার্তা বলে
@@আল্লাহরপথেএসো-ল৮ব
যদিও তারাবির অধ্যায়ে আছে কিন্তু এই হাদিসেই দলিল আছে যে এই হাদীসটি তারাবিহর নয়।
তাহলে তাহাজ্জুদ পড়ার পরে তারাবিহ আদায় করেছে হাদিস দেয়
@@abubakarhani-td6omতা হকে কি?
Suruj jamalmashallah
রমজান অথবা অন্য কোনো মাসে বাড়াতেন না তাহাজ্জুদ নামাজ। কারন রমজানের বাইরে জদী আট রাকাত পড়তেন সেটা কি তারাবি?
রমজান ও রমজান ছাড়া কিয়ামুল লাইল কোন নামায??
নবী কি রমজান ছাড়াও তারাবী পড়তেন??
Unar beparey Allah tala E bhalo janen,Unar prathek t hotoba controductory.
আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এ বক্তব্য টা।কিন্তু মহিলাদের কথাও কিছু বলুন শেখ।মক্কা ও মদিনা তে পাঁচ ওয়াক্ত ও তাহাজ্জুদ নামাজের জামাতে মহিলারাও তো দলে দলে আসলো।নারীরা কমবয়সী পোলাপান নিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।
এটা শায়েখ না এটা হলো ইবলিশের বড় ভাই
সম্মানিত ভাই আল্লাহ যেন আপনাকে ভুল থেকে ফিরে তওবা করে সংশোধনের তৌফিক দান
করেন
সব খেতরে মক্কা মদিনার ফতোয়া জারি করা হয় এই খেতরে মক্কা মদিনার কথা ভুলে যান (فلهذا انت جاهل عن حديث الرسول صلى الله عليه وسلم
Ke bole se apner
Fac
জনাব বিখ্যাত সায়খ সুর বাকিরা ১৮৪ নম্বর আয়াতে উল্লেখ আছে যদি কেউ খুশীতে অতিরিক্ত সতকাজ করে তবে উহা অধিক কল্যাণকর এই ৮ বা ২০ রাকাতের সমাধান রয়েছে তারপরেও ফাঁকি বাজ নাম ধারী মুসলমানরা ৮ রাকাতের সাফাই গান তখন সত্যি ই তাদের জন্য দুখ্যহয়
তাহলে রমজানের বাইরে এগারো মাস কেন কিয়ামুল লাইন পড়েন না কেন।
রসুল জামায়াতের তারাবি পড়েনি।
77
Bangladesh also Tarabi namaz 20 Rakath due to establish Role by Khalifa Omar ra.
মক্কা এবং মদিনায় কি ভুল হচ্ছে বিশ রাকাত নামাজ পড়ে!!!???
ভাই এসব কথিত শায়েখ দের জন্য আজ সারা বিশ্বে ফেতনা হচ্ছে। এরা হচ্ছে দরবারি শায়েখ
হাদিস টা ভালো করে শুনেন, প্রশ্নের উত্তরে বললেন, রমজান ও অন্য মাসে ১১ রাকাতের বেশি বাড়াতেন না, তাহলে কি রমজানের বাইরেও কি তারাবি পড়তেন?
নবীজি মুহাম্মদ সাল্লাহু সাল্লাম প্রত্যেকদিন এভাবেই আমল করতেন রমজানে এবং অন্যান্য মাসে
নবী রাসুল দের জীবনী ক্কুরাণ এর বাইরে আলোচনা করা যায় না,,,, মরিয়ম-৪১, ৫১,৫৪,৫৬। হাদীছ ইহুদী খ্রীস্টান দের তৈরি যেমনঃ মায়েদা ও সাবা-৩ আরাফ ও ফুরকান-৫২ আনকাবুত-৪৮ রুম-৫৮ জুখরুফ-৪৪ হাক্কা,,, ৪৪-৪৬, ইউনুস-৬১। সুন্নতে রাসুল বলা শিরক; হবে সুন্নত আল্লাহ,, আহজাব -৩৮,৬২,,ফাতাহ-২৩। নবী রাসুল এর নামে উম্মত হয় না , সকল নবী গণ ই ছিলেন শ্রেস্ঠ উম্মত ইমরান-১১০ প্রতি টি মানুষ ও পশু পখ্খীও উম্মত নেসা-৪১,বাক্কাঃ২১৩,১২৮,আনাম-৩৮। ইব্রাহিম ছিলেন এক উম্মত ,,,নাহল-১২০ । মধ্যবর্তি উম্মতও ক্কুরাণে আছে, ,,বাক্কাঃ -১৪৩ । নবী রাসুল দের মধ্যে যে পার্থক্য নির্নয় করবে না, আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন,,,নেসা-১৫২,বাক্কা -২৮৫ । আল্লাহ পাক কোনো কোনো নবীর উপর কোনো কোনো নবীর শ্রেস্ঠত্ব দান করেছেন ,,বাক্কাঃ-২৫৩, বনি ইসঃ-৫৫ নামাজ তিন ওয়াক্ত,,, হুদ-১১৪; ফজর উস্তা ও এশা ;বাক্কাঃ -২৩৮, বনি ইসঃ-৭৮ নুর-৫৮। সকল সালাত এক রুকু ও এক সিজদা সহ মোট দুই রাকআত,,নেসা- ১০২।,পুরো সালাত ই স্বাভাবিক উচ্চ স্বরে পাঠ করতে হবে ,,,বনি ইস-১১০ । সালাতের মাধ্যমেই মুনাজাত ,,, বাক্কাঃ ৪৫,১৫৩ । রোজা খুলতে হবে রাত্রে ,,বাক্কাঃ-১৮৭ । দুনিয়াটাই জাহাণ্ণাম ,,মরিয়ম-৭১ পুনর্জন্ম যেমনঃ মায়েদা-৬০, হজ-৫ ,নাহল-৭০, সাফ্ফাত,,,,, ৫৮-৬০,বনি ইসঃ-৪৯, ৫০, হিজর -৬০,৭৯, দুখান -১৫,৩৫,৫৬,৫৭ , ফুরকান -১৪ । মৃত্যুর পরেই জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায় আরাফ-৩৭, ৩৮ । বুখারি লান্নত উল্লাহ ইহুদী ছিলেন ,তার কবরটা সরকারি ইহুদী কবর খানায় । মুসলিম, তিরমিজি সহ সব কাল্পনিক নাম । স্বপ্নে পাওয়া ইলিয়াসী তাবলীগ আর হাদীছ সমান কথা । ইলিয়াসী তাবলীগ, গণতণ্ত্র ( মায়েদা -±৪৪)ও হাদীছ শাস্ত্র____ ঈমান বিধ্বংসী খেপনাস্ত্র
No dislikes. 😵😵😵
You can do it...
আপু, ইখওয়ানিরা দেখে নি আলহামদুলিল্লাহ। আল্লহ তা'আলা ইখওয়ানিদের বুঝার তওফিক দান করুক। আ-মিন
কথিত শায়েখ নামক ফেতনা বাজ।
দরবারি শায়েখ
মতি ভাই আগে সৌদি প্রতিটি মসজিদে ২০ রাকাত তারাবির নামাজ হত এইটা কি জানেন । না আমার কাছ থেকে জানবেন।
HAZRAT AYESHA RADIALLAHU ANHUMA TAHAJJUTER NAMAZ 8 RAKAT R BATER NAMAZ 3 RAKAT = TOTAL 11 RAKAT-ER KOTHA BOLECHEN. BIVRANTI NA CHORANO UTTOM.
Amader Nobiji(sw)2 rakat,kokono 4rakat +3rakat bitir namaj porechen tahole tomra keno 8 rakat poro?keno maje moidey 2 or 4 or 6 rakat porona?Jahel keno manus k doka deo
আপনার ব্যাখ্যা হলনা।
২০ রাকাত সহীহ
Ok
الله يهديك والا يخزيك
২০এবং৪১পড়িয়ে দেবার আপনে কে?
APNARA KI HAZRAT OMAR RADIALLAHU ANHUR CHAITEO BORO ALEM HOYE GALEN ? CHI CHI CHI JOJHONNO.
4 rakater hadis nai
যথেষ্ট দুই মসজিদে। আপনার আপনার খোড়া কথা বন্ধ করুন। মানুষকে গোমড়া করার আর চেষ্টা করবেন না
Awamer sathe khiyanat korchen
তুই মোনাফিক।
তুই তো আরো বকরি..... Shaikh Eshaq
মিথ্যা তথ্য দিলেন। ওমর রাঃ নাকি ২০ রাকাতের নির্দেশ দেননি।১১ রাকাত এটা তাহাজ্জুদ। ৮ রাকাত তাহাজ্জুদ ৩ রাকাত বেতর।হাদিসের ভুল ব্যাখা দিলেন।
আপনি বেদাতি নিশ্চয়ই
আপনি চরম মিথ্যা বলেছেন, আপনি কি হজরত ওমর এর থেকে বেশি বোঝেন?
আপনি قيام الليل এর হাদিস তারাবীহ নামে চালিয়ে দিলেন।
Ahare bokachodare😂😂وَعَنِ السَّائِبِ بْنِ يزِيْدَ قَالَ: أَمَرَ عُمَرُ أُبَيَّ بْنَ كَعْبٍ وَتَمِيمًا الدَّارِيَّ أَنْ يَقُومَا لِلنَّاسِ فِي رَمَضَانَ بِإِحْدى عَشْرَةَ رَكْعَةً فَكَانَ الْقَارِئُ يَقْرَأُ بِالْمِئِيْنَ حَتّى كُنَّا نَعْتَمِدُ عَلَى الْعَصَا مِنْ طُولِ الْقِيَامِ فَمَا كُنَّا نَنْصَرِفُ إِلَّا فِي فُرُوْعِ الْفَجْرِ. رَوَاهُ مَالِكٌ
সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘উমার (রাঃ) উবাই ইবনু কা‘ব ও তামীম আদ দারী-কে আদেশ করলেন যেন তারা লোকেদেরকে নিয়ে রমাযান মাসের রাতের এগার রাকা‘আত তারাবীহের সলাত আদায় করে। এ সময় ইমাম তারাবীহের সলাতে এ সূরাগুলো পড়তেন। যে সূরার প্রত্যেকটিতে একশতের বেশী আয়াত ছিল। বস্তুতঃ কিয়াম বেশী লম্বা হওয়ার কারণে আমরা আমাদের লাঠির উপর ভর করে দাঁড়িয়ে ফাজরের নিকটবর্তী সময়ে সলাত শেষ করতাম। (মালিক) [১]
ফুটনোট: [১] সহীহ : মালিক ২৫৩।
মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৩০২
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাথে চার রাকাত পড়েছেন। আহলে হাদিস রা কেন দুই রাকাত করে পড়ে !????? রাসূল তো তিন দিন জমাতে পড়ছেন । আপনারা কেন সারা রমজান জমাতে পড়েন !??? !!
TAHOLE TO APNAR KOTHA ONUJAYI OMAR RADIALLAHU VUL PORTEN TARABIH NAMAZ ? (NA-U-JU-BILLAH). AHLE HADISDER PRODHAN KAAJ HOLO MUSLIMDER MODDHE BISH DHUKIYE VEJAL SRISHTI, BIVED SRISHTI KORA. ALLAH PAK AMADER SHOBAI-K BISRINGKHOLA SRISHTIKARIDER THEKE HEFAJOT KORUK (AMIN).
ওনার ভয়ে ওরা বিশ রাকাত পড়ে, মতি বিহারী দামমাম থেকে বাংলা ছলে আসলে ওরা টিকই ৮/ রাকাত পরবে !
মতি দোকাবাজ
ভূলবাল তথ্য
বর্তমানে যারা আছে হয় ফেরকায় দেহবন্দী না হলে বেরলোভী | ১৮৬৭ সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠিত হয় ৷ আর এর আগে কেউ নিজেকে দেওবন্দী বলে পরিচয় দিত না ৷ দেওবন্দী ফেরকা ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত হয় ৷ আর বেরলবি ফেরকা ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত হয় ৷এর আগে কেউ নিজেকে বেরলবি বলে পরিচয় দিত না ৷ফুরফুরা ফেরকা ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয় ৷ এর আগে কেউ নিজেকে ফুরফুরা বলে পরিচয় দিত না ৷ আর এই সময়টা ইংরেজদের সময় ছিল ৷ তাহলে দেওবন্দী , বেরলবি ও ফুরফুরা গুলোই হল ইংরেজদের দালাল ৷
Tui ki janos bol suni.........
Ahle kobish. A zamanar. Dajjal. Dajjal
আরে পাগল, এটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ,
হাদিসে তারাবির কথা দেখাতে পারলে ১০০০০০০টাকা দেব।
তোর বাপে এতো টাকা দেখেছে। হযরত ওমর রা: কি ভুল সিদ্ধান্ত নিয়েছে।
A alem name gawar
lanot
পাগল বক্তা