কোনো ropeway নেই। sky walk এ উঠতে হলে প্রথমে অল্প step উঠে হেঁটে হেঁটে আস্তে আস্তে ঢালু রাস্তা দিয়ে বয়স্করা পৌঁছাতে পারবে sky walk পর্যন্ত কিন্তু chenrezig statue পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ সেখানে আবার অনেক step উঠতে হয়।
আমাদের per day গাড়ি ভাড়া ছিল ₹৫২০০ 7 seater Xylo গাড়ি গাড়ির condition superb Driver এর ব্যাবহার খুব ভালো আমরা ছিলাম মোট 4 Nights গাড়ি চলেছে 5days 5×5200=₹26000 দুটো গ্রুপ ছিলাম Per group ₹13000 NJP to NJP গাড়ি সব সময় সঙ্গে ছিলো
কোনো সমস্যা হওয়ার কথা নয়…..আমাদের পেলিং ট্যুর এ আমার মেয়ের বয়স ছিল ১ বছর দুই মাস কোনো সমস্যা হয়নি যদিও আমাদের অক্টোবর মাসে tour ছিলো আর আপনাদের ফেব্রুয়ারি মানে ঠান্ডা একটু বেশি থাকবে।
Na na এখানে fooding with lodging ছিল না। Breakfast complementary ছিলো। Dinner or lunch যে হোটেল এ থাকবেন সেখানেও পাওয়া যাবে বা আপনি বাইরে থেকেও খেতে পারেন। Sightseen যেদিন করবেন লাঞ্চ তো আপনাকে বাইরে থেকেই করতে হবে। Same Rabangla & Pelling
যদি 4Nights stay করেন, গাড়ী লাগবে for 5days । ধরে রাখুন per day 4seater গাড়ি ভাড়া ₹3000থেকে ₹3500. Hotel depend করছে আপনি কেমন হোটেল নেবেন, ₹1200 থেকে শুরু করে ₹3000 থেকে₹4000 টাকারও হোটেল আছে। খাওয়া দাওয়া per day একজনের হতে পারে ₹400 থেকে ₹600.
আপনার ভিডিও টা দেখে খুব ভাল লাগল দাদা। আপনার ট্যৃর প্ল্যান অনুযায়ী আমরা যাব ফেব্রুয়ারির মাঝামাঝি। তাই আপনার থেকে দুটি information চাইবো। প্রথমত হোটেল এবং গাড়ি দুটোই booking করার সময় কত শতাংশ অগ্রিম করতে হবে এবং সেটা যাবার কত দিন আগে করতে হবে? আপনি পেলিং এবং রাবাংলাতে যে যে হোটেলে ছিলেন বা যে ড্রাইভারের সাথে ঘুরেছিলেন সেটাই আমাদের ও ইচ্ছা। তাই আপনি ঠিক কি করেছিলেন সেটাই জানাবেন দাদা। আর দ্বিতীয়ত আপনি নামচি ঘুরে রাতে রাবাংলাতে ফিরে গেছিলেন। কিন্ত আমাদের ইচ্ছা নামচি ঘুরে রিনচেংপঙ এ রাত্রিবাস করা এবং পরের দিন ওখান টা ঘুরে দেখে NJP থেকে ফেরার গাড়ি ধরা। এট কি করা সম্ভব? কোন অসুবিধার সম্ভাবনা নেই তো? আমায় please একটু জানাবেন দাদা। খুবই উপকৃত হবো।
অসংখ্য ধন্যবাদ Hotel Pelling এ আমি 1000 টাকা advance করেছিলাম। রাবাংলাতে 2500 দিয়ে book করেছিলাম। গাড়ী ও আগে book করেছিলাম সম্ভবত 2000 অথবা 3000 দিয়েছিলাম advance হিসাবে। Rabangla থেকে Namchi, Temi Tea Garden Sightseen করে রিঞ্চেনপং যাওয়া সম্ভব।
Amra jodi 2din pelling 1din namchi thaki..3night 4days plan kore njp asi..tahole 4jon family members 1ta kore room ni 3night...koto khoroch hobe thaka khaua ghura mile...1ta idea pele plan korte khub subidha hoto..😊parle reply diben..
পাহাড়ে অসুবিধা বলতে প্রবল বৃষ্টি। আর পেলিং যাবার রাস্তায় মাঝে মাঝেই ধস নামে। রাস্তা বন্ধ হয়ে যায়। অনেক ঘুরে পেলিং পৌঁছাতে হয়। সেক্ষেত্রে গাড়ি ভাড়া বাড়তে পারে। পেলিং পৌঁছে গেলে অসুবিধা নেই। 4 জন যাবেন মানে ছোটো গাড়ি লাগবে। ভাড়া হওয়া উচিত ₹3500 হাজারের আশেপাশে। যদি দুটো room লাগে তাহলে খরচ একরকম , একটা রুম লাগলে একরকম। এখানে Homestay নয়, বেশিরভাগই হোটেল। তাই খাওয়া দাওয়া কেমন করবেন তার উপর ও খরচ নির্ভর করে। তাই তাই কদিন থাকবেন, কোথায় থাকবেন তাঁর rate জেনে নিজেই ক্যালকুলেট করুন কত খরচ হতে পারে idea পেয়ে যাবেন।
আমরা পিক সিজন এ গিয়েছিলাম, বেশি নিয়েছে আমাদের কাছ থেকে। আমারা একটা গাড়িতে দুটো পরিবার ছিলাম। আমি একটা পরিবারের খরচ বলেছি। দুটো পরিবার অর্থাৎ পুরো গাড়ি ₹26000
@@rupak47431 জুন মাসে প্রথম দিকে অতো বৃষ্টি হয় না। অসুবিধা হবার কথা নয়। তবে পেলিং এর রাস্তায় heavy rain fall হলেই ধস নামে, সেক্ষেত্রে পেলিং অনেক ঘুরে পৌঁছাতে হয়। পাহাড়ের উদ্বেগের একমাত্র কারণ হলো এই বৃষ্টি। আমাদের যাবার সময় ও পেলিং এর রাস্তায় ধস ছিল একটু ঘুরে পৌঁছাতে হয়েছে। চলে যান ঠিক পৌঁছে যাবেন। পৌঁছে গেলে আর অসুবিধা হবার কথা নয়।
2 জন নরমালি allow করে। তবে তিন জন ও থাকা যায় সেক্ষেত্রে এক্সট্রা চার্জ করতে পারে। আবার অনেক জায়গাতে তিন জন থাকা যায় অসুবিধা হয় না, যেখানে থাকবেন সেখানের ower এর সঙ্গে details কথা বলে নেবেন।
আমি 13000 টাকা per family, আমরা একসঙ্গে এক গাড়ীতে দুটো ফ্যামিলি ছিলাম। Total গাড়ি ভাড়া 26000 টাকা। খরচের হিসাব টা শুধুমাত্র আমাদের ফ্যামিলি কে নিয়ে। গাড়ি ভাড়া share করা হয়েছে। আর যদি আপনারা একটাই ফ্যামিলি হন তাহলে ছোটো গাড়ি করবেন সেক্ষেত্রে পার day ভাড়া 4000 টাকার আশেপাশে হতে পারে।
অসাধারণ উপস্থাপনা। দারুণ তথ্য-সমৃদ্ধ ভিডিও।
অসংখ্য ধন্যবাদ ❤️❤️
Excellent! I enjoyed your video thoroughly, felt like I was there with an amazing feeling. Stay blessed.
অসংখ্য ধন্যবাদ দাদা
খুব ভালোভাবে বলেছেন এবং বুঝিয়েছেন ধন্যবাদ আপনাকে
Welcome 😁😁🤗🤗
Khub sundor video. Very informative
Thank you very much
Gr8 video, very informative and helpful...
Thank you very much
খুব সুন্দর করে সমগ্র টুলের বিবরণ তুলে ধরেছেন
অসংখ্য ধন্যবাদ
অসাধারণ লাগলো ভিডিওটা, খুব ভালো
অসংখ্য ধন্যবাদ
Darun
অসংখ্য ধন্যবাদ
Khoob bhalo Lage videotite tour planta parisker bujhana acche. Sange pgari varai, hotel vara samparkr bhalo concept deoa acche
অসংখ্য ধন্যবাদ
Really informative 😊
Thank you
খুব ভালো লাগলো...
Hmm
Apnar plan moto ghure elam.. khub bhalo ghurlam.. thanks a lot❤
অসংখ্য ধন্যবাদ দাদা
Skywalk e jabar jonyo বয়স্ক der ropeway ba ki hhu achhe ?
কোনো ropeway নেই। sky walk এ উঠতে হলে প্রথমে অল্প step উঠে হেঁটে হেঁটে আস্তে আস্তে ঢালু রাস্তা দিয়ে বয়স্করা পৌঁছাতে পারবে sky walk পর্যন্ত কিন্তু chenrezig statue পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ সেখানে আবার অনেক step উঠতে হয়।
Dada amra november er 1st week jbo...kmn thanda ektu bolben
Sandakphu তে 10 থেকে 15 ডিগ্রী মধ্যে থাকবে
Khub valo hoyechhe
Thanks
Khub valo informative video ta korecho ... khub valo laglo ...
Thank you very much
Infomative vlog. Great
Thanks
Many thanks for your informative video
অসংখ্য ধন্যবাদ
Amra 13th June ghure asechi darun Jayga Pelling
সত্যই আমাদেরও দারুন লেগেছিল
Dada apnar ei tour ta kon samoy korechilen ?
অক্টোবর মাসে
Bhalo,besh bhalo.
দাদা অসংখ্য ধন্যবাদ
Dada perhead koto khoroch hoyechilo bolben?? Ar apnara kojon mile gechilen??
আমরা একসঙ্গে দুটো ফ্যামিলি ছিলাম।
Per head এগারো বারো হাজার খরচ হতে পারে।
Good for rich man,think common tourist.
বর্তমানে পাহাড়ের খরচ খুব বেশী,
তবে লোকাল share গাড়ি করে ঘুরলে, একটু আরো কম range er hotel lower pelling এ নিলে খরচ একটু কম হবে।
Njp theke ki share car paua jbe pelling jawar jonno?
NJP থেকে share car খুব rare।
তবে siliguri sikkim stand থেকে share car পাবেন। প্রথমে Jorthang চলে আসুন। ওখান থেকে পেলিং যাবার share car পাওয়া যায়
Dada Nov-dec month a gala kamon baget hoba aktu bolta parben
Nov Dec pic season
যেরকম খরচের হিসাব দিয়েছে তার আশেপাশেই হবে
Informative video
Thanks
Apnar NJP to NJP gari vara koto legechilo(include all side scene)??
আমাদের per day গাড়ি ভাড়া ছিল ₹৫২০০
7 seater Xylo গাড়ি
গাড়ির condition superb
Driver এর ব্যাবহার খুব ভালো
আমরা ছিলাম মোট 4 Nights
গাড়ি চলেছে 5days
5×5200=₹26000
দুটো গ্রুপ ছিলাম
Per group
₹13000 NJP to NJP
গাড়ি সব সময় সঙ্গে ছিলো
Amra 4jn jabo December e kamon ki khoroch nebe gari?
গাড়ি 4 seater ₹3500 থেকে ₹4000 হওয়া উচিত। তবে season offseason ব্যাপার আছে। Season এ বেশি offseason এ ভাড়া একটু কম হয়।
February end e 1yr baby ke niye jaoa jabe?
কোনো সমস্যা হওয়ার কথা নয়…..আমাদের পেলিং ট্যুর এ আমার মেয়ের বয়স ছিল ১ বছর দুই মাস কোনো সমস্যা হয়নি যদিও আমাদের অক্টোবর মাসে tour ছিলো আর আপনাদের ফেব্রুয়ারি মানে ঠান্ডা একটু বেশি থাকবে।
Beautiful
Hmm
Thanks
Apnar je meal er cost seta pelling ,namchi , rabangla te kirokom ektu explain korle bhalo hoto dada
এত details দেখালে video বড় হয়ে যেতো
Breakfast complementary chilo kintu lunch dinner ki fooding with lodging naki alada alada pelling ar ravangla hotele?
Na na এখানে fooding with lodging ছিল না। Breakfast complementary ছিলো। Dinner or lunch যে হোটেল এ থাকবেন সেখানেও পাওয়া যাবে বা আপনি বাইরে থেকেও খেতে পারেন। Sightseen যেদিন করবেন লাঞ্চ তো আপনাকে বাইরে থেকেই করতে হবে। Same Rabangla & Pelling
@@pabitrastravelguide thank you dada.. pujoi jawar icche ache.
Dada october a ki 3 bochorer bacha niye jaoa jabe?
3 বছরের বাচ্চাদের নিয়ে পেলিং যাওয়া যাবে কোন অসুবিধা হবে না। আমি আমার দেড় বছরের মেয়ে কে নিয়ে ঘুরে এসেছি কোনো অসুবিধা হয়নি।
Asadharon ekta informative video
অসংখ্য ধন্যবাদ
Driver ar khoya,thaka ki amakei dite hobe ,, ata aktu bolben ?
না, ড্রাইভারের থাকার জায়গা, খাওয়া দাওয়া সব নিজেই ব্যবস্থা করে নেবে।
Amra eitate chilam behebier khub bhalo khaoa daoa bhalo
হ্যাঁ আমাদেরও বেশ ভালো লেগেছে।
good one
@@dipankarsworld9859 Thanks
@@pabitrastravelguide is share taxi available for pelling sightseing
সাধারণত share taxi sightseen এর জন্য পাবেন না। তবে share taxi করে Geyzing পৌঁছে , সেখান থেকে share taxi বা SNT বাস এ করে শিলিগুড়ি পৌঁছানো যায়।
@@pabitrastravelguide pelling sky walk kivbe visit kora jbe?
Amra 2jon jabo...toh njp to njp including kemon khoroch hote pare ek2 bolben?
যদি 4Nights stay করেন,
গাড়ী লাগবে for 5days । ধরে রাখুন per day 4seater গাড়ি ভাড়া ₹3000থেকে ₹3500.
Hotel depend করছে আপনি কেমন হোটেল নেবেন, ₹1200 থেকে শুরু করে ₹3000 থেকে₹4000 টাকারও হোটেল আছে। খাওয়া দাওয়া per day একজনের হতে পারে ₹400 থেকে ₹600.
@@pabitrastravelguide thanks...
Welcome
Dada ami eka eka ghuri ghurte jaoar lok pai na..apnader sathe ki ghurte joa jaabe??
প্রকৃতিকে একাও খুব ভালো enjoy করা যায়।
অনেক রাস্তা আছে, একা গিয়েও খুব কম খরচে ঘোরা যায়।
tour time kon masa cilo? Aktu janaben
October মাসে ছিলো
Garir khoroch kemon?
All total koto porte pare?
R kotha theke book korbo?
আপনি video টা দেখেন নি। Video টিতে সব তথ্য রয়েছে। Kindly video টি দেখার অনুরোধ রইলো।
Kon camera?
Mobile phone tola
আপনার ভিডিও টা দেখে খুব ভাল লাগল দাদা। আপনার ট্যৃর প্ল্যান অনুযায়ী আমরা যাব ফেব্রুয়ারির মাঝামাঝি। তাই আপনার থেকে দুটি information চাইবো। প্রথমত হোটেল এবং গাড়ি দুটোই booking করার সময় কত শতাংশ অগ্রিম করতে হবে এবং সেটা যাবার কত দিন আগে করতে হবে? আপনি পেলিং এবং রাবাংলাতে যে যে হোটেলে ছিলেন বা যে ড্রাইভারের সাথে ঘুরেছিলেন সেটাই আমাদের ও ইচ্ছা। তাই আপনি ঠিক কি করেছিলেন সেটাই জানাবেন দাদা। আর দ্বিতীয়ত আপনি নামচি ঘুরে রাতে রাবাংলাতে ফিরে গেছিলেন। কিন্ত আমাদের ইচ্ছা নামচি ঘুরে রিনচেংপঙ এ রাত্রিবাস করা এবং পরের দিন ওখান টা ঘুরে দেখে NJP থেকে ফেরার গাড়ি ধরা। এট কি করা সম্ভব? কোন অসুবিধার সম্ভাবনা নেই তো? আমায় please একটু জানাবেন দাদা। খুবই উপকৃত হবো।
অসংখ্য ধন্যবাদ
Hotel Pelling এ আমি 1000 টাকা advance করেছিলাম।
রাবাংলাতে 2500 দিয়ে book করেছিলাম।
গাড়ী ও আগে book করেছিলাম
সম্ভবত 2000 অথবা 3000 দিয়েছিলাম advance হিসাবে।
Rabangla থেকে Namchi, Temi Tea Garden Sightseen করে রিঞ্চেনপং যাওয়া সম্ভব।
দাদা হোটেল এবং গাড়ি যাবার কতদিন আগে বুক করেছিলেন একটু জানাবেন।
ফেব্রুয়ারি 2025 মানে এখনও booking শুরু হয়নি। 3 মাস আগে সব booking করে নেওয়াই ভালো।
আচ্ছা দাদা তাই করবো। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
আপনিও ভালো থাকবেন ও খুব ভালো ভাবে ঘুরে আসুন
Dada 2200/ vara ki per day??? Actually ami ekdm onoviggo amr video theke guidence niye family niye jabo
Hotel Blue hill per day ₹2200 with breakfast complementary
June mase 18 te amra jabo vabchi...jaoa ta ki thik hobe??amra 4jon family members apner plan moto gele koto khoroch hote pare??plz reply diben❤
Amra jodi 2din pelling 1din namchi thaki..3night 4days plan kore njp asi..tahole 4jon family members 1ta kore room ni 3night...koto khoroch hobe thaka khaua ghura mile...1ta idea pele plan korte khub subidha hoto..😊parle reply diben..
পাহাড়ে অসুবিধা বলতে প্রবল বৃষ্টি। আর পেলিং যাবার রাস্তায় মাঝে মাঝেই ধস নামে।
রাস্তা বন্ধ হয়ে যায়। অনেক ঘুরে পেলিং পৌঁছাতে হয়। সেক্ষেত্রে গাড়ি ভাড়া বাড়তে পারে। পেলিং পৌঁছে গেলে অসুবিধা নেই। 4 জন যাবেন মানে ছোটো গাড়ি লাগবে। ভাড়া হওয়া উচিত ₹3500 হাজারের আশেপাশে।
যদি দুটো room লাগে তাহলে খরচ একরকম , একটা রুম লাগলে একরকম। এখানে Homestay নয়, বেশিরভাগই হোটেল। তাই খাওয়া দাওয়া কেমন করবেন তার উপর ও খরচ নির্ভর করে। তাই তাই কদিন থাকবেন, কোথায় থাকবেন তাঁর rate জেনে নিজেই ক্যালকুলেট করুন কত খরচ হতে পারে idea পেয়ে যাবেন।
NGP TO NGP KATO POEBE
একটু please video দেখার অনুরোধ রইল
আমাদের কত খরচ হয়েছিল সমগ্র তথ্য দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবেন
Dada driver k phone korlam bollo per day hisabe 4000/- kore nebe tahole apni bolechen garir khoroch 13000/- seta kivabe? Ektu janan pls
আমরা পিক সিজন এ গিয়েছিলাম, বেশি নিয়েছে আমাদের কাছ থেকে। আমারা একটা গাড়িতে দুটো পরিবার ছিলাম। আমি একটা পরিবারের খরচ বলেছি। দুটো পরিবার অর্থাৎ পুরো গাড়ি ₹26000
@@pabitrastravelguide ok ok.. june first week a jaoa ta ki thik hobe because of weather..if u can guide
@@rupak47431 জুন মাসে প্রথম দিকে অতো বৃষ্টি হয় না। অসুবিধা হবার কথা নয়। তবে পেলিং এর রাস্তায় heavy rain fall হলেই ধস নামে, সেক্ষেত্রে পেলিং অনেক ঘুরে পৌঁছাতে হয়। পাহাড়ের উদ্বেগের একমাত্র কারণ হলো এই বৃষ্টি। আমাদের যাবার সময় ও পেলিং এর রাস্তায় ধস ছিল একটু ঘুরে পৌঁছাতে হয়েছে। চলে যান ঠিক পৌঁছে যাবেন। পৌঁছে গেলে আর অসুবিধা হবার কথা নয়।
@@pabitrastravelguide ok dada thanks.. apnar video ta khub helpful
Thanks
Eka gele 2 night thkle koto khorcha porbe??
একা main খরচ পড়বে মূলত কিভাবে ঘুরবেন তার উপর, share গাড়ি পেলে খরচ কম, আর যদি NJP থেকে bike rent এ নিয়ে চলে যান। তাহলে বেশি ভালো হবে।
Ekta room kojon allow kore..
2 জন নরমালি allow করে। তবে তিন জন ও থাকা যায় সেক্ষেত্রে এক্সট্রা চার্জ করতে পারে। আবার অনেক জায়গাতে তিন জন থাকা যায় অসুবিধা হয় না, যেখানে থাকবেন সেখানের ower এর সঙ্গে details কথা বলে নেবেন।
Dada April er last er dike weather ta kmn thakbe aktu janaben?
এপ্রিল মাসে Weather খুব ভালো থাকবে আশা করা যায়।
সস্তায় কোথায় রুম পাওয়া যায়...???
Non view room পেয়ে যাবেন 1500 এর মধ্যে
Ami ki phone number den adhek Jona keii toh available paoya jaii na
7001847335 you can send WhatsApp message
Sightseeing er jonno per day gari kato charge niechilo ektu bolben pls
Per day আমাদের পড়েছিল 7 seater গাড়ি ₹5200
Car 13000/- bpr ta bhujlm nah dada .... 5200/- day bolchen ... Then apnar toh almost 25k car ei chole jacche 😅
আমি 13000 টাকা per family, আমরা একসঙ্গে এক গাড়ীতে দুটো ফ্যামিলি ছিলাম।
Total গাড়ি ভাড়া 26000 টাকা।
খরচের হিসাব টা শুধুমাত্র আমাদের ফ্যামিলি কে নিয়ে। গাড়ি ভাড়া share করা হয়েছে। আর যদি আপনারা একটাই ফ্যামিলি হন তাহলে ছোটো গাড়ি করবেন সেক্ষেত্রে পার day ভাড়া 4000 টাকার আশেপাশে হতে পারে।
Amra 3 jon family members jabo tahole kom khoroch gari vara peye jabo October pujor somay
আপনাকে 4 seater গাড়ি ভাড়া করতে হবে। Oct ভাড়া 4000 এর একটু বেশি বা কম হবে, দরদাম করবেন কারণ এই সময় ড্রাইভারেরা উল্টো পাল্টা ভাড়া চায়।
Amra 5 jon achi
Amra 6jon sep jbo gele bolben
Apnara kon date e jaben?
আমরা ৪ জন যাবো নভেম্বরে। কমের মধ্যে গাড়ির খোঁজ পেলে ভালো হয়
কত দিনের ট্যুর কত টাকা খরচ হবে?
সমস্ত information video তে share করা আছে
অনুগ্রহ করে video টি সম্পূর্ন দেখার অনুরোধ রইলো