স্যার আমার এমপিও সিটে জন্ম তারিখ 03 /04 /1976 কিন্তু এনআইডিতে 30 /04/1976 ইএফটির ফরম পূরণের সময় সঠিক জন্ম তারিখ দিয়েছি এতে আমার বেতন আসবে কি জানাবেন স্যার।
স্যার emis যোগাযোগ করেছিলাম mpo সিঠে নাম সংশোধন এর জন্য চিঠি দিবে সামনে সপ্তাহে দ্বিতীয় লড ছাড়া পর প্রধান এর সাথে কথা বললাম বললেন চিঠি আসূক কি নিদর্শনা দেয় দেকি এখন কি করবো স্যার জানাবেন
স্যার আমার এমপিও শিটে নামের বানান Md.Ashik Hossain এবং এনআইডিতে Md. Ashik Hossain শুধুমাত্র এনআইডি কার্ডে একটি এসপেস আমি কি দ্বিতীয় লটে বেতন পাব? আশা করি একটু জানাবেন।
স্যার আমার mpo শিটে জন্ম তারিখ ০৯/১১/১৯৬৮। কিন্তু আমার এস এস সি এবং nid তে জন্মতারিখ ০৯/০১/১৯৬৮। eft পূরণ করেছি nid অনুসারে। ফাইল ibas++এ আছে। ২ য় তালিকার বেতন আসবে কি? না আসলে করণীয় কি একটু দয়া করে জানাবেন স্যার।
স্যার আপনার বেতন আসবেনা। আপনার এমপিও শিট ও জাতীয় পরিচয় পত্রের নাম একই থাকতে হবে। অমিল থাকলে সংশোধন করতে হবে। সংশোধন করার সময় খেয়াল রাখবেন, আপনার সমস্ত কাগজ পত্রে নামের বানান যেন একই হয়।
স্যার, আমার এমপিও হয় পুরণো এনআইডি কার্ড দিয়ে। ইএফটির তথ্য চাওয়া হলে সেখানে স্মার্ট কার্ডের নাম্বার দিয়েছি। অন্য সকল তথ্য আগের মতই আছে। IBAS++ আছে। এখন আমার কোন সমস্যা হতে পারে কিনা?
ধন্যবাদ স্যার। ২য় লটে আপনার বেতন না আসার সম্ভাবনাই বেশি। সামনে রবিবার সকালে ব্যাংকে গিয়ে আপনার নাম সংশোধন করে নিন স্যার। এখন এই কাজ আগে করা দরকার। ধন্যবাদ
হ্যাঁ স্যার সমস্যা হবে মানে আপনার বেতন ব্যাংকে ঢুকবেনা। রবিবার দিন সকালে আপনার প্রথম কাজ হবে ব্যাংক একাউন্টের নাম পরিবর্তন করা। এই কাজ আগে কলে আপনার বেতন এভাবে আটকা থাকতো না
স্যার, আমার আইবাস ++ লিস্টে নাম আছে। ওকে লেখা নাই। আমার নামের মধ্যে কমা আছে যেমন-A, F, M Zakaria ID card e . But MPO sheet e kono comma nai. Amotabosthay ami 2nd lote asa korte pari.
আসসালামু আলাইকুম স্যার আমার এমপিও সিটে মোহাম্মদ আফসার উদ্দিন এনআইডিতে এমডি ব্যাংক স্টেটমেন্টে এমডি আফসার উদ্দিন সকল তথ্য মিল আছে কিন্তু মোহাম্মদ শব্দর বাতিল করা হয়েছে আমি কি দ্বিতীয় লোডের বেতন পাব
স্যার আপনার তথ্যগুলো আমার কাছে সঠিক মনে হয়। সাবস্ক্রাইভ করলাম। ৫ম গণবিজ্ঞপ্তিতে আমি ইবতেদায়ি থেকে হাই স্কুলে এসেছি। কিন্তু মাদরাসার এমপিও শীট থেকে আমার ইনডেক্স এখনও ডিলিট হয় নি। আমি কি ইএফটিতে বেতন পাব?
NID kingba MPO sara ki sohoj bapar ইচ্ছে করলে EFT সময় MPO এর নাম কিংবা জন্ম তারিখ এখন ই সেরে দিতে পারেন উনাদের সমস্যাকি৷ আমরা তো NID ভুল থাকলে সেরে নিতে পারি
স্যার আমার NID কার্ডে নাম আছে Md. Abu Hanif কিন্তু MPO শীটে এবং ব্যাংক একাউন্টেে নাম আছে MD ABU HANIF এমতাবস্থায় আমি কি ২য় লটে বেতন পাবো। দয়া করে বিষয়টি জানাবেন।
স্যার আমার বিদ্যালয়ে কিছু শিক্ষক কর্মচারী ১ম লটে বেতন ঢুকেছে দেখাচ্ছে কিন্তুু তাদের একাউন্টে টাকা আসেনি পরে দেখতে পাই ব্যাংকের রাইটিংন নাম্বার আমার পাসের শাখার হয়ে আছে এখন কি করা জাই বলতে পারবেন
স্যার, আমার NID তে Mst আর সনদে এবং MPO সিটে Most হয়ত এ কারণে আমার বেতন আটকে গেছে। আমি ইতোমধ্যে NID সংশোধনের জন্য নির্বাচন অফিসে আবেদন দিয়েছি।জানিনা কতদিন সময় লাগবে। পরবর্তী আপডেট জানতে চাচ্ছি। শুভ কামনা রইল।
আমার "ইএফটি " বেতন আসছে জানুয়ারী তে এখন লাস্ট এম্পিও বলতে কোনটা সংরক্ষিত রাখব এ বিষয়ে আমার জানা নেই তাই কেউ সাহায্য করেন। ডিসেম্বর মাসের বেতন আসছে "ইএফটি" তে তাহলে কী নভেম্ভর এম্পিও সংরক্ষিত রাখতে হবে এবং "ইএফটি " কোন মাসে হল তাও কী সংরক্ষিত রাখতে হবে উক্ত বিষয়ে কেউ জানলে এ বিষয়ে জানিয়ে আমাকে সাহায্য করবেন।
এই ভুলের জন্যে আপনি বেতন পাবেন স্যার কিন্তু আপনার সার্টিফিকেট, এমপিও শিট, ব্যাংক একাউন্ট নাম ও জাতীয় পরিচয় পত্র সব খানে নাম এক থাকা উচিত। ধন্যবাদ স্যার
ঘুরে ফিরে একই কথা , যে পদ্ধতি সুবিধা দিতে গিয়ে সমস্যা আর ভোগান্তি এমনকি দুশ্চিন্তাও বাড়ায় সেই পদ্ধতি বাতিল করা দরকার , একজন শিক্ষক বেতন তোলার আগে দোকানদাররা এসে হাজির সেই শিক্ষকের বেতন আটকে গেলে কি অবস্থা সেটা শুধু সেই শিক্ষকেই জানে
নিজের সার্টিফিকেট, এমপিও সিট, ভোটার কার্ড আর ব্যাংক একাউন্টের নাম, জন্ম তারিখ আলাদা আলাদা থাকবে আর দায় চাপাবেন সরকারের উপর সেটা কেন? নিজের সকল তথ্য মিল রাখা আপনার দায়িত্ব। সময়ের সাথে নিজেকে আপডেট করুন। বেতন ১০/১২ তারিখ পেতে ভালো লাগে হয়তো আপনাদের তাই ইএফটি মানতে পারেন না।
বিধি বহির্ভুতভাবে বা জোড়পুর্বক কোনো শিক্ষক-কর্মচারীর পদত্যাগ, অস্তিত্ব নেই বা বরখাস্ত হিসেবে তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে EFT এর জন্য তথ্য সংযোজন করার উদ্যোগ নিতে পারেন।
স্যার অপেক্ষা করুন সামনে সপ্তাহে পাবেন। আর কোন ভাবে না পেলে তার কারণ আপনার প্রতিষ্ঠান প্রধানের প্যানেলে পরের সপ্তাহে দেখতে পাবেন না পাওয়ার কারণ। ধন্যবাদ স্যার।
স্যার আসলে শিক্ষা মন্ত্রণালয়ের আঞ্চলিক অফিসের কর্মীরা কিছু চেক না করেই OK লিখে দিয়েছে। এখন অর্থ মন্ত্রণালয় ও EMIS সেল আলাদা ভাবে চেক করছে। তাই ভুল ধরা পড়ছে। ধন্যবাদ
স্যার সামনে রবিবার দিন সকাল সকাল ব্যাংকে গিয়ে আপনার নাম NID অনুযায়ী পরিবর্তন করে নিন। এখন আপনার এই কাজ জরুরি। পরিবর্তন না করলে আপনার বেতন হবেনা। ধন্যবাদ স্যার
স্যার ধন্যবাদ । বিদ্যমান এম পি ও শিট এ যে অনেকের ই ভুল আছে কিন্তু সংশোধিত বা হালনাগাদ একটি অপশন দিয়েছে অটাইতো আসল। সংশোধিত মানে কি এটা একটু বলেন প্লিজ। অটাতো তারা কাউন্ট করবে তাই নয় কি? যেমন এম পি ও শিটে আমার নাম md kintu nid te Muhammad bank ac te Muhammad এখন এরা কি করবে।
ধন্যবাদ স্যার। EMIS সেল থেকে স্পষ্ট করে বলে দিয়েছে আপনার মত এমন গুরুতর ভুল থাকলে বেতন হবেনা এবং সংশোধনের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি। ধন্যবাদ স্যার
স্যার আপাতত আপনার বেতন পাওয়ার সম্ভাবনা নেই। আপনার এমপিও শিটে নাম এনআইডি অনুযায়ী সংশোধনের আবেদন করুন। ম্যানুয়ালি বেতন দিলে সেটার আপডেট পরে পাবেন। ধন্যবাদ স্যার
account number wrong hola.....ki taka enter korba??
না স্যার, সে সম্ভাবনা নেই
স্যার NIDতে মো.এমপিও শীটে মো. নাই,, একাউন্ট NID অনুযায়ী। আমার কি কোনো সমস্যা হবে।
হ্যাঁ স্যার আপনার বেতন আসবেনা
@JHTechStory iBass++ এ আছে,তাও কি আসবেনা।
স্যার আমার এমপিও সিটে জন্ম তারিখ 03 /04 /1976 কিন্তু এনআইডিতে 30 /04/1976 ইএফটির ফরম পূরণের সময় সঠিক জন্ম তারিখ দিয়েছি এতে আমার বেতন আসবে কি জানাবেন স্যার।
বেতন আসবেনা স্যার
স্যার emis যোগাযোগ করেছিলাম mpo সিঠে নাম সংশোধন এর জন্য চিঠি দিবে সামনে সপ্তাহে দ্বিতীয় লড ছাড়া পর প্রধান এর সাথে কথা বললাম বললেন চিঠি আসূক কি নিদর্শনা দেয় দেকি এখন কি করবো স্যার জানাবেন
স্যার তাহলে অপেক্ষা করুন। চিঠি আসার পর ডিসিশন নিন। তবে সংশোধন করার জন্যে আবেদন করতে হবে এটা নিশ্চিত। ধন্যবাদ স্যার।
আমার Nid bank একরকম। mpoতে নামের মধ্যে হাইফেন। আমি কি২য় ধাপে বেতনপাব।
ইনশাআল্লাহ পাবেন ম্যাডাম
স্যার আমার এমপিও শিটে নামের বানান Md.Ashik Hossain এবং এনআইডিতে Md. Ashik Hossain শুধুমাত্র এনআইডি কার্ডে একটি এসপেস আমি কি দ্বিতীয় লটে বেতন পাব? আশা করি একটু জানাবেন।
হ্যাঁ স্যার আপনার বেতন ২য় লটে আসবে। এর পর সময় করে আপনার ইনফরমেশন এমপিও শিটে সংশোধন করে নেবেন। ধন্যবাদ
স্যার আমার mpo শিটে জন্ম তারিখ ০৯/১১/১৯৬৮। কিন্তু আমার এস এস সি এবং nid তে জন্মতারিখ ০৯/০১/১৯৬৮। eft পূরণ করেছি nid অনুসারে। ফাইল ibas++এ আছে। ২ য় তালিকার বেতন আসবে কি? না আসলে করণীয় কি একটু দয়া করে জানাবেন স্যার।
২য় ধাপে আপনার বেতন আসবেনা স্যার। আপনার তথ্য সংশোধন করার পর কেবল ইএফটিতে বেতন পাবেন। এমপিও শিটে সঠিক থাকলে জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে হবে স্যার।
স্যার, আমার nid তে আমার নামের শেষ অংশ Bhuiyan কিন্তু mpo sheet এ Bhuyan. বেতন আসবে? না আসলে কী করতে হবে জানালে উপকৃত হতাম।
স্যার আপনার বেতন আসবেনা। আপনার এমপিও শিট ও জাতীয় পরিচয় পত্রের নাম একই থাকতে হবে। অমিল থাকলে সংশোধন করতে হবে। সংশোধন করার সময় খেয়াল রাখবেন, আপনার সমস্ত কাগজ পত্রে নামের বানান যেন একই হয়।
স্যার আমার বউয়ের এমপি সিট ও এনআইডি কার্ডের নাম একই আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নামের আগে মিস আছে এতে সমস্যা হবে?
হ্যাঁ সমস্যা হবে। রবিবার ব্যাংক খোলার সাথে সাথে ব্যাংক এ গিয়ে নাম সংশোধন করুন
Sir,,,, amar nid te date of birth 1 January ace bt mpo sheet a 1 October deya ase kono problem hobe ???? Certificate a 1 October ace .....
apnar beton asbena sir, apnar nid songsodhon korun
Sir,,, salary ki manually o asbe na ????
E F T, তথ্য নেওয়ার সময় ভূল এবং সঠিক দুইটা অপশনে তথ্য কেনো নিলো?
স্যার এটা একটা ভালো প্রশ্ন কিন্তু উত্তর নেই
স্যার, আমার এমপিও হয় পুরণো এনআইডি কার্ড দিয়ে। ইএফটির তথ্য চাওয়া হলে সেখানে স্মার্ট কার্ডের নাম্বার দিয়েছি। অন্য সকল তথ্য আগের মতই আছে। IBAS++ আছে। এখন আমার কোন সমস্যা হতে পারে কিনা?
এটা কোন সমস্যা নেই স্যার। অন্য সকল ইনফরমেশন ঠিক থাকলে আপনার বেতন হবে স্যার।
Nid তে mpo তে nam bikash kumer sarker কিন্তু bank ac nam bikash kumar sarkar ২nd lote বেতন আসবে কি স্যার বলবেন প্লিজ।
ধন্যবাদ স্যার। ২য় লটে আপনার বেতন না আসার সম্ভাবনাই বেশি। সামনে রবিবার সকালে ব্যাংকে গিয়ে আপনার নাম সংশোধন করে নিন স্যার। এখন এই কাজ আগে করা দরকার। ধন্যবাদ
আমার এম পিওতে asgar Nidতেasgor
সমস্যা হবে স্যার ?
হ্যাঁ স্যার, আপনার বেতন আসবেনা। ধন্য৬
স্যার আমার নাম mizanur Rahaman। সব জায়গায় ঠিক আছে কিন্তু এম পি ও সিটে h এরপর aটা নেই। আমার কি আসবে?
eft আবেদনের সময় নামের বানান সংশোধন করে nid এর সাথে মিলিয়ে আবেদন করা হয়েছে। তারা কি ২য় লটে বেতন পাবেন?
না স্যার পাবেননা
Sir Assalamualaikum.Apner alochona khub valo .Sir Amar nid Md.ase kintu mpo shit e Md ase sudhu .er sommssa ami ki agami sopta beton pabo ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আপনি আগামী সপ্তাহে বেতন পাবেন
Bank name Sanjoy kumar Adhikary আছে হবে Sanjoy Kumer Adhikary এখানে কী কোন সমস্যা হবে?
হ্যাঁ স্যার সমস্যা হবে মানে আপনার বেতন ব্যাংকে ঢুকবেনা। রবিবার দিন সকালে আপনার প্রথম কাজ হবে ব্যাংক একাউন্টের নাম পরিবর্তন করা। এই কাজ আগে কলে আপনার বেতন এভাবে আটকা থাকতো না
স্যার, আমার আইবাস ++ লিস্টে নাম আছে। ওকে লেখা নাই। আমার নামের মধ্যে কমা আছে যেমন-A, F, M Zakaria ID card e . But MPO sheet e kono comma nai. Amotabosthay ami 2nd lote asa korte pari.
ইনশাআল্লাহ বেতন পাবেন স্যার। ibas++ এ ok থাকা না থাকা কোন বিষয় নয়।
Sir,আমার এমপিও তে Md SOBIR AHMED কিন্তু এন আিডতে MOHAMMAD SOBIR AHAMMAD আমার বেতন ছার হবে কিনা?
স্যার আপনার বেতন এই অবস্থায় পাওয়ার কোন সম্ভাবনা নেই
আমার নাম তয় অংশ Royস্থলে হবে Ray.আমি কি ২য় লটে বেতন পাব।
না স্যার এই ভুলের জন্যে আপনার বেতন আসবেনা
কোন প্রকার ভুল না থাকা স্বত্বেও বেতন এলোনা, একই প্রতিষ্ঠানে কেউ আগে, কেউ পরে - এটা কোনো নিয়ম হলো? ভোগান্তির সীমা থাকা উচিৎ।
বিষয়টা খুবই দুঃখজনক
আসসালামু আলাইকুম স্যার আমার এমপিও সিটে মোহাম্মদ আফসার উদ্দিন এনআইডিতে এমডি ব্যাংক স্টেটমেন্টে এমডি আফসার উদ্দিন সকল তথ্য মিল আছে কিন্তু মোহাম্মদ শব্দর বাতিল করা হয়েছে আমি কি দ্বিতীয় লোডের বেতন পাব
আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে এমপিও শিটের নামতো মিল হচ্ছেনা।
আমার mpo সিট এ Md. Monirul কিন্তু nid তে Md Monirul স্যার আমি eft পুরনের সময় লিখেছি mpo অনুসারে, অর্থাৎ Md. Monirul সার বিলকি আসবে???
স্যার দয়া করে উত্তরটা জানাবেন??
হ্যাঁ স্যার আপনার বিল আসবে
স্যার আপনার তথ্যগুলো আমার কাছে সঠিক মনে হয়। সাবস্ক্রাইভ করলাম। ৫ম গণবিজ্ঞপ্তিতে আমি ইবতেদায়ি থেকে হাই স্কুলে এসেছি। কিন্তু মাদরাসার এমপিও শীট থেকে আমার ইনডেক্স এখনও ডিলিট হয় নি। আমি কি ইএফটিতে বেতন পাব?
স্যার ইনডেক্স ডিলিট না হলে বেতন পাওয়ার সম্ভাবনা কম তবুও আশা রাখেন। ধন্যবাদ স্যার
ইএফটিতে সংশোধন করা হলেও কি আবার সংশোধন করতে হবে?
হ্যাঁ স্যার। ইএফটিতে সংশোধন মানেতো আর এমপিও শিটে সংশোধন নয়। এমপিও শিটে সংশোধন করার জন্যে আবেদন করতে হবে। ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম, আমি ইনডেক্স নাম্বার ঠিক রেখে কলেজ পরিবর্তন করার সময় ব্যাংক একাউন্ট নম্বর পরিবর্তন হয়ে যায়, এজন্য কি সমস্যা হবে, জানালে উপকৃত হব
না স্যার এতে কোন সমস্যা হবেনা
স্যার, আমার সকল সার্টিফিকেট ও mpo শিটে Md. Abu Salim কিন্তু nid ও ব্যাংকে Md. Abu Selim.আমার কি কিরণীয় বলবেন দয়া করে?
স্যার আপনার সার্টিফিকেট ও এমপিও শিট অনুযায়ী আপনার জাতীয় পরিচয় পত্র যত দ্রুত সম্ভব সংশোধন করতে দিন। ধন্যবাদ স্যার।
@JHTechStory nid সংশোধন করে আজ নতুন nid হাতে পেলাম । এখন কি করতে পারি স্যার?
এখন কি ব্যাংক একাউন্ট name পরিবর্তন করে ফেলবো?
হ্যাঁ স্যার করুন। আর সামনে সপ্তাহে বেতন না এলে পরের নির্দেশনা অনুযায়ী ইএফটি ফাইল আপডেট করতে হবে। ধন্যবাদ
NID kingba MPO sara ki sohoj bapar ইচ্ছে করলে EFT সময় MPO এর নাম কিংবা জন্ম তারিখ এখন ই সেরে দিতে পারেন উনাদের সমস্যাকি৷ আমরা তো NID ভুল থাকলে সেরে নিতে পারি
ঠিক বলেছেন স্যার
MPO শিটে পিতার নামে MD আছে, কিন্তু আমার NID তে পিতার নামে MD নাই। কোনো সমস্যা হবে?
স্যার এটা মনে হয় কোন সমস্যা করবেনা। আশা করি সামনে সপ্তাহে বেতন পাবেন। কিন্তু এতো বড় ভুল কিভাবে হয় স্যার
স্যার আমাদের প্রতিষ্ঠানের সকলের ফাইল মাউশি দেখাচ্ছে। ibas++ দেখাচ্ছেনা, করনিও কি?
যাদের এখন পর্যন্ত ইএফটি তথ্য নেয়া হয় নি তাদের কাছ থেকে কবে তথ্য চাওয়া হবে
কাদের থেকে এখনও তথ্য নেয়া হয়নি?
Nid te ase (MIA) mpo te ase (MIAH) tahole Ki beton asbe?
Na sir beton asbena
স্যার আমার বাবার.. আয়ডি কার্ডে..মোঃ সারোয়ার জাহান আর এমপিও কার্ডে শুধু... সারোয়ার জাহান তাহলে এবার টাকা কি আসবে...?
না টাকা আসবেনা
এখন যদি সিম টির NID নাম্বার টি নিজের IND নাম্বার দিয়ে পরিবর্তন করা হয়? তাহলে কি সমস্যা হবে?
না ম্যাডাম কোন সমস্যা হবেনা। ধন্যবাদ
মায়ের নাম ভুল আছে eft টাকা আসে নাই কি করতে হবে সংশোধন করতে সময় লাগবে দয়া করে বলবেন
স্যার সামনে সপ্তাহে না এলে সংশোধন ছাড়া কোন উপায় থাকবেনা
সার আমার আম্নুর এমপিও তে বয়স ১৯৮৮ এবং নিড কার্ড বয়স ১৯৮০ এখন আমাদের কি বেতন আসবে না চাকরি কি কোনো সমস্যা হবে
বেতন এই মাসে ইএফটিতে আসবেনা। তথ্য সংশোধন করে পুনরায় আপডেট করতে হবে। জাতীয় পরিচয় পত্রে ভুল থাকলে সংশোধন করতে হবে। এছাড়া বেতন হবেনা। ধন্যবাদ
সার্টিফিকেট সংশোধন করেণ
আমার এমপিও সীটে নাম আছে Md.Monjour Morshed আর Nidতে নাম আছে Md Monjour Morshed এতে কি কোন সমস্যা হবে?
না স্যার, সামনে সপ্তাহে বেতন পাবেন।
আমার আগের এনআইডি আগে ছিল ১৭ ডিজিটএমপিও শীটে,এখন হয়েছে ১০ ডিজিট ইএফটিতে আপডেট টা আমার কি বেতন আসবে
ইনশাআল্লাহ স্যার
এটা কোন সমস্যা না স্যার
স্যার আমার এম পি ও কপিতে MD আছে কিন্তু সকল সার্টিফিকেট ও আইডিতে MD নাই আমার কি বেতন হবে।
বেতন হবেনা স্যার। আপনার এমপিও ফাইলে নাম সংশোধন করার কাজ শুরু করুন। ধন্যবাদ
নামের বানানে একটি অক্ষর ভুল ছিল সেটা কলেজ থেকে সংশোধন করে ডিসেম্বর মাসে সাবমিট করা হয়েছে। ২য় ধাপে কি বেতন পাওয়া সম্ভব?
না স্যার সম্ভাবনা নেই
@@JHTechStory তাহলে করণীয় কি?
কবে নাগাদ পাওয়া যাবে?
আপনার নামের বানান আলদা ভাবে আবেদন করে সংশোধন করতে হবে
স্যার আমার NID কার্ডে নাম আছে Md. Abu Hanif কিন্তু MPO শীটে এবং ব্যাংক একাউন্টেে নাম আছে MD ABU HANIF এমতাবস্থায় আমি কি ২য় লটে বেতন পাবো। দয়া করে বিষয়টি জানাবেন।
ইনশাআল্লাহ পাবেন স্যার
ধন্যবাদ স্যার।
আপনাকেও ধন্যবাদ স্যার
স্যার আমার বিদ্যালয়ে কিছু শিক্ষক কর্মচারী ১ম লটে বেতন ঢুকেছে দেখাচ্ছে কিন্তুু তাদের একাউন্টে টাকা আসেনি পরে দেখতে পাই ব্যাংকের রাইটিংন নাম্বার আমার পাসের শাখার হয়ে আছে এখন কি করা জাই বলতে পারবেন
স্যার আপনি আপনাদের যে ব্যাংকে বেতন হয় সেই ব্যাংকে যোগাযোগ করুন স্যার। অথবা gm .psd@bb.org .bd এই ঠিকানায় মেইলে অভিযোগ দিন
Sir bank a gala ki documents lagba
আপনার আইডি কার্ড এর কপি নিয়ে যাবেন স্যার। ধন্যবাদ
আমার এমপিও শীটে এবং NID তে হুবহু মিল আছে কিন্তু EFT তে তথ্য পাঠানোর সময় জন্ম তাং ভুল গেছে। আমার কি বেতন আসবে?
আপনার বেতন আসার সম্ভাবনা আছে তবে নিশ্চিত করে বালা যাবেনা
স্যার আমার এমপিও শীটে বড় হাতের আর এনআইডি কার্ডের ছোট হাতের অক্ষর আমার বেতন কি আসবে
এটা কোন সমস্যা নেই স্যার তবে যেটা ঠিক সেটা অনুযায়ী অন্যটা সংশোধন করে নেবেন।
Right sir
ধন্যবাদ স্যার
স্যার জন্ম তারিখ সংশোধনের জন্য কীভাবে আবেদন করব দয়া করে বললে একটু খুব উপকার হতো
স্যার এটা কি NID কার্ডে না এমপিও শিটে?
Mpo sheet
স্যার mpo তে নাম সংশোধন যদি দেরিতে হয় বেতন পাবোতো জানাবেন।সংশোধনের প্রক্রিয়া একটি বিজ্ঞপ্তি মাধ্যমে জানায় দিবে কবে দিতে পারে স্যার
স্যার এই ব্যাপারে এখনও কোন আপডেট আসেনি। বেতন পাবেন এটা নিশ্চিত কিন্তু কিভাবে পাবেন সেটা নিশ্চিত নয়।
@@JHTechStoryধন্যবাদ স্যার আপনার কাছে সঠিক তথ্য পাওয়া যায়
আপনাকেও ধন্যবাদ স্যার
স্যার জন্মতারিখ সংশোধনের জন্য আলাদা কী কোন ফর্ম লাগবে
কোন ফর্ম লাগেনা স্যার। অনলাইনে আবেদন করতে হয়।
স্যার ইএফটি ফরম পূরনের সময় দুই টি অপশন ছিলকেন? ডান পাশে হালনাগাদ অপশনছিলএইটাই তোছিল সঠিক তথ্য।
কিন্তু এটা অনুযায়ী তারা বেতন ছাড় করছেনা স্যার
স্যার আমার আইডি কার্ডে আমার মা বাবার নাম এবং আমার সার্টিফিকেট মা বাবার নামে কিছুটা গরমিল আছে ।এর জন্য কি বেতন আটকা পড়বে।প্লিজ জানাবেন
আপনার নাম ঠিক আছে স্যার?
জ্বি স্যার।আমার প্রথমে ব্যাংকে যে ফোন নম্বর দেওয়া ছিল। পরে efti করার সময় সেটা পরিবর্তন করি।এর জন্য কি সমস্যা হবে
আছে স্যার
আমার এমপিও সিটে নাম TareK
NID কার্ডে নাম Tareq
আমি কি বেতন পাবো।
না স্যার আপনি বেতন পাবেন না
@JHTechStory আমার কি করতে হবে এখন
স্যার, আমার NID তে Mst
আর সনদে এবং MPO সিটে Most হয়ত এ কারণে আমার বেতন আটকে গেছে।
আমি ইতোমধ্যে NID সংশোধনের জন্য নির্বাচন অফিসে আবেদন দিয়েছি।জানিনা কতদিন সময় লাগবে।
পরবর্তী আপডেট জানতে চাচ্ছি।
শুভ কামনা রইল।
সার্টিফিকেট ও NID এক রকম হলে এমপিও শিটে সংশোধন করতেন। NID সার্টিফিকেটের সাথে না মিললে আবার ভেজালে পড়বেন।
@@JHTechStory MPO সনদ এক কিন্তু NID তে Mst আর সনদে Most
NIDতে ভুল।
তাহলে ঠিক আছে
স্যার, MPO তে প্রথমে নামের আগে মো: ছিল , পরে কোন এক সময়ে MPO থেকে মো: বাদ পড়ে যায়। NID এবং BANK ACCOUNT মো: আছে । এখন EFT তে এই লটে বেতন আসবে স্যার ।
না স্যার আপনার বেতন আসবেনা। আপনার এমপিও শিটে নাম সংশোধন করতে হবে। ধন্যবাদ স্যার
স্যার মায়ের নাম ভুল থাকলে কোন সমস্যা হবে
স্যার বাবা মায়ের নাম নিয়ে কোন নির্দেশনা দেয়নি। আপনার বেতন আসার সম্ভাবনা আছে। ধন্যবাদ
আমার মায়ের নাম ভুল হয়েছে। কিন্তু আমি সংশোধন করেছি কিন্তু সেটা জমা দেওয়া হয়নি। কিন্তু অনলাইনে ঠিক করা আছে এখন আমি কি বেতন পাবো।
ওরা যদি অনলাইনে চেক করে তাহলে বেতন পাবে আর অফলাইনে চেক করলে পাবেনা
৫ম গণবিজ্ঞপ্তিতে আমি ইবতেদায়ি থেকে হাই স্কুলে এসেছি। কিন্তু মাদরাসার এমপিও শীট থেকে আমার ইনডেক্স এখনও ডিলিট হয় নি। আমি কি ইএফটিতে বেতন পাব?
ধন্যবাদ স্যার
বেতন পাওয়ার সম্ভাবনা অনেক কম তবুও আশা রাখেন। দেখা যাক কি হয়
ডিলিট করে নিতে হবে |
@@mdsadin-zc8mtএই মাসে তো সময় শেষ। যদি ফেব্রুয়ারিতে ইনডেক্স কর্তনের আবেদন করি তাহলে কি মার্চে অটোমেটিক বেতন ঢুকবে।
আমার একাউন্ট নাম্বার এমপিও সীটে আছে বাংলায় কিন্তু পুরন করেছি ইংরেজীতে আমার বেতন হবে কি?
NID কার্ড অনুযায়ী হলে সমস্যা নেই
আমার "ইএফটি " বেতন আসছে জানুয়ারী তে এখন লাস্ট এম্পিও বলতে কোনটা সংরক্ষিত রাখব এ বিষয়ে আমার জানা নেই তাই কেউ সাহায্য করেন। ডিসেম্বর মাসের বেতন আসছে "ইএফটি" তে তাহলে কী নভেম্ভর এম্পিও সংরক্ষিত রাখতে হবে এবং "ইএফটি " কোন মাসে হল তাও কী সংরক্ষিত রাখতে হবে উক্ত বিষয়ে কেউ জানলে এ বিষয়ে জানিয়ে আমাকে সাহায্য করবেন।
এর আগে আপনি বেতন পাননি?
ভাই আমার একটা প্রশ্ন আছে দেখেন, উত্তর দেন
কি প্রশ্ন আপনার?
নতুন যারা জানুয়ারী তে ইনডেক্স পাবে তাদের কখন EFT তে অন্তর্ভুক্ত করা হবে?
এ ব্যাপারে নির্দেশনা এলে বলা যাবে স্যার। এখন পর্যন্ত কোন নির্দেশনা নেই। ধন্যবাদ স্যার
Sir amar namer banan r nid number mpo sheet a vul hoyce. Akhon ki korte hobe.
নাম সংশোধন করতে হবে স্যার
এই ভাবে তামসা শুরু করেছেন শিক্ষক দের নিয়ে। ভাই দোকানদার আর আমাদের বাকি দিচ্ছে না। বুঝতে পারছেন?
বুঝলাম দোষ কার বলুনতো ম্যাডাম?
যাদের এমপিও শীট ও এনআইডিতে স্পেস এ সামান্য ভুল আছে তাদেরকে কি সংশোধন করতে হবে?
যেমন mpo name MD.TOSRIKUL ISLAM
EFT N- MD. TOSRIKUL ISLAM
এই ভুলের জন্যে আপনি বেতন পাবেন স্যার কিন্তু আপনার সার্টিফিকেট, এমপিও শিট, ব্যাংক একাউন্ট নাম ও জাতীয় পরিচয় পত্র সব খানে নাম এক থাকা উচিত। ধন্যবাদ স্যার
স্যার, আমার জন্মতারিখ এম.পি.ও শীটে আছে ৮/২/১৯৭৭ আর এন.আই.ডি তে আছে ৮/১০ /১৯৭৭। কি করবো????
যেটা আসল সে অনুযায়ী অন্যটা সংশোধন করতে হবে। এছাড়া ইএফটিতে বেতন হবেনা স্যার। ধন্যবাদ
Mpo sheet e md er por dot nai.. But nid te dot ache
সমস্যা নেই বেতন পাবেন ইনশাআল্লাহ
ঘুরে ফিরে একই কথা , যে পদ্ধতি সুবিধা দিতে গিয়ে সমস্যা আর ভোগান্তি এমনকি দুশ্চিন্তাও বাড়ায় সেই পদ্ধতি বাতিল করা দরকার , একজন শিক্ষক বেতন তোলার আগে দোকানদাররা এসে হাজির সেই শিক্ষকের বেতন আটকে গেলে কি অবস্থা সেটা শুধু সেই শিক্ষকেই জানে
এর জন্যে দায় কার স্যার?
নিজের সার্টিফিকেট, এমপিও সিট, ভোটার কার্ড আর ব্যাংক একাউন্টের নাম, জন্ম তারিখ আলাদা আলাদা থাকবে আর দায় চাপাবেন সরকারের উপর সেটা কেন? নিজের সকল তথ্য মিল রাখা আপনার দায়িত্ব। সময়ের সাথে নিজেকে আপডেট করুন। বেতন ১০/১২ তারিখ পেতে ভালো লাগে হয়তো আপনাদের তাই ইএফটি মানতে পারেন না।
ঠিক বলেছেন স্যার
এমপিও সীটে Most.Fatema Begum আর এ,আই,ডি তে Moshammad.Fatema Begum এতে কি কোন সমস্যা হবে?
হ্যাঁ ম্যাডাম আপনার বেতন আসবেনা
@JHTechStory স্যার আমার তো এমপিও করার সময় সঠিক তথ্য দিয়েছে, তারা Moshammad সংক্ষেপ করে এমপিও সীটে Most দিয়েছে। এজন্য কি আমরা সাফার করবো?
কারা দিয়েছে? আপনার এমপিও কত সালে হয়েছে?
@@JHTechStory 2004 সালে এমপিও সীট করা হইয়েছিলো,
তাহলে এত দিন সংশোধন করে নেননি কেন? যারা সচেতন তারাতো সবাই সংশোধন করে নিয়েছে। অসচেতনতার দায় অন্যকে দেওয়া ঠিক না ম্যাডাম। সময়তো যথেষ্ট পেয়েছেন।
স্যার আমার নামের most আছে এন আইডিতে কিন্তু এমপিও সিটে mst আছে তাহলে কি আমার বেতন আসবেনা
জ্বি ম্যাডাম আপনার বেতন আসবেনা
স্যার আমার করনীয় কি জানাবেন প্লিজ
এমপিও শিটে সংশোধন করতে হবে
mpo তে Md আছে কিন্তু ব্যাংক একাউন্টে Md নাই তাহলে বেতন আসবে না
বেতন আসবেনা স্যার। আগামী রবিবার ব্যাংক থেকে আপনার নাম সংশোধন করে নিন। এই ছোট্ট ভুলের জন্যে আপনার বেতন বন্ধ হয়ে আছে।
স্যার আমার ভুল করে অস্তিত্ব নাই দিয়ে ফেলেছে এখন কি করতে পারি বলেন
বিধি বহির্ভুতভাবে বা জোড়পুর্বক কোনো শিক্ষক-কর্মচারীর পদত্যাগ, অস্তিত্ব নেই বা বরখাস্ত হিসেবে তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে EFT এর জন্য তথ্য সংযোজন করার উদ্যোগ নিতে পারেন।
@@JHTechStory স্যার আমাকে একটু হেল্প করেন এখন আমি কি করতে পারি একটু আমি কি করলে বেতন টা পাবো
স্যার আমার জন্মতারিখ ভুল আছে সেটা সংশোধন কীভাবে করব
এমপিও শিটের জন্মদিন পরিবর্তন করার জন্যে অনলাইনে আবেদন করতে হবে স্যার
সেটার জন্য কী আলাদা কোন ফর্ম লাগবে
*ASSALAMU-ALAIKUM,SIR.....!*
AS WE ARE BEING BENEFITED FROM YOUR VIDEO,
WE CANNOT BUT HAIL YOU.....!
*=TURAG,DHAKA.*
Thank you sir
স্যার আমার এমপিও তে MOHAMMAD কিন্তু NID তে MUHAMMAD এবং ব্যাংকেও MUHAMMAD আমার কি ২য় লটে বেতন আসবে?
না স্যার আপনার বেতন আসবেনা। বেতন পেতে সব জায়গায় একরকম ইনফরমেশন থাকতে হবে। ধন্যবাদ
Sir mpo seat a md. Kinto nid a md. Ami baton pabo kina
sir different bujhlamna
Sir amar mpo seat a Md. Kinto nid a Md ami baton pabo kina.
আমার কোন জায়গায় ভুল নাই সবকিছুই ঠিক আছে প্লিজ একটু বলেন
কি জানতে চান?
ব্যাংক রাউটিং নাম্বার অন্য হলে কি করনীয়
এটা কিভাবে সম্ভব?
@@JHTechStory আমি চাকরি করি সখিপুর কিন্তু একাউন্ট গাজীপুর শাখার
স্যার আমার আইডি এম পি ও শীট মোবাইল নাম্বার কোনো সমস্যা নেই তবু আমি বেতন পেলাম না কেন স্যার
স্যার অপেক্ষা করুন সামনে সপ্তাহে পাবেন। আর কোন ভাবে না পেলে তার কারণ আপনার প্রতিষ্ঠান প্রধানের প্যানেলে পরের সপ্তাহে দেখতে পাবেন না পাওয়ার কারণ। ধন্যবাদ স্যার।
আমার NID তে SIDH আর MPO তে SHIDH, একটা H mpoতে বেশি আছে। এইটুকু ভুল স্যার।আমার কি ২য় লটে আসবে স্যার?
না স্যার ইএফটিতে আপনার বেতন আসার সম্ভাবনা একদম নেই। আপনি আপনার এমপিও ফাইলে আপনার নাম সংশোধন করার আবেদন করুন যত দ্রুত পারেন। ধন্যবাদ স্যার।
@@JHTechStoryস্যার আমার ফাইল তো Ok এবং ibas++ এসেছে।
স্যার আমার তো ফাইল ok এবং ibas++ এসেছে।
স্যার আসলে শিক্ষা মন্ত্রণালয়ের আঞ্চলিক অফিসের কর্মীরা কিছু চেক না করেই OK লিখে দিয়েছে। এখন অর্থ মন্ত্রণালয় ও EMIS সেল আলাদা ভাবে চেক করছে। তাই ভুল ধরা পড়ছে। ধন্যবাদ
স্যার কি নির্দেশা দেয় তার উপর ভিত্তি নামের সংশোধন দিবো নাকি আগেই দিবো mpo সিঠে
কিন্তু আইবাস++এ ওকে আছে তার পরেও বেতন ব্যাংক অ্যাকাউন্টে আসে নাই
স্যার এই ভিডিওতে দেখানো ইনফরমেশন সব ঠিক আছে আপনার?
বার বার একই কথা
মেসেজ একটাই স্যার
এটা কি বাংলা নাম না ইংরেজি নাম কোনটি চেক করবে
ইংরেজি নাম চেক করবে স্যার। ধন্যবাদ
Ac vul tr pro taka pelo ki ko re
কে পেলো?
বুঝলাম না ১০ দিনে মাএ ১ লক্ষ লোকের বেতন আসছে বাকী গুলো দিলে তো আরো কয়েক মাস লাগবে, কিছুই বুজলামনা
বাকি শিক্ষক কর্মচারীদের বেতন তথ্য সংশোধন ছাড়া আসবেনা স্যার। সবার তথ্য ঠিক থাকলে ইনশাআল্লাহ এক ক্লিকে সবার বেতন ব্যাংকে যাবে। এই সিস্টেম অনেক আধুনিক
আমার MPO শিটে MD. JALAL AHMED আর
NID ও ব্যাংক একাউন্টে MOHAMMAD JALAL AHMED
কোন সমস্যা হইব নি।
হবে স্যার আপনার বেতন হবেনা। সংশোধন করতে হবে স্যার। এর পর ইএফটিতে বেতন হবে। ধন্যবাদ স্যার
Amar mpo shet nid miah bank mia ami pabo
স্যার সামনে রবিবার দিন সকাল সকাল ব্যাংকে গিয়ে আপনার নাম NID অনুযায়ী পরিবর্তন করে নিন। এখন আপনার এই কাজ জরুরি। পরিবর্তন না করলে আপনার বেতন হবেনা। ধন্যবাদ স্যার
স্যার ধন্যবাদ । বিদ্যমান এম পি ও শিট এ যে অনেকের ই ভুল আছে কিন্তু সংশোধিত বা হালনাগাদ একটি অপশন দিয়েছে অটাইতো আসল। সংশোধিত মানে কি এটা একটু বলেন প্লিজ। অটাতো তারা কাউন্ট করবে তাই নয় কি? যেমন এম পি ও শিটে আমার নাম md kintu nid te Muhammad bank ac te Muhammad এখন এরা কি করবে।
ধন্যবাদ স্যার। EMIS সেল থেকে স্পষ্ট করে বলে দিয়েছে আপনার মত এমন গুরুতর ভুল থাকলে বেতন হবেনা এবং সংশোধনের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি। ধন্যবাদ স্যার
@@JHTechStory md Muhammad eta ki majior problem
হ্যাঁ স্যার
মা
❤
❤️
সংশোধনী তো আমরা দিয়েছি।আগে নির্দেশনা দিলে তো এত বিড়ম্বনায় পড়তে হত না।
হ্যাঁ স্যার এটা ঠিক বলেছেন
এ বিষয়ে বিকল্প কিভাবে বেতন দেওয়া যায় সে বিষয়ে বক্তব্য দিয়ে মাউশির দৃষ্টি আকর্ষণ করেন।
ভুয়া তথ্য
স্যার আপনাকে বকা দিতে ইচ্ছে করছিলো কিন্তু আমি ভদ্র মানুষ তাই কিছু বললামনা। তবে আপনার জানার পরিধি অনেক কম। ধন্যবাদ
তারজন্য ধন্যবাদ @@JHTechStory
স্যার,আমার এমপিও সিটে MD নেই তাহলে এখন আমার করনীয় কী? আমি কি বতন পাবো না।
স্যার আপাতত আপনার বেতন পাওয়ার সম্ভাবনা নেই। আপনার এমপিও শিটে নাম এনআইডি অনুযায়ী সংশোধনের আবেদন করুন। ম্যানুয়ালি বেতন দিলে সেটার আপডেট পরে পাবেন। ধন্যবাদ স্যার
স্যার পিতার নাম গরমিল হলে কি বেতন আসবে??
না স্যার, পিতার নামে গরমিল থাকলে আশা করি কোন সমস্যা হবেনা। ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আপনি বেতন পাবেন। ধন্যবাদ
A diye Abdul na hoye Abul hote pare tai na? Ekhon ami kivabe bujhbo apni Abdul Na Abul? Bolun sir
Sir, all papers submit kora hoyese sekhane Md Abdul Halim r mpo site 23 bosor dhore M A Halim ataoki buzbena?
Sir amer certificate r nid akoi but mpo shette date of birth vul amer beton ki ashby, doya kora janaben
na sir, beton asbena. Songsodhon korte hobe then beton asbe