প্রতিটি কথা খুব বাস্তব ,কিন্তু তার মধ্যে সব থেকে বেশি Motivated কথা "ভালো সময় টা যখন Parmanent নয় ,তাহলে খারাপ সময় টাও তো parmanent নয় ।" কেন জানিনা কথাটা শুনে একটা মনে Josh এসে গেল । Thank you # জোশTalks, Tank you #Rupa Bhattacharya (Didi).
@@nasrinakhatun3192রূপাদেবীর কথা গুলো ভীষণ ভালো লাগলো । ওনার ঐ কথা গুলো শুধু মাত্র নারী সমাজের জন্য নয়,প্রতিটি অবহেলিত মানুষের মনোবল বাড়ানোর পক্ষে যথেষ্ট ।
একদম ঠিক কথা,নিজেকে ভালো না রাখলে অপর কে ভালো রাখা যায়না। আর,নিজেকে সম্মান না করলে সমাজ তোমাকে সম্মান করবে না। কথা দুটোর সত্যি বাস্তবতা আছে । আর,প্রত্যেক মানুষের জন্য একদম খাঁটি কথা।
আপনি খুবই ভালো কথা বললেন।আপনার জীবনের সাথে আমার জীবনের অনেকটাই মিল আছে।শুধু পার্থক্য এটাই যে আমি চেষ্টা করেও ভালোভাবে বেঁচে থাকার কোনো উপায় খুঁজে পাচ্ছিনা।
মানসিক স্বাস্থ্য নিয়ে কেউ কথা বলেনা। আপনি বললেন, অনেক মনের জোর পেলাম। অনেকটা এরকমই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি,উৎসাহ কেউ দেয় না, সব সময় ভৎসনা ফেরত পাচ্ছি। কথাগুলো খুব সাহায্য করল আমায়।
অসম্ভব ভালো লাগলো কথা গুলো 👌👌👌 এরকম সমস্যা র মধ্যে অনেকেই পড়ে,,,কেউ ঘুরে দাঁড়াতে পারে,,কেউ পারে না,,,, তুমি পেরেছ,,,, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো 💐💐💐 নদীয়া থেকে
রুপা আসলেই অনেক কষ্ট করেছে💔 এগুলো শুনলে নিজের ছোট ছোট কষ্ট গুলো ভূলেই যাই ওদের কষ্টের কাছে আমার কষ্ট গুলো ফিকে হয়ে যায় এতো কষ্ট করে নিজের একটা জায়গা পেয়েছে 👏👏👏👏👏অসাধারণ
অসাধারণ! প্রতি টি কথা ই মনে দাগ কাটে। আমি মনে প্রাণে সমর্থন করি আত্মবিশ্বাস ও আত্মসম্মান বোধ নিজেকে ভালো ও সুস্থ রাখার চাবিকাঠি। জীবনে অনেক অভিঘাত মানুষ কে জর্জরিত করে। কিন্তু পরাজয় না মেনে ঘুরে দাঁড়িয়ে মোকাবিলা করতে হবে।এই ভিডিওটি অনুপ্রেরণা যোগায় সবার জন্য। সেই কারণে শ্রীমতী রূপা ভট্টাচার্য কে অশেষ শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই।
"নিজের কাছে নিজের হেরে যাওয়া, সব থেকে বড় ভুল"। "আমাকে ভালো রাখার দায়িত্ব আমি ছাড়া আর কারোর নেই"। "সফলতা মনে নিজের কাছে honest থাকা, নিজের কাছে transparent থাকা"।------খুব ভালো বলেছ। তোমার লড়াকু মানসিকতাকে অনেক অভিনন্দন জানাই।
রূপা , তোমার এতো কষ্টের সময় আমাদের সঙ্গে সাবলীল ভাবে শেয়ার করলে এতে অনেকেই সাহস পাবে দুঃখ কে জয় করার সাহস। আমার একজন পছন্দের মানুষ তুমি। সুন্দর হাসি , সাবলীল কথা , নিজেকে সুন্দর ভাবে উপস্থাপনা করা এই গুণ গুলোর জন্য তুমি আমার অত্যন্ত প্রিয়। লড়াই করে নিজের জায়গা করে নেয়ার আনন্দ ই আলাদা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।
আপনি আমার একজন প্রিয় অভিনেত্রী,উপস্থাপিকা।আপনার বুদ্ধিদীপ্ত স্মার্ট উপস্থিতি সকলের থেকে আপনাকে আলাদা করে দেয়।আপনার পরিবার সম্বন্ধে জেনে আপনাকে সহানুভূতি জানাতে চাই না,আপনি নিজে যথেষ্ট সক্ষম,তবে আপনার এই উপস্থিতি, চেহারা, appearence,ব্যাক্তিত্ব এগুলোও তো কিছুটা আপনি inherit করছেন।তাই ভালো কিছুও খুঁজলে পাওয়া যাবে।
Amio chini vison sarthopor mitthabadi may nijer sarther jonne nijer poribar k onek suffer koriache.. Amr mama barir parai onar bari santoshpur e bari mama barir thik ulto diker barite thake.. Ami onar theke onk choto kintu ki sanghatik vabe mittha kotha bole gelo setai vabchi
তোমার জীবনের কষ্টের কাহিনী শুনে খুব মর্মাহত হলাম। নতুন প্রজন্মের কাছে তুমি অনুপ্রেরণা। সোমিদির প্রোগ্রাম এ সবসময় তোমাকে দেখি। সদা লাস্যময়ী খুব ভালো লাগে তোমার anchoring. অতীত কে ভূলে সামনে এগিয়ে যাও। যার কেউ থাকে না তার সাথে ঈশ্বর থাকেন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি নৈহাটি বাসী। আমাদের এখানে অনেক মনীষির জন্মস্থান ❤️❤️❤️🌹🌹🌹
প্রতিটি কথা খুব বাস্তব ,কিন্তু তার মধ্যে সব থেকে বেশি বাস্তব কথা "ভালো সময় টা যখন Permanent নয় ,তাহলে খারাপ সময় টাও তো permanent নয় ।" অসম্ভব ভালো লাগলো কথা গুলো 👌👌👌 শেষ থেকে শুরু করাটা সবাই পারে না...কেউ ঘুরে দাঁড়াতে পারে, কেউ পারে না | তাই হাল না ছেড়ে এগিয়ে চলো.....নিজের ভালোলাগা কে নিয়ে এগিয়ে চলো । R জীবনটাকে থামিয়ে দিলে পরের সারপ্রাইস টা মিস হবে। Thank you so much for your valuable suggestions
Eta Amar o story. Sudhu Ami 18years to aaj Nijer 28years obdi ektai manush k sathe peyechi as a companion... Biye amra korini. Nischoi korbo. Karon Biye tai sesh noy... Onek Mil pelam. Thanks
কথাগুলো শোনার পর আপনার প্রতি অশেষ সম্মান সৃষ্টি হলো। সত্যি আমাদের সবার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট বোধহয় "আমিই" ভোগ করেছি! কিন্তু যখন এসব মানুষের কথা জানতে পারি,এসব অস্ত্রহীন যোদ্ধাদের যুদ্ধকাহিনী শুনি তখন বুঝতে পারি কতটা তুচ্ছ ঘটনাকেই না জীবনের কেন্দ্র ভেবে পড়ে আছি। যখন মাতাপিতা থাকা অবস্থাতেই এতো কষ্ট অনুভব করছি নাজানি মাতাপিতা হীনদের কি হাল! পৃথিবীর সকল নিরস্ত্রযোদ্ধারা এভাবেই জয়ী হোক💪
মন ছুঁয়ে গেলো❤ রোজগেরে গিন্নি দেখতাম আপনাকে ভালোলাগতো বোলে... খুব ছোট ছিলাম যদিও তখন।। আজ আবারও ভালো লাগলো আমার এই struggle life আপনার inspiring এই struggle এর কথা শুনে ❤❤❤
"একটা অপরাধ/ভুল থেকে বেড়িয়ে আসতে গিয়ে, একটার পর একটা অপরাধে/ভুলে জড়িয়ে যেতে হয়।" কথাটা ভালো লাগছে। সমাজের কাক চিল শকুন এই দিকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে থাকে।
Dedication, Self Confidence and Strong Convincing Power কোনো কিছু Achieve করার জন্য খুব দরকার এবার convincing স্কিল্স আসে Strong Communication থেকে। এবার নিজের communication স্কিল্স কে আরো সুন্দর করে তুলুন , Download Now :joshskills.app.link/b9JIvf6berb
সব গুলো কথা খুবই সত্য। অনেক ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ কাজগুলো শেয়ার করার জন্য। সফলতা নিয়ে আপনার কথা গুলো খুবই সত্য ও সুন্দর অনুভূতি যা অনেকেই বুঝেনা। সেই চিন্তা করলে আমি নিজেও একজন সফল মানুষ। আর আপনজনের কাছেই আমরা সবচেয়ে বেশী কষ্ট পাই।
Life is full of struggle. You have done lot with patience for your success. Very very brave attitude adopted by you. Go ahead. God will bless you in all path of your success. My hearful blessings are with you Rupa.
প্রতিটা Successful Person এর একটা জিনিস খুব ভাল থাকে এবং সেটাকে আমি খুব ভালোবাসি।সেটা কি জানেন, সেটা হল তার মন। আমিও তাই God এর কাছে প্রার্থনা করি আমাকে একটা সুন্দর মন করে দিন।
তোমার এই ভিডিও সত্যি অনেকেই উদবুদ্ধ করবে। This should be a moral lesson to all. Bravo, my dear. I a senior citizen would be privileged if getting a chance talking to you.
আমার খুব পছন্দের একজন অ্যাকট্রেস! আজকাল যদিও টিভি সেরকম দেখা হয়না, আর তাই ওনাকেও দেখা হয়ে উঠেনা। বহুদিন পর দেখে, শুনে, আর ওনার কাহিনী টা জানতে ভীষণ ভালো লাগছে! খুব ভালো থাকুন ম্যাম! ❤️
Dear Rupa Tomar sob Kothagulo chorom sottiii, ja Tomar jibon Bodh diye upolobdhi korecho. R otonto olpo boyoshe. Atota positivity 👍👍👍. Tomar ei positive energy onnokeo egiye niye jaabe.😘😘 U.
খুব অনুপ্রাণিত হলাম। প্রতিটি মেয়েরই নিজেকে ভালোবাসা উচিৎ এবং নিজের একটি পরিচয় তৈরী করা উচিৎ, যেই ভিত্তিতে সে দাঁড়িয়ে আগামী দিনের জন্য শক্তি সঞ্চয় করবে। কারণ মেয়েদের জীবনে বিপদ এক বার না বার বার আসে।
আপি তুমি একদম ঠিক বলছো। তোমার মত same আমার আকদম একি অবস্থার মধ্য দিয়ে এই সময় গুলি যাচ্ছে। তুমি তো ভালো দিন দেখতে পেয়েছ এখন কিন্তু আমি কবে দেখতে পাব জানিনা।
আমি ওনার husband এবং ওনার মেয়েকে খুব কাছ থেকে দেখেছি।খুব ভালো মানুষ ওনার স্বামী আর মেয়ে তো অনেক বড়। সম্ভবত,বছর দুই-তিন আগে জানতাম পুণে তে ওঁর মেয়ে তখন ল পড়ছে।মেয়েকে হুবহু ওনার মতোই দেখতে আর স্বামী খুব ভদ্র,শিক্ষিত একজন মানুষ।সোনারপুর-রাজপুরে ওঁদের বাড়ি। আজ এই কথাগুলো শুনে অবাক লাগছে খুব।সেই কবে থেকে দেখছি ওনাকে,'এই তো সুযোগ'- এ ছিলেন উনি..আমরা তখন স্কুলে পড়ি।
রুপা ভীষণ ভালো লাগল,এটাই হওয়া উচিৎ,তুমি একটা মঞ্চ পেয়েছো-তাই সবাই তোমার জীবনের গল্প,জীবন বোধ,তোমার পাওয়া না পাওয়ার কথা জানতে পারলো,সত্যিই-এই রকম লড়াই বোধহয় আমাদের দেশে হাজার হাজার মেয়ের করতে হয়,আমি মনে করি জীবনের শেষ দিন পর্যন্ত মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ের নাম জীবন। 🕉🔱🕉🐍
আমি জানিনা তোমার বয়স কেমন.... কিন্তু আমার বয়স 35 বছর। তুমি খুব ছোট থেকে যে টা বুঝতে পেরেছো, আমার তা বুঝতে 35 টা বছর পার করলাম.... এই মুহূর্তে 12 বছরের ছেলে কে সাথে নিয়ে নিজে কে খুঁজতে বেড়িয়েছি.... হ্যা.. নিজে কে খুঁজতে। আমার ও যে আত্মসম্মান আছে সেটা বুঝতে পেরে আর পারলাম না সংসার এর মধ্যে নিজে কে গুটিয়ে রাখতে..... তোমার জীবন যুদ্ধের কথা গুলো যেন মনে খুব সাহস দিলো... বাপ মরা অতি সাধারণ ঘরের মেয়ে আমি.. মামার বাড়িতে বড়ো হয়েছি... তাই হয়তো সবটা মেনে নিয়েছিলাম কিন্তু আর না....
Pakka Chiting BAz, Dhop Baaz,...Jhuri Jhuri mithhe katha.... Khub adore, jotne baro hoeche....Graduation er time eo tar Maa Vaat mekhe dito, nije makhte parto na...R Dibbi Prem kore bya korechilo....Ja nider doshe tekate parlo na. Publick er sympathy paoar jonno eto niche namte pare manush jekahe nijer baba-Maa-Dada ke eto choto korche publick er kache...Ini Amar nijer baro mamar may, mane mamato didi.Choto theke sob kichu dekhechi...
Dear Mahua Mishra, Build your career, take care of your finance, love your son unconditionally... ALL WILL BE WELL! ... Jani khub khub khub difficult jibone eka eka chola... tobuo joy of success wipes many many many pains of live... aar chele to ekdin boro hobe... tomar best friend hoye jabe... sob dukhkho bhuliye debe... SMILE PLEASE!... SON WILL BE HAPPY!!!
@@mrittikadas2034 rupadi Amar nijer mamato Didi, apni na manle kichu jae asena, onar maa mane amar maima r Relatives der samne bolte bolun, onar baba mane amar baro mama Nabokumar Banerjee mara geche just 1 yr Holo, 23rd Feb batsorik gelo, ami every relatives der pH number dia prove korte partam, but seta ki khub valo habe, ? Apni Jodi personally janen onake Amar naam ta bole dekhben
Ami akhon khub depression er moddhe silam ai video ta dekhe mone shanti pelam abar notun kore sob kisu suru korbo vablam. Thanks.. Airokom kisu video dekhlam.
Di I've learned so many new things from you. I'm really very happy with this. I wanna change myself, yes I have to. Thanks di thanks a lot. Your words have given me strength. Bye
Tomar kotha gulo sune mone sotti sotti Onekkk jooor onek sokti pelam ajj.....jokhon kono rasta pachhilm na tokhon tomar ei video ta hotath dekhte pelam...ekhon hoyto ami jani amay ki korte hobe.....thank u so much....and God bless you sis ..
আপনার পরিস্থিতির মত এতটা কঠিন না হলেও দ্বিতীয় কন্যা সন্তান হওয়ার অপরাধে অনেক কিছুর ই সম্মুখীন হয়েছি এবং হচ্ছি। তবে নিজের identity তৈরী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা রাখি একদিন সাফল্য আসবেই। আপনার আগামী দিনগুলোর জন্য অনেক শুভকামনা রইলো...
Saluate for api with dangerous condition face and stay wih this period.....proved in her real existence in the world....love you so much api.....well done...go ahead.
রূপা যে কথা গুলো বলছে কতটা সত্যি তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কেউ বাড়ির কথা এত খারাপ ভাবে বলেনা আর ন বচ্ছরের মেয়ে র বিয়ে নিয়ে কথা বলছে এটা আবার কি ধরনের কথা কে জানে ভাবতেই খুব খারাপ লাগছে
Rupa k onek agye thekei chini,rojgere ginni te o amader Sathe anchoring korechilo Siliguri te, tokhon oor life history jantam na,khub Valo laglo jene... struggling life...be happy Rupa , all the best
Kotha gulo vison valo laglo..nijer life er sathe onek mil khuje pelam..mone hochilo amar life er kotha guloi bola hochhe..but Ami akhono success er jaigai pouchate parini..apran chesta korchi.. thanks for inspiration
প্রতিটি কথা খুব বাস্তব ,কিন্তু তার মধ্যে সব থেকে বেশি Motivated কথা "ভালো সময় টা যখন Parmanent নয় ,তাহলে খারাপ সময় টাও তো parmanent নয় ।" কেন জানিনা কথাটা শুনে একটা মনে Josh এসে গেল ।
Thank you # জোশTalks, Tank you #Rupa Bhattacharya (Didi).
Katha gulo khub satya
Ekdom Kotha ta Amaro sune Josh ase gelo
@@nasrinakhatun3192রূপাদেবীর কথা গুলো ভীষণ ভালো লাগলো । ওনার ঐ কথা গুলো শুধু মাত্র নারী সমাজের জন্য নয়,প্রতিটি অবহেলিত মানুষের মনোবল বাড়ানোর পক্ষে যথেষ্ট ।
কি সুন্দর, ফুটফুটে একজন মানুষ..
কি মিষ্টি করে হাসে। অথচ কত কষ্ট করে টিকে আছেন, টিকে গেছেন.. আপনার জন্য অনেক শুভকামনা রইল ❤❤
brilliant comment
Excellent ! খুব ভালো লাগলো। তুমি অনেক অনেক বড়ো হও।
@Mariam's Vlog In Dubai Thank you ❤
ķ
eta aro onek manusher sathe hubohu mile jay but janate parina
আজকে আপনাকে দেখে আপনার কথা গুলো শুনে অনেক ধারণা পাল্টে গেলো।। সত্যি আপনি অসাধারণ।।🙏🙏🙏
😥
একদম ঠিক কথা,নিজেকে ভালো না রাখলে অপর কে ভালো রাখা যায়না।
আর,নিজেকে সম্মান না করলে সমাজ তোমাকে সম্মান করবে না।
কথা দুটোর সত্যি বাস্তবতা আছে ।
আর,প্রত্যেক মানুষের জন্য একদম খাঁটি কথা।
আপনি খুবই ভালো কথা বললেন।আপনার জীবনের সাথে আমার জীবনের অনেকটাই মিল আছে।শুধু পার্থক্য এটাই যে আমি চেষ্টা করেও ভালোভাবে বেঁচে থাকার কোনো উপায় খুঁজে পাচ্ছিনা।
Ektu kosto kore laptop kine frealansing shikhun
মানসিক স্বাস্থ্য নিয়ে কেউ কথা বলেনা। আপনি বললেন, অনেক মনের জোর পেলাম। অনেকটা এরকমই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি,উৎসাহ কেউ দেয় না, সব সময় ভৎসনা ফেরত পাচ্ছি। কথাগুলো খুব সাহায্য করল আমায়।
Nijeke PuSh nijei korte habe. External Push er ashay Bose thaka britha. Nijeke nije uthe daanr korate hbe. Tader attitude change habe na dhorei nijer Bhalo lagagulo nie egie jaowatai Jibon.
Amaro
আমারও। মনোবল বাড়লো😐
অনেক Inspired হলাম। 👍
অসম্ভব ভালো লাগলো কথা গুলো 👌👌👌 এরকম সমস্যা র মধ্যে অনেকেই পড়ে,,,কেউ ঘুরে দাঁড়াতে পারে,,কেউ পারে না,,,, তুমি পেরেছ,,,, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো 💐💐💐 নদীয়া থেকে
একজন ভালো অভিনেত্রী হিসেবে জানতাম, আজ একজন প্রকৃত ভালো মানুষের সাথে পরিচয় হোলো ।
।
কি কি ভালো কাজ দেখেছেন ওনার... একটু বলবেন কি???
আমি আপনাকে বলি কি খরাপ কাজ দেখছেন আপনি বলবেন কি
Didi.darun.bolecho.thanku.so.much👌👌👌❤❤
@@mahbubunnesa3243 আমি জদি বলবো সব কিছুই নাটক
Khub valo lglo struggle of life story sune..anekkkkta motivated holam...ty thanks a lot golpoti share korar jnno
রুপা আসলেই অনেক কষ্ট করেছে💔 এগুলো শুনলে নিজের ছোট ছোট কষ্ট গুলো ভূলেই যাই ওদের কষ্টের কাছে আমার কষ্ট গুলো ফিকে হয়ে যায় এতো কষ্ট করে নিজের একটা জায়গা পেয়েছে 👏👏👏👏👏অসাধারণ
👏👏👏👏👏👏👏👏👏👏
right
*জীবনে হাল ছেড়ে দেওয়ার নামই ব্যার্থতা, তাই হাল না ছেড়ে এগিয়ে চলো। নিজের ভালোলাগা কে নিয়ে এগিয়ে চলার নামি জীবন।*
U r so so confident and so full of positivity.. Tomar acting kono din dekhini..u r a warrior..
অসাধারণ! প্রতি টি কথা ই মনে দাগ কাটে। আমি মনে প্রাণে সমর্থন করি আত্মবিশ্বাস ও আত্মসম্মান বোধ নিজেকে ভালো ও সুস্থ রাখার চাবিকাঠি। জীবনে অনেক অভিঘাত মানুষ কে জর্জরিত করে। কিন্তু পরাজয় না মেনে ঘুরে দাঁড়িয়ে মোকাবিলা করতে হবে।এই ভিডিওটি অনুপ্রেরণা যোগায় সবার জন্য। সেই কারণে শ্রীমতী রূপা ভট্টাচার্য কে অশেষ শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই।
শেষ থেকে শুরু করাটা সবাই পারে না...যাঁরা এটা পারে তাদের জীবনটাই অন্যরকম হয়
তুমি আমার খুব ভালো লাগার একজন অভিনেত্রী রূপা। তোমার কথাগুলো নতুন কোরে সাহসী করে তুললো আমায়। ঠিক বলেছ তুমি ভালো সময় যেমন পার্মানেন্ট নয় তাহলে খারাপ সময়ও পার্মানেন্ট নয়। তুমি খুউউব ভালো থেকো আনন্দে থেকো। আগামীর দিনগুলো তোমার সাফল্যে আর ভালবাসায় পরিপূর্ণ হোক ।
*“সাফল্যের আগুন একা একা জ্বলে না।*
*এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে”*
👍
👍👍👌
"নিজের কাছে নিজের হেরে যাওয়া, সব থেকে বড় ভুল"।
"আমাকে ভালো রাখার দায়িত্ব আমি ছাড়া আর কারোর নেই"।
"সফলতা মনে নিজের কাছে honest থাকা, নিজের কাছে transparent থাকা"।------খুব ভালো বলেছ। তোমার লড়াকু মানসিকতাকে অনেক অভিনন্দন জানাই।
আমি মেয়ে বলে অবহেলা ছাড়া কিছুই পাইনি ।আপনারসাথে আমার জীবনেরঅনেক মিল আছে।আমি এখন টিচার।কিন্তু বাড়ির সাথে যোগাযোগ রাখি না।কারণ আমার অতীত মনে পড়ে।
Ekta kotha jiggasa korbo...dujonei samo manosikatar bolei qsn ta korchi.. Apnar bari kothai?
আমি বাংলাদেশি আর ডিভোর্স আমার কাহিনি আরও নোংরা আর সব কিছুর জন্য একটা নোংরা পরিবারে জন্ম নেওয়া টাই দায়ী।
Thik korechen.. amr kahini..
একদম উচিত কাজ করেছেন
Soma tomar sathe amar life er o mil ache..
রূপা , তোমার এতো কষ্টের সময় আমাদের সঙ্গে সাবলীল ভাবে শেয়ার করলে এতে অনেকেই সাহস পাবে দুঃখ কে জয় করার সাহস। আমার একজন পছন্দের মানুষ তুমি। সুন্দর হাসি , সাবলীল কথা , নিজেকে সুন্দর ভাবে উপস্থাপনা করা এই গুণ গুলোর জন্য তুমি আমার অত্যন্ত প্রিয়। লড়াই করে নিজের জায়গা করে নেয়ার আনন্দ ই আলাদা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।
আপনার গোটা গোটা করে কথা বলা, মুক্ত ঝরানো হাসি আমি খুব পছন্দ করি। আজকে জানলাম আপনার straggle. Valo thakben Rupa.onek doya/ ashirbad apnar jonno.
আপনি আমার একজন প্রিয় অভিনেত্রী,উপস্থাপিকা।আপনার বুদ্ধিদীপ্ত স্মার্ট উপস্থিতি সকলের থেকে আপনাকে আলাদা করে দেয়।আপনার পরিবার সম্বন্ধে জেনে আপনাকে সহানুভূতি জানাতে চাই না,আপনি নিজে যথেষ্ট সক্ষম,তবে আপনার এই উপস্থিতি, চেহারা, appearence,ব্যাক্তিত্ব এগুলোও তো কিছুটা আপনি inherit করছেন।তাই ভালো কিছুও খুঁজলে পাওয়া যাবে।
এই পরিবারকে কখনোই শিক্ষিত বলাটা বোধহয় উচিত নয়
Uni nijer family niye vuri vuri mithey bole gelen .....aami onar family k personally chini .... trust me
Amio chini vison sarthopor mitthabadi may nijer sarther jonne nijer poribar k onek suffer koriache.. Amr mama barir parai onar bari santoshpur e bari mama barir thik ulto diker barite thake.. Ami onar theke onk choto kintu ki sanghatik vabe mittha kotha bole gelo setai vabchi
Thik bolchen.. Educated lok airokam hay na
@@aninditachowdhury1963 mam please onar family really ki rokom seta janaben
@@arinasett8448 আমার মনে হলো উনি অনেক বাড়িয়ে বলেছেন।শিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা হওয়া প্রায় অসম্ভব।আসলে ফুটেজ খাওয়ার ধান্দা।
তোমার জীবনের কষ্টের কাহিনী শুনে খুব মর্মাহত হলাম। নতুন প্রজন্মের কাছে তুমি অনুপ্রেরণা। সোমিদির প্রোগ্রাম এ সবসময় তোমাকে দেখি। সদা লাস্যময়ী খুব ভালো লাগে তোমার anchoring. অতীত কে ভূলে সামনে এগিয়ে যাও। যার কেউ থাকে না তার সাথে ঈশ্বর থাকেন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি নৈহাটি বাসী। আমাদের এখানে অনেক মনীষির জন্মস্থান ❤️❤️❤️🌹🌹🌹
Be happy, আপনার মতো এতো সুন্দর করে কথা খুব কম মানুষ বলতে পারে।
প্রতিটি কথা খুব বাস্তব ,কিন্তু তার মধ্যে সব থেকে বেশি বাস্তব কথা "ভালো সময় টা যখন Permanent নয় ,তাহলে খারাপ সময় টাও তো permanent নয় ।" অসম্ভব ভালো লাগলো কথা গুলো 👌👌👌 শেষ থেকে শুরু করাটা সবাই পারে না...কেউ ঘুরে দাঁড়াতে পারে, কেউ পারে না | তাই হাল না ছেড়ে এগিয়ে চলো.....নিজের ভালোলাগা কে নিয়ে এগিয়ে চলো । R জীবনটাকে থামিয়ে দিলে পরের সারপ্রাইস টা মিস হবে। Thank you so much for your valuable suggestions
Eta Amar o story. Sudhu Ami 18years to aaj Nijer 28years obdi ektai manush k sathe peyechi as a companion... Biye amra korini. Nischoi korbo. Karon Biye tai sesh noy... Onek Mil pelam. Thanks
God bless you
❤
ata amar o story.amar boyos 19 baba ma amake biyer jonno patri tik korecilo.ma k onek bujie libya asi.tarpor akon italy asi 9bosor.28years.
কথাগুলো শোনার পর আপনার প্রতি অশেষ সম্মান সৃষ্টি হলো। সত্যি আমাদের সবার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট বোধহয় "আমিই" ভোগ করেছি! কিন্তু যখন এসব মানুষের কথা জানতে পারি,এসব অস্ত্রহীন যোদ্ধাদের যুদ্ধকাহিনী শুনি তখন বুঝতে পারি কতটা তুচ্ছ ঘটনাকেই না জীবনের কেন্দ্র ভেবে পড়ে আছি। যখন মাতাপিতা থাকা অবস্থাতেই এতো কষ্ট অনুভব করছি নাজানি মাতাপিতা হীনদের কি হাল! পৃথিবীর সকল নিরস্ত্রযোদ্ধারা এভাবেই জয়ী হোক💪
আমার খুব ভাল লেগেছে।তোমার এই কথাগুলো।কথাগুলোর সঙ্গে আমার জীবনে অনেকটাই মিল খুজে পাই।তাই তোমাকে ধন্যবাদ।
অনেক দামি অনেক মূল্যবান কথা। আপনার বক্তব্য শুনে নিজের মনের জোর বেড়ে গেল। স্যালুট ম্যাম।
অসাধারণ, আমিও বিশ্বাস করি নিজেকে ভালো বাসতে হবে,তাহলেই অন্যে ভালআাসবে।
মন ছুঁয়ে গেলো❤
রোজগেরে গিন্নি দেখতাম আপনাকে ভালোলাগতো বোলে...
খুব ছোট ছিলাম যদিও তখন।।
আজ আবারও ভালো লাগলো আমার এই struggle life আপনার inspiring এই struggle এর কথা শুনে ❤❤❤
Bhounkar khoob dangerous period she overcomes her struggles I can not.imzine a girl can face such horrible days.
"একটা অপরাধ/ভুল থেকে বেড়িয়ে আসতে গিয়ে, একটার পর একটা অপরাধে/ভুলে জড়িয়ে যেতে হয়।" কথাটা ভালো লাগছে। সমাজের কাক চিল শকুন এই দিকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে থাকে।
তুমি আমার থেকে অনেক ছোট রূপা তবুও তোমাকে একটা গ্রেট স্যালুট জানালাম তোমার এমন স্বীকারোক্তির জন্য । খুব ভালো থেকো তুমি রূপা ।
Dedication, Self Confidence and Strong Convincing Power কোনো কিছু Achieve করার জন্য খুব দরকার এবার convincing স্কিল্স আসে Strong Communication থেকে। এবার নিজের communication স্কিল্স কে আরো সুন্দর করে তুলুন , Download Now :joshskills.app.link/b9JIvf6berb
Sikhhito poribar!!
Ki Kora jogajog korbo pls bolo
@@priyankamondal7970 you can call me
এই ঘটনা ঘটে অনেকেরই জীবনে,যাদের জীবনে ঘটে না তারা বিশ্বাস করে না ।আমি আন্তরিক ভাবে রূপাকে আশীর্বাদ করছি জীবনে খুব খুব বড় হও,ভালো থেকো ।
কথা গুলি অসম্ভব সত্য। এখান থাকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। সামনে এগিয়ে যাও। 💖👍বাংলাদেশ থেকে।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তুমি অনেক বড়ো হও ।
হৃদয় থেকে ধন্যবাদ দিদি 😊
Rupa... Amio ses porjonto here jaini, kintu anekta smy chole jabar por ghure dariyechi. Abossoi akjon attonto sot ebong valo manusher sahajyo niye. Tumi amer khub priyo manush. Anek ador roilo tomar jonno.
যেখানে নিজের পরিবার, নিজের রক্ত এমন নিষ্ঠুর হতে পারে, সেখানে বাইরের মানুষের দোষ কি?
তোমাকে ও তোমার অভিনয় ভালো লাগে সাবলীল লাগে । ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভালো থেকো।
th-cam.com/video/zok_AahJJV4/w-d-xo.html
What a brave girl. No more hiding out and holding back. Let yourself be awesome.
সব গুলো কথা খুবই সত্য। অনেক ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ কাজগুলো শেয়ার করার জন্য। সফলতা নিয়ে আপনার কথা গুলো খুবই সত্য ও সুন্দর অনুভূতি যা অনেকেই বুঝেনা। সেই চিন্তা করলে আমি নিজেও একজন সফল মানুষ। আর আপনজনের কাছেই আমরা সবচেয়ে বেশী কষ্ট পাই।
আপনার কথা গুলো খুব ভালো লাগলো
আপনার কথা গুলো শুনে আমার মনে সাহস পেলাম
দারুন লেগেছে। এবং এখান থেকে অনুপ্রেরণা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে।
একদম বাস্তব কথা বলেছো দিদি।
সত্যি আমরা নিজেকে যদি না ভালোবাসি, তাহলে অন্য কেউ আমাকে কেন ভসলবাসবে।
ধন্যবাদ দিদি।।
Dhann Rupa
thik bolecho
কি সুন্দর বলেছ রূপা ।এতটুকু বয়স তোমার অনেক অভিজ্ঞতা অর্জন করেছো ।এবং ভীষণ ঠিক বুঝেছ ।
Life is full of struggle. You have done lot with patience for your success. Very very brave attitude adopted by you. Go ahead. God will bless you in all path of your success. My hearful blessings are with you Rupa.
আপনার পজিটিভ মনোভাব থেকে উঠে আসা ঋজু উচ্চারণ খুব সংক্রামক । সেই জন্যই অনেকে উদ্বুদ্ধ হবেন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকবেন ।
-- রতন কুমার গিরি , ' খবর এখন ' চ্যানেল , মেদিনীপুর শহর ।।
প্রতিটা Successful Person এর একটা জিনিস খুব ভাল থাকে এবং সেটাকে আমি খুব ভালোবাসি।সেটা কি জানেন, সেটা হল তার মন। আমিও তাই God এর কাছে প্রার্থনা করি আমাকে একটা সুন্দর মন করে দিন।
God noy, setao nijekei toiri korte hoy.
Nijeke to kartei habe, r God er ekta chalona shakti achhe friend....
Vary good job
তোমার এই ভিডিও সত্যি অনেকেই উদবুদ্ধ করবে। This should be a moral lesson to all. Bravo, my dear. I a senior citizen would be privileged if getting a chance talking to you.
আমার খুব পছন্দের একজন অ্যাকট্রেস!
আজকাল যদিও টিভি সেরকম দেখা হয়না, আর তাই ওনাকেও দেখা হয়ে উঠেনা।
বহুদিন পর দেখে, শুনে, আর ওনার কাহিনী টা জানতে ভীষণ ভালো লাগছে!
খুব ভালো থাকুন ম্যাম! ❤️
Dear Rupa Tomar sob Kothagulo chorom sottiii, ja Tomar jibon Bodh diye upolobdhi korecho. R otonto olpo boyoshe. Atota positivity 👍👍👍. Tomar ei positive energy onnokeo egiye niye jaabe.😘😘 U.
Thank you Rupa madam,,,You would be certainly a good social activist.. Society needs You.Good wishes to you...Be Blessed.
খুব অনুপ্রাণিত হলাম। প্রতিটি মেয়েরই নিজেকে ভালোবাসা উচিৎ এবং নিজের একটি পরিচয় তৈরী করা উচিৎ, যেই ভিত্তিতে সে দাঁড়িয়ে আগামী দিনের জন্য শক্তি সঞ্চয় করবে। কারণ মেয়েদের জীবনে বিপদ এক বার না বার বার আসে।
Khub valo laglo....জীবনটাকে থামিয়ে দিলে পরের সারপ্রাইস টা মিস হবে।
ঈশ্বর আপনার মঙ্গল করুন। খুব ভালো থাকুন। এবং আমি চাই সবাই যেন নিজের পায়ে দাঁড়ায়।
আপি তুমি একদম ঠিক বলছো। তোমার মত same আমার আকদম একি অবস্থার মধ্য দিয়ে এই সময় গুলি যাচ্ছে। তুমি তো ভালো দিন দেখতে পেয়েছ এখন কিন্তু আমি কবে দেখতে পাব জানিনা।
আমি ওনার husband এবং ওনার মেয়েকে খুব কাছ থেকে দেখেছি।খুব ভালো মানুষ ওনার স্বামী আর মেয়ে তো অনেক বড়। সম্ভবত,বছর দুই-তিন আগে জানতাম পুণে তে ওঁর মেয়ে তখন ল পড়ছে।মেয়েকে হুবহু ওনার মতোই দেখতে আর স্বামী খুব ভদ্র,শিক্ষিত একজন মানুষ।সোনারপুর-রাজপুরে ওঁদের বাড়ি। আজ এই কথাগুলো শুনে অবাক লাগছে খুব।সেই কবে থেকে দেখছি ওনাকে,'এই তো সুযোগ'- এ ছিলেন উনি..আমরা তখন স্কুলে পড়ি।
Being a Poet and Cutural historian I strongly support her vision about the society and culture .
কথাগুলো অসাধারণ লেগেছে 👍
*আশা আছে "জোশ Talks এর মঞ্চে আমি আমার জিবনের কথাগুলো সবার সাথে শেয়ার করার।*
জীবন
I salute your self-confidence and struggle
Of your life, Rupa Bhattacharjyo.
ভীষণ ভীষণ ভাল লাগলো।
কথাগুলো খুব সত্য আমাদের বাঙালী পরিবারে।
ভাল থেকো রূপা 😍😍😍😍
রুপা ভীষণ ভালো লাগল,এটাই হওয়া উচিৎ,তুমি একটা মঞ্চ পেয়েছো-তাই সবাই তোমার জীবনের গল্প,জীবন বোধ,তোমার পাওয়া না পাওয়ার কথা জানতে পারলো,সত্যিই-এই রকম লড়াই বোধহয় আমাদের দেশে হাজার হাজার মেয়ের করতে হয়,আমি মনে করি জীবনের শেষ দিন পর্যন্ত মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ের নাম জীবন। 🕉🔱🕉🐍
আপু অসাধাৰণ কথা বলেছেন। অনেক কিছু শিকাৰ ছিল যা আপনাৰ মন মানসিকতা থেকে জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আমার অনেক অনেক আশীর্বাদ ও ভালবাসা দিলাম গো আমার মা। অনুপ্রাণিত হলাম গো আমার মা।
আমি জানিনা তোমার বয়স কেমন.... কিন্তু আমার বয়স 35 বছর। তুমি খুব ছোট থেকে যে টা বুঝতে পেরেছো, আমার তা বুঝতে 35 টা বছর পার করলাম.... এই মুহূর্তে 12 বছরের ছেলে কে সাথে নিয়ে নিজে কে খুঁজতে বেড়িয়েছি.... হ্যা.. নিজে কে খুঁজতে। আমার ও যে আত্মসম্মান আছে সেটা বুঝতে পেরে আর পারলাম না সংসার এর মধ্যে নিজে কে গুটিয়ে রাখতে..... তোমার জীবন যুদ্ধের কথা গুলো যেন মনে খুব সাহস দিলো... বাপ মরা অতি সাধারণ ঘরের মেয়ে আমি.. মামার বাড়িতে বড়ো হয়েছি... তাই হয়তো সবটা মেনে নিয়েছিলাম কিন্তু আর না....
Pakka Chiting BAz, Dhop Baaz,...Jhuri Jhuri mithhe katha.... Khub adore, jotne baro hoeche....Graduation er time eo tar Maa Vaat mekhe dito, nije makhte parto na...R Dibbi Prem kore bya korechilo....Ja nider doshe tekate parlo na. Publick er sympathy paoar jonno eto niche namte pare manush jekahe nijer baba-Maa-Dada ke eto choto korche publick er kache...Ini Amar nijer baro mamar may, mane mamato didi.Choto theke sob kichu dekhechi...
@@pradyutsett tai naki? Give us proof you imbecile jealous moron.
Dear Mahua Mishra, Build your career, take care of your finance, love your son unconditionally... ALL WILL BE WELL! ... Jani khub khub khub difficult jibone eka eka chola... tobuo joy of success wipes many many many pains of live... aar chele to ekdin boro hobe... tomar best friend hoye jabe... sob dukhkho bhuliye debe... SMILE PLEASE!... SON WILL BE HAPPY!!!
@@paromitamitra1582 😊
@@mrittikadas2034 rupadi Amar nijer mamato Didi, apni na manle kichu jae asena, onar maa mane amar maima r Relatives der samne bolte bolun, onar baba mane amar baro mama Nabokumar Banerjee mara geche just 1 yr Holo, 23rd Feb batsorik gelo, ami every relatives der pH number dia prove korte partam, but seta ki khub valo habe, ? Apni Jodi personally janen onake Amar naam ta bole dekhben
Ami akhon khub depression er moddhe silam ai video ta dekhe mone shanti pelam abar notun kore sob kisu suru korbo vablam. Thanks.. Airokom kisu video dekhlam.
Just hats off.....amra anekei parina sahos kore bolte....karon:loke ki bolbe?one thing is assured life has to go on.
দিদি তুমি দারুন সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলেছো😇😇 অনেক ভালোবাসা তোমার জন্য 😍😍
এটা আপনার ব্যক্তিগত ঘটনা। খুব মর্মান্তিক। কিন্তু এই কালচার কমন নয়। মেয়েরা এখন যথেষ্ট এস্টাব্লিশড।
Esob kotha sunle khub voy o Lage abr grateful feel Kori j AMR parents Kato valo. R Ami alpo tei venge pori. Hats off.
খুব সুন্দর বললেন আপনি ...পজিটিভ বার্তা পেলাম ধন্যবাদ আপনাকে
শুধু এটাই না নিজেকে ভালবাসলে পৃথিবীর সবকিছুকেই ভালবাসা যায়।
একদম, একদম, একদম ঠিক। আমারও জীবন সম্বন্ধে একই অভিজ্ঞতা হয়েছে। 👍👍👍
6
খুব ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। তুমি আমার থেকে অনেকটাই ছোটো। তবুও তোমার এই সাহসিকতা কে, তোমার প্রবল মানসিক জোর কে কুর্ণিশ জানাই। খুব ভালো থেকো।
খুব ভালো লাগলো। মনে আত্মবিশ্বাস ফিরে আসে
👏👏👏tomar ei lorai ta didi no 1 eu ekbar sunechilam
Amakeo jibon e bonchito hote hoyeche, tomar jiboner sathe aneek mil ache .tobe ami ghure darate parini , tumi perechho ,Rupa di tomake anek sadhubad . God bless you.
একজন অভিনেত্রী হিসেবে জানতাম
আজ অন্য রূপে জানলাম ।
I am speechless... Hats salute
From Jalpaiguri
Di I've learned so many new things from you. I'm really very happy with this. I wanna change myself, yes I have to. Thanks di thanks a lot. Your words have given me strength. Bye
একদম সঠিক মূল্যায়ন, খুব ভালো লাগলো।
Pronam tomay didi...age dkhechi tomay...sudhu mukh chena chhile..but aj theke tomar fan holam
Rupa, khub valo laglo apnar bola kotha gulo shunay. Asolai gibonay onik rokom shomoi asbay, voy palay cholbay na. Onik Dua roilo aponar gonno.
Tomake dekhe bujhte pari ni 1st, tomar ato boro kosto chapa a6e past ar. Sotti tumi onak boro hou. I love u didi
Ei bhadromohilo kono serial kore? please jobab deben...Pete asche kintu mukhe aschena!😐
@@urbibasu9327 recently nakshikhatha y korechen..
@@urbibasu9327 Loknath serial a tantrik er role a acting kore6ilo.Bou Kotha Kou serial a 6ilo.
@@debanjalisengupta9698 o lawyer ta hoyeche na?...thanks a lot!...Amar pet gur gur korchilo!..Mone porchilo na bole
Thankssss alot!...😇
@@moumitamitra8901 thank u go...amr help korar jonno!😇
অদ্ভুত সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন সব মেয়েদের মনের কথা গুলোকে। তবে আমি আমার বাপের বাড়ি পরিবারের থেকে, মেয়ে বলে কোনো অযত্ন পাইনি।
Tmr jiboner ghotona gulor sathe amar jiboner ank ghotonar mil ache
Tomar kotha gulo sune mone sotti sotti
Onekkk jooor onek sokti pelam ajj.....jokhon kono rasta pachhilm na tokhon tomar ei video ta hotath dekhte pelam...ekhon hoyto ami jani amay ki korte hobe.....thank u so much....and God bless you sis ..
didi tomer sob somoy valo hok ai kamona kori❤❤
Khub bhalo laglo. Thik kotha " nije Jodi nije k saman na kori, tahole anno kau amak saman korbe na".
Amar khub ichha ekhane giye jiner kotha bolar jani na seta ki kokhono puron hobe
তাদের ফেসবুক পেজে নক করেন ম্যাম
মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়।
খুব খুব ভালো লাগলো একটা কথা বলবো মেয়েরা মায়ের জাত তাদের জায়গা সরগর থেকেও উপরে মহিলারাই পারে সংসার ধরে রাখতে
আপনার পরিস্থিতির মত এতটা কঠিন না হলেও দ্বিতীয় কন্যা সন্তান হওয়ার অপরাধে অনেক কিছুর ই সম্মুখীন হয়েছি এবং হচ্ছি। তবে নিজের identity তৈরী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা রাখি একদিন সাফল্য আসবেই।
আপনার আগামী দিনগুলোর জন্য অনেক শুভকামনা রইলো...
Well spoken & wonderful articulation.
Please rectify the spelling of "Yourself"
Saluate for api with dangerous condition face and stay wih this period.....proved in her real existence in the world....love you so much api.....well done...go ahead.
রূপা যে কথা গুলো বলছে কতটা সত্যি তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কেউ বাড়ির কথা এত খারাপ ভাবে বলেনা আর ন বচ্ছরের মেয়ে র বিয়ে নিয়ে কথা বলছে এটা আবার কি ধরনের কথা কে জানে ভাবতেই খুব খারাপ লাগছে
আমি একমত। আসলে সুন্দর করে সাজানো গল্প শোনাচ্ছে। পাবলিক এগুলোই শুনতে চায়।
Rupa k onek agye thekei chini,rojgere ginni te o amader Sathe anchoring korechilo Siliguri te, tokhon oor life history jantam na,khub Valo laglo jene... struggling life...be happy Rupa , all the best
your life is a great learning experience...
Kotha gulo vison valo laglo..nijer life er sathe onek mil khuje pelam..mone hochilo amar life er kotha guloi bola hochhe..but Ami akhono success er jaigai pouchate parini..apran chesta korchi.. thanks for inspiration
Khub sundor laglo Kotha gulo..Hashi mukh gulor pichoneo Kato kashto thake amader mato..Ashonkhyo dhonyobad aei counseling tar jonne..Bhalo thakben emoni..