সত্যিই চরম আশ্চর্যজনক!! হাঁড়ে যে কথা বলে- এই প্রথম দর্শন করলাম। কঙ্কালসার অবয়ব থেকে- প্রানের ঝংকার, হৃদস্পন্দনের ঝড় উৎক্ষেপিত হচ্ছে। সহস্র প্রনাম মরমী শিল্পী মহাশয় কে। সর্বদা সুস্থ ও সবুজ থাকবেন। বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি- বার বার।
সত্যি মানুষটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম!! এতটা বয়সে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে গান গায়.. মানুষটার জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ যেন উনার মঙ্গল করেন
যিনি গানটি রেকর্ড করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এই গায়কের বর্তমান অবস্থানটা যদি আবার তুলে ধরতেন তাহলে দর্শক খুব খুশি হত। সারা দেশের মানুষের কাছে উনি পরিচিত।
যারা বিশ্ব এস্তেমা নাম শুনেছেন, তারা অবশ্যই টঙ্গীর নাম শুনেছেন। টঙ্গী আরিচপুর আমি দীর্ঘদিন বসবাস করেছি।আর ওখানে এই লোকটি টঙ্গী মধুমিতা রেলগেটে গান গাইতেন এবং বিভিন্ন জায়গায়। গান করে মানুষ ওনাকে টাকা সাহায্য করতো।আমিও কয়েকবার উনাকে সরাসরি দেখেছি তো আজ প্রথম ওনাকে ইউটিউব ভিডিওতে দেখলাম দেখে অনেক ভালো লাগলো।যিনি এই ভিডিওটা প্রচার করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। তাই ঈশ্বরের কাছে ওনার সুন্দর জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি। বলার কোনো ভাষা পাচ্ছি না এতটাই অনুপ্রেরণা পেলাম ওনার কণ্ঠে গান শুনে। জয় ঠাকুর মা ও স্বামীজি।
বাহ, মানুষটাকে ব্যাবহার করে এতো টাকা আয় করে নিলেন অথচ তার নামটাও লিখলেন না? কি স্বার্থপর মানুষ আপনারা । একমত হলে একটা লাইক দিন , যাতে কমেন্ট টা উপরে ওঠে আর তাদের চোখে পড়ে !
সত্যি মানুষটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম!! এতটা বয়সে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে গান গায়.. মানুষটার জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ যেন উনার মঙ্গল করেন ❤️😍
খুবই ভালো লাগল গান টা শুনে। কোথাও যেন একটা টান অনুভব করলাম। মনের ভিতর মোচড় দিয়ে উঠলো। প্রবাসে বহু বছর এই গান না শুনতে পেয়ে, হৃদয় হারা হয়ে গিয়েছিলাম। ফিরিয়ে দিয়েছেন সেই অনুভূতি। আমার প্রণাম নেবেন। 🙏
@@YourName-xk6op если вы действительно христианин и последователь Христа, вы должны знать один из уроков Библии. Люби своего врага. вы написали такой комментарий, который вы не любите, а ненавидите. Будьте здоровы.
😀 সুবহানাল্লাহ। ধুর মিয়া গান শুনে বাহবা দিবা।ভক্ত হয়ে গেলে প্রনাম করবা না পুজা করবা গুরুভক্তি তোমার যা খুশি করো ইসলাম সংশ্লিষ্ট বাক্য উচ্চারন করবা না। ওনার হেদায়েতের জন্য সকলের দোয়া করা উচিত। এক প্রকার দুনিয়া থেকে যায় যায় অবস্থা।
দক্ষিণ ভারতে মহিলাদের বাঁশি / মুরলী বাজানোর প্রচলন আছে, কিন্তু বাংলায় তেমনটা নয় l খুবই খুশি হলাম শুনে l নিজে বাজাই তাই বুঝি এই যন্ত্রের যন্ত্রনা l যতটাই সহজ দেখতে ততটাই কঠিন আয়ত্ত করা l আরও রেওয়াজ করো, আরও ভালো বাজাও l ❤️❤️
সত্যি কথা বলতে প্রথমে মানুষটির শরীর দেখে খুব হাসি পাচ্ছিলো কিন্তু পরে ওনার গাওয়া গান খুব সুন্দর ভাবে মনের প্রকাশ ঘটায় আমার ।শারীরিক অসুবিধা কোনো দিন কিছু টে ছোট করতে পারে না , একটা মানুষের মধ্যে থাকা ভালো মন এ যথেষ্ট তার পরিচয়☺👌।
কারো শরীর দেখে হাসি আসা তার মানে তাঁকে তুচ্ছ করার পর্যায়ে পড়ে যায়। শারিরিক গঠন স্রষ্টা প্রদত্ত। কার দেহের গঠন আকৃতি কেমন তা বিবেচ্য বিষয় নয়। ব্যাক্তিকে বিবেচনা না করে ব্যাক্তির ব্যাক্তিত্ব ও গুণটাকে বিবেচনা করা উচিত। আপনাকে ধন্যবাদ দিচ্ছি এইজন্য যে,একটি ভুল করে স্বীকার না করা আরেকটি ভুল। এক্ষেত্রে আপনি ভুল স্বীকার করেছেন যে,অাপনার ভুল হয়েছে। এইজন্য আবারো ধন্যবাদ।
Age regular gazipur chowrasta theke aktu samne malekerbari,hariken road,shorifpur ai elakay asto,amader okhane onkbar ashchilo,hate akta tin er dibba vetore kichu murbel,r porar shirt ra matite rekhe gan dhorto, Bangla ,hindi ☺️🖤🖤sob e gaito
চাচার গান শুনে ছিলাম আমি নিজে সামনে দাঁড়িয়ে ঢাকা বেগুন বাড়ি ঐ সময় টিন বাজিয়ে গান করে ছিলো আমি টাকা ও দিয়ে ছিলাম ৫ টা প্রায় ১২ বছর আগে দোয়া রইলো চাচার জন্য ।।
ওনার মতো শিল্পী আমি এখনও দেখিনাই সত্যিই উনি অনেক অনেক ভালো গান করেন। আমি দেখেছি ওনাকে। তবে ১যুগের ও বেশি সময় হবে ওনাকে আজ দেখলাম। আল্লাহ পাক উনাকে ভালো রাখুক।
Wonderful. You are a genius. God is very kind to have given you blessings from the heaven to be a singer with sweet and melodious voice because you are really a good, honest, laborious, truthful musician. Every body is pleased with your performance. God will give more strength to achieve whatever you desire in your music career.
Hey god ease give him a great career in music and soo many years to live he have to rotate all world Nd prove that every one can do and he proved ... soo nice. Blessings to that mannnn
সত্যিই চরম আশ্চর্যজনক!!
হাঁড়ে যে কথা বলে- এই প্রথম দর্শন করলাম।
কঙ্কালসার অবয়ব থেকে- প্রানের ঝংকার, হৃদস্পন্দনের ঝড় উৎক্ষেপিত হচ্ছে।
সহস্র প্রনাম
মরমী শিল্পী মহাশয় কে।
সর্বদা সুস্থ ও সবুজ থাকবেন।
বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি-
বার বার।
সত্যি মানুষটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম!! এতটা বয়সে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে গান গায়.. মানুষটার জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ যেন উনার মঙ্গল করেন
Beautiful voice❤
দোয়া কোথায় করতে হয়! আগে সে বিষয়ে জ্ঞান অর্জন করুন।
@@Ismail-wc7yc হ্যাঁ, আমি আপনার সাথে একমত।
😂😂
❤❤
কমপক্ষে ডেসক্রিপশনে উনার পরিচয় দিয়ে তাকে সম্মানিত করুন। । কে কে আমার সাথে একমত?
ami
Mee too
👍
👍
Sim, concordo 👏👏👏🇧🇷
যিনি গানটি রেকর্ড করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এই গায়কের বর্তমান অবস্থানটা যদি আবার তুলে ধরতেন তাহলে দর্শক খুব খুশি হত। সারা দেশের মানুষের কাছে উনি পরিচিত।
Yeah
উনি রাস্তায় ঘুরে ঘুরে গান করত কিছুদিন আগে উনি টঙ্গীতে ট্রেন এক্সিডেন্টে মারা গেছে
Very sad 😰
তুমি কে গো দাদুভাই ? তুমি কোথায় থাকো ?
উনি টঙ্গীতে থাকতো
খুব সম্ভবত মারা গেছে
Uni gazipur thake
Ami onake onekber uttaray dekheci
Agartala Town Dekhtam take .. akhon achhe ki na jani na
যারা বিশ্ব এস্তেমা নাম শুনেছেন, তারা অবশ্যই টঙ্গীর নাম শুনেছেন। টঙ্গী আরিচপুর আমি দীর্ঘদিন বসবাস করেছি।আর ওখানে এই লোকটি টঙ্গী মধুমিতা রেলগেটে গান গাইতেন এবং বিভিন্ন জায়গায়। গান করে মানুষ ওনাকে টাকা সাহায্য করতো।আমিও কয়েকবার উনাকে সরাসরি দেখেছি তো আজ প্রথম ওনাকে ইউটিউব ভিডিওতে দেখলাম দেখে অনেক ভালো লাগলো।যিনি এই ভিডিওটা প্রচার করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। তাই ঈশ্বরের কাছে ওনার সুন্দর জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি। বলার কোনো ভাষা পাচ্ছি না এতটাই অনুপ্রেরণা পেলাম ওনার কণ্ঠে গান শুনে।
জয় ঠাকুর মা ও স্বামীজি।
Какой славный, забавный старичок! И какой необычный инструмент. Браво! Надеюсь он ещё жив. Долгих лет тебе, отец. ❤
Probably he died after 3 years ago
বাহ, মানুষটাকে ব্যাবহার করে এতো টাকা আয় করে নিলেন অথচ তার নামটাও লিখলেন না? কি স্বার্থপর মানুষ আপনারা ।
একমত হলে একটা লাইক দিন , যাতে কমেন্ট টা উপরে ওঠে আর তাদের চোখে পড়ে !
ওনারনাম গোপি ওরারে আমিচিনি আগে জয়দেবপুর রেলস্টেসনে থাকতেন এখন কোথায়আছে জানি না
ভাই কমেন্ট টা অনেক ভালোলাগলো 😥😥😥😥🤲🤲🤲🤲
আমি টঙ্গী রেলইস্টেশন দেখসি অনেক অসুস্থ ছিল একজন লোক কোলে করে হাসপাতাল নিয়ে যাইতেছিলো।
Right bro
W/under.song.sing.by.old.dada
মানুষটার জন্য খুব মায়া হয়। কেমন অাছে দাদুটা!!!
উনি মারা গেছেন ৩-৪ বছর আগেই
Pained to learn @@SabbirHossain-f1h
The language is unknown but heart language is understood
The voice + lyrics + presentation = peace of mind❤🙏❤
Bengali
@@anmolrattan9055 Thanx dear ❤🙏
He is a Bangladeshi Singer
U are listening the sweetest language of world......
@@zeroman6860 Very true the voice goes to heart through circumventricular organs one feels tranquility 🙏🤲🙏
আপনার জন্য কিছু হয়তো করতে পারবো না, তবে আপনার জন্য রইলো হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।
আমি চেষ্টা করব উনার কাছে আপনার এই ভালোবাসা পোঁছে দেয়ার জন্য।
Onar proti srodhha janai
Onar susthota kamona kori... 🙏
@@ColorPhotography 🙏💐
@@ColorPhotography lllllllllllllllllllll
বানান এত ভুল হয় কি করে?
অপূর্ব মেলবন্ধন !! গলার আর হারমোনিয়ামের সুর 🙏🙏 আপনার দীর্ঘ সুস্থ জীবনের প্রার্থনা করি 🙏🙏
প্রতিবন্ধী লোকটির অসম্ভব প্রতিভা আর কন্ঠটা খুবই সুন্দর?
সত্যি মানুষটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম!! এতটা বয়সে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে গান গায়.. মানুষটার জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ যেন উনার মঙ্গল করেন ❤️😍
Amin 🌙
Ishwar sob somoy mongol kuruk ai vir
খুবই ভালো লাগল গান টা শুনে। কোথাও যেন একটা টান অনুভব করলাম। মনের ভিতর মোচড় দিয়ে উঠলো। প্রবাসে বহু বছর এই গান না শুনতে পেয়ে, হৃদয় হারা হয়ে গিয়েছিলাম। ফিরিয়ে দিয়েছেন সেই অনুভূতি। আমার প্রণাম নেবেন। 🙏
@Kishan Saini Hello Kishan ji...🙏
সে মুখ দিয়ে বিবিন্ন দরনের সুর তুলতে পারে, মন্টা একদম ফ্রেশ খুব ভালো একজন মানুষ।
Today and
যার নাম নিলে হাজার নেকি পাওয়া যায়,তিনি হলেন আল্লাহ।
এই নিয়ে ৫০+ শোনা হয়ে গেল। জানি না কোথায় গিয়ে শেষ হবে! দ্বিতীয় লাইনটা পাগল করে দিল। ওনার গলাটা কি অসম্ভব রকমের ভালো। সুবহানাল্লাহ...
не говори субханаллах.
только Иисус Христос есть истинныи аллах.
а аллах мухаммада шаитан, обманувшии мухаммада что в раю есть гурии и секс.
@@YourName-xk6op ╮(╯_╰)╭ comments like these pisses me off
আমি যে কত বার শুনেছি হিসাব নেই ভাই।
@@YourName-xk6op если вы действительно христианин и последователь Христа, вы должны знать один из уроков Библии. Люби своего врага. вы написали такой комментарий, который вы не любите, а ненавидите. Будьте здоровы.
😀 সুবহানাল্লাহ। ধুর মিয়া গান শুনে বাহবা দিবা।ভক্ত হয়ে গেলে প্রনাম করবা না পুজা করবা গুরুভক্তি তোমার যা খুশি করো ইসলাম সংশ্লিষ্ট বাক্য উচ্চারন করবা না। ওনার হেদায়েতের জন্য সকলের দোয়া করা উচিত। এক প্রকার দুনিয়া থেকে যায় যায় অবস্থা।
Excellent , এই বয়সেও এত সুন্দর গলায় গান গাইলেন । 👍👍👍
🙏🙏
Good Josh for singing a song
বলেন তো দেখি উনার বয়স কত??
@@alamgirhossain9178 #আমার ধারণা উনার বয়স ৬০-এর উপরে।
@@abdulqaium5273 ৬০ এর উপরে তো অবশ্যই। অামি ২০/২৫ বছর আগে যখন দেখেছি তখনই তার বয়স ৫০ এর বেশি মনে হয়েছিল। সেই হিসাবে এখন তার বয়স ৭০/৭৫ তো হয়ঐ।
Super cool daadu 🍁 god bless u daadu 🍁 please keep singing daadu
দক্ষিণ ভারতে মহিলাদের বাঁশি / মুরলী বাজানোর প্রচলন আছে, কিন্তু বাংলায় তেমনটা নয় l খুবই খুশি হলাম শুনে l নিজে বাজাই তাই বুঝি এই যন্ত্রের যন্ত্রনা l যতটাই সহজ দেখতে ততটাই কঠিন আয়ত্ত করা l আরও রেওয়াজ করো, আরও ভালো বাজাও l ❤️❤️
খুব ভালো লাগলো অনেক দিন পর শুনলাম
এভাবেই হত দরিদ্র মানুষেরা খরকুটা অবলম্বন করে পৃথিবীতে বেঁচে থাকার প্রয়াস মাত্র। লোকটিকে ধন্যবাদ।
আমার পরিচিত খুব ভালো গান করেন।তিনি তিলশুনিয়ার সন্তান।
টিক বলছেন ভাই
@@hasanzahir5833 hbg
উনি এখন কোথায় আছে?
th-cam.com/video/UfmlnZhplCU/w-d-xo.html
সত্যি কথা বলতে প্রথমে মানুষটির শরীর দেখে খুব হাসি পাচ্ছিলো কিন্তু পরে ওনার গাওয়া গান খুব সুন্দর ভাবে মনের প্রকাশ ঘটায় আমার ।শারীরিক অসুবিধা কোনো দিন কিছু টে ছোট করতে পারে না , একটা মানুষের মধ্যে থাকা ভালো মন এ যথেষ্ট তার পরিচয়☺👌।
Keno hasi pacchilo?? Rup ta ki sob??
@@sujatasengupta963 আমি তো আরো কথা লিখাছি সেই গুলো আপনার চোখে পড়ে নি?
@@aviktripathy3790 jotoi valo ktha likhun na kno starting tai emn likhlen j porer ktha gulo r chokhe porleo kichu na👍
@@sujatasengupta963 আমি আপনার সাথে বিতর্ক করতে চাই না , আমার ওই বাক্য টি লেখা ভুল হয়ে গেছে ।আমি আপনার কাছে ক্ষমা চাইছি দিদি।
কারো শরীর দেখে হাসি আসা তার মানে তাঁকে তুচ্ছ করার পর্যায়ে পড়ে যায়। শারিরিক গঠন স্রষ্টা প্রদত্ত। কার দেহের গঠন আকৃতি কেমন তা বিবেচ্য বিষয় নয়। ব্যাক্তিকে বিবেচনা না করে ব্যাক্তির ব্যাক্তিত্ব ও গুণটাকে বিবেচনা করা উচিত।
আপনাকে ধন্যবাদ দিচ্ছি এইজন্য যে,একটি ভুল করে স্বীকার না করা আরেকটি ভুল। এক্ষেত্রে আপনি ভুল স্বীকার করেছেন যে,অাপনার ভুল হয়েছে। এইজন্য আবারো ধন্যবাদ।
গানকে এতো ভালোবাসেন তাতেই বোঝা যায় মানুষটা কতো নরম মনের , সুস্থ থাকুন, ভালো থাকুন , আরো গান শোনান
बाबा भगवान आपको लंबी उमर और अच्छा स्वास्थ्य दे येही हृदयसे प्रार्थना... 👏👏👏
👌👌👌😍
Jai Shivaji
Aur kitana jioge dada
th-cam.com/video/UfmlnZhplCU/w-d-xo.html
ljo
ramu kumarñ
Jio papa hajaro sal👌👍 love you papa🙏🙏🙏
Tumhare papa hai ye
কিচু কিচু মানুষ এমন কিছু কাজ করতে পারে, যা খুব ভালো মানুষেও করতে পারেনা,সত্যি অসাধারন খুব ভালো লাগলো
ধন্যবাদ আপনাকে
right
Sab Bhagbaner dan
Sotti bolecen.onnorokom onuvhuti holo
@@ColorPhotography zzzzz
আহা এরকম একজন মানুষের কি চমৎকার ডেলিভারিতে গানটি গেয়েছেন। উনি সম্মানিত ব্যক্তি।
কমেন্ট রেখে গেলাম।
যখন আমি থাকবো না আমার পরিচিত কেউ হয়তো দেখবে, গানটি আমার ও পছন্দের ছিলো। ঠিক তাদের মত!
ধন্যবাদ দাদা
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ
Amio akmot
@@ColorPhotography Dr
th-cam.com/video/s_vYpnErbts/w-d-xo.html
কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা।এক কথায় অসাধারণ।
ছয়-সাত বছর আগে জয়দেবপুরে রাজবাড়ী মাঠে গান করতে দেখছিলাম উনাকে। এতদিন পরে আবার ইউটিউবে দেখে খুব ভালো লাগলো ❤️❤️
Eni k dada? Cheno tmi? Ektu blbe?
😭😭
@@nandinisaha9596 hmm
Age regular gazipur chowrasta theke aktu samne malekerbari,hariken road,shorifpur ai elakay asto,amader okhane onkbar ashchilo,hate akta tin er dibba vetore kichu murbel,r porar shirt ra matite rekhe gan dhorto,
Bangla ,hindi ☺️🖤🖤sob e gaito
❤Amazing.....🎹🎹🎹 God created such a beautiful talented person.... now i discovered one of him...😘😘❤
ছোট বেলায় টঙ্গীতে রেল স্টেশনে তার গান শুনতাম। অনেক দিন হয় তাকে টঙ্গীতে দেখিনা ।
কই আছে সে❤❤
So perfect combination between song & music.... Wow....at such an age....just unbelievable, awesome 💖🙏🙏🙏
অসাধারণ গান শুনতে বহুত ভালো লাগল।। thnx grandfather👴... God bless you💕
Wonderful playing harmonium with superb singing.
পাঁচ বছর পর শুনছি ❤দাদুর কন্ঠ টাহ অসাধারণ ❤
এতো ভালো লাগে কেন 🤗
இசைக்கு வயது என்றுமே தடையில்லை !!
Royal Salute Sir !!!👍👍👍👍
অসাধারণ আমার জীবন থেকে হারিয়ে যাওয়া এক সুন্দর সুখের অনুভূতি
সুখের অনুভূতি টাকে বাঁচিয়ে রাখেন
Aum namaha Shivaya ! It's thrilling to see this video. Respect to the most Senior man that plays so.perfectly. 😘😘😘👍👍👍🙏🙏🙏.
আপনারা চিন্তা করতে পারবে না যে গান কতটা ভাল হয়েছে আর জিনি গেয়েছেন তাকে একটু সম্মান করুন 😢😢😢❤😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I don't understand Bengali fully but this man is full of confidence n he's enjoying what he's doing... Great
Dude. That's AI
আমি আমার দাদু কে দেখিনি 🙏😌🌸 কিন্তু আপনাকে দেখে খুব মায়া লাগছে খুব কষ্ট হচ্ছে 😌🙏আপনি ভালো থাকবেন এটাই চাই 😌🙏
Sotti ono vlo ganta kontota onk sundor ekono
Pranam dadaji 🙏🙏 bohut khub ..god bless you 🙏🙏🙏
Uma arte que eu não conheço , mas que transmite um recado universal .... Lindo SHOOOOOOOOOOOOOOOOOOOOW !!!!!!
এই সুন্দর কন্ঠের মানুষটার জন্য ট
কিছু করা দরকার। খুব বেশি চাহিদা নাই তাঁর।
फारच छान.
ভয়েস ও মিউজিক দুইটায় অসাধারণ, ❤️❤️
শুভ কামনা❤️❤️❤️
Dada jee ko ek like 🙏🙏🙏🙏
Darun laglo dadar gaan sune. Sustho thakun bhalo thakun.🙏🙏🙏
সৃষ্টি সুখের উল্লাসে ---
দারিদ্র্যতা প্রবল, কিন্তু কন্ঠ ও সাধনা ! মনের গভীরে দাগ কাটে বৈকি-----
কাকু একি শুনাইলেন? মনটা গলে গেল🌺🌺😍😍
চাচার গান শুনে ছিলাম আমি নিজে সামনে দাঁড়িয়ে ঢাকা বেগুন বাড়ি ঐ সময় টিন বাজিয়ে গান করে ছিলো আমি টাকা ও দিয়ে ছিলাম ৫ টা প্রায় ১২ বছর আগে দোয়া রইলো চাচার জন্য ।।
Vai ai kakar basa Gazipur jalar kapasia thana.village name vakoyadi
চমৎকার গানের গলা❤
এখনো কি সুন্দর প্রাণবন্ত ।
খুব ভালো লাগলো । 🙏🙏
What is this?what is his age ? Amazing attempt to sing the song .. long live ! May God bless you! 🙌😃😀😀💚💚💗💛🙏🙏🙏🙏
আমার পক্ষ থেকে আপনাকে কোটি কোটি সালাম অনেক অনেক শ্রদ্ধা অনেক বড় হন 😊🤗👍😇😇
আমি আর কত বড় হবো দাদা ঠাকুর
ওনার মতো শিল্পী আমি এখনও দেখিনাই সত্যিই উনি অনেক অনেক ভালো গান করেন। আমি দেখেছি ওনাকে। তবে ১যুগের ও বেশি সময় হবে ওনাকে আজ দেখলাম। আল্লাহ পাক উনাকে ভালো রাখুক।
চোখে জল চলে এলো,,ভগবান আশীর্বাদ করুন আপনাকে🙏🙏
"
Listening to him is too soothing and calms the nerves. Cannot understand the magic. 👌👌👌
#ramukumar
Sat sat pranam apnak . Bhagaban apnar mongal korun.suva kamona thaklo
Kya baat hai uncle best performance excellent talented singing
Dil Se big salute 🫡 ❤❤❤
Love you ❤️
❤❤❤🙏🏼🙏🏼🙏হৃদয় থেকে অনেক ভালোবাসা রইল আপনার জন্য। খুব ভালো থাকুন।।❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
আমি উনাকে সরাসরি দেখেছি টংগী পাগাড়ে। উনার গান শুনেছি।
আমিও দেখেছি টঙ্গী
সত্যিই অসাধারণ গান গায়েছেন।চাচা
Khub sundor. Bhogoban apnake bhalo rakhun.❤❤
আপনাকে জানাই শতকোটি সালাম আপনি দীর্ঘজীবি হন।
Y.
@@shivannaamruthur5775 a
কত গুণী মানুষ ❤অনেক ভালোবাসা
Thanks
ভাই আসসালামু আলাইকুম আমি মহাকাল তান্ত্রিক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো ভাই ধন্যবাদ ভালো থাকবেন
ললল
ধন্যবাদ আপনাকেও
Khub sundor 👌gala aar gaan👍may God be with you always...🙏🌷
উনাকে উত্তরা দেখেছি খুব সুন্দর গান গায়
হ্যাঁ ওনাকে উত্তরা বেশি দেখা যায়
Hmn. Vai. Amio. Amar. Basay. 6 nabar
১০০ বারেরও বেশী শুনলাম mind blowing ❤️
Thank you so much
কী যে বলি দাদা বা দিদি
তোমাকে আমার অন্তরের ভালোবাসা দিলাম, তুলে নিও।❤
আর দাদুর দীর্ঘ আয়ু কামনা করি, যাতে উনি আরোও এরকম গান উপহার দিতে পারে।
É show de bola é só sucesso parabéns que Deus continue abençoando todos vocês 👪 👪 👪 👪
Onek onek heshesi dadu.....onek sundor hoise.god blesse you
Love From Bangladesh.❤️
ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে।
Onek sondor hoice ❤❤❤
অনেক শ্রদ্ধা ভালবাসা। ❤️ সুস্থ থাকেন ভাল থাকেন
Wonderful. You are a genius. God is very kind to have given you blessings from the heaven to be a singer with sweet and melodious voice because you are really a good, honest, laborious, truthful musician. Every body is pleased with your performance. God will give more strength to achieve whatever you desire in your music career.
Thank you so much
ভালোই হয়েছে
Hey god ease give him a great career in music and soo many years to live he have to rotate all world Nd prove that every one can do and he proved ... soo nice. Blessings to that mannnn
সত্যিই অসাধারণ লাগলো।।
গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ❤️❤️❤️❤️
Wow Amazing voice 🤩 talented man love from India 🇮🇳❤️
এই লোকটাকে দেখেছিলাম আরো ২০/২৫ বছর আগে কিশোরগঞ্জের নীলগঞ্জ এলাকায়। পরে ঢাকার উত্তরাতেও অনেকবার দেখেছি।
ভাই আমিও
amio same
amader college gate o onake dekhi ettu misti kore gaan kore...ekhon youtube e dekhchi....amazing bepar
@@priyaakter5940 আপনি কি চেরাগ আলী কলেজ গেইট থেকে বলছেন??
@@razibhasan7409 আপনার বাড়ী কি কিশোরগঞ্জে??
Asadharon, Iswar apnake sustho rakhun, vhalo rakhun
Amazing, waoo superhit singing, i like it so much👏👏👏👏👍👌
এই লোকটাকে গত দশ বছরের বেশি থেকে দেখছি। উত্তরা টোঙ্গী এলাকায়।
😆😆😆😆😆😆
R8
Which song is this
৩৫ বছর আগে গাজীপুরের সফিপুর বাজারে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন ওনার গান শুনতাম
এখন সফিপুর বাজেরে উনি আসেন না?
ছোট ছিলাম গাজীপুরের বাসায়,থাকতাম ওনার গান শুনতাম মনোমুগ্ধকর সেই সুর
না, আমি এখন উওরা বাসায় থাকি। তখন আমি আমাদের গাজীপুরের বাসায় ছিলাম। সেটা ছিল আমার বাল্য বেলা।
তোমার লাইগা পরান কাঁদে ঘরে মন থাকে না রে বন্ধু♥️
Super best
* প্রতিভার কোন সীমা পরিসীমা নেই*
আপনার গানের ফ্যান হলাম শুনেই *
জানাই ভক্তি পূর্ণ শ্রদ্ধা নমস্কার প্রণাম
জানিনা কোথায় বাড়ি কি বা নামধাম।*
আয়াতুল কুরসি সুরা টা শুনতে চাই আপনার মুখে
আয়াতুল কুরসি কোন সুরা নয়। সুরার সামান্য একটা অংশ
অসাধারণ
th-cam.com/video/s_vYpnErbts/w-d-xo.html
সত্যিই মা সরস্বতীর আশীর্বাদ,
অসাধারণ প্রতিভা ❤️
কেন মানুষটা তু মুসলমান আমি তকে চিনি
@@mdrokon9088কেন মুসলমান হলে কি সরস্বতীর আশীর্বাদ পেতে নেই?
আসাধারন গান ভাই
সেইরকম হইছে
বাংলাদেশ থেকে ভালবাসা রইলো ❤❤❤
শুধু ফোনে কথা বড় বড় না বোলে আসুন না আমরা সবাই মিলে ওনাকে কিছু সাহায্য করি আর দাদা কে বলি গান শুনে খুশি হোয়েছি তাই দিলাম,,
আমি শুনেছি উনি গাজীপুরে থাকেন এখন উনাকে খুঁজে পাওয়া যাবে কি না আমি ঠিক যানিনা দাদা।
অসাধারণ। যদি কোন মহোদয়ের ওনার ঠিকানা জানা থাকে দয়া করে দিন আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো সাহায্য করব।
অসাধারণ চমৎকার
খুব ভালো সুন্দর অসংখ্য ধন্যবাদ অভিনন্দন 🎊
👍👍😇😇😀😀😊😊Shabbash.
दादू का गाना दिल को छू गया, हम असम से , एक लाइक, दादू के लिए
Sach m
Nice song
Excellent 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Beautiful! Lots of respect to uncle ji! Thank you for sharing.
So nice of you