কি অমানুষিক কষ্ট করে এই ভিডিওটি বানিয়েছিলেন ভাই - মনে করলেও শিউরে উঠি । কাজের প্রতি নিখাদ একাগ্রতা না থাকলে এরকম অক্লান্ত পরিশ্রম করা সম্ভব না। ঐরকম প্রচন্ড গরমে কি অসাধ্য টাই করলেন আপনি । কতো নিখুঁত ভাবে পুরো প্রক্রিয়াটি বুঝলেন- আমাদের বোঝালেন । পরবর্তীতে আপনাকে Frozen Food Export Processing দেখাতে নিয়ে যাবো ইনশাল্লাহ । সেটা একেবারে বিপরীত তাপমাত্রায় - ঠান্ডায় । 😊😊 কৃতজ্ঞতা জানাই- আমাদের দেশকে এবং খুলনাকে এই ভাবে সম্মান জানানোর জন্য ।
ভাই কষ্ট তো তারা করে যারা এই পরিবেশে ঘণ্টার পড় ঘণ্টা কাজ করে পেটের তাগিদে। ঠাণ্ডা ভয় পাই না। ভারি জ্যাকেট পড়ে গেলেই হবে। Looking forward to that tour brother.
টাইলস তৈরীর কারখানা দেখার সুযোগ পেলাম সে জন্য ধন্যবাদ। ইউটিউবে বিদেশী টাইলস তৈরীর কারখানার ভিডিও ক্লিপ দেখেছিলাম কিন্তু আমাদের দেশেও যে এত উন্নতমানের কারখানা আছে তা দেখে খুব ভাল লাগল। ধন্যবাদ, ভাল থাকবেন।
জনাব Sayeed ভাই, প্রথমেই সরি বলে নিচ্ছি নিজের ঢোল নিজেই পিটাচ্ছি বলে। আপনি যদি আমাদের কারখানার কর্মকান্ড দেখেন আমি নিশ্চিত অভিভূত হয়ে যাবেন। সম্পুর্ন অটোমেটিক ও ইতালিয়ান টেকনোলজিতে চলছে আমাদের কোম্পানি।যে রোবট এখানে কাজ করছে তা বাংলাদেশে অন্যকোন কারখানায় নেই। তাই সাদর আমন্ত্রণ রইল আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য।
as an architect this video is a gift for me... ami Malaysiay dekhe eshechilam white horse er factory te... actually white horse amake invite kore niye giyechilo... BD te apnar jonno dekhte pelam.. thanks for the gift....
আপনার ভিডিওগুলো নিয়মিতই দেখি। খুবই চমৎকার উপস্থাপন দক্ষতা আপনার, কীভাবে এ দক্ষতা তৈরী হলো, আশা করি সেটা কোনো একটি ভিডিওতে বলবেন। যাই হোক, অসম্ভব পরিশ্রম করে প্রচন্ড গরমে কষ্ট করে টাইলস তৈরীর প্রক্রিয়া আমাদের দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। - কাজী মহিউদ্দিন, উত্তরা, ঢাকা
i have seen all the video, we use tiles but never seen or think the process how tiles make. thanks for give us the opportunity that how tiles make. thanks a lot.
আসসালামুআলাইকুম ভাই। সম্পুর্ন নতুন একটা Experience হল। এত বিশাল পরিসরে Tiles Factory দেখলাম। খুব ভাল লাগল। আপনার মন যেমন বড় তেমনি বড় পরিষরে অনেক কিছু দেখেছি। আপনি খুব ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
ভাই আপনার বদৌলতে আমরা দেশ বিদেশের অনেক কিছু দেখাবার সুযোগ পাচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে খুলনাতে টাইলস ফ্যাক্টরি আছে জানা ছিল না। আমি জানতাম বিদেশ থেকে আসে।
ভাই সাব আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের টাইলস বানানো দেখানর জন্য।ভাই আমি দীঘ্র ১৩ বৎসর জাবত মালয়শিয়া কাজ করে গ্রমে একটি ঘর বানাইয়াছি।আমার খুব ইচ্ছা ফ্লোরে টাইস লাগানোর জানিনা আল্লায় সে ইচ্ছা পূরন করবে কি না।টাইস এর মাপ ও দাম জানাইলে আরও ভাল হইত। আল্লায় আপনার মঙ্গল করুক আমিন।
Fantastic, khub sundor laglo ei video ta, tobe sotyi apnader je eto kosto sojyer binimoye eta sombhob holo ta swikar korte kono dwidha nei. er jonyo sotyi ami hrini. sustho thakben, valo thakben, ei kamona kori poromishwar er kachhe. :)
Ajke first deklam tiles kemne banai.sotti bolte ki ami sob somoi cinta kori kemne ato sundor kore tiles banai. Jak apnr jonno ajke dekte parlam. Thank you uncle.
সত্যি অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমারও অনেক অভিজ্ঞতা হয়েছে এটা দেখে বুঝতে পারলাম যে টাইলস বানাতে এত কষ্ট ধন্যবাদ আপনাকে আরো ভিডিও দিয়েন আমরা যাতে ঘরে দেখতে পারি সাধারণত আমাদের দেশের শিক্ষামূলক ভিডিও অনেক কম বানিয়ে থাকে তাই আমরা আমাদের দেশের অনেক কিছু থেকে বঞ্চিত হয় আমাদের ছেলে মেয়ে অভিজ্ঞতার জন্য এ ধরনের ভিডিও প্রয়োজন আছে মনে করি ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবে।
দাদা অনেক অনেক ধন্যবাদ। আপনার চেরি পিকিং এর ভিডিও টা খুব ভাল লাগলো তাই বাংলাদেশের জন্য চেরি চারাগাছ নিয়ে আসা যায় কিনা একটা ভিডিও করলে এতে আপনার আমার সকলের উপকার হবে।
নতুনত্ব। ভাল লাগল। অনেকে বলছেন আপনি কিভাবে স্যুট করলেন অতো গরমে। হ্যাঁ সেটা যেমন কষ্টের। তার থেকে ও ভাববার বিষয় যারা ঐ গরম সহ্য করেও কাজ করতে বাধ্য হন পেটের তাগিদে। কিজানি। তাদের কি গরম লাগেনা। না আমরা যারা ঠান্ডা বাড়ি। ঠান্ডা ঘর। ঠান্ডা পরিবেশ। ঠান্ডা আবহাওয়া এ থেকে অভ্যস্ত তাদের গরম টা বেশী লাগে। এ আমার ব্যক্তিগত মতামত। কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা করবেন। দাদার সুস্থ শরীর কামনা করি 🙏।
Nice .thanks to yiu .but i see to your factory .yet i see to factory khulna .but .this factory made expensive how much million dollar ? I know that to your . Reply to question and answer .thanks . My mind to grow to million dollar .i know that .thanks magura district .Nakol village . BANGLADESH. 10.07.2019
I have seen this valuable videos of tiles production process 1st time in my life. Great. All credit goes to you. Salute to you for such contribution to our knowledge.
Hello dear Farook bhai, how are you? What a beautiful experience! I’ve never seen something like this before! Thanks so much dear bhai for this beautiful experience! Take care everyone!!!!
কি অমানুষিক কষ্ট করে এই ভিডিওটি বানিয়েছিলেন ভাই - মনে করলেও শিউরে উঠি । কাজের প্রতি নিখাদ একাগ্রতা না থাকলে এরকম অক্লান্ত পরিশ্রম করা সম্ভব না। ঐরকম প্রচন্ড গরমে কি অসাধ্য টাই করলেন আপনি । কতো নিখুঁত ভাবে পুরো প্রক্রিয়াটি বুঝলেন- আমাদের বোঝালেন ।
পরবর্তীতে আপনাকে Frozen Food Export Processing দেখাতে নিয়ে যাবো ইনশাল্লাহ । সেটা একেবারে বিপরীত তাপমাত্রায় - ঠান্ডায় । 😊😊
কৃতজ্ঞতা জানাই- আমাদের দেশকে এবং খুলনাকে এই ভাবে সম্মান জানানোর জন্য ।
ভাই কষ্ট তো তারা করে যারা এই পরিবেশে ঘণ্টার পড় ঘণ্টা কাজ করে পেটের তাগিদে। ঠাণ্ডা ভয় পাই না। ভারি জ্যাকেট পড়ে গেলেই হবে। Looking forward to that tour brother.
paaam deuar ar jaygana pan nai ?
Nice
Good man
Aharay ki Pam.
*অনেক সুন্দর একটি ভিডিও, ভালো লাগলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ভালো থাকবেন সবসময় দোয়া আর শুভকামনা রইলো*
অনেক ধন্যবাদ শুভ কামনার জন্য।
ধন্যবাদ।আমিও জানতাম না এত লম্বা পদ্ধতি অনুসরণ করে টাইলস তৈরি করে।মায়া লাগে তাদের জন্য যারা এত গরমে কাজ করে।
Mahbub Hassan আমারও কোন ধারনা ই ছিল না। ধন্যবাদ ভাই।
টাইলস তৈরীর কারখানা দেখার সুযোগ পেলাম সে জন্য ধন্যবাদ। ইউটিউবে বিদেশী টাইলস তৈরীর কারখানার ভিডিও ক্লিপ দেখেছিলাম কিন্তু আমাদের দেশেও যে এত উন্নতমানের কারখানা আছে তা দেখে খুব ভাল লাগল। ধন্যবাদ, ভাল থাকবেন।
You are very welcome ভাই।
জনাব Sayeed ভাই, প্রথমেই সরি বলে নিচ্ছি নিজের ঢোল নিজেই পিটাচ্ছি বলে। আপনি যদি আমাদের কারখানার কর্মকান্ড দেখেন আমি নিশ্চিত অভিভূত হয়ে যাবেন। সম্পুর্ন অটোমেটিক ও ইতালিয়ান টেকনোলজিতে চলছে আমাদের কোম্পানি।যে রোবট এখানে কাজ করছে তা বাংলাদেশে অন্যকোন কারখানায় নেই। তাই সাদর আমন্ত্রণ রইল আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য।
@@sajedulalamsaju7506 ধন্যবাদ ভাই, খুলনা গেলে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব।
sayedul alam vi sheltec ceramics er name sunsen
sajedul vi
ভাল লাগলো প্রিয় জন্মস্থান খুলনায় আসছিলেন আপনি, ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটি উপহার দেওয়ার জন্য
Welcome.
খুব ভালো লাগলো টাইলস কি ভাবে বানানো হয় দেখে। আপনাকে অনেক ধন্যবাদ। 💕💕💕💕💕💕💕💕💕
এতো সুনদর সুনদর জিনিষ দেখান , যে আপনার চ্যানেল ছারা অন্যগুলো দেখতে ভালো লাগেনা,,, ভিষন ভক্ত,,,,,
ভালো লেগেছে জেনে খুশী হলাম। ধন্যবাদ ভাই।
অনেক ধন্যবাদ ভাই। Appreciate your support.
এত এত সরঞ্জাম লাগে টাইলস বানাতে ভাবতেই পারি নাই! অসাধারণ ভিডিও
Shobaan Ahmed ধন্যবাদ ভাই।
দেখে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Aziz Ahmed Welcome.
ফ্যাক্টরি মালিক সাইনবোর্ড তার নিজের ভাষার ব্যবহার করেছেন এটা ভালো লাগল। ধন্যবাদ
দুই দেশের ভাষা ব্যাবহার করতেই হবে কারন কোম্পানি টা জয়েনভেঞ্চার।
Apne onek koshto korlan Allah valo rakhun apnak
ধন্যবাদ।
Apnar video gula amar vison valo lage..
Thank you.
আমার জীবনে বড় স্বপ্ন একজন উদ্যোক্তা হওয়া ভাই আপনার এরকম উদ্যমী ভিডিও দেখে অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি
Jano mulgan8 ধন্যবাদ ভাই।
খুব কষ্ট করে এই ভিডিওটি বানালেন,,অনেক ধন্যবাদ
প্রচণ্ড গরম ছিল। ধন্যবাদ ভাই।
thanks uncle for showing us.. That how the tiles are made...
Its really stunning.
Welcome.
Eamon video ami utube paini sir.tnx 4 video.
Welcome.
Thanks apnar maddhome tiles factory ta dekte pelam 🙏 projoktir kamal...
khursHEDsumon VlogS Welcome.
🙏
দারুন লাগলো ভিডিওটি
কষ্টের ডকুমেন্টরি বলা যায়
ধন্যবাদ ভাই।
অসাধারণ ....অনেক ভালো লাগলো স্যার .ধন্যবাদ 💫
Sobuj Bangla Welcome z
Mashallah very good we need lots more manufacturing companies in Bangladesh thanx for sharing
Welcome.
খুব সুন্দর একটা শিক্ষা অভিজ্ঞতা সঞ্চয় হলো জীবনের পাতায়-- অশেষ ধন্যবাদ ভাই
Zed Ahmed You are Welcome.
আপনার মাধ্যমে এই প্রথম দেখলাম টাইলস ফ্যাক্টরি,, ধন্যবাদ আপনাকে
Welcome brother.
as an architect this video is a gift for me... ami Malaysiay dekhe eshechilam white horse er factory te... actually white horse amake invite kore niye giyechilo... BD te apnar jonno dekhte pelam.. thanks for the gift....
Id Gallery You are very welcome. I am glad you liked it.
Bah besh bhalo laglo 1ta aalada experience ❤❤❤👍👍👍👍👍👍
Thank you.
Wow darun video dekhlam vaia. Thanks
Welcome.
ভাল লাগল
Zenith Morshed ধন্যবাদ।
আপনার এই প্ররিশ্রম করে ভিডিও বানানো দেখে আমি আপনার চেনেল সাবক্রাইব করলাম,,,দোয়া রইলো
Thank you for your continuing support 💕🥰
আসসালামু আলাইকুম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই।
Walaikum assalam. Thank you.
এই প্রথম টাইলস বানা দেখলাম এর পিছনে এতো পরিশ্রম তা যানতামনা যাই হোক ভিডিও টা দেখে ভালো লাগলো আপনাকে ধন্যবাদ ।
Md Aminur You are very welcome.
Very Wonderful collection bro thanks
Welcome.
অাপনাকে ধন্যবাদ। অাপনার মাধ্যমে এই বিষয়টা বুজার চেস্টা করলাম।
abdul mafiz You are very welcome.
টাইলস ফ্যাক্টরী! দারুণ!আর আপনার খুলনার বন্ধুটিও খুব আন্তরিক ভাবে খুলনা ঘুরিয়ে দেখালেন অনেক তথ্য দিলেন ভাল লাগল!
baishali sarkar Mithu1999 ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই,অনেক কষ্ট করে আমাদের জন্য ভিডিওটি বানানোর জন্যে।
You are very welcome.
ধন্যবাদ ভাই আপনাকে, খুলনায় থাকি অথচ আমার কোন ধারনাই ছিলনা, খুব মিস করেছি, উচিত ছিল আপনার সাথে যাওয়া। আবার দেখা হবে ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ আবার আসলে দেখা হবে। ধন্যবাদ।
আমি টাইলসের কাজ করি কিন্তু কখনও টাইলস তৈরি দেখি নাই আজ দেখে খুবি ভালো লাগলো
Md Rashekll Sk ধন্যবাদ ভাই।
সত্যিই এ এক অন্যরকম অভিজ্ঞতা।
ধন্যবাদ।
এই ফাস্ট দেকলাম টাইলস কি ভাবে বানায়,,,
Good....job
Cement factory er video dekhte chai
অনেক অনেক ভালো লাগলো ভিডিও টা দেখার পর।
Mohamad abu ধন্যবাদ।
এ এক দারূণ অভিজ্ঞতা, অনেক ধন্যবাদ ভাই
You are very welcome brother. কেমন আছেন?
@@AdventureTube21 আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আশাকরি আপনিও সবাইকে নিয়ে ভালোই আছেন
অসাধারন ভিডিও ও ভয়েজ
ধন্যবাদ।
আপনার ভিডিওগুলো নিয়মিতই দেখি। খুবই চমৎকার উপস্থাপন দক্ষতা আপনার, কীভাবে এ দক্ষতা তৈরী হলো, আশা করি সেটা কোনো একটি ভিডিওতে বলবেন। যাই হোক, অসম্ভব পরিশ্রম করে প্রচন্ড গরমে কষ্ট করে টাইলস তৈরীর প্রক্রিয়া আমাদের দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। - কাজী মহিউদ্দিন, উত্তরা, ঢাকা
অনেক ভালো লাগলো জেনে যে আপনি এনজয় করেছেন। ধন্যবাদ ভাই।
Vaiya ami kaj kori tiles industry te.amr industry er nam pa-wang ceramic industry,bogura.
আমি হিটার ডয়ার এর কাজ করি, ০১৮১৭৫০০০৪৩
আপনার মোবাইল নাম্বার টা দেওয়া যাবে
দেখে খুব ভাল লাগল। ধন্যবাদ,
really it was awesome, i have enjoyed this video. thanks a lot uncle.
You are very welcome.
i have seen all the video, we use tiles but never seen or think the process how tiles make. thanks for give us the opportunity that how tiles make. thanks a lot.
Welcome.
আসসালামুআলাইকুম ভাই। সম্পুর্ন নতুন একটা Experience হল। এত বিশাল পরিসরে Tiles Factory দেখলাম। খুব ভাল লাগল। আপনার মন যেমন বড় তেমনি বড় পরিষরে অনেক কিছু দেখেছি। আপনি খুব ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
ওয়ালাইকুম আসসালাম কবির ভাই। অনেক মিস করছি। ইচ্ছে হয় আজই চলে আসি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
কোথায়, ঠিকানা পাওয়া যাবে
ভাই আপনার বদৌলতে আমরা দেশ বিদেশের অনেক কিছু দেখাবার সুযোগ পাচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে খুলনাতে টাইলস ফ্যাক্টরি আছে জানা ছিল না। আমি জানতাম বিদেশ থেকে আসে।
আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম। ধন্যবাদ ভাই।
You have such abundance of enthusiasm and energy. We are getting at least one video daily. This is your full time job. Thanks.
I am trying brother. Thank you.
@@AdventureTube21 n9
99878jko
ভাই সাব আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের টাইলস বানানো দেখানর জন্য।ভাই আমি দীঘ্র ১৩ বৎসর জাবত মালয়শিয়া কাজ করে গ্রমে একটি ঘর বানাইয়াছি।আমার খুব ইচ্ছা ফ্লোরে টাইস লাগানোর জানিনা আল্লায় সে ইচ্ছা পূরন করবে কি না।টাইস এর মাপ ও দাম জানাইলে আরও ভাল হইত। আল্লায় আপনার মঙ্গল করুক আমিন।
পারবেন অবশ্যই। সেক্ষেত্রে আপনি শেলটেক সিরামিকস দেখতে পারেন।
Tiles factory amder dekanor jonno dhonobad
Afia jahan Welcome.
Fantastic, khub sundor laglo ei video ta, tobe sotyi apnader je eto kosto sojyer binimoye eta sombhob holo ta swikar korte kono dwidha nei. er jonyo sotyi ami hrini. sustho thakben, valo thakben, ei kamona kori poromishwar er kachhe. :)
ধন্যবাদ ভাই।
Ajke first deklam tiles kemne banai.sotti bolte ki ami sob somoi cinta kori kemne ato sundor kore tiles banai. Jak apnr jonno ajke dekte parlam. Thank you uncle.
You are very welcome uncle.
Ami onek bar dekhechi sorasori
ভিডিও টি যথেষ্ট মানসম্পন্ন হয়েছে।
ধন্যবাদ।
osum!
apnar vedio diye amerikake dekhte pai.
khub valo sir.
god blessss
Thank you dear. May Allah bless us all.
সত্যি অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমারও অনেক অভিজ্ঞতা হয়েছে এটা দেখে বুঝতে পারলাম যে টাইলস বানাতে এত কষ্ট ধন্যবাদ আপনাকে আরো ভিডিও দিয়েন আমরা যাতে ঘরে দেখতে পারি সাধারণত আমাদের দেশের শিক্ষামূলক ভিডিও অনেক কম বানিয়ে থাকে তাই আমরা আমাদের দেশের অনেক কিছু থেকে বঞ্চিত হয় আমাদের ছেলে মেয়ে অভিজ্ঞতার জন্য এ ধরনের ভিডিও প্রয়োজন আছে মনে করি ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবে।
Saidur Rahman অনেক ধন্যবাদ সুন্দর কমেনটের জন্য। অনেক দোয়া চাই সবার কাছ থেকে। ধন্যবাদ।
অসাধারন
Ismail Hossain babu ধন্যবাদ।
Very good . Industrial price and shop price is same ? Thanks
Not sure about pricing. Thank you.
দেখে ভালো লাগলো
It is really a new experience to observe this priceless vedio. Informative and impressive. Many thanks.
Ashok Sengupta You are very welcome.
ধন্যবাদ। অনেক কষ্ট করেছেন। আমি একজন পুরকৌশলী, আমারও এটা জানা ছিল না।
Mahmud Rubel Welcome ভাই।
অনেক কিছু জানলাম, ধন্যবাদ ভাইজান
Welcome.
onak valo laglo. many many thanks
Welcome.
হাফিজ স্যার কে অনেক দিন পর দেখে মন ভরে গেল, মহৎ একজন মানুষ তিনি, দোয়া করি সবসময় যেন সুস্থ থাকেন,
ধন্যবাদ।
এককথায় অসাধারন।
ধন্যবাদ।
Very good video i like
Thanks for the visit
I am watching this video on duty in a Tiles factory.Good Job Sir.
Thank you.
Very good job baijaan ( help-full for Engineer)
Thank you.
Thank u gentleman for showing us such important thing
Welcome.
অনেক দিন ধরে ভাবছিলাম টাইল স কিভাবে তৈরী হয় জানব ভিডিও টি দেখে অভিজ্ঞতা হল এত মেকানিক ও অসহ্য গরম সহ্য করে টাইলস তৈরী হয় ।
Sumon Safi ধন্যবাদ ভাই।
Uncle, আমি খুলনার মেয়ে ।আমি আনন্দিত, আপনি আমাদের খুলনা কে এত সুন্দর ভাবে বর্ননা করেছেন।
ধন্যবাদ আঙ্কেল।
আমি কুমিল্লার ছেলে তোমাকে ধন্যবাদ
Walaikumassalam,nice vlog,onek kisu janlam thnx
Welcome.
Of all the videos I have watched. You looked best in Deer Capped dress. In deer Hunting with US Military Friend of yours
Thank you.
@@AdventureTube21 thanks for the reply.. I regularly watch your videos. I like your attitude, values, tastes. So please carry on...
দাদা অনেক অনেক ধন্যবাদ।
Sujit Kumar Das Welcome brother.
দাদা অনেক অনেক ধন্যবাদ। আপনার চেরি পিকিং এর ভিডিও টা খুব ভাল লাগলো তাই বাংলাদেশের জন্য চেরি চারাগাছ নিয়ে আসা যায় কিনা একটা ভিডিও করলে এতে আপনার আমার সকলের উপকার হবে।
ধন্যবাদ।
sir apni amder khulnai aslan atoco ami jante parlam na.... ki bad luck amr
Dhananjoy Mondal Inshallah next time ভাই।
We want to know, how to make paint? Please u ll make a video about paint manufacture.
খুব সুন্দর ভাই
Hasibur Rahaman ধন্যবাদ।
শুরুতে ঘরোয়া পরিবেশে দাওয়াত এর ভিডিও ভালো না লাগলেও আজ খুব মূল্যবান মনে হল।
ধন্যবাদ।
Mahbub Hassan Welcome.
নতুনত্ব। ভাল লাগল। অনেকে বলছেন আপনি কিভাবে স্যুট করলেন অতো গরমে। হ্যাঁ সেটা যেমন কষ্টের। তার থেকে ও ভাববার বিষয় যারা ঐ গরম সহ্য করেও কাজ করতে বাধ্য হন পেটের তাগিদে। কিজানি। তাদের কি গরম লাগেনা। না আমরা যারা ঠান্ডা বাড়ি। ঠান্ডা ঘর। ঠান্ডা পরিবেশ। ঠান্ডা আবহাওয়া এ থেকে অভ্যস্ত তাদের গরম টা বেশী লাগে। এ আমার ব্যক্তিগত মতামত। কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা করবেন।
দাদার সুস্থ শরীর কামনা করি 🙏।
Good job.
Nice .thanks to yiu .but i see to your factory .yet i see to factory khulna .but .this factory made expensive how much million dollar ? I know that to your . Reply to question and answer .thanks . My mind to grow to million dollar .i know that .thanks magura district .Nakol village . BANGLADESH. 10.07.2019
Thanks 😊
Amra o onek kisu janlam
Welcome.
Really it's a new experience.
Thank you.
I have seen this valuable videos of tiles production process 1st time in my life. Great. All credit goes to you. Salute to you for such contribution to our knowledge.
Thank you.
Hello dear Farook bhai, how are you?
What a beautiful experience! I’ve never seen something like this before! Thanks so much dear bhai for this beautiful experience! Take care everyone!!!!
Thank you dear 🥰
@@AdventureTube21
My absolute pleasure dear Farook bhai!
আমি ও দেখিনি খুব সুন্দর লেগেছে
Rasudeb Halder ধন্যবাদ ভাই।
আনকেল অসাধারণ একটা অভিজ্ঞতা। অনেক ভাল লাগল। ভাল থাকবেন আনকেল। ♥♥♥
Above all, take care of your health.
Thank you uncle.
@@AdventureTube21 You are welcome uncle ♥♥♥
wow
..thanks for sharing uncle
Welcome.
Good Job
মুসলিম. নেট Thank you.
Salute hafiz vi...proud of u as a khulnaiya
আমার এই বেপারে কোন ধারনাই ছিলনা অনেক কস্ট করে ভিডিওটা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ভাই
Md Arshad You are very welcome ভাই।
Painting er pare r ekbar fairing hay, tai na?
হ্যাঁ।
নতুন একটা জ্ঞান অর্জন হলো,ধন্যবাদ গরমে কষ্ট করার জন্য।
Nasir Uddin Chowdhury You are very welcome.
নাইচ বিডিও
Ami tiles factory te job kori ata kon ceramics bolbebn
All the information I have is in the video. Thank you.
ভালো লাগছে.. আমি একজন টাইলস ব্যবসায়ী
Sk Technical Bd ধন্যবাদ।
Welcome
Chomotkar, ami ekbar giecilam, Hau Thai tiles factory, gajipur e. Khub gorom, r birat factory.
Thank you.
আপনাকে অনেক ধন্যবাদ।
shahriar hossain Welcome.
Ei prothom dekhlam😊😊