মৌলভীবাজার জেলার নামকরণের ইতিহাস।মৌলভীবাজার জেলার তথ্য। মৌলভীবাজার।৬৪ জেলার নামকরণের ইতিহাস পর্ব-৪২।
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- মৌলভীবাজার জেলার নামকরণের নেপথ্যে রয়েছে, চমৎকার একটি কিংবদন্তী ও জনশ্রুতি।
হয়রত শাহ মোস্তফা (রঃ) এর ভাতুষ্পুত্র, হযরত ইয়াছিন (র:) এর উত্তর পুরুষ, মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি, মনু নদীর উত্তর তীরে তার জমিদারি জমিতে, কয়েকটি দোকানঘর তথা একটি ছোট বাজার স্থাপন করে, ভোজ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে, নৌ ও স্থলপথে প্রতিদিন লোক সমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে, মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি। মৌলভী সাহেবের প্রতি কৃতজ্ঞতা স্বরুপ, এই অঞ্চলের নাম হয় মৌলভীবাজার। এই বাজারটি হল মৌলভীবাজার জেলা শহরের বর্তমান পশ্চিম বাজার। যা সময়ের সাথে সাথে, ধীরে ধীরে সম্প্রসারিত হয়।
১৮৮২ সালের ১ এপ্রিল, মৌলভী সৈয়দ কুদরত উল্লা কর্তৃক প্রতিষ্ঠিত বাজারটি কেন্দ্র করে, ২৬টি পরগণা নিয়ে দক্ষিণ শ্রীহট্ট, মহকুমা প্রতিষ্ঠা করা হয়। ১৯৬০ খ্রিষ্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট নামের পরিবর্তে, এ মহকুমার নাম মৌলভীবাজার রাখা হয়। ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি, মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত হয়।