কী করে বলব? সঙ্গে অনুত্তমা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 202

  • @naynaahmed3118
    @naynaahmed3118 3 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ, খুবই উপকারী ভিডিও টা।হাসব্যান্ডের সাথে থেকেও একা লাগে এখন ৫০ পেরিয়ে কিন্ত কম বয়সে এমন লাগতো না।

  • @DHAOPNazneenAkhter
    @DHAOPNazneenAkhter หลายเดือนก่อน +1

    Madam apnar fan hoye gechi

  • @devayanimitradutta406
    @devayanimitradutta406 2 ปีที่แล้ว +16

    স্নেহের আমার আজকে "একাকীত্ব " নিয়ে তোমার বক্তব্য দারুণ চমৎকার লাগল । আমি যে totally আজকের পত্র লেখিকা, নবনীতার পুরোপুরিই দলভুক্ত, আমিই, আমার নিজের ই খুব খুব বন্ধু , আমি নিজেই নিজের খুব খুব পছন্দের বন্ধু। আমার এখন বয়স ৭২+ ,এবং semi paralyzed , আমার নিজের একটিই মেয়ে আছে , এবং আমার মেয়েটি আমার খুব খুব প্রিয় ......ও নিজের চাকরি করে এবং ভীষণ ই ব্যস্ত থাকে , আমার মেয়ে , সকালের দিকে এবং রাত্তিরে , কিছুক্ষণ সময় কাটায় ..... সেই সময় টা কিন্ত আমার খুব ই ভাল লাগে । বাদবাকি ২৪ ঘন্টা তো আমি একেবারেই একা কাটাই, আমার তো দিব্বি ভাল লাগে ....... মনে হয় বেশ তো আছি ....... একেবারেই উপদ্রব হীন, একাকীত্ব আমাকে কত সুন্দর ভাবেই না সম্পুর্ন করে রেখেছে ...... আমি গান শুনি, T.V দেখি, ছবি আঁকি,আমার প্রিয় লেখক দের লেখা পড়ি , কত কিছু নিজের মত চিন্তা ভাবনা করি ...... ও ,আবার দুর্গাপূূজোর চারিদিক স্তব্ধ শান্ত হয়ে গেলে , খুব দুঃখ হয় ..... তখন আবার নিজের মনে মনে কেঁদে ভাসাই ..... আমি তো দেখছি আমি বেশ ভালই আছি । আমার আরও শরীর খারাপ হলে কি যে হবে একেবারেই জানিনা ......এই কথা ভেবে কিন্ত ইদানিং একটু একটু ভয় ও পাই । আমি single mother, আমার জীবনে আমার নিজের মেয়ে ছাড়া আর কেউই নেই । ও Bangalore e চাকরি করে , কোলকাতায় আমি ,আমার Aya,আর আমার একজন cook থাকি ।।

    • @kausumidasgupta3270
      @kausumidasgupta3270 ปีที่แล้ว +2

      ভালো থাকবেন।

    • @sudeshnamondal8351
      @sudeshnamondal8351 ปีที่แล้ว +1

      আপনি স্বার্থপর এটাই সবচেয়ে বড় কথা

    • @rinachatterjee9081
      @rinachatterjee9081 ปีที่แล้ว

      Apna k sahosi bolei mone hochhe

    • @oindrilamajumdar6751
      @oindrilamajumdar6751 ปีที่แล้ว

      ভালো থাকুন আপনি, নিজের মতো করে শান্তি খুঁজে নিয়েছেন হয়তো, সেটাই বড়ো কথা। ঈশ্বর আপনাকে আরও শক্তি দিন।

    • @pradyutlahiri210
      @pradyutlahiri210 ปีที่แล้ว

      God blessed ❤️🙏

  • @sudeshnabhattacharya9789
    @sudeshnabhattacharya9789 8 หลายเดือนก่อน +2

    একা থেকেও একা থাকাটা কষ্টকর মনে হত না‌। নিজের সঙ্গে সময় ভালোই কেটেছে। কিন্তু কিছুদিন ধরে খুব একা লাগছিল। আপনার কথা আমার আগের আমিকে ফিরে পেতে সাহায‍্য করবে। বড়ো ভালো বললেন।

    • @gouri_debnath
      @gouri_debnath 6 หลายเดือนก่อน

      Katha bolte chai apnar sathe.

  • @sumitachakrabarty151
    @sumitachakrabarty151 2 ปีที่แล้ว +16

    অসাধারণ! আর একা লাগার প্রশ্নই নেই। অর্থাৎ যদি কখনও একা লাগেও এই অনুষ্ঠান খুলে আপনার কথা কিছুক্ষণ শুনলেই আমার অনেক কিছু পাওয়া হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ জানাই

    • @encyclopedia_
      @encyclopedia_ ปีที่แล้ว

      একদম ঠিক বলেছেন

    • @sujatamalakar9547
      @sujatamalakar9547 9 หลายเดือนก่อน

      অপূর্ব ❤

  • @pragyaparamitamaiti6658
    @pragyaparamitamaiti6658 2 ปีที่แล้ว +22

    নিজের সাথে নিজেই থেকে ছোট থেকে বড় হলাম। কারুর সাথে মিশতে আমার ভালো লাগে না, এটা নিয়ে আমি একসময় ভেবেও যে "এটা কি আমার অসুস্থতা", বা আমি নিজের সাথে যতটা কমফোর্ট ফিল করি, অন্যের উপস্থিতি আমার মধ্যে অস্বস্তির সৃষ্টি করে, আজকের এই এপিসোড আমায় অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিল। সমৃদ্ধ হলাম, পরিপূর্ণ হলাম। ভালোবাসা ও শ্রদ্ধা নেবেন।

    • @priyasarkar2836
      @priyasarkar2836 ปีที่แล้ว

      Same .....amio ekai thaki keo khub 1ta po6ondo o kore na 😊

    • @priyasarkar2836
      @priyasarkar2836 ปีที่แล้ว

      Jni na amar ki dosh

    • @sudeshnamondal8351
      @sudeshnamondal8351 ปีที่แล้ว

      একা লাগে মানে কী প্রেম ,বিয়ে এইসব ভালো লাগে না

    • @AyemeliDebnath
      @AyemeliDebnath ปีที่แล้ว +1

      মনে হচ্ছে কেউ আমার মনের কথা গুলি বলছে। বিয়ে আমার ভালো লাগে না, করবো না, মাঝে মাঝে মনে হয় আমিই বোধহয় লোকের sathe মিশতে পারি না কিন্ত আমি নিজের sathe নিজে খুব ভাল আছি

    • @ankita_kar_Ramdhenu
      @ankita_kar_Ramdhenu 9 หลายเดือนก่อน

      আমিও এই একইরকম মানুষ , কারোর সাথে মিশতে পারি না , আমাকে সবাই খারাপ বলে না মিশতে পারার জন্য,কিন্তু আমি যখন এক থাকি তখন ভালো লাগে । কিন্তু কখনও কখনও ভালোবাসার মানুষ গুলোর সাথে যদি একটু মিশতে চাই তাও তারা টাইম দিতে চায় না ,মনে হয় বুঝতে চায় না কেউ । তাই আরও নিজেকে সরিয়েদি সবদিক থেকে ।

  • @riddhisarkar2232
    @riddhisarkar2232 8 หลายเดือนก่อน +1

    ভীষণ ভাবে উপকৃত হলাম আপনার কথা শুনে। ভালো থাকবেন 🙏🏻

  • @abantimunshi6883
    @abantimunshi6883 ปีที่แล้ว +1

    অনুত্তমা জিন্দাবাদ ❤

  • @bestonlinetuition7835
    @bestonlinetuition7835 9 หลายเดือนก่อน +1

    *ভালো লাগলো কথা গুলো, চিঠির কথা উত্তর গুলো নিজের সাথে মিল পেলাম অনেক,, ভালো থাকবেন।।*

  • @chandrimagupta6769
    @chandrimagupta6769 ปีที่แล้ว +1

    কথা বলার মধ্যেই confidence আত্মস্থ হোওয়া সম্ভব আপনার আলোচনায় ঠিক তেমনটাই মনে হয়

  • @Poetrywith
    @Poetrywith 2 ปีที่แล้ว +7

    কি বলবো! বড্ড ভালো লাগলো এই পর্বটি। ভাবনার পরিবর্তন করে দেখবো আগের পথে হাঁটবো না। ধন্যবাদ অনুত্তমা ম্যাডাম।

  • @upakathade8650
    @upakathade8650 2 ปีที่แล้ว +3

    অসম্ভব ভালো লাগলো।
    হঠাৎ করেই নিজেকে একটু বেশী ভালোবাসতে ইচ্ছে করলো।
    আমাদের আয়না আমাদের বোধ হয়েই থাকুন, অনুত্তমা। ধন্যবাদ আপনাকে।

  • @Jilipi_99
    @Jilipi_99 ปีที่แล้ว +1

    Second time ei video ta dekh6i... first jedin dekhe6ilam ki poriman mon kharap nia suye chilam... kintu apnar kotha gulo jno anti-depression pill hisebe kaj korlo..4 yrs somporke iti pore6e tai normally mon kharap... kintu apnar kotha gulo kothao mon ta vlo kore tole.. Thank you so much

  • @jogmayananda112
    @jogmayananda112 2 ปีที่แล้ว +2

    Esshare বিমুখতা জীবের সব সমস্যার মূল গীতার মধ্যে সব সমাধান আছে আপনার কথার মধ্যে গীতার সুর বাজছে

  • @rowshanlina3377
    @rowshanlina3377 2 ปีที่แล้ว +15

    অনবদ্য!!
    বিমোহিত হয়ে শুনেছি।
    কূর্ণিশ!!
    অনেক শুভকামনা ও ভালোবাসা
    সব্বাই কে।❤️❤️❤️

  • @suparnakar1531
    @suparnakar1531 2 ปีที่แล้ว +3

    আপনি এত ভালো বলেন। মোহিত হয়ে শুনি ।মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা হয়ে যায় আপনার সঙ্গে, কথা বলতে ইচ্ছে করে। কথা বলবেন কিনা জানিনা তাই এগোই না ।অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।

    • @emmagreen7780
      @emmagreen7780 2 ปีที่แล้ว

      Kothay dekhte pan madam ke?

    • @suparnakar1531
      @suparnakar1531 2 ปีที่แล้ว +1

      @@emmagreen7780 বই মেলায়,

  • @sonalidas8570
    @sonalidas8570 2 ปีที่แล้ว +1

    Ato sundoor akta content niye kotha bolar jonno anek anek thanks

  • @Annesha-y4c
    @Annesha-y4c 3 หลายเดือนก่อน +1

    2:37 This is me absolutely me .
    I like to spend time with myself I love solitude but sometimes even I feel loneliness too.

  • @CarewithMoumita
    @CarewithMoumita 9 หลายเดือนก่อน +1

    OSHAdharon bolleo onek kom!
    Huge fan of yours mam ❤️
    Thank you so much

  • @piyaligupta7378
    @piyaligupta7378 2 ปีที่แล้ว +12

    একাকিত্বের কথা সবাইকে শেয়ার করা উচিত নয়... সুযোগ সন্ধানী মানুষেরা সুযোগ নেবার চেষ্টা করবেই।
    ঢাকের আওয়াজ শেষ হলেই আমি বাঁচি, আমার উৎসবের আয়োজন বাহুল্য ভালো লাগে না❌❌❌❌❌ কারণ সারাবছর কষ্ট করে ঐ দু-পাঁচদিনের ছুটি আমার মনের দুঃখ আরও বাড়িয়ে দেয় ☹️
    সবসময় মনে হয় এইটুকু না হলেও চলতো
    এবং সত্যি কথা বলতে আমি একা থাকতেই বেশি পছন্দ করি... 😊খুব enjoy করি একা থাকাটা কিছু কিছু সময়ে .... দারুণ দারুণ উপভোগ করি🥰😍
    তবে আমারও একা লেগেছে এবং তাই অনেক কিছুই আমার জীবনেও ঘটেছে

  • @mitaroy8299
    @mitaroy8299 2 ปีที่แล้ว +5

    স্বামী,ছেলে ঘুমিয়ে যাওয়ার পরে ১ ঘন্টা নিজের সাথে থাকি,এই থাকাটা না হলে দিন টা ভাল কাটলো না।তোমার আলোচনা শুনে আরো সমৃদ্ব হলাম💖🙏

  • @pinkiee6073
    @pinkiee6073 2 ปีที่แล้ว +7

    আপনার কণ্ঠে জাদু আছে 😊😊 কি স্পষ্ট, অনবদ্য।। আর আপনিও ❤

    • @minagomes5460
      @minagomes5460 11 หลายเดือนก่อน +1

      আপনার কথা গুলো খুব গুরুত্বপূর্ণ এবং অন্যবদ সুন্দর

  • @piyaligupta7378
    @piyaligupta7378 2 ปีที่แล้ว

    সঠিক বক্তব্য ... রাখলেন🙏
    নিজেকে ভালোবাসা টা খুব দরকার,
    ......জানিনা আমার বর একা তো থাকেই না ... ঘরে যতক্ষণ থাকে ছেলে মেয়ে নিয়ে পড়ে থাকে, দেখে মনে হয় ওদের কাছে প্রিয় হতে চাইবার এক উদগ্র বাসনা... আমি কিছু বলিনা, ধোরররররর কি বলব!
    যার যেখানে প্রোমোশন করার করুক, আমি একা থেকে যেতে পারবো! কোনো সমস্যা নেই❌❌❌❌❌❌

  • @rajdeepdas4427
    @rajdeepdas4427 2 ปีที่แล้ว +8

    সাথে " Gitobitan" থাকলে আর একা লাগে না।
    " তুমি একলা ঘরে বসে বসে কি সুর ,,,,,,,,,
    প্রভু, আমার জীবনে!"
    "তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ,
    তার অণু পর মানু পেলো কতো আলোর ছন্দ,
    তার অন্ত নাই গো নাই। "

  • @abhishekdutta2k
    @abhishekdutta2k 2 ปีที่แล้ว +1

    মন্ত্রমুগ্ধের মত শুনে গেলাম গোটা পর্ব

  • @srimantamukherjee9342
    @srimantamukherjee9342 4 หลายเดือนก่อน +2

    Didi..ami jodi prithibi theke chole jai..tahale to smritir karagar theke mukti pabo taina...?krush bridhha jisur moto crush boye amai aar cholte hobena..!ami asole viru..morte amar tai eto voi...kemon jeno benche tkakata amar kache ekta nichak ovvyas e porinata hoye gache...as i fail to live a meaningful life....last night i have spent my whole night with your video...so beautiful it is..truelly i love to love this....

  • @sudeshnachanda999
    @sudeshnachanda999 ปีที่แล้ว

    Khub valo laglo. Ami nijer sathe nije somoy katate vison valobasi. Nijeke nije khushi rakhte pari.

  • @adrijmallick4523
    @adrijmallick4523 3 หลายเดือนก่อน +3

    Madam আপনার সঙ্গে এতটা আচ্ছন্ন হয়ে গিয়েছি যে আপনার সুন্দর একটা ছবি আমি whatsapp এর dp তে লাগিয়ে রেখেছি
    অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏🏽🙏🏽

  • @priyashreepaul8037
    @priyashreepaul8037 2 ปีที่แล้ว +2

    অসাধারণ দিদি। ধন্যবাদ 🙏🏻

  • @shellydasdey2615
    @shellydasdey2615 ปีที่แล้ว +2

    Thank you very much madam. Out standing Mind blowing. I was unhappy. But now I'm happiest by your meaningful discussion. God bless you. May you livelong madam. I'm proud of your valuable lesson.

  • @siddharthabanerjee1647
    @siddharthabanerjee1647 ปีที่แล้ว +1

    Didi tomake khub valo lage . Mone hoy 1 din tomake sob moner dukho gulo bole somadhan chi .

  • @subhradharbiswas2428
    @subhradharbiswas2428 2 ปีที่แล้ว +4

    Very apt topic Anuttama. Just wanted to share... Abundant thinking helps a lot incase feeling lonely, it has worked wonders in my life and many more.

  • @SS63920
    @SS63920 ปีที่แล้ว

    অসাধারণ ব্যাখ্যা। অপূর্ব। অনেক ধন্যবাদ দিদি।🙏

  • @baishalichandra235
    @baishalichandra235 2 ปีที่แล้ว +1

    Apni moner modhye khub sundar dhuke jete paren ai episode ta amar jonnyo khub proyojon chilo thanks madam🙏🙏

  • @monalisachowdhury8157
    @monalisachowdhury8157 2 ปีที่แล้ว +1

    Apnar kotha sune kanna Kano pae Didi...ami nijeo akjon psychology r student..apnar kotha mon chue jae ...

  • @dolachakraborty1359
    @dolachakraborty1359 ปีที่แล้ว

    Khub sundor madam!
    Thank you

  • @avijitsen3480
    @avijitsen3480 2 ปีที่แล้ว

    অনেক না বলে উঠতে পারা অনুভব, নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে আত্মবিশ্লেষণ করার শক্তি কে আপনি উদ্দিপীত করলেন।

  • @nabanitachanda428
    @nabanitachanda428 2 ปีที่แล้ว

    বাঁচিয়ে রেখেছে যেন!♥️

  • @Tandra966
    @Tandra966 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো ধন্যবাদ

  • @piyalimohor9272
    @piyalimohor9272 2 ปีที่แล้ว

    সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ।

  • @shiprasengupta317
    @shiprasengupta317 2 ปีที่แล้ว

    বরাবরের মতো এবারও অসাধারণ অনুষ্ঠান শুনলাম।

  • @dipanolbiswasrollno-4243
    @dipanolbiswasrollno-4243 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ আপনাকে

  • @Star_dust15
    @Star_dust15 2 ปีที่แล้ว +2

    একা থাকতেই বড্ড ভালোবাসি। লোকজনের ভীড় শেষে হাঁফ ছেড়ে বাঁচি। আমার একটা একান্ত নিজের জগৎ আছে, নিজস্ব কিছু আনন্দ আছে। বই, সূর্যাস্ত, মধ্যরাতের কালপুরুষ, বর্ষা, বসন্ত আরও কতো কী... জীবনটা একাই কাটাতে চাই। শুধু কখনো এক একটা রাত বড়ো শীতল, বড়ো ফাঁকা লাগে।

  • @kaberidas7458
    @kaberidas7458 ปีที่แล้ว +1

    I love my solitude...I crave for my solitude..I enjoy my solitude...

  • @snehasen9111
    @snehasen9111 2 ปีที่แล้ว

    অনেক অনেক অনেক ধন্যবাদ। ❤️❤️

  • @falgunimondal.
    @falgunimondal. 2 ปีที่แล้ว

    Asadharon laglo... ❤️ Onobordo ❤️ Bastobota 😍❤️🤗

  • @sanandaroychowdhury3697
    @sanandaroychowdhury3697 2 ปีที่แล้ว +2

    অসাধারণ অসাধারন ,কত সুন্দর করে বোঝালেন, অনেক কিছু শিখলাম ❤️❤️

  • @fatsc6h6
    @fatsc6h6 2 ปีที่แล้ว +4

    Overflowing empathy beautifully combined with analysis and advise ,in such beautiful Bangla , by such a incredible talented person who carries her competence so lightly .She deserves an All India audience .A jewel in ever sense of the word .Why has download been blocked .I listen often when not connected .Any reasons ABP ? Crass !

  • @bananeebanerjee1608
    @bananeebanerjee1608 2 ปีที่แล้ว

    Apurbo🙏❤️❤️

  • @roytonni3422
    @roytonni3422 2 ปีที่แล้ว +1

    Osadharon 🇧🇩

  • @piyalighorui525
    @piyalighorui525 2 ปีที่แล้ว

    Asadharon madam 🙏🙏

  • @shilpisengupta9695
    @shilpisengupta9695 9 หลายเดือนก่อน

    Khub bhalo laglo 👌 😊

  • @piasbanerjee482
    @piasbanerjee482 2 ปีที่แล้ว

    Annutamma darun. asadharon. Abhumi kurnish.

  • @swarupamustafi624
    @swarupamustafi624 ปีที่แล้ว

    Thanks a ton.... superb mam

  • @goparoy878
    @goparoy878 ปีที่แล้ว

    Excellent Didi!

  • @taposhimondal4443
    @taposhimondal4443 ปีที่แล้ว

    Thanks MADAM ❤️❤️❤️❤️❤️

  • @itssouravbiswas
    @itssouravbiswas 9 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো…❤️🙌

  • @AmIKamaboko
    @AmIKamaboko 2 ปีที่แล้ว +1

    দারুণ লাগলো আজকের পর্ব.. ভালো থাকবেন..

  • @monoarab7953
    @monoarab7953 2 ปีที่แล้ว

    Khu...b khu...b valo laglo ane.....k upokrito holam..

  • @poulomichakraborty5747
    @poulomichakraborty5747 10 หลายเดือนก่อน

    Amra protyekei bot gachhh ❤❤❤❤

  • @RADHADey-yq6og
    @RADHADey-yq6og ปีที่แล้ว +1

    Bhison bhalo analysis korechho"ekakitto" ke.

  • @chaitaliganguly8793
    @chaitaliganguly8793 2 ปีที่แล้ว

    আপনার কথা একদম ঠিক মনে জোর এল

  • @rumadasgupta7271
    @rumadasgupta7271 2 ปีที่แล้ว

    Apurbo

  • @sudiptasahabiswas2970
    @sudiptasahabiswas2970 หลายเดือนก่อน

    Amar nijer sathe samay katate vison valo lage❤

  • @rakeshkundu8954
    @rakeshkundu8954 2 ปีที่แล้ว +3

    Thanks entire team of ABP Group for the episode...

  • @goutammukherjee3673
    @goutammukherjee3673 2 ปีที่แล้ว

    খুব ভাল লাগল। ।
    THANKS 😊🙏🙏

  • @AtasiChakravorty
    @AtasiChakravorty ปีที่แล้ว

    Excellent madam❤

  • @mousreeghosh4576
    @mousreeghosh4576 2 ปีที่แล้ว

    Uff tumi ki valo kotha bolo❣️

  • @tanugoodruma8334
    @tanugoodruma8334 2 ปีที่แล้ว

    Ki asadharon katha tumi balo tar vasa ami khuje pai na

  • @mohuaganguly5536
    @mohuaganguly5536 2 ปีที่แล้ว

    apurbo ❤️❤️❤️

  • @sohamghosh5951
    @sohamghosh5951 2 ปีที่แล้ว

    Outstanding ma'am 🌹

  • @Nusrat_2021
    @Nusrat_2021 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো।🤎

  • @cameliadas4528
    @cameliadas4528 2 ปีที่แล้ว

    Monday jonyo wait kore thaki r wait kori ki topic asche next week. Khub valo onek somriddho holam

  • @sayanibhadra3488
    @sayanibhadra3488 2 ปีที่แล้ว

    Khub khub bhalo laglo

  • @sumitrasaha6123
    @sumitrasaha6123 2 ปีที่แล้ว

    Eto bhalo laglo🙏🏽

  • @ritaakter2945
    @ritaakter2945 2 ปีที่แล้ว +2

    Ami ekhon mrittu nirey bachte jani.
    Anuttama di love you

  • @sudeshnachandra3811
    @sudeshnachandra3811 ปีที่แล้ว

    কি অসম্ভব সুন্দর ম্যাম, আপনি সবসময় আমার প্রিয়, কি সুন্দর লাগছে আপনাকে ❤❤❤

  • @parthasarathibiswas3158
    @parthasarathibiswas3158 9 หลายเดือนก่อน

    Tomar moto এতো সুন্দর করে কেউ বোঝাতে পারে না

  • @Jilipi_99
    @Jilipi_99 ปีที่แล้ว

    5months hote chollo take chere akhn r ager mto mon kharap hoina kintu khb eka lage majhe moddhe..apnar kotha gulo amai oxygen jogai ❤️...wbcs aspirant hoyeo porte parina..kintu apnar video dekhle mone hoi ektu onno vabe chesta kora😌 jakna

  • @ankitadey3267
    @ankitadey3267 2 ปีที่แล้ว

    Etota valo laga nie somriddho holam j bojhate parbo na...... Sotyi boro santi lagche ei episode tar por, khb valo theko... Anuttama Di, tomar moto kore keu amader moner sathe jurte pare na, evabei sathe theko....

  • @tinnistravelogue9234
    @tinnistravelogue9234 2 ปีที่แล้ว +23

    এইজন্যে না পুজোর সময় ও রোজ একটু করে কাজ/ অফিস/ পড়াশোনা করা উচিত। ১০ মিনিট হলেও। তাহলে একসাইটমেন্ট এর লেভেল টা ঠিক থাকে। আমি এইটা ট্রাই করে ফল পেয়েছি 🙄

    • @anweshamaity4912
      @anweshamaity4912 2 ปีที่แล้ว +1

      bujhlam. Ami amar onek answer peye gelam.

  • @suchetachatterjee705
    @suchetachatterjee705 2 ปีที่แล้ว

    Khub bhalo laglo 👏

  • @Kpop_and_pro369
    @Kpop_and_pro369 2 ปีที่แล้ว +5

    Very very informative and helpful content.
    Anutammadi, you are my inspiration, my life. I come back to your Anandabazar episodes again and again.
    I personally believe loneliness is a calling of the soul. I love solitude. I love to spend time with myself. I am a solo traveler. Your words are the pillar of strength in my life. I don't have anyone I can open up to. I have a distorted relationship with my parents. Your advice has been a life-changing moment for me.
    Thank you for existing. Akjon boro didi r moto you give priceless advice. Love you 😘

  • @debjanijana7094
    @debjanijana7094 2 ปีที่แล้ว

    অসাধারণ

  • @Tandra966
    @Tandra966 ปีที่แล้ว

    😂অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ

  • @moumitads
    @moumitads 2 หลายเดือนก่อน

    Thanks 🙏

  • @subhraguha8401
    @subhraguha8401 2 ปีที่แล้ว

    Saree ta khub sundor mam..

  • @payelmukhopadhyay5174
    @payelmukhopadhyay5174 2 ปีที่แล้ว

    Ashadharon ♥️

  • @sakilahmed5564
    @sakilahmed5564 2 ปีที่แล้ว +3

    ঈর্ষান্বিত এবং interfering,পজেসিভ in laws নিয়ে,তাদের কিভাবে ফেস করতে হবে,handle করতে হবে তাই নিয়ে যদি একটা পর্ব করেন,প্লিজ

  • @ratnabag2893
    @ratnabag2893 4 หลายเดือนก่อน +1

    আমি আপনার সাথে দেখা করতে চাই
    আমার আপনার টিটমেনট এর দরকার। আপনি কোথায বসেন একটু বলুন দিদি

  • @rajdeepdas4427
    @rajdeepdas4427 2 ปีที่แล้ว

    অসাধারণ!!

  • @rimidey468
    @rimidey468 2 ปีที่แล้ว

    Ki budhhidipto r opurbo bagmita❤️

  • @pvsamorgan9803
    @pvsamorgan9803 2 ปีที่แล้ว

    one of the best episode. Thank you didi🙏

  • @Jishnu_Shashtri
    @Jishnu_Shashtri 9 หลายเดือนก่อน

    "Eka na, fnaka lage"
    This 😊

  • @truepresentation37
    @truepresentation37 2 ปีที่แล้ว

    দীর্ঘ কাল একা থাকলে যুগল হলে তখন একাকিত্ব কাটে অবশ্যই পরস্পর কে বুঝতে হবে।

  • @moumitapaul7604
    @moumitapaul7604 2 ปีที่แล้ว

    Excellent 👏🙏

  • @sabitadutta535
    @sabitadutta535 2 ปีที่แล้ว

    khub bhalo laglo

  • @dhimansankar
    @dhimansankar 2 ปีที่แล้ว +1

    NAMASKAR...

  • @munmunlaha648
    @munmunlaha648 2 ปีที่แล้ว

    Asadharan bollen

  • @srimantamukherjee9342
    @srimantamukherjee9342 4 หลายเดือนก่อน +1

    Didi..i want your appointment..soon....ami aar amar profession e firte parchina...Actually..Ami cholte cholte theme gechi.....daya kore amai paath dekhan didi...