উনি শারমিন লাকী। যারা শুদ্ধ বাংলা উচ্চারন শুনতে আগ্রহী কিংবা উপস্থাপনা কিভাবে করতে হয় এইটুকু জানেন বা বুঝেন তাদের কাছে অনন্য নাম শারমিন লাকী।আমাদের ঐতিহ্য সামাজিকতা ভেঙে যারা উপস্থাপিকা হচ্ছেন বাংলা ইংরেজি মিশিয়ে জগাখিচুরি বানিয়ে,তাদের সাথে উনার তুলনা কখনোই চলে না।কোনভাবেই না।
Sharmin Lcuky is alway being my favorite, since i was kid. I am really fan of her from Siddika Kabir's Recipe. Her ancoring is always transparent and simple. Best wishes for her.
ভারত থেকে লিখছি। দেশী বিদেশী কত রান্নার অনুষ্ঠান দেখি কিন্তু এমন একটি insightful অনুষ্ঠান দেখে মন অন্যরকম হয়ে গেল। যেমন মন ভাল হল পরিবেশনা দেখে তেমনি মন ভারাক্রান্ত হল তৎকালীন সময়ের ফেলে আসা দিনের কথা শুনে। এই অনুষ্ঠানের জন্য সাধুবাদ পাঠালাম
উপস্থাপিকা কে এখনকার প্রজন্মের অনেকেই চিনতে নাও পারেন। উনি শারমিন লাকি। মার্জিত ও সাবলীল উপস্থাপনার এই শিল্পী অনেক আগে থেকেই রান্নার সাথে যুক্ত। NTV তে শ্রদ্ধেয় সিদ্দিকা কবীর এর সাথে রান্নায় উনার উপস্থাপনা সবার নজর এবং মন কেড়েছে খুব সহজেই 😌
আমি একজন চীনা নাগরিক, বাংলা সংস্কৃতি ভালোবাসি তাই বাংলা চর্চা করা হয়। বাংলার প্রকৃতি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। 🥰🥰🥰🥰 আমি বাংলা ভাষা শিখেছি ভালোবাসা থেকেই।
খুবই ভালো লাগলো, ওসব নামে মাত্র সেলেব্রিটি দের আনাড়ি হাতের মেকি রান্না দেখতে দেখতে রান্নার অনুষ্ঠানের উপর থেকে মন উঠে গিয়েছিলো। আজ আবার ভালো লাগছে এই রান্নার অনুষ্ঠান দেখে। আরো বেশি ভালো লেগেছে শারমিন আপুর উপস্থাপনা।
শারমিন লাকী, ভয়েস টা শুনে খুবই পরিচিত লাগছিল। আমি শুধু পুরো ভিডিও জুড়ে চেক করছিলাম উপস্থাপিকার নাম পাওয়া যায় কিনা শেষে গরিব ভাই যখন বললেন "শারমিন ঢাকনা টা দাও" তখন আর বুঝতে বাকি রইলো না এটা প্রিয় উপস্থাপিকা শারমিন লাকী। আগের শুকনো স্বাস্থ্যের চেয়ে এখন বেশি ভালো লাগছে।
আপু গুড়ো মশলা টাতে কি কি মশলা আছে আপনি লিখে দিলে খুবিই খুশি হতাম আর উপকার হতো চাচা মশলা নাম বলছে সবটা বুঝতে পারছি না দয়া করে একটু লিখে দেবেন আপু ইন্ডিয়া থেকে বলছি আমার ছেলে আইডি এটা আপু
এই ভিডিয়োটা আমি আগেও দেখেছি; কিন্তু তখন কমেন্ট করতে পারিনি। উপস্থাপিকা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তার কাছ থেকে বর্তমানে যারা অসভ্য উপস্থাপনের প্রতিযোগিতায় ব্যস্ত তারা এই ভদ্র মহিলার কাছ থেকে কিছু শিখতে পারেন। আমার দেখা এই ভদ্র মহিলা দেশের সবচেয়ে সেরা উপস্থাপিকা। কীভাবে বড়োদের সম্মান করতে হয় তাঁর কাছ থেকে শিখা উচিৎ।
It’s good to see a genuine baburchi cook kacchi biriyani in a tv program. You can tell that the chef is passionate and loves what he does. The biriyani looks stunning and tasty!
জিটিভি কে আমার ধন্যবাদ ,, এই রকম আসল মানুষ আইনা রান্নার করানোর জন্য,, কেকা আপারে আইনা,, হাসের ডিম দিয়া মুরগীর রোস্ট না বানানোর জন্যও ধন্যবাদ,, এই অনুস্টানটা যতোখন দেখলাম ততোখন এই ভালো লাগলো
আজ শারমিন আপার উপস্থাপনা দেখে আরো মুগ্ধ হলাম, বিনয়-নম্রতা এবং ভদ্রতা সব মিলিয়ে শারমিন আপা অসাধারণ। সেইসাথে বাবুর্চি আঙ্কেলের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা ।
সাধারণের মাঝে অসাধারণ। শারমিন লাকি একজন মার্জিত রুচিশীল ভদ্র মহিলা। আর চাচা ও একজন খ্যাতিমান বাবুর্চি। মনে হয় খুবই সুস্বাধু মজাদার একটি খাবার। আমি মাঝে মধ্যে বাসায় রান্না করি। উনার মতো এত সুন্দর না হলেও যথেষ্ট ভালো হয়। আপনাদের জন্য শুভ কামনা।
উপস্থাপিকা র মিষ্টি হাসির মতোই তার ব্যক্তিত্ব। প্রেমে পরে যাওয়ার মতো৷ যে সম্মাণ এবং বাবুর্চি গরীব ভাইয়ের সাথে কথার সেতুবন্ধন তৈরি করেছেন তা প্রশংসনীয়। পর্দার আড়ালে থাকা এই নায়ক দের নিয়ে এসে ঐতিহ্যের স্বাদ আমাদের পাতে তুলে দিবেন আরো বেশি করে৷ এই কামনার সাথে GTv কে ধন্যবাদ জানাই ❤
একজন মাটি আর প্রকৃতির নির্ভেজাল মানুষ । চমৎকার রন্ধন শিল্পের যাদুকর চাচা । আমি আপনার নিরহংকার চরিত্রে আর রান্নায় মুগ্ধ। আল্লাহ তায়ালা আপনি ও আপনার পরিবারকে ভাল রাখুন।এ রান্না একদিন চেষ্টা করব। ইনশাআল্লাহ লন্ডন
কম সময়ের রান্নার চাইতে পারপেক্ট সময় নিয়ে এমন বাবুর্চির রান্না শিখাটাই বেষ্ট। ধন্যবাদ উপস্থাপিকাকে এতো সুন্দর করে উপস্থাপন করে পুরো সময় টা কে সহজ সাবলিল করে রাখার জন্য।।
সিদ্দিকা কবির ম্যামকে মিস করছি উপস্হাপিকার সাথে। স্টেপ বাই স্টেপ পুরো রান্না দেখে নিলাম। এত ডিটেইলস কোন রান্না কেউ দেখায়না। মসলা সব না হলেও এভাবে রান্না হলে নিশ্চয়ই ভালো হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আয়োজক সহ সবাই কে।
এরকম সাধারন মানুষটা আনলে অনুষ্ঠানটা অসাধারণ হয় কারণ এরা থাকে পর্দার আড়ালে এরাই হচ্ছে রান্নার কারিগর
@Ayesha Noor vlog ধন্যবাদ
Hmm
জি
একদম ঠিক কথা।
@@nazmunnahar6433 ধন্যবাদ
সেলেব্রিটি নয় বরং এরাই আসল রাধুনি
তাই এদের অনুষ্ঠানে নেয়ার জন্য ভালো লাগলো,,,
ধন্যবাদ,,,,,,,
অনেক, অনেক ভালো লাগলো।
একদম ঢিক বলছেন
Aro valo lagto secret powder recipe share korle.
Super dish look like 🤤🤤🤤😋😋😋
@@nazmunnahar6433 ⁰
দেশী অনুষ্ঠান দেশী স্টাইলে, দেশী লোকজন নিয়ে সবার অতি পছন্দের রেসিপি।
সত্যিই অসাধারণ লাগলো।
দেশি মানুষের জন্য,,,
শ্রদ্ধেয় গরিব বাবুর্চি সাহেবের প্রতি উপস্থাপিকার সম্মান দেখে খুব খুব ভালো লাগলো।আর রান্না দেখে তো আরো আনন্দিত ।
@Individual soko_O নামে গরিব
@@Faysal007,
উনি শারমিন লাকী। যারা শুদ্ধ বাংলা উচ্চারন শুনতে আগ্রহী কিংবা উপস্থাপনা কিভাবে করতে হয় এইটুকু জানেন বা বুঝেন তাদের কাছে অনন্য নাম শারমিন লাকী।আমাদের ঐতিহ্য সামাজিকতা ভেঙে যারা উপস্থাপিকা হচ্ছেন বাংলা ইংরেজি মিশিয়ে জগাখিচুরি বানিয়ে,তাদের সাথে উনার তুলনা কখনোই চলে না।কোনভাবেই না।
গরীবের সংজ্ঞা টা মানুষের বিবেক ভেদে আলাদা
@Individual soko_O onar nam gorib
সত্যি উপস্থাপিকা অসাধারণ ব্যক্তিত্ব অধিকারী। উনার উপস্থাপনা দারুণ।মিষ্টি হাসি কথা সুন্দর আপুর।
Sharmin Lcuky is alway being my favorite, since i was kid. I am really fan of her from Siddika Kabir's Recipe. Her ancoring is always transparent and simple. Best wishes for her.
Cnbv
শারমিন লাকি সেলেব্রিটি উপস্থাপিকা
শ্রদ্ধেয় বাবুর্চি সাহেব আর উপস্থাপিকা সাবলিল উপস্থাপন অনেক সুন্দর।
দারুন হোস্টিং, খুব সাবলীল উপস্থাপনা, মার্জিত আচরণ, এক কথায় অসাধারণ
👍👍👍👌👌👌
ভারত থেকে লিখছি। দেশী বিদেশী কত রান্নার অনুষ্ঠান দেখি কিন্তু এমন একটি insightful অনুষ্ঠান দেখে মন অন্যরকম হয়ে গেল। যেমন মন ভাল হল পরিবেশনা দেখে তেমনি মন ভারাক্রান্ত হল তৎকালীন সময়ের ফেলে আসা দিনের কথা শুনে। এই অনুষ্ঠানের জন্য সাধুবাদ পাঠালাম
এমন উপস্থাপিকা কম দেখা যায় ধন্যবাদ আপু ❤
উনি তো সেলেব্রিটি উপস্থাপিকা শারমিন লাকি
শারমিন লাকী,,,অনেক বিনয়ি ভদ্র একজন নারী,, মানুষ কে সম্মান করা এটা উনার পারিবারিক শিক্ষা থেকে এসেছে,,,
সিদ্দিকা আপার সাথে ও ওনি ছিলেন। ওনেক ভালো মানুষ।
Ami onar puran student onar ashol rup dekha
উপস্থাপিকা কে এখনকার প্রজন্মের অনেকেই চিনতে নাও পারেন। উনি শারমিন লাকি। মার্জিত ও সাবলীল উপস্থাপনার এই শিল্পী অনেক আগে থেকেই রান্নার সাথে যুক্ত। NTV তে শ্রদ্ধেয় সিদ্দিকা কবীর এর সাথে রান্নায় উনার উপস্থাপনা সবার নজর এবং মন কেড়েছে খুব সহজেই 😌
আমি একজন চীনা নাগরিক, বাংলা সংস্কৃতি ভালোবাসি তাই বাংলা চর্চা করা হয়। বাংলার প্রকৃতি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। 🥰🥰🥰🥰 আমি বাংলা ভাষা শিখেছি ভালোবাসা থেকেই।
ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে।
@@mironkhan3923 হুম
তুমি মোটেও চীনা নাগরিক না।
তুমি বাংলাদেশী নাগরিক।
তোমার কমেন্টে লাইক পাওয়ার জন্য তুমি বলতেছো তুমি চীনা নাগরিক ।
হেগা চিনি চুং হুয়া,,,,,মানে হলো " তুমি হইলা ভুয়া চায়নিজ "
খুবই ভালো লাগলো, ওসব নামে মাত্র সেলেব্রিটি দের আনাড়ি হাতের মেকি রান্না দেখতে দেখতে রান্নার অনুষ্ঠানের উপর থেকে মন উঠে গিয়েছিলো। আজ আবার ভালো লাগছে এই রান্নার অনুষ্ঠান দেখে। আরো বেশি ভালো লেগেছে শারমিন আপুর উপস্থাপনা।
ভালো লাগলো Gtv কে কেকা,চেকা,বেকা এদের না এনে আসল বার্চিদের নিয়ে আসার জন্য🥰
❤
🤣🤣🤣🤣
😆😆😆😆
😂😂😂
😂😂😂😂😂😂
শারমিন লাকী,
ভয়েস টা শুনে খুবই পরিচিত লাগছিল। আমি শুধু পুরো ভিডিও জুড়ে চেক করছিলাম উপস্থাপিকার নাম পাওয়া যায় কিনা শেষে গরিব ভাই যখন বললেন "শারমিন ঢাকনা টা দাও" তখন আর বুঝতে বাকি রইলো না এটা প্রিয় উপস্থাপিকা শারমিন লাকী। আগের শুকনো স্বাস্থ্যের চেয়ে এখন বেশি ভালো লাগছে।
অনেক দিন পর এমন সাবলীল উপস্থাপনা দেখলাম ধন্যবাদ গাজী টিভিকে🥰
এরকম সাধারণ মানুষটাকে জিটিভির এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য জিটিভিকে ধন্যবাদ
উপস্থাপনা যিনি করলেন তার কন্ঠ এবং ব্যবহার এতই সুন্দর এতই সুন্দর যা বলার ভাষা জানা নাই।
উপস্থাপিকা আপুর জন্য ভালোবাসা রইলো, সেই সাথে বাবুর্চি মহোদয়ের জন্য শ্রদ্ধা
উপস্থাপিকার ব্যাবহার টা আসলে ভালো সুন্দর ব্যাক্তিত্বর পরিচয় দিয়েছেন🙂
আপু গুড়ো মশলা টাতে কি কি মশলা আছে আপনি লিখে দিলে খুবিই খুশি হতাম আর উপকার হতো চাচা মশলা নাম বলছে সবটা বুঝতে পারছি না দয়া করে একটু লিখে দেবেন আপু ইন্ডিয়া থেকে বলছি আমার ছেলে আইডি এটা আপু
@@saddunightmare6444hae amio bujhte parini..keu likhe dile bhalo hoto
উপস্থাপিকার কথা ও মুরব্বির প্রতি সম্মান দেখানোটা খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপুকে
উপস্থাপিকার উপস্থাপনা,গেটাপ, অতিথিকে সম্মান দেয়া এবং সাবলিল বাচনভংগি প্রসংশনীয়।
🙏👌❤
ভাবছিলাম এখানে যদি কেকা আপা থাকত!!😁😁😁😁
Keka thakle noodles nia biriyani banato 🤮🤮😂😂
কেকা আপা থাকলে লুডুস এর পাইস রান্না করতো তাই না?
কেকা ফইন্নি রাঁধতো নুডুলসের ফিরনী
@@khokonqurishi928 Ei upostapika onek aage Siddika Kabirs recipethe thakten shejonno uni vhalo .
তাহলে নিশ্চয় সেটা নুডলস রেসিপি হতো
এই ভিডিয়োটা আমি আগেও দেখেছি; কিন্তু তখন কমেন্ট করতে পারিনি।
উপস্থাপিকা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তার কাছ থেকে বর্তমানে
যারা অসভ্য উপস্থাপনের প্রতিযোগিতায় ব্যস্ত তারা এই ভদ্র মহিলার কাছ
থেকে কিছু শিখতে পারেন। আমার দেখা এই ভদ্র মহিলা দেশের সবচেয়ে
সেরা উপস্থাপিকা। কীভাবে বড়োদের সম্মান করতে হয় তাঁর কাছ থেকে শিখা উচিৎ।
আসল রান্নার অনুষ্টান। ডুবাই থেকে দেখছি। খুব ভাল লাগল। ধন্যবাদ GTV.
বাবুর্চির শিষ্য হতে চাওয়া আমার মন, ❤️❤️❤️❤️
কেকার শিষ্য হলে তো আপনার জন্য আরো ভালো হবে 🤣🤣🤣🤣
@@SRaj019lmao eto pochani dawar ki dorkar chilo bechara haha
Really Awesome Presentation.
শাড়ীতেই নারীর আসল সৌন্দর্য।
মার্জিত এবং তার অপরকে সন্মান করাটা অসম্ভব ভালো লাগলো।
ভুল। বরং বোরকাতেই নারীর আসল সৌন্দর্য
It’s good to see a genuine baburchi cook kacchi biriyani in a tv program. You can tell that the chef is passionate and loves what he does. The biriyani looks stunning and tasty!
জিটিভি কে আমার ধন্যবাদ ,, এই রকম আসল মানুষ আইনা রান্নার করানোর জন্য,, কেকা আপারে আইনা,, হাসের ডিম দিয়া মুরগীর রোস্ট না বানানোর জন্যও ধন্যবাদ,, এই অনুস্টানটা যতোখন দেখলাম ততোখন এই ভালো লাগলো
অসাধারণ একটা অনুষ্ঠান। দুজনে মিলে অনুষ্ঠান টাকে ফুটিয়ে তুলেছে।
ভালোর জন্য ভালো টাই কামনা করে সবাই । ( উপস্থাপিকা )
তবে এরকম অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয় ।
ঘরোয়া পরিবেশ - দু জনের এমন আড্ডা 🎉 অসাধারণ ❤
অন্যকে সম্মান করার দিকটা অাপুকে দেখে অনেক শেখার আছে। Love you apu❤️❤️❤️
বাংলার সাধারণ মানুষের এরকম একটা অনুষ্ঠান সত্যি অসাধারণ। প্রতিটা মুহূর্ত উপভোগ করছিলাম।শিক্ষা গুরুরা এমনই হয়।
আমার পুরান ঢাকার বাবুর্চি,,,
ঢাকাইয়া ভাষায় রেসিপি অনেক ভালো লাগলো,,
উফফফ দেখে ই খুদা লেগেছে,,😋
Apner puran Dhaka mane. Apner basay to mone ohe na dakaia. Kon khida laiga gachey......
@@bablurahman5921 🙄🙄 কারে কন
এই কাজটা একটা আর্ট বা শিল্পকর্ম
এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধাভাজন একজন বাবুর্টি প্রকৃতভাবে সম্মান পেলো।
অনেক অনেক আপ্লূত হলাম।
এরাই হলো বাংলার ঐতিহ্য। খাঁটি মানুষের খাঁটি বাঙালী খাবার।
আজ শারমিন আপার উপস্থাপনা দেখে আরো মুগ্ধ হলাম, বিনয়-নম্রতা এবং ভদ্রতা সব মিলিয়ে শারমিন আপা অসাধারণ। সেইসাথে বাবুর্চি আঙ্কেলের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা ।
আপুর কথা গুলো খুব সুন্দর সেই সাথে মিষ্টি হাসি সবচেয়ে বেশি ভালো লেগেছে শারমিন ঢাকনা টা দাও😁😁😁😁😁😁😁
কি বলবো।অনেক ভালো লাগলো।উপস্থাপিকা আর বাবুর্চি কাকা দুজনেই যে ভিষন ভালো মনে মানুষ। অনেক শুভকামনা আর ভালোবাসা রইলো
গরীব মামার কথা যেমন জোশ ঢাকাইয়া তেমন রান্নার স্টাইলটাও জোশ।
সত্যি অসাধারণ সাধারণ মানুষের এভাবে কাছে এনে অনুষ্ঠানে উপস্থিত করায় অনেক বালো লাগলো। ধন্যবাদ জি টিবিকে
শারমিন লাকি আমার খুব প্রিয় উপস্থাপিকা।উনার কাছ থেকে এখনকার উপস্থাপিকাদের শিখার অনেক কিছু আছে।
এ রকম বাবুর্চি দের রান্না দেখতে চাই।
সাধারণের মাঝে অসাধারণ। শারমিন লাকি একজন মার্জিত রুচিশীল ভদ্র মহিলা। আর চাচা ও একজন খ্যাতিমান বাবুর্চি। মনে হয় খুবই সুস্বাধু মজাদার একটি খাবার। আমি মাঝে মধ্যে বাসায় রান্না করি। উনার মতো এত সুন্দর না হলেও যথেষ্ট ভালো হয়। আপনাদের জন্য শুভ কামনা।
আহ ছোটবেলার সেই সিদ্দিীকা কবিরস রেসিপি আর শারমিন ! কোথায় চলে যায় সময়গুলো!
আমার তো উনার আগের মুখটাই চোখে ভেসে আসছিলো বার বার। আগে আরও কতো সুন্দরী ছিলেন💓
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার নিকট অশেষ শুকরিয়া যে জিটিভি এরকম আহান বাবুর্চি মহোদয় কে এনে আমাদেরকে এরকম একটা রান্না শিখিয়ে দিল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এবং শারমিন আপার জন্য মন ভরে দোয়া রইল
ওস্তাদের রান্না... বাহ্ বাহ্ বাহ্....👌👌👌🙏🙏🙏খুব ভাল লাগলো। আল্লাহ্ পাক তাঁকে সুস্থ রাখুন ভাল রাখুন ♥️♥️♥️💖💖💖 অনেক অনেক শ্রদ্ধা আর দূআ রইল ❤️❤️❤️🤲🤲🤲
উপস্থাপিকা র মিষ্টি হাসির মতোই তার ব্যক্তিত্ব।
প্রেমে পরে যাওয়ার মতো৷
যে সম্মাণ এবং বাবুর্চি গরীব ভাইয়ের সাথে কথার সেতুবন্ধন তৈরি করেছেন তা প্রশংসনীয়।
পর্দার আড়ালে থাকা এই নায়ক দের নিয়ে এসে ঐতিহ্যের স্বাদ আমাদের পাতে তুলে দিবেন আরো বেশি করে৷
এই কামনার সাথে GTv কে ধন্যবাদ জানাই ❤
এটা আমার দেখা রান্নার বেস্ট এপিসোড ❤✌️
একজন মাটি আর প্রকৃতির নির্ভেজাল মানুষ । চমৎকার রন্ধন শিল্পের যাদুকর চাচা । আমি আপনার নিরহংকার চরিত্রে আর রান্নায় মুগ্ধ। আল্লাহ তায়ালা আপনি ও আপনার পরিবারকে ভাল রাখুন।এ রান্না একদিন চেষ্টা করব। ইনশাআল্লাহ
লন্ডন
শারমিন লাকী আপু, আপনার এমন প্রান্তবন্ত উপস্থাপনা সত্যি অনেকের জন্য শিক্ষনীয়।
আমি ফাস্ট টাইম এই ধরনের ভিডিও দেখলাম
আসলেই উপস্থাপিকা অনেক ভাল.. কোনো অহংকার নাই গরীব বাবুর্চির সাথে কথা বলার ধরনেই বুঝা যায়।
অনেক দিন পর একটা অনুষ্ঠান মন থেকে ভালো লেগেছে। ধন্যবাদ, GTV। এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেয়ার জন্য।
Good to see sharmin lucky after a long time. She is so good as an anchor . Amazed by the guest. So simple and natural
উপস্থাপিকা আপু ও শ্রদ্ধেয় বাবুর্চি সাহেবের কথাপকথন বা আলাপচারিতা প্রশংসার, খুব সাবলীল উপস্থাপনা, মার্জিত আচরণ, এক কথায় অসাধারণ, ধন্যবাদ গাজী কাকা, ফরিদপুর বোয়ালমারী থেকে🥰
প্রত্যেকটা রান্নার অনুষ্ঠান এরকম হওয়া উচিত👌
এতো চমৎকার উপস্থাপনা অসাধারণ।আর বাবুর্চি অনবদ্য
লবণ চেক করা টা সত্যি খাঁটি বাঙালী স্টাইল ❤️❤️🇧🇩🇧🇩❤️❤️
Dhonnobaad Gtv and pusti k...এমন মানুষকে আনা জন্য
I have already tried this recipe and It was mind blowing! My family liked it so much and I am looking forward to hearing from this master chef.
How did you make the secret ingredient?
এত সুন্দর অনুষ্ঠান আর উপস্থাপনা! বাবুর্চি সাহেব এবং উপস্থাপিকা উভয়েই অসাধারণ। ধন্যবাদ গাজী টিভিকে।❤
চাচা খুবই ভালো চাচাকে আল্লাহ হায়াত দান করুন
Etto valo rannar programme 1st dekhlam onk valo
মার্জিত উপস্থাপনা।অনেক ভালো লাগলো 💝💝
খুবই ভালো লাগলো আজকের পর্বটি ...সাধারণ মানুষ এই পর্বটি টিকে অসাধারণ করে তুলেছে... সত্তিকারের প্রতিভাবান মানুষ দেখতে আসলেই ভালো লাগে
উপস্থাপিকার উপস্থাপনা অসাধারণ
উনারাই আমাদের দেশের আসল রন্ধনশিল্পী।🇧🇩🇧🇩
লাকী আপুর ভদ্রতা মনোমুগ্ধকর,ভালোবাসা নিবেন আপু।
Ai rokom মানুষ k nie ashar jonno.. Channel k ধন্যবাদ janai.... Arokom আরো গুণী মানুষ k nie ashben...... 🖤 💓💓💓💓
Saw the whole video....One of the best presentation of cooking show in Bangladesh ❤️ so adorable and respectful they’re to each other❤️
অনেকদিন পর শারমিন লাকি ম্যামকে দেখলাম,,,
সেই স্বকিয়তা! মানে ওনার কথাবার্তা আচরণ এক কথায় অসাধারণ!! ওনার কথায় সব সময় শ্রদ্ধাবোধ থাকে।।
খুব সুন্দর উপস্থাপনা শারমিন আপু, গরিব ভাইকে অনেক ধন্যবাদ এমন মজাদার রান্না দেখানোর জন্য
ধন্যবাদ gtv চ্যানেলকে,,
এসব সাধারণ মানুষকে নিয়ে কিচেন শো গুলো সাজানো হোক..
তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য অনেক অনেক ধন্যবাদ
G-tv ____ও আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাবুর্চি আংকেল কে এত সম্মানের সাথে অনুষ্ঠান শেষ করার জন্য 🤲 Alhamdulillah 🤲
বাংলাদেশের কাচ্চির উপর সেরা খাবার আইটেম আর নাই ❤
""Sharmin dhakna ta dao""-- and then her smile!!! Ki shundor ki humble
অসম্ভব সুন্দর ও অসাধারণ হয়েছে কাচ্চি বিরিয়ানি টা
বাবুর্চি শুধু বলতেছে, হ্যাঁ ভালো 😀
অনেক সহজ সরল মানুষ ❣️
আমাদের ঢাকা তথা বাংলাদেশের গৌরব। নেক হায়াত কামনা করছি।
চমৎকার শারমিন আপু
🌷🌷🌷
এখানে কোন ভেজাল নেই , খাঁটি মনের মানুষ এবং এত ভেজাল এর মাঝে ও এই খাঁটি মানুষ ও খাঁটি রান্না দেখে খুব ভালো লাগলো,
এতো দিন পর আসল কাচ্চি রান্না দেখলাম অনেক অনেক ধন্যবাদ নানা। আপনাকে আমার নানার মতোই লাগছে তাই নানা বলে ফেললাম।
ভালো করেছেন
খুব ভালো লাগলো,, খাটি একজন বাবুর্চি এই প্রথম পেলাম G tvপর্দায়🥰
আপা, একটা অনুরোধ। পুরান ঢাকার বিখ্যাত মোরগ পোলাও যার মাংস খুব গ্রেবি এবং পোলাও এবং মাংস আলাদা হয় এটা দেখানোর অনুরোধ থাকলো।
কম সময়ের রান্নার চাইতে পারপেক্ট সময় নিয়ে এমন বাবুর্চির রান্না শিখাটাই বেষ্ট। ধন্যবাদ উপস্থাপিকাকে এতো সুন্দর করে উপস্থাপন করে পুরো সময় টা কে সহজ সাবলিল করে রাখার জন্য।।
সিদ্দিকা কবির ম্যামকে মিস করছি উপস্হাপিকার সাথে।
স্টেপ বাই স্টেপ পুরো রান্না দেখে নিলাম। এত ডিটেইলস কোন রান্না কেউ দেখায়না।
মসলা সব না হলেও এভাবে রান্না হলে নিশ্চয়ই ভালো হবে ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ আয়োজক সহ সবাই কে।
চাচার কথাগুলা খুব সুন্দর❤️
উনার হাতের বিরিয়ানি খেয়েছি। আসলেই অনেক ভালো 😊😊
Uni kothai kaj koren ektu janaben?
কত সুন্দর উপস্থাপন আপুটার
এক সাথে বসে খাওয়া টা দেখালে মনটা ভরে যেত।বাদাম দিতে ভুলে গেছেন। সাধারণ বলে কি কিছু আছে। অসাধারণ।
শারমিন লাকি আমার একজন অত্যন্ত প্রিয় উপস্থাপক ❤️ অনেক বছর পর , শুভ কামনা।
সুন্দর ব্যাবস্থাপনা এবং সুন্দর ব্যাবহার ভালো লাগলো বিষয় টা
শারমিন লাকি আপু অনেক রান্না জানে এরকম রান্নার প্রসেস দেখে অবাক হচ্ছে
ভালো লাগলো সাধারণ মানুষ দের দিয়ে অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ পুষ্টিও জিটিভিকে
Khub sundor and innovative, thanks for the beautiful receipe.Thanks to the wonderful chef and the Gtv.🙏
Excellent briyani dada khobe bhalo hoache asadaron
মোটা হওয়াতে শারমিন লাকিকে অনেক সুইট লাগছে❤❤❤
দেখে আসলেই খুব ভালো লাগলো. কি সুন্দর করে শ্রদ্ধেয় বাবুর্চি সাহেব কথা বল্লেন. সেই সাথে উপস্থাপিকা ও কথা বল্লেন অসাধারণ!
অনেক কিছু শিখতে পেরেছি!!!
আপুটার কথাগুলো সুন্দর
সুন্দর সাবলীল ভাষায়, উপস্থাপন মাশাআল্লাহ অসাধারণ।