খাঁচায় খরগোশ পালন | Rabbit Rearing In Cage | Pet Rabbit Care In Bangla | Khorgos Palon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • খাঁচায় খরগোশ পালন | Rabbit Rearing In Bangla | Pet Rabbit Care In Bangla | Khorgos Palon
    এই কন্টেন্ট এ আপনি দেখবেন কিভাবে খাঁচায় খরগোশ পালন করতে হয়। এবং খচায় খরগোশ পালনের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে তাছাড়া আপনি খাঁচা খরগোশ পালতে চাইলে কত বড় সাইজের খাঁচার প্রয়োজন হবে ও খাঁচার দাম কত পরবে সবকিছু জানবেন এই ভিডিওতে।
    খাঁচায় খরগোশ পালনের ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা পদ্ধতিতে মানুষ খরগোশ পালন করে। এক্ষেত্রে আপনি সবসময় খাঁচার মধ্যে আটকে খরগোশ পালন করছেন আর দ্বিতীয় টা হচ্ছে আপনি শুধুমাত্র রাতের বেলা খরগোশকে খাঁচায় আটকে রাখছেন বাকি টাইম ওরা ছাড়া অবস্থায় থাকছে। দুই ক্ষেত্রে আপনাকে দুইটা আলাদা আলাদা পলিসি অবলম্বন করতে হবে। প্রথমে আসি আপনি যদি বাসস্থান হিসেবে সবসময়ের জন্য খরগোশের খাঁচা ব্যবহার করতে চান তবে কেমন সাইজের খাঁচা দিতে হবে । এরকম হলে আপনাকে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি সাইজের খাতা ব্যবহার করতে হবে। মানে খাতাটা দৈর্ঘ্য হবে 24 ইঞ্চি এবং প্রস্থ হবে 24 ইঞ্চি। আর খাতাটার উচ্চতা হতে হবে সর্বনিম্ন 18 ইঞ্চি। তবে এরকম খাঁচাতে ও যদি আপনি খরগোশ পালন করেন তবুও এদেরকে মাঝে মাঝে ছেড়ে রাখতে হবে। পোষা খরগোশকে সুস্থ-সবল রাখতে প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা খরগোশকে ছোটাছুটি করতে সুযোগ করে দিতে হবে। আপনার খরগোশ কে ঘুরাঘুরির জন্য ছেড়ে রাখলে খেয়াল রাখবেন যেন কুকুর বিড়াল বা বেজি জাতীয় কোন প্রাণী এদের আক্রমণ করতে না পারে। অন্যদিকে আপনি যদি খরগোশকে দিনের বেশিরভাগ সময় ছেড়ে রাখেন এবং শুধুমাত্র রাতে এবং বিশেষ প্রয়োজনে ওকে খাঁচায় আটকে রাখেন তবে ছোট সাইজের খাঁচা ও ব্যবহার করতে পারবেন।
    খরগোশের একটা অভ্যাস থাকে বিভিন্ন জিনিস দাঁত দিয়ে কাটার। আসলে প্রকৃতিতে খরগোশ বিভিন্ন ভ্যারাইটিজ এর খাবার গ্রহণ করে। কিন্তু আপনি যখন এদের খাচায় পালন করছেন তখন শুধুমাত্র তারা কয়েক রকমের খাবার খেতে পারছে। যার ফলে ধীরে ধীরে এদের দাঁত বড় হয়ে যায়। দাঁতের এরকম অস্বাভাবিক বৃদ্ধি থামানোর জন্য খরগোশ বিভিন্ন রকমের শক্ত জিনিস কামড়াতে থাকে। দেখুন এই খরগোসটা কে একটা কাগজের পিজবোর্ড দেয়া হলো। দেওয়ার সাথে সাথে সে এটাকে কামড়ানো শুরু করে। প্রকৃতিতে এরা বিভিন্ন গাছের ছাল বাকর শুধু শুধু কামড়ায়। এছাড়া শক্ত কাগজের পিজবোর্ড অথবা জুতার বাক্স বাদ নর্মাল কাগজ পেলে এর এগুলোকে কুটিকুটি করে। এটা করার পেছনে কারণ হচ্ছে এগুলো পড়ে তারা তাদের দাঁতের অস্বাভাবিক বৃদ্ধি কে বন্ধ রাখতে চায়। আর এ কারণে আপনাকে আপনার পোষা খরগোশের সুস্থতা রক্ষার্থে ওদের খাঁচায় কিছু কিছু করে পিজবোর্ড জুতার বাক্স বা শক্ত কাগজ দিতে হবে।
    দ্বিতীয়তঃ প্রশ্ন আসে কিভাবে খরগোশের খাচাটা সেটআপ করতে হয়। খাঁচা সেটআপ করার সময় খাচার নিচের অংশের চটের ছালা ব্যবহার করতে হবে। এটাতে বার দুইটা আলাদা আলাদা উপকারিতা রয়েছে। এখন বারের চটের ছালা ব্যবহার করলে খরগোশের পা গুলো খাঁচার ভাজে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং খরগোশ কোনভাবে ব্যথা পায় না। দিতে উপকারিতা টা হচ্ছে খরগোশগুলো পরিষ্কার থাকে। চটের ছালা খরগোশের পায়খানা-প্রস্রাবের তরল অংশটা শুষে নেয় যার ফলে খরগোশ কম নোংরা হয়। আর চটের ছালা ব্যবহার করলে এটা পরিষ্কার করা তুলনামূলক সহজ। তবে ছালা ব্যবহারের পূর্বে অবশ্যই খেয়াল করবেন যেন ছালাটা বেশী ছেঁড়া না হয়। ছালা টা অতিরিক্ত ছেড়া হলে খরগোশের পা তাতে পেঁচিয়ে যাবার বা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে ছেলে খরগোশগুলো খাঁচায় আবার পাটের ছালা ব্যবহার করা যাবে না। ছেলে খরগোশগুলো সেবার থাকে পাপোশ অথবা ছালা জাতীয় যেকোনো জিনিস দেখার সাথে সাথে তার মধ্যে খামচানোর। এজন্য ছেলে খরগোশ গুলোর খাঁচার মধ্যে কাগজের পিজবোর্ড ব্যবহার করতে হবে। এপিস বোর্ডগুলোও তরল পদার্থ তাড়াতাড়ি শুষে নেয় যার ফলে খরগোশগুলো পরিষ্কার থাকবে। তবে আপনি ছেলে করবে সেগুলোর খাঁচায় যদি শালা ব্যবহার করতে চান তবে খাঁচার নিচে মানে খাঁচার বাইরে থেকে শালা ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে ওই সমস্যাটা আর হবে না।
    খরগোশকে খাবার দেবার সময় চেষ্টা করবেন পরিষ্কার জায়গায় খাবার দিকে। শাক লতাপাতা খরগোশকে খাঁচায় খেতে দেয়ার সময়। খাতার উপর দিয়ে দিয়ে রাখতে পারেন। খরগোশ মাটিতে পড়ে থাকা খাবারের চাইতে উপর থেকে পেড়ে খাবার খেতে বেশি পছন্দ করে। খরগোশকে খাবারের পাশাপাশি পানি খাওয়াতে হবে। একটা প্রাপ্তবয়স্ক খরগোশ দিনে প্রায় 200 থেকে 300 গ্রাম পানি পান করে। তাই সব সময় ব্যবস্থা করা না গেলেও খাঁচার ভেতরে দিনে কয়েকবার পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এখানে খাঁচার ভেতরে আলাদা একটা পানির পাত্র ব্যবহার করতে পারেন। তবে পানির মাধ্যমে অধিকাংশ সময়ে রুপনাই ছড়ানোর সম্ভাবনা থাকে বলে বারবার পরিবর্তন করে পরিস্কার পানি খরগোশ কে খেতে দিতে হবে।
    আর খরগোশের আদর্শ খাবার হচ্ছে ঘাস আপনি ঘাস শুকনো অথবা ভেজা উভয়ভাবে খরগোশ কি খেতে দিতে পারেন। আপনার বাসায় যদি শহরে হয় এবং কার সংগ্রহ করা কঠিন হয়ে যায় তবে অনলাইনে ঘাসের ফর বা হে অর্ডার করে খরগোশ কে খাওয়াতে পারেন। তবে খাঁচার খরগোশের জন্য যদি ঘাস সংগ্রহ করতে একান্তই না পারেন তবে এদেরকে প্রধান খাবার হিসেবে কলমি শাক খাওয়াতে পারেন। অন্য কোন খাদ্যকে প্রধান খাবার হিসেবে খরগোশ এর জন্য ব্যবহার করা যাবে না।
    খাঁচায় খরগোশ পালন নিয়ে এই কনটেন্ট টি মানুষ বিভিন্নভাবে সার্চ করে থাকে
    খরগোশের খাঁচার সাইজ, খরগোশের খাঁচার দাম কত, খরগোশ পালন পদ্ধতি, খরগোশ, khorgos Palon poddoti.

ความคิดเห็น • 199

  • @ibu0045
    @ibu0045 2 ปีที่แล้ว +2

    Bhiya apnar video gula kub valo

  • @IpsnitasDailyvlog
    @IpsnitasDailyvlog 2 ปีที่แล้ว +2

    Khub valo laglo dadavai

  • @sirana19
    @sirana19 3 ปีที่แล้ว +18

    ভাই আমি দোকান থেকে একটা ২ মাস বয়াসি খরগোষ কিনবো কিন্তু আমি এখোন কিভাবে একটি সুষ্থ খরগোশ কিনবো সুষ্থ খরগোশ চেনার জন্য একটা ভিডিও দিন

    • @RICK_BENGALI_EDITZ
      @RICK_BENGALI_EDITZ 3 ปีที่แล้ว +1

      আমি ও কিনব

    • @ShirinAkter-zx7og
      @ShirinAkter-zx7og 2 ปีที่แล้ว

      খামারিদের কাছ থেকে কিনবেন

    • @drpushpalchakraborty4879
      @drpushpalchakraborty4879 2 ปีที่แล้ว

      Video ache channel a

    • @hmomorfaruk777
      @hmomorfaruk777 2 ปีที่แล้ว

      ভাই একটা না কিনে দুইটা কিনেন

    • @drpushpalchakraborty4879
      @drpushpalchakraborty4879 2 ปีที่แล้ว +1

      @@hmomorfaruk777 2 batter kintu 1 kinleo hoi aii khetre best time spent korte hoi bunny r sathe

  • @Shyvik
    @Shyvik 2 ปีที่แล้ว +7

    আসসালামুয়ালাইকুম বড় ভাই, আমি শৈভিক ভৈরব থেকে। সারাদিনে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার পর প্রায় ২০টা বা তার থেকেও বেশি ভিডিও দেখলাম চমৎকার উপস্থাপন আপনার। ভিডিও গুলি দেখে খরগোশ পোষার ভিসন ইচ্ছা জনমাচ্ছে। খরগোশ কেনার পর আপনাকে বার বার বিরক্ত করবো কিছু মনে করবেন না😊
    প্রাপ্তবয়স্ক খরগোশ চেনার পদ্ধতি নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো।

    • @noobgamerjony7190
      @noobgamerjony7190 2 ปีที่แล้ว

      ভাই আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া

    • @Shyvik
      @Shyvik 2 ปีที่แล้ว +1

      @@noobgamerjony7190 ব্রাহ্মণবাড়িয়ার কোন জায়গাতে?

    • @noobgamerjony7190
      @noobgamerjony7190 2 ปีที่แล้ว

      ভাই শিবপুর চিনেন

    • @Shyvik
      @Shyvik 2 ปีที่แล้ว

      @@noobgamerjony7190 আমি কখনো ব্রাহ্মণবাড়িয়া যাইনি, তবে কিছু জায়গার নাম জানি। আমার জানামতে শিবপুর নরসিংদী তে

  • @mskolponakhatun2400
    @mskolponakhatun2400 2 ปีที่แล้ว +2

    ভাইয়া আপনার ভিডিও গূলা আমার অনেক ভালো লেগে😊😊

  • @shadshadboss6768
    @shadshadboss6768 2 ปีที่แล้ว +3

    Nice 👌

  • @Svma_7
    @Svma_7 ปีที่แล้ว +1

    Amar onek khorgosh, biral o fish ache.
    They all are friendly....
    Amar khorgosh o biral shob bashai chara thake.♡♡♡

  • @anisurrahman7527
    @anisurrahman7527 3 ปีที่แล้ว +4

    Vaiya amr khorgosh ar thotmay betha paise kisu khaitese na akhon ki korbo🥺

    • @durrechowdhury5983
      @durrechowdhury5983 2 ปีที่แล้ว +2

      Vai apni Savlon/Sudocream lagan thik Hoi jabe

  • @IpsnitasDailyvlog
    @IpsnitasDailyvlog 2 ปีที่แล้ว +1

    Amar khorgose kamray kano bolte parben dadavai asole ami nutun palon korechi tai

  • @narayanganjcityvlogsvideos2327
    @narayanganjcityvlogsvideos2327 3 ปีที่แล้ว +3

    Nice video 👍👍👍👍

  • @animalworldbd72
    @animalworldbd72 2 ปีที่แล้ว +2

    Beautiful Rabbit

  • @SharminAkter-qe2hy
    @SharminAkter-qe2hy 2 ปีที่แล้ว +2

    Vai ami ak jora khorgos kinsi but meye ta akta pai problem jeta ami kenar time a dekhi nai. Paia betha ki korbo

  • @raiscreation4914
    @raiscreation4914 2 ปีที่แล้ว +1

    Calcium hat typer kichu ki deoy jabe der ke

  • @meemonhossain9256
    @meemonhossain9256 2 ปีที่แล้ว +2

    Apni to bollen je khacar koto dam hobe seta o bolben koi bollen nah to😒

  • @MdRatul-ri7gs
    @MdRatul-ri7gs ปีที่แล้ว

    ভিভিও দেখে ভালো লাগল

  • @arafatislam_-_9571
    @arafatislam_-_9571 3 ปีที่แล้ว +3

    Good tips

  • @masummasum515
    @masummasum515 2 ปีที่แล้ว +2

    Vaiya shudhu 1 ta khorgosh kivabe palbo...r koto din porjonto aita eka valo thakbe..Jodi kisu mone na koren...

  • @footballhi..
    @footballhi.. 3 ปีที่แล้ว +1

    Bay Ami korgos kinbo konti balo hoby

  • @FARDINS80
    @FARDINS80 3 ปีที่แล้ว +2

    Super

  • @o.3419
    @o.3419 3 ปีที่แล้ว +2

    good

  • @wildwithn.m.t7244
    @wildwithn.m.t7244 3 ปีที่แล้ว +3

    Valo

  • @pikoahmed6330
    @pikoahmed6330 2 ปีที่แล้ว

    Bhaia APNI onek video Dan Jata kora korgos TH-cam a search dilai apnar video asa

  • @junayedhasan8582
    @junayedhasan8582 3 ปีที่แล้ว +2

    Vai Rabbit kon kon jaigai pioa jabe please 🙏🙏 bolen

  • @noobgamerjony7190
    @noobgamerjony7190 2 ปีที่แล้ว +1

    খরগোশ কে। কি ভ‍্যাকসিন দিব প্লিজ ভাই বলেন 🥰🥰

  • @shangrygamer4005
    @shangrygamer4005 3 ปีที่แล้ว +2

    Vai bajrigar pakhi mot koi bar dim dey?

  • @Nilpets-fk1tz
    @Nilpets-fk1tz 3 หลายเดือนก่อน

    দাদা আমার লাভবার্ড বদ্রি পাখির কলোনী আছে। ওখানে ২ পিস খরগোস ছেড়ে রাখতে চাই। পাখির দানা বা দানার খোসা কী ওরা খাবে বা খেলে কিছু প্রবলেম হবে ? গলায় আটকে মারা যেতে পারে ?
    প্লিজ রিপ্লাই। অ্যাডভান্স থাঙ্কস। 😊

  • @akramislam-iy6ut
    @akramislam-iy6ut 6 หลายเดือนก่อน +1

    ভাই ৩৬বাই ২৪ এমন একটি খাচায় দুইটি খরগোশ কি বেবি দিবে দয়া করে জানাবেন

  • @shawonnatural9409
    @shawonnatural9409 3 ปีที่แล้ว +3

    Onk shundor🥰

  • @shahidaislam629
    @shahidaislam629 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আমার খরগোশ সারাদিন ছেরে রাখি রাতে ও ছেরে রাখি খাচায় রাখি না কোনো সমস্যা হবে নাকি

  • @tuhinchy861
    @tuhinchy861 3 ปีที่แล้ว +1

    Vhai nicher palastic ta kothai paowa jabe?

  • @দোলারখামার
    @দোলারখামার 2 ปีที่แล้ว +3

    👍👍👍👍

  • @asmsayem9246
    @asmsayem9246 3 ปีที่แล้ว +1

    nice

  • @Rojan.bd999
    @Rojan.bd999 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @unstopable.98
    @unstopable.98 11 หลายเดือนก่อน +1

    খরগোশ পানি না খেলে কি করব। জানালে খুব ভালো হতো।

    • @puchchubunnybd
      @puchchubunnybd 6 หลายเดือนก่อน

      besi kore hay khawanor chesta korun khorgosh pani khete baddho

  • @lovebirds7288
    @lovebirds7288 2 ปีที่แล้ว

    Thanks vai

  • @malekhowlader9074
    @malekhowlader9074 2 ปีที่แล้ว +1

    Amar khargosh se to pani kheti

  • @lovebirds7288
    @lovebirds7288 2 ปีที่แล้ว

    2 oilo boro 2 ta khorgus anchi but besi... Milito oche ekon ki 2 ta kachai alada kore rakbo....

  • @ahnaftahmid5045
    @ahnaftahmid5045 ปีที่แล้ว

    Kintu vai khorgosh to proshab o kore jar karon e chhala vije jai bar bar change koratao kothin hoe jay

  • @anykhatun6019
    @anykhatun6019 2 ปีที่แล้ว

    Via ami akta pali sok kpra but mota hosca na ti ar koronio ki khaber khawala mota hoba bolben.

  • @goutamdas4027
    @goutamdas4027 ปีที่แล้ว

    Ether nail kata jabe janaben

  • @hridoyhossain2702
    @hridoyhossain2702 ปีที่แล้ว

    Vaiya ami prothome 1 ta khorgos nei pray 1 sopta por arek ta niye but mil hoscce na 2 ti sudhu mara mari korce kivabe eder pos manabo ek sathe thakbe

  • @shekhfarzana753
    @shekhfarzana753 3 ปีที่แล้ว +1

    ভাই আমার একটা male খরগোশ আছে। গমের ভুষি দিনে কতটুকু খাওয়ানু যাবে। আমি আধা কাপ দেই

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว +1

      সর্বোচ্চ প্রতিদিন এক কাপ

  • @kmmim6372
    @kmmim6372 11 หลายเดือนก่อน

    Vaiya khachay jodi saradin korgos raki taile ki kono somosa hobe plz reply

  • @thesahinasworld
    @thesahinasworld 2 ปีที่แล้ว +1

    Apni ektu sahajjo korte parben??

    • @growlife
      @growlife  2 ปีที่แล้ว

      বলেন

  • @hridoytumpa-kl9dm
    @hridoytumpa-kl9dm ปีที่แล้ว

    Bai apner kace khorgos ace ne 3 maser Jodi thake tahole bokri korben ne koto bikri korben

  • @Abid_Amjad_Joy
    @Abid_Amjad_Joy ปีที่แล้ว

    Khorgosh ke follow training kivabe dibo akti video banan

  • @ayshaakter6545
    @ayshaakter6545 2 ปีที่แล้ว

    Vaiya amr khorgosh ghash khay na kno. Kolmi shag khay. Ghash disilm kintu khay ni.

  • @Wonder_gamer1
    @Wonder_gamer1 3 ปีที่แล้ว +1

    ভাইয়া আমার কীভাবে ঘরে ঘাস চাষ করব

  • @mdselimreza915
    @mdselimreza915 13 วันที่ผ่านมา

    ভাইয়া আপনার সব ভিডিও দেখি আপনি আমাকে খরগোশ গিফট করতে পারবেন

  • @samiulhossan1872
    @samiulhossan1872 2 ปีที่แล้ว +1

    Vaiya amar khorgos to pani khai na ...r pani dia rakhle fele dai er jonno ki krte pari ami plzzz kisu tips dan plz plz plz plz vaiya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bksbiplabsarkarvlog
    @bksbiplabsarkarvlog 2 ปีที่แล้ว

    Sundar

  • @oyshorjokhan9995
    @oyshorjokhan9995 2 ปีที่แล้ว +1

    Vaiya Amer ekta rabbit ase . Kintu vaia ok goshol korate gele o kamci dei. Tahole ki korbo . Ami Valo babe goshol korai. R vaia or leg poshrishkar kivabe korbo

    • @drpushpalchakraborty4879
      @drpushpalchakraborty4879 2 ปีที่แล้ว

      Khorgosh k snan korate nei
      Aii niye channel a video ache dekhe nin
      R khorgosh ar nok kete diyen

  • @eshikabiswas7595
    @eshikabiswas7595 2 ปีที่แล้ว +1

    Amar ghorgosh 2to akdom jol khayna choto ta bati dekhlei ulte fele dey tahole ki kora uchit amar?

  • @mdalom3067
    @mdalom3067 2 ปีที่แล้ว +1

    বাই কিবাবে বেডা বেডি চিনবো

  • @zrrahman8522
    @zrrahman8522 2 ปีที่แล้ว +1

    Khorgos k ki bath 🚿 korano Jayy??
    Gele koidin ba koibar janaben pls??

    • @growlife
      @growlife  2 ปีที่แล้ว +2

      না, গোসল করানো নিষেধ। তবে আপনি মাঝে মাঝে ওদের ভেজা তেনা দিয়ে মুছে দিতে পারেন।

  • @MdMannan-tl9bs
    @MdMannan-tl9bs 3 ปีที่แล้ว +1

    valo

  • @julkarnayeen6097
    @julkarnayeen6097 2 ปีที่แล้ว +1

    আমার খরগোস ঘাস খায়নাতো... আমি ঘাস কিনে এনেছি ওকে দিলে ও খায়না

  • @jubairbhuiyan
    @jubairbhuiyan 4 หลายเดือนก่อน

    দৈর্ঘ্য ২৪ প্রস্ত ২৪ উচা ১৮

  • @junakijannat7817
    @junakijannat7817 ปีที่แล้ว

    24" 18" khacay ki kobotor pala jabo??

  • @humayrakhan0347
    @humayrakhan0347 2 ปีที่แล้ว +1

    খরগোশ বিক্রি হবে,, কারো লাগলে জানাবেন।।
    ৷৷৷৷ -টাংগাইল৷৷৷

  • @lataparvin4492
    @lataparvin4492 3 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤

  • @mdsad-allrafi1010
    @mdsad-allrafi1010 2 ปีที่แล้ว +2

    আমার খরগোশ পানি খায় না

  • @sujitdas1151
    @sujitdas1151 3 ปีที่แล้ว +1

    Guinea pig Palan video banana

  • @sompaaktermaya700
    @sompaaktermaya700 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাইয়া আমার খরগোশ দুইটা পানি খায় না কি করবো

  • @swatisahoo1658
    @swatisahoo1658 2 ปีที่แล้ว +1

    আমার খরগোশ টা থার্মোকল খাচ্ছে,কি করব ভাইয়া?

  • @istiaqueahmed7064
    @istiaqueahmed7064 2 ปีที่แล้ว

    BHAI CHOTER CHALA NA DIA NOROM SUTI KAPOR DILE KI HOBE

  • @blackcolour8364
    @blackcolour8364 2 ปีที่แล้ว +1

    Amar khogus to pani khayna

  • @shahnowaj2
    @shahnowaj2 ปีที่แล้ว

    so

  • @nilanjanabiswas9992
    @nilanjanabiswas9992 3 ปีที่แล้ว +1

    Amader khorgoshke jol dileo khayna....

  • @abid20078
    @abid20078 2 ปีที่แล้ว +1

    Vaya amar khorhosh kagoj khay,atar ki koronio

    • @growlife
      @growlife  2 ปีที่แล้ว +1

      এমনিই খায়। বেশি না খেলে সমস্যা নেই।

  • @abidaabida8442
    @abidaabida8442 2 ปีที่แล้ว +1

    vai amar khorgush temon pani khai na. Karon ki

    • @growlife
      @growlife  2 ปีที่แล้ว +1

      শাক বেশি খেলে পানি কম খায়।

  • @shoaburmedia2201
    @shoaburmedia2201 ปีที่แล้ว

    ভাইয়া আমার খরগোশকে গমের ভুসি দেই খায় না এখন করণীয় কী??

  • @Rojan.bd999
    @Rojan.bd999 2 หลายเดือนก่อน

    ভাইয়া আমি আপনার সব ভিডিও দেখে আপনি কি আমাকে একটা খরগোশ গিফট করবেন😊😊😊

    • @MDSamim-t4t
      @MDSamim-t4t 2 หลายเดือนก่อน

      ❤❤

  • @mrmediaworld159
    @mrmediaworld159 2 ปีที่แล้ว

    হ্যালো আমি খরগোশ খাচায় রাতে রাখবো দিনে আমার ফ্ল্যাটে থাকবে এখন এখানে খরগোশ কি বিড়ালের মত পটি করো অভ্যাস করানো যায় যে বাহিরে গিয়ে পটি আসলো অথবা নির্দিষ্ট সময়ে পটি করে আসলো? আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকবো.

    • @sumanaroy2970
      @sumanaroy2970 ปีที่แล้ว

      Ghorer jekono ekta kone practice korale ora kore

    • @GW_Abrar777
      @GW_Abrar777 2 หลายเดือนก่อน

      আমিও এই একই সমস্যা নিয়ে ভাবছি।আপনি বর্তমানে কিভাবে খরগোশ পালন করছেন আপনার ফ্ল্যাটে? বাচ্চা কিভাবে দিচ্ছে?আর পটি কিভাবে করান

  • @Hackerboy854
    @Hackerboy854 4 หลายเดือนก่อน

    দাদা কাঠ দেওয়া যাবে কী?

  • @user-jq4if8zq8e
    @user-jq4if8zq8e 9 หลายเดือนก่อน

    Amar khargosh to ghas

  • @tupursaha2876
    @tupursaha2876 2 ปีที่แล้ว

    Ok

  • @Sojib-v6d
    @Sojib-v6d 8 หลายเดือนก่อน

    খরগোশ কে কি সব ধরনের ঘাস খাবানো জাবে🤔

    • @puchchubunnybd
      @puchchubunnybd 6 หลายเดือนก่อน

      jabe but dharalo ghas dewa jabe na

  • @simuislam2411
    @simuislam2411 3 ปีที่แล้ว +1

    ভাইয়া আপনার ইমো নম্বর টা দেয়া জাবে আমার 11 বাচ্চা মরা হইছে দলা দলা ব্লাড বের হইছে

  • @asishdas2533
    @asishdas2533 3 ปีที่แล้ว +2

    Dada khorgosh ke ki ki sag khaoyabo?

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว +1

      কলমি শাক, ডাটাশাক, বেশি করে খাওয়াতে পারবেন ‌ । আর লাল শাক, ধনিয়া পাতা, পালং শাক, লেটুস পাতা, পাতাকপি এগুলো কম কম করে খাওয়াতে পারবেন।

    • @riyaislam7862
      @riyaislam7862 3 ปีที่แล้ว +1

      @@growlife oder koibar khete dita hobe din A?

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว +1

      মিনিমাম 4 / 5 বার তো দিতেই হবে সাধারণ একটা খরগোশ দিনে 30 থেকে 40 বার খাবার খায়। আপনি বেশি করে দিয়ে রাখলে ভেঙে খাবে আর কি।

  • @nargisbegam1645
    @nargisbegam1645 2 ปีที่แล้ว +1

    Snan korate pari ??

  • @sggaming4779
    @sggaming4779 2 ปีที่แล้ว +1

    No gram ml is right

  • @moumitahaldar2817
    @moumitahaldar2817 3 ปีที่แล้ว +1

    খরগোশকে শশা,তুলসী পাতা,অপরাজিতা পাতা খেতে ভালোবাসে ।দাদা ওকে এগুলি দেওয়া যাবে???

  • @tanmaydavnath4243
    @tanmaydavnath4243 2 ปีที่แล้ว +1

    Vai আমার খরগোশটার কানের বাহিরে একেবারে নিচের দিকে কাটার মতো হয়ে চামড়া উঠে যাচ্ছে এবং পশম ও উঠছে না ঐ জায়গায় কি করবো?
    আমার খরগোশটার বয়স ৪ মাস

    • @lovingindia884
      @lovingindia884 2 ปีที่แล้ว

      Alovera use korun dina 2 bar khub olpo

  • @ayeshatareq4239
    @ayeshatareq4239 2 ปีที่แล้ว +1

    খরগোশ কি কাপড় কাটে নাকি

  • @prishaothers8940
    @prishaothers8940 2 ปีที่แล้ว +1

    Vai , rabbit free Dibo...niley bolben Joldi....(no home delivery)

  • @queeniesj3691
    @queeniesj3691 2 ปีที่แล้ว +1

    Vaiya ami kivhaba bujbo konta girl and boy rabbit

  • @limaalim3275
    @limaalim3275 ปีที่แล้ว

    ওরা কি সব ধরনেরই ঘাস খায়?? আমার খরগোশ টা ঘাস বেশি খেতে চায় না। ঘাস গুলো ফেলে রাখে। পরবর্তীতে সবজি দিলে খায়। ওকে কিভাবে ঘাস খাওয়নো অভ্যাস করবো??

  • @moumitahaldar2817
    @moumitahaldar2817 3 ปีที่แล้ว +1

    প্লিজ বলবেন।।

  • @rabbitloversaniya6682
    @rabbitloversaniya6682 3 ปีที่แล้ว +1

    Dada, ami amar rabbit k basket a rakhi. Ate ki kono problem hobe?

    • @mahmudaasma8140
      @mahmudaasma8140 3 ปีที่แล้ว +1

      Hmmm Hobe😡😡😈😈

    • @rabbitloversaniya6682
      @rabbitloversaniya6682 3 ปีที่แล้ว +1

      @@mahmudaasma8140 but amar besket ta khachar moton e boro. R Or vatore kono mosa ba machi dhukte pare na khub storng basket

    • @mahmudaasma8140
      @mahmudaasma8140 3 ปีที่แล้ว +2

      @@rabbitloversaniya6682 Tahole thik acche☺️☺️👍👍👍

    • @mahmudaasma8140
      @mahmudaasma8140 3 ปีที่แล้ว +1

      Hmmm

  • @dishahalder7289
    @dishahalder7289 2 ปีที่แล้ว +1

    আমার খরগোশ তো হেডফোন চার্জার কেটে দেয়

  • @md.mosharafhossainfall1941
    @md.mosharafhossainfall1941 3 ปีที่แล้ว +2

    ভাই শক্ত কাগজ খেলে ওরা অসুস্থ হবে না?

    • @gmemon10
      @gmemon10 3 ปีที่แล้ว +2

      Ogola kaba na amni kamraba

  • @b2gvenom359
    @b2gvenom359 ปีที่แล้ว

    ভাই এদেরকে কি মিনারেল ব্লক বা ক্যাটল ফিশ বোর্ন দেওয়া যাবে

  • @asmtarequlislamtarek394
    @asmtarequlislamtarek394 ปีที่แล้ว

    🍧

  • @mahinmim8078
    @mahinmim8078 2 ปีที่แล้ว +1

    ভাই খরগোশের নখ কিভাবে কাটব plz বলবান🙏

  • @piklu9288
    @piklu9288 3 ปีที่แล้ว +4

    আপনি আপনার খরগোশটি কে কি খেতে দিয়েছেন .

    • @growlife
      @growlife  3 ปีที่แล้ว +7

      ৫০% ঘাস আর 50% কলমি শাক দিই ।

    • @jamilakash6119
      @jamilakash6119 3 ปีที่แล้ว +1

      80% ghas khete dite hobe. Kolmi sakh ato dewa jabe na .

  • @rbff4087
    @rbff4087 2 ปีที่แล้ว +1

    Khachar dam?

  • @bijoyadey807
    @bijoyadey807 3 ปีที่แล้ว

    Kono kagog hole hobe

  • @md.robiul6405
    @md.robiul6405 2 ปีที่แล้ว +1

    আপনার এড্রেস টা জানাবেন

  • @thesahinasworld
    @thesahinasworld 2 ปีที่แล้ว

    Bhaijan amar rabbit er khub sorie kharap khwwa dawa off kore diyeche

    • @growlife
      @growlife  2 ปีที่แล้ว +1

      খাবার স্যালাইন জোর করে খাওয়ান। খেতে না চাইলে ইনজেকশনের সুঁই ফেলে দিয়ে, তারমধ্যে স্যালাইন ভরে মুখ দিয়ে খাওয়ানো।

    • @thesahinasworld
      @thesahinasworld 2 ปีที่แล้ว

      @@growlife onnek susto ajj gosol koranor por allha rhomote puroi susto😊

    • @drpushpalchakraborty4879
      @drpushpalchakraborty4879 2 ปีที่แล้ว +2

      @@thesahinasworld snan koraben naa

    • @thesahinasworld
      @thesahinasworld 2 ปีที่แล้ว +1

      @@drpushpalchakraborty4879 accha gorom a ki roj snan korate hoi???

    • @drpushpalchakraborty4879
      @drpushpalchakraborty4879 2 ปีที่แล้ว +2

      @@thesahinasworld khorgosh k snan korate nei
      Channel a video ache dekhe nin