আপনার আলুর জমিতে যদি রোগ না লাগে তাহলে আপনি জল দিয়ে স্প্রে করতে পারেন জল না দিয়েও স্প্রে করতে পারেন। কিন্তু আপনার জমিতে যদি রোগ দেখা যায় তাহলে আপনি শুকনো জমিতেই স্প্রে করবেন জমিতে জল দেবেন না।
যদি আপনার আলু গাছ ভালো থাকে তাহলে আমি বলব আপনি পুরো একটি সিজনের তিনবার স্প্রে করবেন তবে পরপর স্প্রে না করে মাঝে একটি অন্য গ্রুপের ছত্রাক নাশককে ব্যবহার করবেন আর যদি আপনার কাছে রোগ চলে এসেছে এমন অবস্থায় স্প্রে করতে হয় তাহলে আপনি তিন দিন পর পর তিনবার স্প্রে করবেন এবং তারপরে অন্য টেকনিক্যাল এর একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন তারপরে আবার এটি ব্যবহার করবেন
ধন্যবাদ দাদা সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য
আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ
Dada ju masaal spree korle alur dhosa paliye jabe ki
না খুব ভালো একটা কাজ হবে না।
Good video
🙏
Dada alu bara bar spry
আলুতে বারবার স্প্রে করার কথা কখনোই বলা হয়নি।কিন্তু আপনার আলু গাছের রোগ চলে আসলে। এছাড়া তো কিছু উপায় থাকছে না।
দাদা আলু জমি পাইয়ে জল দিয়ে তারপর acrobet প্রয়োগ করা যাবে কি? নাকি শুকনো জমিতে দোবো
🙏
আপনার আলুর জমিতে যদি রোগ না লাগে তাহলে আপনি জল দিয়ে স্প্রে করতে পারেন জল না দিয়েও স্প্রে করতে পারেন। কিন্তু আপনার জমিতে যদি রোগ দেখা যায় তাহলে আপনি শুকনো জমিতেই স্প্রে করবেন জমিতে জল দেবেন না।
@@agriculturehelparbengali আমাদের এখানে ওষুধ বিক্রি লোকেরা বলছে ধাসা লাগলে acrobet দিয়ে জমি পাওয়াতে হবে
Dada amer gacher boyes 50 din hotat bristir por nicher pata gulo Holud hoya jache ki korbo
Ki spry korbo dada
বিএসএফ কোম্পানির এক্রোভেট আর সাথে mancozeb গ্রুপের একটি ছত্রাকনাশক স্প্রে করে দিন
এক্রোভেট আলু গাছে কবার দিয়া যাবে❓
যদি আপনার আলু গাছ ভালো থাকে তাহলে আমি বলব আপনি পুরো একটি সিজনের তিনবার স্প্রে করবেন তবে পরপর স্প্রে না করে মাঝে একটি অন্য গ্রুপের ছত্রাক নাশককে ব্যবহার করবেন আর যদি আপনার কাছে রোগ চলে এসেছে এমন অবস্থায় স্প্রে করতে হয় তাহলে আপনি তিন দিন পর পর তিনবার স্প্রে করবেন এবং তারপরে অন্য টেকনিক্যাল এর একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন তারপরে আবার এটি ব্যবহার করবেন
দাদা আমার টমেটো গাছে এই রোগ ধরে নিয়েছে, আমি কি ওষুধ ব্যবহার করলে আমর গাছ ভালো হবে
th-cam.com/video/rsA1TH0akUo/w-d-xo.htmlsi=TBzCCHMTBdJvjXKH
দাদা আপনাকে একটি ভিডিও লিংক আমি পাঠিয়ে দিলাম এই ভিডিওটিতে টমেটো আমের নাভি ধসা রোগের সব রকমের ঔষধ এখানে তুলে ধরা হয়েছে
হেক্সাকোনাজল ব্যবহার করলে সমস্যা সমাধান হবে?
হেক্সোনাজল ব্যবহার করা যায়। তবে এটি কিন্তু গাছের বৃদ্ধি থামিয়ে দেয় সেদিকে লক্ষ্য রাখবেন।
দাদা আমার ধান চাষের কিছু সমস্যা আপনার whatsapp-এ ছবি পাঠালাম
ঠিক আছে
আলু গাছের পাতা শুকনো হয়ে গেছে কি ওষুধ দিবো ও নাবি ধশা ও ধোসা
ঠিক এরকম কি ওষুধ দিবো
হ্যাঁ এই ওষুধ গুলোর মধ্যে থেকে আপনারা ওষুধ দিন তাহলে ভালো রেজাল্ট পাবেন।