অসাধারণ কবিতার অসাধারণ আবৃত্তি! একটা সময় ছিল যখন ঢাকার ক্যাসেটের দোকানে খুঁজে ফিরেছি শম্ভু মিত্রের আবৃত্তি। বলে রাখতাম, কোলকাতা থেকে আনিয়ে দেবেন প্লিজ। তিনি আবৃত্তি জগতের কিংবদন্তি ।আমার খুব প্রিয় একজন আবৃত্তিকার।
শম্ভু মিত্র মানে এক হিরন্ময় কন্ঠের মায়াবী জাদু। মানুষকে ঘন্টার পর ঘন্টা আচ্ছন্ন ক'রে রাখার ক্ষমতা রাখে। ওনার কোনো পরিচয় লাগেনা। নামটাই তো যথেষ্ট। আগামীকাল এই মহান শিল্পির ১০৩ তম শুভ জন্মদিনে আমার বিনম্র প্রণাম।
শ্রী শম্ভু মিত্র মহাশয় - এঁর মতো বাচিক শিল্পীতো দশ হাজার বছরে একজন আসেন। উনার কৃত অভিনয়, পরিচালনা, আবৃত্তির আমি শ্রোতা ও দর্শক।আমার আনন্দে, দুঃখে ও মন খারাপ করা সময়ে আমার সঙ্গী থাকেন রবীন্দ্রনাথ ও শম্ভু মিত্র। এঁদের প্রণাম।
পট যায় ঘুরে |
অন্ধীকৃত রাত্রির শহরে,
পথে পথে সুগম্ভীর ছায়ার বহর,
ষড়যন্ত্র সঙ্কুল ত্রস্ত কবন্ধের ভিড় |
সুর-রিয়ালিস্ট কবিতার দেশে |
পিকাসো বা যামিনী রায়ের আঁকা
পথঘাট গাছপালা বাড়ী |
ঊর্ধ্বে নীলে আঁকাবাঁকা চাঁদ,
তারই নীচে নিরন্ন বুড়োবুড়িদের চাপা আর্তনাদ,
ক্লিষ্ট চলাফেরা |
অতঃপর ব্রাহ্ম মুহূর্তে, ঘর্মস্রাবী রাত্রির ওপারে
আলোকসম্ভবা উষার ওষ্ঠপুটে ভৈঁরোর অস্ফুট আলাপ |
ক্ষুধার গর্জনে ছিন্ন প্রশান্ত গৈরিক |
অগণন বালকবালিকাদের
বুভুক্ষা মুখর যাত্রা লেক মার্কেটের দিকে|
নিশ্চিন্ত অবিবেকী মনের শৌখিন গান
তিরস্কৃত,পলাতক দিশাহীন দূরে |
তবু ভাল, আমি এই মধুবংশীরপুরে
আছি বেশ ; এ বেলা ও বেলা
কেটে যায় ব্যর্থ অন্বেষায় |
তোমার মহিম্ন স্তোত্রে মুখরিত আকাশ বাতাস
হে স্বর্ণবণিক ! তুমি দীপ্ত হিরন্ময় |
তোমারই হোক ক্ষয়, হোক ক্ষয় |
(আজ শুনি এক ভরি সোনা একশো ছয়
টাকা|) বুভুক্ষারই জয় |
এ স্বর্ণসন্ধ্যায়
কাতারে কাতারে জমে হিরণ্য শকুন
ডানার ঝাপটে কাঁপে আদিগন্ত স্থবির আকাশ
প্রচ্ছন্ন শবের দেশে |
হ্যাঁ, বলতে ভুলেছি আর এক কথা |
এই তো সেদিন, ট্রেন থেকে দিলো নামিয়ে,
হাতের তলায় সযত্নে চাপা অচল পুরনো টিকিট,---
দিলো কে নানিয়ে অচেনা স্টেশনে
জীবনের ট্রেন থেকে |
তাই সেই থেকে
বারবারই অক্ষম প্রয়াস,
চলন্ত রথের পানে খঞ্জের দুরন্ত অভিলাষ
ব্যর্থ হয়, চূর্ণ হয় ঘৃণার পাহাড়ে |
দূরে চলে ট্রেন
দ্রুত--- টক্রকঙ্কন ঝঙ্কারে |
সম্রাজ্ঞীর মতো উপেক্ষায়, ফেলে চলে যায় |
আমি থাকি পড়ে কোনো বিষন্ন সন্ধ্যায়
শেষহীন চাঁদছত্র উপত্যকায় |
চলেছি কোথায় ?
একাকী ? ইশারায়
মনে পড়ে দিয়েছিল কেউ এ প্রশ্নের উত্তরও |
একাকীত্বের শৌখিনতায়
সমীক্ষার ক্রূর শ্লেষ হেনেছিল সেও |
(তখন অবশ্য বড় জোর
শ্মশ্রুহীন কৈশোর,)
শিল্পকে কাব্যকে বাঁচাবার জন্যে তবু
বলেছিলাম, তুমি তো আজো এই মুখেরই প্রভু,
হে অনন্ত প্রেম!
এই জীবনের সান্ধ্যসভায়
তোমার আসর শূন্য হলো
হে প্রেম শূন্য হলো, বিরস গানে
ভরলো আকাশ ---(লাগছে না ভালো বলছ?
থামা যাক তবে |)
একাকীত্বের দুস্তর প্রান্তর থেকে কবে
উত্তীর্ণ হলাম উদ্দাম শহরে |
ব্যবহারে, বাণিজ্যে
গ্রন্থিতে জোট বাঁধে মনে প্রাণে |
নির্জন শীর্ণ একতারা ডোবে সহস্রের ঐকতানে |
এখন চিনেছি যদিও,আরো অনেককে চিনেছি এবার,
অজ্ঞাতবাসের কঠিন আস্তরণ ভেদ করে
বুঝেছি এবার |
দ্বৈপায়ন হ্রদে ডোবা ভগ্নজানু মন,
তোমাকে দেখেছি বারবার এ শহরে হে দুর্যোধন |
লালসার জতুগৃহে ভস্মীভূত তোমার চক্রান্ত
এনেছে যুগান্ত |
অর্জুন, অর্জুন আজ লক্ষ লক্ষ জনগনমন
দোর্দন্ড গান্ডীব তাই অতি প্রয়োজন,
বৃহন্নলা ছিন্ন করো ক্লীব ছদ্মসজ্জার ব্যসন |
বিদ্রোহের শমীবৃক্ষে সব্যসাচী অর্থ খোঁজে আজ |
ঘুণগ্রস্ত এই যুগ মৃত্যুজ্বরে কাঁপে হাড়ে হাড়ে,
আরক্ত সূর্যের অস্ত পশ্চিমের রক্তিম পাহাড়ে |
এই বার্তা তৃপ্তি দেয় আমাদের
যাদের,
মন রাঙিয়েছে আগামী যুগের রাঙা আলোয়,
আগত যুগের ‘কামারাদেরিতে’ যারা মুখর,
আমরা তো জানি স্থির বিশ্বাস করি সবে ---
ইতিহাসই দেয় আগুনের রঙে সে স্বাক্ষর |
শোনো শোনো তাই,
হে নবীন, হে প্রবীন, মজদুর, ওহে কৃষাণ,
ওহে মোটা সোটা বেঁটে খেটেখাওয়া কেরানীদল,
হে কাব্যেপাওয়া পালাতক ক্ষীণ কবির দল,
শিল্পীর দল,
হে ধনিক, আর্য, অনার্য
করো শিরোধার্য---
বৃদ্ধযুগের গলিত শবের পাশে
প্রাণকল্লোলে ঐ নবযুগ আসে |
প্রস্তুত করো তোমাদের সেই সব দিনগুলির জন্য
যখন প্রত্যেক সূর্যোদয়ে পাবে নবজীবনের স্তোত্র,
প্রখর প্রাণরৌদ্রের পানীয় তোমাদের আনন্দিত করবে,
(দুর্বলদের নয়|)
শতধা সভ্যতার পাশে,
লক্ষ কোটি ভগ্নস্তুপের পাশে,
বিদীর্ণ আকাশের নিচে,
উপদ্রুত ঘুমের শিয়রে,
ছিন্নভিন্ন পৃথিবীর বসন্তের পাশে,
লক্ষ লক্ষ নির্জন নিষ্পত্র কৃষ্ণচূড়ার পাশে,
দ্বিধাদীর্ণ জনগনমনে
মহা-আবির্ভাব |
স্বপ্ন জেগে উঠেছে, উঠেছে
স্টালিনগ্রাদে, মস্কোভায়, টিউনিসিয়ায়,
মহাচীনে |
মহা আশ্বাসের প্রবল নিঃশ্বাসে
দুর্দমনীয় ঝড় উঠেছে সৃষ্টির ঈশান কোণে |
উড়িয়ে দেবে দিগ্বিদিকে
শুকনো ধুলো
শুকনো পাতা
ঝরিয়ে দেবে |
অন্ধকারের দুর্গের সিংহতোরণ
গুড়িয়ে দেবে |
ইতিমধ্যে প্রস্তুত থাকো সবাই
যখন অত্যাচারীদের পতন---
চরম পতন হবে |
প্রাসাদে, বন্দরে,
বাহিরে, অন্দরে,
প্রতি গ্রামে, নগরে,
লক্ষ লক্ষ মনে, দেশে দেশান্তরে,
নীরন্ধ্র নির্মম পতন |
তারপর, অবকাশ |
রাত্রি উঠে আসবে গাঢ় নীল,
স্তব্ধ ডানা পৃথিবীর নীড়ে আসবে নেমে
সুস্থকামনার স্বর্ণচিল,
প্রতিদিনের জলন্ত অস্তের পর,
শ্রম বিরতির পর |
তারপর সুস্থ মুক্ত অনর্গল প্রাণসঙ্গিনীদের নিয়ে
আবিশ্ব প্রাণ-নৃত্যের আসরে
জমবে ভাল, জমবে তখন
মধুবংশীর গলি,
বজ্রনিনাদে তোমাকেও ডেকে বলি ||
কণ্ঠে ও কবিতায় অসাধারণ যুগলবন্দী।
অসাধারণ। এমন মুগ্ধ করা গলা, আবেগ ও শুদ্ধ উচচ।রণ আর কখনও শোনা যাবে না
অসাধারণ কবিতার অসাধারণ আবৃত্তি! একটা সময় ছিল যখন ঢাকার ক্যাসেটের দোকানে খুঁজে ফিরেছি শম্ভু মিত্রের আবৃত্তি। বলে রাখতাম, কোলকাতা থেকে আনিয়ে দেবেন প্লিজ। তিনি আবৃত্তি জগতের কিংবদন্তি ।আমার খুব প্রিয় একজন আবৃত্তিকার।
বারবার জন্ম নিতে ইচ্ছে হয় এমন আবৃত্তি শোনার জন্য
অসাধারণ, কি অসাধারণ কন্ঠস্বর। মুগ্ধ,মুগ্ধ মুগ্ধ।
শম্ভু মিত্র মানে এক হিরন্ময় কন্ঠের মায়াবী জাদু। মানুষকে ঘন্টার পর ঘন্টা আচ্ছন্ন ক'রে রাখার ক্ষমতা রাখে। ওনার কোনো পরিচয় লাগেনা। নামটাই তো যথেষ্ট।
আগামীকাল এই মহান শিল্পির ১০৩ তম শুভ জন্মদিনে আমার বিনম্র প্রণাম।
আহা, কি শুনলাম। মনটা ভরে গেল। অনেকদিন পর এরকম একটা মনের খাবার পেলাম।
কী যে ভালো সব কাজ করেছো তুমি। জিন্দাবাদ, কমরেড কস্তুরী!
চার দশক ধরে শুনছি, একই আবেগে ও ভালোবাসায়।
আমার সবচেয়ে প্রিয় আবৃত্তিকার আর অন্যতম প্রিয় কবিতা ... দুএর অসাধারণ যুগলবন্দী ...
বিনম্র শ্রদ্ধা
বার বার শুনি, আর ভালো লাগা বড়েই যায়।
This , along with some other renditions by Shambhu Mitra exemplifies recitation itself- this is the peak of bengali recitation.
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি
এক আসমানী আবৃত্তি ।তাঁদের লাসকাটা এমন একটি কবিতা ।
thanks for uploading this unforgettable recitation
Ok
একি শুনলাম। এতো একেকটা বিদ্যুতের প্রহার।
অসাধারণ কবিতা ও কন্ঠ।
oshadharon onekdin dhore khujchilam.........
Anonyo Kabita O Path
great sambhu babu batuk babur kobitay aro ujjoyol.
arpan bose my
Onek khujechi paini aaj pelam khub bhalo lagche
এই আবৃত্তি প্রমাণ করে music ছাড়াও আবৃত্তি স্থির ভাবে শোনা যায় ।।
Listening since 1975. still appears to be first time listening
তুলনাহীন উপস্থাপনা।
Thanx a lot for posting...etto shundor...touched
Mon bhore gelo ....
কবিতাটি বাংলা আধুনিক কবিতার 'মাইল স্টোন'। সৃস্টির সময়টা একটি ইতিহাস দাবী করে। সম্ভু মিত্রের অসাধারণ উচ্চারন ভঙ্গীমার সঠিক সঙ্গী।
অদ্ভুত!! আলোড়িত হল মন!
Nice
best of best
all time best
Oh my God. Speechless.
এই কবিতাটি ১৯৭৮ সালে রবীন্দ্রসদনে শুনেছিলাম ওনার গলায়
অসাধারণ
I salute The great poem
Two legends came together and this is the outcome left for us forever.
asadharon
Very very good
Khub Bhaalo Kaaj Korechhen. Thanx,
Akashat bhalolaga kobita ...............
Apurba...
Wonderful poem recited by an icon....a treasure of Bengali culture
শ্রী শম্ভু মিত্র মহাশয় - এঁর মতো বাচিক শিল্পীতো দশ হাজার বছরে একজন আসেন। উনার কৃত অভিনয়, পরিচালনা, আবৃত্তির আমি শ্রোতা ও দর্শক।আমার আনন্দে, দুঃখে ও মন খারাপ করা সময়ে আমার সঙ্গী থাকেন রবীন্দ্রনাথ ও শম্ভু মিত্র। এঁদের প্রণাম।
Khubchotobalarkathamonaporajai
gives a moment to feel and think...
Recitation is excellent, but the poetry itself is no less glorified
Sambhu mitra ekti kalortinya naam...
Montake sudhui tane r tane
অপূর্ব।
A superb recitation marred by regular interruption and disturbed by other recitation by unknown voice. Very sad.
Kindly kabita ta ki paowa jaabe ?
Thank you for sharing this.
Erakam keu aar parbe na
ওনার কোন নাটক দেখার সুজোগ হয় নি। এই আবৃত্ত গুলো হীরের খনি।
Very very good