@@badaldebnath9036 liver problem er jonno Hepatology department & Head problem er jonno Neurology department ( তবে যদি মানসিক সমস্যা হয় সেক্ষেত্রে , psychiatry department দেখানো যেতে পারে)
Dada amar cheler type 1 diabetes. Age 13 years..or insulin chole..endocrine dept ki test kemon khoroch..ektu janaben please..okhane gelei kotodin lagbe treatment korate. .kon doctor valo private na general bolben please
@@ab-fs4jc টেস্টের খরচ খুব বেশি হবে না এগুলো তো মূলত ব্লাড টেস্ট রিলেটেড সবকিছু। আর ডাক্তার অবশ্যই প্রাইভেটে দেখাবেন প্রাইভেটে সিনিয়র ডাক্তার দেখে। সিএমসিতে সময় একটু বেশিই লাগে, যদি আগে থেকে অনলাইনে অ্যাপয়নমেন্ট বুক করে নিতে পারেন তাহলে ধরে নিন 10-12 দিন হাতে নিয়ে যেতে হবে আপনাকে। আর যদি আগে থেকে অ্যাপোয়েন্টমেন্ট বুক না করা থাকে ওখানে গিয়ে কাউন্টার থেকে অ্যাপয়নমেন্ট করান তাহলে আরো দুই-তিন দিন বেশি লাগবে।
j kono 1 ta unit e dakhalei hobe. Tobe jodi urology 3 er appointment available thake tahole okhane appointment nite paren , but 4 ta unit e same kaj kore , jetai appointment available setatei niye nin , no problem
Depends on situation.Not fixed. You can check the appointment availability online . I have uploaded a guide video recording this follow the process shown in the video th-cam.com/video/KVUSW8SpiHE/w-d-xo.htmlsi=B0X_Ya5Q2G4eNxnH For offline appointment at cmc hospital cash counter appointment is provided on availability basis . You can get appointment within 3-4 days , if available you can get appointment within 1day.
দাদা, আমি সিএমসি হাসপাতালে হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে চাই, এর কি ব্যবস্থা আছে, থাকলে খরচ কত পড়বে, কত দিন সময় লাগতে পারে,যদি দয়া করে জানাতেন, তাহলে খুব উপকৃত হতাম।।
বাড়ির পাশাপাশি কোন ডাক্তারকে নিশ্চয়ই দেখিয়েছেন তিনি তো একটা ধারণা দিয়েছেন আপনাকে। ব্যথার ধরন অনুযায়ী ডাক্তাররা বুঝতে পারে সেটা কোন ডিপার্টমেন্টের সমস্যা। তাই যদি লোকাল ডাক্তারের কাছে একবার শুনে নিতে পারেন ভালো হয় আর যদি সরাসরি সিএমসি গিয়ে ডাক্তার দেখান তাহলে আমি বলব অর্থোপেডিক দিয়ে শুরু করুন কেননা নিউরোলজির অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু অনেক দেরি হয় অনলাইন নিউরোলজি ডিপার্টমেন্টের সিনিয়র ডাক্তারের ( প্রাইভেট ) এপয়েন্টমেন্ট বুক করলে তিন মাস আগে বুক করে রাখতে হবে আপনাকে নিউরোলজি ডিপার্টমেন্টে ভীর খুব বেশি।
এই ভিডিওর 06:07 সময়ে আমি একজন Rheumatology ডিপার্টমেন্টের রোগীর বিভিন্ন টেস্টের খরচা দেখিয়েছি। আপনি ভিডিওর 6 মিনিট 7 সেকেন্ড সময়ের পর থেকে দেখুন। আর ব্যক্তি ভেদের চিকিৎসার খরচ বা টেস্টের খরচ ও আলাদা হয়। এই টেস্ট গুলোর মধ্যে ডাক্তার আপনাকে কোন গুলো করতে দেবে সেটা তো আমার জানা নেই। তবু ভিডিওর ছয় মিনিট সাত সেকেন্ডের সময় দেখুন সেখানে এই রোগের সঙ্গে সম্পর্কযুক্ত টেস্টের খরচ লেখা আছে।
ব্লাড টেস্টের রিপোর্ট তো যেদিন স্যাম্পল সাবমিট করবেন সেদিন সন্ধ্যের মধ্যেই রেডি হয়ে যায় এবং সেটা হসপিটালের অনলাইন সার্ভারে অর্থাৎ ডাক্তারের কম্পিউটারে চলে যায় সেই রিপোর্ট আপনাকে আলাদাভাবে আগেই দেওয়া হবে না নেক্সট দিন যেদিন আপনি ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার আপনার পেশেন্ট আইডি দিয়ে অনলাইনে যখন সার্চ করবে সেই কম্পিউটারে ডাক্তার আপনার ব্লাড রিপোর্ট বা অন্যান্য সব রিপোর্ট দেখতে পাবে। তবে আপনি যদি এই রিপোর্টগুলো প্রিন্টেড আকারে হার্ড কপি চান তাহলে যেদিন ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবেন তার আগে ডাক্তারকে বলবেন যে আপনার একটা মেডিকেল রিপোর্ট দরকার তারপর ডাক্তার ইস্যু করে দেবে এবং আপনাকে ১৮০ টাকা কাউন্টারে জমা করে তারপর মেডিকেল রিপোর্ট নিতে হবে সেই রিপোর্টে যতরকম টেস্ট হয়েছে সবগুলো রিপোর্ট সেখানে লেখা থাকবে।
Bhai amar ibs problem ache Kolkata te onek doctor dakhalm . Fortis hospital appollo hospital but kono upokar paini. Endoscopy , MRCP , ultrasonography , aro onek blood test korachi but doctor diya kono upokar pachina. Ami jodi jai .CMS a kamon korcha hone bolle khub bhalo hoy. Amar age 30 ami khub kosto pachi. Aktu help korle khub bhalo hoy
রোগ নির্ণয়ের জন্য খরচা খুব একটা বেশি হবে না ডক্টরের ফি সিনিয়র ডক্টর দেখালে প্রথমবার ৯০০ টাকা , টেস্ট করানোর পর পরবর্তী রিপিট এপয়েন্টমেন্ট এর জন্য প্রত্যেকবার ৩৫০ টাকা। শুরু থেকে শেষ পর্যন্ত ডাক্তারের কাছে আপনাকে ম্যাক্সিমাম দুবার থেকে তিনবার যেতে হবে। 900+350. এছাড়া টেস্টের খরচ রিজনেবল খুব বেশি খরচ হবে না। বিভিন্ন টেস্টের খরচ কি রকম সেটা জানার জন্য একটা ভিডিও লিংক দিলাম এটা দেখে নিন : th-cam.com/video/Sde3AxOfjdg/w-d-xo.htmlsi=jnu3ILXNqCncJEo9 এছাড়া যে হোটেল বা লজে থাকবেন তার ভাড়া, খাওয়া খরচা যাতায়াত ইত্যাদি নিজেদের সুবিধামতো করে নিতে হবে । বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন th-cam.com/video/SY09LR0x0i0/w-d-xo.htmlsi=hf43LrZzovfcoo1e যাতায়াত থাকা-খাওয়া ইত্যাদির খরচ এর হিসাব দেওয়া সম্ভব নয় কেননা আপনারা কতজন যাবেন কোথা থেকে যাবেন তার ওপর নির্ভর করছে। আমি আপনাকে বলতে পারি শুধুমাত্র ডাক্তার দেখানো এবং টেস্ট পারপাসে রোগ নির্ণয় পর্যন্ত আপনার ম্যাক্সিমাম ২০-২৫ হাজার টাকার মত লাগতে পারে।( এটা কিন্তু শুধুমাত্র হসপিটালে পেমেন্ট করতে হবে যেটা সেই হিসাবটা দিলাম এর মধ্যে অন্যান্য কোন খরচ ধরবেন না সেগুলো একদম আলাদা) একবার আসল রোগ নির্ণয় হয়ে গেলে কি পদ্ধতিতে ট্রিটমেন্ট হবে তার উপর পরবর্তী খরচ নির্ভর করবে। যদি medicine দিয়ে সেরে যায় তাহলে খরচ কম হবে আর যদি সার্জারির প্রয়োজন হয় সেক্ষেত্রে খরচ বেশি হবে।
Amioo IBS er problem a praii 6 months suffer korechii ... onk medicine kheyechi but amar experience a bole je IBS ta puro lifestyle disease....so besii stress niben naa, Nijeke kaajer maddhome busy rakhun and dekhun je ki khele Problem taa besi hocche...jmon amar khettre Aata ba moida jatyio jinis khele hocchilo ...so oii guloke totally bondo kore diyechilam 6 months and now I am completely fine and sob kichu khaii ....
th-cam.com/video/t56YF_qE_Zw/w-d-xo.htmlsi=RCQ9JAqht0FVaROX এই ভিডিওতে সব তথ্য পেয়ে যাবেন। যেত ভিডিওটা কিছুদিন পুরনো তাই খরচটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। Normal ta 4000, Ar Advance ta 9000
Ami West bengal Asansol theke bolchi..... Amar age 29 years....4 bar AIG Hyderabad theke treatment koriye esechi.....but dr thik korte pareni.....ekhon amar GALLBLADDER POLYP dhora poreche plus Joundice hoye gache r dr bolche operation korte.....tai appollo chennai naki cmc vellore kothai jaowa valo.....ami cmc te general e booking pacchi.....to ki korbo sir bhujte parchi na....tar sathe Joundice o komche na .....
Ami 2 ta alada hospital er modhye compare kore konta No.1 konta No.2 seta bolte parbo na. 2 tai khub bhalo hospital. Apni j kono tai jete paren. Tobe apni jodi CMC VELLORE nije theke jaben bole decide koren , tokhon apnar kichu janar thakle comment korun. Jehetu apnar life er bepar so decided apnakei korte hobe. Ami joto ta jani Apollo te time Kom Lage but taka besi khoroch hoi. CMC Vellore e time besi Lage , taka tulona muko vabe kom lage.
@@GyandeepDasGupto5566 ultrasound korate date Pete ektu deri hobe , Dr. dakhanor por theke puro operation complete hote pray 15 -20 din lagte pare. Asole operation er jonno hoito sudhu 2 din admit thakte hobe apnake , Kintu main time ta jabe ultrasound and operation er date Pete. Karok patient er khub vir thakai date poar jonno ektu deri hoi , Tobe seta sudhu ultrasound & operation date Pete , Onno kaj gulo taratari hoye jai
@@ADHELPLINE Thank u sir....onek ta help korlen sir......r ekta kotha sir okhane ami same department e two dr dekhate pari?....general r private er moddhye konta te operation korano valo?.....r apnar sathe kichu kotha bolbar ache....kothai text korbo?
@@GyandeepDasGupto5566 private এ অপারেশন করানো ভালো। প্রাইভেটের সিনিয়র ডাক্তাররা থাকেন যারা ওই মেডিকেল কলেজের প্রফেসর তারাই সিনিয়র ডাক্তার। আর জেনারেল ডাক্তাররা হলেন যাঁরা ডিগ্রী কমপ্লিট করে সবে প্র্যাকটিস করছে। না এক ডিপার্টমেন্টে দুজন আলাদা ডাক্তারকে দেখাতে পারবেন না। তবে জেনারেল ডাক্তারকে দেখানোর পর জেনারেল ডাক্তার নিজে যদি আপনাকে প্রাইভেট ডাক্তারের কাছে রেফার করে তবেই পারবেন প্রাইভেট ডাক্তার দেখাতে। আপনার কি জেনারেল অ্যাপোয়েন্টমেন্ট বুকিং হয়ে গেছে? যদি বুকিং না করে থাকেন তাহলে এখনো সময় আছে প্রাইভেটে বুকিং করে নিন। আর যদি প্রাইভেটের ডেট পেতে দেরি হচ্ছে অনলাইন এপয়েন্টমেন্ট নেওয়ার সময় তাহলে অনলাইনে না নিয়ে হসপিটালে পৌঁছে গিয়ে ক্যাশ কাউন্টার থেকে নেবেন ওখানে তাড়াতাড়ি পেয়ে যাবেন। অনলাইনে যদি জেনারেল অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে ফেলেছেন তাহলে সেটা থাক ক্যানসেল করার দরকার নেই হসপিটাল পৌঁছে গিয়ে ওখানে ট্রাই করবেন প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট ভোগ করার ক্যাশ কাউন্টার থেকে। টেক্সট এই কমেন্ট বক্সে করতে পারেন। বিশেষ ক্ষেত্রে atclub18@gmail.com এই মেইল আইডিতে ও মেইল করতে পারবেন
সঠিক জানা নেই। Tobe MRI R.s.-7000 to r.s. 10000 er modhyei thakbe. and Ct scan minimum rs. 3500 to maximum r.s. 5000 er modhey hobe mone hoi. Just approx idea. Exactly Jana nai amar
অবশ্যই পারবেন কোন অসুবিধা নেই। এখানকার 85 পার্সেন্ট পেশেন্টই তো বাংলাদেশ থেকেই আসে। না সেরকম পরিচিত কোন গাইডের খোঁজ দিতে পারবো না। গাইড অর্থাৎ দালাল। দালাল থেকে সব সময় সাবধান। যদি সাহায্যের জন্য কাউকে নিতে হয় বাড়ির পাশ থেকে পরিচিত কাউকে নিয়ে আসুন। আর যদি একান্ত কেউ না পান তাহলে সিএমসি পৌঁছে যে হোটেলে উঠবেন সেখানে বললে কোন না কোন দালালকে আপনার সঙ্গে কথা বলিয়ে দেবে। তবে দালাল ধরলেও কোন পেমেন্ট তার মাধ্যমে করাবেন না হসপিটালের সমস্ত পেমেন্ট নিজেই লাইনে দাঁড়িয়ে করবেন । দালালের কাছ থেকে শুধুমাত্র কখন কোথায় যেতে হবে শুনে নেবেন , ইংলিশ বা হিন্দিতে কথা বলতে অসুবিধা হলে তখন কথা বলার জন্য দোভাষী হিসেবে দালালের সাহায্য নিতে পারেন। তবে ভুলেও বাজার করা হোটেলের বিল মেটানো হসপিটালের পেমেন্ট করা এগুলো তাদের মাধ্যমে করাবেন না তাহলে আপনার খরচ দ্বিগুণ হয়ে যেতে পারে।
na. But apni Master health checkup korate paren বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখুন th-cam.com/video/t56YF_qE_Zw/w-d-xo.htmlsi=DuW83AX0okpwR7cf
@@ADHELPLINE ji surgery korta hoba,ai surgery er jonno five doctors ar moddha kun doctor ta best hoba?? Amar Appointment akto deri holaw problem nei but ami cachhi best doctor ar kacai sugery hota.. please ans and I am waiting for your valuable answer..
@@rimonrimon6305 শুনুন এটা কোন সিঙ্গেল ডাক্তার বাইরে চেম্বার করে দেখছেন না । সে ক্ষেত্রে না হয় বাছাবাছি করা যায় ,যে কোন ডাক্তার ভালো কোন ডাক্তার কম ভালো। কিন্তু সিএমসি, অ্যাপোলো, ব্যাঙ্গালোর মনিপাল এগুলো তো বড় বড় প্রতিষ্ঠান , এখানে ডাক্তারের নাম দেখে যেতে নেই , এখানে সঠিক ডিপার্টমেন্টে একজন সিনিয়র ডাক্তার দেখালেই হলো। সবাই ভাল ডাক্তার প্রায় একই মানের। এনাদের মধ্যে যদি আপনি No.1,No.2,No 3 এভাবে সিরিয়াল করতে চান সেটা সম্ভব না । আসলে আমরা যে ডাক্তারের কাছে উপকার পাই তাকেই মনে একি ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডাক্তার 😄 সেই জন্য অনেকের কাছেই শুনবেন যারা বাইরে চিকিৎসা করিয়ে ভালো ফল পেয়েছে তারা তাদের নিজের ডাক্তারকে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডাক্তার বলেন কেউ কিন্তু তার ডাক্তার কে নাম্বার টু বলেন না😜 । যাইহোক আপনি এই পাঁচজনের মধ্যে থেকে যেকোনো একজনকে দেখেন তাহলেই হবে সবাই ভালো।
ভাইয়া আমরা অথপএটইক বলতে মনে করি হাত পা কোমর এগুলো কে কিন্তু ওখানে সব কিছু আলাদা Dr.k.venkatesh ওনার কাছে কিছু দিন আগে আমার স্বামী পায়ে জন্য ওনাকে দেখাইছি আচ্ছা ওনার কি ঘাড় আর কোমরে দেখে আমি বাংলাদেশ থেকে বলছি ভাইয়া লিভারের জন্য আর গ্যাস্টিকের জন্য ভালো কোন ডাক্তার হবে কারণ অনেক দূরের থেকে আসবো তাই
টেস্টের কোন প্রাইভেট /জেনারেল আলাদাভাবে হয় না। আপনি ডাক্তার প্রাইভেটে দেখাতে পারেন বা ডাক্তার জেনারেল ও দেখাতে পারেন, কিন্তু সব রকম ডাক্তারের প্রেসক্রাইব করার টেস্ট এক জায়গাতেই সিরিয়াল মাহফিক হবে।
সঠিক বলতে পারছিনা, তবে R.s. - 8000 -10000 এর মতো হতে পারে। আবারো বলছি আমার সঠিকভাবে জানা নেই, অন্যান্য Hospital এ Angiogram টেস্টের যেমন খরচ তার সঙ্গে সিএমসির অন্যান্য টেস্ট এর তুলনা করে মোটামুটি এমনটাই মনে হয়।
CMC te ENT ডিপার্টমেন্টের মধ্যেও আলাদা আলাদা ইউনিট আছে যার মধ্যে কোনটা নাকের জন্য কোনটা কানের জন্য কোন টা গলার জন্য। সেজন্য পেশেন্টের বয়স এবং কি সমস্যা সেটা বললে ডাক্তারের নাম সাজেস্ট করার সুবিধা হবে।
প্রাথমিকভাবে জেনারেল মেডিসিন ডিপার্টমেন্ট দেখানোই ভালো। পরীক্ষা-নিরীক্ষার পর রোগ নির্ণয় হয়ে গেলে বিশেষ স্পেশালিটি ডিপার্টমেন্টে রেফার করে দেবে আপনাকে।
ভাই আপনার ভিডিওটা দেখে আমি খুব উপকৃত হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ
welcome
অসাধারণ তথ্যসমৃদ্ধ ভিডিও।
খুব সুন্দর ভাবে বুঝিয়ে ছেন.
Thank you
Nice information
অনেক ধন্যবাদ
দাদা কানের নার্ভের সমস্যা এর জন্য এখানে ভালো ডাক্তার এর পরামর্শ দেবেন
ENT Department
Dr. Anjali Lepcha
@@ADHELPLINE thnx dada
Dada gread 1 lever......ar head problem konsa dr.dakamo
@@badaldebnath9036 liver problem er jonno Hepatology department
& Head problem er jonno Neurology department ( তবে যদি মানসিক সমস্যা হয় সেক্ষেত্রে , psychiatry department দেখানো যেতে পারে)
Dada amar cheler type 1 diabetes. Age 13 years..or insulin chole..endocrine dept ki test kemon khoroch..ektu janaben please..okhane gelei kotodin lagbe treatment korate. .kon doctor valo private na general bolben please
@@ab-fs4jc টেস্টের খরচ খুব বেশি হবে না এগুলো তো মূলত ব্লাড টেস্ট রিলেটেড সবকিছু। আর ডাক্তার অবশ্যই প্রাইভেটে দেখাবেন প্রাইভেটে সিনিয়র ডাক্তার দেখে।
সিএমসিতে সময় একটু বেশিই লাগে, যদি আগে থেকে অনলাইনে অ্যাপয়নমেন্ট বুক করে নিতে পারেন তাহলে ধরে নিন 10-12 দিন হাতে নিয়ে যেতে হবে আপনাকে।
আর যদি আগে থেকে অ্যাপোয়েন্টমেন্ট বুক না করা থাকে ওখানে গিয়ে কাউন্টার থেকে অ্যাপয়নমেন্ট করান তাহলে আরো দুই-তিন দিন বেশি লাগবে।
What is the cost of a HIV DNA pcr test in CMC Vellore?
no idea
Khub valo idea paoa galo kintu Endocrine Department er kono test deoa nai pele janaben..
Ok
@@ADHELPLINE dada golar tumar oparation e kmn porbe koroch
Dada kidney te stone ami urology 4 ta unite ta moddhe kon ta dekhabo bujhte par6i na plz ans
j kono 1 ta unit e dakhalei hobe. Tobe jodi urology 3 er appointment available thake tahole okhane appointment nite paren , but 4 ta unit e same kaj kore , jetai appointment available setatei niye nin , no problem
@@ADHELPLINE ধন্যবাদ🙏 দাদা
Kidnir valo dactar k cmch t plz janaben ........❤
Dada knee mri rate/surgery cost lagbhag bataben ki
Knee surgery cost bolte parbo na, but MRI cost R.s.- 5000/- to R.s.- 6000/- er moto hote pare approximately
Thanks dada
Colonoscopy ebong ct enterocolysis test ki rate
eta jana nai
Kon rog hoice dhorar jonno ki test korte hobe
th-cam.com/video/t56YF_qE_Zw/w-d-xo.htmlsi=SEpbl37ghmLghHh0
এই video টি দেখুন
দাদা নমস্কার ভাল নি আমার প্রস্রবে করতে সমস্যা ইউরোলজি র কোন ডাক্তারকে দেখাব।দয়াকরে বলবেন। সুব্রত দেবনাথ।
শোনেছি এটা মিশনারি হসপিটাল।
তারপরও খরচ তুলনামূলক বেশি।
Hmm. আমি বলবো সঠিক বাজার দরে চিকিৎসা পাওয়া যায়। কম খরচে কখনোই নয়। খরচ করে নির্ভর যোগ্য চিকিৎসা নিতে পারবেন।
How many days need to get ENT doctors appointment ?
Depends on situation.Not fixed. You can check the appointment availability online . I have uploaded a guide video recording this follow the process shown in the video
th-cam.com/video/KVUSW8SpiHE/w-d-xo.htmlsi=B0X_Ya5Q2G4eNxnH
For offline appointment at cmc hospital cash counter appointment is provided on availability basis .
You can get appointment within 3-4 days , if available you can get appointment within 1day.
Dada, general or private duitatei ki test er price same? Oneke bole private er cost onek beshi!!
general hok ba private sob jaigai test er cost same .
sudhu private er Dr er appointment fee besi hoi , karon private e senior doctor ra dakhe
Thanks a lot...dada..
❤❤❤❤❤❤
Dada, TURP surgery cost kemon porbe?
sorry no idea
CMC te child der kidney biopsy & kidney jenetic test kora hoy ? Hole kharoch kato?
jana nai dada
দাদা আমি মূত্রথলির প্রদাহ/ঘা হয়েছে কোন ডাক্তার দিয়ে দেখাতে হবে বলবেন কি,দয়া করে জানাবেন।
urology, unit 1, dr. j. chandra singh
dada naruvi hospital a test and cost kmn hobe?
CMC er motoi
kidney treatment ar jonno cmc best hobe nki naruvi.
Thank u Bhai
Welcome
দাদা, আমি সিএমসি হাসপাতালে হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে চাই, এর কি ব্যবস্থা আছে, থাকলে খরচ কত পড়বে, কত দিন সময় লাগতে পারে,যদি দয়া করে জানাতেন, তাহলে খুব উপকৃত হতাম।।
sorry janai nai
Sir ,komore batha
Orthopedic na neurology doctor dekhabo
বাড়ির পাশাপাশি কোন ডাক্তারকে নিশ্চয়ই দেখিয়েছেন তিনি তো একটা ধারণা দিয়েছেন আপনাকে। ব্যথার ধরন অনুযায়ী ডাক্তাররা বুঝতে পারে সেটা কোন ডিপার্টমেন্টের সমস্যা। তাই যদি লোকাল ডাক্তারের কাছে একবার শুনে নিতে পারেন ভালো হয় আর যদি সরাসরি সিএমসি গিয়ে ডাক্তার দেখান তাহলে আমি বলব অর্থোপেডিক দিয়ে শুরু করুন কেননা নিউরোলজির অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু অনেক দেরি হয় অনলাইন নিউরোলজি ডিপার্টমেন্টের সিনিয়র ডাক্তারের ( প্রাইভেট ) এপয়েন্টমেন্ট বুক করলে তিন মাস আগে বুক করে রাখতে হবে আপনাকে নিউরোলজি ডিপার্টমেন্টে ভীর খুব বেশি।
Sir spine surgery te Kota taka lage
no idea
Dada, amr L5/S1 PLID hoice, etar jonne cmc vlo hobe nki onno kothao vlo hobe plz bolben?
NIMHANS or CMC VELLORE je kono ta te jete paren .
Apni appolle te Jan vlo hobe
আমার ভাই এর গ্যাস্ট্রোএনট্রোলোজিতে সমস্যা সিএমসি তে কোন ডাক্তার দেখালে ভালো হবে?
দয়া করে যানাবেন দাদা
Gastroenterology
: A.J.Joseph, MD, DM (Gastro)
: Amit Kumar Dutta, MD, DM (Gastro)
: Anoop John, MD., DM (Gastro)
: Ebby George Simon, MD., DM(Gastro)
: Rajeeb Jaleel, MD., DM(Gastro)
: Ajith Thomas, MD, DM(Gastro)
Amit Kumar Dutta er appointment pele dekhate paren , bangali dr.
Psoriasis arthritis(Rheumotology Department) er jonno test cost kamon?
এই ভিডিওর 06:07 সময়ে আমি একজন Rheumatology ডিপার্টমেন্টের রোগীর বিভিন্ন টেস্টের খরচা দেখিয়েছি। আপনি ভিডিওর 6 মিনিট 7 সেকেন্ড সময়ের পর থেকে দেখুন।
আর ব্যক্তি ভেদের চিকিৎসার খরচ বা টেস্টের খরচ ও আলাদা হয়। এই টেস্ট গুলোর মধ্যে ডাক্তার আপনাকে কোন গুলো করতে দেবে সেটা তো আমার জানা নেই। তবু ভিডিওর ছয় মিনিট সাত সেকেন্ডের সময় দেখুন সেখানে এই রোগের সঙ্গে সম্পর্কযুক্ত টেস্টের খরচ লেখা আছে।
ভাই ব্লাড টেস্টের রিপোর্ট আসতে কত দিন লাগে।
আর সেখানে রুম বারা কত টাকা করে প্রতিদিন আসে দয়া করে জানাবেন।
ব্লাড টেস্টের রিপোর্ট তো যেদিন স্যাম্পল সাবমিট করবেন সেদিন সন্ধ্যের মধ্যেই রেডি হয়ে যায় এবং সেটা হসপিটালের অনলাইন সার্ভারে অর্থাৎ ডাক্তারের কম্পিউটারে চলে যায় সেই রিপোর্ট আপনাকে আলাদাভাবে আগেই দেওয়া হবে না নেক্সট দিন যেদিন আপনি ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার আপনার পেশেন্ট আইডি দিয়ে অনলাইনে যখন সার্চ করবে সেই কম্পিউটারে ডাক্তার আপনার ব্লাড রিপোর্ট বা অন্যান্য সব রিপোর্ট দেখতে পাবে। তবে আপনি যদি এই রিপোর্টগুলো প্রিন্টেড আকারে হার্ড কপি চান তাহলে যেদিন ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবেন তার আগে ডাক্তারকে বলবেন যে আপনার একটা মেডিকেল রিপোর্ট দরকার তারপর ডাক্তার ইস্যু করে দেবে এবং আপনাকে ১৮০ টাকা কাউন্টারে জমা করে তারপর মেডিকেল রিপোর্ট নিতে হবে সেই রিপোর্টে যতরকম টেস্ট হয়েছে সবগুলো রিপোর্ট সেখানে লেখা থাকবে।
@@ADHELPLINE ধন্যবাদ ভাই
@@ADHELPLINE আমি বাংলাদেশ থেকে যাব ভাই কত দিন থাকতে হবে হাসপাতালে এবং হোস্টেলের রুম ভাড়া কত টাকা করে প্রতি দিন আসবে জানালে উপকৃত হতাম।
th-cam.com/video/SY09LR0x0i0/w-d-xo.htmlsi=08MFmFjnZ47FsyZ_
@@jisantvsylhet th-cam.com/video/SY09LR0x0i0/w-d-xo.htmlsi=08MFmFjnZ47FsyZ_
হাত পা কাঁপে,হাত পা কাঁপানোর ট্রিটমেন্ট কোন বিভাগে নিলে ভালো হবে জানাবেন প্লিজ
Neurology ( Neuro medicine)
Bhai amar ibs problem ache Kolkata te onek doctor dakhalm . Fortis hospital appollo hospital but kono upokar paini. Endoscopy , MRCP , ultrasonography , aro onek blood test korachi but doctor diya kono upokar pachina. Ami jodi jai .CMS a kamon korcha hone bolle khub bhalo hoy. Amar age 30 ami khub kosto pachi. Aktu help korle khub bhalo hoy
রোগ নির্ণয়ের জন্য খরচা খুব একটা বেশি হবে না ডক্টরের ফি সিনিয়র ডক্টর দেখালে প্রথমবার ৯০০ টাকা , টেস্ট করানোর পর পরবর্তী রিপিট এপয়েন্টমেন্ট এর জন্য প্রত্যেকবার ৩৫০ টাকা। শুরু থেকে শেষ পর্যন্ত ডাক্তারের কাছে আপনাকে ম্যাক্সিমাম দুবার থেকে তিনবার যেতে হবে। 900+350. এছাড়া টেস্টের খরচ রিজনেবল খুব বেশি খরচ হবে না। বিভিন্ন টেস্টের খরচ কি রকম সেটা জানার জন্য একটা ভিডিও লিংক দিলাম এটা দেখে নিন : th-cam.com/video/Sde3AxOfjdg/w-d-xo.htmlsi=jnu3ILXNqCncJEo9
এছাড়া যে হোটেল বা লজে থাকবেন তার ভাড়া, খাওয়া খরচা যাতায়াত ইত্যাদি নিজেদের সুবিধামতো করে নিতে হবে । বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন th-cam.com/video/SY09LR0x0i0/w-d-xo.htmlsi=hf43LrZzovfcoo1e
যাতায়াত থাকা-খাওয়া ইত্যাদির খরচ এর হিসাব দেওয়া সম্ভব নয় কেননা আপনারা কতজন যাবেন কোথা থেকে যাবেন তার ওপর নির্ভর করছে।
আমি আপনাকে বলতে পারি শুধুমাত্র ডাক্তার দেখানো এবং টেস্ট পারপাসে রোগ নির্ণয় পর্যন্ত আপনার ম্যাক্সিমাম ২০-২৫ হাজার টাকার মত লাগতে পারে।( এটা কিন্তু শুধুমাত্র হসপিটালে পেমেন্ট করতে হবে যেটা সেই হিসাবটা দিলাম এর মধ্যে অন্যান্য কোন খরচ ধরবেন না সেগুলো একদম আলাদা)
একবার আসল রোগ নির্ণয় হয়ে গেলে কি পদ্ধতিতে ট্রিটমেন্ট হবে তার উপর পরবর্তী খরচ নির্ভর করবে।
যদি medicine দিয়ে সেরে যায় তাহলে খরচ কম হবে আর যদি সার্জারির প্রয়োজন হয় সেক্ষেত্রে খরচ বেশি হবে।
Amioo IBS er problem a praii 6 months suffer korechii ... onk medicine kheyechi but amar experience a bole je IBS ta puro lifestyle disease....so besii stress niben naa, Nijeke kaajer maddhome busy rakhun and dekhun je ki khele Problem taa besi hocche...jmon amar khettre Aata ba moida jatyio jinis khele hocchilo ...so oii guloke totally bondo kore diyechilam 6 months and now I am completely fine and sob kichu khaii ....
Blood canser এর চিকিৎসা কেমন সিএমসিতে????
amar dharona nai.
DOCTOR LIST
Radiation Oncology 1
: Thomas Samuel Ram, MD, MBA (HHSM)
: Jeba Karunya Rami Reddy, DMRT, MD
: Arvind S, MD, DNB
: Neenu Oliver John, MD, DNB
Radiation Oncology 2
: Simon Pavamani, MD
: Subhashini John, DMRT, MD, MAMS
: Rajesh I, DMRT, MD
: Balukrishna S., DMRT, MD, DNB
: Manu Mathew, MD
Radiation Oncology 3
: Selvamani, MD, DNB
: Rajesh B, MD, DNB
: Patricia Solomon, DMRT, MD
: Anjana Joel, DM
: Ajoy Oommen John, MD
Dada full body checkup koto taka
th-cam.com/video/t56YF_qE_Zw/w-d-xo.htmlsi=RCQ9JAqht0FVaROX
এই ভিডিওতে সব তথ্য পেয়ে যাবেন। যেত ভিডিওটা কিছুদিন পুরনো তাই খরচটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। Normal ta 4000, Ar Advance ta 9000
Thired tumar er titment er koroc koto
Idea nai Bhai .
Ami West bengal Asansol theke bolchi..... Amar age 29 years....4 bar AIG Hyderabad theke treatment koriye esechi.....but dr thik korte pareni.....ekhon amar GALLBLADDER POLYP dhora poreche plus Joundice hoye gache r dr bolche operation korte.....tai appollo chennai naki cmc vellore kothai jaowa valo.....ami cmc te general e booking pacchi.....to ki korbo sir bhujte parchi na....tar sathe Joundice o komche na .....
Ami 2 ta alada hospital er modhye compare kore konta No.1 konta No.2 seta bolte parbo na. 2 tai khub bhalo hospital. Apni j kono tai jete paren.
Tobe apni jodi CMC VELLORE nije theke jaben bole decide koren , tokhon apnar kichu janar thakle comment korun.
Jehetu apnar life er bepar so decided apnakei korte hobe.
Ami joto ta jani Apollo te time Kom Lage but taka besi khoroch hoi.
CMC Vellore e time besi Lage , taka tulona muko vabe kom lage.
@@ADHELPLINE Thank u sir.... Apni thik e bolechen.....ami jodi cmc ranipet e general e book kori tahole approx koto din lagte pare?
@@GyandeepDasGupto5566 ultrasound korate date Pete ektu deri hobe , Dr. dakhanor por theke puro operation complete hote pray 15 -20 din lagte pare. Asole operation er jonno hoito sudhu 2 din admit thakte hobe apnake ,
Kintu main time ta jabe ultrasound and operation er date Pete. Karok patient er khub vir thakai date poar jonno ektu deri hoi , Tobe seta sudhu ultrasound & operation date Pete ,
Onno kaj gulo taratari hoye jai
@@ADHELPLINE Thank u sir....onek ta help korlen sir......r ekta kotha sir okhane ami same department e two dr dekhate pari?....general r private er moddhye konta te operation korano valo?.....r apnar sathe kichu kotha bolbar ache....kothai text korbo?
@@GyandeepDasGupto5566 private এ অপারেশন করানো ভালো। প্রাইভেটের সিনিয়র ডাক্তাররা থাকেন যারা ওই মেডিকেল কলেজের প্রফেসর তারাই সিনিয়র ডাক্তার।
আর জেনারেল ডাক্তাররা হলেন যাঁরা ডিগ্রী কমপ্লিট করে সবে প্র্যাকটিস করছে।
না এক ডিপার্টমেন্টে দুজন আলাদা ডাক্তারকে দেখাতে পারবেন না। তবে জেনারেল ডাক্তারকে দেখানোর পর জেনারেল ডাক্তার নিজে যদি আপনাকে প্রাইভেট ডাক্তারের কাছে রেফার করে তবেই পারবেন প্রাইভেট ডাক্তার দেখাতে।
আপনার কি জেনারেল অ্যাপোয়েন্টমেন্ট বুকিং হয়ে গেছে?
যদি বুকিং না করে থাকেন তাহলে এখনো সময় আছে প্রাইভেটে বুকিং করে নিন।
আর যদি প্রাইভেটের ডেট পেতে দেরি হচ্ছে অনলাইন এপয়েন্টমেন্ট নেওয়ার সময় তাহলে অনলাইনে না নিয়ে হসপিটালে পৌঁছে গিয়ে ক্যাশ কাউন্টার থেকে নেবেন ওখানে তাড়াতাড়ি পেয়ে যাবেন।
অনলাইনে যদি জেনারেল অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে ফেলেছেন তাহলে সেটা থাক ক্যানসেল করার দরকার নেই হসপিটাল পৌঁছে গিয়ে ওখানে ট্রাই করবেন প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট ভোগ করার ক্যাশ কাউন্টার থেকে।
টেক্সট এই কমেন্ট বক্সে করতে পারেন।
বিশেষ ক্ষেত্রে atclub18@gmail.com
এই মেইল আইডিতে ও মেইল করতে পারবেন
দাদা Lumber Spine এর MRI এবং City Scan করতে কতো খরচ পরবে ?
সঠিক জানা নেই। Tobe MRI R.s.-7000 to r.s. 10000 er modhyei thakbe.
and Ct scan minimum rs. 3500 to maximum r.s. 5000 er modhey hobe mone hoi.
Just approx idea. Exactly Jana nai amar
দাদা নমস্কার আমি বাংলাদেশ থেকে,
দাদা আমরা একেবারে নতুন আমরা কি ওখানে গিয়ে চিকিৎসা নিতে পারব,
দাদা আপনার জানামতে কোন গাইড পাওয়া যাবে কি
অবশ্যই পারবেন কোন অসুবিধা নেই। এখানকার 85 পার্সেন্ট পেশেন্টই তো বাংলাদেশ থেকেই আসে। না সেরকম পরিচিত কোন গাইডের খোঁজ দিতে পারবো না। গাইড অর্থাৎ দালাল। দালাল থেকে সব সময় সাবধান। যদি সাহায্যের জন্য কাউকে নিতে হয় বাড়ির পাশ থেকে পরিচিত কাউকে নিয়ে আসুন। আর যদি একান্ত কেউ না পান তাহলে সিএমসি পৌঁছে যে হোটেলে উঠবেন সেখানে বললে কোন না কোন দালালকে আপনার সঙ্গে কথা বলিয়ে দেবে।
তবে দালাল ধরলেও কোন পেমেন্ট তার মাধ্যমে করাবেন না হসপিটালের সমস্ত পেমেন্ট নিজেই লাইনে দাঁড়িয়ে করবেন ।
দালালের কাছ থেকে শুধুমাত্র কখন কোথায় যেতে হবে শুনে নেবেন , ইংলিশ বা হিন্দিতে কথা বলতে অসুবিধা হলে তখন কথা বলার জন্য দোভাষী হিসেবে দালালের সাহায্য নিতে পারেন।
তবে ভুলেও বাজার করা হোটেলের বিল মেটানো হসপিটালের পেমেন্ট করা এগুলো তাদের মাধ্যমে করাবেন না তাহলে আপনার খরচ দ্বিগুণ হয়ে যেতে পারে।
দাদা লাইপমা টেস্ট কত হবে
Doctor na likhle ki test kora hoyna?
na. But apni Master health checkup korate paren বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখুন th-cam.com/video/t56YF_qE_Zw/w-d-xo.htmlsi=DuW83AX0okpwR7cf
Apollo Hospitals er test price gulo eivabe dhekte parle help hoto
Khub expensive MRI 50000 rupees,X Ray 1000 bahut ache...
Kolkata theke rest charges besi.high
Brain MRI er Price
R.s.- 8000/- to R.s.- 8500/-
Dada MRI full spine er kharog kmn hote pare any idea ?
no Idea. Brain MRI 9K-10K lage. Spine er 5a jana nai amar.
11000
Ha dada ami gachilm ghure chole eschi
Spine problem ar jonno best doctor ka cmc ta?? Spine ar treatment jonno kamon cmc hospital??
Valo hobe
Surgery korte hobe ki ? Tahole ai department e dakhan
Spinal Disorders (SPINE)
: K.Venkatesh, D.Orth., Dip.N.B.Orth.
: Kenny S.David, M.S. Orth., F.A.C.S
: Rohit Amritanand, M.S.Orth., MAMS, FACS
: S.V.Justin Arockiaraj, D.Orth,M.S.Orth,
DNB Orth. PGDHA
@@ADHELPLINE ji surgery korta hoba,ai surgery er jonno five doctors ar moddha kun doctor ta best hoba?? Amar Appointment akto deri holaw problem nei but ami cachhi best doctor ar kacai sugery hota.. please ans and I am waiting for your valuable answer..
@@rimonrimon6305 শুনুন এটা কোন সিঙ্গেল ডাক্তার বাইরে চেম্বার করে দেখছেন না । সে ক্ষেত্রে না হয় বাছাবাছি করা যায় ,যে কোন ডাক্তার ভালো কোন ডাক্তার কম ভালো।
কিন্তু সিএমসি, অ্যাপোলো, ব্যাঙ্গালোর মনিপাল এগুলো তো বড় বড় প্রতিষ্ঠান ,
এখানে ডাক্তারের নাম দেখে যেতে নেই , এখানে সঠিক ডিপার্টমেন্টে একজন সিনিয়র ডাক্তার দেখালেই হলো।
সবাই ভাল ডাক্তার প্রায় একই মানের।
এনাদের মধ্যে যদি আপনি No.1,No.2,No 3 এভাবে সিরিয়াল করতে চান সেটা সম্ভব না ।
আসলে আমরা যে ডাক্তারের কাছে উপকার পাই তাকেই মনে একি ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডাক্তার 😄
সেই জন্য অনেকের কাছেই শুনবেন যারা বাইরে চিকিৎসা করিয়ে ভালো ফল পেয়েছে তারা তাদের নিজের ডাক্তারকে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডাক্তার বলেন কেউ কিন্তু তার ডাক্তার কে নাম্বার টু বলেন না😜 ।
যাইহোক আপনি এই পাঁচজনের মধ্যে থেকে যেকোনো একজনকে দেখেন তাহলেই হবে সবাই ভালো।
ভাইয়া আমরা অথপএটইক বলতে মনে করি হাত পা কোমর এগুলো কে কিন্তু ওখানে সব কিছু আলাদা Dr.k.venkatesh ওনার কাছে কিছু দিন আগে আমার স্বামী পায়ে জন্য ওনাকে দেখাইছি আচ্ছা ওনার কি ঘাড় আর কোমরে দেখে আমি বাংলাদেশ থেকে বলছি ভাইয়া লিভারের জন্য আর গ্যাস্টিকের জন্য ভালো কোন ডাক্তার হবে কারণ অনেক দূরের থেকে আসবো তাই
Mri koto ligament sere gese
Ligament chirle ki MRI korte dei ? Choto area er ( jemon knee) korte
6-8 thousand hote pare (may be)
২০২০ পর সিএমসি তে টেস্ট, ডাঃ অপারেশন খরচ বেড়ে গেছে।।।
চিকিৎসার কোয়ালিটি কেমন আছে ?
ভাই শিশুদের হার্টের বিভিন্নধরনের সারর্জি করতে কত খরচ তার একটা তালিকা দেবেন প্লিজ। তার সাথে এনজিওগ্রাম করতে কত খরচ হয়?
Vai ei rokom kono talika Amar kache nai.
আবাল নাকি????
@@একাকীযোদ্ধা বাজে ভাষা ব্যবহার করলেন কেন?
@@ADHELPLINE
আচ্ছা এবার থেকে সংস্কৃত ভাষা ব্যবহার করবো
ফুল বডি এম আর আই করাতে কতো টাকা লাগবে জানাবেন।
eta jana nai . idea te mone hoi 15-20k hote pare, but not sure
ভাই ২৪সাল একই খরচ কি
@@shorifulislamsarkar overall খরচ 5% বেড়ে গেছে আমার মনে হয়
HBV DNA TEST PRICE ta ektu bolbn
Eta jana nai amar
ভাই আমি বাংলাদেশথেকে। ভাই সি এম সি হাসপাতালে পি এল আই ডি অপারেশনে কত খরচ হতে পারে তার একটা ভিডিও হলে উপকার হত
খরচ জানা নেই।
Test ki private korate parbo
টেস্টের কোন প্রাইভেট /জেনারেল আলাদাভাবে হয় না। আপনি ডাক্তার প্রাইভেটে দেখাতে পারেন বা ডাক্তার জেনারেল ও দেখাতে পারেন,
কিন্তু সব রকম ডাক্তারের প্রেসক্রাইব করার টেস্ট এক জায়গাতেই সিরিয়াল মাহফিক হবে।
@@ADHELPLINE JEYASHANTH RIJU J. HEAD AND NECK CANCER Unake appointment diyeche and visit 800 taka rekeche to eta ki private or general doctor
@@subhajitdas2310 800 hole Private
CMC তে আমি লিভারের ডাক্তার দেখাতে চাই। কোন ডাক্তার কে দেখাবো।
Hepatology Department
: C.E.Eapen, MD, DM
: Uday George Zachariah, MD, DM
: Ashish Goel, MD, DM
dada,
AIIMS Hospital niya akta video den
Vai ami Jai nai okhane.
আমার এলার্জি আছে কি ডিপাটমেন হবে
Pulmonary medicine
Dr. DJ Christopher
@@ADHELPLINE Thanks
ভালো একটা ফার্টিলিটি ডাক্তার এর নাম বলবেন
Reproductive Medicine and Surgery : Aleyamma T.K., MD, DGO, DNB,
Fellowship (Reproductive Medicine)
: Mohan S Kamath, MS, DNB,
Fellowship(Reproductive Medicine)
: Treasa Joseph, M.S Fellowship
(Reproductive Medicine)
ভাই আমার কানের সমস্যা। কানে কম শুনি এবং ফসফস শব্দ হয়। একজন ভালো ডাক্তারের নাম বলেন এবং কেমন খরচ হবে প্লিজ বলেন।
Broncos copy koto taka
Eta jana nei
দাদা সিএমসিতে এনজিওগ্রাম কত টাকা লাগবে
সঠিক বলতে পারছিনা, তবে R.s. - 8000 -10000 এর মতো হতে পারে। আবারো বলছি আমার সঠিকভাবে জানা নেই, অন্যান্য Hospital এ Angiogram টেস্টের যেমন খরচ তার সঙ্গে সিএমসির অন্যান্য টেস্ট এর তুলনা করে মোটামুটি এমনটাই মনে হয়।
দাদা এখানে ভাস্কুলার সার্জারী খরচ কত হতে পারে।।
sothik bolte parlam na vai. আর না জেনে অনুমানের ভিত্তিতে বলাও ঠিক না।
Hello brother
@@badaldebnath9036 hi
Ent Jonno Valo akta doctor name bolen CMC hospital
CMC te ENT ডিপার্টমেন্টের মধ্যেও আলাদা আলাদা ইউনিট আছে যার মধ্যে কোনটা নাকের জন্য কোনটা কানের জন্য কোন টা গলার জন্য।
সেজন্য পেশেন্টের বয়স এবং কি সমস্যা সেটা বললে ডাক্তারের নাম সাজেস্ট করার সুবিধা হবে।
ভাই এফএনএসসি টেস্ট এর খরচ কত?
Jana nai
দাদা আমার দুটো হাত চিকন হয়ে শক্তি কমে যাচ্ছে, শরীর স্বাস্থ্য কমে যাচ্ছে cmc তে কোন ডাক্তার দেখাব বলবেন
প্রাথমিকভাবে জেনারেল মেডিসিন ডিপার্টমেন্ট দেখানোই ভালো। পরীক্ষা-নিরীক্ষার পর রোগ নির্ণয় হয়ে গেলে বিশেষ স্পেশালিটি ডিপার্টমেন্টে রেফার করে দেবে আপনাকে।
@@ADHELPLINE দাদা আমি আমার কাকু তো নিউরোসার্জারি ডাক্টার জেনা জোসেফ এর এ্যাপোয়ন্টমেন্ট নিছে উনি কি পারবেন
Apnar nmbr ta ami kivabe pabo ami onek bipode aci...plz nmbr diben
sorry no mobile number. only email
id :- atclub.18@gmail.com
Vi please apner cantact numberta den
Please Bhai number ta send kr
email id;- atclub.18@gmail.com
Vi please apner cantact numberta den
Vi please apner cantact numberta den
Sorry, kono question thakle ekhane comment korun , noi to email korun - atclub18@gmail.com
Vi please apner cantact numberta den
Vi please apner cantact numberta den
Vi please apner cantact numberta den