হ্যাঁ অবশ্যই বলব। তাহলে শোনো। যদি তুমি উচ্চমাধ্যমিক -এর পর ল পড়তে চাও তাহলে সেটা হবে ৫বছর -এর কোর্স। সেটাকে বলে B.L.L.B আর যদি তুমি কলেজ পাশ করে ল পড়তে চাও তাহলে সেটা কে বলে L.L.B. সেটা ৩ বছর -এর কোর্স। কিন্তু Law পড়তে চাইলে তোমাকে উচ্চমাধ্যমিক -এ ৪৫% পেতে হবে।আর ল তুমি সাইন্স, আর্টস অ্যান্ড কমার্স যেকোনো শাখা -এর স্টুডেন্ট হলেই পড়তে পারবে।আর International Law পড়তে চাইলে তোমাকে AILET joint exam entrance দিতে হবে। আরও নতুন নতুন videoআমার এই channel এ সকলে পাবেন।
হ্যাঁ অবশ্যই বলব। তাহলে শোনো। যদি তুমি উচ্চমাধ্যমিক -এর পর ল পড়তে চাও তাহলে সেটা হবে ৫বছর -এর কোর্স। সেটাকে বলে B.L.L.B
আর যদি তুমি কলেজ পাশ করে ল পড়তে চাও তাহলে সেটা কে বলে L.L.B. সেটা ৩ বছর -এর কোর্স। কিন্তু Law পড়তে চাইলে তোমাকে উচ্চমাধ্যমিক -এ ৪৫% পেতে হবে।আর ল তুমি সাইন্স, আর্টস অ্যান্ড কমার্স যেকোনো শাখা -এর স্টুডেন্ট হলেই পড়তে পারবে।আর International Law পড়তে চাইলে তোমাকে AILET joint exam entrance দিতে হবে।
আরও নতুন নতুন videoআমার এই channel এ সকলে পাবেন।
যদি টুয়েলভ এর পর ল নিয়ে পড়ি তাহলে কিভাবে কি করতে হবে একটু যদি বলতেন তাহলে খুব ভালো হতো