আপনি মে জুন মাসে যেতে পারেন, ওইসময় সবুজ উপত্যকা পাবেন। সেপ্টেম্বর আর অক্টোবরের প্রথম সপ্তাহেও আপনি সবুজ উপত্যকা পাবেন। বর্ষার পরের সবুজ অসাধারণ হয়ে ওঠে। এর পর থেকে ঘাসের রং নস্ট হতে শুরু করে।
আপনি যখন phase 1 এর টিকিট কাটবেন তখন Gulmarg থেকে Kongdori যাওয়া আসা দুটোই একসাথে এক টিকিটে এক ভাড়াতেই নেওয়া থাকে। আর যদি phase 2 যান তবেও টিকিট আগেই কেটে নিতে হবে এবং এই টিকিটে Kongdori থেকে Apharwat পর্যন্ত যাওয়া আসা দুটোই থাকে। Phase 1 গন্ডলা থেকে নেমে phase 2 তে যাওয়ার জন্য আলাদা গন্ডলা ব্যবহার করতে হয় তেমনি নামার ক্ষেত্রেও তাই।
হ্যাঁ শুরুতেই দুটো phase এর up এবং Down এর টিকিট কেটে নেওয়া যায়। Phase 2 এর টিকিট কাটার আগে phase 1 এর টিকিট কাটতে হবে। শুধু up বা শুধু Down এর টিকিট দেওয়া হয় না।
আপনি মে জুন মাসে যেতে পারেন, ওইসময় সবুজ উপত্যকা পাবেন। সেপ্টেম্বর আর অক্টোবরের প্রথম সপ্তাহেও আপনি সবুজ উপত্যকা পাবেন। বর্ষার পরের সবুজ অসাধারণ হয়ে ওঠে। এর পর থেকে ঘাসের রং নস্ট হতে শুরু করে।
২০২৩ সালে স্পটে অফলাইনে গন্ডলা এর টিকিট পাওয়া যায় নি এবং আমার কাছে যে টুকু তথ্য আছে সে অনুযায়ী পরিস্থিতি একইরকম আছে। তাই স্পটে টিকিট পাওয়ার সম্ভবনা খুব কম।
আমি যদি ফেজ 2 তে যাওয়ায় টিকেট কাটি, আমাকে কি ফেজ 1 এ গন্ডোলা থেকে নামতে দেওয়া হবে? এবং ফেজ ওয়ান বা 2 যেটাতে যাই আমি, আমাকে কতক্ষণ সেখানে থাকতে দেওয়া হবে? সেটার কি নির্দিষ্ট কোন সময় আছে? আর তাছাড়া আপনি যেটা বললেন ১০১০ টাকা ফেজ 2 তে যেতে খরচ পড়ে, এটা কি টাকা নাকি রুপি ? প্লিজ রিপ্লাই করবেন। বাংলাদেশ থেকে বলছিলাম, ধন্যবাদ।
আপনাকে ফেজ ১ এবং ফেজ ২ দুটি আলাদা টিকিট কাটতে হবে। ফেজ ২ তে যেতে গেলে আপনাকে ফেজ ১ এ অবশ্যই নামতে হবে, সরাসরি ফেজ ২ তে যাওয়া যায় না। ফেজ ১ আপনি আপনার প্রয়োজন মতো সময় কাটাতে পারবেন, তবে মাথায় রাখবেন প্রতিবার গন্ডলাতে উঠতে বেশ লম্বা লাইন পড়বে এবং বেশ খানিকটা সময় নষ্ট হবে। খরচের সমস্ত কিছু ভারতীয় টাকা ( Indian Rupees ) তে বলা হয়েছে। ভালো থাকবেন। আশা রাখবো আপনার কাশ্মীর সফর স্মরণীয় হয়ে থাকবে ।
আপনি শুধুমাত্র ফেজ ২ এর টিকিট কাটতে পারবেন তবে সেটি অর্থহীন হবে কারণ ফেজ ১ না উঠে ফেজ ২ তে যেতে পারবেন না, টিকিট কাটার সময় আগে আপনাকে self declaration দিতে হবে যে আপনার কাছে ওই দিন এর ফেজ ১ এর বৈধ টিকিট আছে। ফেজ ২ তে যেতে গেলে আপনাকে ফেজ ১ এবং ফেজ ২ দুটি টিকিট ই কাটতে হবে। ভালো থাকবেন।
@@BohemianTraveller0 আমি যদি শুধু ফেজ 1 এর টিকেট অনলাইন থেকো কেটে যাই এবং যাওয়ার পর আমার মনে হলো যে এখানে ভালো স্নো নেই আমি পেজ 2 তে যেতে চাই তাহলে কি আমি সেখান থেকে অফলাইনে সরাসরি টিকেট কেটে ফেজ 2 তে যেতে পারব? অনেক ধন্যবাদ আপনাকে।
এপ্রিলের প্রথম দু সপ্তাহে তো অবশ্যই পাবেন। সাধারণত পুরো এপ্রিলে বরফ থাকে ফার্স্ট ফেজে। তারপর গেলে বরফের জন্য সেকেন্ড ফেজ যেতে হবে। আমরা গুলমার্গ গিয়েছিলাম 30 th April, 2023. তখন কিন্তু প্রচুর বরফ পেয়েছিলাম ফার্স্ট ফেজেই আর তাই সেকেন্ড ফেজে খুব কম লোকই ছিল।
Gondola ride আপনাকে online booking করতে হবে। Offline করোনা মহামারীর পর চালু হয় নি। Google এ প্রথমে লিখুন Gondola Ride Booking. এরপর বেশ কিছু page খুলে যাবে। একদম প্রথমেই থাকে www.jammukashmircablecar.com/ এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রবেশ করলে দেখবেন লেখা আছে GULMARG GONDOLA RIDE BOOK NOW RESEND TICKET CANCEL TICKET আপনি BOOK NOW তে click করবেন। এরপর select route আসবে । আপনি দুটি ফেজ যেতে চাইলেও প্রথমে phase 1 ( Gulmarg - Kongdori ) Two Way Ticket ক্লিক করতে হবে। এরপর Date open হবে। আপনি আপনার নির্দিষ্ট দিন select করে নেবেন। তারপর Visit time open হবে। এক্ষেত্রে আমার মতে best হলো 11:15 pm to 1:15 pm (slot 2 ), আগে লাইনে দাঁড়ালেও কোনো problem হতে দেখিনি। এরপর proceed to next করে পরের পেজে গিয়ে আপনার Nationality, Visitors Name, Mobile number, Email id, দেবেন, একের বেশি visitor হলে add visitor করবেন। তারপর I am not a Robot এ ক্লিক করে proceed to pay তে গিয়ে payment করলে, আপনার email id তে mail চলে আসবে। এরপর যদি second phase টিকিটও কাটতে চান তবে আবার প্রথমে এসে phase 2 টিকিট কাটতে হবে। শুধুমাত্র phase 2 টিকিট কাটা যাবে না।
দেখুন আগে তিন মাস আগেও টিকিট কাটা যেত, কিন্তু বর্তমানে টাইম লিমিট বেঁধে দেওয়া আছে, যেমন আপনি যদি 10 th July গন্ডলা রাইড করতে চান সেই টিকিট আজ 16th May, 4 pm থেকে কাটতে পারবেন। চেষ্টা করুন প্লানিং এর সাথে মিলিয়ে ওপেনিং ডেট দেখে কেটে নেওয়ার।
Awesome
Thank you
Very informative.... Like the details...
Thank you for your appreciation.
ধন্যবাদ, আপনার ভিডিও গুলো বেশ উপভোগ্য। গোন্ডোলা রাইডের টিকেট পাওয়ার উপায় কি?
ভিডিও গুলো ভালো লেগেছে জেনে সত্যি বেশ ভালো লাগলো।
গন্ডলা রাইডের টিকিট অনলাইনে কাটতে হবে এবং একটু আগে কেটে নিতে হবে, নাহলে টিকিট পাওয়ার সম্ভবনা কমবে।
Green valy dekte hole kon mase jete hobe
আপনি মে জুন মাসে যেতে পারেন, ওইসময় সবুজ উপত্যকা পাবেন। সেপ্টেম্বর আর অক্টোবরের প্রথম সপ্তাহেও আপনি সবুজ উপত্যকা পাবেন। বর্ষার পরের সবুজ অসাধারণ হয়ে ওঠে। এর পর থেকে ঘাসের রং নস্ট হতে শুরু করে।
Ekdinei jodi ami jammu theke srinagar theke soja gulmarg chole jai khub asubidha hobe ki??
প্রবলেম তো একটু হবে, জম্মু থেকে শ্রীনগর জার্নি বেশ লম্বা, তারপর আরও দু ঘন্টা জার্নি বেশ ক্লান্তিকর হবে। তবে সকাল সকাল জম্মু থেকে বের হলে অবশ্যই সম্ভব।
Neme asar jonneo ki phase 2 theke ticket katte hobe?
আপনি যখন phase 1 এর টিকিট কাটবেন তখন Gulmarg থেকে Kongdori যাওয়া আসা দুটোই একসাথে এক টিকিটে এক ভাড়াতেই নেওয়া থাকে। আর যদি phase 2 যান তবেও টিকিট আগেই কেটে নিতে হবে এবং এই টিকিটে Kongdori থেকে Apharwat পর্যন্ত যাওয়া আসা দুটোই থাকে। Phase 1 গন্ডলা থেকে নেমে phase 2 তে যাওয়ার জন্য আলাদা গন্ডলা ব্যবহার করতে হয় তেমনি নামার ক্ষেত্রেও তাই।
Mane shurutei duto phase er up an down ticket kete news Jay,?
হ্যাঁ শুরুতেই দুটো phase এর up এবং Down এর টিকিট কেটে নেওয়া যায়। Phase 2 এর টিকিট কাটার আগে phase 1 এর টিকিট কাটতে হবে। শুধু up বা শুধু Down এর টিকিট দেওয়া হয় না।
@@BohemianTraveller0 achcha.. Upokrito holam
ধন্যবাদ, ভালো থাকবেন।
Kon somoy greenary pabo besi ??
আপনি মে জুন মাসে যেতে পারেন, ওইসময় সবুজ উপত্যকা পাবেন। সেপ্টেম্বর আর অক্টোবরের প্রথম সপ্তাহেও আপনি সবুজ উপত্যকা পাবেন। বর্ষার পরের সবুজ অসাধারণ হয়ে ওঠে। এর পর থেকে ঘাসের রং নস্ট হতে শুরু করে।
Ami 2024 1 week gondola ride ticket pachi na, spot a ki pabo?
২০২৩ সালে স্পটে অফলাইনে গন্ডলা এর টিকিট পাওয়া যায় নি এবং আমার কাছে যে টুকু তথ্য আছে সে অনুযায়ী পরিস্থিতি একইরকম আছে। তাই স্পটে টিকিট পাওয়ার সম্ভবনা খুব কম।
আমি যদি ফেজ 2 তে যাওয়ায় টিকেট কাটি, আমাকে কি ফেজ 1 এ গন্ডোলা থেকে নামতে দেওয়া হবে? এবং ফেজ ওয়ান বা 2 যেটাতে যাই আমি, আমাকে কতক্ষণ সেখানে থাকতে দেওয়া হবে? সেটার কি নির্দিষ্ট কোন সময় আছে?
আর তাছাড়া আপনি যেটা বললেন ১০১০ টাকা ফেজ 2 তে যেতে খরচ পড়ে, এটা কি টাকা নাকি রুপি ?
প্লিজ রিপ্লাই করবেন।
বাংলাদেশ থেকে বলছিলাম, ধন্যবাদ।
আপনাকে ফেজ ১ এবং ফেজ ২ দুটি আলাদা টিকিট কাটতে হবে। ফেজ ২ তে যেতে গেলে আপনাকে ফেজ ১ এ অবশ্যই নামতে হবে, সরাসরি ফেজ ২ তে যাওয়া যায় না। ফেজ ১ আপনি আপনার প্রয়োজন মতো সময় কাটাতে পারবেন, তবে মাথায় রাখবেন প্রতিবার গন্ডলাতে উঠতে বেশ লম্বা লাইন পড়বে এবং বেশ খানিকটা সময় নষ্ট হবে।
খরচের সমস্ত কিছু ভারতীয় টাকা ( Indian Rupees ) তে বলা হয়েছে।
ভালো থাকবেন। আশা রাখবো আপনার কাশ্মীর সফর স্মরণীয় হয়ে থাকবে ।
@@BohemianTraveller0 আমি যদি ফেজ 1 য়ে না জেতে চাই সেক্ষেত্রে আমি কি ডিরেক্ট ফেজ 2 এর টিকেট কাটতে পারব? ১০১০ রুপি দিয়ে?
আপনি শুধুমাত্র ফেজ ২ এর টিকিট কাটতে পারবেন তবে সেটি অর্থহীন হবে কারণ ফেজ ১ না উঠে ফেজ ২ তে যেতে পারবেন না, টিকিট কাটার সময় আগে আপনাকে self declaration দিতে হবে যে আপনার কাছে ওই দিন এর ফেজ ১ এর বৈধ টিকিট আছে। ফেজ ২ তে যেতে গেলে আপনাকে ফেজ ১ এবং ফেজ ২ দুটি টিকিট ই কাটতে হবে। ভালো থাকবেন।
@@BohemianTraveller0 আমি যদি শুধু ফেজ 1 এর টিকেট অনলাইন থেকো কেটে যাই এবং যাওয়ার পর আমার মনে হলো যে এখানে ভালো স্নো নেই আমি পেজ 2 তে যেতে চাই তাহলে কি আমি সেখান থেকে অফলাইনে সরাসরি টিকেট কেটে ফেজ 2 তে যেতে পারব?
অনেক ধন্যবাদ আপনাকে।
না, ফেজ ১ এ পৌঁছানোর পর আপনি অফলাইনে ফেজ ২ এর টিকিট কাটতে পারবেন না।
April e borof thakbe dada?
এপ্রিলের প্রথম দু সপ্তাহে তো অবশ্যই পাবেন। সাধারণত পুরো এপ্রিলে বরফ থাকে ফার্স্ট ফেজে। তারপর গেলে বরফের জন্য সেকেন্ড ফেজ যেতে হবে। আমরা গুলমার্গ গিয়েছিলাম 30 th April, 2023. তখন কিন্তু প্রচুর বরফ পেয়েছিলাম ফার্স্ট ফেজেই আর তাই সেকেন্ড ফেজে খুব কম লোকই ছিল।
সানগ্লাসটা কী বাধ্যতা মূলক??
বাধ্যতামূলক বলে কিছুই না, কিন্তু বরফে রোদ পড়লে এতটাই চকচক করে যে তাকানো খুব মুশকিল। এর ফলে আপনার আনন্দে ভাটা পড়বে।
Gondola ride book korbo ki kore?
Gondola ride আপনাকে online booking করতে হবে। Offline করোনা মহামারীর পর চালু হয় নি।
Google এ প্রথমে লিখুন Gondola Ride Booking. এরপর বেশ কিছু page খুলে যাবে। একদম প্রথমেই থাকে www.jammukashmircablecar.com/
এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রবেশ করলে দেখবেন লেখা আছে GULMARG GONDOLA RIDE
BOOK NOW
RESEND TICKET
CANCEL TICKET
আপনি BOOK NOW তে click করবেন। এরপর select route আসবে । আপনি দুটি ফেজ যেতে চাইলেও প্রথমে phase 1 ( Gulmarg - Kongdori ) Two Way Ticket ক্লিক করতে হবে। এরপর Date open হবে। আপনি আপনার নির্দিষ্ট দিন select করে নেবেন। তারপর Visit time open হবে। এক্ষেত্রে আমার মতে best হলো 11:15 pm to 1:15 pm (slot 2 ), আগে লাইনে দাঁড়ালেও কোনো problem হতে দেখিনি।
এরপর proceed to next করে পরের পেজে গিয়ে আপনার Nationality, Visitors Name, Mobile number, Email id, দেবেন, একের বেশি visitor হলে add visitor করবেন। তারপর I am not a Robot এ ক্লিক করে proceed to pay তে গিয়ে payment করলে, আপনার email id তে mail চলে আসবে।
এরপর যদি second phase টিকিটও কাটতে চান তবে আবার প্রথমে এসে phase 2 টিকিট কাটতে হবে। শুধুমাত্র phase 2 টিকিট কাটা যাবে না।
Phase 2 te na gele ki onek kichu miss hoye jabe. ?
অনেকসময় ফেজ ১ এ বরফ থাকে না, প্রধানত তখন ফেজ ২ এর গুরুত্ব বেশি। ফেজ ১ আমরা যেরকম বরফ পেয়েছি তাতে ফেজ ২ তে না গেলে খুব বেশি আক্ষেপ থাকবে না।
@@BohemianTraveller0kon somoy gechen apni???
30 th April 2023 আমরা গুলমার্গ গিয়েছিলাম।
Gondola ride er ticket jaoar kotodin aage kat te hoi?
দেখুন আগে তিন মাস আগেও টিকিট কাটা যেত, কিন্তু বর্তমানে টাইম লিমিট বেঁধে দেওয়া আছে, যেমন আপনি যদি 10 th July গন্ডলা রাইড করতে চান সেই টিকিট আজ 16th May, 4 pm থেকে কাটতে পারবেন। চেষ্টা করুন প্লানিং এর সাথে মিলিয়ে ওপেনিং ডেট দেখে কেটে নেওয়ার।
@@BohemianTraveller0 accha dada ai Gondola te to ticket 740 per head kintu tax nia koto lagche bolte parben?
দেখুন আগে ওটা 740 টাকা ছিল আমিও ওই টাকাতেই 2023 সালে ঘুরেছি, কিন্ত এখন ওদের অফিসিয়াল ওয়েবসাইট এ এটা 810 দেখাচ্ছে।
@@BohemianTraveller0 haa dada ami ajk tai dekhlam oi jonno apnak jigasa korlam
আপনাকে ওই 810 টাকা দিতে হবে, এটা including tax. তাই নিশ্চিন্তে কেটে নিতে পারেন।