প্রখ্যাত সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথায় কথায় সুস্মিতা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #সুস্মিতা #susmita #কথোপকথন #শ্রী_সঞ্জীব_চট্টোপাধ্যায় #অমৃতকথা #sanjib chattopadhyay

ความคิดเห็น • 72

  • @arunpolley931
    @arunpolley931 3 วันที่ผ่านมา +1

    শুভ সকাল বেলায়
    অসাধারণ
    আলোচনা প্রসঙ্গ
    অমৃত সুধা
    ঈশ্বর আপনার মঙ্গল করুন
    অসংখ্য ধন্যবাদ ।
    বিশিষ্ট গুনী মহান সাহিত্য শিল্পী শ্রী চরনে আমার প্রণাম জানাই ।

  • @TarakNathGoswami-jg4uc
    @TarakNathGoswami-jg4uc 2 หลายเดือนก่อน +2

    লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়কে আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই

  • @krishnamitra9235
    @krishnamitra9235 11 หลายเดือนก่อน +3

    Joy Thakur joy Maa joy Maa joy Maa, khub valo laglo 🤲🤲🤲🙏

  • @tapaskumarbhowmick5600
    @tapaskumarbhowmick5600 3 หลายเดือนก่อน +1

    Pronam sanjib babu
    Ami ridhho holam apnar ei alochonate

  • @bharatimukherjee6034
    @bharatimukherjee6034 ปีที่แล้ว +3

    শ্রদ্ধেয় লেখককে জানাই আমার প্রণাম আমি মন্ত্রমুগ্ধ।

  • @sandhyasripal2593
    @sandhyasripal2593 ปีที่แล้ว +4

    শ্রীসঞ্জীব চট্যোপাধ্যায় মহাশয়কে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই।

  • @girijamanjaripadhi4918
    @girijamanjaripadhi4918 3 หลายเดือนก่อน +1

    Ami oapnar kathasune dhanya halam dada.Charane pranam.

  • @TapasDas-rv9jm
    @TapasDas-rv9jm ปีที่แล้ว +6

    জয়তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব 🌺🙏🌺
    ইনিও এক চট্টোপাধ্যায় আমাদের পরমপ্রিয় প্রাণের ঠাকুরও আরেক চট্টোপাধ্যায় ;
    যেন তবলা ও সেতারের যুগলবন্দী 🙏🌷🙏

    • @krishnadutta1201
      @krishnadutta1201 หลายเดือนก่อน

      4🎉🎉🎉🎉6Tar46t 4

  • @amitkumarmondal9797
    @amitkumarmondal9797 6 หลายเดือนก่อน +2

    আপনাকে প্রণাম জানাই ।

  • @prakritishbagchi3076
    @prakritishbagchi3076 9 หลายเดือนก่อน +1

    হে এ যুগের শ্রীম, আপনাকে প্রনাম।

  • @sisirdatta4633
    @sisirdatta4633 หลายเดือนก่อน +1

    অনবদ্য... এক চরম সত্যের একি নিটোল বুনোন। বোধ বুদ্ধি দুটোকেই সমৃদ্ধ করে।

  • @munmunbanerjee3946
    @munmunbanerjee3946 ปีที่แล้ว +2

    মন্ত্রমুগ্ধের মত শুনলাম, অপূর্ব, অনবদ্য, প্রণাম নেবেন।

  • @স্বামীবিবেকানন্দ

    ভীষণ ভালো লাগলো। মুগ্ধ হয়ে গেলাম। আমার গবেষণার কাজে এই আলোচনা খুব উপকৃত হলাম।

  • @mamataguho7745
    @mamataguho7745 10 หลายเดือนก่อน +1

    ❤আমার খুব ভালো লাগলো আলোচনা শুনে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽 ,👍🏼. Apurba alochona 🕉shanti

  • @shyamaliray8761
    @shyamaliray8761 ปีที่แล้ว +1

    Pranamya sanjib da ke janai antorik sradhya o namashkar.

  • @jagdishghosh3120
    @jagdishghosh3120 11 หลายเดือนก่อน +1

    Sanjibbabu pronam

  • @gautamchandra8425
    @gautamchandra8425 ปีที่แล้ว +1

    Pranam sanjib babu

  • @subirdey4241
    @subirdey4241 ปีที่แล้ว +1

    Osadharon

  • @simasingharoy9849
    @simasingharoy9849 ปีที่แล้ว +2

    Sri yukta sanjeeb chottopadhay mahashoy k antarik shraddha o pronam janai. Sir bhalo thakben🙏🙏🙏🙏

  • @tarunchatterjee9052
    @tarunchatterjee9052 10 หลายเดือนก่อน +1

    Pranam

  • @arundhatiray1891
    @arundhatiray1891 ปีที่แล้ว +1

    অনবদ্য। প্রণাম জানাই। 🙏

  • @manishkar3173
    @manishkar3173 ปีที่แล้ว +1

    আপনার কথা আমাকে খুব অনুপ্রাণিত করছে।

  • @mukherjeesmusing7409
    @mukherjeesmusing7409 ปีที่แล้ว +2

    Man of his stature is very rare and I like his religious concept. He can explain everything through Ramkrishna way which is his patent right.

  • @tanima1424
    @tanima1424 ปีที่แล้ว +2

    আমার বিনম্র শ্রদ্ধা জানাই আপনাকে।🙏🙏

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 2 หลายเดือนก่อน +1

    🙏❤❤❤❤❤❤

  • @sanjeevpujara2955
    @sanjeevpujara2955 ปีที่แล้ว +1

    গুরুদেব, আপনাকে প্রণাম🙏

  • @jagdishghosh3120
    @jagdishghosh3120 11 หลายเดือนก่อน +1

    Joy thakur joy maa joy swamiji

  • @paramitachatterjee3055
    @paramitachatterjee3055 ปีที่แล้ว +2

    অপূর্ব আলোচনা...🙏🙏🙏

    • @sundargopalroy7978
      @sundargopalroy7978 8 หลายเดือนก่อน

      প্রনাম মা প্রনাম ঠাকুর🕉🕉🕉

  • @aditimukherjee4452
    @aditimukherjee4452 ปีที่แล้ว +1

    Amar sasrodho pranam janai Amar priyo kobi ke..Joy ma

  • @prabirdutta670
    @prabirdutta670 ปีที่แล้ว +1

    অসাধারণ এক ব্যক্তিত্ব। তাঁর অমর সৃষ্টি "লোকটা কম্বল " নিয়ে জানতে ইচ্ছে করে, গল্প টি কি ওনার আত্ম জীবনী ?

  • @tandraguha1492
    @tandraguha1492 ปีที่แล้ว +4

    আমি সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের অসংখ্য লেখা পড়েছি এবং ওনার ভক্ত।

  • @SatyabrataBhatt
    @SatyabrataBhatt 8 หลายเดือนก่อน +1

    🙏❤️

  • @shukladutta3276
    @shukladutta3276 9 หลายเดือนก่อน +1

    কথামৃত ভবনে কবে আসবেনযদি দয়া করে জানান খুব ভালো হয়।

  • @rajibduttaroy698
    @rajibduttaroy698 ปีที่แล้ว +1

    Wonderful . Apnara amar pronam neben

  • @namashiva1
    @namashiva1 ปีที่แล้ว +1

    প্রণাম নেবেন

  • @Scruples1
    @Scruples1 ปีที่แล้ว +2

    এই দিকপালকে জানাই সশ্রদ্ধ আন্তরিক শুভেচ্ছা। কটা কথায় উনি সব বলে দিয়েছেন, সেগুলো হলো Peace আর self enlightenment অথবা know thyself তবে খটকা খেলাম, আর দন্ধ কাটেনি, কারণ এমন মনে হলো যেন উনি অলৌকিকে বিশ্বাস করেন। সত্যি হলে খুব দুঃখ পাবো। অন্ধ বিশ্বাস জগৎকে এই পরিনতিতে নিয়ে এসেছে।

  • @mitabanerjee133
    @mitabanerjee133 9 หลายเดือนก่อน +1

    Asadharan Bolar Vasa haria gacha

  • @gouridas2275
    @gouridas2275 ปีที่แล้ว +1

    আলমবাজার মঠেওনার আনন্দধ্বনি অনেকবার শোনার সৌভাগ্য হয়েছে।

  • @manjuthakurchowdhury5364
    @manjuthakurchowdhury5364 ปีที่แล้ว +1

    খুব ভালো থাকুন সুস্থ থাকুন

  • @dhruvachakravarty3299
    @dhruvachakravarty3299 ปีที่แล้ว +1

    অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ।

  • @nbiswas6223
    @nbiswas6223 ปีที่แล้ว +1

    জয় ঈশ্বরের জয়

  • @gouridas2275
    @gouridas2275 ปีที่แล้ว +1

    রসেবশের রসিক রামকৃষ্ণময় মানুষ।🕉🙏🕉

  • @ashiskumarsain8191
    @ashiskumarsain8191 ปีที่แล้ว +2

    Aapna ke aamar pranam 🙏🙏🙏

  • @KajalDas-cj1lt
    @KajalDas-cj1lt ปีที่แล้ว +1

    জয় মা বলা আপনার কাছ থেকে শেখা ।
    আপনি শিখিয়ে ছিলেন ।আন্তরিকভাবে অনেক শ্রদ্ধা ও প্রণাম জানাই 🙏🙏🙏🙏
    আগের no.phon jachhe na। কীভাবে কথা বলা যাবে? কাজলদি।জয় মা

  • @jagdishghosh3120
    @jagdishghosh3120 11 หลายเดือนก่อน +1

    Pronam neben

  • @shefalisingharoy7906
    @shefalisingharoy7906 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @anitadas8774
    @anitadas8774 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👏🏽👏🏽👏🏽Jai Maa🕉.

  • @samirnandy4071
    @samirnandy4071 ปีที่แล้ว +1

    আমার প্রণাম গ্রহণ করবেন । আপনার লেখা লোটাকম্বল পড়ে আমি অভিভূত । আমি আপনার ভক্তও বটে। মন খারাপ হলেই আগে আপনার বই পড়তাম মন খুলে হাসবার জন্য, এখন চেষ্টা করছি শ্রীরামকৃষ্ণ কথামৃত, মায়ের জীবনী, স্বামীজির বই পড়ার চেষ্টা করি । আর আপনার মুখে ঠাকুর, মা আর স্বামীজির কথা যখন শুনি, খুব ভালো লাগে ।

    • @samirnandy4071
      @samirnandy4071 ปีที่แล้ว +1

      মন কিছুতেই বশে আসছে না । গুরুর নির্দেশ অনুযায়ী যেদিন ধ্যান জপ একটু ভালো হচ্ছে, সেদিন ভালো থাকি কিন্তু বেশিরভাগ দিন মন সাঁই সাঁই করে ছুটে বেড়াচ্ছে । ঘটনার ঘনঘটায় মুষরে পড়ছি । কি যে করি ।

    • @samirnandy4071
      @samirnandy4071 ปีที่แล้ว

      কোন রাজনৈতিক দলকে সমর্থন করে ভোট দেন? কেন দেন?

  • @srinathravindra93
    @srinathravindra93 ปีที่แล้ว +1

    ආදරණීය විශ්ව මාතාවට ස්තුතියි ස්තුතියි ස්තුතියි

  • @manaskumarmukherjee1977
    @manaskumarmukherjee1977 10 หลายเดือนก่อน +1

    প্রশ্ন: কি ভাবে শান্তি, ও নিজেকে search করব??

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 ปีที่แล้ว +1

    এই অশান্তির পরিবেশে মনটাকে কি করে সংহত করে এগিয়ে যাব। সব কিছু ঠাকুরের কাছে সমর্পণ করে ও মনটাকে বশে রাখতে পারিনা।তবে ঠাকুর পূজা বলুন কোন দান করেও পরের কথা ভাবলেও অবসর হওয়ার পরেও কিছু না কিছু অশান্তি এসে মনটাকে চঞ্চল করে দেয়।বয়স এগিয়ে যাচ্ছে কিন্তু শান্তি পাই না।

    • @Scruples1
      @Scruples1 ปีที่แล้ว

      ভালবাসা বাড়াতে হবে। প্রকৃতির ভালোবাসা। লোভ, হিংসা, ক্ষোভ, ঘৃণা, অন্যের সাথে তুলনা বর্জনীয়, যতোটুকু অর্জন সম্ভব হয়েছে বা হবে, তাতেই সন্তুষ্ট থাকা, জীবনের ক্ষণস্থায়ীতা চিন্তা, এবং জীবনের মূল্যায়ন করা, স্বীকার করে নেয়া যে প্রচুর খারাপ, অজ্ঞ-মূর্খ-অন্ধ, মানুষ আছে-ছিল, এবং তাদের কাছ থেকে দূরে থাকা, মিডিয়া থেকে সতর্ক থাকা, এবং বেছে চলা, কারণ সেখানে মূলত পৃথিবীর খারাপ খবর পরিবেশন হয়। সমাজের কুসংস্কার, অন্ধ বিশ্বাস গুলো একেবারে পরিত্যাগ করা। এসব কথা নতুন নয়, কিছু বইতে লেখা আছে, বাস্তবে লাগাতে হবে। কিছু একটা হবি খুঁজে নিতে হবে। দিনের মধ্যে কিছুটা সময় মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলতে হবে। আবারো, লোভ অবশ্যই কমাতে হবে এবং পরিশেষে টোটকা হিসেবে TH-cam থেকে OSHO সব বক্তব্য গুলো শুনবেন।

  • @krishnenduchattopadhyay7825
    @krishnenduchattopadhyay7825 10 หลายเดือนก่อน +1

    শ্রদ্ধেয় সঞ্জীব চট্টোপাধ্যায়কে আন্তরিক প্রনাম জানিয়ে জিঞ্জেস করছি আমার পরিচয় দিয়ে, আমি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
    আমার প্রশ্ন আপনার মধুর বক্তিতা ও বিশ্লেষণ শুনতে শুনতে সর্বদা মনে হয় Almighty কে আমরা যাহাদের যেমন আধার সেইভাবে বিশ্লেষণ করেই চলেছি যুগ যুগ ধরে বৈজ্ঞানিক ‌ভাবে, কঠোর সাধনায়, জ্ঞানের মাধ্যমে, ভক্তির মাধ্যম, যুক্তির মাধ্যমে, প্রঞ্জানের মাধ্যমে আরও আরো কত মাধ্যম আছে বিশ্বজুড়ে হয়তো কোনো মনুষ্যের পূর্ণাঙ্গ ভাবে সেই অধরাকে ঠিক ঠিক ধরতে পেরেছি কি ?
    আবার সুরা পান করে তান্ত্রিক উপায়, শাক্ত উপায়ে, বিষ্ণুর উপাসক হয়ে নানাবিধ উপায়ে আমরা এটাই সঠিক পথ বলে ভেবে নিচ্ছি ।
    সেটা ঠাকুর উপদেশ দিয়ে গেছেন যত মত তত পথ।
    আমরা আমাদের আধার অনুযায়ী সেই সচ্চিদানন্দ, সেই নিরাকার অথচ সাকার, তিনি তুষার শুভ্র না Black Hole এর মত ঘন কালো, না কি বর্ণহীন, সুগন্ধি না গন্ধহীন, না কি সবগুলোই অথচ কোনোটাই নয় ।
    এ প্রশ্ন আমায় আলোড়ন দিয়ে যাচ্ছে Almighty কে বিশশ্লেণ করে তাঁহার আধার অনুযায়ী প্রচেষ্টা নিশ্চয়ই করেই চলেছি কিন্তু ওনাকে পুর্ণাকারে জানলে যে সেই সাধকের স্বর‌লোপ হয়ে যায় সেটা পড়লে আবার সবটাই কিরকম বুঝেও বুঝিনা। এই ব্যাপারটার উপর আলোকপাত করলে বাধিত হব।

  • @rekhamukherjee8281
    @rekhamukherjee8281 ปีที่แล้ว +1

    আপনি আমার প্রনাম নেবেন।

  • @FromKitchenUSA
    @FromKitchenUSA ปีที่แล้ว +1

    Mugdho hoye apner katha shunchhi.

  • @snigdhamajumder8880
    @snigdhamajumder8880 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @basabmukherjee9735
    @basabmukherjee9735 ปีที่แล้ว +1

    ঠাকুর যে বলেছেন আমি ফরাস ডাঙ্গা কর্ম নাশা এর মানে কি?

  • @FromKitchenUSA
    @FromKitchenUSA ปีที่แล้ว +1

    Apni pronomyo.

  • @sujoymukherjee1930
    @sujoymukherjee1930 ปีที่แล้ว +1

    এটা একদমই ঠিক নয় , আপনি ভাল হয়ে থেকে ও কেউ আপনাকে হিংসে করতে ❤️ পারে, কেউ আপনাকে ঠকিয়ে নিতে পারে, আপনি কি নির্লিপ্ত হয়ে থাকবেন?

  • @SHIBSHANKAR-u3o
    @SHIBSHANKAR-u3o 9 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂

  • @sudiptochakraborty4335
    @sudiptochakraborty4335 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏