Exclusive নতুন গান কখন Release হবে তা জানার জন্য আমাদের FaceBook Page এ follow দিয়ে রাখুন, Follow দাওয়া Free. Follow Binodini Rai - Era Today For exclusive Leaks of new songs 👇 facebook.com/share/7uuwLxjW2E2SZ7H7/
কাব্যিক গদ্য নাম:নামটা কি দেয়া জায় আপ্নারা কেও বলে জায়েন লিখেছি আমি : তানজীম না পাওয়া ভালোবাসা এক অনন্ত শূন্যতার মতো। যেন এক আকাশ, যা ছুঁতে চেয়েও ছোঁয়া হয় না, মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্যের মতো, আলো আসে, ছুঁয়ে যায়, কিন্তু পুরোপুরি আলোতে ভরে না। এই ভালোবাসা অদেখা, অনুভবের গভীরে বাসা বাঁধা, আছে সবখানে, তবু নেই কোনোখানে। কখনো নিঃশ্বাসে ছুঁয়ে যায়, আবার হারিয়ে যায়, যেন হাওয়ার পরশ, যা ধরা যায় না। তুমি চেয়েছিলে ধরা দেবে সে, তবে সে তো নদীর ঢেউ, দূরে সরে যায় বারে বারে। তোমার অপেক্ষা ফুরায় না, তবু মনে হয়, এই না পাওয়াই বুঝি সেই পরিপূর্ণতা। তুমি তার স্পর্শের স্বপ্ন দেখো, কিন্তু সে স্বপ্ন বাস্তব হয় না কোনোদিন, তবু এই না পাওয়ার ভেতরেই যেন লুকিয়ে থাকে এক অমর ভালোবাসা, যা কখনো ফুরাবে না, শুধু কষ্ট দিয়ে যাবে, তবুও মধুর।
Exclusive নতুন গান কখন Release হবে তা জানার জন্য আমাদের FaceBook Page এ follow দিয়ে রাখুন, Follow দাওয়া Free.
Follow Binodini Rai - Era Today For exclusive Leaks of new songs 👇
facebook.com/share/7uuwLxjW2E2SZ7H7/
রাজু মন্ডল মানে হিট❤❤🎉
জয় হোক সকলের ❤️ দোয়া ও ভালোবাসা রইলো প্রিয় সবার জন্য উন্মুক্ত ❤❤
অসাধারণ হয়েছে❤শুভ কামনা
অনেক সুন্দর ❤
❤❤❤ nice
Thnku
Nice
কাব্যিক গদ্য
নাম:নামটা কি দেয়া জায় আপ্নারা কেও বলে জায়েন
লিখেছি আমি : তানজীম
না পাওয়া ভালোবাসা এক অনন্ত শূন্যতার মতো।
যেন এক আকাশ, যা ছুঁতে চেয়েও ছোঁয়া হয় না,
মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্যের মতো,
আলো আসে, ছুঁয়ে যায়, কিন্তু পুরোপুরি আলোতে ভরে না।
এই ভালোবাসা অদেখা, অনুভবের গভীরে বাসা বাঁধা,
আছে সবখানে, তবু নেই কোনোখানে।
কখনো নিঃশ্বাসে ছুঁয়ে যায়, আবার হারিয়ে যায়,
যেন হাওয়ার পরশ, যা ধরা যায় না।
তুমি চেয়েছিলে ধরা দেবে সে,
তবে সে তো নদীর ঢেউ, দূরে সরে যায় বারে বারে।
তোমার অপেক্ষা ফুরায় না, তবু মনে হয়,
এই না পাওয়াই বুঝি সেই পরিপূর্ণতা।
তুমি তার স্পর্শের স্বপ্ন দেখো,
কিন্তু সে স্বপ্ন বাস্তব হয় না কোনোদিন,
তবু এই না পাওয়ার ভেতরেই যেন লুকিয়ে থাকে
এক অমর ভালোবাসা,
যা কখনো ফুরাবে না,
শুধু কষ্ট দিয়ে যাবে,
তবুও মধুর।
beautiful song ❤❤
❤❤❤