রাজধানী ঢাকাকে সরিয়ে নেয়া হচ্ছে ? কোথায় আর কিভাবে করা হচ্ছে পরিকল্পনা ? Dhaka to new destination

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • ধারণক্ষমতার চেয়েও কয়েকগুণ বেশি মানুষের চাপে হাঁসফাঁস করছে রাজধানী ঢাকা। এই চাপ কমাতে কিছু একটা করতেই হবে। হোক তা রাজধানী স্থানান্তরের মাধ্যমে, কিংবা আমাদের প্রশাসনিক খাতগুলোকে দেশের অন্যান্য অঞ্চলে বিকেন্দ্রীকরণের সাহায্যে।
    চলুন জেনে নেই কি পরিকল্পনা করা হলো ঢাকা কে রক্ষার্থে
    -------------------------------------------------------
    নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন অন্যসকল প্রকল্পের অগ্রগতিঃ
    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েঃ • Dhaka Elevated Express...
    পূর্বাচল এক্সপ্রেসওয়েঃ • Purbachal Express Way
    বিমানবন্দর ৩য় টার্মিনালঃ • airport 3rd terminal
    পদ্মা রেল লিঙ্কঃ • Padma Rail Link
    মেট্রোরেলঃ • Metro rail
    ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েঃ • Dhaka Bypass Expressway
    BRT Line 3 প্রকল্পঃ • BRT LINE - 3
    মাদানী এভিনিউ এক্সপ্রেসওয়েঃ • madani avenue express way
    বাংলাদেশের ফ্লাইওভারগুলোঃ • flyover
    দেশের মহাসড়ক এর আপডেটঃ • highway
    তেল ও গ্যাস প্রকল্পসমূহঃ • তেল ও গ্যাস প্রকল্পসমূহ
    আধুনিক বাংলাদেশ ও তার নগরসমুহঃ • বাংলাদেশের শহর ও তাদের...
    ----------------------------------------------------
    আমাদের সাথে যুক্ত হতে পারেন:
    Facebook Page ►: / evo.bangladesh
    TH-cam Channel ►: / @evolutionbangladesh
    Email ►: evo.bangladesh@gmail.com
    --------------------------------------------------------
    »» CONTENT DECLARATION
    EVOLUTION OF BANGLADESH has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except EVOLUTION OF BANGLADESH. This channel is the based on information and development. The uploaded all contents are made by EVOLUTION OF BANGLADESH. We have the exclusive authorization and permission to use this on TH-cam.
    -------------------------------------------------------

ความคิดเห็น • 680

  • @mdrakibulislam6475
    @mdrakibulislam6475 ปีที่แล้ว +288

    রাজধানী পরিবর্তন করার চাইতে সরকারের উচিত গ্রাম অঞ্চলে ব্যাপক উন্নয়ন করা এবং শহরাঞ্চলের মতো গ্রামঞ্চলে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া যেমনটা উন্নত রাষ্ট্র গুলো করে থাকে।এরফলে মানুষ আর শহর মুখি হবে না এবং এর ফলে শহরাঞ্চলের জনসংখ্যার যে ভারসাম্য তা বজায় রাখা যাবে।

    • @mdzihad8381
      @mdzihad8381 ปีที่แล้ว +5

      সহমত,

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp ปีที่แล้ว +9

      ঠিক বলেছেন আপনি,,

    • @ferdousirahman439
      @ferdousirahman439 ปีที่แล้ว +9

      আর কর করবে ভাই, গ্রাম আর এখন গ্রাম নেই,বেশির ভাগ গ্রামেই এখন শহরের নাগরিক সুবিধা পাওয়া যায়, সব উন্নয়ন তো একসাথে চাইলে চলবে না, সরকারকে একটু সময় দিতে হবে

    • @abidkamal9555
      @abidkamal9555 ปีที่แล้ว +3

      ভাই গ্রাম যতই উন্নত হউক রাজধানীতে থাকাত ব্যাপার সেপার আছে। এমন টা ধরণা নিয়ে বসে থাকবে তখন।

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp ปีที่แล้ว +1

      @@abidkamal9555 জি না সবাইকে এক ভাবে চিন্তা করবেন না! বাংলাদেশের অনেক মানুষ আছে ঢাকার বাইরে থাকতে চায় এবং আছে আর অনেকে খুব স্বাচ্ছন্দ্যে ও সুখে আছে এটা মনে রাখবেন!!

  • @md.abdulhalim2873
    @md.abdulhalim2873 ปีที่แล้ว +55

    রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ জরুরী। সবকিছু ঢাকা কেন্দ্রীক না রেখে যে এলাকা যে জন্য বিখ্যাত সেই এলাকায় সেই সম্পর্কিত মন্ত্রণালয় অফিস আদালত কাজকর্ম বিকেন্দ্রীকরণ করা অত্যন্ত জরূরী।

    • @firozrahmanhira
      @firozrahmanhira 5 หลายเดือนก่อน +1

      জি ভাই সঠিক বলেছেন
      সহমত

    • @user-kg3ox1pv9h
      @user-kg3ox1pv9h 4 หลายเดือนก่อน

      সত্য কথা বলেছেন ভাই

  • @user-fs5rt2ui9p
    @user-fs5rt2ui9p ปีที่แล้ว +54

    ভাই ঢাকার পিছনে এতো টাকা নষ্ট না করে গ্রাম কে আরো উন্নতি করতে হবে। যাতে করে সাধারণ মানুষ গ্রামে কাজ কাম করে খেতে পারে। তাতে ইনশাআল্লাহ মানুষের শহরে আসার ঝুঁকি টা কমে যাবে। আজকে গ্রামের মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত। সবাই গ্রামে কাজ পেয়ে শহরের দিকে আসছে।যার কারনে শহরে দিন দিন মানুষের সংখ্যা বেড়েই চলেছে

    • @AriefSiddque
      @AriefSiddque 4 หลายเดือนก่อน

      আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বোরকা তুহু সত্যি কথা বলছেন আপনি একমত আছি তবে গ্রামের বাড়িতে সব কিছুর উন্নয়ন করতে হবে শিক্ষা চিকিৎসা খাদ্য বস্তু সব কিছুর প্রয়োজন আছে গ্রামে

  • @sarfaraj3492
    @sarfaraj3492 ปีที่แล้ว +45

    ঢাকায় অধিক লোক থাকার কারণ হলো কর্মসংস্থান ।
    তবে ঢাকা থেকে অধিক লােকের চাপ কমাতে, দেশের অন্য শহর গুলোতে কর্মসংস্থান বর্ধিত করা,
    আশা করি এতে করে ঢাকার অতিরিক্ত লোকের চাপ কমবে, এবং ‍সাথে অন্য শহর গুলোরও উন্যয়ন হবে

    • @jashim965
      @jashim965 ปีที่แล้ว +3

      যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারলে মানুষ ঢাকায় বসবাস করবে না, যেমন কুমিল্লা বা সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে যদি আধাঘণ্টা থেকে সর্বোচ্চ একঘন্টার মধ্যে বিনা বাধায় ঢাকায় কর্মস্থলে পৌঁছতে পারে ঢাকায় থাকার কোন কারণ নেই। সুতরাং ঢাকাকে আবাসিক মুক্ত করতে যোগাযোগ ব্যবস্থা অতি উন্নত করতে হবে। উন্নত বিশ্বে ধনীরা থাকে গ্রামে, আর বাংলাদেশের ধনীরা বসবাস করে রাজধানীতে।

    • @nahidkhan3225
      @nahidkhan3225 7 หลายเดือนก่อน

      Right

  • @ujjolroy7851
    @ujjolroy7851 ปีที่แล้ว +201

    আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। অবস্থান বিবেচনায় ঢাকাই দেশের রাজধানীর জন্য উপযুক্ত স্থান। তবে একথা সত্য যে রাজধানী ঢাকা অতিরিক্ত জনসংখ্যার ভারে ন্যুব্জ। মানুষ মূলত ঢাকাতে ভীড় করে শিক্ষা,চিকিৎসা, কর্মসংস্থানের জন্য। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে শিল্পায়ন হলেও শিক্ষা ও চিকিৎসা এখনো ঢাকা কেন্দ্রীক। আপনি যেসব যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন, সেগুলো ২০৩০ সালের ভিতরে চালু হলে ঢাকাও সুন্দর, আরামদায়ক শহরে রুপান্তরিত হবে।

    • @ahil_35
      @ahil_35 ปีที่แล้ว +3

      Right

    • @shihabahmedemon
      @shihabahmedemon ปีที่แล้ว +2

      Hm

    • @talatmahmud6449
      @talatmahmud6449 ปีที่แล้ว +7

      Faridpur city is the middle position in the Bangladesh

    • @shishirswapanchakma7231
      @shishirswapanchakma7231 ปีที่แล้ว +8

      তবুও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। ঢাকার আশেপাশের জেলাগুলোতে মন্ত্রনালয় সমূহ সরিয়ে নেয়া উচিৎ হবে

    • @DrHasan2024
      @DrHasan2024 ปีที่แล้ว +1

      ❤m@

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 5 หลายเดือนก่อน +4

    ধন্যবাদ। 17 কোটি লোকের জন্য কমাস কম আটটি প্রভিন্স/প্রদেশ গঠন করা একান্ত জরুরী! সে বিষয় নিয়ে তেমন কোন আলোচনা নাই আপনারা সেটা আলোচনা করছেন! এজন্য ধন্যবাদ!

  • @shaheeduddin-pn7zg
    @shaheeduddin-pn7zg ปีที่แล้ว +40

    সড়ক ও রেলপথ যেমন উন্নয়ন করা হচ্ছে তেমনি নদী পথের উন্নয়ন করে যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য উন্নয়ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ছোট ছোট নদী বা খালগুলো খনন ও দখলকৃত জায়গা পুনরুদ্ধার করে এ পরিকল্পনা নেয়া যায়।

  • @shaidulislam2733
    @shaidulislam2733 ปีที่แล้ว +10

    যত ব্যবসা-বাণিজ্য,শিক্ষা প্রতিষ্ঠান, মন্ত্রণালয়,হাসপাতাল আছে
    সব বিভাগীয়করণ করতে হবে জেলা ভিত্তিক করতে হবে

  • @md.amirhossain3849
    @md.amirhossain3849 ปีที่แล้ว +104

    গ্রামাঞ্চলের উন্নয়ন হলেই দেশ সিঙ্গাপুর হবে। শুধু রাজধানীর উন্নয়ন হলে দেশ সিঙ্গাপুর হবে না।

    • @mamatazulislam5840
      @mamatazulislam5840 ปีที่แล้ว

      #RiGHT🙋‍♂️

    • @SURJOMONDAL.
      @SURJOMONDAL. ปีที่แล้ว +10

      গ্রাম উন্নয়ন করতে হলে আমাদের দেশের মানুষদের উন্নয়ন করতে হবে।
      আমাদের দেশের মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দূষন করে। দেশ উন্নয়ন করতে হলে পরিস্কার পরিবেশ তৈরি করতে হবে

    • @onlinetech6065
      @onlinetech6065 ปีที่แล้ว

      সঠিক। গ্রাম উন্নয়ন করতে হলে আগে গ্রামের মাধ্যমিক এমপিওভুক্ত স্কুলগুলোকে আগে সরকারি করতে হবে। তাহলে দেশের সকল মাধ্যমিক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাসিক বেতন হবে মাত্র ২০ থেকে ৫০ টাকা।

    • @jliton7623
      @jliton7623 ปีที่แล้ว

      ১৫ বছর ধরে রাজনৈতিক
      অস্থিরতাহীন শাসন ব্যবস্থায় এর চেয়ে বেশি উন্নতি হওয়া উচিত ছিল।

    • @joynulakbor3241
      @joynulakbor3241 ปีที่แล้ว

      ভাই সব কিছুই আস্তে আস্তে মানুষ বসতি উন্নয়ন করেছে এখন গ্রাম অঞ্চলে ও আধুনিককতার ছোঁয়া লাগছে

  • @bablurahman8310
    @bablurahman8310 ปีที่แล้ว +6

    চমৎকার প্রতিবেদনের জন্য ধন্যবাদ

  • @jonystouropia865
    @jonystouropia865 ปีที่แล้ว +12

    অসাধারণ, দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাক বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।

    • @SeptoScotius
      @SeptoScotius ปีที่แล้ว +3

      Just Joy Bangla and Allahu Akbar

  • @ShahidKhan-lj6bv
    @ShahidKhan-lj6bv 5 หลายเดือนก่อน +3

    ধন্যবাদ আপনাকে একটা ভালো খবর জন্য

  • @user-rb1rn3hq2n
    @user-rb1rn3hq2n 6 หลายเดือนก่อน +2

    Right Bolesen 100 % Ami O Bissash Kory Khubeiy Balu Akty Palan .Khubeiy Khushi Holam , Thanks.Thanks .
    ❣️ JAVED, Dhaka Metro City 🌹 Bangladesh ❣️🇧🇩

  • @arifalituku3197
    @arifalituku3197 ปีที่แล้ว +12

    সব কিছুই রাজধানী ঢাকা কেন্দ্রীক। সকল সরকারী হেড কোয়ার্টার, ব্যংকিং ব্যবস্থা, আইনি ব্যবস্থা প্রধান অফিস সমুহ দেশের প্রধান প্রধান শহর সমুহে স্থান্তরিত করা এবং তরিত উন্নত মানের তথ্য আদান-প্রদান প্রযুক্তি ব্যবহার করলেই আশা করি ঢাকার সমস্যা সমুহ সমাধান হবে ইন শা আল্লাহ্ ।

    • @jashim965
      @jashim965 ปีที่แล้ว +2

      যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারলে মানুষ ঢাকায় বসবাস করবে না, যেমন কুমিল্লা বা সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে যদি আধাঘণ্টা থেকে সর্বোচ্চ একঘন্টার মধ্যে বিনা বাধায় ঢাকায় কর্মস্থলে পৌঁছতে পারে ঢাকায় থাকার কোন কারণ নেই। সুতরাং ঢাকাকে আবাসিক মুক্ত করতে যোগাযোগ ব্যবস্থা অতি উন্নত করতে হবে। উন্নত বিশ্বে ধনীরা থাকে গ্রামে, আর বাংলাদেশের ধনীরা বসবাস করে রাজধানীতে।

  • @user-oi1xx7nk5t
    @user-oi1xx7nk5t ปีที่แล้ว +6

    ঢাকা রাজধানীর জন্য সর্বোচ্চ স্থান
    তবে,সমগ্র বাংলাদেশের গ্রাম গুলোকে যদি উন্নত করা হয়,
    বিভিন্ন দফতর বিকেন্দ্রীকরণ করে ঢাকার বাহিরে নেওয়া হলে ঢাকার জনসংখ্যা কমে যাবে,
    জেলাগুলোর চিকিৎসা সেবা উন্নতকরতে হবে সবসুবিধা জেলাগুলোতে জনগন পায় সেই সুবিধা করতেহবে।
    শিক্ষা ব্যাবস্হাওউন্নত করতেহবে।
    মানুযের কাজের জন্য ব্যাবস্হা করতেহবে।
    শুধু ঢাকাকে উন্নত করলে মানুষ ত ঢাকাতেই আসবে। সমগ্র বাংলাদেশের উন্নয়ন করতে হবে।
    ঢাকার উন্নয়ন কাজ করতে গিয়ে হাজার
    কোটি টাকা অপচয় হচ্ছে। জনগনের সময়
    নষ্ট হচ্ছে। যত উন্নত কাজ করবেন ততই
    মানুষের আগ্রহ বাড়তেছে ঢাকা যাওয়ার
    এখন টাকা সবার কাছে আছে, সবাই উন্নত সুবিধা চায়।
    জেলাগুলোতে মৌলিক সব সুবিধা দিলে
    জনগন পাইলে ঢাকায় যাবেনা কেউ।

  • @user-ee2nq1ol2h
    @user-ee2nq1ol2h ปีที่แล้ว +11

    শেখ হাসিনা আছে বলেই কতো কিছু নিজ চোখে দেখতে পারলাম।
    আপনার,আমার,আমাদের ভাবনার বায়রে গিয়ে দেশের উন্নয়ন করে যাচ্ছেন।
    আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনা❤

  • @mdabdulajij763
    @mdabdulajij763 ปีที่แล้ว +8

    দেখে নিলাম খুব সুন্দর ভিডিও এবং অনেক ইনফরমেশন পেলাম এই ভিডিও থেকে

  • @rayhanshakib1841
    @rayhanshakib1841 ปีที่แล้ว +3

    Ei project gula sesh hoile total Bangladesh er face ee change hoye jabeeee.... Best of luck Bangladesh ❤

  • @user-cg4tq3mf7z
    @user-cg4tq3mf7z ปีที่แล้ว +3

    অনেক সুন্দর পরিকল্পনা করে ভালো চিন্তা, তাড়াতাড়ি বাস্তবায়ন করা দরকার।

  • @mdaltafhossain4002
    @mdaltafhossain4002 ปีที่แล้ว +3

    সাংবাদিক সাহেব আপনাকে প্রতিবেদনের জন্য
    ধন্যবাদ। খিলক্ষেত অঞ্চলে ৩০ লক্ষ মানুষ বসবাস
    করে কিন্তু রাজউক যে কোনো কারণে খিলক্ষেত থেকে
    সহজ কোনো কানেকশন ৩০০ ফিটের দিকে দেয়নি
    অধিক জনসংখ্যা এবং দখল ক্লান্ত সরু রাস্তায় স্কুল
    কলেজ শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ বন্দি
    জীবন যাপন করছে। আপনার থেকে প্রবেদন আশা
    করছি

  • @wahidurrahman383
    @wahidurrahman383 ปีที่แล้ว +20

    Excellent analytical report . Comparative analysis with Cairo ( Egypt ) & Jakarta ( Indonesia ) was amazing . Eagle eye views is awesome .
    Wahid / London

    • @sayemmohammed9619
      @sayemmohammed9619 6 หลายเดือนก่อน

      But i see South africa Johannesburg it Was city but now the make petorea

  • @zchannel2187
    @zchannel2187 ปีที่แล้ว +5

    জরুরি ঢাকা রাজধানী পরিবতন করা দরকার । এর জন্য হাজার টা যুক্তি দেওয়া যাবে । তাই রাজধানীর পরিবর্তন করতে হবে ।

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว

      tik kotha bolesen

  • @nasima.akther.sangida9855
    @nasima.akther.sangida9855 ปีที่แล้ว +15

    ঢাকার আশপাশের জেলাশহরের সাথে দ্রুতগামী শাটল কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হোক।

  • @user-ds7od9kk6s
    @user-ds7od9kk6s ปีที่แล้ว +7

    আমার কথা হচ্ছে একটা রাজধানী শহরের আন্তর্জাতিক মান অনুযায়ী রাস্তা বরাদ্দ থাকবে। যা ঢাকা শহরের নেই, তাই নতুন ঢাকা সময়ের দাবী।

    • @pavelworld1159
      @pavelworld1159 ปีที่แล้ว +1

      Shob thik ache...main rastay ricksha chola bhondo kore..r koita metro line chalu hok..kono jam e thakbe na

    • @user-ds7od9kk6s
      @user-ds7od9kk6s ปีที่แล้ว

      ভাই এটা স্বল্পমেয়েদি সমাধান দীর্ঘ মেয়েদি নয়

    • @pavelworld1159
      @pavelworld1159 ปีที่แล้ว

      @@user-ds7od9kk6s right...but dhakay jam er main karon ricksha,footpath,rasta dokhol,r local bus gula jekhane sekhane darano...egula bhondo na korle jibone a o jam jabe na..joto rasta e koruk na kan

  • @RozanaAfri
    @RozanaAfri ปีที่แล้ว +11

    আপনার সাথে একমত। ঢাকা শহর সরিয়ে নেয়া হলে অনেকেই কর্মসংস্থান থেকে বিচ্ছিন্ন হবে, শহরের সকল সুবিধা থেকে বঞ্চিত হবে। শহরে ব্যাপক উন্নয়ন করলে ঢাকা শহরেই অনেক কিছু করা সম্ভব। প্রযুক্তিগত কারণে আমাদের দেশ যথেষ্ট পেছনে তাই শহর সরিয়ে নেয়া বা ভেঙে নতুন করে করার পরিকল্পনা করা হয়। শহর না সরিয়ে বরং উন্নয়নের জন্য পাশের জেলা শহর গুলোকে কাজে লাগানো যেতে পারে।

  • @abdulgafor8746
    @abdulgafor8746 ปีที่แล้ว +6

    ভিডিওটি ভালো লাগলো। সবচেয়ে ভালো হতো যে লাইনগুলোর কথা বলেছেন তাহা মানচিত্র আকারে আরেকটু বিস্তারিত দেখালে বুঝতে সহজ হত

  • @reusufzai
    @reusufzai ปีที่แล้ว +67

    ঢাকায় ট্রাফিক ব্যবস্থায় কঠোর আইন প্রয়োগ না করলে বিশৃঙ্খলা কোনদিনই দূর হবে না।

  • @saifshadik2654
    @saifshadik2654 ปีที่แล้ว +16

    Bangladesh is growing! Alhamdulillah

  • @telescope3801
    @telescope3801 ปีที่แล้ว +5

    বাংলাদেশের নতুন রাজধানী হবে পূর্বাচল উপশহর।

  • @IstiakbinMohsinvhaiiii985
    @IstiakbinMohsinvhaiiii985 ปีที่แล้ว +22

    আমাদের রাজধানী ঢাকাকে স্থানান্তর করলে অনেক ভূল হবে,,আমাদের সরকারের দরকার আগারগাঁও এবং পূর্বাচল নতুন শহরকো উন্নত দেশের মতো কিছু বড় বড় বিল্ডিং দিয়ে সাজানো যেমন মালয়েশিয়ার পুত্রাজায়ার মতো,,ইনশাআল্লাহ দেখবেন অনেক সুন্দর হবে🥰🥰

    • @mamunparvez3414
      @mamunparvez3414 ปีที่แล้ว +1

      সঠিক বলেছেন

    • @alexnahidchowdhury4706
      @alexnahidchowdhury4706 ปีที่แล้ว +3

      হুম পূর্বাচল কে মহাপরিকল্পনা মাধ্যমে সাজানো উচিত।

  • @shorifmiah2680
    @shorifmiah2680 ปีที่แล้ว +3

    Masah Allah Allah Hu Akbar Inshah Allah Akdin Bangladesh 🇧🇩 Agia Jabay ❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩👌👌👌🇧🇩🇧🇩🇧🇩

  • @user-mk2iq6zc4s
    @user-mk2iq6zc4s ปีที่แล้ว +6

    Will always love Bangladesh❤️❤️🇧🇩

  • @rahossain9114
    @rahossain9114 ปีที่แล้ว +4

    শরীয়তপুর এবং মাদারীপুর এলাকা রাজনৈতিক প্রশাসনিক সামরিক ও নিরাপত্তার দিক দিয়ে সুবিধা হবে।

  • @shaidulislam2733
    @shaidulislam2733 ปีที่แล้ว +6

    শহরমুখী চাপ কমাতে হবে। গার্মেন্টস সেক্টর গুলো বিভাগীয় করণ করতে হবে

  • @GreenVally-xn5lv
    @GreenVally-xn5lv ปีที่แล้ว +4

    অনেক কিছু জানা গেল। এভাবে দ্রুত এগিয়ে যাক্ বাংলাদেশ। অনেক ধন্যবাদ।

  • @sweetio606
    @sweetio606 ปีที่แล้ว +7

    আমি বলব কেরানীগঞ্জ এবং সাভার কেউ ঢাকা সিটি কর্পোরেশন এর মধ্যে নিয়ে আসা এবং এখানে পূর্বাচল এর মত অত্যাধুনিক শহর গড়ে তোলা ,পূর্ব দিকে ঢাকা শহর নারায়ণগঞ্জের মধ্যে চলে যাচ্ছে ,তাই সাভার এবং কেরানীগঞ্জ এ ঢাকা সম্প্রসারিত করা ,তবে ঢাকা হবে আরো সুন্দর

    • @AriefSiddque
      @AriefSiddque 4 หลายเดือนก่อน

      আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বোরকা তুহু ভাই আপনি সুন্দর কথা বলছেন সাভার আর কেরানীগঞ্জ পর্যন্ত যদি ঢাকায় চলে আসে তাহলে আর-ও কিছু উন্নয়ন ঢাকায় যোগ হবে আমিও মনে করি

  • @md.nuruzzaman6018
    @md.nuruzzaman6018 ปีที่แล้ว +14

    Excellent description. No need to shift the capital. However, some government offices can be shifted to Purbachal business district.

  • @jay..007
    @jay..007 ปีที่แล้ว +5

    Precised, exact, clear, brief, perfect and informative. Good job 👍

  • @shakirrahman4779
    @shakirrahman4779 ปีที่แล้ว +17

    অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ❤

  • @yearhossan-vc6yl
    @yearhossan-vc6yl ปีที่แล้ว +11

    অসম্ভব সুন্দর লেগেছে ড্রোন ভিডিওটি

  • @saimunislamshahed3868
    @saimunislamshahed3868 ปีที่แล้ว +5

    গুরুত্বপূর্ণ ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @rashedul798
    @rashedul798 ปีที่แล้ว +6

    গবেষণা কেন্দ্রগুলো এবং বেসরকারি সংস্থার সদর দপ্তর গুলো ঢাকার বাহিরে নিয়ে যেতে হবে,,,,এভাবে আরো কিছু কিছু দপ্তর গুলো স্থানান্তর করতে হবে

    • @nafishaarjoo1967
      @nafishaarjoo1967 ปีที่แล้ว

      Exactly এটা খুবই গুরুত্বপূর্ণ

  • @ziaurrahaman1142
    @ziaurrahaman1142 ปีที่แล้ว +6

    আলহামদুলিল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ

  • @ahsanhasib2948
    @ahsanhasib2948 ปีที่แล้ว +2

    Thanks

  • @Shoriful_islam_27.7
    @Shoriful_islam_27.7 ปีที่แล้ว +9

    ভাই আমি আপনার ছোট-বড় প্রত্যেকটা ভিডিও ই দেখি, অনেক ভালো লাগে। দোয়া রইল আপনি আরো এগিয়ে যান।😊

  • @user-dq8os6ny1h
    @user-dq8os6ny1h ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ ❤BEAUTIFUL BANGLADESH ❤BEAUTIFUL DHAKA ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xg9xj5wb9x
    @user-xg9xj5wb9x ปีที่แล้ว +20

    আমরা চাই ইন্দোনেশিয়ার জাাকার্তা বা পাকিস্তানের ইসলামাবাদের মত নতুন আধুনিক রাজধানী তৈরী করা হোক।।ঢাকা থেকে সমস্ত কলকারখানা সরিয়ে নেয়া হোক।

    • @rofikulislam6623
      @rofikulislam6623 ปีที่แล้ว

      Notun shokol porakare , industry school college university premises no more in Dhaka central.

    • @MdSumon-ph4nd
      @MdSumon-ph4nd ปีที่แล้ว

      ইসলামাবাদ অসাধারণ

  • @smmehadihasan3537
    @smmehadihasan3537 ปีที่แล้ว +4

    সরিয়ে ফেললে ভালো হবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অফিস আদালত গুলো

  • @Imrankahn5102
    @Imrankahn5102 ปีที่แล้ว +5

    ভৌগোলিক ভাবে ঢাকা খুবই চমৎকার একটা যায়গা,,,
    ভাইয়া ৩য় টার্মিনাল এর আপডেট কবে দিবেন,?

  • @moshiurrahman6590
    @moshiurrahman6590 ปีที่แล้ว +2

    Most informative and analytical 🎉

  • @abulbashar9848
    @abulbashar9848 ปีที่แล้ว +1

    ধন্যবাদ জানাচ্ছি , দেশের বাহিরে থেকে

  • @rifatulalamkhanrashel2064
    @rifatulalamkhanrashel2064 ปีที่แล้ว +2

    Nice Video, Eirokom aro video chai bhai

  • @mukulkhan4585
    @mukulkhan4585 ปีที่แล้ว +4

    আমাদের রাজধানী বুড়িগঙ্গা নদীর এপারেও বিস্তৃত করা উচিত। বেশির ভাগ অফিস ও গার্মেন্স কারখানা শহরের বাহিরে নেয়া উচিত। তবে সরকারী দপ্তর ও মন্ত্রানালয় ও কিছু হোটেল রেস্তোরাঁ ছাড়া সবকিছুই সহরের বাহিরে সরিয়ে নেয়া উচিত।

  • @vatulmollah8390
    @vatulmollah8390 ปีที่แล้ว +5

    জাপানে যেমন ভাবে জনসংখ্যা কমে যাচ্ছে আমাদের দেশেও তেমন ভাবে কমিয়ে সাত কোটি তে নিয়ে না আসা পর্যন্ত কাজের কাজ কিছুই হবে না।

    • @tanjinaakter-fi5wd
      @tanjinaakter-fi5wd ปีที่แล้ว

      সেটি আপনার মাধ্যমে শুরু হোক আপনি মাইনাস হয়ে গেলেই তো একজন কমে গেল

    • @armantalukder2779
      @armantalukder2779 ปีที่แล้ว +1

      Ho vai 17 coti er theke 10 coti mairra falan

  • @prionkor
    @prionkor ปีที่แล้ว +12

    ঢাকার লোকাল বাসগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে সড়কে শৃঙ্খলা আসবে না কখনই। তবে সরকারের সাহসী প্রদক্ষেপে ঢাকা অনেক বদলে গেছে এবং যাচ্ছে।

    • @pavelworld1159
      @pavelworld1159 ปีที่แล้ว +1

      Seta to ache...r main rasta ricksha cholle cholle j shob traffic slow hoye jai..eta ki janen??? Ricsha r rasta dokhol mul karon

    • @akari959
      @akari959 ปีที่แล้ว

      রিকশা, সি এনজি,ভাংগাচোরা লোকাল বাস গুলা যতদিন না সরকার ব্যান না করবে ততদিন শহরের দুষিত আবহাওয়া আর যানজট ভোগান্তি কমবেনা

  • @nurealam4272
    @nurealam4272 ปีที่แล้ว +2

    Etto sundor video r Kew dite pare na ... thanks 👍 bro

  • @sanowarhossain6784
    @sanowarhossain6784 ปีที่แล้ว +2

    Walaikum as salam owa rahmatullahi owaba rakatuhu Masha allah khub sundor vedio bhaijan onek kichu jante pelam ❤

  • @jashim965
    @jashim965 ปีที่แล้ว +3

    যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারলে মানুষ ঢাকায় বসবাস করবে না, যেমন কুমিল্লা বা সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে যদি আধাঘণ্টা থেকে সর্বোচ্চ একঘন্টার মধ্যে বিনা বাধায় ঢাকায় কর্মস্থলে পৌঁছতে পারে ঢাকায় থাকার কোন কারণ নেই। সুতরাং ঢাকাকে আবাসিক মুক্ত করতে যোগাযোগ ব্যবস্থা অতি উন্নত করতে হবে।

  • @sheikhrazib474
    @sheikhrazib474 ปีที่แล้ว +6

    খুব ভাল লেগেছে,,ভয়েস বেস্ট

  • @saifulislam-vn5yg
    @saifulislam-vn5yg ปีที่แล้ว +1

    Very Nice

  • @trendylife8509
    @trendylife8509 ปีที่แล้ว +2

    আপনার উপস্থাপনা খুব সুন্দর l

  • @abidkamal9555
    @abidkamal9555 ปีที่แล้ว +4

    রাজধানী অন্য জন্য জায়গায় নেওয়া হউক বা না হউক সরকার স্থাপনা গুলা বাংলাদেশে ভিন্ন ভিন্ন জেলায় ছড়িয়ে দিলে ভালো হইতো।

  • @alokitojogot
    @alokitojogot 11 หลายเดือนก่อน +1

    Salute Boss for this extraordinary video

  • @rabbihassan1275
    @rabbihassan1275 ปีที่แล้ว +3

    খুবি ভালো লাগলো,,,

  • @user-xr8iq8bf6y
    @user-xr8iq8bf6y ปีที่แล้ว +2

    Excellent job

  • @user-xg9xj5wb9x
    @user-xg9xj5wb9x ปีที่แล้ว

    Very good news. It was our dream.

  • @ButterFly-vw3kr
    @ButterFly-vw3kr ปีที่แล้ว +2

    খুব সুন্দর ভিডিও কোয়ালিটি ❤❤❤

  • @zahidurrahman6081
    @zahidurrahman6081 ปีที่แล้ว +5

    Super ❤❤

  • @azizulshemanta4619
    @azizulshemanta4619 ปีที่แล้ว +2

    Chittagong theke 6ta coach er akta train potiya station niye jawa hoise... coach gula shuborno Express er coach.. bortoman a shuborno Express chainese coach a choltese..
    cox bazar route a trial er jonno... ei 6 ta coach er train potiya station obosthan kortese... dohajari- cox bazar route er kaj shesh holei trial shuru hobe... ei route a trail er upor akta video chai.... kototuk holo.. kmn trial holo shob Amra jante parbo... asha kori video korben.. thank u

  • @robiulawal5572
    @robiulawal5572 ปีที่แล้ว +1

    Onek sondor alocona silo❤❤❤

  • @m.b.uahmed7340
    @m.b.uahmed7340 ปีที่แล้ว +1

    Very good news thank you Vie

  • @sumonbarai3927
    @sumonbarai3927 ปีที่แล้ว +5

    সুন্দর আপডেট স্যার♥

  • @shahnawaznazmi1731
    @shahnawaznazmi1731 6 หลายเดือนก่อน

    This is good future plan for Dhaka Metropolitan city.We like it.

  • @wasifahmedmahin528
    @wasifahmedmahin528 ปีที่แล้ว +2

    নীলক্ষেত টু গাবতলি ভায়া মিরপুর রোড এইখানে পাতাল মেট্রোরেল করা সময়ের দাবি। এই এক রোড দিয়ে ডেইলি ৬০-৭০ হাজার মানুষ যাতায়াত করে।

  • @greenmango7184
    @greenmango7184 ปีที่แล้ว +3

    ঢাকাকে বড় করলেই সমাধান আসবে। যেমন পুর্বাচল উপশহর ভাল পরিকল্পনা।

  • @n.santra3585
    @n.santra3585 ปีที่แล้ว +4

    Excellent presentation. I have to point out one possible error in one illustration at minute 6.50. showing blue circle Elevated St and red circle underground. They should be reversed.

  • @matiurrahman3588
    @matiurrahman3588 11 หลายเดือนก่อน

    Appropriate and practical evaluations. Once Dhaka is fully developed with the current mega projects, the pollution will diminish, the people will be rationally conscious, and this will be one of the greatest maga cities in the world, inshallah.

  • @arif71du
    @arif71du ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ আপনাকে।

  • @pkyousuf3045
    @pkyousuf3045 ปีที่แล้ว +5

    প্রাদেশিক সরকার গঠন করলে এই সমস্যা থাকবে না।

  • @zahidurrahman6081
    @zahidurrahman6081 ปีที่แล้ว +4

    U r Right 👍❤

  • @jabed_imon
    @jabed_imon 5 หลายเดือนก่อน

    ঢাকা কেন্দ্রিক যত গুরুত্বপূর্ণ অফিস আদালত রয়েছে, সবগুলোর শাখা অফিস বিভাগীয় ও জেলা পর্যায়ে স্থানান্তর করতে পারলে ঢাকাকে একটি বাসযোগ্য ও সুন্দর পরিবেশে রুপান্তরিত করা যাবে।

  • @salauddinrubel6545
    @salauddinrubel6545 6 หลายเดือนก่อน

    রাজধানী সেখানেই হওয়া উচিত হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবে উনার জেলা কে।😊

  • @mohammedsalam919
    @mohammedsalam919 7 หลายเดือนก่อน +1

    Liked your informative video

  • @akonoo1
    @akonoo1 ปีที่แล้ว +4

    পূর্বাচল যাওয়ার পথে সর্বাধিক যানজটের সৃষ্টি হয়।

  • @Bangladesh_Defence2.0
    @Bangladesh_Defence2.0 ปีที่แล้ว +2

    Nice resulations

  • @Oliullah_Hasan
    @Oliullah_Hasan ปีที่แล้ว +2

    পূর্বাচল উপশহরের নিয়ে পুরো একটা ভিডিও দাওয়ার অনুরোধ রইলো

  • @thetravelgirl4830
    @thetravelgirl4830 ปีที่แล้ว +1

    Excellent presentation .

  • @abdulhye5350
    @abdulhye5350 7 หลายเดือนก่อน

    মূল্যবান তথথ প্রদানের জন্য ধন্নবাদ

  • @nazimuddinbhuiyan1963
    @nazimuddinbhuiyan1963 ปีที่แล้ว +2

    অসাধারণ প্রতিবেদন

  • @mohammedsazzadhossain8714
    @mohammedsazzadhossain8714 ปีที่แล้ว +1

    Bangladesh is undoubtedly reaching to developed country.

  • @mislam_info
    @mislam_info ปีที่แล้ว +2

    চারপাশের দুসংবাদের মাঝে কিছু ভালো হচ্ছে বা হবে অথবা হতে পারে ভাবতে ভালো লাগে। আশ্বাসের নাম মরীচিকা হলেও আশ্বাসের ওপর বিশ্বাস রাখতে ভালই লাগে। ধন্যবাদ এইরক পজেটিভ কিছু দেখানোর জন্য।😅😅

  • @altafhossainsatkhira7289
    @altafhossainsatkhira7289 6 หลายเดือนก่อน

    অসাধারণ একটি ভিডিও চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে তবে ঢাকা মাওয়া রোড এলাকার অতীত বর্তমান ভবিষ্যৎ প্লান নিয়ে বিস্তারিত আলোচনা দরকার ছিল

  • @Shakib_Hossain
    @Shakib_Hossain ปีที่แล้ว +5

    সিলেট অথবা ময়মনসিংহ জেলাকে
    রাজধানী করলে ভালো হয়,
    কেননা অবস্থানগত ও আয়তন এর দিক থেকে এই দুইটি জেলাই পার্ফেক্ট😊

    • @irfanmahi.
      @irfanmahi. ปีที่แล้ว +1

      ময়মনসিংহ ভালুকা পযর্ন্ত ওলরেডি ঢাকা চলে গেছে। আর সিলেট হচ্ছে পর্যটন নির্ভর সীমান্তবর্তী জেলা। প্রশাসনিক রাজধানী হবার জন্য সীমান্তবর্তী জেলা পারফেক্ট?? তাছাড়া সিলেটে এত বিপুল জনগোষ্ঠী সরে আসলে সিলেটের প্রাকৃতিক সব নষ্ট হয়ে যাবে। বুজে শুনে কথা বলিয়েন কিছু।
      প্রশাসনিক রাজধানী হবার জন্য ভৌগোলিক অবস্থান গত দিক দিয়ে ঢাকার সাথেই কেউ পারবে না।

    • @MdOrhan-uu2dy
      @MdOrhan-uu2dy ปีที่แล้ว

      একেত্রে ময়মনসিংহ পারপেক্ট

  • @nymphaeanauchali7529
    @nymphaeanauchali7529 ปีที่แล้ว +9

    গ্রীন সিটি করা হোক। পরিচ্ছন্ন জলাশয়, খেলার মাঠ, বনায়ন সংরক্ষণ করা হোক।

  • @razaulkarim3061
    @razaulkarim3061 ปีที่แล้ว +5

    অবকাঠামো উন্নয়ন অগ্রগতির পাশাপাশি জনমানসের জীবন যাত্রা স্বাচ্ছন্দ্য সাবলীল হোক সেদিকেও নজর দেয়া জরুরি।

  • @Anidealfarmhouse
    @Anidealfarmhouse ปีที่แล้ว +10

    MRT Line 6 এর কাজ শেষ হতেই ৬ থেকে ৮ বছর গেল ....😂
    আর বাকিগুলি তো আরো ২০-৩০ বছর লাগবে...😊

  • @aworan833
    @aworan833 ปีที่แล้ว +1

    It's about time to move our capital from Dhaka before it's too late.

  • @faridakhanam6424
    @faridakhanam6424 6 หลายเดือนก่อน

    অনেক লম্বা কাহিনী ! অতি দ্রুত তার সাথে এগিয়ে যেতে হবে,না হয় মাটির চেয়ে দালানের ওজন বেশি, অক্সিজেনের ঘাটতি, ওয়াটার লেভেল নীচে নেমে যাবে, যে কোন মুহূর্তে ভূমিকম্প সংঘটিত হতে পারে, ভূমিকম্প েভারতের মানচিত্রের পরিবর্তন হতে পারে।ঢাকার অফিস গুলো উপজেলায় আদালত গুলো বিকেন্দ্রীকরণ করুন,গার্মেন্টস ফ্যাক্টরীগুলো যেখানে নদীর কাছাকাছি সৌন্দর্য বাড়িয়ে দিন। নতুন শহর প্রস্তুত না হওয়া পর্যন্ত সাভার সোনারগাঁওয়ে পাহাড়িএলাকায় এরকম প্রসিদ্ধ জায়গা দেখে সরিয়ে দিন।ধন্যবাদ।

  • @bornagain8909
    @bornagain8909 ปีที่แล้ว +13

    যে দেশে শিক্ষা নাই সে দেশ উন্নত করে কি লাভ,

    • @WheelerHotel
      @WheelerHotel 11 หลายเดือนก่อน

      DEVOLPO NA HOLE TAKA KI VABE MARBE ?

  • @aworan833
    @aworan833 ปีที่แล้ว +1

    We should move our capital to North Bengal.