আমি একজন বয়স্ক মানুষ। থাকি ইন্ডিয়া তে। দুটো কথা জানাতে ইচ্ছে হলো। মিস্টার আবুল হায়াত সাহেব আমার বাবার অত্যন্ত প্রিয় অভিনেতা।বাবা আজ আর নেই।আমিও বাবার সাথে বসে একটা সময় হায়াৎ সাহেব এর নাটক গুলো অত্যন্ত আগ্রহ নিয়ে দেখতাম।সাথে সুবর্ণা মুস্তাফি থাকলে তো কথাই নেই।হায়াৎ সাহেব এখন কেমন আছেন বা আছেন কি না জানি না। তার মেয়ে কবে অভিনয় জগতে এসেছিলেন তাও জানি না।বর্তমান নাটকটি অপূর্ব লেগেছে। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
@@shahinurrahman8984 আপনার উত্তর পেয়ে খুব ভালো লাগলো। হায়াৎ সাহেব আছেন জেনে অত্যন্ত আনন্দ পেলাম।বাংলা নাটকের স্বার্থে ওনাদের মতো বিশিষ্ট ব্যক্তিদের অনেক প্রয়োজন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন ।
চমৎকার লাগছে নাটকটা বেশ উপভোগ করছি সেই সাথে পুরোনো দিনের কথা মনে পড়ছে ভীষণ এবং শৈশবের কাটানো দিন গুলো খুব মিস্ করছি আহারে কি দিন ছিলো আগে যা কখনো ভোলার নয় তাই সেই জন্য পুরনো দিনের নাটক গুলো দেখি এবং মন ভালো রাখার চেষ্টা করি... ১৪/০৩/২১-বোয়ালমারী, ফরিদপুর।
দ্বৈরথ দেখলাম। অপূর্ব বিপাশা। একারি অভিনয়। আশে পাশে আর কোনো চরিত্র নেই এই নাটকে। একক বিপাশার দ্বৈরথ তার পিতার সাথে। পিতা যেখানে ফিজিক্যালি অনুপস্থিত। গুড আইডিয়া। বিপাশাকে যত দেখছি তত অবাক হচ্ছি। সুচিত্রা সেনের ছায়া তার সমগ্রতায়। ওনার দুচোখের গভীরে লুকিয়ে থাকে অভিনয়। ভালো থাকুন সব সময়।
Bepasha is not suchitra sen.suchitra might be from pabna(east bengal),that does not means that she is like suchitra sen.bepasha way modest,never seen in sleeveless and short dress or sexy avatar...but suchitra did that in many of her 70s movies.moreover bepasha is well respected among bangladeshi because of her modest dressing and acting
এই নাটকের অর্থ সবাই বুঝে উঠতে পারবেনা, এখানে দুটো বিষয় ফুটে তুলেছে! পরিবারের সবার মনে ছিলো গরিব-কোটিপতির ভেদাভেদ, আর বাবার মনে ছিলো ভালোবাসা না থাকলে রাগের উৎসাহে সংসার চলেনা, বারং জীবন তছনছ হয়ে যায়৷ মনে হলো বাবাও কোনো রাগের উৎসাহে মেয়ের বান্ধবীকে বিয়ে করেছেন তবে অন্তরে শান্তি নেই, এজন্যই রঞ্জুর মতো মানুষের পায়ে পড়ে মেয়ের শান্তি আর জীবন ভিক্ষা নিলেন৷😅
1:00:49 কেউ কি লক্ষ্য করেছেন যখন করবী রঞ্জুকে "না" বলছিল তখন সে তা চোখে চোখ রেখে বলতে পারে নি। অর্থাৎ, সে মিথ্যে বলছিলো এবং সেটাই হয়তো নাটকটির গোপন এবং শেষ আশা। কিন্তু.. করবীও রঞ্জুকে ভালবাসে মানে এই না যে তাদের মিলন হবে। কারণ.... হয়তো society অথবা family status /pressure বাধা হয়ে দাঁড়াবে। যা খুবই দুঃখজনক হলেও সত্য 💔
মানতে পারলাম না পরিচালক এভাবে ইতি কেন টানলো?রঞ্জুর তো কোনো দোষ ছিলো না, তাঁর ভালোবাসার কি এক পয়সাও দাম নাই। সে কি মানুষ না, তাকে যে যেমন পারলো খেলে দিলো পুতুলের মতো করে।এ হতে পারে না।এভাবে সমাজটা চলতে থাকলে ভালোবাসা জিনিসটা যে হারিয়ে যাবে এটা বোঝা উচিত।
অভিনয় ভালো ছিলো, কিন্তু ধনি গরীবের পার্থক্য নাটকে থেকে গেলো। প্রতিশোধের নামে গরীবের মন নিয়ে ছেলে খেলা করা ফুটিয়ে তোলা হয়েছে। এটা তো হরহামেশা এদেশে ঘটতেছে, বড়লোকেরা গরীবকে প্রয়োজনে ব্যবহার করছে প্রয়োজন শেষে ছুড়ে ফেলছে। যাই হোক অভিনয় ভালো ছিলো
আমিও জানি আপনারা সবাই জানেন এটা একটা নাটক কিন্তু সে তার বাবার উপর রাগ করে রোনজুর জীবন টা সে নষ্ট করে দিয়েছে এখানে তো কোনো দোষ ছিলোনা তাই আমাদের বোঝা উচিত তেলে আর জলে কখনো মেশে না
নাটকের কাহিনী অনেক সুন্দর কিন্তু দর্শক চায় নায়ক নাইকার মিল। অথচ এখানে বুজাতে চাইছে ধনী গরীবের কোন মিল হতে পারে না!! লাষ্ট কাহিনি নাটকের সারমর্ম নষ্ট করেছে!
ঠিক বলেছেন নাটকে উঁচু নিচু ভেদাভেদ রয়ে গেল,যারা এ কথা বলছি দর্শক ভাববে তারা হয়তো নিচ, কিন্তু আমি ভালো বংশের। কথা হচ্ছে শেষ অংশ টা এরকম না হলে ভালো হতো 😥😥
আমি বুঝতেছি না এই চ্যানেল গুলা কেনো এই ভাল নাটক গুলা নতুন করে এডিট করে ওইসব ফালতু মিউজিক গুলা এড করে।এইসব মিউজিকের কারনে যে নাটক গুলার আসল ফিল নষ্ট হয়ে যায় সেটা কি জানেন? এই নাটকটা আমি আগেও দেখছিলাম অন্য কোনো ইউটিউব চ্যানেলে। সেখানে ওইসব নতুন মিউজিক এড করা ছিল না।আপনাদের চ্যানেল ওলাদের বুঝতে হবে যে এইসব পুরান নাটকে এইসব মিউজিক এড করলে নাটকের ফিলটাই নষ্ট হয়ে যায়।সাথে মিউজিক গুলার সাউন্ডও এতো বেশি যে কথাও শোনা যায় না মাঝে মাঝে।প্লিজ আপনারা পুরানো নাটক গুলোতে আলাদা করে কোনো মিউজিক এড করবেন না।
অত্যন্ত চমৎকার একটি টেলিফিল্ম। এখানে যারা অভিনয় করেছেন বর্তমানে সবাই লিজেন্ড কাজেই এনাদের অভিনয় নিয়ে কোন প্রশ্ন উঠে না। এক কথায় অনন্য টেলিফিল্ম।
আমি একজন বয়স্ক মানুষ। থাকি ইন্ডিয়া তে। দুটো কথা জানাতে ইচ্ছে হলো। মিস্টার আবুল হায়াত সাহেব আমার বাবার অত্যন্ত প্রিয় অভিনেতা।বাবা আজ আর নেই।আমিও বাবার সাথে বসে একটা সময় হায়াৎ সাহেব এর নাটক গুলো অত্যন্ত আগ্রহ নিয়ে দেখতাম।সাথে সুবর্ণা মুস্তাফি থাকলে তো কথাই নেই।হায়াৎ সাহেব এখন কেমন আছেন বা আছেন কি না জানি না। তার মেয়ে কবে অভিনয় জগতে এসেছিলেন তাও জানি না।বর্তমান নাটকটি অপূর্ব লেগেছে। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
আবুল হায়াত স্যার বেচে আছেন,,,,, ধন্যবাদ।
@@shahinurrahman8984 আপনার উত্তর পেয়ে খুব ভালো লাগলো। হায়াৎ সাহেব আছেন জেনে অত্যন্ত আনন্দ পেলাম।বাংলা নাটকের স্বার্থে ওনাদের মতো বিশিষ্ট ব্যক্তিদের অনেক প্রয়োজন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন ।
আবুল হায়াতের করুনা হইচিল কয়দিন আগে তয় এখুন ভালা আচে😎তার মাইয়া বিপাশা অনেক আগে প্রায় ১০-১৫ বচর নাটুক করতু🤑এখুন আর করে নু😐তয় তার জামাই তৌকির আহমেদ এখুনু নাটুক সিনেমা বানায় কিচু কিচু😊
@@supriolimon5641 আপনাকে অনেক ধন্যবাদ।সবাই ভালো থাকুন ,সুস্থ থাকুন এটাই চাই।
@@supriolimon5641 🤣🤣🤣🤣কমেটি জানিন আপুনি, ধন্যুবাদ।
আপুনি কিমুন আচিন
কুতাই তাকেন।
ভাই কুমিন্টির রিপ্লি দিবিন
Marvelous drama.
Zahid& Bipasa are nice actors.
It's a message to society.
অনেক নাটক দেখার পর এই নাটকটি দেখে অভিভূত হলাম। এতো সুন্দর কনসেপ্ট নিয়ে বাংলাদেশের এই নাটকটি অনেক নাটকের মধ্যে উপরের দিকে থাকবে।
চ্যানেল আই কে ধন্যবাদ। এখনকার ফালতু ইউটিউব অভিনেতাদের লুতুপুতু নাটক না প্রচার করে আগের মাস্টারপিস নাটকগুলা প্রচার করার জন্য।
Thank you.
চমৎকার লাগছে নাটকটা বেশ উপভোগ করছি সেই সাথে পুরোনো দিনের কথা মনে পড়ছে ভীষণ এবং শৈশবের কাটানো দিন গুলো খুব মিস্ করছি আহারে কি দিন ছিলো আগে যা কখনো ভোলার নয় তাই সেই জন্য পুরনো দিনের নাটক গুলো দেখি এবং মন ভালো রাখার চেষ্টা করি... ১৪/০৩/২১-বোয়ালমারী, ফরিদপুর।
আমি সব সময় পুরনো নাটক গুলো দেখি আমার অনেক ভালো লাগে
Fine. It is really dramatical story. But last moment is some discolour. The name of drama "Doirath" is meaningful. Thanks of all.
আমার মতো কে কে আছেন যারা পুরনো নাটক পচন্দ করে
াাাাাা
আমি আছি ۔۔۔
Ami
@@MdYusuf-li7fmin ply in
ভাই আমিও আপনার মতোন পুরাতন নাটক দেখি তাও জাহিদ হাসান তৈকির আহমেদ বিপাশা হায়াত ডলি জহুর আপসানা মিমি তারিন সমি কায়সার স্রবন্তী পুর্নিমা ও কিন্তু অনেক নাটক করেছে,জাহিদ হাসানের সাথে
অভিনয় দেখে খুব ভাল লেগেছে । সবাই মিলে ভাল থাকবেন ।
Jahid sir er ovinoy khub sundor
দ্বৈরথ দেখলাম। অপূর্ব বিপাশা। একারি অভিনয়। আশে পাশে আর কোনো চরিত্র নেই এই নাটকে। একক বিপাশার দ্বৈরথ তার পিতার সাথে। পিতা যেখানে ফিজিক্যালি অনুপস্থিত। গুড আইডিয়া।
বিপাশাকে যত দেখছি তত অবাক হচ্ছি। সুচিত্রা সেনের ছায়া তার সমগ্রতায়। ওনার দুচোখের গভীরে লুকিয়ে থাকে অভিনয়।
ভালো থাকুন সব সময়।
Bepasha is not suchitra sen.suchitra might be from pabna(east bengal),that does not means that she is like suchitra sen.bepasha way modest,never seen in sleeveless and short dress or sexy avatar...but suchitra did that in many of her 70s movies.moreover bepasha is well respected among bangladeshi because of her modest dressing and acting
আগের নাটক গুলো খুব সুন্দর ছিল , সৌদি আরব থেকে ,
দেখছি গো অনেক বার,অসাধারন
🙏
এই নাটকের অর্থ সবাই বুঝে উঠতে পারবেনা, এখানে দুটো বিষয় ফুটে তুলেছে! পরিবারের সবার মনে ছিলো গরিব-কোটিপতির ভেদাভেদ, আর বাবার মনে ছিলো ভালোবাসা না থাকলে রাগের উৎসাহে সংসার চলেনা, বারং জীবন তছনছ হয়ে যায়৷ মনে হলো বাবাও কোনো রাগের উৎসাহে মেয়ের বান্ধবীকে বিয়ে করেছেন তবে অন্তরে শান্তি নেই, এজন্যই রঞ্জুর মতো মানুষের পায়ে পড়ে মেয়ের শান্তি আর জীবন ভিক্ষা নিলেন৷😅
জাহিদ হাসান মানেই অভাবনীয় অভিনয়। আর বিপাশা হায়াৎ মানেই জিদ্দি মেয়ের মনরোম ভালোবাসা।
খুব ভালো লাগলো ধন্যবাদ
অসাধারণ জাহিদ ভাই।
অসাধারণ অসাধারণ
Zahid vaI Bipasha apu is the best actors.
kono tulo nah nai...
অসাধারণ
বিপাশা হায়াত আমার বউয়ের মত দেখতে তাই খুঁজে খুঁজে বিপাশার নাটক দেখি কারন আমি প্রবাসী 🥰🥰
তাই নাকি
ভালই তো 🥰🥰
ভাইজান আপনার বউ এর ছবি টা দিয়েন। কারন আমার অনেক প্রিয় একজন অভিনেত্রী বিপাশা।
@@naharruna2566আমিও
অনেক সুন্দর নাটক
আমার পছন্দের নায়ক জাহিদ হাসান
ইতিহাসের কোন ইতি নেই। এই নাটক গুলো সারাজীবন ইতিহাস হয়ে রবে।
1:00:49 কেউ কি লক্ষ্য করেছেন যখন করবী রঞ্জুকে "না" বলছিল তখন সে তা চোখে চোখ রেখে বলতে পারে নি। অর্থাৎ, সে মিথ্যে বলছিলো এবং সেটাই হয়তো নাটকটির গোপন এবং শেষ আশা। কিন্তু.. করবীও রঞ্জুকে ভালবাসে মানে এই না যে তাদের মিলন হবে। কারণ.... হয়তো society অথবা family status /pressure বাধা হয়ে দাঁড়াবে। যা খুবই দুঃখজনক হলেও সত্য 💔
বিপাশা ও জাহিদের নাটকীয় অনুভব তাদের অভিনয় সত্তার জাট চিনিয়ে দেয়।
আমি নাটক দেখি (১৯৯৫- ২০০৮ সালের মধ্যেকার নাটক )
মানতে পারলাম না পরিচালক এভাবে ইতি কেন টানলো?রঞ্জুর তো কোনো দোষ ছিলো না, তাঁর ভালোবাসার কি এক পয়সাও দাম নাই। সে কি মানুষ না, তাকে যে যেমন পারলো খেলে দিলো পুতুলের মতো করে।এ হতে পারে না।এভাবে সমাজটা চলতে থাকলে ভালোবাসা জিনিসটা যে হারিয়ে যাবে এটা বোঝা উচিত।
নাটকে উঁচু নিচু ভেদাভেদ আছে,যদি জাহিদ বিপাশার ভালোবেসে পরিণয় হতো আর সবাই মেনে নিতো তাহলে নাটকটি অনেক জনপ্রিয়তা পেতো 🤩🤩
তাহলে সেটা বাস্তব ধর্মী না হয়ে নাটকই হতো।
দারুন।
It was probably the last natok by zahid hasan and bipasha hayat together
❤❤❤
Wow!!!ashowme natok
অসাধারণ সুন্দরী বিপাশা হায়াত
জাহিদ হাসান বিপাশা হায়াত সমিকায়সার মৌ আপসানা মিমি তৌকির আহমেদ হুমায়ুন ফরিদি ডলি জহুর দিলারা জামান, আরো অনেকই আছে জাদের নাটক আমার অনেক ভালো লাগে, ❤❤❤❤❤❤❤❤❤❤❤
বিপাশা,জাহিদ হাসান জুটির আরও নাটক চাই
8:28 থেকে 17:54 পর্যন্ত অংশটুকু ভিডিওতে নেই, ব্যপারটা ঠিক করার অনুরোধ রইলো
love you Bipasha
জাহিদ হাসান মানেই ভালো কিছু
দু'বছর আগে দেখেছিলাম। মনে হয়েছিলো প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের জীবন থেকে নাটকের ভাবনা।✒️🖋️
আপনি ঠিক ই ধরেছেন ভাই।
Natok ta 1997 ba 1998.... Er.kaktalio bhabe humayun ahmeder lifer sathe melay jay
Right
Right
Nice
দারুন দাদা
Thats right
অভিনয় ভালো ছিলো, কিন্তু ধনি গরীবের পার্থক্য নাটকে থেকে গেলো। প্রতিশোধের নামে গরীবের মন নিয়ে ছেলে খেলা করা ফুটিয়ে তোলা হয়েছে। এটা তো হরহামেশা এদেশে ঘটতেছে, বড়লোকেরা গরীবকে প্রয়োজনে ব্যবহার করছে প্রয়োজন শেষে ছুড়ে ফেলছে। যাই হোক অভিনয় ভালো ছিলো
আমি আছি ভাই
Natok upload dewar agey ki check kora hoy na j recording e kichu problem ase ki na ?
1:04:01 I love you টা Mr. Hasan না.. বরং রঞ্জু deserve করত🥀 ওকে বলা উচিৎ ছিলো 💔
Hi bipasa
Super Natok
এই নাটকে জাহিদরে লোভী মানুষ মনে হলো।
আমিও জানি আপনারা সবাই জানেন এটা একটা নাটক কিন্তু সে তার বাবার উপর রাগ করে রোনজুর জীবন টা সে নষ্ট করে দিয়েছে এখানে তো কোনো দোষ ছিলোনা তাই আমাদের বোঝা উচিত তেলে আর জলে কখনো মেশে না
বড় লোকের জন্য ভালবাসা নয়, এটা জন্মগত ভাবে তাদের হেয়ালীপনা বৈকিছুনয়। ভালবাসা গরীবেরই অলংকার ধনীদের নয়।
Very nice
Nice
Good
রঞ্জুর এখানে কোন দোষ নেই গরিব বলে কি তার ভালবাসার কোন দাম নেই
জাহিদ হাসানের লুঙ্গিটাকে দেখে
মনে হলো।
আমার সেই ছোট বেলার কথা
আমিও এক সময় এই লুঙ্গি৷ পরতাম???
GOOD STORY , ACTING BUT THIS SORT OF STORY IS NOT COMMERCIALLY SUCCESS......THANKS TO ALL...............KOLKATA
বিপাশা হায়া্ত এর অভিনয় সুচিত্রা সেনের কাছা কাছি।
রঞ্জু কি বুঝে না তার চাকুরী নাই, বাড়ি নাই,
গ্রামের ভাই-বোন আছে তাদেরও দেখবার মতো সামর্থ নাই
তাহলে করবিকে বিয়ে করার মতো প্রশ্ন আসতে পারে রঞ্জুর ❓
হ্যাঁ যদি প্রেম না থাকে, রাগের বসে কোনো সম্পর্ক টিকে না
Bipasha hayat New natok
শুধু মাঝখানে একটা মানুষ প্রতারিত হলো
হুমায়ুন আহমেদ এর জিবনের গল্প নয়তো
নাটকের কাহিনী অনেক সুন্দর কিন্তু দর্শক চায় নায়ক নাইকার মিল। অথচ এখানে বুজাতে চাইছে ধনী গরীবের কোন মিল হতে পারে না!! লাষ্ট কাহিনি নাটকের সারমর্ম নষ্ট করেছে!
ঠিক বলেছেন নাটকে উঁচু নিচু ভেদাভেদ রয়ে গেল,যারা এ কথা বলছি দর্শক ভাববে তারা হয়তো নিচ, কিন্তু আমি ভালো বংশের। কথা হচ্ছে শেষ অংশ টা এরকম না হলে ভালো হতো 😥😥
aijonnoi natoker nam dartho....
নাটকে তো বাস্তবতার সাথে মিল থাকা প্রয়োজন ।
Kotha sona jachhe chobi nai
Jara like dei nai tara natoker kisu buje nai😡😡😡😠😬
এগুলো কি শুধু ইউটিউবে দেখান নাকি চ্যানেল আইয়েও দেখান কি❓
😍
ami 3rd division a B.A. pass
নাটকের মজাটা শেষের মিউজিক টা নষ্ট করে দিয়েছে
আমি বুঝতেছি না এই চ্যানেল গুলা কেনো এই ভাল নাটক গুলা নতুন করে এডিট করে ওইসব ফালতু মিউজিক গুলা এড করে।এইসব মিউজিকের কারনে যে নাটক গুলার আসল ফিল নষ্ট হয়ে যায় সেটা কি জানেন? এই নাটকটা আমি আগেও দেখছিলাম অন্য কোনো ইউটিউব চ্যানেলে। সেখানে ওইসব নতুন মিউজিক এড করা ছিল না।আপনাদের চ্যানেল ওলাদের বুঝতে হবে যে এইসব পুরান নাটকে এইসব মিউজিক এড করলে নাটকের ফিলটাই নষ্ট হয়ে যায়।সাথে মিউজিক গুলার সাউন্ডও এতো বেশি যে কথাও শোনা যায় না মাঝে মাঝে।প্লিজ আপনারা পুরানো নাটক গুলোতে আলাদা করে কোনো মিউজিক এড করবেন না।
youtube মনে হয় আগের সিডির জগতে চলে গেছে নাকি চ্যানেল আই। বুঝলাম না কোন শব্দ নাই কেন? পুরো নাটক জুড়ে।
Kisui tu dakha jay nh
বাজে একটা নাটক
Hello my AA VALO.LALCHE?
Hi
Sound khub low. Fale dialogue sab Sona Jai Ni. Dialogue follow korte na Parle Nataker swad paoa Jai na.
arman bai tome koe
বেশ ভাল লাগলনা
Sk.mhossenfrom.w.bengal❤❤❤🎉🎉
অসাধারণ
অসাধারন
Nice
রঞ্জুর এখানে কোন দোষ নেই গরিব বলে কি তার ভালবাসার কোন দাম নেই