সিংটির কাঁকড়ার মেলা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • গ্রাম বাংলার এমন বেশকিছু প্রচলিত মেলা উৎসব আছে যা বহুযুগ পরেও অনেকেরই অজানা রয়ে গেছে। হাওড়া জেলার উদয়নারায়ণপুরের সিংটিতে বহু বছর ধরে চলে আসছে সেই রকমই একটি গ্রামীণ মেলা ভাই খাঁ পীরের মেলা। যা কাঁকড়ার মেলা নামেও পরিচিত। ভাই খাঁ পীরের মাজারকে ঘিরে প্রতি বছর পয়লা মাঘ এই মেলা হয়। জমায়েত হয় বহু মানুষ।
    স্থানীয়দের মতে প্রায় আটশো বছর আগে সৌদি আরব থেকে ভাই খাঁ পীর এখানে এসেছিলেন তাঁর ধর্ম প্রচারর উদ্দেশ্যে। তিনি এই গ্রামেই থাকতেন। একসময় কলেরায় গ্রামের সব মানুষ মারা যেতে থাকে তখন ভাই খাঁ পীর নিজের অলৌকিক শক্তি দিয়ে সকলকে বাঁচায়। ভাই খা পীর এই মেলার প্রচলন করেছিলেন। কিন্তু ভাই খাঁ পীরের মৃত্যুর পরেও তাঁর সমাধিক্ষেত্রকে ঘিরেই এই মেলা এখনও চলে আসছে। বছরে এই একদিনই এই মেলা হয়। বহু মানুষ ভাই খাঁর মাজার দর্শন করতে আসে এই দিনে। যদিও এই মেলা আজও স্থানীয়দের কাছেই বেশি পরিচিত, আজও অনেকেই জানেন না বা শোনেন নি এই মেলার নাম।
    গ্রামীণ এই মেলার অন্যতম অভিনব আকর্ষণ হচ্ছে সুন্দরবনের কাঁকড়া। বলা যায় কাঁকড়ার হাট বসে এই মেলায়। ছোটো বড় মাঝারি নানা মাপের ৩০০ টাকা কেজি থেকে শুরু করে ৩০০০ টাকা কেজির বিভিন্ন দামের জ্যান্ত কাঁকড়া বিক্রি হয় এই মেলায়। তাই কিনতেও ভিড় জমান বহু মানুষ।

ความคิดเห็น •