Excellent train, better then indo/bangla motri express, best train in BD. Timing also good(only 5 mints late for airport to cox & 11 mints late for cox to airport)
আপনাদের ভালোবাসার কারণে আমি ধীরে ধীরে গোফটা সপটেই ফেললাম আজকের একটি ভিডিও ছেড়েছি দেখতে পারেন। তবে আমার পুরনো কিছু ভিডিও আছে। মুম্বাই ভ্রমনের সেগুলোতে গোপ রয়েছে। অসংখ্য ধন্যবাদ প্রাণ ভরা ভালবাসা পরামর্শ দেওয়ার জন্য
কোন ঝামেলা হবে না। তারা জানে যে আপনাদের এনআইডি নাই। তোমরা আব্বু আম্মু টাকায় চলো টিকিট কাটবে কিভাবে। তবে সাথে স্টুডেন্ট আইডি রাখলে ভালো হয়। না রাখলেও সমস্যা নাই
এইটা কোন ভাবেই বলা যায়না ট্রেনে। কারণ ট্রেনের ইঞ্জিন হয় নাই আবার এ মাথায় নিয়ে আসে এটা একটা আজীবন সমস্যা আপনার ভাগ্যে থাকলে িঠক সিট পড়বে, আর উল্টা সাইটে পড়লে মেনে নিবেন
আসলে তো তাই হওয়ার কথা। কবি নজরুল বলেছেন সূর্যমামা জায়গার আগে উঠব আমরা জেগে, গ্রামের শোনা যেত চাঁদ মামা এসে কপালে টিপ দিয়ে যা। অতএব আমার মনে হয় তারা দুই ভাই। মামার বংশ তাই হয়তো দুজনকেই মামা বলে ডাকি। হাহাহা
সারাদেশে প্রতিদিন সড়কপথে দূর্ঘটনায় অসংখ্য মানুষ হতাহত হচ্ছে। অধিকতর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সাথে সকল জেলার সাথে রেলপথ নির্মাণ ও রেল চালু করা জরুরী।
❤দাদা ভাই আমার একটা বাবু সাড়ে চার বছর আরেকটা বাবুর আড়াই বছর এখন কি দুই বাবুর টিকেট লাগবে নাকি একবাবুর টিকেট লাগবে জানাবেন আমি শুধু বড় বাবুর টিকেট কাটছে ছোট বাবুর কাটি নাই এখন কি সমস্যা হবে❤ একটা টিকেট দাদাভাই আর একটা বগিতে পেয়েছি এখন কি এটা কথা বলে একসাথে নেওয়া যাবে
কোন বাবুর জন্যই টিকিট দরকার ছিল না। আপনাদের পাশে যে সিট থাকবে তিনি যদি সিঙ্গেল থাকে তবে তাকে অনুরোধ করে পাশের গতিতে নেওয়া যেতে পারে। সবাই এটাই করে থাকে, এভাবেই সিটগুলো এরেঞ্জ করতে হয়। সব টিকিট এক ভগতি পাওয়া যায় না, এক জায়গায়ও পাওয়া যায় না অনেক সময়। তাই পাশের সিডি একজন সিঙ্গেল লোক থাকলে তাকে অনুরোধ করবেন
@touristmaturam বাবুদের টিকেট কি চেক করে,, কত বছরে বাবুদের কে টিকেট ছাড়া নেওয়া যায় জানাবেন,, তাহলে আমার সাথে আরেকজন লোক যাবে তাকেই টিকিটটা দিয়ে দিব আর কি,, আমি বড়দেরই টিকেট কাটছি তিনটা ছোট বাবুদের টিকেট পাইনি তার জন্য, উনারা বলে ছোট বাবুদের টিকেট বড়দের টিকেট একই,, হাজবেন্ড গেছে প্রথমবার তো জানে না তার জন্য তিন টাকাটা কেটে নিয়ে আসছে,, সাড়ে চার বছরের বাবু তার কি টিকিট চেক করবে,, নাকি আরেক জনকে দিলে কোন সমস্যা হবে না জানাতেন,,
একচুয়ালি তিন বছরের উপরে সব বাচ্চাদের টিকিট লাগে তবে আমরা যেটা করি পাঁচ বছর পর্যন্ত বাচ্চা ছোটই মনে হয় টিকিট না কেটে কোলে করে নিয়ে যাযই। এটা খুব একটা টিটি প্রবলেম করে না বা কিছু বলে না।
আপনি যেদিন কক্সবাজার যাবেন। তার দশ দিন আগে অনন্যা অনলাইনে টিকিট কাটতে হবে। আপনার মোবাইলে রেল সেবা অ্যাপস আছে সেটা নামিয়ে নিবেন বা ইন্সটল করে নিবেন। ওই অ্যাপসে ঢুকে টিকিট কাটা যায়। কিভাবে টিকিট কাটবেন এরকম একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনি চাইলে দেখে নিতে পারেন। অথবা ও অন্যের চ্যানেলে যে কিভাবে টিকিট কাটা যায়। আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর দশ দিন আগে বলছি এই কারণে তাহলে টিকিটটা আপনি সহজে পাবেন আর অবশ্যই যাওয়া আসার টিকিট একসাথে কাটবেন
কক্সবাজার ভাড়া হলো পযটক ও কক্সবাজার টেনে একই ভাড়া শোভন চেয়ার হলো ৬৯৫ টাকা সাথে একটা টিকেট কাটলে অনলাইনে চাজ আরো বিশটাকা যোগ হবে আর এসি হলো ১৩২৫ টাকা অনলাইন চাজ বিশটাকা হলো ১৩৪৫ টাকা
@@fatimarahman7283 দাদা কক্সবাজারের টিকিট আগেই কাটতে হবে। যদি আপনি বন্ধের দিনে যান তবে। আর যদি ওপেন দিলে জান যেমন রবিবার সোমবার মঙ্গলবার এই সময় টিকিটের চাপ কম থাকে। তবে আপনি নির্বিঘ্নে যাওয়া আসার জন্য আগেভাগে টিকিটকে কাটবেন। দশ দিন আগে টিকিট ছেড়ে থাকে আপনি জ্বরটা কাটার পরের দিন যেদিন আসবেন প্লান করেছেন সেদিনেরটা কেটে নিবেন। এতে করে টেনশন মুক্ত থাকবেন। একটা এনআইডি দিয়ে তিনটা টিকিট কাটা যায়। আপনি মোবাইলে রেল সেবা অ্যাপ নামিয়ে নিবেন আর নিজে নিজেই কাটতে পারবেন। ধন্যবাদ দাদা
থ্যাঙ্ক ইউ বাজান কমেন্টস করার জন্য, বিষয়টা হলো ট্রেনের টিকিট কাটার জন্য সকাল আটটার আগেই ওয়েবসাইটে ঢুকে থাকতে হবে দশ দিন পূর্বে সকাল ৮ টায় ট্রেনের টিকিট ছাড়ে। এবং ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায় ঢুকে থাকলে দ্রুত সিট সিলেকশন করা যায় যা আমি করতে পেরেছি আশা করি তুমিও পারবে। এজন্য আমি আশা এবং যাওয়ার দুই সময়ের টিকিট পেয়েছি চারটা করে। আর একটা কথা যদি রবিবার সোমবার বা মঙ্গলবার ভ্রমণ হয় তবে সহজে পেয়ে যাবে। চাপ থাকে বৃহস্পতিবার আর ফিরতি পথে শনিবার
@@touristmaturamআসসালামু আলাইকুম ভাইয়া আপনি টিকিট দেখানোর সময় ফোন নাম্বার ও এন আইডি কার্ড এর নাম্বার ও দেখা গিয়েছে পারলে সে জাগায় ব্লার করে দিয়েন ধন্যবাদ।
@@Bankai_Rafew1 বাপরে কঠিন একটা ভুল হয়ে গেল। অনেক সময় মোবাইলে এডিট করতে গিয়ে ধরা পড়ে না। দাদা অনেক ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। সত্যি খুব খুশি হয়েছি। পরামর্শ দিয়ে ভুল ধরিয়ে দিলে এটা আমার খুব ভালো লাগে। মনে হয় যেন কাছের মানুষ পরামর্শ দিচ্ছে। আবারো ধন্যবাদ।
দাদাভাই কক্সবাজার ট্রেনের সব সিটিই একই ধরনের। সেটা আপনি এসিতে যান আর নন এসিতে যান। তবে এসির ভাড়াটা খুব বেশি সেই অনুযায়ী সিটগুলো কিন্তু আলাদা না। ধন্যবাদ
দেশ উন্নয়ন হয় । বাকি আছে মেন্টালিটি পরিবর্তন হওয়ার। যতদিন আমাদের এই মেন্টালিটি পরিবর্তন হবে না, ততদিন না কখনোই ভালো জাতি হিসেবে উন্নতি করতে পারবো না। ধরুন এটা আপনার মেয়ে, বলতে গেলে ছোট একটা বাচ্চা মেয়ে আপনার সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন।? আর এভাবে যদি আপনাকে কেউ বলতো আপনার বোনটা কে বা মেয়েটা কে আমাকে দিয়ে দেন। তো আপনার কেমন লাগতো। আপনার মাকে জিজ্ঞেস করুন,। মানসিকতার পরিবর্তন করুন পারলে পরিশ্রম করুন, জীবনে উন্নতি হবে আপনার, জীবনের সফলতা আসবে তখন এই কুরুচিপূর্ণ বিষয় আপনার মাথায় আসবে না। আপনার মন্তব্য বোঝা যায় আপনার পরিবারের শিক্ষা জ্ঞান অভাব আছে। আপনার মায়ের বয়স সর্বোচ্চ 35 , বিষয়টা আমার সাথে মিলাতে পারেন। কাজেই আমাদের ভালো চিন্তা করা। সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। তাই না।
এ রকম ভূয়া ট্রেন পৃথিবীতে নেই। ট্রেনে বাতাসের অনুকূলে থাকার পরেও বাতাস লাগে না। এসি ছাড়া নরমাল টিকেট কাটলে বগীর অর্ধেক যাত্রীকে ঘামতে ঘামতে যেতে হবে। সর্বপরি ভূয়া ট্রেন। ভিডিওতে বাতাস লাগে না এই তথ্য কেন গোপন করা হলো?
দাদা অনুভূতি বা অভিজ্ঞতা । আমি যাবার সময় এসি পেয়েছিলাম তাই ঘামের বিষয়টি মাথায় আসেনি। তবে আসার সময় রাত্রে এসেছিলাম আর ভ্রমণটি ছিল ফেব্রুয়ারিতে যেকারণে শীত একটু ছিল । যে কারণে বাতাস প্রয়োজন পরেনি। আর ঐ কষ্টটা ফিল করিনি। পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ ভবিষ্যতে এ ভিষয়ে আমাকে আরো ভাবতে হবে।
@@RayhanRoy-v9m একজনার আইডি দিয়ে ৪টা টিকিট কাটা যায় । কিভাবে টিকিট কাটবেন এ জন্য আমার ভিডিওটা দয়া করে দেখতে পারেন। কাজে লাগবে। কারন আমি অত বুঝিনা তবুও আমি নিজে নিজে যেহুতু কাটতে পেরিছি আপনিও পারবেন।
@@mdmohidur9635 নারে ভাই । এখন অনলাইনে এইসব টিকিট ছেড়ে দেয়। আপনি মোবাইলে একটা অ্যাপস নামিয়ে নেবেন একটা ইউটিউবের টিউটোরিয়াল দেখে খুবই সোজা / ইজি বিষয়। আমিও পারতাম না এসব বিষয় পরে চেষ্টা করেছি পেয়েছি। আমি করলে আপনিও পারবেন
ধন্যবাদ চমৎকার একটা ভিডিও 🇧🇩🥰🥰
thanks brother
10:40 legend🤣🤣🤣🤣
ভিডিও টি অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Dada apnakeo valobasha
Khub sundor
ধন্যবাদ আপনাকে। ভিডিওটি দেখার জন্য। কোন ভুল ইনফরমেশন দিয়ে থাকলে জানাবেন
আল্লাহর ধান জমিন সফর করার মজাই আলাদা ❤❤
Thanks
ভালো লেগেছে
সাইফুজ্জামান ভাই অনেক অনেক ধন্যবাদ।
ভিডিও টি খুব ভালো লাগলো ধন্যবাদ ❤❤❤
Thanks dada
সুন্দর ভিডিও দেকে ভালো ভাল লাগল
Thanks
শাআল্লাহ. অনেক ইনজয় করলাম আপনাদের সাথে। মনে হয়েছিল আমিও যেন আপনাদের সাথেই ছিলাম। আরও সামনে এগিয়ে যান শুভকামনা রইল।❤❤❤❤
দাদা অনেক অনেক ধন্যবাদ শুভকামনা ও ভালোবাসা রইলো।
Beautiful video
Thanks
Thank you for this video Sir
আমি কখনই স্যার না । দাদা বললে খুসি হব । ধন্যবাদ ভাই।
সব ঠিক আছে আপনার গোপ টা কাটবেন তাহলে ভালো হবে
Ha ha. Ki je kori. Achcha dekha jak
@@touristmaturam গোফটা একটু আগলীই লাগে।
@@dpmcell8922 হা হা। চেষ্টা করব।
Veri good jarni
দাদা ধন্যবাদ শুভকামনা রইল
Excellent train, better then indo/bangla motri express, best train in BD. Timing also good(only 5 mints late for airport to cox & 11 mints late for cox to airport)
Dada thanks
গোঁফ 2:36 সেটে ছোট করেন তাদের সুন্দর লাগবে। যাইহোক ভিডিওটি ভাল ছিল
আপনাদের ভালোবাসার কারণে আমি ধীরে ধীরে গোফটা সপটেই ফেললাম আজকের একটি ভিডিও ছেড়েছি দেখতে পারেন। তবে আমার পুরনো কিছু ভিডিও আছে। মুম্বাই ভ্রমনের সেগুলোতে গোপ রয়েছে। অসংখ্য ধন্যবাদ প্রাণ ভরা ভালবাসা পরামর্শ দেওয়ার জন্য
ধন্যবাদ আপনাকে,,শেখ হাসিনা সরকার বারবার দরকার
Thanks
❤❤
@@MdJowel-qw7ms thanks
Bhai amra 5 frnd akhono karor e nid hoy nai amra coxs jabo tai ammu abbur nid diye ticket katsi online a. Akhn check korle kono jamela hobe train a???
কোন ঝামেলা হবে না। তারা জানে যে আপনাদের এনআইডি নাই। তোমরা আব্বু আম্মু টাকায় চলো টিকিট কাটবে কিভাবে। তবে সাথে স্টুডেন্ট আইডি রাখলে ভালো হয়। না রাখলেও সমস্যা নাই
@touristmaturam thank you bhai
কোন সিট কাটলে মুখ সামনের দিকে থাকবে জানাবেন প্লিজ।
এইটা কোন ভাবেই বলা যায়না ট্রেনে। কারণ ট্রেনের ইঞ্জিন হয় নাই আবার এ মাথায় নিয়ে আসে এটা একটা আজীবন সমস্যা আপনার ভাগ্যে থাকলে িঠক সিট পড়বে, আর উল্টা সাইটে পড়লে মেনে নিবেন
চাঁদও মামা আবার সূর্যও মামা
আসলে তো তাই হওয়ার কথা। কবি নজরুল বলেছেন সূর্যমামা জায়গার আগে উঠব আমরা জেগে, গ্রামের শোনা যেত চাঁদ মামা এসে কপালে টিপ দিয়ে যা। অতএব আমার মনে হয় তারা দুই ভাই। মামার বংশ তাই হয়তো দুজনকেই মামা বলে ডাকি। হাহাহা
সারাদেশে প্রতিদিন সড়কপথে দূর্ঘটনায় অসংখ্য মানুষ হতাহত হচ্ছে। অধিকতর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সাথে সকল জেলার সাথে রেলপথ নির্মাণ ও রেল চালু করা জরুরী।
সঠিক বলেছেন আলমগীর ভাই।
ভাই দুঃখজনক হলেও সত্য,সিট গুলো ভেন্ট বা পিছনে হেলানো যায় না। সিটগুলো একদম সোজা হয়ে থাকে, যা ৮-৯ঘন্টা ভ্রমনের জন্য আরামদায়ক নয়!
যথার্থ বলেছেন। কোরিয়ান সিট এভাবে কিভাবেকরে । সব ঠিক ছিল শুধু সিটগুলো ভালো না।েএসি রুমেও এরকম ।
Ac seat ki better than non ac?
@babu1vai851 same seat
❤দাদা ভাই আমার একটা বাবু সাড়ে চার বছর আরেকটা বাবুর আড়াই বছর এখন কি দুই বাবুর টিকেট লাগবে নাকি একবাবুর টিকেট লাগবে জানাবেন আমি শুধু বড় বাবুর টিকেট কাটছে ছোট বাবুর কাটি নাই এখন কি সমস্যা হবে❤ একটা টিকেট দাদাভাই আর একটা বগিতে পেয়েছি এখন কি এটা কথা বলে একসাথে নেওয়া যাবে
কোন বাবুর জন্যই টিকিট দরকার ছিল না। আপনাদের পাশে যে সিট থাকবে তিনি যদি সিঙ্গেল থাকে তবে তাকে অনুরোধ করে পাশের গতিতে নেওয়া যেতে পারে। সবাই এটাই করে থাকে, এভাবেই সিটগুলো এরেঞ্জ করতে হয়। সব টিকিট এক ভগতি পাওয়া যায় না, এক জায়গায়ও পাওয়া যায় না অনেক সময়। তাই পাশের সিডি একজন সিঙ্গেল লোক থাকলে তাকে অনুরোধ করবেন
@touristmaturam বাবুদের টিকেট কি চেক করে,, কত বছরে বাবুদের কে টিকেট ছাড়া নেওয়া যায় জানাবেন,, তাহলে আমার সাথে আরেকজন লোক যাবে তাকেই টিকিটটা দিয়ে দিব আর কি,, আমি বড়দেরই টিকেট কাটছি তিনটা ছোট বাবুদের টিকেট পাইনি তার জন্য, উনারা বলে ছোট বাবুদের টিকেট বড়দের টিকেট একই,, হাজবেন্ড গেছে প্রথমবার তো জানে না তার জন্য তিন টাকাটা কেটে নিয়ে আসছে,, সাড়ে চার বছরের বাবু তার কি টিকিট চেক করবে,, নাকি আরেক জনকে দিলে কোন সমস্যা হবে না জানাতেন,,
"হে আল্লাহ! আমাদেরকে আপনার রহমতে ছায়ায় রাখুন ,সমাজে আমাদেরকে আরো সম্মানিত ও পুরস্কৃত করুন। যাতে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি ''
দাদা ট্রেনে কি বাচ্চাদের জন্য আলাদা টিকেট কাটতে হয়
একচুয়ালি তিন বছরের উপরে সব বাচ্চাদের টিকিট লাগে তবে আমরা যেটা করি পাঁচ বছর পর্যন্ত বাচ্চা ছোটই মনে হয় টিকিট না কেটে কোলে করে নিয়ে যাযই। এটা খুব একটা টিটি প্রবলেম করে না বা কিছু বলে না।
3:31 don't exaggerate things.. sob mg train e ei obostha,, jothesto nichu . sudhu cox's bazar/ porjotak exp e emon na (bg er kotha alada)
you are right
Bhai kivabe cox train er ticket katle seat shoja porbe? Ulta na
এটা কোন দিনেই বলা যায় না। কারণ ট্রেন এক এক দিন ইন্জিন এক এক সাইটে সেট করে । আপনার ভাগ্য ভালো থাকলে ঠিক সাইটে পরবে।
Ac berth ticket katle koy jon jaoya jay
এসি বার্থ নেই। এসি কামরা আর নন এসি চেয়ার এক। তবে শুনেছি এসি বার্থ চালু করবে।
Ok Thank you
টিকেট কাটার নিয়ম
আপনি যেদিন কক্সবাজার যাবেন। তার দশ দিন আগে অনন্যা অনলাইনে টিকিট কাটতে হবে। আপনার মোবাইলে রেল সেবা অ্যাপস আছে সেটা নামিয়ে নিবেন বা ইন্সটল করে নিবেন। ওই অ্যাপসে ঢুকে টিকিট কাটা যায়। কিভাবে টিকিট কাটবেন এরকম একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনি চাইলে দেখে নিতে পারেন। অথবা ও অন্যের চ্যানেলে যে কিভাবে টিকিট কাটা যায়। আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর দশ দিন আগে বলছি এই কারণে তাহলে টিকিটটা আপনি সহজে পাবেন আর অবশ্যই যাওয়া আসার টিকিট একসাথে কাটবেন
কক্সবাজার ভাড়া হলো পযটক ও কক্সবাজার টেনে একই ভাড়া শোভন চেয়ার হলো ৬৯৫ টাকা সাথে একটা টিকেট কাটলে অনলাইনে চাজ আরো বিশটাকা যোগ হবে আর এসি হলো ১৩২৫ টাকা অনলাইন চাজ বিশটাকা হলো ১৩৪৫ টাকা
অনেক ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য আমি শুধরে নেব। আর হ্যাঁ চেষ্টা করব মোছ কাটার
Ac seat ki better than non ac?
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Assalamualaikum vai.Apnara koidin agee ticket booked korechilen r kivabe easyly ticket pabo kono problem chara pls janaben
@@fatimarahman7283 দাদা কক্সবাজারের টিকিট আগেই কাটতে হবে। যদি আপনি বন্ধের দিনে যান তবে। আর যদি ওপেন দিলে জান যেমন রবিবার সোমবার মঙ্গলবার এই সময় টিকিটের চাপ কম থাকে। তবে আপনি নির্বিঘ্নে যাওয়া আসার জন্য আগেভাগে টিকিটকে কাটবেন। দশ দিন আগে টিকিট ছেড়ে থাকে আপনি জ্বরটা কাটার পরের দিন যেদিন আসবেন প্লান করেছেন সেদিনেরটা কেটে নিবেন। এতে করে টেনশন মুক্ত থাকবেন। একটা এনআইডি দিয়ে তিনটা টিকিট কাটা যায়। আপনি মোবাইলে রেল সেবা অ্যাপ নামিয়ে নিবেন আর নিজে নিজেই কাটতে পারবেন। ধন্যবাদ দাদা
কলাটলী থাইকা স্টেশন কতদূর
অটোতে ৩০ টাকা ভাড়া।
@touristmaturam ট্রেন কি রেগুলার চলে
@@SabikulislamTonmoy Ha
Mannan
@@mannanabdul-yn7qp thanks vai
কিন্তু আঙ্কেল কক্সবাজারে ট্রেন তো টিকিট নাই কিন্তু আপনি কিভাবে উঠলেন?
আর আপনার ভিডিওটা ভালো লাগলো আপনার ভিডিওটা ভালো।
থ্যাঙ্ক ইউ বাজান কমেন্টস করার জন্য, বিষয়টা হলো ট্রেনের টিকিট কাটার জন্য সকাল আটটার আগেই ওয়েবসাইটে ঢুকে থাকতে হবে দশ দিন পূর্বে সকাল ৮ টায় ট্রেনের টিকিট ছাড়ে। এবং ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায় ঢুকে থাকলে দ্রুত সিট সিলেকশন করা যায় যা আমি করতে পেরেছি আশা করি তুমিও পারবে। এজন্য আমি আশা এবং যাওয়ার দুই সময়ের টিকিট পেয়েছি চারটা করে। আর একটা কথা যদি রবিবার সোমবার বা মঙ্গলবার ভ্রমণ হয় তবে সহজে পেয়ে যাবে। চাপ থাকে বৃহস্পতিবার আর ফিরতি পথে শনিবার
আমরা ৫ মে রবিবার যেতে চাচ্ছি। আমরা কি কাউন্টার থেকে টিকিট পাবো? নাকি অনলাইন?
@@ratriislam4733 নানা অনলাইন এ ট্রাই করবেন
Coxbazar train off kobe
মনে হয় সোমবার।
সরকারের উচিত দ্রুত গতিতে আখাউড়া টোপিচ দেওয়া হোক
Thik bolechen
ভাই ১ দিনের রুম ভারা কি ২ হাজার টাকা একটু বলবেন প্লিজ
না আমার ২দিন ছিলাম । একদিনের ভাড়া ছিল 1000 টাকা । আপনার দরদাম করে নিবেন। আমি একটা বিশেষ সুবিধা পেয়েছিলাম অফিসিয়াললি। ধন্যবাদ ভাই ।
আসার সময় কিভাবে টিকেট কাটব,,, সকালে গিয়ে পচালাম, রাতে আসব,,রাতে টিকেট অনলাইন কিভাবে পাব,,এ টিকেট তো সকালে ছাড়ে,,সকালে তো আমি টিনে থাকব,,,
যাওয়ার সময়ই আসা-যাওয়া টিকিট কেটে চিন্তামুক্ত থাকতে হবে।
@@touristmaturamআসসালামু আলাইকুম ভাইয়া আপনি টিকিট দেখানোর সময় ফোন নাম্বার ও এন আইডি কার্ড এর নাম্বার ও দেখা গিয়েছে পারলে সে জাগায় ব্লার করে দিয়েন ধন্যবাদ।
@@Bankai_Rafew1 বাপরে কঠিন একটা ভুল হয়ে গেল। অনেক সময় মোবাইলে এডিট করতে গিয়ে ধরা পড়ে না। দাদা অনেক ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। সত্যি খুব খুশি হয়েছি। পরামর্শ দিয়ে ভুল ধরিয়ে দিলে এটা আমার খুব ভালো লাগে। মনে হয় যেন কাছের মানুষ পরামর্শ দিচ্ছে। আবারো ধন্যবাদ।
ভাড়া কত
700 টাকার মত নন এসি । এসি 1300 টাকার একটু বেশি । ভ্যাটসহ
ভাইয়া,আপনারা যেই সিটে গিয়েছিলেন ওইটা কোন ধরনের সিট?
দাদাভাই কক্সবাজার ট্রেনের সব সিটিই একই ধরনের। সেটা আপনি এসিতে যান আর নন এসিতে যান। তবে এসির ভাড়াটা খুব বেশি সেই অনুযায়ী সিটগুলো কিন্তু আলাদা না। ধন্যবাদ
Vaiya online a s.chair jeta 695taka oi sit ghula ki valo hobe?
S.chair oita ki non ac
@@Nilaakter6809 AC te akei chair . kharap na. Korean seat . tabe amar kache aktu choto mane hoyeche.
@@Nilaakter6809 hmm
ঢাকা থেকে কক্সবাজার ভাড়া কত
৭০০ টাকারমত নন এসি৷ আার এসি ১৩০০ টাকার উপরে
এসি রুমে ভাড়া কত
১৫০০-২০০০ টাকার ভিতর পেয়ে যাবেন
ভাইয়া অনলাইন টিকিট কি প্রিন্ট করার প্রয়োজন আছে?
Nite paren. Tabe na nileo hobe. Karon ami kakhono naini.
আমার ফ্যামিলিতে চারজন আমার ভাবির এনআইডি কার্ড দিয়ে চারটি টিকিট কাটছি,আমার ভাবি যাবে না আমি যাব কোন সমস্যা হবে?
চাচা মুচ এতো ছোট কেন?
Ha ha
ভাই, অনেক ভালো লাগলো ভিডিওটা। একটা বিষয় জানার ছিলো, পর্যটক এক্সপ্রেস এ কি ধুমপান করা যায় দরজার সামনে?
হাহা। দরজা বন্ধ থাকে। আর গার্ড সার্বক্ষণিক
@@touristmaturam 😭😭
Hea jay dorja kholao jay ar smoke o kora jay ❤ amra kichudin age gesi@@husamzaberyleeon
সপ্তাহে কি কোনো বন্ধ থাকে ট্রেন...?
কবে যে বন্ধ সেটা সঠিক বলতে পারব না এই মুহূর্তে। তবে আমার জানা মতে কোন বন্ধ নেই। ধন্যবাদ দাদা আমি একটু স্টাডি করে নিই তারপর জানাচ্ছি
Monday off thake
এই টেন্টি আখাউড়া টপিছ থাকলে ভাল হতো
ঠিক কথা বলছেন
ভাইয়া আমাদেরকে নিয়ে যান
হাহা হা। নেক্সট টাইম
চট্রগ্রামের অভিমুখী ট্রেন গাজীপুর হয়ে যায়না
আমার মনে হয় গাজীপুর হয়ে যায় না, তার আগেই ডানদিকে মোড় নেয়
গাজীপুর হয়ে যায়,,সেট পুবাইল হয়ে ঘোড়াশাল হয়ে যায়।
গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা নয়।
না জেনে কমেন্ট করতে আসবেন না।
@@khokonporaan মানে কি বুঝলাম না। আমিতো বলেছি ‘মনে হয়‘। তার মানে সঠিক জানিনা।
অটো ভাড়া কত নিছিলো
150টাকা, এটা নাকি তাদের রেট
Apnar me ta valo lagche 🫶 amar sathe biye diye den
দেশ উন্নয়ন হয় । বাকি আছে মেন্টালিটি পরিবর্তন হওয়ার। যতদিন আমাদের এই মেন্টালিটি পরিবর্তন হবে না, ততদিন না কখনোই ভালো জাতি হিসেবে উন্নতি করতে পারবো না। ধরুন এটা আপনার মেয়ে, বলতে গেলে ছোট একটা বাচ্চা মেয়ে আপনার সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন।? আর এভাবে যদি আপনাকে কেউ বলতো আপনার বোনটা কে বা মেয়েটা কে আমাকে দিয়ে দেন। তো আপনার কেমন লাগতো। আপনার মাকে জিজ্ঞেস করুন,। মানসিকতার পরিবর্তন করুন পারলে পরিশ্রম করুন, জীবনে উন্নতি হবে আপনার, জীবনের সফলতা আসবে তখন এই কুরুচিপূর্ণ বিষয় আপনার মাথায় আসবে না। আপনার মন্তব্য বোঝা যায় আপনার পরিবারের শিক্ষা জ্ঞান অভাব আছে। আপনার মায়ের বয়স সর্বোচ্চ 35 , বিষয়টা আমার সাথে মিলাতে পারেন। কাজেই আমাদের ভালো চিন্তা করা। সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। তাই না।
জন্ম হোক যথাযথ... কর্ম.. ব্যবহার আর আচরণ ভালো হওয়া অবশ্যক।
আমি ফ্যামিলি। আমি ৫ জন যাব
দুই জনের এন আইডি দিয়ে টিকিটকাটতে হবে
Tumhara book karna hai bhaiya Thor Boron Dikhao Na bhaiya bhaiya Tor motorcycle Dikhao Na
Mane ki.
বাচ্চাদের টিকেট লাগে
5 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগে। ১২ বছর পর্যন্ত ২৫ পারসেন্ট কম
কেবিন সার্ভিস নাই
na dada
টিকেট এর কি প্রিন্ট কপি করে আনতে হবে?
না হলেও হবে। মোবাইলে দেখাইলে চলবে
এ রকম ভূয়া ট্রেন পৃথিবীতে নেই। ট্রেনে বাতাসের অনুকূলে থাকার পরেও বাতাস লাগে না। এসি ছাড়া নরমাল টিকেট কাটলে বগীর অর্ধেক যাত্রীকে ঘামতে ঘামতে যেতে হবে। সর্বপরি ভূয়া ট্রেন। ভিডিওতে বাতাস লাগে না এই তথ্য কেন গোপন করা হলো?
দাদা অনুভূতি বা অভিজ্ঞতা । আমি যাবার সময় এসি পেয়েছিলাম তাই ঘামের বিষয়টি মাথায় আসেনি। তবে আসার সময় রাত্রে এসেছিলাম আর ভ্রমণটি ছিল ফেব্রুয়ারিতে যেকারণে শীত একটু ছিল । যে কারণে বাতাস প্রয়োজন পরেনি। আর ঐ কষ্টটা ফিল করিনি। পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ ভবিষ্যতে এ ভিষয়ে আমাকে আরো ভাবতে হবে।
Tickets price koto Bhai
দাদা আমি ভিডিওতে রেট বলে দিয়েছি । নন এসি 690টাকার মত আর এসি 1300 টাকা উপরে । তবে ট্রেন চট্টগ্রাম ছাড়া কোথাও থামেনা । দারুণ চলে
Choto bachader ticket lage
Kivabe ticket pabo dada
@@RayhanRoy-v9m একজনার আইডি দিয়ে ৪টা টিকিট কাটা যায় । কিভাবে টিকিট কাটবেন এ জন্য আমার ভিডিওটা দয়া করে দেখতে পারেন। কাজে লাগবে। কারন আমি অত বুঝিনা তবুও আমি নিজে নিজে যেহুতু কাটতে পেরিছি আপনিও পারবেন।
😮ঢ়যৌমেঈওঘবীঐগঅ❤
বুঝিনাই । অক্ষর গুলো ভেঙ্গে গেছে। আবার বলবেন?
দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অবদান
thanks dada
সব টিক আছে আপনার মুছ ছাটাই করিয়েন একটু
হাহাহাহা । চেষ্টা করব
ভাই সরাসরি কাউন্টারে গিয়ে কাটা য়াবেনা ।
@@mdmohidur9635 নারে ভাই । এখন অনলাইনে এইসব টিকিট ছেড়ে দেয়। আপনি মোবাইলে একটা অ্যাপস নামিয়ে নেবেন একটা ইউটিউবের টিউটোরিয়াল দেখে খুবই সোজা / ইজি বিষয়। আমিও পারতাম না এসব বিষয় পরে চেষ্টা করেছি পেয়েছি। আমি করলে আপনিও পারবেন