অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ! Videoটি খুব সুন্দর হয়েছে । আপনার এতো কষ্ট-পরিশ্রম সাথ’ক হোক । কোন নেক কাজকে আল্লাহ্ কখনও ব্যথ’ করে দেননা । একদিকে নাহলে অন্যদিকে আল্লাহ্ পুরণ করে দেন । Utube তো একটি ওসিলা । কষ্টের মাঝে আল্লাহ্ পরীক্ষা করেন । যেদিন সফলতাগুলি উঁকি দিবে, সামনে এসে যাবে সেদিন আপনি খুশি হয়ে যাবেন । আপনার কথার মিষ্টতা ও সৌন্দয’ আমার ভাল লাগে । দেশ ও দেশবাসীর প্রতি আপনার অনেক ভালবাসা ও সহমমী’তা দেখেছি । খুব সুন্দর । (Vienna)
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ! Videoটি খুব সুন্দর হয়েছে । আপনার এতো কষ্ট-পরিশ্রম সাথ’ক হোক । কোন নেক কাজকে আল্লাহ্ কখনও ব্যথ’ করে দেননা । একদিকে নাহলে অন্যদিকে আল্লাহ্ পুরণ করে দেন । Utube তো একটি ওসিলা । কষ্টের মাঝে আল্লাহ্ পরীক্ষা করেন । যেদিন সফলতাগুলি উঁকি দিবে, সামনে এসে যাবে সেদিন আপনি খুশি হয়ে যাবেন । আপনার কথার মিষ্টতা ও সৌন্দয’ আমার ভাল লাগে । দেশ ও দেশবাসীর প্রতি আপনার অনেক ভালবাসা ও সহমমী’তা দেখেছি । খুব সুন্দর ।
(Vienna)
অনেক ধন্যবাদ ভাই এতদূর থেকে আমাকে সাপোর্ট করার জন্য। ভালোবাসা অবিরাম।
ধন্যবাদ ভাই, সুন্দর ভিডিও
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।
We people of Khulna are very happy for the introduction of Khulna-Mongla railway service. We are always with you. Go ahead. Lots of thanks.
Thank you so much. Keep supporting me.
ধন্যবাদ আপনার ব্লকটা দেওয়ার জন্য আপনাকে রেল চলাচল হয়ে আমাদের সুবিধা আছে আমার শ্বশুর বাড়ি ফুলতলা আর বাপের বাড়ি কাটাখালি যাতায়াতে খুব সুবিধা হল
আসলেই তো আপনার জন্য অনেক সুবিধা হয়েছে ভাই। ধন্যবাদ সাথে থাকার জন্য।
চমৎকার হইছে
ধন্যবাদ আপনাকে।
আলহামদুলিল্লাহ নিশ্চয়ই এটি একটি ভালো খবর তবে কিছুদিন পর লোকবল সংকট দেখিয়ে বা যেকোনো অজুহাত দেখিয়ে ট্রেন সার্ভিসটি যেন বন্ধ করে দেওয়া না হয়
সেটাই ভাই। এত কষ্টের এই পাওয়া যেন বিফলে না যায় খুলনাবাসীর জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য।
আলহামদুলিল্লাহ
মোংলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ
seat plan nai ? .. seat dey na ?
প্রিন্টের টিকিট ব্যবস্থা এখনো চালু হয়নি। তাই কোন নির্দিষ্ট সিট প্ল্যান নাই। ধন্যবাদ।
Tahole ki oi old style ticket?
জ্বি ভাই। আপাতত ওল্ড স্টাইল টিকিট ব্যবস্থাই চালু আছে। পরবর্তীতে প্রিন্টের টিকিট চালু করা হবে। ধন্যবাদ।
Subscribe kore dilam Vaiya agiye jan ❤
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এভাবে সাথে থাকার জন্য।
@@sakibsalman3572 Vaiyar basha Khulna kothay?
Amar basha rupsha bridge sekh rasel ico park
আমার বাসা খুলনার ভেতরেই টাউনে।
খুলনায় মোহম্মদ নগর স্টেশনে ট্রেন কখন আসে?
দুপুর ১২ টা থেকে ১২:১৫ মিনিটের মধ্যে আসে। ধন্যবাদ।
মোংলাতে ওয়াশপিট তৈরি করেছে?
জ্বি ভাই।
না
এই রুটে কি মংলা পোর্টের মালামাল আনা নেওয়া করা হবে
জ্বি ভাই। এই লাইন থেকেই আরেকটা লাইন সরাসরি মোংলা পোর্টের ভিতরে চলে গেছে। আমি নতুন আরেকটা ভিডিওতে এটাও দেখিয়ে দিবো ইনশাআল্লাহ।
সবাইকে টিকেট কেটে ভ্রমণ করার আহ্বান জানাই
অবশ্যই।
মোংলা থেকে ফিরতি ট্রেন আছে কী?
জ্বি আছে। দুপুর ২ টা থেকে ২:৩০ এর মধ্যে একটা ট্রেন মোংলা থেকে ছেড়ে আসে খুলনার উদ্দেশ্যে। ধন্যবাদ।
Benapole to khulna train cholche?
মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন এ রুটে নিয়মিত ট্রেন চলছে। ধন্যবাদ।
খুলনা রেলস্টেশনে কি থামে
খুলনা রেলস্টেশন থেকে সরাসরি মোংলাগামী কোন ট্রেন নেই। কারণ খুলনা রেলস্টেশনের সাথে মোহাম্মদ নগর রেলস্টেশনের মধ্যে সরাসরি কোন রেল সংযোগ নেই।
ভাই নতুন ট্রেন চাইলেই দেওয়া যায় না।
ঠিক ভাই।
মাসখানেক চলতে পারে মনে হয়,তার পরেই মেনটেনেছ এর কাজ শুরু হরে।😁😁😁😁😁😁😁😁😁🩴🩴🩴🩴👠👠👠👠👠👠👠