ความคิดเห็น •

  • @deepbanerjee4793
    @deepbanerjee4793 11 หลายเดือนก่อน +113

    রক্তের বিনিময়ে পাওয়া এই অমূল্য স্বাধীনতার স্বাদ কোনোদিন কোনো সিনেমাতেও এইভাবে অনুভব করতে পারিনি😢...
    কণ্ঠের জাদুকর মীর আফসার আলী তোমার চরণে প্রণাম 🙏🏻😭

  • @anjanarouth3311
    @anjanarouth3311 11 หลายเดือนก่อน +277

    আমরা যারা আজকালকার young generation যারা পড়াশোনার চাপ বা কর্মসূত্রের কারণে বাংলা সাহিত্যের এই সব অমূল্য সম্পদ প্রায় ভুলতে বসেছি "গপ্পো মীরের ঠেক" আমাদের সেই সব অমর সৃষ্টি গুলোর সাথে পরিচয় করিয়ে দেয়❤। এরজন্য মীরদা আর তাঁর টীমকে অসংখ্য ধন্যবাদ 😊❤

    • @BlackSakura33
      @BlackSakura33 11 หลายเดือนก่อน +5

      নিজের সাথে সবাইকে এক করে ফেলবেন না।

    • @Aviation-220
      @Aviation-220 10 หลายเดือนก่อน

      Absolutely right 👍

  • @arponsutradhar1596
    @arponsutradhar1596 11 หลายเดือนก่อน +113

    হরে মুরারে,মধুকৈটভারে!✊🙏
    বন্দে মাতারম্ 🙏🌺
    ধ্বনিটা শুনলেই শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়।😌🖤

  • @nandinisuprabha7692
    @nandinisuprabha7692 11 หลายเดือนก่อน +122

    যতবার এই গল্প পড়ি,ততবার ই চোখে জল আসে। আজ ও তাই। যতবার "বন্দেমাতরম" শব্দটা কানে আসে ততবারই গায়ে কাঁটা দিয়ে ওঠে। কত শত প্রানের বিনিময়ে এই দেশের স্বাধীনতা,, আর আজ সে দেশের কি অবস্থা করেছি চলেছি আমরা।।
    মীরদা তোমাকে আর এই গল্পের সমস্ত কলাকুশলীদের চরণে আমার প্রণাম।

    • @TheUnderTecher
      @TheUnderTecher 11 หลายเดือนก่อน

      Apni to asol uponnas ti porechen ? Audiostory er sathe uponnaser ki bisesh parthokko royeche ?

  • @souviksantra5137
    @souviksantra5137 11 หลายเดือนก่อน +145

    গত শনিবারের পর থেকে অপেক্ষা কোনমতেই সয়ছিলো না ।এ এক অদ্ভুত অনুভূতি গায়ে কাঁটা দেয় বন্দেমাতরম স্লোগানে ❤
    আজ বুঝছি কেনো এই বইকে ইংরেজ ভয় পেতো..
    সাহিত্য সম্রাট 🙏❤️

    • @kuntalmondal7533
      @kuntalmondal7533 11 หลายเดือนก่อน +1

    • @mojojo2668
      @mojojo2668 11 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

  • @HarkumarBarman-hp7by
    @HarkumarBarman-hp7by 11 หลายเดือนก่อน +7

    তুমিই বিদ্যা
    তুমিই ভক্তি
    তুমিই মা
    বায়ুতে শক্তি
    বন্দেমাতরম! বন্দেমাতরম! বন্দেমাতরম।
    ........
    শরীরের লোম শিহরে উঠেছিল গল্প দুটো শুনে।
    ...
    স্বাধীনতার এই মহা উৎসবে
    আমাদের সকলের প্রিয় কবি শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ গল্পটি উপহার দেওয়ার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো গপ্প মিরের ঠেকের পুরো টিমকে।
    ❤️❤️❤️🙏🙏🙏

  • @srijanpramanik8371
    @srijanpramanik8371 11 หลายเดือนก่อน +14

    52:05 চোখের জল ধরে রাখতে পারলাম না... যতবার বন্দেমাতরম ধ্বনি উঠেছে ততবার গায়ে কাঁটা দিয়েছে... 🥺 বন্দেমাতরম✊✊🏻✊🏼✊🏽✊🏾✊🏿... সাহিত্য সম্রাট 🙏

  • @ashakhatun2912
    @ashakhatun2912 11 หลายเดือนก่อน +29

    আজ দুটো episode পরপর শুনলাম।শেষ করলাম অসীম মুগ্ধতায়।মীর দার কন্ঠ ঈশ্বরের দান এটা অনস্বীকার্য।গল্পের শেষে তাঁর উচ্চারিত " বন্দেমাতরম" ধ্বনির রেশ মনকে ম়োহিত করে দিল

  • @sukhendupramanik6261
    @sukhendupramanik6261 11 หลายเดือนก่อน +21

    শুনে আমার গায়ের লোম খাঁড়া হয়ে গেল। ভবানন্দের গালায় অদ্ভুত আবেগ ছিল, জীবানন্দ ও শান্তি যেন একে অপরের পরিপূরক। সত‍্যানন্দ ( কাঞ্চন দা) সত‍্যি অসাধারণ voice modulation করেছে। এরকম সাহিত্যের রসাস্বাদন করতে কেইবা বঞ্চিত হতে চায়?

  • @swarnalikar6671
    @swarnalikar6671 11 หลายเดือนก่อน +133

    হরে মুরারে মধুকৈটভারে 🙏
    বন্দে মাতরং🙏 🧡🤍💚

    • @GolperAtyokotha1
      @GolperAtyokotha1 11 หลายเดือนก่อน +4

      Eta sune mon juriye jai😊😊😊😊

    • @swarnalikar6671
      @swarnalikar6671 11 หลายเดือนก่อน +2

      @@GolperAtyokotha1 🤝

    • @akashhazra8848
      @akashhazra8848 11 หลายเดือนก่อน

      Hare murari ❤️❤️

    • @miraseal6941
      @miraseal6941 11 หลายเดือนก่อน

      গোপাল গোবিন্দ মুকুন্দ হরে❤❤🙏🙏🙏

    • @suspenseandhorror9593
      @suspenseandhorror9593 11 หลายเดือนก่อน

      হরে মুরারে মধুকৈটভারে
      বন্দে মাতরং

  • @aparajitamondal6568
    @aparajitamondal6568 11 หลายเดือนก่อน +88

    কি‌ অসাধারণ অনুভূতি। শিহরন জাগানো মুহূর্ত । গায়ে কাঁটা দিয়ে উঠেছে বার বার। ভারতীয় হিসেবে অহংকার টা আরও বেড়ে গেলো ❤️❤️

  • @parvesraksand6895
    @parvesraksand6895 10 หลายเดือนก่อน +6

    কী বলব! কী বর্ননা, কী প্রকাশভঙ্গী, কী মিউজিক! অপূর্ব। কতবার যে চোখ ভিজে গেছে, কতবার যে শিউরে উঠেছি, কতবার যে বন্দে মাতরম বলে উঠেছি তার ইয়ত্বা নেই। অসাধারণ পরিবেশনা।

  • @Ragini___9246
    @Ragini___9246 11 หลายเดือนก่อน +213

    মীর দা এর হাত ধরেই আমরা বাংলা সাহিত্য কে আবার নতুন করে চিনছি..এর প্রতি আমাদের ভালোবাসা ধীরে ধীরে বেড়ে চলেছে...Thanks to Mir & his Team 🤗🤗

    • @mdyousufmia6788
      @mdyousufmia6788 11 หลายเดือนก่อน +1

      একদম ঠিক কথা বলেছেন 😊

    • @amitkumarnandy4309
      @amitkumarnandy4309 11 หลายเดือนก่อน +1

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @goutammajumder530
      @goutammajumder530 11 หลายเดือนก่อน

      ​@@rakeshb2010you

    • @nilanjanamanik8240
      @nilanjanamanik8240 11 หลายเดือนก่อน

      1:13:10 1:13:10 1:13:12

    • @nilanjanamanik8240
      @nilanjanamanik8240 11 หลายเดือนก่อน

      1:13:10 1:13:10 1:13:12

  • @mamondutta485
    @mamondutta485 11 หลายเดือนก่อน +78

    গাঁয়ে কাঁটা দিয়ে উঠছে শুনে❤️❤️ চোখ দিয়ে জল এসে গেল এত সুন্দর করে উপস্থাপনা 🥺 বন্দেমাতরম ❤️❤️❤️

  • @mithubhattacharyadas
    @mithubhattacharyadas 11 หลายเดือนก่อน +34

    অনেকদিন পর কাঁদলাম,এ কান্না তখনকার মানুষের সহ্য শক্তি, কঠোর পরিশ্রম, দেশপ্রেম দেখে, দেশ স্বাধীনের জন্য তাঁরা নিজের সংসার ত্যাগ করতেও দুবার ভাবতেন না। দেশ মাতৃকার জন্য নিজের জীবন বাজি রাখতেন । বন্দে মাতরম 💚🤍🧡

  • @sokher_kobi
    @sokher_kobi 11 หลายเดือนก่อน +5

    চোখ বুজে শুনেই গেলাম।। কি অপূর্ব।। দেশপ্রেম ভালোবাসা এর অনুভূতি যে এমন হয় এটা না শুনলে বুঝতাম না।। সবাই বলো বন্দেমাতরম বন্দেমাতরম বন্দেমাতরম বন্দেমাতরম বন্দেমাতরম বন্দেমাতরম

  • @user-ns3mr8ir5m
    @user-ns3mr8ir5m 11 หลายเดือนก่อน +7

    যখন স্কুলে পড়তাম তখন আমার আনন্দ মঠ উপন্যাস টা পড়া ।তারপর 40বছর পর আপনার উপস্থাপনায় এটা শুনে ভারি ভালো লাগলো। ধন্যবাদ।

  • @SujataHazra-tb2wl
    @SujataHazra-tb2wl 11 หลายเดือนก่อน +5

    এই উপন্যাস যতবার পড়ি যতবার শুনি একবারও আবেগ কম হবে না ।চোখ দিয়ে নিজের অজান্তেই কেমন জল বেরিয়ে আসে ।তাকে বাঁধন মানানো যায় না ।প্রনাম সাহিত্যিক বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যাযের
    ধন্যবাদ গপ্পো মীরের ঠেকের উপস্থাপনা কে
    ধন্যবাদ প্রণাম

  • @biswajitsarkar9267
    @biswajitsarkar9267 7 หลายเดือนก่อน +4

    মীর দা তোমাকে সেলাম।
    আমাদের মতো কিছু মানুষের বেঁচে থাকার রসদ যোগাচ্ছ তুমি ও তোমার পুরো দল 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤তোমাদের সেলাম

  • @debasishbanerjee5213
    @debasishbanerjee5213 11 หลายเดือนก่อน +7

    মীর দা
    এবার একটা দেবী চৌধুরানী হক।
    এত versatile কাজকর্ম কোনোদিন শুনিনি।
    খুব ভালো কাজ হচ্ছে।
    ঠেক এইভাবেই বেড়ে বড় হয়ে উঠুক।
    ইতি --- এক অনুগত শ্রোতা।

  • @sutrishnadas6708
    @sutrishnadas6708 9 หลายเดือนก่อน +5

    সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অনবদ্য সৃষ্টি ' আনন্দমঠ ' উপন্যাসটি শোনার পর আমার কিছু বলার ভাষা নেই। শুধু একটা কথাই বলতে চাই "বন্দেমাতরম,বন্দেমাতরম , বন্দেমাতরম"....🙏╣⁠[🇮🇳]⁠╠🙏

  • @osimakhatun310
    @osimakhatun310 11 หลายเดือนก่อน +30

    বসে পড়েছি মীর আফসার আলী, দীর্ঘ ছয় দিন পর আনন্দমঠ এর শেষ পর্ব উপভোগ করতে.. গল্প শুনতে শুনতে মাথা গরম হয়ে যায় ওই অনাচার এর অত্যাচারে.. তাই এক কেটলী চা নিয়ে বসেছি.. গরমে গরম বিনাশ হবে.. 😊😊😊 বন্দে মাতরম 🙏🙏🙏

  • @arpitarpanchali
    @arpitarpanchali 10 หลายเดือนก่อน +5

    বন্দে মাতরম বন্দে মাতরম... উফ্ প্রতিবার এই শব্দে যে গায়ের প্রতিটা রোম খাড়া হয়ে উঠছিলো।কি জীবন্ত পাঠ সব যেনো চোখের সামনে ঘটছে।চোখে জলের ধারা আটকাতে পারছিলাম না.... আনন্দমঠ যখন পড়ে ছিলাম তখন এতো জীবন্ত মানে হয়নি।কি অসম্ভব ভালো উপস্থাপনা এটা বোধয় মীর দা আর তোমার টিমই পারে..... অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের পুরো টিম কে❤❤❤

  • @susmitaghosh2687
    @susmitaghosh2687 11 หลายเดือนก่อน +51

    অসাধারণ! বলাটাও কম হবে ,,,,,মন ছুঁয়ে গেছে,,,, মনে হচ্ছে যেন চোখের সামনে দেখছি। ভারত মাকে স্বাধীনতা করার জন্য কত অগুন্তি সন্তান এর বলিদান আছে তা বই এ পরেছি,আজ সত্যিই অনুভব করলাম,,,,, বন্দেমাতরম 🇮🇳🙏

  • @abhijitbanik1538
    @abhijitbanik1538 11 หลายเดือนก่อน +52

    গাঁয়ে কাঁটা দেওয়ার মতো !! মীরদা এভাবেই আরো অনেক গল্প ও উপন্যাস শুনতে চাই তোমার কণ্ঠে । সাহিত্য সম্রাট ও মীরদা ..... এক আলাদা অনুভূতি। রবিবারের থেকে এখন শনিবারের জন্য বেশি অপেক্ষায় থাকি !

  • @siddharthamazumdar4470
    @siddharthamazumdar4470 11 หลายเดือนก่อน +6

    প্রাণ ভরে গেল।
    সমরেশ মজুমদারের "গর্ভধারিণী " শোনার ইচ্ছা থাকলো।

  • @aparajitamondal6568
    @aparajitamondal6568 11 หลายเดือนก่อน +11

    যারা সাহিত্য প্রেমী। কিন্তু সময় বা কাজের চাপে পড়ে উঠতে পারে না , তাদের পক্ষ থেকে এই পুরো টিম কে অসংখ্য ধন্যবাদ। Thanks প্রিয় মীর দা❤️

  • @asiqueakram7836
    @asiqueakram7836 11 หลายเดือนก่อน +7

    'বন্দেমাতরম' এর প্রতিটি স্লোগানে সারা শরীর কাঁটা দিয়ে উঠছিল। অসম্ভব সুন্দর লাগলো। এখনো যেন বাকরুদ্ধ হয়ে আছি। ❤❤❤❤❤

  • @moviejunction53
    @moviejunction53 11 หลายเดือนก่อน +12

    থ্রি মাস্কেটিয়ার্স ,আয়রন মার্কস, ইত্যাদি গল্পগুলো শুনে ভাবতাম বাংলা সাহিত্যে কি এমন কোনো গল্প নেই, আনন্দমঠ আমার চোখ খুলে দিয়েছে। আগস্ট মাসে এই গল্প এক চরম দেশাত্মবোধ জাগিয়ে দিল। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তারা সত্যিই মহৎ। ধন্যবাদ সেই সকল স্বাধীনতা সংগ্রামী কে আর ধন্যবাদ মিরও তার টিমকে

  • @teamsouth18
    @teamsouth18 11 หลายเดือนก่อน +546

    দেবী চৌধুরানী চাই। ওটা শোনার খুব ইচ্ছা😊😊

    • @goutambiswas3421
      @goutambiswas3421 11 หลายเดือนก่อน +4

      Right

    • @souvikmondal3565
      @souvikmondal3565 11 หลายเดือนก่อน +38

      অবশ্যই শুনবেন , তবে রেডিও মিলন এ শুনতে পারেন , ভালো করেছে

    • @bookswithamir4462
      @bookswithamir4462 11 หลายเดือนก่อน +13

      Radio Milan e ache. Khub sundor presentation. Shune dekhben.

    • @Debjani_99
      @Debjani_99 11 หลายเดือนก่อน

      Radio Milan channel e giye sunun darun hoyeche

    • @World_champion_8bdor_Messi
      @World_champion_8bdor_Messi 11 หลายเดือนก่อน +17

      Radio Milan...akdom chokh bondho kore, one of the best audio station, mirchi bangla ke somane tokkor diye jachche, sune dekhte paro...ar oder kantay kantay series ta osamanno.

  • @moumitaghosh95
    @moumitaghosh95 11 หลายเดือนก่อน +16

    e ki episode... bhoy kanna shihoron... Ananda Math is history, & this episode is historic too. Mir u made it, this was epic 🎉🎉🎉
    VandeMataram!!!!

  • @ranughosal9457
    @ranughosal9457 11 หลายเดือนก่อน +4

    প্রায় ১৬ বছর আগে পড়েছি আনন্দমঠ। অসাধ্য সাধন করেছেন মীর দা আপনি এবং আপনার টীম। সাধু ভাষা তে বঙ্কিম রচনাবলী সাধারণত কেউ পড়ে না আজকাল। আপনাদের উদ্যোগে অন্তত এই উপন্যাস শুনে অনেকেই আসল উপন্যাসটি আশা করি আবার পড়ার চেষ্টা করবে এবং বঙ্কিম সমগ্র পড়বার জন্যে আগ্রহী হবে। ❤

  • @rumanamahjabeen6275
    @rumanamahjabeen6275 11 หลายเดือนก่อน +23

    শেষের অংশটুকু শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল। আর পুরোটা শোনবার সময় কতবার যে চোখে পানি এসেছিল!!!
    মীর তোমার এই যাত্রা অব্যাহত থাকুক।
    নিউইয়র্ক থেকে রুমানা মাহজাবীন

  • @banimondal9626
    @banimondal9626 11 หลายเดือนก่อน +8

    অসাধারণ উপস্থাপনা শুনে সারা শরীরে শিহরণ ছরিয়ে গেলো । 🙏 ইনারাই হলেন ভগবানে নানান রুপ যারা মাতৃভূমিকে শৃঙ্খলমোচন করতে জন্ম নেন এ রকমি মহাত্মাদের কোটি কোটি প্রনাম জানায় 🙏🙏🙏🙏🙏।। বন্দেমাতরম 🇮🇳।।

  • @SusmitaSengupta-rs4ib
    @SusmitaSengupta-rs4ib 2 หลายเดือนก่อน +2

    প্রতিবার "বন্দেমাতরম" শুনে গায়ে কাঁটা দিয়ে উঠেছে । শেষে চোখে জল এলো। কত ভারতমাতার সন্তানের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা ❤️ বন্দেমাতরম 🇮🇳

  • @arpitapal8272
    @arpitapal8272 11 หลายเดือนก่อน +67

    কি অসাধারণ এক অনুভূতিতে ভোরে গেলো। শিহরণ জাগানো মুহূর্ত, গায়ে কাঁটা দিয়ে গেলো বারবার, চোখ ভিজলো , গর্ব বোধ হলো আবার। দক্ষ শিল্পী দের শুভেচ্ছা আর 🙏

  • @sabyasachidutta4171
    @sabyasachidutta4171 11 หลายเดือนก่อน +8

    ❤' আনন্দ মঠ' বাংলা তথা সমগ্র ভারতের স্বাধীনতা আন্দোলনের অতুলনীয় দলিল, এক অপার্থিব সৃষ্টি !
    আজ, মীরের আন্তরিক প্রচেষ্টায় শুনলাম সেই কাহিনীর বর্তমান রুপ !
    যা কেবল অসাধারনই নয়, সমস্ত বাঙালীর অহংকারহয়ে থাকবে স্মৃতির মনিকোঠায় ৷

  • @sriparnachatterjee7948
    @sriparnachatterjee7948 11 หลายเดือนก่อน +8

    অসাধারণ ।।কোন প্রশংসা ই যথেষ্ট নয় ।।মন ভরে গেল, চোখ ভিজে গেল ।কত শত প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা ।।।আজ শুধু কন্ঠস্বর আর ধ্বনি র র মাধ্যমে আপনারা সেটাই মনে করিয়ে দিলেন ।সাহিত্য সম্রাট এর অমর এই উপন্যাস আর আপনাদের এই পরিবেশনা সর্বাঙ্গীন রূপে সার্থক ।।।অনেক অনেক ধন্যবাদ ।।😢😊

  • @rumisinghabagchi94
    @rumisinghabagchi94 11 หลายเดือนก่อน +6

    মীর দা আর যে সমস্ত দক্ষ শিল্পীরা আমাদের এই সুন্দর ঐতিহাসিক উপন্যাস আমাদেরকে উপহার দিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালেও কম হবে।এত সুন্দর উপস্থাপনা চোখের জল আসলো গায়ে কাঁটা দিল মন শিহরিত হয়ে উঠল।শুনছিলাম না মনে হচ্ছিল চোখের সামনে সব ঘটছে।
    বন্দে মাতরম 🇮🇳

  • @kartickadhikari2281
    @kartickadhikari2281 11 หลายเดือนก่อน +11

    what a skill of presentation of story. After the hearing full story I thing that this channel will make history in west bengal.

  • @shreyasibanerjee2607
    @shreyasibanerjee2607 11 หลายเดือนก่อน +4

    মীরদা গায়ে কাঁটা দিয়ে উঠলো। মনে হলো চোখের সামনে পুরোটা দেখতে পেলাম। অনেক ধন্যবাদ এই অভিজ্ঞতা দেওয়ার জন্য। তোমার প্রতিটি উপস্থাপনারই ভক্ত কিন্তু "আনন্দমঠ"যেনো অতুলনীয়। এভাবেই অনন্য অভিজ্ঞতায় আমাদের উদ্ভাসিত করে যেও।
    বন্দেমাতরম।

  • @user-pn9hi3om5p
    @user-pn9hi3om5p 11 หลายเดือนก่อน +5

    মির ভাই তোমার তুলনা নেই ❤শ্রোতাদের বাংলা সাহিত্যের প্রতি ভক্তি ক্রমশই তুমি বাড়িয়ে তুলছো। বাংলা সাহিত্যের প্রতি মর্যাদার মাত্রা তুমিই যুক্ত করে দিলে 😇

  • @mousumikundu5401
    @mousumikundu5401 4 หลายเดือนก่อน +2

    গতকাল প্রথম পর্ব শুনেছিলাম, আর একটু আগে শুনলাম দ্বিতীয় পর্ব। সেই বন্দেমাতরম্ শুনে গায়ে কাঁটা দেয়, চোখে জল আসে। তোমাদের উপস্থাপনা অসাধারণ।

  • @ankitaguha2209
    @ankitaguha2209 11 หลายเดือนก่อน +5

    গায়ে কাঁটা, চোখে জল, মন শিহরিত আর অসম্ভব গর্বের অনুভূতি। ধন্যবাদ বলে ছোট korbo na. Indebted to you

  • @olisarkardas486
    @olisarkardas486 11 หลายเดือนก่อน +11

    ধন্যবাদ মীর দা । এই ধরনের ঐতিহাসিক গল্পঃ নিয়ে হাজির হওয়ার জন্য । তুমি সুস্থ থেকে আমাদের গল্পঃ শুনিয়ে যাও।

  • @AyaDaIn
    @AyaDaIn 11 หลายเดือนก่อน +11

    জার্মানির গ্রীষ্মের সন্ধ্যায় যেভাবে আমার ফ্ল্যাটটা বন্দেমাতরম ধ্বনিতে ভরে উঠল তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল, চোখে জল ভরে উঠল। ধন্য মীর আপনি! ধন্য গপ্পো মীরের ঠেক!

  • @debanjankar9981
    @debanjankar9981 10 หลายเดือนก่อน +2

    প্রনাম। শতকোটি প্রণাম। এ যে এক অপরূপ সৃষ্টি। বাংলা সাহিত্য যে কত সুন্দর মনি-মানিক্যে পরিপূর্ণ, তার প্রকৃষ্ট উদাহরণ হয়তো এই গল্পের মধ্যে দিয়ে বিকশিত হচ্ছে। অপূর্ব, অনবদ্য সব সৃষ্টি। প্রণাম প্রণাম 🙏🙏🙏

  • @Ranjana-wy9wj
    @Ranjana-wy9wj 11 หลายเดือนก่อน +1

    ❤ ek kathai asadharon. Eto sundar r kichu hoi na.dhannobad mir da

  • @santanutunga7355
    @santanutunga7355 11 หลายเดือนก่อน +10

    চিরকালই পড়তে অনীহা। মীর, দ্বীপ, ইন্দ্রানী, দেবস্মিতা, স্যোমক, লাজবন্তী রা ছিল বলেই প্রতিদিন পৃথিবীর আর একটা রুপের থুড়ি সাহিত্যের প্রেমে পড়ছি। ❤️

    • @BijoyPantu
      @BijoyPantu 11 หลายเดือนก่อน

      Sudhu ekdin ekta uponnas ke pore dekhben jotoi valo na laguk... Sudhu ekbar 1 ghanta ekta uponnas ke porar chesta korben... Dekhben ses na kore otha porjonto uthte iccha korche na

  • @rahulgamingyt1214
    @rahulgamingyt1214 11 หลายเดือนก่อน +4

    "আনন্দমঠ" গল্পটি পড়ার ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকে । যখন দশম শ্রেণীর ভারতবর্ষের ইতিহাস পড়েছিলাম তখন থেকেই ইচ্ছা ছিল।আপনাদের অনেক ধন্যবাদ ❤

  • @supriyodaw8650
    @supriyodaw8650 11 หลายเดือนก่อน +1

    Darun sundor. Sabai darun kar chere kar kotha likhbo.. Khali ekjoner kotha na bolye noye... Kanchan Babu what a surprise... Ke what a vocal quality really appreciate. Aar Mir tomar janye tomar kotha ... Apni thakchen sir apni thakchen sir ... Apni apni apni thakchen sir.

  • @sreejascollection8574
    @sreejascollection8574 11 หลายเดือนก่อน +6

    চোখ ভোরে এলো, কি অপূর্ব উপস্থাপনা, অনেক ধন্যবাদ আপনাদের সকল কে।। বাংলা সাহিত্যের কি অপূর্ব সব সৃষ্টি। মীর স্যার এবং টিম সকল কে অসংখ্য ধন্যবাদ

  • @sanghamitraghosh8615
    @sanghamitraghosh8615 11 หลายเดือนก่อน +4

    অসাধারণ এক অভিজ্ঞতা হল এই স্বপ্নের যাত্রা শেষে। প্রতিটা চরিত্রায়ন অনবদ্য হয়েছে। কাঞ্চন মল্লিকের কন্ঠস্বর শুনলে গায়ে কাঁটা দেয় রীতিমত। সত‍্যি আমাদের ঠেক না থাকলে ভালো করে চিনতেই পারতাম না এই অসাধারণ প্রতিভাবান অভিনেতাকে। আর সোহিনী সরকার একেবারে ফাটিয়ে দিয়েছে।

    • @AtanuMondal60
      @AtanuMondal60 11 หลายเดือนก่อน

      আমার মনে হলো যে মল্লিক বাবুর voice টা modify করা হয়েছে ।

  • @flamencoguitarist2024
    @flamencoguitarist2024 11 หลายเดือนก่อน +8

    অপূর্ব.. অসাধারণ!!! দেশমাতৃকাকে, সাহিত্য সম্রাটকে শতকোটি প্রণাম!! 🙏🏻❤Vande Maataram!! 🙏🏻🇮🇳💐

  • @kaustavmal7705
    @kaustavmal7705 11 หลายเดือนก่อน +12

    গল্পটার মধ্যে দেশ ভক্তির রসদ পূর্ণ, "হরে মুরারে মধুকৈট ভারে শক্তি দে মা দুহাত ভরে" বন্দেমাতরম... 🖤🖤 মীর দা তোমার টিমকে আন্তরিক প্রনাম জানাই, অসাধারণ উপস্থাপনা।।🙏🙏🙏🙏

  • @rakhimallick2380
    @rakhimallick2380 11 หลายเดือนก่อน +8

    Gaye kata deoya galpo....lots of love 🥰🙏

  • @barnamaychowdhury3226
    @barnamaychowdhury3226 11 หลายเดือนก่อน +15

    আগের দিন পর্ব ১ শোনার পর বাকিটা pdf download করে পড়ে নিয়েছিলাম। যখন পড়েছিলাম তখন যে শব্দ শুনতে পাচ্ছিলাম তার সাথে এই পাঠ যেন হুবহু মিলেযাচ্ছে।
    মনে হল যেন আমি এই দ্বিতীয় পর্ব সেদিন শুনেছিলাম ।
    সত্যিই আপনারা মানুষের কল্পনাকেও বাস্তব করেছেন ❤।

  • @rubikhatun5341
    @rubikhatun5341 7 หลายเดือนก่อน +1

    কত শত প্রাণের বিনিময়ে আজ এই স্বাধীনতা ❤ পেয়েছি, যাদের প্রাণের বিনিময়ে আজ এই স্বাধীনতা তাদের কাছ এই দেশবাসী ঋণী, গপ্পো মীরের ঠেক এর team কেও ধন্যবাদ জানাই....

  • @Arrow0007
    @Arrow0007 11 หลายเดือนก่อน +19

    এতো অসাধারণ presentation, এতবার পড়ার পরেও শুনতে শুনতে চোখে জল চলে আসছে 🥺
    বন্দেমাতরম 🧡🤍💚

  • @ronitabag1286
    @ronitabag1286 11 หลายเดือนก่อน +6

    শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়েছে ❤আর চোখ দিয়ে জল এসে গেল । ধন্যবাদ মীর স্যার আপনার পুরো টিম কে এত সুন্দর উপস্থাপনা করেছেন।। ❤❤❤❤

  • @Examguidemadhumita12
    @Examguidemadhumita12 11 หลายเดือนก่อน +5

    ভারত আমার ভারতবর্ষ ;
    তোমাতে আমরা লভিয়া জনম ধন্য হয়েছি ..
    ধন্য গো..

  • @debjanisabud1344
    @debjanisabud1344 11 หลายเดือนก่อน +2

    Khub khub bhalo laglo
    “Khudito Pashan “shonanor anurodh roilo ♥️

  • @KoylaViepo-ms7re
    @KoylaViepo-ms7re 11 หลายเดือนก่อน +5

    সনাতন ধর্ম শ্রেষ্ঠ।মা কে আমাদের আগের মতো অবস্থায় নিয়ে যেতে হবেই।যে ভারতে মায়ের নামের জয় ধ্বনি সবাই দেবে।আর বন্দেমাতরম বলবে সবাই ।সব ধর্ম নির্বিশেষে।তবেই সার্থক হবে আনন্দমঠ

  • @akanxaaadas9261
    @akanxaaadas9261 11 หลายเดือนก่อน +7

    কত দিন পর আবার আনন্দমঠ এর স্বাদ পেলাম। কলেজ এ পড়তে পড়েছিলাম। মির দার কাছে রাজ সিংহ পড়ার বায়না করলাম। আর কে কে শুনতে চান হাত তুলুন

  • @soumibiswas4348
    @soumibiswas4348 11 หลายเดือนก่อน +24

    চলে এসেছি🙈 প্রথম পার্টটা শুনতে এত্ত ভালো লেগেছে, যে অপেক্ষায় বসে ছিলাম কবে দ্বিতীয় পার্টটা আসবে😌❤️

  • @Tanusree01234
    @Tanusree01234 11 หลายเดือนก่อน +1

    Vande mataram... Chokher jol ta kmn kre jeno chole elo🥺 khub sundor..darun laglo mir da thank you

  • @madanbaidya7016
    @madanbaidya7016 11 หลายเดือนก่อน +1

    Kono bhasa khuje pelam na je ki bolbo... Just outstanding ❤❤❤

  • @panchforonwithmoumita
    @panchforonwithmoumita 11 หลายเดือนก่อน +3

    অন্যন্য এক অনুভূতি, সব শিল্পীদের ধন্যবাদ। যেমন অভিনয় তেমন এডিটিং আবার তেমনি আবহ। এক কথায় অনবদ্য। তোমাদেরকে স্যালুট।

  • @rahulbhattacherjee4627
    @rahulbhattacherjee4627 11 หลายเดือนก่อน +8

    শেষের কথা গুলো শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল...বন্দেমাতরম 🇮🇳

  • @suvashreechakrabarti5593
    @suvashreechakrabarti5593 11 หลายเดือนก่อน +1

    Onobodyo..... osadharon...... chokher samne dekhte pelam cinemar moto. Mir er uposthaponay ebong opoooooooorbo team work e abar ekti mon chhuye jawa production.... Thank you Mir and your team..... eisob golpo to praye hariye jete bosechhilo..... apnader emon prochesta tei ei luptopray sahityo manuser kachhe pouchhe jachchhe abar o......!! Bhalo thakun Mir..... sokole sustho thakun..... sobar jonno bhalobasa subhokamona...... Love you all ❤ pashe achhi..... songe achhi..... !!

  • @moutusi8097
    @moutusi8097 11 หลายเดือนก่อน +1

    Mir da ato sundor protisthapona ❤ tumi aibhabei chirokal theke jabe ❤ tumi arom e afuran theko... 😊

  • @sagorikabhanja1306
    @sagorikabhanja1306 11 หลายเดือนก่อน +3

    চোখ বন্ধ করে রাখলে মনে হচ্ছে রণভূমি তে দাড়িয়ে চাক্ষুষ দেখতে পাচ্ছি সবটা.... what a presentation mir!!!❣️❣️

  • @M.D_9931
    @M.D_9931 8 หลายเดือนก่อน +4

    My all time favourite audio story station List in TH-cam😊....
    1. MIR ER GOPPER THEK 💙
    2. SUNDAY SUSPENSE ❤️
    3. RADIO MILAN 💜
    4. MID NIGHT HORROR STATION 💚
    You people are important like food, oxygen, water ❤❤❤❤❤❤

  • @tithimondal4741
    @tithimondal4741 3 หลายเดือนก่อน +2

    বন্দেমাতরম ❤ আজ সত্যিই আনন্দমঠ এর দুটো পর্ব শুনলাম, অসাধারণ, আর এই ভাবে দেশের সেই সময় তুলে ধরা এবং সেই বন্দেমাতরম ধ্বনি আজ ও কতটা শিহরন বয়ে আনে সেটা অনুভব করলাম !

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 11 หลายเดือนก่อน +1

    অভিভূত, আপ্লুত, মোহাচ্ছন্ন! কী অসাধারণ উপস্থাপনা! বহুদিন আগে আনন্দমঠ পাঠ করেছিলাম, আর আজ তার জীবন্ত দলিল প্রত্যক্ষ করলাম! স্যালুট প্রতেক কলাকুশলীকে! গপ্পো মীর এভাবেই এগিয়ে চলুক তার দুরন্ত গতিতে! সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র মহাশয়কে শতকোটি প্রণাম! 🙏♥️♥️♥️♥️♥️❤❤❤❤❤❤❤
    বুদ্ধদেব গুহর মাধুকরী ও শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাস দুটির উপস্থাপনার অনুরোধ রইলো! 🙏🙏

  • @amitkumarbarik6717
    @amitkumarbarik6717 11 หลายเดือนก่อน +13

    গোরা শুনতে চাই 😀😀 অনেক দিনের ইচ্ছা

  • @ujjaldas9023
    @ujjaldas9023 11 หลายเดือนก่อน +94

    😊হরে মুরারে মধুকৈট ভারে🙏 জয় হোক সন্তান দের ☺️🥰🥰

  • @rajudey5429
    @rajudey5429 11 หลายเดือนก่อน +1

    এইরকম একটা গল্প পরিবেশনের জন্য খুব ভালো লাগলো।।আমরা বাংলা সাহিত্য কে নতুন ভাবে জানতে পারছি।।এর থেকেই সন্তানদের যাত্রা শুরু বন্দেমাতরম।।

  • @tapanmukhopadhyay4358
    @tapanmukhopadhyay4358 7 หลายเดือนก่อน +1

    আনন্দমঠ বঙ্কিমচেন্দ্রর অপূর্ব সৃষ্টি, যে উপন্যাস পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের গীতার সমতূল্য উজ্জীবিত করেছিল। অপূর্ব সুন্দর দুর্দান্ত উপস্থাপনা করে আপনি ও আপনার টিম হৃদয় জিতে নিলেন। ধন্যবাদ মির আফ্সর আলী অসংখ্য ধন্যবাদ ।

  • @osimakhatun310
    @osimakhatun310 11 หลายเดือนก่อน +7

    শান্তি ওরফে সোহিনী সরকার বনাম নবীনা সুন্দরী.. অসাধারণ তার সাহসী অভিনয় কৌশল শুনে মুগ্ধ হয়ে গেলাম মীর আফসার আলী.. 👍🙏👍🙏👍🎉❣️🎉 বন্দে মা ত র ম 🙏 🇮🇳 🙏 কল্যাণীও তার মেয়ে এবং মহেন্দ্র সাথে ভবানন্দ ,, এই চরিত্র গুলো আনন্দমঠ এর মর্মান্তিক শ্রেষ্ঠ.. 👏🌻👏মীর, এই আগস্ট মাসের সেরা উপন্যাস আমাদের উপহার দিয়ে, দারুণ শান্তি দিলে.. 🙏🙏🇮🇳🙏🙏🌻💙🌻

  • @pdmedianetwork
    @pdmedianetwork 11 หลายเดือนก่อน +3

    অসাধারণ এক উপস্থাপনা শুনলাম।যতবার বন্দে মাতরম উচ্চারিত হয়েছে ততবার গায়ে কাঁটা দিয়ে উঠেছে।

  • @somnathmukherjee392
    @somnathmukherjee392 10 หลายเดือนก่อน +2

    অসাধারণ.অসাধারণ..অসাধারণ তোমার বাণী, তোমার রচিত অমর কাব্য আনন্দমঠ। হে বঙ্কিম তোমার চরণে কোটি কোটি প্রনাম।
    আর আমাদের অতি প্রিয় মীরদা তোমার গল্প পাঠ অতি উচচমানের। অনেক আশীর্বাদ করছি দীর্ঘ জীবি হও আর বাংলা সাহিত্যের অমর সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দাও তোমার অডিওর মাধ্যমে।
    বন্দে মাতরম ।।

  • @bedaduttanag3373
    @bedaduttanag3373 11 หลายเดือนก่อน +1

    অসাধারণ লাগলো। ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি খুব ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন সাহিত্য সম্রাট। অকারণ নরহত্যা না করে শত্রু কে রাজা হতে দেওয়া, এ হয়ত ভারতেই কেউ ভাবতে পারেন। জয়লাভ করেও আবার সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া এও ভারতেই সম্ভব ।
    আর গল্পপাঠের ব্যপারে আর কী বলব। মুগ্ধ হলাম

  • @subhamsaha4201
    @subhamsaha4201 11 หลายเดือนก่อน +3

    গায়ে কাঁটা দিয়ে উটলো। অসাধারণ রচনা এবং খুব সুন্দর উপস্থাপনা। বন্দেমাতরম ❤❤❤🙏🙏🙏

  • @arkadeeppramanick19050
    @arkadeeppramanick19050 11 หลายเดือนก่อน +3

    বন্দেমাতরম। আপনাআপনি চোখে জল এলো,গায়ে কাঁটা দিল....

  • @puspendumaity4468
    @puspendumaity4468 11 หลายเดือนก่อน +2

    Purota eksathe sunbo bole wait kr6ilm... Deshpremer r ekta prolep porlo mone... Tumi sera mir da...❤❤❤

  • @moughosh3621
    @moughosh3621 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ ki darun .. jotobar vandematram shunlam ..totobar e gaa kata diye uthlo chokhe jol aslo..

  • @subhabrataadak2918
    @subhabrataadak2918 11 หลายเดือนก่อน +4

    সত্যি খুব সুন্দর presentation, গল্প শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। সত্যি great 👍👍👍👍👍👍👍👍

  • @Paheli782
    @Paheli782 11 หลายเดือนก่อน +6

    অপেক্ষার অবসান❤❤❤
    এই ঠেকে কালের মন্দিরা শোনার ইচ্ছে থাকলো।

  • @n.mandalsarkar5423
    @n.mandalsarkar5423 11 หลายเดือนก่อน +1

    গপ্পো মীরের ঠেক কে জানাই অসংখ্য ধন্যবাদ, আনন্দমঠ উপন্যাস টি বাছাই করা এবং এতো সুন্দর উপস্থাপনা করার জন্য।
    আনন্দমঠ শুনতে শুনতে কখন যেনো নিজেই নিজের মুখে বলে উঠছিলাম সেই মন্ত্রটি "বন্দে মাতরম্"

  • @aniruddhamahapatra4579
    @aniruddhamahapatra4579 11 หลายเดือนก่อน

    মীর দা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। উপন্যাসের এরকম প্রদর্শন 😮 , গোটা গল্পে কতবার যে গায়ে কাঁটা দিয়েছে!!!

  • @arijitghosh4717
    @arijitghosh4717 11 หลายเดือนก่อน +3

    কোনো ভাষায় বোঝানো যাবে না ❤❤ গল্প মীর ঠেক কে র পুরো টিমকে জানায় শত শত কোটি কোটি প্রনাম❤❤❤❤❤বন্দে মাতারাম🇨🇮

  • @BondhuKrishikhamar
    @BondhuKrishikhamar 11 หลายเดือนก่อน +14

    আবারও সেই চাষের জমির মাঝখানে একটা ছোট্ট কুটির ঘরের মধ্যে একলা বসে এই আনন্দমঠ শোনায় মন আনন্দে ভোরে ওঠে।❤

  • @jagannathbhattacharjee6216
    @jagannathbhattacharjee6216 11 หลายเดือนก่อน +1

    অসাধারণ। সত্যি ই উপন্যাস টি শুনতে গিয়ে বার বার রোমাঞ্চিত হলাম।
    মীর দার কাছে অনুরোধ রইলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর গৌড়মল্লার উপন্যাস টি উপস্থাপনা করার জন্য। অনেক ভালোবাসা রইলো।

  • @riyapaul3619
    @riyapaul3619 11 หลายเดือนก่อน +1

    মীর বাবু আপনাকে শতকোটি প্রণাম।যতবার শুনছি,ততবারই গায়ে কাটা দিয়ে উঠছে।গপ্পো মীর এর সব সদস্য দের অনেক ধন্যবাদ জানাই এমন সুন্দর প্রচেষ্টা আমাদের সামনে তুলে ধরার জন্য। অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যতে র জন্য 💛

  • @miraseal6941
    @miraseal6941 11 หลายเดือนก่อน +3

    স্যার আমি আনন্দ মঠ পর্ব ২ আবার শুনলাম যদি তুমি যেত তাহলে আমি তোমার রক্ষিতা . হয়ে থাকবো আর হারলে তুমি আমার কোটরে বাঁদর সেজে থাকবে তোমার ধর্মে বাধা দেব কেন বাহ খুব সুন্দর লাগলো অনেক অনেক ধন্যবাদ জানাই গপ্পো র ঠেকের টীম কে ♥️ ❤️ ♥️ 🙏 🙏 🙏 বন্দে মাতারাম 🇮🇳 ❤️ 🙏

  • @osimakhatun310
    @osimakhatun310 11 หลายเดือนก่อน +11

    এত মৃত্যুর কলনাদ শুনে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে.. চোখ ঝাপসা হয়ে যাচ্ছে.. 😭😭😭 কি লিখবো দেখতেও পাচ্ছিনা.. 🙏বীর ভবানন্দর🙏 মৃত্যু awesome 👍🙏👍🙏👍🌻🇮🇳🌻বন্দে মাতরম 🙏 🙏 🙏 🇮🇳

    • @Arrow0007
      @Arrow0007 11 หลายเดือนก่อน

      একই অবস্থা, সেই class 5 থেকে বহুবার পড়েছি অথচ এখন শুনতে শুনতে চোখের জল আটকাতে পারছি না 🥺💔

    • @osimakhatun310
      @osimakhatun310 11 หลายเดือนก่อน +1

      ​@@Arrow0007সত্যি, ভীষণ মর্মান্তিক দরদী উপস্থাপন মীর এর.. 😢🙏🇮🇳🙏

  • @malidutta3670
    @malidutta3670 9 หลายเดือนก่อน +1

    কি ভাবে বলব,, ভাষায় প্রকাশ করা ক্ষমতা নেই,, এত সুন্দর করে পাঠ করা হয়েছে যে বার বার শুনতে ইচ্ছে হয়,, প্রত্যেকে ধন্যবাদ যারা যারা অংশ গ্রহণ করে এত সুন্দর গল্পও পরিবেশন করলেন,,,🙏🙏🙏

  • @user-zi3eb5wy2w
    @user-zi3eb5wy2w 11 หลายเดือนก่อน +2

    অসাধারণ। আনন্দমঠ শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠল। ধন্যবাদ গল্প মীরের ঠেক কে।

  • @5agarDutta
    @5agarDutta 11 หลายเดือนก่อน +6

    I feel goosebumps after a long time 🤯😍