@@marufhasan2773 জি। আপনার কথা মানলাম। আমাদের প্রিয় নবীজি বলেছেন আমি হোসাইন থেকে আর হোসাইন আমার থেকে। যে আমার হোসাইনকে ভালোবাসল মোহাব্বত করল সে আমি নবীজীকে ভালবাসল। আর যে আমার হোসেনের সাথে শত্রুতা করে সে যেন আমি নবিজির সাথে শত্রুতা পোষণ করে। মনে করুন আপনি ঘরের জন্ন্যে একটা ইলেকট্রিক মিটার আনবেন।আপনাকে প্রথম দরখাস্ত জমা দিতে হবে। তারপর দরখাস্ত অফিসে যাবে আরো কত কিছু করতে হবে একটা মিটারের জন্য। টিক তেমনি আমি যদি মহান আল্লাহ পাকের দিদার লাভ করতে চাই নবীকে নবীর বংশধর কে মহব্বত করতে হবে একটা উসিলা করতে হবে যে আমি আল্লাহর কাছে কি সরাসরি যেতে পারব না ওনাদের উসিলায় আমি আল্লাহকে পাব।
হে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দুয়া করি যেন আমাদের সকল মসুলমান দের কে হজরত ইমাম হুসাইন রাঃ কবর মুবারক জিয়ারত করার জন্য তৌফিক দান করুন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন আমীন ছুম্মা আমীন
ভাই আপনার জন্য দোয়া রইল৷ ইমাম হুসাইন রাদিআল্লাহু তাআ'লা আনহুর মাজার দেখে চোখ দিয়ে পানি চলে আসল। আপনার ওসিলায় জান্নাতের যুবকদের সরদারের মাজার দেখতে পারলাম। আল্লাহ যেন ওনার ওসিলায় আমাদের মুমিনদের গুনাহ মাফ করে দেন৷ এবং ইয়াজিদি মুসলমান ধ্বংশ করেন।
জানিনা কাছে গিয়ে কখনো দেখতে পারবো কি না তবে আপনার উছিলায় দেখতে পারছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😭😭😭 আল্লাহ তোমার লিলা বোঝা বড়ো কঠিন। প্রতীটা নবী ইসলামের জন্য কতো কষ্ট করেছে। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং নবীজির বংশধররা জীবন দিয়ে দিছে ইসলামের জন্য আর আমরা নবীজির উম্মত হয়ে কতো গুনাহ করি, কতো অন্যায় করি 😭 এই ফিতনার যুগে জন্ম নেয়াটাই দুর্ভাগ্য মনে হয় 😭😭😭 আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও 😭
আমি বিশেষ ক'রে ধন্যবাদ জানাই __ স্পন্সর কারীনি সৈয়দা আফরিন আলী আপু কে.. কারন উনার জন্যে ই আমরা সবাই মিশর,আলেকজান্ড্রেয়ার ও বিভিন্ন স্থানের বিভিন্ন রকমের ঐতিহাসিক ভিডিও সর্ম্পকে জানতে ও দেখতে পারবো ক্রমান্নয়ে... , দোয়া রইল তাঁর জন্য ও দোয়া রইল এ-ই অতি চমৎকার ও সুন্দর ভিডিও সৃষ্টি কারী ব্যক্তি মাকারিম ভাইয়ার জন্যে 🤲🤲।।
@@syedaafreenali3392 অবশ্য ই আপনার জন্যে অনেক অনেক দোয়া ও আপনার পরিবারের প্রতিটা সদস্যের জন্যে অনেক অনেক দোয়া করছি মন থেকে... 🤲 কারন আপনার এতো সুন্দর একটা মহৎকর্মের জন্যে ই হলো মাকারিম ভাইয়ার মিশর যাত্রা আর আমরাও পেতে চলেছি সব সুন্দর সুন্দর ভিডিও ও ঐতিহাসিক নির্দশন গুলো দেখবার সুযোগ,, তাই আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি..... অনেক অনেক ভালো থাকবেন।।।
@@RishaSuper50 অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর বলা এবং appreciate করার জন্য, আলহামদুল্লিলাহ্ । ভালো থাকবেন আর আমার এবং পরিবারের জন্য দোয়া করবেন । ভবিষ্যতে যেন এরকম ভালো কিছু উপহার দিতে পারি মাকারিম ভাই এর মাধ্যমে ।
আপনাকে অনেক ধন্যবাদ হুজুর হযরত হোসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহুর মাথা মোবারক মাজার দেখানোর জন্য আর সত্য তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাতে মঙ্গল দান করুক আমিন
আজ সত্যি ই নির্বাক স্যার বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি।স্যার শুধু আজ এইটুকুই বলতে পারি আল্লাহ্ পাকের দরবারে জীবনে কোনদিন যদি কোন ভালো কাজ করে থাকি তার সওয়াবটুকু যেন আপনাকে প্রদান করেন এবং আমার মতো সামান্য মানুষের আয়ু দিয়ে আপনার আয়ু দীর্ঘায়ু করে সহীহ সালামতে রেখে এতো সুন্দর পবিত্র কাজগুলো আরো বেশি করে করার সৌভাগ্য দান করে পবিত্র ইসলাম প্রচারের জন্য আমাদের প্রিয় নবীজিকে এবং প্রিয় নবীজির বংশধরকে যে ধরনের কষ্ট সহ্য করতে হয়েছে তার আলোচনাসহ ইসলামিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পবিত্র স্থানসমূহ সবার সামনে বেশি বেশি করে তুলে ধরার তৌফিক দান করেন।। আর শ্রদ্ধেয় সৈয়দা আফরিন আপু এবং ঊনার পরিবারের সকলকে মহান আল্লাহ্ পাক যেন সর্বদা সহীহ সালামতে রেখে নেক হায়াত দান করেন।। আমিন আমিন আমিন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি।। তবে জুম্মার সকালটা যেনো মেঘ ক'রে আছে।।। সকাল হতেই গুড়ি গুড়ি বৃষ্টি... 🌧... খুব সম্ভবত শীত আসার নমুনা,,, আল্লাহর রহমত,,, এবার গরম একটু খানি কমবে হয়তো।। দোয়া করো তুমি আর তোমার মেয়ে কেমন আছেন?? তাকে আমার আদর ও স্নেহ দিও।।😍😍😘😘।। আর ছোট্ট বোনুর কোনো খোঁজ খবর পেলে কিনা জানিও... তার জন্য দোয়া রইল... সে যেখানে ই থাকুক, যে ভাবে ই থাকুক.. সবসময়ই সুস্থ সবল থাকুক।।। তার জন্য চিন্তা হলো।।।।
ও আল্লাহ তুমি কেন সে সময় পাঠালে না,যে সময় হোসাইন রাদিয়াল্লাতালা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করেছেন ইয়াজিদের বাহিনী, যদি থাকতাম তাহলে আমিও যুদ্ধ করতাম এবং তাদেরকে টুকরো টুকরো করতাম না হয় আমি নিজে টুকরো টুকরো হয়ে যেতাম তাও নিজেকে ধন্য মনে করতাম, ইসলামের পথে শহীদ হওয়া ভাগ্যের ব্যাপার ,যা সবার কপালে থাকেনা,হে আল্লাহ তুমি আমাকে হোসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহু সৈনিক হিসেবে কবুল করে নাও আমিন।
আমি কি বলবো চোখের পানি চলে আসলো কস্টে কলিজা চিরে জায় এই ইতিহাস সুনলে জয় হক আহালে বায়াত জর হক পাক পানজাতোন ভাই আপনাকে আনেক আনেক ধনো বাত এতো সুন্দোর একটা পবিরো ভিটিও দেওয়ার জনো
সুবহান আল্লাহ্ । আমরা মক্কা, মদিনা শরীফের সকল স্থান দেখেছি আজ আপনার মাধ্যমেই এই প্রথম হোসাইন (রঃ) শির মুবারক জানার সুযোগ হলো । আমার মিশরে যে কিছু আছে সেটা জানা ছিল না । আপনার কাছ থেকেই প্রথম শুনেছিলাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আমার এবং পরিবারের সকলের জন্য দোয়া করবেন। ভালো এবং সুস্থ ভাবে দেশে ফিরে আসুন ।
Afreen Ali আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।আসলে আপু সত্যি ই আমরা আপনার কাছেও কৃতজ্ঞ থাকবো সারাজীবন।কোনো কিছু বলে ধন্যবাদ জানানোর মতো সত্যি ই ভাষা জানা নেই শুধু অন্তরের অন্তঃস্থল থেকে আপনার এবং আপনার পরিবারের জন্য সবসময় দোয়া করি মহান আল্লাহ্ পাক আপনাদের মঙ্গল করুন। খুব খুব ভালো থাকবেন .....Dearest honorable sweetest Apu
Afreen Ali ইন্-শা-আল্লাহ্ আল্লাহ্ ভরসা.....মহান রাব্বুল আল-আমিন সবসময় আপনার সকল নেক ইচ্ছেগুলো পূরণ করুন দোয়া করি আপু।মহান আল্লাহ্ পাকের দরবারে হাজারও শুকরিয়া যে প্রিয় স্যারকে পেয়েছি আল্-হামদুলিল্লাহ আর স্যারের মাধ্যমে আপনাকেও পেলাম আল্-হামদুলিল্লাহ 💕🌹🌹💕 আপু ভবিষ্যতেও এই রকম পবিত্র মহৎ উদ্যোগের সহায় হোন এবং স্যারের মাধ্যমে আরও সুন্দর সুন্দর কাজগুলো দেখতে পারি এই শুভ কামনা ও মন থেকে আবারও অনেক অনেক দোয়া।।
আল্লাহ,,,,,,,, আমাদের প্রাণ প্রিয় রাসূল (সাঃ) ও তার পরিবার ইসলামের জন্য জীবনের সর্বস্ব টুকু বিলিয়ে দিলেন। আল্লাহ আমাদের সকল মুসলমান ভাই বোন কে ইসলামের জন্য আমাদের জীবন কে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার তাওফিক দান করুন।
আলহামদুলিল্লাহ,, আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন এবং হায়াতে তৈয়বা দান করুন,, আমিন,, আপনার মাধ্যমে আমরা রাসুল সাঃ এর প্রিয়জন দের মাকবারা দেখার সুযোগ পেয়েছি,,,
জনাব আপনার উছিলায় এই পবিত্র স্থান দেখার সুযোগ পেলাম। ধন্যবাদ স্পনসর সৈয়দা আফরিন আলীকে বিশেষ ভাবে ধন্যবাদ আপনাকে যার মাধ্যমে আমরা ইসলামের ইতিহাসের ঐতিহাসিক স্থান দেখার সুযোগ পাচ্ছি। মহান রাব্বুল আলামীনের দরবারে আপনাদের জন্য অনেক অনেক অনেক দোয়া রইলো।
ভাই আপনি ভাল কাজ শুরু করছেন। আল্লাহ আপনাকে ভাল রাখুক আর আমার দোয়া ও শুভকামনা রইল আপনার প্রতি। ইমাম হোসাইন এর ত্যাগ প্রতিটি মুসলমান এর জন্য শিক্ষা। আল্লাহ আমাদের এই থেকে শিক্ষা নিয়ে সমস্ত মুসলমান দের, সমগ্র বিশ্ব এর সব মুসলমান দের এক হওয়ার ব্যবস্থা যেন করে দেয় !!
মোবাইল টা হারিয়ে ফেলায় আপনার মূল্যবান ভিডিও টা সময়মত দেখতে পারি নি।।😢😢 আলহামদুলিল্লাহ। দেরি করে ফেলছি কিন্ত আল্লাহ তা'য়ালা এর রহমতে এখন দেখছি।। আপনার মাধ্যমে ইসলামের অনেক ইতিহাস জানতে পারলাম।ভবিষ্যতে আরো জানতে পারবো।ইনশাআল্লাহ্। আল্লাহ তা'য়ালা আপনাকে সবসময় ভালো রাখুক।আমিন।🌷🌷🌷🌷
আমাদের সবার প্রিয় নবীজির নয়নের মণি, কলিজার টুকরো কারবালার প্রান্তরে ইয়াজিদ এর হাতে নির্মম ভাবে শহীদ হ'য়েছেন,আল্লাহ তুমি উনার উছল্লিয়া আমাদের সবাইকে কবুল ক'রে না-ও।।
আনেক দুর্বল কিছু দেখলাম আপনার মাধ্যমে, নবীর আহলে বাইয়ত এর ভালবাসা ছারা, আমরা আল্লাহর কাছে কি নিয়ে যাব, হে আল্লাহ আপনার আহলে বাইয়াতে ভালবেসে যেন মরতে পারি, যারা আহলে বাইয়াতে ভালবাসে তাদের পিয় নবী হজরত মুহাম্মাদ(সঃ)এর সাথে যায়গা করে দিও আমিন,,, "
আসছালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায়।আপনার মাধ্যমে ইসলামের অজানা কথা ও অদেখা দৃশ্যগুলো দেখতে আর শুনেতে পারছি।আল্লাহ আপনার এই নেক কাজগুলো কবুল করুক আমীন।।।
ইমাম হোসাইন (আঃ) ওনার নামে জান কুরবানী হাজার বার লক্ষ বার কোটি বার ,,,আমিন।
হে হোসাইন প্রিয় নবীজির আওলাদ সালাম জানাই আপনার কদম মোবারকে।
আমিন আমিন আমিন
পৃথিবীতে শুধু আল্লাহর কদম মোবারক ছাড়া আর কারো কদম মোবারকে ছালাম
উচ্চারন পাপ ইনশাআল্লাহ।
তিনার জান্নাতি আত্মার জন্য আল্লাহর
কাছে দোয়া করুন ছালাম নয় ইনশাআল্লাহ
রুবেল ভাই....
@@marufhasan2773
জি।
আপনার কথা মানলাম।
আমাদের প্রিয় নবীজি বলেছেন আমি হোসাইন থেকে আর হোসাইন আমার থেকে।
যে আমার হোসাইনকে ভালোবাসল মোহাব্বত করল সে আমি নবীজীকে ভালবাসল।
আর যে আমার হোসেনের সাথে শত্রুতা করে সে যেন আমি নবিজির সাথে শত্রুতা পোষণ করে।
মনে করুন আপনি ঘরের জন্ন্যে একটা ইলেকট্রিক মিটার আনবেন।আপনাকে প্রথম দরখাস্ত জমা দিতে হবে।
তারপর দরখাস্ত অফিসে যাবে আরো কত কিছু করতে হবে একটা মিটারের জন্য।
টিক তেমনি আমি যদি মহান আল্লাহ পাকের দিদার লাভ করতে চাই নবীকে নবীর বংশধর কে মহব্বত করতে হবে একটা উসিলা করতে হবে যে আমি আল্লাহর কাছে কি সরাসরি যেতে পারব না ওনাদের উসিলায় আমি আল্লাহকে পাব।
হে আল্লাহ আমাদের জন্য ঈমাম হোসাইন নিজের জীবন দিয়েছেন আমাদের দিন ও ইসলাম কায়েম করার তৌফিক দান করেন আমিন
হে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দুয়া করি যেন আমাদের সকল মসুলমান দের কে হজরত ইমাম হুসাইন রাঃ কবর মুবারক জিয়ারত করার জন্য তৌফিক দান করুন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন আমীন ছুম্মা আমীন
❤️❤️🌹❤️❤️
আমিন আমিন আমিন
হযরত হোসাইন (রাঃ) এর শির মুবারকের ভিডিও দেখে খুব ভালো লাগল
Mashallah ❤️❤️❤️😭 সত্যিই কতোই না বেদনা দায়ক সত্যি। সালাম ইয়া ইমাম হোসেইন ✋✋
আমিন আমিন আমিন
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আমিন আমিন আমিন
ওয়ালাইকুম আসসালাম। কেন জানি এই ঘটনাগুলো শুনলে খুব ভাল লাগে আর অনেক কান্না পায়।আল্লাহ আমাদের নেক কাজ করার তৌফিক দান করুন। আপনার জন্য রইল প্রানভরা দুয়া।
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে কমেন্ট করেছেন দোয়া করেছেন
সুব-হান-আল্লাহ্ চোখের পানি ধরে রাখাটা সত্যি ই যে ভীষণ কষ্টের
আল্লাহ পাক আপনার চোখের পানি কবুল করে নিক আমিন আমিন
ইয়া আল্লাহ আপনি আমাদের কলিজার টুকরো ইমাম হোসাইনের সুন্নাত তৈরিকায় চলার তৌফিক দান করুন। আমিন
ভাই আপনার জন্য দোয়া রইল৷
ইমাম হুসাইন রাদিআল্লাহু তাআ'লা আনহুর মাজার দেখে চোখ দিয়ে পানি চলে আসল।
আপনার ওসিলায় জান্নাতের যুবকদের সরদারের মাজার দেখতে পারলাম।
আল্লাহ যেন ওনার ওসিলায় আমাদের মুমিনদের গুনাহ মাফ করে দেন৷
এবং ইয়াজিদি মুসলমান ধ্বংশ করেন।
আমিন আমিন আমিন
জানিনা কাছে গিয়ে কখনো দেখতে পারবো কি না তবে আপনার উছিলায় দেখতে পারছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😭😭😭 আল্লাহ তোমার লিলা বোঝা বড়ো কঠিন। প্রতীটা নবী ইসলামের জন্য কতো কষ্ট করেছে। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং নবীজির বংশধররা জীবন দিয়ে দিছে ইসলামের জন্য আর আমরা নবীজির উম্মত হয়ে কতো গুনাহ করি, কতো অন্যায় করি 😭 এই ফিতনার যুগে জন্ম নেয়াটাই দুর্ভাগ্য মনে হয় 😭😭😭 আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও 😭
আমিন আমিন আমিন
ঠিক বলছেন
হে আল্লাহ হযরত ইমামা হোসাইন (রঃ) এর ত্যাগের উছিলায় এবং উনার পবিএ মাজার শরীফের ওছিলায় আপনি আমাদের অতীতের গুনাহ মাফ করে দিন...
খুব সুন্দর বয়ান,ইয়া মওলা পাক আমাদের দিলে আমৃত্যু উনাদের প্রতি শ্রদ্ধা অটুট রাখেন।
আমিন আমিন আমিন
ইমাম হোসেন জিন্দাবাদ
আমিন আমিন আমিন
ঈমাম হোসাইন আঃ এর শির মোবারক এবং দেহ মোবারকের মাজারের কথা জানতে পেরে ধন্য হলাম, ধন্যবাদ ঢাকা হতে আকবর হোসেন আলমাইজ ভানডারী শুনছি।
আমিন হে মহান আল্লা তুমি আমাদের সবাইকে কবুল করও এই জায়গায় জাউয়া র
আমিন আমিন আমিন
মারহাবা। আপনার মতো একজন সুন্নী আক্বীদার বীর সিপাহীর জন্য আজ আমরা গর্বিত।। বারাকাআল্লাহু ফি হায়াতিকা।।
Alhamdulillah Alhamdulillah... আমিন আমিন আমিন
দোয়া করবেন বেশি করে যেনো এরকম বিষয় গুলি তুলে ধরতে পারি আরো বেশি করে.
আমি বিশেষ ক'রে ধন্যবাদ জানাই __ স্পন্সর কারীনি সৈয়দা আফরিন আলী আপু কে.. কারন উনার জন্যে ই আমরা সবাই মিশর,আলেকজান্ড্রেয়ার ও বিভিন্ন স্থানের বিভিন্ন রকমের ঐতিহাসিক ভিডিও সর্ম্পকে জানতে ও দেখতে পারবো ক্রমান্নয়ে... , দোয়া রইল তাঁর জন্য ও দোয়া রইল এ-ই অতি চমৎকার ও সুন্দর ভিডিও সৃষ্টি কারী ব্যক্তি মাকারিম ভাইয়ার জন্যে 🤲🤲।।
Thank you so much Risha for your kind words. Please keep me and my family in your prayer.
@@syedaafreenali3392
অবশ্য ই আপনার জন্যে অনেক অনেক দোয়া ও আপনার পরিবারের প্রতিটা সদস্যের জন্যে অনেক অনেক দোয়া করছি মন থেকে... 🤲 কারন আপনার এতো সুন্দর একটা মহৎকর্মের জন্যে ই হলো মাকারিম ভাইয়ার মিশর যাত্রা আর আমরাও পেতে চলেছি সব সুন্দর সুন্দর ভিডিও ও ঐতিহাসিক নির্দশন গুলো দেখবার সুযোগ,, তাই আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি..... অনেক অনেক ভালো থাকবেন।।।
@@RishaSuper50 অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর বলা এবং appreciate করার জন্য, আলহামদুল্লিলাহ্ । ভালো থাকবেন আর আমার এবং পরিবারের জন্য দোয়া করবেন । ভবিষ্যতে যেন এরকম ভালো কিছু উপহার দিতে পারি মাকারিম ভাই এর মাধ্যমে ।
@@syedaafreenali3392 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
অনেক কষ্ট লাগল, আল্লাহ রাসুলুল্লাহ সাঃ পরিবারের উপরে শান্তি বর্ষন করুন আমিন
আমিন আমিন আমিন আমিন
@Mehedi Hasan@@
@Mehedi Hasan @@@
@Mehedi HasanMahmud
দুরুদ ও সালাম জানাই ইয়া হোসাইন রঃ ।
আপনার কথা গুলো শুনে চোখ থেকে কয়েক ফোটা পানি পড়েছে। দয়াল আপনাকে কবুল করুন।
আল্লাহ পাক আপনার চোখের পানি কবুল করে নিক আমিন আমিন
আপনাকে অনেক ধন্যবাদ হুজুর হযরত হোসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহুর মাথা মোবারক মাজার দেখানোর জন্য আর সত্য তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাতে মঙ্গল দান করুক আমিন
আমার জিবন আমার জান হযরতে হাসান হুসাইন রাদি আল্লাহুতালান হা আমিন
আমিন আমিন আমিন
আজ সত্যি ই নির্বাক স্যার বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি।স্যার শুধু আজ এইটুকুই বলতে পারি আল্লাহ্ পাকের দরবারে জীবনে কোনদিন যদি কোন ভালো কাজ করে থাকি তার সওয়াবটুকু যেন আপনাকে প্রদান করেন এবং আমার মতো সামান্য মানুষের আয়ু দিয়ে আপনার আয়ু দীর্ঘায়ু করে সহীহ সালামতে রেখে এতো সুন্দর পবিত্র কাজগুলো আরো বেশি করে করার সৌভাগ্য দান করে পবিত্র ইসলাম প্রচারের জন্য আমাদের প্রিয় নবীজিকে এবং প্রিয় নবীজির বংশধরকে যে ধরনের কষ্ট সহ্য করতে হয়েছে তার আলোচনাসহ ইসলামিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পবিত্র স্থানসমূহ সবার সামনে বেশি বেশি করে তুলে ধরার তৌফিক দান করেন।।
আর শ্রদ্ধেয় সৈয়দা আফরিন আপু এবং ঊনার পরিবারের সকলকে মহান আল্লাহ্ পাক যেন সর্বদা সহীহ সালামতে রেখে নেক হায়াত দান করেন।।
আমিন আমিন আমিন
আমিন আমিন আমিন
আপুকে শুভ সকাল ও জুম্মা মুবারক।।
RISHA !!!
পবিত্র জুম্মা মোবারক আপু....শুভ সকাল তোমাকেও 🍀🍀🌹🌹🍀🍀🌹🌹কেমন আছো আপু .....মেয়েরাও কেমন আছে ????
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমরা সকলেই ভালো আছি।। তবে জুম্মার সকালটা যেনো মেঘ ক'রে আছে।।। সকাল হতেই গুড়ি গুড়ি বৃষ্টি... 🌧... খুব সম্ভবত শীত আসার নমুনা,,, আল্লাহর রহমত,,, এবার গরম একটু খানি কমবে হয়তো।। দোয়া করো তুমি আর তোমার মেয়ে কেমন আছেন?? তাকে আমার আদর ও স্নেহ দিও।।😍😍😘😘।। আর ছোট্ট বোনুর কোনো খোঁজ খবর পেলে কিনা জানিও... তার জন্য দোয়া রইল... সে যেখানে ই থাকুক, যে ভাবে ই থাকুক.. সবসময়ই সুস্থ সবল থাকুক।।। তার জন্য চিন্তা হলো।।।।
RISHA !!!
আল্-হামদুলিল্লাহ আপু আমরাও ভালো আছি।তোমরাও ভালো আছো জেনে ভালো লাগলো আল্-হামদুলিল্লাহ।দোয়া করি সবসময় ভালো থেকো আপু 🌼🌼❤️❤️🌼🌼❤️❤️
এদিকেও মেঘলা আকাশ আপু হয়তো বৃষ্টি নামবে তবে এই রকম weather এ ভীষণ ই ভালো লাগে 🍁🍁🍃🍃🍁🍁🍃আর শীতকাল আমার জন্য খুব সুখময় হয় না আপু তবে গরম কমবে এইটায় শান্তি আল্-হামদুলিল্লাহ।তুমিও মেয়েদের আদর দোয়া ভালবাসা জানিও 🧡🧡💚💚🧡🧡💚💚🍓🍓🍓🍫🍫🍫🧡🧡💚💚🧡🧡
আর আপু Shiny আপু যেখানেই থাকুক আল্লাহ্ পাক যেন ভালো রাখেন সহীহ সালামতে রাখেন দোয়া করি।আপু ফ্রি হলে আসবে ইন্-শা-আল্লাহ্।।
তুমিও খুব খুব ভালো থেকো আপু 💕💕🌼🌼💕💕
💐💐🌼🌼🍂🍂
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা চিঠি পেলাম তোমার কাছে থেকে 🌹🌹 সুবহানাল্লাহ.... ।।
তোমার তো ঠান্ডার সমস্যা.. তাই তোমার কাছে শীত এতো উপভোগ্য নয়... কিন্তু আমি সুখী হচ্ছি কারন ctg er প্রচন্ড গরম এ-র প্রখোরতা একটুও হ'লে কমবে ব'লে.... 😁😁
সামনে তো বাচ্চাদের বার্ষিক পরীক্ষা... নিশ্চয়ই ব্যস্ত সময় পার করতেছো.... একই অবস্থা এখানেও... ।। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ... ছোট্ট বোনু নিশ্চিত ভালো ই থাকবেন.... এবং সময় ক'রে ভাইয়ার চ্যানেলে ঢু মারবেন... 😀.... তখন তুমি আর আমি অভিনন্দন জানাবো তাঁকে....
ভালো থেকো.... খুব সুন্দর থাকো 😘😘😘😘😘😘
পবিত্র মাথা মোবারক দেখানোর জন্য এবং জিয়ারত করার জন্য সুযোগ করে দিয়েছেন ,আপনাকে অসংখ্য ধন্যবাদ
Most welcome
) 75l)no 0pcgmm Md 0m3.p
ও আল্লাহ তুমি কেন সে সময় পাঠালে না,যে সময় হোসাইন রাদিয়াল্লাতালা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করেছেন ইয়াজিদের বাহিনী, যদি থাকতাম তাহলে আমিও যুদ্ধ করতাম এবং তাদেরকে টুকরো টুকরো করতাম না হয় আমি নিজে টুকরো টুকরো হয়ে যেতাম তাও নিজেকে ধন্য মনে করতাম, ইসলামের পথে শহীদ হওয়া ভাগ্যের ব্যাপার ,যা সবার কপালে থাকেনা,হে আল্লাহ তুমি আমাকে হোসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহু সৈনিক হিসেবে কবুল করে নাও আমিন।
সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়।
আমি কি বলবো চোখের পানি চলে আসলো কস্টে কলিজা চিরে জায় এই ইতিহাস সুনলে জয় হক আহালে বায়াত জর হক পাক পানজাতোন ভাই আপনাকে আনেক আনেক ধনো বাত এতো সুন্দোর একটা পবিরো ভিটিও দেওয়ার জনো
আল্লাহ পাক আপনার চোখের পানি কবুল করে নিক আমিন আমিন
জান্নাতের রানির কলিজার টুকরো হয়ে থাকে রে ইমাম হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব
আমিন আমিন আমিন
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মওলা হুসাইন আঃ। সত্যি আপনার ভিডিও দেখে চোখে পানি ধরে রাখতে পারি নাই। 😔😔 আল্লাহ আমাদের সবাইকে হুসাইনি দলে কবুল করুন। 🤲🤲
আমিন আমিন আমিন আমিন আমিন
আল্লাহ সর্ব শক্তিমান কখনো ভাবি নাই ইমাম হাসান (রা) মাজার দেখতে পাবো।ইয়া আল্লাহ আপনি আমাদের সকল মুসলিম কে হেদায়েত দিন আমিন।
ইমাম হোসেনের পায় মোরা হাজারো সালাম করি
ইয়া হোসাইন সালাম জানাই তোমাই
সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নতুন ভিডিও দেখলাম , সাতদিন অপেক্ষার পরে হৃদয় ছুঁয়ে মতো ভিডিও দেখলাম আলহামদুলিল্লাহ,
Alhamdulillah Alhamdulillah
@@MakarimMdAhmadullah স্যার আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম,
অনেক ধণ্যবাদ ভাই । আল্লাহর দয়ায় দেখবার নসিব হোল । আসালামুআলাইকুম । 💐💐💐💐
Walaikumussalam warahmatullah wabarakatuho... অনেক অনেক ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর আলোচনা। হে আল্লাহ তায়ালা হুজুরকে নেক হায়াত দান করূন।
আমিন আমিন আমিন.. অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আল্লাহ তুমি আমাদের অন্তরে হেদায়েতের নুর দান কর আমিন।
সুবহান আল্লাহ্ । আমরা মক্কা, মদিনা শরীফের সকল স্থান দেখেছি আজ আপনার মাধ্যমেই এই প্রথম হোসাইন (রঃ) শির মুবারক জানার সুযোগ হলো । আমার মিশরে যে কিছু আছে সেটা জানা ছিল না । আপনার কাছ থেকেই প্রথম শুনেছিলাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আমার এবং পরিবারের সকলের জন্য দোয়া করবেন। ভালো এবং সুস্থ ভাবে দেশে ফিরে আসুন ।
Afreen Ali
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।আসলে আপু সত্যি ই আমরা আপনার কাছেও কৃতজ্ঞ থাকবো সারাজীবন।কোনো কিছু বলে ধন্যবাদ জানানোর মতো সত্যি ই ভাষা জানা নেই শুধু অন্তরের অন্তঃস্থল থেকে আপনার এবং আপনার পরিবারের জন্য সবসময় দোয়া করি মহান আল্লাহ্ পাক আপনাদের মঙ্গল করুন।
খুব খুব ভালো থাকবেন .....Dearest honorable sweetest Apu
@@mahfuzahasan9919 😊🙏 অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে দোয়া করা র জন্য। দোয়া করবেন ভবিষ্যতে এরকম ইসলামিক কাজে আরো সহযোগিতা করতে পারি । ❤❤
Afreen Ali
ইন্-শা-আল্লাহ্ আল্লাহ্ ভরসা.....মহান রাব্বুল আল-আমিন সবসময় আপনার সকল নেক ইচ্ছেগুলো পূরণ করুন দোয়া করি আপু।মহান আল্লাহ্ পাকের দরবারে হাজারও শুকরিয়া যে প্রিয় স্যারকে পেয়েছি আল্-হামদুলিল্লাহ আর স্যারের মাধ্যমে আপনাকেও পেলাম আল্-হামদুলিল্লাহ 💕🌹🌹💕
আপু ভবিষ্যতেও এই রকম পবিত্র মহৎ উদ্যোগের সহায় হোন এবং স্যারের মাধ্যমে আরও সুন্দর সুন্দর কাজগুলো দেখতে পারি এই শুভ কামনা ও মন থেকে আবারও অনেক অনেক দোয়া।।
আমিন আমিন আমিন
@@mahfuzahasan9919 ইন শা আল্লাহ্ ।
হে হযরত হোসাইন সালাম জানাই তোমার ❤
আল্লাহ,,,,,,,, আমাদের প্রাণ প্রিয় রাসূল (সাঃ) ও তার পরিবার ইসলামের জন্য জীবনের সর্বস্ব টুকু বিলিয়ে দিলেন। আল্লাহ আমাদের সকল মুসলমান ভাই বোন কে ইসলামের জন্য আমাদের জীবন কে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার তাওফিক দান করুন।
আমিন আমিন আমিন আমিন আমিন
আসসালামু ওয়ালাইকুম ইয়া আহলে বাইত ইহী । আমরা সুন্নি মুসলমান
আমিন আমিন আমিন
জাজাকাল্লাহ খাইরান
আপনার মাধ্যমে এসব স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান দেখতে পেলাম
জাজাকাললখাইৱ
অনেক অনেক অনেক ধন্যবাদ
আপনার সব ভিডিও গুলো আল্লাহ রহমতে অসাধারণ,, আল্লাহ আপনার ইসলাম প্রচারে ভূমিকার ওপর রহমত দান করুন আমিন,,,
অনেক তথ্য বহুল প্রামান্ন চিত্র। অসংখ্য ধন্যবাদ মাকারিম ভাই কে।
Alhamdulillah.. Most welcome
আমার জান কুরবান, আল্লাহর নবী( সাঃ)এর আদরের নাতি হযরত হোসাইন (রাঃ)এর নামের উপর।
আমিন আমিন আমিন
আমিন আমিন আমিন,আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যেমে এই মাজার শরিফ দেখলাম।
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ইয়া আল্লাহ, ইমাম হোসাইন আঃ এর দেখানো রাসূল সাঃ দেখানো পথে চলার তৌফিক দান করুন।এবং আহলে বাইত এর উসিলায় আমাকে মাফ করে দিন।
আমিন আমিন আমিন
আমীন
আলহামদুলিল্লাহ,, আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন এবং হায়াতে তৈয়বা দান করুন,, আমিন,,
আপনার মাধ্যমে আমরা রাসুল সাঃ এর প্রিয়জন দের মাকবারা দেখার সুযোগ পেয়েছি,,,
Alhamdulillah Alhamdulillah.. আমিন আমিন আমিন.. অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ভাই আপনাকে ধন্যবাদ,আপনি একজন হোসাইনী মুসলমান।
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
ইমাম হোসাইনের শাহিদী রক্তের বরকতে আহ লে বায়াতের আলো আমরা সহ দুনিয়া আলোকিত কারুর ।
জনাব আপনার উছিলায় এই পবিত্র স্থান দেখার সুযোগ পেলাম। ধন্যবাদ স্পনসর সৈয়দা আফরিন আলীকে বিশেষ ভাবে ধন্যবাদ আপনাকে যার মাধ্যমে আমরা ইসলামের ইতিহাসের ঐতিহাসিক স্থান দেখার সুযোগ পাচ্ছি।
মহান রাব্বুল আলামীনের দরবারে আপনাদের জন্য অনেক অনেক অনেক দোয়া রইলো।
Sarnali Rahman
আমিন আমিন আমিন.....আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু.....কেমন আছেন আপু ???
@@mahfuzahasan9919 ওয়ালাইকুম আসসালাম আপু... আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু?
আল্-হামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু....রিপ্লাই পেয়ে খুব ই ভালো লাগলো আপু ......ধন্যবাদ আপু অনেক অনেক ধন্যবাদ..ভালো থাকবেন আপু🍀🌹🌹🍀🌹🌹🍀
ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য । দোয়া করবেন ।
Alhamdulillah Thankyou very much baiya দেখানো র জন্য
Alhamdulillah.. Most welcome
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আপনার উছিলায় অনেক কিছু দেখার সুযোগ করে দিলেন আল্লাহ।
আমিন আমিন আমিন.. অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ভাই আপনি ভাল কাজ শুরু করছেন। আল্লাহ আপনাকে ভাল রাখুক আর আমার দোয়া ও শুভকামনা রইল আপনার প্রতি।
ইমাম হোসাইন এর ত্যাগ প্রতিটি মুসলমান এর জন্য শিক্ষা। আল্লাহ আমাদের এই থেকে শিক্ষা নিয়ে সমস্ত মুসলমান দের, সমগ্র বিশ্ব এর সব মুসলমান দের এক হওয়ার ব্যবস্থা যেন করে দেয় !!
জাজাকাল্লাখাইৱ হৃদয় ছোয়ে জায় আমিন আমিন আমিন
আমিন আমিন আমিন.. অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আমার মনবাসনা পূর্ন করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে।সালাম রইল।
Walaikumussalam warahmatullah wabarakatuho... Alhamdulillah
আপনাকে অনেক ধন্যবাদ ।
নাবীজির নাতির মাজার মোবারক দেখানোর জন্য।
Most welcome
❤❤ সালাম ইয়া হুসাইন (আ:)😭
কিছু বলার নাই হুজুর চোখটা ভিজে আসলো পানিতে ধন্যবাদ আর শুক্র করছি সেই মালিকের যে আমাকে আখেরি নবীর উম্মত
আল্লাহ পাক আপনার চোখের পানি কবুল করে নিক আমিন আমিন
মোবাইল টা হারিয়ে ফেলায় আপনার মূল্যবান ভিডিও টা সময়মত দেখতে পারি নি।।😢😢
আলহামদুলিল্লাহ।
দেরি করে ফেলছি কিন্ত আল্লাহ তা'য়ালা এর রহমতে এখন দেখছি।।
আপনার মাধ্যমে ইসলামের অনেক ইতিহাস জানতে পারলাম।ভবিষ্যতে আরো জানতে পারবো।ইনশাআল্লাহ্। আল্লাহ তা'য়ালা আপনাকে সবসময় ভালো রাখুক।আমিন।🌷🌷🌷🌷
খুবই খারাপ লাগলো শুনে যে মোবাইল হারিয়ে গেছে.....
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে কমেন্ট করেছেন দোয়া করেছেন
সালামে পাক পানজ্জাতন। আমিন।
সালাম জানাই হে নবিজির আউলাদে পাক আঃ
আমিন আমিন আমিন
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার
নেক হায়াত বারিয়ে দিন আমিন
আমিন আমিন আমিন আমিন
মাশা আল্লাহ।আপনাকে আল্লাহ তায়ালা হায়াতে তৈয়বা দান করুন যাতে মানুষদের ইসলামের সঠিক ইতিহাস যানার খেদমত করে যেতে পারেন।আমিন
আমিন আমিন আমিন... অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে কমেন্ট করেছেন দোয়া করেছেন আমার জন্য
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মাওলা হোসাইন আঃ, আপনার স্বরণে কাদে দুই নয়ন😭❤️🙏❤️😭
ইয়া আহালে বায়াত জিন্দাবাদ ইয়া হোসাইন জিন্দাবাদ
অনেকদিন পরে আহলে সুন্নত আল জামাত এর একজন কে পেলাম। ধন্যবাদ ভাই ❤️
Alhamdulillah Alhamdulillah
আমাদের সবার প্রিয় নবীজির নয়নের মণি, কলিজার টুকরো কারবালার প্রান্তরে ইয়াজিদ এর হাতে নির্মম ভাবে শহীদ হ'য়েছেন,আল্লাহ তুমি উনার উছল্লিয়া আমাদের সবাইকে কবুল ক'রে না-ও।।
RISHA !!!
আমিন আমিন আমিন
আমিন আমিন আমিন
Amin
আমিন
ইমাম হোসেন রাঃ জিন্দাবাদ জিন্দাবাদ।
আল্লাহ যদি কোন দিন দেখার সুযোগ করে দেয় দোয়া চাই
আমিন
ইয়া পাকপাঞ্জাতন
ইয়া আহালেবায়াত
ইয়া হোসাইন (রাঃ)🙏😭😭😭
আমিন আমিন আমিন আমিন আমিন
পাক পঞ্জাতন মানে কি বলবে দয়া করে
আমি মন থেকে আপনাকে দোয়া করি আপনি অবশ্যই একদিন এই দরজার ভেতরে ঢুকে আমার প্রিয় নবীজির ব্যবহৃত জিনিসপত্র দেখাতে পারবেন বুক ভরা আশায় রইলাম
আমার দয়াল নবী ( সাঃ) এর নয়ন এরমণী
হযরত এ হোসাইন (আঃ) ইমাম হাসাইন এর উছিলাই আমাদের গুনা মাফ করুক
আমিন আমিন আমিন আমিন আমিন
মারহাবা দাদু আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক হায়াত দারাজ করুক
আমিন আমিন আমিন
আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া মাওলা হুসাইন হাজারো সালাম আপনার কদমে।।
আমিন আমিন আমিন আমিন আমিন
ইয়া আল্লাহ আমাদের প্রিয় নবী সঃ এবং উনার প্রাণ প্রিয় আহলে বায়াতের উসিলা করে আমাদের ক্ষমা করে দিন।
আমিন আমিন আমিন
ইসলামের জন্য তারা কত কষ্ট করেছে. আর আমরা একটু কষ্ট সহ্য করতে পারি না.
আল্লাহ্ আমাদের হেদায়েত দান করুন.
আমিন
আমিন আমিন আমিন আমিন
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ।
Alhamdulillah Alhamdulillah
আল্লাহ তুমি ইমাম হুসাইনকে আরো সন্মান দাও আমিন।
আমিন আমিন আমিন
আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুন
ইয়া রাসুল ইয়া হাসান হুসাইন।।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা খুব সুন্দর পরিবেশ।
Alhamdulillah Alhamdulillah
মাশআল্লাহ,,,পুরুষদের জান্নাতের সরদার ইমাম হোসাইন রাঃ,,ইমাম হাসান ওয়াল হুসাইন শাইয়াদা শাবাবিল জান্নাহ
ইয়া হোসাইন, ♥️♥️🤲🤲🤲
এত সুন্দর ভিডিও সুবহানআল্লাহ 🖤 মহান আল্লাহ রাব্বুল আলামিন 🖤 আপনাকে নেক হায়াত দান করুক আমিন
আমিন আমিন আমিন.. অনেক অনেক ধন্যবাদ
আমি হুসাইনী মুসলমান
Amin
Alhamdulillah Alhamdulillah
আলহামদুলিল্লাহ খুব ভাল লাগল আপনাকে ধন্যবাদ।
Most welcome
আনেক দুর্বল কিছু দেখলাম আপনার মাধ্যমে, নবীর আহলে বাইয়ত এর ভালবাসা ছারা, আমরা আল্লাহর কাছে কি নিয়ে যাব, হে আল্লাহ আপনার আহলে বাইয়াতে ভালবেসে যেন মরতে পারি, যারা আহলে বাইয়াতে ভালবাসে তাদের পিয় নবী হজরত মুহাম্মাদ(সঃ)এর সাথে যায়গা করে দিও আমিন,,, "
আমিন আমিন আমিন
অামিন।
মাওলা হুসাইন জিন্দাবাদ, মাওলা হুসাইন জিন্দাবাদ।
আল্লাহু আকবর
আলহামদুলিল্লাহ। কারবালার করুন কাহিনী ভীষণ কস্ট কর।আল্লাহু আকবর।
আল্লাহু আকবর
❤লাখো লাখো সালাম ইয়া হাসান, ও ইয়া হোসাইন সায়্যিদ শাবাব ইয়া আহ্ লাল জান্নাহ। ঈমাম হাসান ও ঈমাম হোসাইন (রাঃ)জান্নাতে যুবকদের সরদার ❤ সুবহানআল্লাহ। আলহামদুলিল্লাহ্।
মাকারিম ভাই আমার আল্লাহর জন্য আপনাকে অনেক অনেক ভালো বাসি
Alhamdulillah Alhamdulillah
হাজার হাজার সালাম সকল মুসলিম ওম্মার তরফ থেকে মাজার সরিফে।
আল্লাহ পাক আমাদের সবাইকে হোসাইনী ইসলাম ধর্ম পালন করার তৌফিক দান করুন।
আল্লাহ যদি দেখার তৌফিক দিতোই তাহলে দেখে আসতাম
ভালো করে নিয়ত করেন ইন শা আল্লাহ যাবেন আল্লাহর রহমত এ একদিন
আপনি দোয়া করেন আমার জেন সেই ভাগ্য হয়।
আসছালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায়।আপনার মাধ্যমে ইসলামের অজানা কথা ও অদেখা দৃশ্যগুলো দেখতে আর শুনেতে পারছি।আল্লাহ আপনার এই নেক কাজগুলো কবুল করুক আমীন।।।
Walaikumussalam warahmatullah wabarakatuho.. অনেক অনেক ধন্যবাদ আপনাকে.. আমিন আমিন আমিন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 😭😭😭
ঠিক,,,বাংলাদেশে এখনো আছে,,,চরমুনাইয়ের পিশাচ,,,😭😭😭😭আল্লাহ এদের থেকে আমাকে দূরে রাখো
হে আল্লাহু যারা নবীর জির বংশ কাতল করেছে তার বংশ সহ আল্লাহর খাছ লানত নাজিল হোক