এপঞ্চ দেবদেবীর জাগ্রত মন্দিরে ৩দিনেই মানত পূরণ হয়|A miracle mondir fulfilled demand within 3days

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 57

  • @DhananjayMal-te9li
    @DhananjayMal-te9li 10 วันที่ผ่านมา

    হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @spandansen96
    @spandansen96 ปีที่แล้ว +3

    Apnar ager vdo ta dhekhe ami giye chilam . thakur er kripa peyechi

    • @Myself_Megha
      @Myself_Megha 6 หลายเดือนก่อน +1

      Apnar monoskamona koto din e puron holo?

  • @SubornaSaha-vf5qn
    @SubornaSaha-vf5qn 7 หลายเดือนก่อน +1

    Amr antorik pronam neben gorudev.

  • @sankarroy8377
    @sankarroy8377 ปีที่แล้ว

    Great explain 🙏🙏🙏

  • @BiplobBipu-r2w
    @BiplobBipu-r2w หลายเดือนก่อน

    দাদা আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগে এবং আপনার ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আমি পুরী জগন্নাথ মন্দির ও ভেঙ্কটেশ্বর দর্শন করেছি এই দুইটা তীর্থক্ষেত্র দর্শনই আমার লাভ হয়েছে বাকি আপনি ভিডিওতে যে কথাগুলো বলেছিলেন আশা আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে কোন কিছু হয়নি এবং লিঙ্গ রাজু দর্শন করেছি তাই আপনার ভিডিও আর দেখি না হঠাৎ এই ভিডিওটা চোখে পড়ল কমেন্ট করলাম আপনার কথায় রাস্তা রাখতে পারছিনা

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  หลายเดือนก่อน

      অন্যের দোষ বার করার আগে নিজের কিছু ভুল আছে কিনা এটা ভালো করে দেখে নেবেন। যত মানুষের কথা শুনবেন সারা জীবনে, তাদের সঙ্গে কিছু না মিললেই সে খারপ ভুল তাকে ত্যাগ করলাম। একে বলে হটকারিতা। আপনি যদি কঠিন ভালোবাসা ঈশ্বর কে দেন। ১৬আনা খাঁটি মন দিয়ে তাঁকে বলেন তবে আশা মিটতে বাধ্য। কারো দেরিতে করো তারাতারি। যে যতটা খাঁটি তার তত তারাতারি হয়। আমার ভিডিও না দেখার ইচ্ছা হলে সেটা আপনাকে জোর করব না। তবে আমি ভিউয়ার জড়ো করার মতলবে মিথ্যা বলি না। সাবস্ক্রাইব করতে বলিনা।🙏🙏🙏🙏🙏 ঈশ্বর আপনার মঙ্গল করুণ।

  • @bablumazumdar8195
    @bablumazumdar8195 ปีที่แล้ว

    আশীর্বাদ করুন গুরুদেব🙏🏾🙏🏾🙏🏾আমি যেন যেতে পারি

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว

      তাঁকে বলুন তিনি ঠিক ব্যবস্থা করে দেবেন 🙏🙏💐

  • @Myself_Megha
    @Myself_Megha 6 หลายเดือนก่อน

    Thank you sir video ta bananor jonno🙏🏻 Ekhan e ki sudhu shrabon mashei jete hoy na onno somoyo jawa jai?

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  6 หลายเดือนก่อน +1

      ভক্তের ইচ্ছায় ভগবান চলেন।you may go

    • @Myself_Megha
      @Myself_Megha 6 หลายเดือนก่อน

      @@sofolotarrahasya Mondir er name ki?

  • @ManuDev-e2q
    @ManuDev-e2q ปีที่แล้ว

    Jabo kivabe jalaswar thake

  • @gitagoswam3202
    @gitagoswam3202 ปีที่แล้ว

    প্রণাম নেবেন গুরুদেব আপনার ভিডিও খুব ভালো লাগছে

  • @aparajitanath1409
    @aparajitanath1409 ปีที่แล้ว

    Pronam 🙏🌺

  • @bappapyne6282
    @bappapyne6282 ปีที่แล้ว

    Pronam sir.

  • @rabidutta7402
    @rabidutta7402 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏

  • @chitrabhabak8422
    @chitrabhabak8422 ปีที่แล้ว +4

    দাদা আপনি খুব ভাগ্যবান মানুষ আপনি ঈশ্বরের দর্শন পেয়েছেন আমাদের খুব ইচ্ছা ওই মন্দিরে যাবার কিন্তু ভগবান যদি টানেন তবেই যাওয়া হয় আমার ছেলে দিল্লি আইআইটি থেকে কম্পিউটার সায়েন্সে এমটেক করছে আপনি আশীব্বার্দ করে দিন ওর যেন খুব ভালো প্লেসমেন্ট হয় আমার অন্তরের প্রণাম নেবেন আপনার উপর আমাদের অগাধ বিশ্বাস

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว

      🙏🙏 সব তাঁর কৃপা।

    • @shimamondal8402
      @shimamondal8402 4 หลายเดือนก่อน

      ​@@sofolotarrahasyaএই মন্দির কোথায় দাদা । আমরা খুব বিপদে পড়েছি আমিও যেতে চাই ।

  • @subrataghose9382
    @subrataghose9382 3 หลายเดือนก่อน

    মন্দিরটির কথা বলতে গিয়ে আপনি বলেছেন জলেশ্বর , আবার অন্যত্র বলেছেন চন্দনেশ্বর। দুটোই কি একই মন্দিরের দুটো নাম ?

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  3 หลายเดือนก่อน

      জলেশ্বর ওই জায়গাটার নাম।মন্দিরের নাম চন্দনেশ্বর।

  • @sankalitachatterjee2020
    @sankalitachatterjee2020 ปีที่แล้ว

    Mandir ta kothay dada?

  • @spiritualityandcrickethare7751
    @spiritualityandcrickethare7751 ปีที่แล้ว +1

    গুরুদেব আপনার চরণে শত কোটি প্রণাম গ্রহণ করবেন গুরু দেব কী শোনালেন ❤❤

  • @mithudas1291
    @mithudas1291 ปีที่แล้ว

    গুরু বাবা আপনার দেয়া ভিডিওটা দেখে মন মুগ্ধ হয়ে গেল গুরু বাবা আপনি ঈশ্বর দর্শন পেয়েছেন জানিনা কোনদিনও যেতে পারবো কিনা আপনাদের ভিডিও দেখে আমি ঘরে বসেই মনে মনে প্রার্থনা করব আপনার চরণে আমার শতকোটি শতকোটি প্রণাম

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว

      আমি তাঁর দাস। তিনিই সব।🙏🙏🌹

  • @mahakalrudranil3830
    @mahakalrudranil3830 ปีที่แล้ว

    dada,ami mandir a anak vog dei.Vogaban kobe daya karben??

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว

      আন্তরিক ভাবে তাঁকে বলবেন ঠিক তিনি ব্যবস্থা করে দেবেন।

  • @santwanachakroborty755
    @santwanachakroborty755 ปีที่แล้ว

    যদি থাকতে মন্দিরে না দেয় তাহলে ধর্না দেওয়া যাবে কি করে দাদা এ বিষয়ে ভিডিও করবেন কৃপা করে

  • @jagadishmondal1899
    @jagadishmondal1899 ปีที่แล้ว +1

    গুরুদেব আমি ও ঐ মন্দির গিয়েছে ,,,,, কারণ একই অনেক কিছু পেয়েছি। তবে গুরুদেব আমি ছবি তুলতে ভালো বাসি তাই অনেক অনেক ছবি তুলেছি এখানে সব লেখা হবেনা,,তাই আমি ক্ষমা প্রার্থনা করী আপনার কাছে। গুরুদেব আমার আন্তরিক প্রনাম জানাই গুরদেব আপনাকে। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️🌷♥️🌷

  • @sumitramajumder4324
    @sumitramajumder4324 ปีที่แล้ว

    Apnar. Ashes. Kripa. Apni. Thakurer. Darshan. Paysschen. Apni. Amar. Mayae. Jamai. Ke. Ashirbad. Karun. Oradujanei. Chakri. Kare. Kintu. Akhan. Khub. Kharap. Abastha

  • @SakithyaGhoshe
    @SakithyaGhoshe ปีที่แล้ว

    Pranam Neben asirbad korben

  • @spiritualityandcrickethare7751
    @spiritualityandcrickethare7751 ปีที่แล้ว

    গুরুদেব আমার ইদানিং কাল একটা সমস্যার মধ্যে আছি। তবে এটা প্রমাণ যে আমিও ঈশ্বর ভক্ত কারণ ঈশ্বর ভক্তের ই বিপদ আসে। তবে গুরুদেব আমি কৃষ্ণর কাছে আন্তরিক প্রার্থনা করেছি আপনি একবার বলে দিন আমার মনো কামনা তিনি পূরণ করবেন । 🙏🏻

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว

      প্রার্থনা যদি আন্তরিক হয় তাহলে তিনি শুনবেনই শুনবেন (শ্রীশ্রী রামকৃষ্ণ পমহংস দেব)।।

  • @AnikDey5193
    @AnikDey5193 ปีที่แล้ว

    🙏🙏🙏 🔱

  • @kunalchanda5295
    @kunalchanda5295 ปีที่แล้ว +1

    অসাধারণ ভিডিও! খুউউউব সুন্দর।কলকাতা থেকে কিভাবে যাবো? প্লিজ,রিপ্লাই দেবেন।

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว +1

      কলকাতা থেকে দীঘা। দিঘাতে stay করে। ওখান থেকে যাবেন। 4km যেতে হবে toto বা অটোতে। বা চরচাকা। মন্দির টা ওড়িস্যার মধ্যে পড়ে। Half an hour লাগে, দীঘা থেকে।।

  • @pannaghosh1383
    @pannaghosh1383 ปีที่แล้ว

    আমি গোবরডাঙ্গা থেকে বলছি দাদা আমরা বনগাঁ বডারের কাছাকাছি থাকি । আমাদের এখানে গাইগাটা পাশে জলেশ্বরে বাবা ভেলানাথের মন্দির আছে । আপনি কি এই মন্দিরের কথা বলছেন?
    আপনি খুবই ভাগ্যবান ঈশ্বর আপনাকে নিজে দর্শন দিয়েছেন ।আপনাকে আমার প্রনাম ।

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว +1

      না এটা দীঘায় বেড়াতে গেলে, পাবেন। দীঘা থেকে 4km ওড়িশ্যার ভেতর। বাবা চান্দনেশ্বর এর মন্দির। উড়িষ্যায়। দীঘা থেকে আধ ঘণ্টা লাগে।

  • @shibsankarchakraborty9264
    @shibsankarchakraborty9264 6 หลายเดือนก่อน

    Baba pronam niben Upner phone number ta dibin khub valo hoy kripa korun

  • @biplabsanyal1297
    @biplabsanyal1297 ปีที่แล้ว

    🙏🌹🙏

  • @sutapasarker6361
    @sutapasarker6361 ปีที่แล้ว

    দাদা আমার প্রনাম নিবেন। আমি বাংলাদেশ থেকে আমার ছোট ভাইকে নিয়ে মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে নিয়ে যাবো। কিন্তু আমার খুব ইচ্ছা হাসপাতালে যাওয়ার আগে আমি এই মন্দিরে ঈশ্বরের চরন দর্শন করে তারপর হাসপাতালে যেতে চাই। আমি বড় হওয়ার পর কোনদিন ইন্ডিয়া যাইনি, তাই বাংলাদেশ থেকে কিভাবে গেলে আমি সহজে যেতে পারবো ভাইকে নিয়ে দাদা দয়া করে জানাবেন। আর আপনি আমাদের আর্শীবাদ করবেন যেন ঈশ্বর মুখ তোলে তাকান, আমি যেন ভাইকে সুস্থ করে নিয়ে যেতে পারি।

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว

      আগে হসপিটালে যান। বাড়ী থেকে বেরোনোর আগে তাঁর কাছে প্রার্থনা করে বেরণ। সুস্থ হওয়ার পর। পড়ে আসবেন মন্দিরে। ভগবান সব বোঝেন শোনেন। ঠিক শুনবেন আপনার মনের কথা।🙏🙏🌹

  • @mampiroy5700
    @mampiroy5700 ปีที่แล้ว

    Ami toh jaboi Dada kintu Howroh theke kono train a jawa jabe ki naki Digha giye okhan theke kono bas , gari kichu babostha ache ki plz bolun.

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว

      সব ব্যবস্থা আছে।

  • @kunalchanda5295
    @kunalchanda5295 ปีที่แล้ว

    ঐ মব্দিরে রাত্রিবাসের কোনো ব্যবস্থা আছে কি? ওখানে কোনো হোটেল বা ধর্মশালা অছে কি? প্লিজ,রিপ্লাই দেবেন।

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว

      দীঘা থেকে 4km মাত্র। দীঘাতে stay করেই সকলে যায়।

  • @mahakalrudranil3830
    @mahakalrudranil3830 ปีที่แล้ว

    Bangladesh a jara thaka ,akhan India jete parben na tader janna kisu bola din.

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว

      বাড়ী থেকে প্রার্থনা করুণ। তিনি শুনবেন।

  • @chakrabortyavishek4228
    @chakrabortyavishek4228 ปีที่แล้ว +1

    চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না।
    সংসারগহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো ॥
    অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল।
    জরাভারাতুরে নবীন করো ওহো সুধাসাগর ॥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    আপনার কথা শুনে বাঁশির সুর শুনে অন্তর জুড়ালো......
    এই স্বর্গীয় স্থান দেখে অপূর্ব শিহরিত হলাম....এত দেবদেবীর সমারোহ....ঈশ্বর দর্শন ....প্রভুর বাঁশির সুর নূপুরের ধ্বনি....আর কি চাই...... মার দর্শন......
    কতদিন আপনার এই বাঁশির সুর শুনিনি মন টা খুব খারাপ ছিল...এখন ভালো হলো......
    এই মহা উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবো দাদা.....
    এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে।
    তার হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে॥
    নিশীথরাতের নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে
    যে তান দিয়ে অবাক কর' গ্রহশশীরে॥
    যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে,
    গানের টানে মিলুক এসে তোমার চরণে।
    বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি--
    একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে॥...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️🕉️🕉️🕉️🕉️🕉️

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  ปีที่แล้ว +1

      🙏🌷🙏🌹🌹

    • @chakrabortyavishek4228
      @chakrabortyavishek4228 ปีที่แล้ว

      @@sofolotarrahasya 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️😊😊😊