“চলি গো, চলি গো, যাই গো চলে। পথের প্রদীপ জ্বলে গো গগন-তলে॥ বাজিয়ে চলি পথের বাঁশি, ছড়িয়ে চলি চলার হাসি, রঙিন বসন উড়িয়ে চলি জলে স্থলে॥” আবার একটি অসামান্য রেল যাত্রা দেখার সৌভাগ্য হল অনিন্দ্য বাবুর দৌলতে । সেবক থেকে নিউ মাল জংশন অবধি পথ এতটাই সু দৃশ্যে ভরা যে প্রতিটি মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হয় । অবশ্য সমস্ত যাত্রা ছিল রসে ভরা । ছোট ছোট মুহূর্ত যেমন ফিশফ্রাই , ফ্রাইড রাইস চিলি চিকেন, বর্ধমানে সীতাভোগ মিহিদানার খোঁজ, শিলিগুড়ির লুচি, ইত্যাদি - প্রতিটি ঘটনা আমাদের সাথে সঠিক ভাবে জোগাজোগ করল । রেল যাত্রা র প্রতিবেদনে আপামর বাঙালি কখনোই বিরক্ত হবেন না - কারণ রেল যাত্রা আমাদের মজ্জায় মজ্জায় শিরায় শিরায় আছে। আমাদের মনীষীদের মধ্যে রেল যাত্রা যাদের প্রিয় ছিল তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ । বহু লেখায় তার রেল ভ্রমণের উল্লেখ পাওয়া যায় ও বহু রচনা তিনি রেল ভ্রমণের সময় করেছেন । জানা যায় তিনি একবার মালগাড়ি তে চড়ে যাত্রা করেছিলেন । ১১ বছরের সর্বকনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথের গুরুতর অসুস্থতার খবর পেয়ে তিনি মুঙ্গের অভিমুখে যাত্রা করেন। সেদিন ছিল ১৯০৭ সালের ২১ নভেম্বর। ঠিক সেই সময়ে কোনও প্যাসেঞ্জার ট্রেন না থাকায় রেল কর্তৃপক্ষ খুব মুশকিলে পড়ে গিয়েছিল। শেষে তত্কালীন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কবিকে একটি মালবাহী বা গুডস ট্রেনে সেখানে পাঠানোর বন্দোবস্ত করে। পরের দিন তিনি ছেলের কাছে পৌঁছেছিলেন ঠিকই, কিন্তু শমীন্দ্রনাথকে বাঁচানো যায়নি। এ ছাড়া বাংলায় বহু সগীত রচিত হয়েছে রেল যাত্রা কে কেন্দ্র করে । তাই আপামর বাঙালি রেল ভ্রমণ কে চিরকাল উপভোগ করে যাবে এবং আমরা অধীর আগ্রহে অনিন্দ্য বাবুর রেল যাত্রা দেখে যাব । আমাদের কাছে রেল যাত্রা কে এত সুন্দর ভাবে বার বার পৌঁছে দেবার জন্য অনেক নমস্কার ।
দাদাভাই আপনারা ইছাপুরে থাকেন ? আমরা পলতায় থাকি… এত কাছে অথচ জানা হয়নি… হয়তো দেখা হয়েছে পথে ঘাটে… তবে এবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ দর্শনের আশায় রইলাম… ট্রেন যাত্রার ব্লগ দেখেছি এর আগেও… আসলে বাঙালীর ভ্রমণ চেতনায় রেল যাত্রা অনেক আগেই জায়গা করে নিয়েছে… তেমনই অতি সুন্দর একটি ট্রেন যাত্রার ভিডিও দেখলাম… বহুদিন থেকে নিউ মাল জংশন অবধি ট্রেনে যাওয়ার ইচ্ছে ছিল, এই ভিডিও সেই ইচ্ছাকে আরও বাড়িয়ে দিল… উপরি পাওনা DB’s kitchen এর ফিস ফ্রাই… এটা ট্রাই করব অবশ্যই….অসাধারণ লাগল ট্রেন যাত্রার প্রতিটি মুহূর্ত … বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে গেল…❤ আপনাদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম দাদাভাই❤ কালিম্পং ভ্রমণের সাক্ষী হব এবার… অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল দাদাভাই ও বৌদির জন্য এত সুন্দর ট্রেন জার্ণির ভিডিও আমাদের কাছে পরিবেশনের জন্য❤
Very nice video, I stay in Siliguri and have never travelled between Siliguri Jn to New Mal Jn, seeing this video was such a pleasure for me, you have a lovely persona and excellent way of making presentations, keep it up❤
Darun laglo video ta dekhe. Kokhono Siliguri par kore dooars er dike jaini. But onek bochhor theke iccha jawar. Apnar video ta dekhe excitement ta aro bere geche malbajar jawar jonyo. Thank you for presenting such a lovely video of north Bengal. ☺️👍
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হোত তুমি বল তো। গান টা মনে পড়ে যাচ্ছে। সত্যি ই অসাধারণ train যাত্রা দেখলাম। এমনভাবে বলেন আর এমনভাবে দেখান যে মনে হয় এক ছুটে চলে যাই সেখানে। পরের ভিডিও র অপেক্ষা য়। ভাল থাকুন।
EP - 1 er train yatra ashadharon legeche. Bubu dii er sathe dadar leg pulling...bhison mojar 😂😂😂😂 Ei chotto series er every episode durdanto hobe.... etai asha kori as dadar every travel video dhamakedaar hoye. ❤❤❤❤
Train jatra asadharan, uttar bonger prakritik drisya se o asadharan, apnader khabar ebong tariye tariye khawa o asadharan asha kori jekhane jachen seta o asadharan e hobe. Amra o khub upovog kori. ❤
আমরা এই কান্চ্ঞনকন্যাতেই মাল জঙ যাচ্ছি, আপনার থেকে অগ্রিম সব জানতে পেরে সুবিধা হল, আপনার সবগুলো ব্লগ মোটামুটি দেখা হয়, অনবদ্য উপস্থাপনা ধন্যবাদ ভাই, এইভাবে আমাদের ভারত ভ্রমণের আনন্দ দিয়ে যান
দাদা আর বুবুদির পাহাড় ভ্রয়ণ মানে সারাক্ষণ সঙ্গে থাকা। পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই সবসময় তোমাদের পাহাড়ের ব্লগগুলো অনেক বার করে দেখি। এবারও নতুন নতুন জায়গা দেখতে পাব আশা রাখলাম।
খুব ভালো লাগলো আপনার এই ট্রেন যাত্রা .দাদা আপনার ট্রেন যাত্রার বিবরণ এত সুন্দর করে বলেন যে বলার ভাষা নেই খুব সুন্দর Iআপনাদের ভ্রমন শুভ হোক। সবাই ভাল থাকবেন।
Darun hoyeche video ta awesome 👌 👏 experience enchanting views and enjoyable also khubh bhalo lagche dada apnader sathe ghurte amader anando devar jonno onek thanks 😊 bhalo thakben take care have a safe trip 😊
অপূর্ব লাগল ভিডিওটি। এই অসাধারণ ট্রেন যাত্রায় আপনাদের সঙ্গী হতে পেরে খুব ভাল লাগল। প্রাকৃতিক দৃশ্যাবলী সত্যিই মন কেড়ে নেয়। তারসংগে আপনাদের দুজনের অনবদ্য ও সাবলীল উপস্থাপনা সে ট্রেন এ খাওয়া দাওয়া হোক কি অন্য কিছু এই ট্রেন যাত্রাকে আমাদের কাছে খুবই ঊপভোগ্য করে তোলে। আপনাদের ভ্রমন শুভ হোক। সবাই ভাল থাকবেন। পরের পর্বগুলির অপেক্ষায় থাকলাম।
Only train that covers entire dooars jungle range rather you may see animals with beautiful nature.... but I must say that the Railway department must change the coaches immediately, which are very old, almost looking like scrap material.... FYI, I travel several times in a year in dooars 🙏
খুব সুন্দর. দিদির ফিশ ফ্রাই টা একটু ছোট মনে হলো . অনিন্দ্য বাবু খেতে ভালো বাসে তাই বরোটা ওনার ভাগে। খুব সুন্দর জার্নি। কথা হবে না প্রকৃতি নিয়ে . সঙ্গে আছি .
“চলি গো, চলি গো, যাই গো চলে।
পথের প্রদীপ জ্বলে গো গগন-তলে॥
বাজিয়ে চলি পথের বাঁশি, ছড়িয়ে চলি চলার হাসি,
রঙিন বসন উড়িয়ে চলি জলে স্থলে॥”
আবার একটি অসামান্য রেল যাত্রা দেখার সৌভাগ্য হল অনিন্দ্য বাবুর দৌলতে । সেবক থেকে নিউ মাল জংশন অবধি পথ এতটাই সু দৃশ্যে ভরা যে প্রতিটি মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হয় । অবশ্য সমস্ত যাত্রা ছিল রসে ভরা । ছোট ছোট মুহূর্ত যেমন ফিশফ্রাই , ফ্রাইড রাইস চিলি চিকেন, বর্ধমানে সীতাভোগ মিহিদানার খোঁজ, শিলিগুড়ির লুচি, ইত্যাদি - প্রতিটি ঘটনা আমাদের সাথে সঠিক ভাবে জোগাজোগ করল ।
রেল যাত্রা র প্রতিবেদনে আপামর বাঙালি কখনোই বিরক্ত হবেন না - কারণ রেল যাত্রা আমাদের মজ্জায় মজ্জায় শিরায় শিরায় আছে।
আমাদের মনীষীদের মধ্যে রেল যাত্রা যাদের প্রিয় ছিল তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ । বহু লেখায় তার রেল ভ্রমণের উল্লেখ পাওয়া যায় ও বহু রচনা তিনি রেল ভ্রমণের সময় করেছেন । জানা যায় তিনি একবার মালগাড়ি তে চড়ে যাত্রা করেছিলেন । ১১ বছরের সর্বকনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথের গুরুতর অসুস্থতার খবর পেয়ে তিনি মুঙ্গের অভিমুখে যাত্রা করেন। সেদিন ছিল ১৯০৭ সালের ২১ নভেম্বর। ঠিক সেই সময়ে কোনও প্যাসেঞ্জার ট্রেন না থাকায় রেল কর্তৃপক্ষ খুব মুশকিলে পড়ে গিয়েছিল। শেষে তত্কালীন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কবিকে একটি মালবাহী বা গুডস ট্রেনে সেখানে পাঠানোর বন্দোবস্ত করে। পরের দিন তিনি ছেলের কাছে পৌঁছেছিলেন ঠিকই, কিন্তু শমীন্দ্রনাথকে বাঁচানো যায়নি।
এ ছাড়া বাংলায় বহু সগীত রচিত হয়েছে রেল যাত্রা কে কেন্দ্র করে ।
তাই আপামর বাঙালি রেল ভ্রমণ কে চিরকাল উপভোগ করে যাবে এবং আমরা অধীর আগ্রহে অনিন্দ্য বাবুর রেল যাত্রা দেখে যাব ।
আমাদের কাছে রেল যাত্রা কে এত সুন্দর ভাবে বার বার পৌঁছে দেবার জন্য অনেক নমস্কার ।
একদম সঠিক উপলব্ধি । বাঙ্গালীর সাহিত্যে, চেতনায় রেলযাত্রা মর্মে মর্মে ওতপ্রোতভাবে জড়িত । এত সুন্দর লেখার জন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏
চমৎকার রেল ভ্রমণের বিবরণ। আমরা, যারা বেরোতে পারি না নানা কারণে, আপনাদের হাত ধরে নিজেদের অতৃপ্তি পূর্ণ করতে পারি। আপনাদের ধন্যবাদ।
দাদাভাই আপনারা ইছাপুরে থাকেন ? আমরা পলতায় থাকি… এত কাছে অথচ জানা হয়নি… হয়তো দেখা হয়েছে পথে ঘাটে… তবে এবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ দর্শনের আশায় রইলাম…
ট্রেন যাত্রার ব্লগ দেখেছি এর আগেও… আসলে বাঙালীর ভ্রমণ চেতনায় রেল যাত্রা অনেক আগেই জায়গা করে নিয়েছে… তেমনই অতি সুন্দর একটি ট্রেন যাত্রার ভিডিও দেখলাম… বহুদিন থেকে নিউ মাল জংশন অবধি ট্রেনে যাওয়ার ইচ্ছে ছিল, এই ভিডিও সেই ইচ্ছাকে আরও বাড়িয়ে দিল… উপরি পাওনা DB’s kitchen এর ফিস ফ্রাই… এটা ট্রাই করব অবশ্যই….অসাধারণ লাগল ট্রেন যাত্রার প্রতিটি মুহূর্ত … বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে গেল…❤
আপনাদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম দাদাভাই❤
কালিম্পং ভ্রমণের সাক্ষী হব এবার… অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল দাদাভাই ও বৌদির জন্য এত সুন্দর ট্রেন জার্ণির ভিডিও আমাদের কাছে পরিবেশনের জন্য❤
দাদা, আমার মনে হয় "HWH-KALKA" ও পুরনো জায়গায় আছে। যদি আমার ভুল না করি। কিছু মনে করবেন না। আপনার ভিডিও খুব ভাল হয়। All the best.
A,, সাধারণ
Very nice video, I stay in Siliguri and have never travelled between Siliguri Jn to New Mal Jn, seeing this video was such a pleasure for me, you have a lovely persona and excellent way of making presentations, keep it up❤
অসাধারণ লাগল, সাথে বুবুদির মিষ্টি হাসি ❤ এভাবেই ভালো থাকবেন
Khub khub bhalo laglo video ta❤❤
Darun laglo video ta dekhe. Kokhono Siliguri par kore dooars er dike jaini. But onek bochhor theke iccha jawar. Apnar video ta dekhe excitement ta aro bere geche malbajar jawar jonyo. Thank you for presenting such a lovely video of north Bengal. ☺️👍
Apneder je ami. Kotota bhalobasi ta bhasai bojhate pari na darun laglo video
🥰🥰
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হোত তুমি বল তো। গান টা মনে পড়ে যাচ্ছে। সত্যি ই অসাধারণ train যাত্রা দেখলাম। এমনভাবে বলেন আর এমনভাবে দেখান যে মনে হয় এক ছুটে চলে যাই সেখানে। পরের ভিডিও র অপেক্ষা য়। ভাল থাকুন।
মতামত পড়ে সকালবেলায় মন ভালো হয়ে গেল । খুব ভালো থাকুন 🌹🥰
Siliguri theakay Newmal junction porjonta journey ta khub sundar dekhiyachen.
Khub bhalo legeche amar apnar video ta
Khub valo lago dada
গোটা তামিলনাডু ভিডিও দেখলাম, বেশ ভালো লাগল ......কেরালা এবং কর্ণাটক দেখা বাকি রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন
Thank you so much 🙏
Pather drishya asadharan sundar,sange apnar swayeter o fish fry apurba
Darun laglo eai train journey.
Parer ta dekher opekkhay roilam 👍🙏
EP - 1 er train yatra ashadharon legeche. Bubu dii er sathe dadar leg pulling...bhison mojar 😂😂😂😂
Ei chotto series er every episode durdanto hobe.... etai asha kori as dadar every travel video dhamakedaar hoye. ❤❤❤❤
অবশ্যই সঙ্গে থাকবেন 😍
Train jatra asadharan, uttar bonger prakritik drisya se o asadharan, apnader khabar ebong tariye tariye khawa o asadharan asha kori jekhane jachen seta o asadharan e hobe. Amra o khub upovog kori. ❤
আমরা এই কান্চ্ঞনকন্যাতেই মাল জঙ যাচ্ছি, আপনার থেকে অগ্রিম সব জানতে পেরে সুবিধা হল, আপনার সবগুলো ব্লগ মোটামুটি দেখা হয়, অনবদ্য উপস্থাপনা ধন্যবাদ ভাই, এইভাবে আমাদের ভারত ভ্রমণের আনন্দ দিয়ে যান
Osadharon legeche dada .
New year e.New Journey darunnnn
R.tar sathe Dada.Boudir notun item Fishfry khete jete hobe❤❤
Khub sundor laglo
দারুণ লাগল।
Sei akee rakom refreshing. Songe oshadharon music er babohar..... Egiye cholun. Suvecchya ofuraan.
ধন্যবাদ 🙏
Khub bhalo legeche amar apnar ei train journey er vlog ta anindya sir
Darun bhalo laglo
দাদা আর বুবুদির পাহাড় ভ্রয়ণ মানে সারাক্ষণ সঙ্গে থাকা। পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই সবসময় তোমাদের পাহাড়ের ব্লগগুলো অনেক বার করে দেখি। এবারও নতুন নতুন জায়গা দেখতে পাব আশা রাখলাম।
Thank you 🥰
Just ashadharon laglo dada
Nice video, background music also fine,
শীতের রাতে কম্বলের ভেতর পা ঢুকিয়ে আপনাদের সঙ্গী হলাম। মন ভালো করে দেওয়া দৃশ্য।
খুব ভালো লাগলো আপনার এই ট্রেন যাত্রা .দাদা আপনার ট্রেন যাত্রার বিবরণ এত সুন্দর করে বলেন যে বলার ভাষা নেই খুব সুন্দর Iআপনাদের ভ্রমন শুভ হোক। সবাই ভাল থাকবেন।
অনেক ধন্যবাদ 🙏
Khub valo laglo dada.onek information pelam.apnader kotha sune Rishihat farmstay te gechilam darun jaiga khub valo legeche🙏
sukhi poribar. best to see both of you and your bonding
দারুন সুন্দর।
Dada wo Didi bhai darun darun video ta laglo.....❤❤
❤❤❤😊😊😊😊cooland very nice👏👏👏
ভীষণ ভালো ।।
Khub valo laglo... apnader chokh dea pahar dekhar apekhai achi 😊
সুন্দর লাগলো।
Khoob bhalo laglo 😊❤😊
DADA SARAIGHAT EXPRESS VLOG BANALE KHUB VALO HOI 😊😊
Darun hoyeche video ta awesome 👌 👏 experience enchanting views and enjoyable also khubh bhalo lagche dada apnader sathe ghurte amader anando devar jonno onek thanks 😊 bhalo thakben take care have a safe trip 😊
Thank you so much 🥰
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤
খুব ভালো লাগলো
Vison valo laglo train journey......
অসুস্থ ঘর বন্দী আমি আপনাদের ট্রেন যাত্রার সঙ্গী, পরেরটার অপেক্ষা।
Khub bhalo laglo r Fish Fry dekhei lobh lagchilo
অপূর্ব লাগল ভিডিওটি। এই অসাধারণ ট্রেন যাত্রায় আপনাদের সঙ্গী হতে পেরে খুব ভাল লাগল। প্রাকৃতিক দৃশ্যাবলী সত্যিই মন কেড়ে নেয়। তারসংগে আপনাদের দুজনের অনবদ্য ও সাবলীল উপস্থাপনা সে ট্রেন এ খাওয়া দাওয়া হোক কি অন্য কিছু এই ট্রেন যাত্রাকে আমাদের কাছে খুবই ঊপভোগ্য করে তোলে। আপনাদের ভ্রমন শুভ হোক। সবাই ভাল থাকবেন। পরের পর্বগুলির অপেক্ষায় থাকলাম।
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏
Darun darun
Apnader blog guli ato natural,mone hay jno amrao Apnader safar sangi👍👍
মনে হচ্ছে অফিসে ছুটি না পাওয়া মানুষ গুলোও এবার ঘুরতে যেতে পারবে ।
ধন্যবাদ অনিন্দ্য বাবু আমাদের জন্য এরকম একটা ভ্রমণ পরিকল্পনা দেওয়ার জন্য।
Darun laglo
Only train that covers entire dooars jungle range rather you may see animals with beautiful nature.... but I must say that the Railway department must change the coaches immediately, which are very old, almost looking like scrap material.... FYI, I travel several times in a year in dooars 🙏
Exactly as you said. Thank you 🥰
Darun laglo train journey ta... nostalgic hoye jai...❤... thank you
Darun video dekhlam r Jabar ichhe ache thanks dujonke
Khub sundor
অনবদ্য সফরনামা।
Train journey ta khub bhalo laghlo.
Satti bhai apner train journey ato sundor laga video daklai jeta echha kara.Kintu akhon r sarir sath deba na.Apnader dakhai annondo pachhi.God bless.
Khub bhalo amar apnar ei train journey er video ta anindya sir
Darun train journey and darun video. Apnader video dekhe mood ta bhalo hoye jaye.
Thank you 😊
Dada video ta bhishan bhalo legechhe. Eto sundor presentation sange monorom drisyo r surer melbandhan video tar akarshon bariye diyechhe.
খুব ভালো লাগলো আপনার এই ট্রেন যাত্রা। আমি এবার ঠিক করেছি আপনার দেওয়া ভ্লগ গুলো দেখে দেখে সব জায়গায় যাওয়ার চেষ্টা করবো।
খুব ভালো লাগলো জেনে।
Besh valo laglo valo o sustho thako God bless ❤❤❤❤❤
দারুন লাগলো🎉
দাদা ট্রেন যাত্রা খুব ভালো লাগলো
khub sundor laglo ar apni khub sundor bojhan ota aro valo lage.
apnader jori hit kore geche
আপনার চোখ দিয়ে দেখে নতুন করে কাঞ্চনকন্যার প্রেমে পড়লাম। 😊
Thank you 😍
Very nice 👌 👍
Khub sundor video. Kintu Kumaon episode ar opekhya te chilam dada.. 😄
নিশ্চয়ই আসবে।
Khub bhalo laglo......Tobe apnader dinner dekhe khide peye gall.Bhalo thakben
🥰🥰
Khub bhalo laglo ebar ekta Kerela tour nie vlog korun
Waiting to see which offbeat place you show us.
খুব সুন্দর
apurbo aronyok prokriti, chaa baganer aparup shobha, sundar Teesta nodi , darun train jatra
খুব সুন্দর. দিদির ফিশ ফ্রাই টা একটু ছোট মনে হলো . অনিন্দ্য বাবু খেতে ভালো বাসে তাই বরোটা ওনার ভাগে। খুব সুন্দর জার্নি। কথা হবে না প্রকৃতি নিয়ে . সঙ্গে আছি .
Darun experience
Thik bolechen...train journey r asol moja holo side lower e bose nana dharoner khabar khete khete bairer drishya dekha....nice train journey...
Darun laglo dada
অপূর্ব
আপনারা হচ্ছেন আদর্শ কাপল, সুখী কাপল এই ভাবেই এগিয়ে চলুন, আপনাদের দেখলেও ভীষণ ভালো লাগে। আর ভিডিওর তো জবাব নেই।
ধন্যবাদ 🙏
Ekti mon bhalo kora train journey.Train charar muhurte o sokale miliye tinti aabohosongeet monomugdhokor.Ei thanday fish fry ebong chilli chicken o fried rice videotir ushnota aaro bariye dilo.Sob miliye ekti obornoniyo poribeshona.Khub bhalo thakben apnara ei kamona kori.
Thank you 😊
Asadharan👍
অসাধারণ একটি ভিডিও ধন্যবাদ ভাই❤❤
অসাধারণ লাগলো। বিশেষ করে ফিস্ ফ্রাই। দারুন দারুন।
🥰🥰
Watched and liked.
Khub sundor train journey, mon vorie dei
খাবার গুলো ছিল জিভের জল আনার মত । এগুলোই সবথেকে ভালো লাগলো।
Amra gatabachar Ei train a Duars giyechhilam, darun legechhilo journey ta, apni ja bollen, ekdam thik, jatra subho hok
Apurbo deklam tomader train journey❤❤❤
ভিডিওটি ভালো লাগলো ধন্যবাদ আপনাদের।
Khub shundor laglo videoti as usual, ami to opekshaye thaki Kobe apnader dujonke kono notun destination e dekhte pabo bhalo thakben apnara dujone ❤
Thank you so much. অবশ্যই কখনো দেখা হবে 🥰
Hasi ta kintu darun apnar❤❤
khoob sundoor video. I loved the misti. Heading to Patel brothers to see if they have gur misti. Thank you for sharing. Looking forward to your trip
Thank you 😊
Asadharon dada
Amader o soubhagya hoechilo Kanchankanya te safar korte khoob uopovog kore chilam. Amra Banarhat e giye chilam❤❤
Awesome Awesome 👌
খুব ভালো লাগলো আপনার এই পোস্ট।
Apurbo
Waiting for a new exicitng blog.
অসাধারণ ।
বন্ধু যাত্রা শুভ হোক ।
Thank you 😊