প্রিয় মহাসিন ভাই, ও বেলায়েত সর্দার ভাই, এত কষ্ট করে জলদস্যুদের নিয়ে এত ভালো কাজ করলেন, খুব কষ্ট লেগেছে, আপনাদের এই কৃতিত্বটা যখন পুলিশের বেনজির সাহেব নিয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করেছিলাম এত বড় অবিচারের আল্লাহ পাক দেন একটা উপযুক্ত বিচার করেন, আপনারা আপনাদের কষ্টের ফলাফল পেয়েছেন আমরা সবাই আপনাদেরকে পছন্দ করি, মন থেকে দোয়া করি, আর বেনজির সাহেব এই অভিশাপে হয়তো কিছুটা হলেও উপযুক্ত বিচার পাচ্ছে। ভালো থাকবেন ভাইয়েরা ।
ভাই বেনজির নাম নিয়ে গেলো আর তার হয়ে গেলো নাকি?আমরা জানিনা কার জন্য এই সুন্দরবন আজ নিরাপদ? বেঞ্জিরের মতো কোটায় চাকিরি পাওয়া অথর্ব যে কি করতে পারে তা সমগ্র জাতিই জানে।
মিনান্নাহারের বাচাটা যে কত সুন্দর, মাশাল্লাহ। প্রিয় মহসিন ভাই, এই প্রাপ্তির নেশা আপনি কোন দিন ছাড়তে পারবেন না। বাচ্চাটা যখন আপনার হাতটা ধরে আওয়াজ করছিলো, আমার চোখে জল চলে এসেছিলো তখন।
ট্রলারটাকেই যেন শেষ পর্যন্ত জাদুঘর বানানো হয়। কোথাও একটা যায়গায় স্থাপন করার ব্যবস্থা করলে পর্যটকরা, আমরা গেলে যেন তাতে বসে অন্তত এক কাপ চা খেয়ে বলতে পারি, মহসিন স্যার ও বেলায়েত সর্দারের ট্রলারে বসে চা খেলাম। এতে আমাদের লাখো মানুষের আবেগ ভালোবাসা মিশে আছে ❤❤❤❤❤❤❤
কে বলছে শুধু সুন্দরবন দেখতে ভালোবাসি , সুন্দরবনের আসেপাশের জনজীবনে সব প্রতিকূলতার ভিতর থেকে বেঁচে থাকার গল্প গুলো আমার বাঁচার রসদ , ভালো থাকবেন স্যার ।❤❤
রাশিয়া থেকে বলছি,স্যার আমি আপনার একজন বড় ফ্যান আপনার ভিডিও আমার এত ভালো লাগে আমি কিভাবে বলবো ভাষাই বোঝাতে পারবো না।আপনার ভিডিওর জন্য প্রত্যেকবার অপেক্ষায় থাকি কখন আপনি ভিডিও আপলোড করবেন আর দেখব। আমরা চাই আপনি এরকম আরো ভিডিও আমাদের জন্য উপহার দেন যাতে করে আমরা সুন্দরবনটাকে এমন ভাবে উপভোগ করতে পারি। be always safe sir❤
সুন্দরবন তো প্রতিনিয়ত আপনার মাধ্যমে দেখি এবং দেখব কিন্তু এই যে নদীর পাড়ের দুইধারের অপরূপ দৃশ্য এবং ছোট ছোট বাজার জনপদ এবং সেই জনপদের লড়াই সংগ্রাম দুঃখগাথা হাঁসি আনন্দ এগুলোও একেবারে মন-প্রাণ ছুঁয়ে যায় ❤
আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখি আপনার ভিডিও গুলো। দেখলে মনে হয় দেখতেই থাকি। আমি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে দেখি। আপনি ভালো থাকবেন। R বেলায়েত সরদার এর সুস্থতা কামনা করছি।
মহসীন ভাই, কলকাতা থেকে আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা নেবেন। মাঝখানে আপনি ছোটখাটো দুই তিনটা সফর করেছিলেন কিন্তু তাতে আমাদের মন ভরেনি কারণ তাতে এই পরিচিত পরিবেশ ছিল না। আপনার ভিডিও দেখার জন্য আবার আমার আগের মতো প্রতিদিন আগ্রহ সহকারে অপেক্ষা করার দিন চলে এলো। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
মহসিন ভাই আমাদের বাড়ি বটবুনিয়া বাজারের পাশে আপনার ভিডিও গুলা আসলেই অনেক ভালো লাগে আর যখন এইরকম আমাদের এলাকার ভিডিও গুলা করেন অসাধারণ লাগে ।।।অনেক অনেক ভালবাসা ভাই ❤❤❤
আমার এই কমেন্ট টা আপনার চোখে পড়বে কিনা জানিনা,, তারপর ও কমেন্ট করে যাচ্ছি,,,,,😢 আপনার শেষের কথাটা একদমই ভাইয়া,,, আমি সবসময় আপনার চ্যানেল ফলো করি ,যে আপনি কখন সুন্দরবনের ভিডিও দিয়েছেন,,🥰🥰 কারণ আমার শৈশব কেটেছে সুন্দরবনের পাশে, কয়রা যে,, জীবন জিবিকার তাগিদে খুলনার বাইরে থাকতে হয়,,, ইচ্ছে করলেই সুন্দরবনে যাওয়া হয়ে ওঠে না 😢😢😢,, আপনার নতুন ভিডিও গুলো তে কিছু হলেও তৃপ্তি খুজে পাই,, লাভ ইউ ভাই,,, আপনার কাছে একটা চাওয়া,,, আমার মত যারা আছে তাদের কে একটু খুঁজে নিতে দিয়েন আপনার ভিডিও তে
দাদা আপনার এই পর্বটি মনটা ছুয়ে গেল আপনি এদের কাছে ভগবান সমতুল্য 🙏 আর দৃতীয়তো একবারের এপিসোডের নামটি বুকের ভেতর কেমন করে উঠলো নোঙর ফেলি ঘাটে ঘাটে ❤️❤️❤️
আপনার ভিডিও খুব মন দিয়ে দেখি আর আপনার কথা শুনি তাতেতো ভালো লাগা থাকেই আজকে বাড়তি পাওনা খাদিজা আর তার মায়ের মুখের হাসি , আশা রাখবো আপনার আশীর্বাদের হাত সব সময় ওদের মাথার উপর থাকবে ।
গত শুক্রবার আমরা পরিবার সহ খুলনা , ডুমুরিয়া থেকে নলিয়ান,সুতরখালি ভ্রমণ করে আসলাম,,,, ইনশাআল্লাহ এক সপ্তাহ পর আবার যাব ভাইয়ের বিয়ে দিতে ,,, এসব জায়গা গুলো ও আলহামদুলিল্লাহ ঘুরে দেখেছি
প্রিয় ভাই সালাম নিবেন আপনি আমাদের চাঁদ আলী ব্রিজ তথা জাগিরমহল বানিয়াখালি হয়ে গেলেন জানতে পারলাম না জানতে পারলে অবশ্যই অবশ্যই কাছ থেকে এক পলক দেখতাম অনেক ইচ্ছা আপনার সঙ্গে আপনার ভিডিওতে থাকার। ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা আপনার জন্য নতুন সিজেন অনেক ভালো হয়ে উঠুক অনেক অনেক শুভকামনা। 😊❤
প্রিয় মহাসিন ভাই, ও বেলায়েত সর্দার ভাই, এত কষ্ট করে জলদস্যুদের নিয়ে এত ভালো কাজ করলেন, খুব কষ্ট লেগেছে, আপনাদের এই কৃতিত্বটা যখন পুলিশের বেনজির সাহেব নিয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করেছিলাম এত বড় অবিচারের আল্লাহ পাক দেন একটা উপযুক্ত বিচার করেন, আপনারা আপনাদের কষ্টের ফলাফল পেয়েছেন আমরা সবাই আপনাদেরকে পছন্দ করি, মন থেকে দোয়া করি, আর বেনজির সাহেব এই অভিশাপে হয়তো কিছুটা হলেও উপযুক্ত বিচার পাচ্ছে। ভালো থাকবেন ভাইয়েরা ।
ভাই বেনজির নাম নিয়ে গেলো আর তার হয়ে গেলো নাকি?আমরা জানিনা কার জন্য এই সুন্দরবন আজ নিরাপদ?
বেঞ্জিরের মতো কোটায় চাকিরি পাওয়া অথর্ব যে কি করতে পারে তা সমগ্র জাতিই জানে।
এতিমের মাথার উপর হাত রাখলে নবীজি অনেক খুশি হয়! স্যালুট স্যার আপনাকে।
মিনান্নাহারের বাচাটা যে কত সুন্দর, মাশাল্লাহ। প্রিয় মহসিন ভাই, এই প্রাপ্তির নেশা আপনি কোন দিন ছাড়তে পারবেন না। বাচ্চাটা যখন আপনার হাতটা ধরে আওয়াজ করছিলো, আমার চোখে জল চলে এসেছিলো তখন।
Amar ohhhh
বাচ্চা টা কে দেখে খুব মায়া লাগলো 😢😢
মাশাআল্লাহ পিচ্চিটা অনেক সুন্দর। আল্লাহ তাকে এবং তাদের পরিবারের সকলপ্রকার বিপদআপদ থেকে দুরে রাখে
আপনার মাধ্যমে খাদিজার মতো মানুষ গুলো যেন স্বাবলম্বী হতে পারে সেই দোয়া করি।
খুব সুন্দর শিশু। দোয়া করি আল্লাহ তায়ালা সুস্থ সুন্দর রাখেন
আমিন💚🤲🥰
মাশা-আল্লাহ বলতে হয়।
বিলায়ত ভাইয়ের ট্র্রলাটি অনেক স্মৃতি বহন করে। আশাকরি আবার ঐ ট্রলাটি দুবলারচড়ে দেখতে পাবো। সবাই ভালো থাকবেন 🙏🙏🙏❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ট্রলারটাকেই যেন শেষ পর্যন্ত জাদুঘর বানানো হয়। কোথাও একটা যায়গায় স্থাপন করার ব্যবস্থা করলে পর্যটকরা, আমরা গেলে যেন তাতে বসে অন্তত এক কাপ চা খেয়ে বলতে পারি, মহসিন স্যার ও বেলায়েত সর্দারের ট্রলারে বসে চা খেলাম। এতে আমাদের লাখো মানুষের আবেগ ভালোবাসা মিশে আছে ❤❤❤❤❤❤❤
Troller tar ki hyse kahini ta ki keow janen??
এই ট্রলার টা আবেগ🤗@@atikulislamtusher2893
আপনার আর বেলায়েত ভাইয়ের ট্রলারে ঘুরে বেড়ানোর সৃতির সাথে আমাদেরও সৃতি গাঁথা আছে ❤খাদিজার বেবিটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ ❤️💚💜💖❣️❤️💜💚💖💖
আল্লাহ যেন এই বাচ্চাটাকে অনেক বড় কিছু বানায় যাতে তার মার এই কস্ট কে সুখে পরিনত করে সবাই আমিন বলি।
কে বলছে শুধু সুন্দরবন দেখতে ভালোবাসি , সুন্দরবনের আসেপাশের জনজীবনে সব প্রতিকূলতার ভিতর থেকে বেঁচে থাকার গল্প গুলো আমার বাঁচার রসদ , ভালো থাকবেন স্যার ।❤❤
রাশিয়া থেকে বলছি,স্যার আমি আপনার একজন বড় ফ্যান আপনার ভিডিও আমার এত ভালো লাগে আমি কিভাবে বলবো ভাষাই বোঝাতে পারবো না।আপনার ভিডিওর জন্য প্রত্যেকবার অপেক্ষায় থাকি কখন আপনি ভিডিও আপলোড করবেন আর দেখব। আমরা চাই আপনি এরকম আরো ভিডিও আমাদের জন্য উপহার দেন যাতে করে আমরা সুন্দরবনটাকে এমন ভাবে উপভোগ করতে পারি।
be always safe sir❤
Bhalobasar manusss ......bhalo lagar manus ....mohisin dada...biliyat dada...🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
খাদিজার এই সুন্দর হাসি দেখতে হাজার পর্ব দেখতে রাজি আছি❤❤❤❤❤❤
ভগবান যেন আপনার মত মানুষ এই পৃথিবীতে আরও পাঠান
কেনো যেন চোখে জল চলে আসলো !
ওদের খেয়াল রাখবেন ভাই , আপনার জন্য ভালোবাসা রইলো ♥
বাচ্চার হাসিটা, মাশাআল্লাহ
সুন্দরবন তো প্রতিনিয়ত আপনার মাধ্যমে দেখি এবং দেখব কিন্তু এই যে নদীর পাড়ের দুইধারের অপরূপ দৃশ্য এবং ছোট ছোট বাজার জনপদ এবং সেই জনপদের লড়াই সংগ্রাম দুঃখগাথা হাঁসি আনন্দ এগুলোও একেবারে মন-প্রাণ ছুঁয়ে যায় ❤
বাবু মাশাআল্লাহ
অনেক দোয়া রইল মিনান নাহার এর প্রতি ❤
আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখি আপনার ভিডিও গুলো। দেখলে মনে হয় দেখতেই থাকি। আমি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে দেখি। আপনি ভালো থাকবেন। R বেলায়েত সরদার এর সুস্থতা কামনা করছি।
আসসালামু আলাইকুম হাকিম ভাই আপনাকে, আপনার মানবিক কাজগুলোর জন্য মন থেকে আপনার দোয়া করি। আপনার মাধ্যমে এ-ই মানুষ গুলোর মুখে হাসি ফুটতে শুরু হলো।
মহসীন ভাই, কলকাতা থেকে আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা নেবেন।
মাঝখানে আপনি ছোটখাটো দুই তিনটা সফর করেছিলেন কিন্তু তাতে আমাদের মন ভরেনি কারণ তাতে এই পরিচিত পরিবেশ ছিল না। আপনার ভিডিও দেখার জন্য আবার আমার আগের মতো প্রতিদিন আগ্রহ সহকারে অপেক্ষা করার দিন চলে এলো।
ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
মহসিন ভাই আমাদের বাড়ি বটবুনিয়া বাজারের পাশে আপনার ভিডিও গুলা আসলেই অনেক ভালো লাগে আর যখন এইরকম আমাদের এলাকার ভিডিও গুলা করেন অসাধারণ লাগে ।।।অনেক অনেক ভালবাসা ভাই ❤❤❤
আসলে এটাই প্রকৃত সফলতা😢...ওই পরিবারের সবার মুখে হাসি আর বাবুটাকে দেখে ফিল হয়... মহসিন ভাই আসলেই প্রকৃত সফল মানুষ। ধন্যবাদ মহসিন স্যার❤
১৯জুন থেলে ২৫ জুন ২০২৪, সুন্দরবন ঘুরে এসেছি যখন আপনি জার্মানি ছিলেন অনেক মিস করছি ভাই। বেলায়েত ভাই ও জাহাঙ্গীর ভাইকে অনেক দিন পর দেখলাম।
মানুষের ভালোবাসা মানবতার প্রেম সবসমই মহৎ ❤❤❤
সত্য কিছু বলতে হলে আসলে মহিষ্ণুল হাকিম ভাই অত্যন্ত হৃদয় মানুষ উনার জন্য শুভকামনা
অনেক অনেক ভালো লাগে ভিডিও গুলো। বেলায়েত সরদারের ঘটি গরম মিস করছি ❤❤❤❤❤
এই পর্ব টা আমার খুব ভাল লাগল। ঘাটে ঘাটে নোঙর ফেলার এই জীবন চর্যা দেখার জন্যই তো এত অপেক্ষা করে থাকি আপনার ভিডিও র জন্য। আপনিও খুব ভাল থাকবেন।
বেঁচে থাকো ❤❤❤❤❤❤❤❤❤
Ei Sishu jeno bare dude bhate. Ma er koshto jeno bhulate mate. Mohosin bhai Baghawan aapnake bhalo rakhuk. ❤ Roilo.Amit Ghosh, Kolkata.
আপনি সত্যি সত্যিই অসাধারণ মানুষ ভাই। ইশ্বর আমার মঙ্গল করুক।❤❤
Masahallah cute 🥰 baby. May Allah bless this family ❤
আমার এই কমেন্ট টা আপনার চোখে পড়বে কিনা জানিনা,, তারপর ও কমেন্ট করে যাচ্ছি,,,,,😢
আপনার শেষের কথাটা একদমই ভাইয়া,,, আমি সবসময় আপনার চ্যানেল ফলো করি ,যে আপনি কখন সুন্দরবনের ভিডিও দিয়েছেন,,🥰🥰
কারণ আমার শৈশব কেটেছে সুন্দরবনের পাশে, কয়রা যে,, জীবন জিবিকার তাগিদে খুলনার বাইরে থাকতে হয়,,, ইচ্ছে করলেই সুন্দরবনে যাওয়া হয়ে ওঠে না 😢😢😢,, আপনার নতুন ভিডিও গুলো তে কিছু হলেও তৃপ্তি খুজে পাই,, লাভ ইউ ভাই,,, আপনার কাছে একটা চাওয়া,,, আমার মত যারা আছে তাদের কে একটু খুঁজে নিতে দিয়েন আপনার ভিডিও তে
আপনি অনেক বড় মনের মানুষ,আমি আপনাকে নিজের অন্তর থেকে দোয়া করছি
Biswer sera ae traular..... Meramoti kora hok....
Eta amader dabi
অনেক অনেক দোয়া আপনার জন্য মন থেকে🤲আল্লাহ্ আপনাকে ভালো রাখুক হেফাজতে রাখুক, মানুষের পাসে রাখুক
Love these episodes with the locals. ❤
ভাই আপনার অই জার্মান বর্ডার সফরের থেকে সুন্দর বন সফর ই অসাধারণ
অনেক গুলো দিন অপেক্ষা করার পর তিনটা ভিডিও দেখা, মনটাই ভালো হয়ে গেলো, একটু খারাপও লাগলো বেলায়েত ভাইয়ের পা অনেক দিন হয়ে গেলো ঠিক হয়নি তার জন্য। ❤❤❤
আলহামদুলিল্লাহ তুলনা হয়না প্রানের ভাইয়ের। দোয়া ও শুভেচ্ছা সবসময় ভাইয়ের জন্য ❤️♥️♥️♥️
আজকের ভিডিও অনেক সুন্দর লাগছে। ❤❤ আল্লাহ্ বাচ্চাটা কে সুস্থতা দান করুন। আমিন
আপনাদের খুনসুটি দেখে মনটা ভালো হয়ে যায়❤❤
সালাম জানায় স্যার আপনাকে।ভালোবাসা দোয়া রইলো অবিরাম
আমার প্রিয় International সাংবাদিক মহসিনুল হাকিম ভাই শুভকামনা রহিল অভিরাম
এটাই শিক্ষা ❤
মা মাটি ও মানুষের পর্ব অসম্ভব ভালো লাগলো এই পর্বটি ধন্যবাদ ভাই আপনাকে।
ইতালি থেকে❤️🔥 খাদিজা এবং তার ছেলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো ভাই❤
দাদা আপনার এই পর্বটি মনটা ছুয়ে গেল আপনি এদের কাছে ভগবান সমতুল্য 🙏 আর দৃতীয়তো একবারের এপিসোডের নামটি বুকের ভেতর কেমন করে উঠলো নোঙর ফেলি ঘাটে ঘাটে ❤️❤️❤️
প্রিয় ভাই অবশেষে আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীতে শিবসা দেখলাম শুভ কামনা রইল ভাই।
মহসিন ভাই আপনি সার্থক জিবনের প্রাপ্তি বেলায়েতের মত বন্ধু। আর আমার মত সমর্থক
মহসিন সাহেব 4:06 না বেলায়েত সর্দার এর ভাগ্য তার সংগ পাওয়া
ভালো
ত
Apnar vlog gulor protyekta episode jeno ek ekta documentary 🎉🙏🙏 from India..khub bhalo thakben apnara
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ , খুব ভালোই লাগছে তারপরেও কিসের যেন একটা অভাব বোধ করছি । পরে বুঝলাম অভাবটা শহিদুল কাকুর ।শহিদুল কাকু খুব ভালো মানুষ ।
সমুদ্রসন্তান❤❤
মাস আল্লাহ আনেক ভালো লাগলো ওচেনা মানুষ গুলো দেখে আরো আনেক কিছু দেখার আছে জা আমরা দেখতে পারিনা জা আপনার মাদমে আল্লাহ আমাদের দেখায়
Ato diney kintu paa thik hoye jaoar kotha... Get well soon @Sardar
কিছু বলার নেই সুদু মাত্য বা বা বা।
ইউটিউব এ ভিডিও দেখার সময় বিজ্ঞাপন আসলে স্কিপ করি, কিন্তু মহসিন ভাই এর বেলায় সব বিজ্ঞাপন পুরোটা দেখি। 💙💙💙
18:36 This moment made me tears. God bless you all.
এই ভিডিও গুলো দেখলে মন চায় আপনাদের সাথে চলে যাই। আর এভাবে নদীতে ঘুরে বেড়াই।
অসাধারণ খুব ভালো লাগলো ❤
আপনার ভিডিও খুব মন দিয়ে দেখি আর আপনার কথা শুনি তাতেতো ভালো লাগা থাকেই আজকে বাড়তি পাওনা খাদিজা আর তার মায়ের মুখের হাসি , আশা রাখবো আপনার আশীর্বাদের হাত সব সময় ওদের মাথার উপর থাকবে ।
Vai ami Qatar theke dekchi ami apnar big fan ami indian
Same comment bro 👍🏼 ❤
বেলায়েত সরদার মানেই হাসি আনন্দো আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করেন
দাদা আপনাকে 🙏
অনেক অনেক দেওয়া করি ভালো থাকবেন
খাদিজাকে আল্লাহ নেক হায়াত দান করুন।। আমিন..
বেলায়েত ভাইয়ের টলার মংালা ছাড়ে ওইখানে কেনো❤❤❤
ভাই আমার বাড়ি কালি নগর মহাসিন ভাই আপনাকে বড়ো ভালোলাগে এবং বেলায়েত ভাইকে ভালোবাসি
খুবই ভালো লাগলো অনেক দিন পর দেখা।
অসাধারণ ভাইয়া
নিষ্পাপ ছোট বাচ্চাটাকে দেখে চোখে পানি চলে আসলো
মাশাল্লাহ,, বাবু টা অনেক সুন্দর
ভালোবাসার সেই নৌকা ❤❤❤
সুন্দরবন কে যে ভালবাসে তার মন ও সুন্দর ,ভাই অনেকে দোয়া রইলো
ভালো থাকবেন ভালো কাজ করে যাবেন ❤
খাদিজা কে অনেক ভালোবাসা।
গত শুক্রবার আমরা পরিবার সহ খুলনা , ডুমুরিয়া থেকে নলিয়ান,সুতরখালি ভ্রমণ করে আসলাম,,,, ইনশাআল্লাহ এক সপ্তাহ পর আবার যাব ভাইয়ের বিয়ে দিতে ,,,
এসব জায়গা গুলো ও আলহামদুলিল্লাহ ঘুরে দেখেছি
প্রিয় ভাই সালাম নিবেন আপনি আমাদের চাঁদ আলী ব্রিজ তথা জাগিরমহল বানিয়াখালি হয়ে গেলেন জানতে পারলাম না জানতে পারলে অবশ্যই অবশ্যই কাছ থেকে এক পলক দেখতাম অনেক ইচ্ছা আপনার সঙ্গে আপনার ভিডিওতে থাকার।
ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা আপনার জন্য নতুন সিজেন অনেক ভালো হয়ে উঠুক অনেক অনেক শুভকামনা। 😊❤
আপনার ভিডিও র অপেক্ষায় ছিলাম,লাভ from India ❤
Thanks, Dear Mohsin Bhai
মাশাআল্লাহ বাচ্ছাটা অনেক সুন্দর ❤❤❤
খুব ভালো লাগছে সিরিজ, আসা করি সিরিজ টা অনেক বড় হবে।।। ভালো থাকবেন🙏🙏🙏🙏
ভালোবাসা অবিরাম, আমিও গিলাবাড়ী সন্তান, ভাল থাকবেন সব সময় ❤
মোহসীন ভাই অনেক দিন পর আপনাকে পেলাম, খুব খুব ভালো লাগছে, পুনে মহারাষ্ট্র ইন্ডিয়া
Koto din ppre video post korle dada ❤❤❤❤❤ khub valo love from (India)
আমাদের এলাকার গরব আপনি ভাইজান❤
ধন্যবাদ দাদা কাছের মানুষদের সঙ্গে আরেকটিবার দেখা করিয়ে দেয়ার জন্য।
অসাধারণ একটি ভিডিও দেখলাম
আপনার জন্য দোয়া ও ভালবাসা রইলো ❤️❤️❤️
ভালোবাসা অবিরাম প্রিয় ভাই
অপুর্ব সুন্দর, আড্ডা এখনো ঠিক জমজমাট নয় যতক্ষন না দুবলারচরে যাওয়া হচ্ছে, যাত্রা শুভ হোক ভালো থাকবেন
প্রিয় ভাই
বাচ্চা টা মাশাল্লাহ
"Masha Allah" "Alhamdulillah" "Belayet Bhai" " 18:35 Mohoshin Bhai" "❤❤❤❤❤❤"
ভাগ্যের কি নির্মম কন্যা সন্তান টা দেখে যেতে পারল না, মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুক
ভাই মসিন অনেক দীন পরে আপনাকে ওসদদারভাইকে দেখলাম দোয়া রইল আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সালাম নকিব উদ্দিন ডায়মন্ড হারবার থেকে দেখছি ভাই
ভালোবাসা রইলো আপনার জন্য ❤ 21:29
মিনান নাহার এর গুরে দারানো দেখে এবং আপনাদের পাশে থাকা দেখ মনটা আরো খুশি হয়ে গেলো ❤❤
মুহসিন ভাই আপনার তুলনা হয়না।আল্লাহ নেক হায়াত দিন।
আমার কাছে আপনার ভিডিও এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আপনার কথা বলার ধরণ।❤❤