সকাল বা বিকাল যে কোনো সময় স্প্রে করতে পারেন, বড় কোন পার্থক্য নেই। তবে দুপুরের কড়া রোদে অবশ্যই স্প্রে করা যাবেনা। সকাল ৮.০ থেকে ১১.০০ অথবা বিকাল ৩.০০টার পরে স্প্রে করা উচিত। ধন্যবাদ সাথে থাকার জন্য।
তীব্র তাপদাহের সময়ে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো আম গাছে কয়েক দিন পরপর পানি সেচ দেয়া। তাহলে অন্য পদ্ধতি কাজে লাগবে, সেচ ছাড়া অন্য কোনো পদ্ধতি কাজে লাগবে না। ধন্যবাদ ।
আম্রপালি আমের ক্ষেত্রে একটি গাছের কিছু আম যখন পরিপক্ব হয়ে যায় তখন আর দেরী না করে সব আম পেড়ে ফেলতে হবে। তাহলে আপনার সমস্যাটির অনেক সমাধান হবে। কিন্তু গাছটির বেশিরভাগ আম পাকার পর যদি আম হার্ভেস্ট করেন অর্থাৎ দেরীতে হার্ভেস্ট করলে উক্ত সমস্যাটি হতে পারে। আম্রপালি (অর্থাৎ বারি আম-৩) আমের ক্ষেত্রে হার্ভেস্টিং টাইট খুব গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
এখন গুটির চেয়ে আরো বড় হয়েছে।বিগত ৮ মাস কোন রাসয়নিক সার দেয়া হ নাই তবে ১৫ দিন পুর্বে পটাশ দেয়া হয়েছে।এখন গাছের হাফ ড্রামে কি পরিমান ইউরিয়া বা ফস্ফেট দেয়া যায় কিনা।
আম গাছে ছত্রাকনাশক/কীটনাশক মোট দুটি স্প্রে করা বাধ্যতামূলক যা এই ভিডিওতে (th-cam.com/video/xrJuKa5n6-w/w-d-xo.html ) সুন্দর করে বলা আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এরপর কোন রোগ/পোকা হলে সমস্যা বুঝে Specific অর্থাৎ নির্দিষ্ট ঔষধ দিতে হবে। যেমন আপনার গাছে যদি ফল ছিদ্রকারী পোকা আক্রমন করে তখন তৎক্ষণাৎ ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন ডারসবান ২মিলি/লিটার পানিতে স্প্রে করতে পারেন। আবার ফল ঝরে যাওয়া সমস্যা হলে ইউরিয়া/বোরন এক বা দুই বার স্প্রে করতে পারেন। ধন্যবাদ।
ড. মো: শফিকুল ইসলাম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফল গবেষণা কেন্দ্র, বিএআরআই, বিনোদপুর, রাজশাহী মোবাইল: 01712339693 আম সংক্রান্ত বিষয়ে আপনি কথা বলতে পারেন (অফিস চলাকালিন সময়ে)।
@@salamabdus3044 সম্ভবত আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেননি। প্রকৃতপক্ষে আম হলো প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকা ফল। বৃষ্টিতে অবশ্যই কিছু মুকুল ঝরে যাওয়া উচিত। তারপর কিছু গুটিও ঝরে যাওয়া উচিত। রক্ষা করার কোনো প্রয়োজন নেই। অল্প কিছু মুকুল যা টিকে থাকে সেটাকেই তো বাম্পার ফলন বলে। বাম্পার ফলন সম্পর্কে ভিডিওতে সুন্দর ভাবে বলা আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।
স্যার কোন সময় স্প্র
করবো সকালে নাকি বিকেলে
সকাল বা বিকাল যে কোনো সময় স্প্রে করতে পারেন, বড় কোন পার্থক্য নেই। তবে দুপুরের কড়া রোদে অবশ্যই স্প্রে করা যাবেনা।
সকাল ৮.০ থেকে ১১.০০ অথবা বিকাল ৩.০০টার পরে স্প্রে করা উচিত।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
খুব ই উপকারী ভিডিও
উপকার হওয়ায় শেয়ার করতে পারেন অন্যদের সাথে। আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ।
স্যার কি কি সার দিতে হবে,একটা চাট দিযে দেন স্যার দেওয়ার।
শিক্ষামূলক ভিডিও
সাথে থাকার জন্য ধন্যবাদ।
NICE YOUR VIDEO.THANKS
সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জাযাকাল্লাহ খাইরান
Kon pgr ta dibo? Miraculan dile hobe?
খুব সুন্দর হয়েছে
ভালো লাগায় শেয়ার করতে পারেন অন্যদের সাথে। ধন্যবাদ।
I have four mango plants. Flowers and fruits are fall down.. I used planofix hormone but found no good result.
তীব্র তাপদাহের সময়ে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো আম গাছে কয়েক দিন পরপর পানি সেচ দেয়া। তাহলে অন্য পদ্ধতি কাজে লাগবে, সেচ ছাড়া অন্য কোনো পদ্ধতি কাজে লাগবে না। ধন্যবাদ ।
স্যার আম্রুপালি আম যখন পাকে তখন কেমন যেন দর্কাচা হয়ে যায়। খাওয়ার উপযোগী থাকেনা, এর জন্য কি পদক্ষেপ নিবো
আম্রপালি আমের ক্ষেত্রে একটি গাছের কিছু আম যখন পরিপক্ব হয়ে যায় তখন আর দেরী না করে সব আম পেড়ে ফেলতে হবে। তাহলে আপনার সমস্যাটির অনেক সমাধান হবে।
কিন্তু গাছটির বেশিরভাগ আম পাকার পর যদি আম হার্ভেস্ট করেন অর্থাৎ দেরীতে হার্ভেস্ট করলে উক্ত সমস্যাটি হতে পারে।
আম্রপালি (অর্থাৎ বারি আম-৩) আমের ক্ষেত্রে হার্ভেস্টিং টাইট খুব গুরুত্বপূর্ণ।
সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
স্যার এর ভিডিও গুলো খুব ভাল লাগে। বেশি বেশি স্যার এর পরামর্শক ভিডিও চাই
সাবসক্রাইব করার পর বেল আইকন অন করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ।
Advice friends and family members to do vegetables,animals,fish,fruits in bari or farmlands all around Bangladesh 🎉🎉🎉
Thanks for comments.
❤❤
ধন্যবাদ সাথে থাকার জন্য।
Great and advantageous video 💐💐
জাযাকাল্লাহু খায়রান
বোরন আর পিজিআর কি একসাথে স্প্রে করা যাবে?
খরচ বাঁচানোর জন্য একসাথে করতে পারেন।
এখন গুটির চেয়ে আরো বড় হয়েছে।বিগত ৮ মাস কোন রাসয়নিক সার দেয়া হ নাই তবে ১৫ দিন পুর্বে পটাশ দেয়া হয়েছে।এখন গাছের হাফ ড্রামে কি পরিমান ইউরিয়া বা ফস্ফেট দেয়া যায় কিনা।
হরমন এবং ছত্রাক নাশক সাথে কীটনাশক এক সাথৈ দেওয়া যাবে
ছত্রাকনাশক ও কীটনাশক একসাথে দিতে পারেন, তবে হরমন আলাদা দিলে ভালো।
Ame kotodin por & koyti spray korte hobe.. Clear bolle valo hoto
আম গাছে ছত্রাকনাশক/কীটনাশক মোট দুটি স্প্রে করা বাধ্যতামূলক যা এই ভিডিওতে (th-cam.com/video/xrJuKa5n6-w/w-d-xo.html ) সুন্দর করে বলা আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এরপর কোন রোগ/পোকা হলে সমস্যা বুঝে Specific অর্থাৎ নির্দিষ্ট ঔষধ দিতে হবে। যেমন আপনার গাছে যদি ফল ছিদ্রকারী পোকা আক্রমন করে তখন তৎক্ষণাৎ ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন ডারসবান ২মিলি/লিটার পানিতে স্প্রে করতে পারেন। আবার ফল ঝরে যাওয়া সমস্যা হলে ইউরিয়া/বোরন এক বা দুই বার স্প্রে করতে পারেন।
ধন্যবাদ।
PGR KI VABE USE KORBO
ভিডিওতে বলা ২ ৪ ডি তথা PGR-টি ইথানলে দ্রবীভূত করে নিতে হবে। বানিজ্যিক ভাবে কোন কোম্পানির পাওয়া গেলে সেখানে বর্ণিত নিয়ম অনুযায়ী দিতে হবে।
আমের গুটি মটরদানা বা মার্বেল আকৃতি হবার পর গাছে পিজিআর স্প্রে করলে আলাদা ভাবে আবার গাছে ইউরিয়া স্প্রে করার দরকার আছে?
না
আম ২০০গাম ওজনহয়েছে।একটি আম পড়ে গেল।কেটে দেখলাম।ভিতরে পোকা। এখন কি
পোকাওয়ালা আমগুলো গাছ থেকে দূরে সরিয়ে নষ্ট করে ফেলবেন। এই মুহূর্তে ঔষধ দিয়ে লাভ হবে না।
স্যার ২.৪-ডি ৭২%এ্যামাইনো এসিড ব্যবহার করার কথা বলা হয়েছে কি?
হপার পোকা দমনের ঔষধ টা নাম স্ক্রিনে চিহ্নিত করা যায় না
হপার পোকা দমনের ঔষধ হলো ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যা বাজারে ইমিটাফ নামে পাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
Bhai ai sir ar phone number ta dewa jabe
ড. মো: শফিকুল ইসলাম
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল গবেষণা কেন্দ্র, বিএআরআই, বিনোদপুর, রাজশাহী
মোবাইল: 01712339693
আম সংক্রান্ত বিষয়ে আপনি কথা বলতে পারেন (অফিস চলাকালিন সময়ে)।
@@KrishiSecrets ছাড় নাম্বারটা দিবেন দয়া করে প্লিজ
স্যার মে/ জুন মাসে বৃস্টির মধ্যে মুকুল কি ভাবে বাচানো যায়?
নীচের ভিডিওটিতে উত্তর পাবেন, ইনশাআল্লাহ
th-cam.com/video/_fxYNGFQGnk/w-d-xo.html
@@KrishiSecrets আমি জানতে চেয়ে ছিলাম মে/ জুন মাসে আমের যে মুকুল এসে থাকে, বৃষ্টির হাত থেকে মুকুলের হ্মতি সাধন কি ভাবে রহ্মা করা যায়?
@@salamabdus3044 সম্ভবত আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেননি।
প্রকৃতপক্ষে আম হলো প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকা ফল। বৃষ্টিতে অবশ্যই কিছু মুকুল ঝরে যাওয়া উচিত। তারপর কিছু গুটিও ঝরে যাওয়া উচিত। রক্ষা করার কোনো প্রয়োজন নেই। অল্প কিছু মুকুল যা টিকে থাকে সেটাকেই তো বাম্পার ফলন বলে। বাম্পার ফলন সম্পর্কে ভিডিওতে সুন্দর ভাবে বলা আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।
গুটি পচুর ঝরছে তাহলে কি এখোন সেচ দিবো
@@eliasahmed4707 হ্যাঁ, সেচ দিলে ভালো হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।