আসসালামুআলাইকুম ভাইয়া কেমন আছেন,আমি বগুড়া জেলার, আদমদিঘী, সান্তাহার থেকে বলছি, আপনার প্রায় সব ব্লগ গুলো দেখা হয়।যদি কখনো আবার নওগাঁতে কিম্বা সান্তাহার আসেন তাহলে দেখা করতাম
ভাই ভিডিওটা ভাল লেগেছে, সবচেয়ে ভাল লেগেছে ভিডিওর দাদুকে🌹🌼 উনাকে দেখে নিজের দাদুর কথা মনে হয়ে গেল,🥲 আল্লাহ আমার দাদুকে জান্নাতবাসী করুক🌼 আপনার দাদু জীবিত থাকলে আলহামদুলিল্লাহ লিখুন🌼।
প্রশাসনকে অনুরোধ করছি এই জমিদার বাড়ি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক। কেননা এটা দেশের একটি সম্পদ। &এতে বিনিয়োগ করলে পরবর্তীতেএর মাধ্যমে রাজস্ব আয় এর সম্ভাবনা আছে। কেননা এটি দেশের একটি ঐতিহাসিক স্থান। প্লিজ প্লিজ প্লিজ এর সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক। সেই এই ভাইয়াকে অনেক ধন্যবাদ তিনি এই প্রতিবেদনের মাধ্যমে স্থান টিকে তুলে ধরেছেন।
ভাই আপনার ভিডিও গুলি দেখি খুব ভালো লাগে,, আমার বাসা ও নওগাঁ তে যদি আগে জানতাম অবশ্যই আপনার সাথে একান্তই দেখা করতাম। এবং আপনার চ্যানেল এর সাবস্ক্রাইবার এর মধ্যে এক জন। ভিডিও টা সুন্দর হয়েছে ভাই
অবাক হলাম,রাজ প্রাসাদ দোখে। সত্যিকার রাজার ইতিহাস কিংবা উওান পওনের কাহিনী সংগ্রহ করে জানালে আরও ভাল হত।যে টুকু সংগ্রহ করেছেন,তাতে সত্যিমিথ্যার এবং লোক মুখের কল্পকাহিনীর সংমিশ্রন মনে হয়। তবে আপনার চেষ্টা ও কষ্টের ভিডিওর সুবাদে নতুন ঐতিহাসিক স্হসপনা দেখার সৌভাগ্য হল।অশেষ ধন্যবাদ।
স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এ এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দীঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন (বর্তমানে নদীর অসত্মিত্ব আর নেই)। তিনি প্রায় প্রতিরাতে স্বপ্ন দেখতেন তাঁকে কে যেন বলছে, “তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে। সেখান থেকে তুলে স্থাপন কর।” রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজ রাজেশ্বরীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদী তৈরি করে প্রতিষ্ঠা করলেন। এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে। অন্য আরেক ঐতিহাসিকদল মনে করেন, দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগতরাম একজন লবণ ব্যবসায়ী, বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে, এই অঞ্চলে তেমন কোন ফসল উৎপন্ন না হওয়ায় ভুমা মহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র ২২ কাহন কই মাছ কর হিসেবে দিতেন। রঘুনাথের বিত্ত-বৈভবের খবর পৌঁছে যায় মোগল দরবারে। মোগল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান, তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল। কোন ফসল হয় না। তবে বড় বড় কৈ মাছ পাওয়া যায়। বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে ২২ কাহন কৈ মাছ প্রদানের নির্দেশ দেন।[৬][৭] ১৮৯২ খ্রিষ্টাব্দ এর দিকে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ী। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়
আমাদের এলাকার রাজবাড়ী,, অনেক সুন্দর কারুকাজ ও নির্মাণশৈলীতে ভরপুর। ছিলো একই রকম ৭ টি আঙ্গিনা। কতেক ঘাট বাঁধা পুকুর দীঘি।। অনেক ছোট বেলায় দেখছিলাম যদিও অনেক কিছুই ভেঙে গেছিলো। সঠিক সময়ে সংরক্ষণ করলে দেশের সব থেকে সুন্দর রাজবাড়ী থাকত।
এই রাজবাড়ীর এমন বেহাল অবস্থা দেখে খুবই কষ্ট লাগে। কারন এই রাজবাড়ীর সাথে আমার অনেক সৃতি জড়িয়ে আছে। আমাদের সরকার এগুলো পুরনো স্থাপনা সংরক্ষণ করেনা, এটা খুবই দুঃখজনক। পুরনো স্থাপনা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। বাস্তব জীবনে মানুষের পক্ষে অতীতে ফিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু এমন পুরনো স্থাপনা গুলোতে গেলে একটা পুরনো অনুভূতি অনুভব করা যায়। যেটা অন্তরকে একটা মায়াবী জাদুর জগতে নিয়ে যায়। এটা সতিই একটা অন্যরকম অনুভূতি। বর্তমান সময়ের অত্যাধুনিক ইমারত গুলোত গেলে সেই মায়াবী জাদুর অনুভূতি পাওয়া যায়না। এই আধুনিক সময়ে আরো অত্যাধুনিক ইমারত তৈরী হবে কিন্তু এসব পুরোনো সৃতি বিজরিত স্থাপনা গুলো আর দেখা যাবেনা। আর বিশ বছর আগে উদ্দোগ নিলেও এটা সংরক্ষণ করা সম্ভব ছিলো। তখনো এর কাঠামো অনেকটা ভালো ছিলো। এখন দেখছি পুরোটাই ধ্বংস স্তুপে পরিনত হয়েছে।
ধন্যবাদ তো সচরাচর দেওয়া হয়!!! এর বিকল্প কিছু বলার থাকলে সেটাই বলতাম!!! এগিয়ে যান দুর থেকে দুরান্তরে অদেখাকে দেখানোর জন্য সবার জন্য!! অবশেষে বলতেই হয় thank you so much vai
অত্যাচার আর শোষণের স্মৃতি চিহ্ন -- যখন সত্য আসে তখন মিথ্যা বিলুপ্ত হয় । তখনকার জমিদার রাজাদের কি ইন্ডাস্ট্রি ছিলো ? তাদের টাকা ছাপানোর কি মেশিন ছিলো ? তারা কি প্রবাসে গিয়ে কম' করে আয় করেছিলেন ? উপরের প্রশ্নগুলির উত্তর যদি " না " হয় তাহলে তাদের আয়ের উৎস কি ছিলো ? শোষণ আর অত্যাচার । এই ভংগুর স্হাপনা থেকে কি আসবে ? তাদের প্রজন্ম এখন আছে । তাদের নিজস্ব তৈরি বেদনা । তারা কি কম' করে এবং নিজের প্রতি ধীক্কার না করে রাজনীতির সাথে কি জড়িত আছে ? জানিনা ! তাদেরকে সত্যের পথ দেখাতে হবে --দুনিয়া ও আখেরাতে সঞ্চয়ের পথ । সরকার গ্রাউন্ড জিরো করে সরকারি অফিস বা মাকে'ট করলে মানুষের কম'সংস্হান হবে । অতীতের বস্তা পঁচা নিয়ে কচকচানি বা দোষারোপ করে সামনের দিকে আগানো যায় না । গতস্য সূচনা নাস্তি । যে কারণে আধুনিক যুগে ভাঙ্গারীর দোকান খোলা হয়েছে । মানুষের কাছে সময়ের মূল্য বেশী । ধন্যবাদ ।
Amazed to see your Documentary on the Dubolhati Rajbati.....seeing the grandeur and vastness I feel to witness the palatial building though in ruins if I get the opportunity ever to visit Bangladesh... Khub khub bhalobasa o subhechha janai tomake ..from Howrah...WB.
ভাইয়া আমার বাসা নওগাঁতে দুবলহাটি রাজবাড়ি পাশের রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে হয়। ভাইয়া আপনার লক্ষ্য করলে দেখতে পাইবেন দক্ষিণ সাইডে পানির কুপ ছিল কলাবাগান ।
আমি গেছি এখানে অনেক বার,,দুবলহাটি রাজবাড়ীর পাশেই আমার আম্মুর নানি বাড়ি,,৬ মাস আগেও গেছি,, কিন্তু এই রাজার গল্প অন্যরকম শুনেছি,,আর যে গল্প শুনলাম এটা মনে হয় মিথ্যা।
আপনাদের প্রতিটি কমেন্টস আমার কাছে মূল্যবান এবং অনুপ্রেরণা জোগায় ❤
FACEBOOK facebook.com/shahriartraveler
নাড়িদের হবেনা ভাই নারীদের মনে হয় :)
আমি এখন ঢাকায় থাকি
আসসালামুআলাইকুম ভাইয়া কেমন আছেন,আমি বগুড়া জেলার, আদমদিঘী, সান্তাহার থেকে বলছি, আপনার প্রায় সব ব্লগ গুলো দেখা হয়।যদি কখনো আবার নওগাঁতে কিম্বা সান্তাহার আসেন তাহলে দেখা করতাম
bery nice❤❤❤❤
ভাই আপনার ভিডিও আমার কাছে খুব ভালো লাগছে ❤❤❤❤
চাচা অনেক সহজ সরল ভাল মানুষ এই চাচার জন্য দোয়া রইল আমীন
মানুষ চিরস্থায়ী নয় কিন্তু মানুষ ভুলে যায় আল্লাহ সর্বশক্তিমান
আল্লাহ ছাড় তেন ছেড়ে দেন্না,,সাময়িক ভোগ বিলাস করতে গিয়ে পরকাল শেষ😥😥আলহামদুলিল্লাহ গরীব হলেও মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি এইটাই বড় পাওয়া আলহামদুলিল্লাহ 🥰🥰🥰
Islam ekhan ghrinar majhab. Group of extrimist.
আল্লাহ ছাড় দেন, কি দেন না, দেখল কেডা ? খালি প্রত্যেকটা বিষয়ে ওয়াজের ডায়লগ !
@pinakimitra5206, you can find the peace only the Religion of islam.
@@rabiulhasan3301 peace heaven
@@rabiulhasan3301baler islam, suth asia r islam nikristho tomo manoshikota, illeterate.
চাচার প্রতি ভালোবাসা রইলো❤️❤️
চাচা সৎ সত্যবাদী ও সাহসী খুব ভাল লাগল🥰🥰🥰🥰🥰🥰
ভাই ভিডিওটা ভাল লেগেছে,
সবচেয়ে ভাল লেগেছে ভিডিওর দাদুকে🌹🌼
উনাকে দেখে নিজের দাদুর কথা মনে হয়ে গেল,🥲
আল্লাহ আমার দাদুকে জান্নাতবাসী করুক🌼
আপনার দাদু জীবিত থাকলে আলহামদুলিল্লাহ লিখুন🌼।
ভাই আমাদের এই রাজবাড়ী নিয়ে ভিডিও করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আমাদের এই রাজবাড়ীটা রক্ষা করার জন্য আবদার করিতেছি আপনাদের কাছে
প্রশাসনকে অনুরোধ করছি এই জমিদার বাড়ি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক। কেননা এটা দেশের একটি সম্পদ। &এতে বিনিয়োগ করলে পরবর্তীতেএর মাধ্যমে রাজস্ব আয় এর সম্ভাবনা আছে। কেননা এটি দেশের একটি ঐতিহাসিক স্থান। প্লিজ প্লিজ প্লিজ এর সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক। সেই এই ভাইয়াকে অনেক ধন্যবাদ তিনি এই প্রতিবেদনের মাধ্যমে স্থান টিকে তুলে ধরেছেন।
আপনি অল্প অল্প করে কিনা রাখেন লাভ হবে
এভাবে insult না করলেও পারতেন।
Amder alaka
@@MDANIS-ol5buতুই তোর নিমো মানে মানুষ সেটা প্রকাশ করলি কমেন্টের মাধ্যমে
এই বাড়ি ধ্বংস করে দেওয়া হোক
কালিমার দাওয়াত দিয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)।❤️
ধন্যবাদ ভাই দেখে অনেক ভালো লেগেছে ❤❤❤
ভাই আপনার ভিডিও গুলি দেখি খুব ভালো লাগে,, আমার বাসা ও নওগাঁ তে যদি আগে জানতাম অবশ্যই আপনার সাথে একান্তই দেখা করতাম। এবং আপনার চ্যানেল এর সাবস্ক্রাইবার এর মধ্যে এক জন। ভিডিও টা সুন্দর হয়েছে ভাই
ভালোবাসা অবিরাম ❤️❤️
অবাক হলাম,রাজ প্রাসাদ দোখে।
সত্যিকার রাজার ইতিহাস কিংবা
উওান পওনের কাহিনী সংগ্রহ করে
জানালে আরও ভাল হত।যে টুকু সংগ্রহ
করেছেন,তাতে সত্যিমিথ্যার এবং লোক
মুখের কল্পকাহিনীর সংমিশ্রন মনে হয়।
তবে আপনার চেষ্টা ও কষ্টের ভিডিওর
সুবাদে নতুন ঐতিহাসিক স্হসপনা দেখার
সৌভাগ্য হল।অশেষ ধন্যবাদ।
স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এ এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দীঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন (বর্তমানে নদীর অসত্মিত্ব আর নেই)। তিনি প্রায় প্রতিরাতে স্বপ্ন দেখতেন তাঁকে কে যেন বলছে, “তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে। সেখান থেকে তুলে স্থাপন কর।” রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজ রাজেশ্বরীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদী তৈরি করে প্রতিষ্ঠা করলেন। এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে।
অন্য আরেক ঐতিহাসিকদল মনে করেন, দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগতরাম একজন লবণ ব্যবসায়ী, বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে, এই অঞ্চলে তেমন কোন ফসল উৎপন্ন না হওয়ায় ভুমা মহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র ২২ কাহন কই মাছ কর হিসেবে দিতেন। রঘুনাথের বিত্ত-বৈভবের খবর পৌঁছে যায় মোগল দরবারে। মোগল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান, তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল। কোন ফসল হয় না। তবে বড় বড় কৈ মাছ পাওয়া যায়। বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে ২২ কাহন কৈ মাছ প্রদানের নির্দেশ দেন।[৬][৭]
১৮৯২ খ্রিষ্টাব্দ এর দিকে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ী। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়
Khub bhalo laglo
@@txtoufik6542bollo j uni meyder bhog korto??
একমাত্র আল্লাহর ক্ষমতাই চিরস্থায়ী
এটা আমাদের ওই জায়গায় ডুবোলহাটী ❤❤❤
Video er sathe background music ta je ki joss manaise…
Very good music sense…❤❤❤
Thank You ❤️❤️
আমাদের এলাকার রাজবাড়ী,, অনেক সুন্দর কারুকাজ ও নির্মাণশৈলীতে ভরপুর। ছিলো একই রকম ৭ টি আঙ্গিনা। কতেক ঘাট বাঁধা পুকুর দীঘি।। অনেক ছোট বেলায় দেখছিলাম যদিও অনেক কিছুই ভেঙে গেছিলো। সঠিক সময়ে সংরক্ষণ করলে দেশের সব থেকে সুন্দর রাজবাড়ী থাকত।
খুবই সুন্দর একটা ভিডিও ❤
চাচারে দেখে খুব ভালো লাগলো তিনি খুব সহজ সরল
এ দৃশ্য দেখে তাদের শিক্ষনীয় বিষয় আছে যারা ক্ষমতা ও দম্তভরে চলাফেরা করে । ক্ষমতা ,সম্পদ ও দাম্ভিকতা যে চিরস্থায়ী নয় , তার জলন্ত প্রমাণ।
Alhamdulliah proud of a Muslim ❤😊
ভালো লাগলো ও ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে তুলে ধরার জন্য।।
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মন ছুয়ে গেলো।
আমি আপনার ভিডিও প্রথম দেখলাম ভালো লাগছে, ধন্যবাদ।
vlog ta khub valo laglo😇
ধন্যবাদ ভাই ❤️❤️
এই রাজবাড়ীর এমন বেহাল অবস্থা দেখে খুবই কষ্ট লাগে। কারন এই রাজবাড়ীর সাথে আমার অনেক সৃতি জড়িয়ে আছে। আমাদের সরকার এগুলো পুরনো স্থাপনা সংরক্ষণ করেনা, এটা খুবই দুঃখজনক। পুরনো স্থাপনা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। বাস্তব জীবনে মানুষের পক্ষে অতীতে ফিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু এমন পুরনো স্থাপনা গুলোতে গেলে একটা পুরনো অনুভূতি অনুভব করা যায়। যেটা অন্তরকে একটা মায়াবী জাদুর জগতে নিয়ে যায়। এটা সতিই একটা অন্যরকম অনুভূতি। বর্তমান সময়ের অত্যাধুনিক ইমারত গুলোত গেলে সেই মায়াবী জাদুর অনুভূতি পাওয়া যায়না। এই আধুনিক সময়ে আরো অত্যাধুনিক ইমারত তৈরী হবে কিন্তু এসব পুরোনো সৃতি বিজরিত স্থাপনা গুলো আর দেখা যাবেনা। আর বিশ বছর আগে উদ্দোগ নিলেও এটা সংরক্ষণ করা সম্ভব ছিলো। তখনো এর কাঠামো অনেকটা ভালো ছিলো। এখন দেখছি পুরোটাই ধ্বংস স্তুপে পরিনত হয়েছে।
খুব ভাল লাগলো ।আপনাদের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।
পশ্চিমবঙ্গ: ভারত।
Thank You ❤️❤️
মহাদেবপুর, নওগাঁ থেকে ভিডিও টা দেখছি ❤
অসাধারণ আপনাকে অনেক ধন্যবাদ।
❤️❤️❤️
খুবই ভালো লাগল😊
খুব ভালো লাগে আপনার ব্লগ
Thank You ❤️❤️
Thank you much for uplifting the ancient history of this place of Bengal and its surroundings Again sushshagatam to you and to the Murabbi
মানুষ হয়েও মনুষ্যত্ব নেই আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেননা❤❤
ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক এর প্রেমে পরে গেলাম।৷
আমাদের নওগাঁ ❤❤❤
মহাদেব পুর নওগাঁ থেকে
❤❤❤।
Good Presentation From Kolkata
আমি গিয়েছিলাম পরিবার সহ সবাই।খুব সুন্দর লেগেছিলো।
চাচা খুবই ভালো মনের মানুষ ❤❤❤
অনেক ভালো লাগলো
এই সব সরকারের উচিত সংরক্ষন করে রাখা যাতে ঐতিহ্যে দাঁড়িয়ে থাকে। এগুলা সংরক্ষন করে রাখলে দেখার জন্য টুরিশ এলাকা হবে।
যে অত্যাচারী রাজা এমন ধর্ষন করতো তার সম্পদ বাড়ী আগুনে পুড়ে ছাই করে যাদু ঘরে রাখা উচিত ।
যারা জানোয়ার তারা বলবে সংরক্ষন করে টুরিস্ট বানাতে ।
ধন্যবাদ তো সচরাচর দেওয়া হয়!!! এর বিকল্প কিছু বলার থাকলে সেটাই বলতাম!!! এগিয়ে যান দুর থেকে দুরান্তরে অদেখাকে দেখানোর জন্য সবার জন্য!! অবশেষে বলতেই হয় thank you so much vai
ভালোবাসা অবিরাম ❤️❤️
Entertaining 😮
আমাদের অনুন্নত থাকার পেছনে একটা বড় কারণ আমরা ঐতিহ্য ধ্বংস করে ফেলি
Ami naogaon thake boltisi ami naogaon te thaki kintu ami ei raj barir bapare ato kishu jantam na....
dhonnobad ato kishu jananor jonno....😇😇
অসাধারণ ভাই 👍👍👍
আপনার ভিডিও গুলো
ধন্যবাদ ভাই ❤️❤️
একসময়ের কোলাহলময় বাড়ি এখন ধ্বংস স্তুপ, এটাই আসলে পৃথিবীর নিয়ম, একদিন আমরাও হারিয়ে যাব, এটা ভাবলে কষ্ট লাগে।❤❤❤❤
কষ্ট হলেও সত্যি বোন, পৃথিবী যে চিরস্থায়ী নয়😭😭
যেখানে যেখানে রাজবাড়ী আছে মেরামত করা হোক সরকারের কাছে অনুরোধ।
🤣🤣
বাংলাদেশের মানুষ লুটপাটে ওস্তাদ....
আগে থেকেই....
Ami Kolkata thekeii dekhchi 😅video ti bhalo laglo songe dadubhai ke oo 😊😊
এই জায়গা গুলো দেখতে খুবই ভালো লাগে
এখন থেকে প্রায় 15 বছর আগে গিয়েছিলাম। অনেক সুন্দর ছিলো। কিন্তু এখন অনেক কিছুই হারিয়ে গিয়েছে😢
Nice presentation.yes,government should declare all ancient mandir,masjid and churches as heritage.
আমাদের এলাকার রাজবাড়ী 💙
আমার বাসা নজিপুর, নওগাঁ আমি আপনার প্রতিটা ভিডিও দেখি
আমাদের এলাকার ভিতরেই এইটা,,, অনেক সুন্দর
অত্যাচার আর শোষণের স্মৃতি চিহ্ন -- যখন সত্য আসে তখন মিথ্যা বিলুপ্ত হয় ।
তখনকার জমিদার রাজাদের কি ইন্ডাস্ট্রি ছিলো ?
তাদের টাকা ছাপানোর কি মেশিন ছিলো ?
তারা কি প্রবাসে গিয়ে কম' করে আয় করেছিলেন ?
উপরের প্রশ্নগুলির উত্তর যদি " না " হয় তাহলে তাদের আয়ের উৎস কি ছিলো ? শোষণ আর অত্যাচার ।
এই ভংগুর স্হাপনা থেকে কি আসবে ?
তাদের প্রজন্ম এখন আছে । তাদের নিজস্ব তৈরি বেদনা । তারা কি কম' করে এবং নিজের প্রতি ধীক্কার না করে রাজনীতির সাথে কি জড়িত আছে ? জানিনা !
তাদেরকে সত্যের পথ দেখাতে হবে --দুনিয়া ও আখেরাতে সঞ্চয়ের পথ ।
সরকার গ্রাউন্ড জিরো করে সরকারি অফিস বা মাকে'ট করলে মানুষের কম'সংস্হান হবে ।
অতীতের বস্তা পঁচা নিয়ে কচকচানি বা দোষারোপ করে সামনের দিকে আগানো যায় না । গতস্য সূচনা নাস্তি । যে কারণে আধুনিক যুগে ভাঙ্গারীর দোকান খোলা হয়েছে । মানুষের কাছে সময়ের মূল্য বেশী ।
ধন্যবাদ ।
পুরোনো ঘর বাড়ি আমারও খুব ভালো লাগে তাই ভালো লাগলো।
oshadharon oshadharon eshob sthun dhongsho hole shilpi shilpo ,natok,cinema ,ovhinoy shob culture dhongsho hoye jabe oshadharon
Thank You ❤️❤️
ভিডিও ভালো হয়েছে
Chacha khub valo moner manush... Khub valo laglo chacha ke..
Thank You ❤️❤️
Darun video ta
আমাদের এখানেই 😁😁😁
বাড়ির পাশে 🖤
খুব সুন্দর। এইভাবে ই দেখিয়ে যান
Thank You ❤️❤️
ঐতিহাসিক স্হান গুলা সংরক্ষণ করার জন্য সরকারের নিকট বিশেষ অনুরোধ রহিল।
প্রশাসনের কাছে বিনীত অনুরোধ রইল জমিদার বাড়িটা যেন সংশোধন করা হয় এটা একটা জাতীয় সম্পদ🙏
Amadler bashar ashe pashe❤❤
আমাদের নওগাঁ😊
Amader Naogaon eta 😊🌸
সরকারের অধিনে নিয়ে এই সব সম্পতি সংস্কার করে দেশের কাজে বা সরকারি কাজে লাগানো উচিত।
Akdom thik kotha bolechen
দুবলহাটি রাজপ্রাসাদ শুধু বাংলা নয় সারা ভরতে অন্যতম ছিল।বংলাদেশ সরকার যদি সংরক্ষন করত তাহলে আমরা আমাদের পূবপুরুষদের বাড়ি একবার ঘুরে আসতাম।😢😢💐💐
যারা বলছে অনেক সুন্দর অনেক সুন্দর তারা সেই যুগে জন্ম নিলেই বুঝতে পারতেন বিশেষ করে মেয়েরা 😢😢
❤
ভাইয়া নওগাঁ জেলার বলিহার রাজবাড়ী নিয়ে একটা ভিডিও চাই,আশা করি ভিডিও দিবেন,, নওগাঁ টু রাজশাহী হাইওয়ে রোডের পাশে রাজবাড়ীটা অবস্থিত,, তার পাশেই আমার বাসা,🙏🙏
Amazed to see your Documentary on the Dubolhati Rajbati.....seeing the grandeur and vastness I feel to witness the palatial building though in ruins if I get the opportunity ever to visit Bangladesh...
Khub khub bhalobasa o subhechha janai tomake ..from Howrah...WB.
Love from Bangladesh 🇧🇩❤️🇮🇳 Thank you
চাচার মুখে ফুলচন্দন আসল সত্যি কথা বেরিয়ে এলো পূর্বে এদেশটা হিন্দুদের ছিলো। ❤❤❤
বৌদ্ধদেরও ছিল।এখন মুসলিমদের। অতীত নিয়ে পড়ে থাকলে সামনে এগোনো যায় না।
এটা সত্যি কথা।তবে পুরো সত্যটা এমন নয়।তার আগে ছিলো বৌদ্ধ দের।মানে আমাদের আদি পুরুষ ধরলে আসে বৌদ্ধদের কথা।সেখান থেকে হিন্দু। তারপর আসলো মুসলমান!😊
Akhon Tumar hindura chudaw
তারও আগে বৌদ্ধদের ছিল?
ar age ?
চাচা অনেক ভালো মনের মানুষ এবং সহজসরল
Eita amader district ee 🙂 ami gecilam onk din agge abar jabo
চাঁপাইনবাবগঞ্জ যেলার শিবগঞ্জ উপযেলার নান্ধায়ে একটা রাজবাড়ী ছিলো,, ভেঙে একটা ইট ও রাখেনি এলাকা বাসি
দেখছি, সিলেটের জৈন্তাপুর উপজেলার, ৫ নং ফতেহপুর ইউনিয়নের, উপরশ্যামপুর কান্দিবাড়ীর, মনির উদ্দিন।
আমি গিয়েছিলাম ঐ জায়গায়
বাস্তবে দেখিনী, চেষ্টা করবো দেখার
ভালো লাগলো
ভাইয়া আমার বাসা নওগাঁতে দুবলহাটি রাজবাড়ি পাশের রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে হয়। ভাইয়া আপনার লক্ষ্য করলে দেখতে পাইবেন দক্ষিণ সাইডে পানির কুপ ছিল কলাবাগান ।
Khub bhalo bai lndia theke bolchi gathanmulok kaag korcho
আমি গেছি এখানে অনেক বার,,দুবলহাটি রাজবাড়ীর পাশেই আমার আম্মুর নানি বাড়ি,,৬ মাস আগেও গেছি,, কিন্তু এই রাজার গল্প অন্যরকম শুনেছি,,আর যে গল্প শুনলাম এটা মনে হয় মিথ্যা।
আপনাদের ভিডিও দেখে রাজা বাদশাহ দের মুভির কথা মনে পরে গেল অবাক লাগে যে সিনেমাগুলো তে যেমন রাজ প্রাসাদ দেখায় ঠিক তেমন
❤️❤️
হুম তেমন টাই, বোন,,,,,👍
Please show the details history .thanks for your efforts.
আমাদের ঐখানে আরো রাজবাড়ী আছে ভাইয়া বাগমারা থানা বিরুকুৎসা বাজারে আছে একটা
Vai aime jabo akto help koran
❤ SE RAJA CHHILONA , SE CHHILO AKJON BISSHO DAKAT😊 😊
দিনাজপুর থেকে আমি
Chacha ❤❤❤
ভাই আসলে হয়তো সব কথা সত্য না কারন আমার পূর্ব পুরুষ রা এখানে এখনো আছে কিন্তু ভিডিও টা অনেক সুন্দর লাগছে 🥰
ধন্যবাদ ভাই ❤️❤️
আমার শশুর বাড়ি নওগাঁ আমি গেছি এই জায়গাই
জয় তারা
এইটা ভাই আমার বাসার ইকটু পর ❤❤❤
আমার বাড়ি নওগাঁ তে,,,,
ওওওওও তাই
মানুষের উচিত সবসময়ই একে অন্যের সাথে সৌহার্দপুর্ন আচরন করা
কিন্তু আফসোস
সব মানুষের মন এত সুন্দর হয় না
উনার নাম কমর উদ্দিন উনি আমার নানা আমার নানা অনেক ভালো 😊😊😊🥰🥰🥰
এই রাজবাড়ীটা বাংলাদেশের না হইয়া অন্য কোন দেশে হইলে কোটি কোটি টাকা আয় করা যেত
আপনার কথায় লজিক আছে👍
caca k onk vlo lgse❤